আমি একজন ৭৫+ প্রবীন মানুষ অনেক কিছুর সাক্ষী । পিনাকী ভট্টাচার্য একজন খাঁটি দেশ প্রেমিক । আমি তাকে অনুরোধ করি যে , জ্ঞান মহান আল্লাহ তোমায় দিয়েছেন সেই জ্ঞান দ্বারা তুমি আমাদের বীর ছাত্র , ছাত্রীদের এবং বাংলাদেশের মানুষকে যে ভাবে উদ্ধুদ্ধ করে চলেছ তা যেন অব্যাহত তাকে কারণ তুমি দেশ প্রেমিক সত্যবাদি । বাংলাদেশের মানুষ তোমায় ভুলবে না ইন শা আল্লাহ ।
স্যার, আপনার ভিডিও সব সময় দেখি। কিন্তু আজকের ভিডিওটা দেখে আমি নিজেকে ধরে রাখতে পারছি না। অন্ধকার রাতে একা একা স্লোগান দিচ্ছি। লাফাচ্ছি। কী করব বুঝতে পারছি না। চরম সত্য ও মনের কথাগুলো এত সুন্দর করে বলেন কেমনে? ১৫ বছর থেকে কথাগুলো সংগঠনের কর্মি ও নিজ ছাত্রদের বলে আসছি। আপনাকে হাজার স্যালুট স্যার। আপনি সফল হোন।
আমি একজন আপনার রক্ত স্নাত ভক্ত ও ইস্পাত দৃঢ় সৈনিক।আমি আমৃত শপথ করছি এবং থাকবো। আপনার প্রতিটি কথা যৌক্তিক ও নির্মম সত্য।আমি আমার জীবনে জয় বাংলা বলিনি আমার পরিবারের এমনকি গোষ্ঠীর কেউ বলেনি।আমি আপনাকে আমার হৃদয় সম ভালবাসি।আমি প্রতিজ্ঞা করে বলছি।আমি শুধু কমেন্ট করার জায়গা খুঁজছিলাম আজ পাইলাম।আমার সালাম লাল সালাম রইল।আরো লিখুন ওমর ফারুক ঢাকা থেকে
মনে রাখবেন হাজার তরুণদের বুকের তাজা রক্ত দিয়ে গড়া 🇧🇩স্বাধীন বাংলাদেশ,, আবারো যদি কেউ বিতকৃত করার চেষ্টা করে, তার ঠাই এই স্বাধীন বাংলায় হবে না। এখন আর আগের বাংলাদেশ নেই। কেউ দল গোচাতে ব্যস্ত😅কেউ গদি পেতে ব্যস্ত😅কেউ লুটপাটে ব্যস্ত😅অথচ ক্লান্ত ছাত্রছাত্রীরা এখনো দেশ গোছাতে ব্যস্ত🎉স্যালুট তোমাদের 🙋♂️🙋♀️স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ 💪ছাত্র💞 জনতা জিন্দাবাদ💪জামায়াত⚖️শিবির জিন্দাবাদ💪
একমাত্র, কেবলমাত্র শুধুমাত্র, পরিপূর্ণ শান্তি ফিরে পেতে হলে, একমাত্র আল কোরআনের আইন, ইসলাম প্রতিষ্ঠার বিকল্প, নেই জামায়েত⚖️শিবির জিন্দাবাদ🎉কারা কারা একমত 👍🙋♂️
স্বাধীনতার সঠিক ইতিহাস সম্পর্কে আমাদের ন্যূনতম কোন ধারণাই ছিল না। এ বিষয়ে অবগত করার জন্য পিনাকী স্যারকে স্যালুট জানাই। তিনি হচ্ছেন সত্যিকার দেশপ্রমিক। তাঁর দীর্ঘ জীবন কামনা করছি।
সেই আওমীলীগের মতো বিএনপির নেতারাও চোর ,লোটকারি তাঁরাও দেশের প্রথম স্বৈরশাসক ও বহু নিরাপরাধ সৈনিক হত্যাসহ , কর্নেল তাহের ,জাতীয় চার নেতা হত্যাকারী জিয়াউর রহমান এবং গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি ,চোর পদ্ধতি ,এবং বিদেশে টাকা প্রাচার পদ্ধতি চালো করা মীরজাফর পলাতক তারেকের পথ দেখানো দল।এক চোরের পর অন্য চোর ক্ষমতায় আসলে সাধারন জনগনের লাভ কি ….? দেশ আজ নতুনদের , ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে । সাধারন ছাত্র সমাজই যথেষ্ট যে কোন আন্দলনে আজ তারই প্রতিফলন দেখছে দেশবাসি ।এই বিপ্লবের কৃতিত্ব শুধু ছাত্র সমাজের , এখানে বিএপি কিছু না,বিএনপি ফাইদা লোটকারি ,তাদের উল্লাস করার কিছু নেই ,এখনই সারা দেশ লোট করতেছে ।যদি এক চোরের পর অন্য চোর আসে , জনগনের কি লাভ এত রক্ত জরিয়ে ..?NO BNP …আমরা বড় দুই দলের কাউকে চাই না ।
আমার আব্বু যে কথাগুলো বলতো, সেই কথাগুলো আপনার কথার সাথে হুবহু মিলে যায়। আমি ভাবতাম আমার আব্বু সাধারণ মানুষ কি বলে, কিন্তু এখন দেখি সব বুদ্ধিজীবীদের কথার সাথে আমার আব্বু সাধারণ মানুষটার কথার অনেক মিল আছে। কারণ জন্ম থেকে দেখছি তিনিও রাজনীতি নিয়ে গবেষণা করে।
@@lovelyafroz4657 জ্বী আমার বাবাও বুদ্ধিজীবি। আমি বুদ্ধিজীবি পরিবারেরই সন্তান। কেউ প্রকাশ্য, কেউ বাস্তবিক কারণে অপ্রকাশ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আফতাব উদ্দিন আহম্মেদ আমার বাবার জেঠাতো ভাই ছিল। যাকে ৪ সালে তারেক জিয়া খুন করিয়েছে।
ভারতের পরামর্শে শেখ মুজিবের নির্দেশে জহির রায়হান বাংলাদেশের প্রথম গুমের শিকার। বর্তমান দেশপ্রেমিক প্রজন্মকে জানানোর জন্য ডাঃ পিনাকী ভট্টাচার্যকে অনুরোধ করছি।
আমি অন্তর্বর্তীকালিন সরকারের পরিকল্পনা মন্ত্রনালয়ের দায়িত্বে পিনাকিদা কে চাই। যদি পিনাকিদা সময় না দিতে পারেন, সেখানে দেবপ্রিয় ভট্টাচার্যকে চাই। কারন আগামী ৫/৬ বছরে দেশে অর্থনৈতিক বিপ্লব ঘটাতে চাইলে, অর্থ মন্ত্রনালয়ের পাশাপাশি কার্যকরী পরিকল্পনা মন্ত্রনালয় থাকতে হবে একজন মেধাবী ব্যাক্তির তত্তাবধানে।
সেই আওমীলীগের মতো বিএনপির নেতারাও চোর ,লোটকারি তাঁরাও দেশের প্রথম স্বৈরশাসক ও বহু নিরাপরাধ সৈনিক হত্যাসহ , কর্নেল তাহের ,জাতীয় চার নেতা হত্যাকারী জিয়াউর রহমান এবং গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি ,চোর পদ্ধতি ,এবং বিদেশে টাকা প্রাচার পদ্ধতি চালো করা মীরজাফর পলাতক তারেকের পথ দেখানো দল।এক চোরের পর অন্য চোর ক্ষমতায় আসলে সাধারন জনগনের লাভ কি ….? দেশ আজ নতুনদের , ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে । সাধারন ছাত্র সমাজই যথেষ্ট যে কোন আন্দলনে আজ তারই প্রতিফলন দেখছে দেশবাসি ।এই বিপ্লবের কৃতিত্ব শুধু ছাত্র সমাজের , এখানে বিএপি কিছু না,বিএনপি ফাইদা লোটকারি ,তাদের উল্লাস করার কিছু নেই ,এখনই সারা দেশ লোট করতেছে ।যদি এক চোরের পর অন্য চোর আসে , জনগনের কি লাভ এত রক্ত জরিয়ে ..?NO BNP …আমরা বড় দুই দলের কাউকে চাই না ।
আমার দাদার বয়স প্রায় ৯০ বছর। তিনি আমাকে এই কথাগুলো বলেছিল এক বছর আগে। ধন্যবাদ জানাই আমার দাদাকে এসব সত্য আমার কাছে বলার জন্য। আজ স্বাধীন বাংলায় সবার সাথে এই সত্য কথাগুলে শুনে খুব ভালো লাগল।
অসাধারণ ডকুমেন্টারি দাদা, আমরা গর্বিত যে, পিনাকি দাদার মত একজন সৎ নিষ্ঠাবান ও প্রতিভাবান একজন মানুষ আমাদের বাংলাদেশের নাগরিক, এভাবেই আমাদের সাধারণ জনগণকে মোটিভেট করে যাও দাদা.. আমরা সর্বাবস্থায় আছি তোমার সাথে । ইনকিলাব জিন্দাবাদ,, ১৫ আগস্ট গণতন্ত্র পুনরুদ্ধার দিবস জিন্দাবাদ,, বাংলাদেশ জিন্দাবাদ ।
বাকশাল কি????।তখন এইটা দরকার ছিল যুদ্ধবিদ্ধস্ত দেশ পুর্নগঠনে।বাকশাল হচ্ছে সর্বদলীয় সমাজতান্তিক শাসন ব্যবস্থা। তখন অনেক উন্নত রাষ্ট্র এই সিস্টেম এ দেশ পরিচালনা করতো।তখনকার পরিস্থিতি অনুযায়ী এইতা যুক্তিক ছিল।তাহলে দেশ উন্নত হতো। দেশ পুর্নগঠন হয়ে ভালো একাটা অবস্থান এ আসলে মুজিব গনতন্ত্র ফেরায় আনতে চেয়েছিলেন।দেশ তাহলে আজ সিংগাপুর থাকতো
মুজিব যদি এক পাতা বাংলা পড়তে না পারে তাহলে সে এত ভালো english(বাংলা ভাষণের কথা বাদ দিলাম ) এ কথা বলতো কেমনে -th-cam.com/video/WM8hVBOaba8/w-d-xo.htmlfeature=shared . কলকাতার ইসলামিয়া কলেজ থেকে কি উনি কি এক পৃষ্ঠা বই না পরেই পাশ করেছিলেন?যেকোনো একটা বইয়ে একটা কথা বললেই সেটা প্রতিষ্ঠিত সত্য? আমি বাল supporter না।
আমি ৭১ এর একজন মুক্তিযোদ্ধার( কোম্পানি কমান্ডার) সন্তান।এই কথাগুলো আমার বাবার কাছে শুনেছি।আজ আপনার কন্ঠে শুনে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সত্য সবার সামনে তুলে ধরে দিক নিদর্শনা দেয়ার জন্য। ইনকিলাব জিন্দাবাদ
এটাই তো চিন্তার বিষয়, অশান্তি সৃষ্টি করার জন্য একদল লোক উঠে পড়ে লেগেছে, এত বছর লুটপাট করে খেয়েছে এখন আর পারবে না সেজন্য তারাও দেশের মানুষকে ভালো থাকতে দিবে না,
ছাত্রদের বিপ্লব এখন কয়েক জন উপদেষ্টা আর সেনা প্রধান রাস্ট্রপতির হাতে বাধা।সেনাপ্রধান রাস্ট্রপতি হাসিনার নিয়োগপ্রাপ্ত তাদের সাথে র আর হাসিনার নিয়মিত যোগাযোগ আছে কি না আমার সন্দেহ।তা না হলে এত বড় স্বৈরাচার কে এখনো স্বৈরাচার বলতে পারেনা।আবার এত গন হত্যার সাথে যে দলের লোকেরা জরিত সে দলটাকে আবার শক্তি যোগাচ্ছে তারা।যাদের ভরসায় সেনা বাহীনির ওপর হামলা করেও গোপালিরা নিরাপদ।যাদের আশ্রয়ে এখন নতুন করে মহরা দিচ্ছে অস্র হাতে আওয়ামীলীগ।বিএনপি কে চাপে রাখছে তাই তারা 3মাস পর নিরবাচনের দাবী থেকে সরে আসছে।বিপ্লব দাবী করা লোকদের মনে রাখা উচিত যারা বিপ্লবের বিপক্ষের লোক তাদের কে সাথে নিয়ে চললে যে কোন সময় প্রতি বিপ্লব ঘটতে পারে।তাই চুপ্পু বা ওয়াকর কে কিকরে আউট করা যায় তা নিয়ে ভাবতে হবে এখনি।অং
দাদা, প্লিজ কিছু একটা করেন। এই ফেসিস্ট এর দালাল চুপ্পু কোন মতেই এই স্বাধীন বাংলায় এই পদে থাকতে পারে না।।। কোন মতে ই না।। এটা আমাদের স্বাধীনতা কে ছোট করা এবং আমাদের শহীদদের অপমান করা!! Dada Pls do something!! ফাইনালি আপনার দেশে প্রত্যাবর্তনের অপেক্ষায়। 🫡🫡🫡❤❤❤
সেই আওমীলীগের মতো বিএনপির নেতারাও চোর ,লোটকারি তাঁরাও দেশের প্রথম স্বৈরশাসক ও বহু নিরাপরাধ সৈনিক হত্যাসহ , কর্নেল তাহের ,জাতীয় চার নেতা হত্যাকারী জিয়াউর রহমান এবং গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি ,চোর পদ্ধতি ,এবং বিদেশে টাকা প্রাচার পদ্ধতি চালো করা মীরজাফর পলাতক তারেকের পথ দেখানো দল।এক চোরের পর অন্য চোর ক্ষমতায় আসলে সাধারন জনগনের লাভ কি ….? দেশ আজ নতুনদের , ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে । সাধারন ছাত্র সমাজই যথেষ্ট যে কোন আন্দলনে আজ তারই প্রতিফলন দেখছে দেশবাসি ।এই বিপ্লবের কৃতিত্ব শুধু ছাত্র সমাজের , এখানে বিএপি কিছু না,বিএনপি ফাইদা লোটকারি ,তাদের উল্লাস করার কিছু নেই ,এখনই সারা দেশ লোট করতেছে ।যদি এক চোরের পর অন্য চোর আসে , জনগনের কি লাভ এত রক্ত জরিয়ে ..?NO BNP …আমরা বড় দুই দলের কাউকে চাই না ।
সংগ্রামী অভিনন্দন, বরাবরের মতোই খুব ভালো লাগলো। রাজনীতিবিদ, জনগণ সবাইকে বক্তব্য দিয়ে অনুপ্রাণিত করেছেন পক্ষে বিপক্ষে অনেক সমালোচনা সহ্য করেছেন। আমি মনে করি সংস্কৃতি বিভিন্ন শাখা প্রশাখা যার সম্পর্কে আপনার যথেষ্ট জ্ঞান রয়েছে বলে আমার ধারণা। কারণ আপনার প্রেজেন্টেশন বলে দেয় আপনি দারুন ভাবে সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন শিল্পী কুশলিদের বর্তমান জাতীয় পর্যায়ের অবস্থানে দিকনির্দেশনা দিতে পারেন। আপনার প্রতি আমার সবিনয় অনুরোধ আপনার প্রত্যেকটা এপিসোডে রাজনৈতিক বিশ্লেষণের পর ক্রীড়া ও সংস্কৃতির বিষয়ে কি করনীয় এই পর্যায়ে সেই সম্পর্কে কিছু দিক নির্দেশনা দিলে আমাদের জন্য কর্মকাণ্ড করা সহজতর হবে। শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা ভরে বিপ্লবী সালাম। চিত্র নায়ক উজ্জ্বল সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিএনপি।
পিনাকী কে, স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে দেখতে চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে দেখতে চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে দেখতে চাই। সবাই এক মত হলে আওয়াজ তুলুন।
দেশপ্রেম কতটা ভয়ঙ্কর ট্যালেন্ট হইতে পারে সেটা আপনাকে না দেখলে বুঝতে পারতাম না দাদা। আপনি দেশের জনগণের জন্য অনেক বড় একটি সম্পদ। আপনার জন্য অনেক ভালোবাসা ও দোয়া করি আপনার আয়ু দীর্ঘ হোক❤
আমি কানাডা প্রবাসি একজন বীর মুক্তিযোদ্ধা। আল্লাহ্ যে জ্ঞান আপনাকে দান করেছেন এই দান বাংলাদেশের নেয়ামত। আপনাকে বাংলাদেশের খুবই বেশি দরকার। আল্লাহ্ আপনাকে হেফাজত করুন। ধন্যবাদ।
হান্ডেট পার্সেন্ট যুক্তিসঙ্গত মতামত উপস্থাপন করেছেন জনাব পিনাকী ভট্টাচার্য সাহেব ! চালিয়ে যান আগামী বাংলাদেশে আপনাকে ভালো পজিশনে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ
সেই আওমীলীগের মতো বিএনপির নেতারাও চোর ,লোটকারি তাঁরাও দেশের প্রথম স্বৈরশাসক ও বহু নিরাপরাধ সৈনিক হত্যাসহ , কর্নেল তাহের ,জাতীয় চার নেতা হত্যাকারী জিয়াউর রহমান এবং গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি ,চোর পদ্ধতি ,এবং বিদেশে টাকা প্রাচার পদ্ধতি চালো করা মীরজাফর পলাতক তারেকের পথ দেখানো দল।এক চোরের পর অন্য চোর ক্ষমতায় আসলে সাধারন জনগনের লাভ কি ….? দেশ আজ নতুনদের , ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে । সাধারন ছাত্র সমাজই যথেষ্ট যে কোন আন্দলনে আজ তারই প্রতিফলন দেখছে দেশবাসি ।এই বিপ্লবের কৃতিত্ব শুধু ছাত্র সমাজের , এখানে বিএপি কিছু না,বিএনপি ফাইদা লোটকারি ,তাদের উল্লাস করার কিছু নেই ,এখনই সারা দেশ লোট করতেছে ।যদি এক চোরের পর অন্য চোর আসে , জনগনের কি লাভ এত রক্ত জরিয়ে ..?NO BNP …আমরা বড় দুই দলের কাউকে চাই না ।
আমি পিনাকী দাদার কথা যতই শুনছি ততই অভিভূত হচ্ছি। ওনি সত্যিকার একজন জ্ঞানী এবং দেশপ্রেমিক মানুষ। ছাত্র জনতার উচিত ওনাকে দেশে নিয়ে আসা এবং কোন একটা গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করা।
স্যার আমি আপনার একজন ক্ষুদ্র ভ্রাতা আমি গত তিন বছর ধরে আপনাকে ফলো করছি আপনার লেখা কিছু বইও পড়েছি। আপনার স্বাধীনতা উত্তর বাংলাদেশ বই পড়ে বাংলাদেশের আসল ইতিহাস সম্পর্কে জানতে পেরেছি। আপনাকে ধন্যবাদ আপনার এই সকল মহৎ কাজের জন্য।
শুধু ওনার বই না। ওনি মুজিব বিরোধী তাই বিপক্ষে কথা বলবেই। নাহলে ওনি শুধু মুজিবের দোষই ধরিয়ে দিচ্ছে, ওনার কি কোন গুণ নাই? ইতিহাস বিষয়ক অন্য বই গুলোও পড়ে তারপর স্বীদ্ধান্ত নিন। একজনের কথায় ব্রেন ওয়াশড হবেননা প্লিজ। নতুন দেশ সামলাতে গিয়ে মুজিব কি কি অসুবিধায় পড়েছিল ওগুলো জানুন। কীভাবে অন্য দেশ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়ছিল।
এই পিনিক দাদার কথা শুনে ইতিহাস চর্চা করলে ইতিহাসের গোয়া মারা সারা - বঙ্গবন্ধু যখন দেশ স্বাধীন করছে তখন এই পিকনিক দাদা কোথায় ছিল...... উনিই তো পারতো সব
না না উনি বাংলাদেশে আসার কোন দরকার নেই। উনি যেখানে আছেন, খুব ভাল আছেন। সেটা বাংলাদেশের জন্যই ভাল। এখন উনি মন্ত্রী সভার মন্ত্রী থেকে আরম্ভ করে এমন কি রাষ্ট্রপতি থেকে ও পাওয়ার ফুল একজন ব্যক্তিত্ব। । দেশে আসলে ওনার এ পাওয়ার থাকবে না। জনতাকে সঠিক পথ দেখাতে পারবে না। তাই ওনার বাইরে থাকাই উচিত। উনি বাংলাদেশের জন্য মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে মহা উপহার স্বরূপ । উনাকে মালিক সুস্থ শরীরে সুস্থ মস্তিকে দীর্ঘায়ূ দান করক। আমিন।
@@Remon-md1em মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর " আমার ফাঁসি চাই " গল্পটা গুগল থেকে ডাউনলোড করে সবাই পড়বেন। এই গল্পে স্বৈরাচার খুনি ফ্যাসিস্ট রক্তচোষা ডাইনি মাতারি হা ছিঃ নার সমস্ত কুকীর্তি এবং হা ছিঃ না যে একজন টোটাল মানসিক বিকারগ্ৰস্ত সাইকোপ্যাথ সেই ব্যাপারগুলো ঘটনাগুলো অতি সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে। এই গল্প টা সবার পড়া উচিত ।
মুসলিম বিদ্বেষী কুখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তন করা হোক, খুব কৌশলে জাতীয় সংগীতের নামে মুসলমানদের দিয়ে শিরিক করানো হচ্ছে, . th-cam.com/video/045mV761rGE/w-d-xo.htmlsi=AivawAXzn7NW6R9s
স্যালুট দাদা❤️ আপনাকে এই মুহূর্তে দেশে অত্যন্ত প্রয়োজন। আপনাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দেখতে চাই। আপনার মূল্যবান দিকনির্দেশনা জাতিকে সঠিক পথে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ তায়ালা আপনাকে নেক হায়াত দান করুন, আমীন ❤
স্বৈরাচার-মীরজাফর ছিল শেখ মুজিব🤒 -৭৫ এর ১৫ আগষ্ট স্বৈরাচারের হত্যার পর কেউ শোক পালন করেনি-বরং আনন্দ করেছিল- মিষ্টি বিতরন করেছিল- জানাযায়ও হয়নি -লাশ ২ দিন পড়েছিল আর এখনকার তারা শোক পালন করে🤣 -সংগ্রহ ✅
দাদা আপনি আমার মনের কথাগুলো বলেছেন।এমনভাবেই আপনি ন্যায়ের কথা বলে,গঠনমূলক সমালোচনা করে দেশ থেকে অনেক দূরেথেকেও আমাদের পাশে থাকবেন।আপনার সুস্থতা ও মঙ্গল কামনা করছি।
1000% রাইট দাদা । আমরা 75 এর স্বাধীনতা যুদ্ধাদের তথা দেশ , মাটি, মানবতা ও মুজলুমের জন্য প্রাণ উৎসর্গকারীদের স্বীকার করতে ও তাঁদের কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে গিয়েছিলাম।
বাপ এবং মেয়ে দুজনেই তার দলের লোকদেরকে বিপদের মধ্যে ফেলে নিজের জান বাঁচিয়ে দেশ ছেড়ে পালায় ছিল। একজন পাকিস্তানে গিয়েছিল আর একজন ভারতে গেছে।এটাই বাস্তবতা
ভারত থেকে আমরাও শান্তি চাই , আমরা বাংলাদেশী ভাই , বোন,দাদা দের কাছে একটাই অনুরোধ বাংলাদেশ ভারত কে পুরো পুরি বয়কট করুন , আপনাদের ওই সব রাজনীতির দলের বড়ো বড়ো নেতা গুলো আগে বলুন ভারত বয়কট করতে , এটাই সময় এমন সময় সব সময় আসবে না , বাংলাদেশে নেতাদের সরা সরি বলতে বলুন (ভারত বয়কট) আমরা শান্তি পাবো ভারত থেকে, দয়া করে সবাই এই কাজ টা করুন।
@@gojubiswas829ইন্ডিয়া এতোই মহৎ যে আপনাদের সব প্রতিবেশী রাষ্ট্রগুলো একযোগে ভারত খেদাও নীতি গ্রহণ করেছে। এতে আপনার কি মনে হয়না যে, ইন্ডিয়ার পররাষ্ট্র নীতিতে ডাল মে কুছ কালা হ্যায়...
@@alx-hমুসলিম জঙ্গি দেশগুলো ভারতের বিপক্ষে আছে কিন্তু প্রতিবেশী ভূটান, জাপান, দঃ কোরিয়া, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, থাইল্যান্ড , সিঙ্গাপুর সবার সঙ্গেই ভালো সম্পর্ক আছে। এমনকি সভ্য মুসলিম দেশ সৌদি আরব, আমিরাত, কাতার, ইরান, কুয়েত, ইন্দোনেশিয়া --এদের সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে।। বাংলাদেশের নির্বোধদের সঠিক জ্ঞান নেই, গুজব নিয়ে আলোচনা করে।😂😂😂
৫ তারিখে সারা দেশের মানুষ যেভাবে ধর্ম ও বর্ণ নির্বিশেষে আনন্দ করেছে আমরা প্রতি বছর ১৫ ই আগস্ট এভাবে আনন্দ উদযাপন করতে চাই। আনন্দ উদযাপন দিবস হিসেবে ১৫ আগস্ট কে ঘোষণা করা হোক
আমরা তোমাদের ভুলব না, ভুলব না। আমি পিনাকি ভাই কে এই সময় একজন উপদেস্টা হিসেবে খুব আশা করেছিলাম কিছু কেন যে পেলাম না তা এখনো বোধগম্য হলো না আমার। love u Pinaki.
আমি একজন ৭৫+ প্রবীন মানুষ অনেক কিছুর সাক্ষী । পিনাকী ভট্টাচার্য একজন খাঁটি দেশ প্রেমিক । আমি তাকে অনুরোধ করি যে , জ্ঞান মহান আল্লাহ তোমায় দিয়েছেন সেই জ্ঞান দ্বারা তুমি আমাদের বীর ছাত্র , ছাত্রীদের এবং বাংলাদেশের মানুষকে যে ভাবে উদ্ধুদ্ধ করে চলেছ তা যেন অব্যাহত তাকে কারণ তুমি দেশ প্রেমিক সত্যবাদি । বাংলাদেশের মানুষ তোমায় ভুলবে না ইন শা আল্লাহ ।
দেশপ্রেমের জীবন্ত লিজেন্ড পিনাকী স্যার। দেশপ্রেমী বাংলাদেশী আপনাকে অনেক ভালবাসি।
Hmmm
Dada akjon khati desh premik, sotto badi, protibadi akjon real joddha salute dada k❤️❤️
ধন্যবাদ শুকরিয়া জাযাকাল্লাহ
সব কথা গুলো ১০০% সঠিক।
কি পরিমান রাগ ক্ষোভ থাকলে চোখ মুখ থেকে এমন বিপ্লবী আগুন বের হতে পারে, স্যালুট দাদা।
এটার কারণ হচ্ছে, ৭১ সালের স্বাধীনতার পর দেশ উল্টো দিকে চালানোর প্রায়শ্চিত্ত আজো আমরা করছি
@@mrdipu78 আল্লাহ ই ভাল জানেন আগামী কাল আওয়ামী লীগ দেশে আবার কোন অরাজকতা সৃষ্টি করে।
সেলুট স্যার!! আমি ইতিহাস জানিনা বাট আপনার প্রতিটা বিশ্লেষণ যেন প্রতিচ্ছবির মতো আঙ্গুল দিয়ে দেখাচ্ছে উচ্ছাসিত সত্য।
যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাড়াঁও তবে তুমি বাংলাদেশ
কি বলে যে ধন্যবাদ দিবো পিনাকীদাকে ভাষা খুঁজে পাচ্ছি না! সবচেয়ে ভালো পর্বগুলোর মধ্যে আজকেরটা অন্যতম! Best of the bests!
স্যার, আপনার ভিডিও সব সময় দেখি। কিন্তু আজকের ভিডিওটা দেখে আমি নিজেকে ধরে রাখতে পারছি না। অন্ধকার রাতে একা একা স্লোগান দিচ্ছি। লাফাচ্ছি। কী করব বুঝতে পারছি না।
চরম সত্য ও মনের কথাগুলো এত সুন্দর করে বলেন কেমনে?
১৫ বছর থেকে কথাগুলো সংগঠনের কর্মি ও নিজ ছাত্রদের বলে আসছি।
আপনাকে হাজার স্যালুট স্যার। আপনি সফল হোন।
এটা সত্য আমার এক দাদা বলছিল. একই কাহিনী. উনি তখন আর্মি তে ছিলেন
আমি একজন আপনার রক্ত স্নাত ভক্ত ও ইস্পাত দৃঢ় সৈনিক।আমি আমৃত শপথ করছি এবং থাকবো। আপনার প্রতিটি কথা যৌক্তিক ও নির্মম সত্য।আমি আমার জীবনে জয় বাংলা বলিনি আমার পরিবারের এমনকি গোষ্ঠীর কেউ বলেনি।আমি আপনাকে আমার হৃদয় সম ভালবাসি।আমি প্রতিজ্ঞা করে বলছি।আমি শুধু কমেন্ট করার জায়গা খুঁজছিলাম আজ পাইলাম।আমার সালাম লাল সালাম রইল।আরো লিখুন
ওমর ফারুক ঢাকা থেকে
যে কোন সময় যা কিছু ঘটতে পারে আমাদের সব সময় প্রস্তুত থাকা উচিত ❤
এত সহজ!!
@@Aboshisto শত্রুকে কখনো দুর্বল ভাবতে নেই!!
Danga lege jabe
আমরা প্রস্তুত
মনে রাখবেন হাজার তরুণদের বুকের তাজা রক্ত দিয়ে গড়া 🇧🇩স্বাধীন বাংলাদেশ,, আবারো যদি কেউ বিতকৃত করার চেষ্টা করে, তার ঠাই এই স্বাধীন বাংলায় হবে না। এখন আর আগের বাংলাদেশ নেই। কেউ দল গোচাতে ব্যস্ত😅কেউ গদি পেতে ব্যস্ত😅কেউ লুটপাটে ব্যস্ত😅অথচ ক্লান্ত ছাত্রছাত্রীরা এখনো দেশ গোছাতে ব্যস্ত🎉স্যালুট তোমাদের 🙋♂️🙋♀️স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ 💪ছাত্র💞 জনতা জিন্দাবাদ💪জামায়াত⚖️শিবির জিন্দাবাদ💪
আমার দাদা একজন ছিলেন ১০০ + বয়সে মারা গেছেন কয়েকবছর আগে।উনার কাছ থেকে স্বাধীননতার ইতিহাস শুনতাম। আজকে আপনার সাথে প্রায়ই মিল পেলাম শেখ মুজিবের ব্যাপারে।
তোমার দাদা আর নাপাকি দুজনই দেশের শত্রু।
গত ২বছর থেকে আপনার সবগুলো ভিডিও দেখে আসছি।
বিপ্লবের অনুপ্রেরনা প্রদানকারী দাদা
আপনাকে ধন্যবাদ।
ইনকিলাব জিন্দাবাদ✊✊
INKELAB ZINDABAD. . .
একমাত্র, কেবলমাত্র শুধুমাত্র, পরিপূর্ণ শান্তি ফিরে পেতে হলে, একমাত্র আল কোরআনের আইন, ইসলাম প্রতিষ্ঠার বিকল্প, নেই জামায়েত⚖️শিবির জিন্দাবাদ🎉কারা কারা একমত 👍🙋♂️
Ami o
@@thewayfareroftruth3791
আমরা চাই ৫০১ রিসর্ট হুজুর
বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তাহলে মহিলারা ফ্রিতে রিসর্টে বেড়াতে যেতে পারবে 😂😂
পিনাকী ভট্টাচার্য একজন ভারতের এজেন্ট। সাধারণ মানুষ পিনাকীকে সহজে চিনতে পারবে না। কিন্তু তাকে কিছু মানুষ চিনে।
বাংলাদেশের সর্বস্তরের পাঠ্যপুস্তকে ১৯৭২ পরবর্তী ১৯৭৫ পর্যন্ত শেখ মুজিবের কুকীর্তি পুনরায় পাঠ্যবইয়ে স্থান দেওয়ার বিনীত আহ্বান করছি।
সব ধরনের টাকার নোট থেকে মুজিবের প্রতিকৃতি পরিবর্তন কর হোক, আমি বলতে চাচ্ছি যখন নতুন টাকার নোট ছাবা হবে তখন আর মুজিব-এর প্রতিকৃতি থাকবে না
taiiiiiiiiiiiiiii nakiiiiiiiiiiiii
abu syed nahoy mugdhor picture dia hok
@@TechCommunityltd haaaaaaaa taiiiiiiiiiiiiiiiii
টাকার উপরে আর কোন ছবি চাই না।
@@Minebloxdoeseverything na Kono sobi chai na
স্বাধীনতার সঠিক ইতিহাস সম্পর্কে আমাদের ন্যূনতম কোন ধারণাই ছিল না। এ বিষয়ে অবগত করার জন্য পিনাকী স্যারকে স্যালুট জানাই। তিনি হচ্ছেন সত্যিকার দেশপ্রমিক। তাঁর দীর্ঘ জীবন কামনা করছি।
Yes...
সেই আওমীলীগের মতো বিএনপির নেতারাও চোর ,লোটকারি তাঁরাও দেশের প্রথম স্বৈরশাসক ও বহু নিরাপরাধ সৈনিক হত্যাসহ , কর্নেল তাহের ,জাতীয় চার নেতা হত্যাকারী জিয়াউর রহমান এবং গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি ,চোর পদ্ধতি ,এবং বিদেশে টাকা প্রাচার পদ্ধতি চালো করা মীরজাফর পলাতক তারেকের পথ দেখানো দল।এক চোরের পর অন্য চোর ক্ষমতায় আসলে সাধারন জনগনের লাভ কি ….? দেশ আজ নতুনদের , ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে । সাধারন ছাত্র সমাজই যথেষ্ট যে কোন আন্দলনে আজ তারই প্রতিফলন দেখছে দেশবাসি ।এই বিপ্লবের কৃতিত্ব শুধু ছাত্র সমাজের , এখানে বিএপি কিছু না,বিএনপি ফাইদা লোটকারি ,তাদের উল্লাস করার কিছু নেই ,এখনই সারা দেশ লোট করতেছে ।যদি এক চোরের পর অন্য চোর আসে , জনগনের কি লাভ এত রক্ত জরিয়ে ..?NO BNP …আমরা বড় দুই দলের কাউকে চাই না ।
সাংবাদিক ইলিয়াস হোসাইনের প্রতিটা প্রতিবেদন একেকটা জলন্ত বাংলাদেশের বাস্তব চিত্র।
❤❤❤
আমার আব্বু যে কথাগুলো বলতো, সেই কথাগুলো আপনার কথার সাথে হুবহু মিলে যায়। আমি ভাবতাম আমার আব্বু সাধারণ মানুষ কি বলে, কিন্তু এখন দেখি সব বুদ্ধিজীবীদের কথার সাথে আমার আব্বু সাধারণ মানুষটার কথার অনেক মিল আছে। কারণ জন্ম থেকে দেখছি তিনিও রাজনীতি নিয়ে গবেষণা করে।
Beche thakole record koren
Tor babao great buddhijibi .
@@lovelyafroz4657 জ্বী আমার বাবাও বুদ্ধিজীবি। আমি বুদ্ধিজীবি পরিবারেরই সন্তান। কেউ প্রকাশ্য, কেউ বাস্তবিক কারণে অপ্রকাশ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আফতাব উদ্দিন আহম্মেদ আমার বাবার জেঠাতো ভাই ছিল। যাকে ৪ সালে তারেক জিয়া খুন করিয়েছে।
Same same, vhabtam abba mujib hater, but na he was the right
উপদেষ্টা দের অনুরোধ করবো পিনাকী দাদার সকল কথা শুনে যথাযত ব্যবস্থা এবং পদক্ষেপ নেওয়া হোক! উনার সকল কথার যথাযথ যুক্তি আছে!
সাহাবুদ্দিন চুপ্পুর দ্রুত পদত্যাগের দাবি জানাচ্ছি। নয়তো বাংলাদেশের কপালে খারাবি আছে।
আস্তে আস্তে করতে হবে, সাবধানে করতে হবে। তাড়াহুড়া দেশে দাঙ্গা বাধাবে।
Sohomott. From true eyes
Right
একমত
যদি তকদিরে থাকে আমরা আটকাতে পারবো না,কিন্তু চেষ্টা করা উচিত।
ভারতের পরামর্শে শেখ মুজিবের নির্দেশে জহির রায়হান বাংলাদেশের প্রথম গুমের শিকার। বর্তমান দেশপ্রেমিক প্রজন্মকে জানানোর জন্য ডাঃ পিনাকী ভট্টাচার্যকে অনুরোধ করছি।
Jahir Raihan was the man, the myth, the legend!
নতুন সরকারকে বলছি, কাদের সিদ্দিকীরে থামান আর রাষ্ট্রপতি চুপ্পু এবং ব্রিগেডিয়ার সাখাওয়াতকে অবিলম্বে পদচ্যুত করেন।
দাদা বাংলাদেশ থেকে যে বিপুল পরিমানে টাকা বিদেশে পাচার হয়েছে সেটা কিভাবে ফেরত আনা যায়, সেই ব্যাপারে একটা ভিডিও দেন।
আমি অন্তর্বর্তীকালিন সরকারের পরিকল্পনা মন্ত্রনালয়ের দায়িত্বে পিনাকিদা কে চাই। যদি পিনাকিদা সময় না দিতে পারেন, সেখানে দেবপ্রিয় ভট্টাচার্যকে চাই। কারন আগামী ৫/৬ বছরে দেশে অর্থনৈতিক বিপ্লব ঘটাতে চাইলে, অর্থ মন্ত্রনালয়ের পাশাপাশি কার্যকরী পরিকল্পনা মন্ত্রনালয় থাকতে হবে একজন মেধাবী ব্যাক্তির তত্তাবধানে।
সেই আওমীলীগের মতো বিএনপির নেতারাও চোর ,লোটকারি তাঁরাও দেশের প্রথম স্বৈরশাসক ও বহু নিরাপরাধ সৈনিক হত্যাসহ , কর্নেল তাহের ,জাতীয় চার নেতা হত্যাকারী জিয়াউর রহমান এবং গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি ,চোর পদ্ধতি ,এবং বিদেশে টাকা প্রাচার পদ্ধতি চালো করা মীরজাফর পলাতক তারেকের পথ দেখানো দল।এক চোরের পর অন্য চোর ক্ষমতায় আসলে সাধারন জনগনের লাভ কি ….? দেশ আজ নতুনদের , ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে । সাধারন ছাত্র সমাজই যথেষ্ট যে কোন আন্দলনে আজ তারই প্রতিফলন দেখছে দেশবাসি ।এই বিপ্লবের কৃতিত্ব শুধু ছাত্র সমাজের , এখানে বিএপি কিছু না,বিএনপি ফাইদা লোটকারি ,তাদের উল্লাস করার কিছু নেই ,এখনই সারা দেশ লোট করতেছে ।যদি এক চোরের পর অন্য চোর আসে , জনগনের কি লাভ এত রক্ত জরিয়ে ..?NO BNP …আমরা বড় দুই দলের কাউকে চাই না ।
পিনাকী দা কে এই মূহুর্তে বাংলাদেশে অনেক দরকার
ভোটে দাঁড়াবেন
ভোটে দাঁড়াবেন
@@srirathin.iitbhu আপনি সবাইকে কি হাসিনা মনে করেন যে ভোটে দাড়াতে হবে, উনি অ্যাক্টিভিস্ট দেশ সংস্কারে ভূমিকা রাখবেন
দাদা ১৯৭৫ এর সাতই নভেম্বর কে কেন বাদ দিলেন?
Dada Ka ai mohurta amader dorkar
আমার দাদার বয়স প্রায় ৯০ বছর। তিনি আমাকে এই কথাগুলো বলেছিল এক বছর আগে। ধন্যবাদ জানাই আমার দাদাকে এসব সত্য আমার কাছে বলার জন্য। আজ স্বাধীন বাংলায় সবার সাথে এই সত্য কথাগুলে শুনে খুব ভালো লাগল।
Amar nana o bolchilo
Same
ধন্যবাদ!
❤️
Thanks for your support ❤❤
❤️❤️❤️
অসংখ্য ধন্যবাদ সাপোর্ট দেওয়ার জন্য।
অসাধারণ ডকুমেন্টারি দাদা, আমরা গর্বিত যে, পিনাকি দাদার মত একজন সৎ নিষ্ঠাবান ও প্রতিভাবান একজন মানুষ আমাদের বাংলাদেশের নাগরিক, এভাবেই আমাদের সাধারণ জনগণকে মোটিভেট করে যাও দাদা.. আমরা সর্বাবস্থায় আছি তোমার সাথে । ইনকিলাব জিন্দাবাদ,, ১৫ আগস্ট গণতন্ত্র পুনরুদ্ধার দিবস জিন্দাবাদ,, বাংলাদেশ জিন্দাবাদ ।
সঠিক বুঝার জন্য অনেক অনেক ধন্যবাদ ।
বাকশাল কি????।তখন এইটা দরকার ছিল যুদ্ধবিদ্ধস্ত দেশ পুর্নগঠনে।বাকশাল হচ্ছে সর্বদলীয় সমাজতান্তিক শাসন ব্যবস্থা। তখন অনেক উন্নত রাষ্ট্র এই সিস্টেম এ দেশ পরিচালনা করতো।তখনকার পরিস্থিতি অনুযায়ী এইতা যুক্তিক ছিল।তাহলে দেশ উন্নত হতো। দেশ পুর্নগঠন হয়ে ভালো একাটা অবস্থান এ আসলে মুজিব গনতন্ত্র ফেরায় আনতে চেয়েছিলেন।দেশ তাহলে আজ সিংগাপুর থাকতো
মুজিব যদি এক পাতা বাংলা পড়তে না পারে তাহলে সে এত ভালো english(বাংলা ভাষণের কথা বাদ দিলাম ) এ কথা বলতো কেমনে -th-cam.com/video/WM8hVBOaba8/w-d-xo.htmlfeature=shared . কলকাতার ইসলামিয়া কলেজ থেকে কি উনি কি এক পৃষ্ঠা বই না পরেই পাশ করেছিলেন?যেকোনো একটা বইয়ে একটা কথা বললেই সেটা প্রতিষ্ঠিত সত্য? আমি বাল supporter না।
পিনাকী ভট্টাচার্য স্যার কে অসংখ্য ধন্যবাদ, মুজিবুর রহমানের ইতিহাস তুলে ধরার জন্য
অসংখ্য ধন্যবাদ জানায় মেজর ডালিম এবং খন্দকার মোশতাক কে।
আপনার বিকল্প আপনিই, আপনি বিপ্লবী বাংলাদেশের সপ্নদ্রষ্টা কারিগর। আপনার অপেক্ষায় বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।
আমি ৭১ এর একজন মুক্তিযোদ্ধার( কোম্পানি কমান্ডার) সন্তান।এই কথাগুলো আমার বাবার কাছে শুনেছি।আজ আপনার কন্ঠে শুনে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সত্য সবার সামনে তুলে ধরে দিক নিদর্শনা দেয়ার জন্য।
ইনকিলাব জিন্দাবাদ
সিপিবি
❤
আপনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা এবং প্রকৃত দেশপ্রেমিক বাবার সন্তান,, আপনার বাবা আল্লাহ নেক হায়াত দান করুন। ❤
সিপিবি ধ্বংস করা হোক
There are many people who told same story about “December 1971- August 1975”.
পিনাকী ভট্টাচার্য কে দেশের গুরুত্বপূর্ণ পদে দেখতে চাই
আপনারে কি ভাবে ধন্যবাদ জানাবো আমার ভাষা না-ই, দেয়া করি আললাহ আপনাকে নেক হায়াৎ দান করুন আমিন
দীর্ঘ 15 বছর পর বুক ভরে শ্বাস নিয়েছি, মন খুলে আনন্দ করেছি।
এই আনন্দ আমরা ধরে রাখবো। ইনশাল্লাহ
ইনশাআল্লাহ।
এটাই তো চিন্তার বিষয়, অশান্তি সৃষ্টি করার জন্য একদল লোক উঠে পড়ে লেগেছে, এত বছর লুটপাট করে খেয়েছে এখন আর পারবে না সেজন্য তারাও দেশের মানুষকে ভালো থাকতে দিবে না,
@dada.70 apnar kotha ta bujlam na vai🤔
রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের পদত্যাগ চাই আর পিনাকী ভট্টাচার্য দাদা ভালোবাসা অবিরাম আপনার জন্য
অতি দ্রুত সময়ের মধ্যে এই দুইজনকে তাদের পর থেকে সরিয়ে দেওয়া উচিত
বাড়াবাড়ি কইরেন না,সেনাপ্রধান কোন বারা ভাতে আপনার ছাই দিছে?
ভাই সেনাপ্রধান কি করল আবার।@@mohammadzayed1558
ছাত্রদের বিপ্লব এখন কয়েক জন উপদেষ্টা আর সেনা প্রধান রাস্ট্রপতির হাতে বাধা।সেনাপ্রধান রাস্ট্রপতি হাসিনার নিয়োগপ্রাপ্ত তাদের সাথে র আর হাসিনার নিয়মিত যোগাযোগ আছে কি না আমার সন্দেহ।তা না হলে এত বড় স্বৈরাচার কে এখনো স্বৈরাচার বলতে পারেনা।আবার এত গন হত্যার সাথে যে দলের লোকেরা জরিত সে দলটাকে আবার শক্তি যোগাচ্ছে তারা।যাদের ভরসায় সেনা বাহীনির ওপর হামলা করেও গোপালিরা নিরাপদ।যাদের আশ্রয়ে এখন নতুন করে মহরা দিচ্ছে অস্র হাতে আওয়ামীলীগ।বিএনপি কে চাপে রাখছে তাই তারা 3মাস পর নিরবাচনের দাবী থেকে সরে আসছে।বিপ্লব দাবী করা লোকদের মনে রাখা উচিত যারা বিপ্লবের বিপক্ষের লোক তাদের কে সাথে নিয়ে চললে যে কোন সময় প্রতি বিপ্লব ঘটতে পারে।তাই চুপ্পু বা ওয়াকর কে কিকরে আউট করা যায় তা নিয়ে ভাবতে হবে এখনি।অং
দাদা, প্লিজ কিছু একটা করেন।
এই ফেসিস্ট এর দালাল চুপ্পু কোন মতেই এই স্বাধীন বাংলায় এই পদে থাকতে পারে না।।। কোন মতে ই না।।
এটা আমাদের স্বাধীনতা কে ছোট করা এবং আমাদের শহীদদের অপমান করা!!
Dada
Pls do something!!
ফাইনালি আপনার দেশে প্রত্যাবর্তনের অপেক্ষায়।
🫡🫡🫡❤❤❤
আমার মরহুম মায়ের কাছে শুনেছি সেই প্রথম নির্বাচনের গল্প।আপনার কথা ১০০% সঠিক।
আমিও আমার আব্বা আম্মার কাছ থেকে শুনেছি, এ কথা সত্য।
সেই আওমীলীগের মতো বিএনপির নেতারাও চোর ,লোটকারি তাঁরাও দেশের প্রথম স্বৈরশাসক ও বহু নিরাপরাধ সৈনিক হত্যাসহ , কর্নেল তাহের ,জাতীয় চার নেতা হত্যাকারী জিয়াউর রহমান এবং গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি ,চোর পদ্ধতি ,এবং বিদেশে টাকা প্রাচার পদ্ধতি চালো করা মীরজাফর পলাতক তারেকের পথ দেখানো দল।এক চোরের পর অন্য চোর ক্ষমতায় আসলে সাধারন জনগনের লাভ কি ….? দেশ আজ নতুনদের , ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে । সাধারন ছাত্র সমাজই যথেষ্ট যে কোন আন্দলনে আজ তারই প্রতিফলন দেখছে দেশবাসি ।এই বিপ্লবের কৃতিত্ব শুধু ছাত্র সমাজের , এখানে বিএপি কিছু না,বিএনপি ফাইদা লোটকারি ,তাদের উল্লাস করার কিছু নেই ,এখনই সারা দেশ লোট করতেছে ।যদি এক চোরের পর অন্য চোর আসে , জনগনের কি লাভ এত রক্ত জরিয়ে ..?NO BNP …আমরা বড় দুই দলের কাউকে চাই না ।
অসাধারণ
মরহুম না ভাইয়া মরহুমা হবে যেহেতু আপনার আম্মু একজন মহিলা
এটা আমার নিজের দেখা।।
অসাধারণ উপস্থাপনা। ধন্যবাদ পিনাকি দাদা
সংগ্রামী অভিনন্দন,
বরাবরের মতোই খুব ভালো লাগলো।
রাজনীতিবিদ, জনগণ সবাইকে বক্তব্য দিয়ে অনুপ্রাণিত করেছেন পক্ষে বিপক্ষে অনেক সমালোচনা সহ্য করেছেন। আমি মনে করি সংস্কৃতি বিভিন্ন শাখা প্রশাখা যার সম্পর্কে আপনার যথেষ্ট জ্ঞান রয়েছে বলে আমার ধারণা। কারণ আপনার প্রেজেন্টেশন বলে দেয় আপনি দারুন ভাবে সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন শিল্পী কুশলিদের বর্তমান জাতীয় পর্যায়ের অবস্থানে দিকনির্দেশনা দিতে পারেন। আপনার প্রতি আমার সবিনয় অনুরোধ আপনার প্রত্যেকটা এপিসোডে রাজনৈতিক বিশ্লেষণের পর ক্রীড়া ও সংস্কৃতির বিষয়ে কি করনীয় এই পর্যায়ে সেই সম্পর্কে কিছু দিক নির্দেশনা দিলে আমাদের জন্য কর্মকাণ্ড করা সহজতর হবে।
শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা ভরে বিপ্লবী সালাম।
চিত্র নায়ক উজ্জ্বল
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিএনপি।
পিনাকী- দাদা তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার আজকের অগ্নি ঝরা বক্তব্য তরুন প্রজন্মকে দেশপ্রমকে আরও উজ্জীবিত করবে। তোমার জন্য অনেক অনেক দোয়া ও ভালবাসা। মহান আল্লাহ তোমার মঙ্গল করুন।
"তুমি" শব্দ কেন ব্যবহার করলেন রাগ না করে যদি একটু বলেন????
@@MdMustafija-cm7jg ভালবাসার পাত্রদেরকে তুমি বলতে দোষ কোথায়?
@@NasrinAkter-qi1heরাইট।
বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় তুলে ধরেছেন যা আমাদের ভবিষ্যতে উপকারে আসবে
Thanks
ঢেকে রাখা ইতিহাস প্রকাশ পেলো আজ।
সেলুট দাদা ভাই
একজন হিন্দু নির্যাতন হলে সেটা হিন্দু নয় নাগরিক নির্যাতন, একজন শিবির নির্যাতন হলে সেটা শিবির নয় নাগরিক নির্যাতন......
দাদা অসাধারণ..........
কাম শেষ। দেশে এখন ইসলামী শাসন চলবে। এসব মালা উনদের লেকচার আমরা আর শুনিনা।
পিনাকী ভট্টাচার্য❤ দাদা একজন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ দেশপ্রেমীক দাদা।❤ আপনার সুস্বাস্থ্য কামনা করি❤ আপনার পরিবার বর্গের উপর আল্লাহর রহমত বর্ষণ করুন আমিন।
35 বছর আগে মুরুব্বীদের কাছে যা শুনেছি দাদা আপনার কথার সঙ্গে সব মিলে যায়। দাদা আপনাকে ধন্যবাদ সঠিক ইতিহাস বাংলার জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য।
পিলখানা হত্যাকাণ্ডের বিচার চাই
Pilkhanar bichar amio chai
১০০% ১০০% হাতেই হবে🙏
ঠিক
অবশ্যই
Right
আমি পিনাকী দাদার অপ্রতিরোধ্য সাহস আর অকৃত্রিম দেশপ্রেমের প্রসংশা না করে পারলাম না।শুকরান!!!!!!
Right
এত ট্যালেন্ট আল্লাহর দান,আপনার বিচরন দীর্ঘায়ু কামনা করি।সত্যি আপনার তথ্যবলী ও উপস্থাপনার কি করে প্রকাশ ভেবে পাই না।সত্যিই মিরাকেল।
ডঃ পিনাকী ভট্টাচার্য স্যারকে বাংলাদেশের সাধারণ মানুষ মন্ত্রীসভার একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে চাই...
Sarbochcho pode noy keno? Hindu bole?
সিল দেওয়া ঠিক আছে ওস্তাদ।
Is he hindu? 🤔@@msinha447
Dr.yunus er poreyi 2nd man The SENIOR ADVISOR hoben PINAKI BHTTACHARY ...
পিনাকী কে, স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে দেখতে চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে দেখতে চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে দেখতে চাই। সবাই এক মত হলে আওয়াজ তুলুন।
❤❤❤❤❤❤❤
সহমত।
Chorer Raja korte hobe
Agreed
Agreed
দেশপ্রেম কতটা ভয়ঙ্কর ট্যালেন্ট হইতে পারে সেটা আপনাকে না দেখলে বুঝতে পারতাম না দাদা।
আপনি দেশের জনগণের জন্য অনেক বড় একটি সম্পদ।
আপনার জন্য অনেক ভালোবাসা ও দোয়া করি আপনার আয়ু দীর্ঘ হোক❤
পিনাকী দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে সত্য ও সঠিক তথ্য বাঙালি জাতির সামনে উদঘাটন বা উপস্থাপন করার জন্য।
স্যার আপনাকে স্যালুট,, আপনার তুলনা হয় না। ইলিয়াস হোসাইন ভাইয়ের মতো আরো একজন সাহসী মানুষ আপনি।
উপমানের সাথে উপমের তুলনা হয়।
@@Hasanuzzaman-fr9vj হুম
একজন হিন্দু সম্প্রদায়ের হয়েও তিনি কথায় কথায় ইনশাআল্লাহ বলছেন, অথচ আমরা ভুলে যাই। ভালো থাকবেন স্যার
তিনি বর্তমানে মুসলিম
ও হিন্দু কে বলেছে ও একজন মুসলিমের চুদায় জন্ম নিছে।
তিনি সংকর প্রজাতির 😂😂
Eiii Shala tel diya chole
@@soniaakter7513 যদি মুসলিম হয় তবে তার নাম পিনাকি কেন , আমি ওনার দেশভকতির জন্য ওনাকে ভালোবাসি ,
Thanks!
ধন্যবাদ দাদা, এই প্রজন্ম আপনার সত্য তুলে ধরায় ধন্য।
যে কোনো প্রতি বিপ্লব আমরা শিক্ষার্থী রা সহ দেশের জনগণ রুখে দিব ইনসা আল্লাহ ✊✊✊
✌️
Bangladesh jindabad
Thanks for good honesty comment from uk 🇬🇧 ❤❤❤
@@akhlakuddin3567 অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইল 🌹🌷👍
পিনাকী সাহেবের মতো
প্রাজ্ঞ রাজনৈতিক ব্যাক্তিত্ব আমাদের সরকারের দরকার।
আমিও একমত
আমি সহমত
কোন মতেই বুঝি না,ওনাকে কেন নেওয়া হচ্ছে না
Pinaki kintu covert na hoyei muslim doctor lady biye korechen. Eta niye apnader ki comment?
দারুণ তথ্যবহুল ও দেশপ্রেমে উজ্জীবিতকরণ - সবকিছু মিলিয়ে আশ্চর্য সুন্দর দুর্দান্ত এক ভিডিও। অনেক ধন্যবাদ, পিনাকীদা। আল্লাহ আপনার মঙ্গল করুক।
আমাদের একজন দেশপ্রেমিক পিনাকী ভট্টাচার্য আছেন, জাতি হিসেবে আমরা গর্বিত।
Right
আমি কানাডা প্রবাসি একজন বীর মুক্তিযোদ্ধা। আল্লাহ্ যে জ্ঞান আপনাকে দান করেছেন এই দান বাংলাদেশের নেয়ামত। আপনাকে বাংলাদেশের খুবই বেশি দরকার। আল্লাহ্ আপনাকে হেফাজত করুন। ধন্যবাদ।
❤পিনাকি দাদা সত্য প্রচারক
আমরা পিনাকে ভট্টাচার্যকে উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে দেখতে চাই
চমৎকার বিশ্লেষণ দাদা, আল্লাহ বাঁচাইয়া রাখুন আপনাকে ❤🎉
😅😮😢🎉😂
ওনারে রাষ্ট্রপতি কর্তে রাজী হবেন???
হান্ডেট পার্সেন্ট যুক্তিসঙ্গত মতামত উপস্থাপন করেছেন জনাব পিনাকী ভট্টাচার্য সাহেব !
চালিয়ে যান আগামী বাংলাদেশে আপনাকে ভালো পজিশনে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ
আপনার কি ক্ষমতা? তাকে আল্লাহ যে ক্ষমতা দিয়েছেন, তা শেখ মুজিবের চেয়েও অনেক বেশি।
পিনাকী ভট্টাচার্য একজন ভারতের এজেন্ট। সাধারণ মানুষ পিনাকীকে সহজে চিনতে পারবে না। কিন্তু তাকে কিছু মানুষ চিনে।
জ্বালাময়ী বক্তব্য। প্রত্যেকটা কথাই আগুন ঝরছে। আপনিই আসল দেশ প্রেমিক।
এই দুঃসময়ে আপনাকে বড় প্রয়োজন ছিল দাদা ❤❤❤
উনি আপনাদের বাজার দখল করবে। এটাই উনার পেশা।
হাসিনা ষড়যন্ত্র করছে বাংলাদেশকে বিপদে ফেলার।
উনি দেশের বাইরে থেকে দেশের যে প্রয়োজন মেটাচ্ছেন, দেশে আসলে তা পারবেন না। না আসায় উত্তম।
পিনাকী ভট্টাচার্য একজন ভারতের এজেন্ট। সাধারণ মানুষ পিনাকীকে সহজে চিনতে পারবে না। কিন্তু তাকে কিছু মানুষ চিনে।
পিনাকী ভট্টাচার্যকে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে এই মুহূর্তে খুবই প্রয়োজন।
Akmot
সহমত 💙
Ekmot
আমি আজকে ৬ মাস ধরেই দাদার ভিডিওর মধ্যে কমেন্ট করতেছি দাদাকে পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র এবং স্বাস্থ্য এই তিনটা পদে দাদাকে মানায়
সহমত
❤ মুক্তিযুদ্ধ 2024এর মহানায়ক পিনাকীভট্টাচার্য বাংলাদেশের গর্ব
Pinaki is a disgrace for Bangladesh. Like Tarique Rahman he is a fugitive.
ভাই মানুষের কথা না শুনে বই পড় আগে।
Dada key donnobad onnair biruddey, mithar biruddey sob somoy kota bolen. Ababey desh prem, sother kota sarajibon jeno bolen.
@@bdh4848who is the writer? Zafar Iqbal? Hehehe
সেই আওমীলীগের মতো বিএনপির নেতারাও চোর ,লোটকারি তাঁরাও দেশের প্রথম স্বৈরশাসক ও বহু নিরাপরাধ সৈনিক হত্যাসহ , কর্নেল তাহের ,জাতীয় চার নেতা হত্যাকারী জিয়াউর রহমান এবং গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি ,চোর পদ্ধতি ,এবং বিদেশে টাকা প্রাচার পদ্ধতি চালো করা মীরজাফর পলাতক তারেকের পথ দেখানো দল।এক চোরের পর অন্য চোর ক্ষমতায় আসলে সাধারন জনগনের লাভ কি ….? দেশ আজ নতুনদের , ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে । সাধারন ছাত্র সমাজই যথেষ্ট যে কোন আন্দলনে আজ তারই প্রতিফলন দেখছে দেশবাসি ।এই বিপ্লবের কৃতিত্ব শুধু ছাত্র সমাজের , এখানে বিএপি কিছু না,বিএনপি ফাইদা লোটকারি ,তাদের উল্লাস করার কিছু নেই ,এখনই সারা দেশ লোট করতেছে ।যদি এক চোরের পর অন্য চোর আসে , জনগনের কি লাভ এত রক্ত জরিয়ে ..?NO BNP …আমরা বড় দুই দলের কাউকে চাই না ।
❤ ধন্যবাদ পিনাকী ভট্টাচার্য।
আমি পিনাকী দাদার কথা যতই শুনছি ততই অভিভূত হচ্ছি। ওনি সত্যিকার একজন জ্ঞানী এবং দেশপ্রেমিক মানুষ। ছাত্র জনতার উচিত ওনাকে দেশে নিয়ে আসা এবং কোন একটা গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করা।
সহমত পোষণ করছি।
কমেন্টগুলি পড়তেছিলাম। পীনাকি ভট্টাচার্য কে অনেকেই ভালোবেসে। আপনার ভিডিওগুলি অসাধারণ হয়। অনেক কিছু জানা যায় এখান থেকে। ধন্যবাদ।
হ! অনেকেই ভালোবাসেন বটে তবে সেটা মুসলমানের মুরগী পোষা ভালবাসা!! হাজার হইলেও কাফের যে!!!
বস অনেক অনেক দোয়া রইলো,আপনার জন্য সত্যি কথাগুলো সবার সমনে তুলে দরার জন্য 🤝💪
স্যার আমি আপনার একজন ক্ষুদ্র ভ্রাতা আমি গত তিন বছর ধরে আপনাকে ফলো করছি আপনার লেখা কিছু বইও পড়েছি। আপনার স্বাধীনতা উত্তর বাংলাদেশ বই পড়ে বাংলাদেশের আসল ইতিহাস সম্পর্কে জানতে পেরেছি। আপনাকে ধন্যবাদ আপনার এই সকল মহৎ কাজের জন্য।
শুধু ওনার বই না। ওনি মুজিব বিরোধী তাই বিপক্ষে কথা বলবেই। নাহলে ওনি শুধু মুজিবের দোষই ধরিয়ে দিচ্ছে, ওনার কি কোন গুণ নাই? ইতিহাস বিষয়ক অন্য বই গুলোও পড়ে তারপর স্বীদ্ধান্ত নিন। একজনের কথায় ব্রেন ওয়াশড হবেননা প্লিজ। নতুন দেশ সামলাতে গিয়ে মুজিব কি কি অসুবিধায় পড়েছিল ওগুলো জানুন। কীভাবে অন্য দেশ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়ছিল।
এই পিনিক দাদার কথা শুনে ইতিহাস চর্চা করলে ইতিহাসের গোয়া মারা সারা -
বঙ্গবন্ধু যখন দেশ স্বাধীন করছে তখন এই পিকনিক দাদা কোথায় ছিল...... উনিই তো পারতো সব
মুজিবকে বাংলার ইতিহাসে ভিলেন হিসেবে প্রতি পাঠ্য বইয়ে নিবন্ধ করা হোক।
বাকশালী স্বৈরাচারী ফ্যাসিস্ট।
ভিলেন নয় ডাকাত হিসেবে গণ্য করা হোক সন্ত্রাস হিসেবে গণ্য করা হোক
সহমত
ভাই আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ,
joy bangla voy bangla !
jay hind gaye hind !
শিগগিরী পিনাকী দাদা দেশে আসছেন, উনি দেশে আসার পর বাংলাদেশে আসার পর এক বিশাল জনসভা হবে। আমরা সকলেই দলে দলে যোগ দিয়ে বিজয়ের আনন্দ ভাগ করে নিবো।😊
Inshallah mashallah subahan Allah alhamdulillah Amin ❤❤
সত্যি?
পুরোপুরি নিরাপত্তা তৈরি না হওয়া পর্যন্ত জাতির এই অভিভাবকের দেশে আসা ঠিক হবে না
ওকে
Right
❤❤❤❤পিনাকী আই লাইক ইউ❤❤❤❤
দাদা আপনার অপেক্ষায় বাংলাদেশ 👏❤
❤❤❤
দাদা প্লিজ...🙏🙏🙏
আপনি দেশে ফিরে আসেন,
এদেশে আপনার মতো একজন
দেশ প্রেমিকের খুবই অভাব ❤❤
Desh a lokjon anek rokomer. . Kono dorker nri
@@SkTahin-qq7rbনারে ভাই, এখন না। শত্রু ওত পেতে আছে।আরো কিছু দিন যাক।
না না উনি বাংলাদেশে আসার কোন দরকার নেই। উনি যেখানে আছেন, খুব ভাল আছেন। সেটা বাংলাদেশের জন্যই ভাল। এখন উনি মন্ত্রী সভার মন্ত্রী থেকে আরম্ভ করে এমন কি রাষ্ট্রপতি থেকে ও পাওয়ার ফুল একজন ব্যক্তিত্ব। । দেশে আসলে ওনার এ পাওয়ার থাকবে না। জনতাকে সঠিক পথ দেখাতে পারবে না। তাই ওনার বাইরে থাকাই উচিত। উনি বাংলাদেশের জন্য মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে মহা উপহার স্বরূপ । উনাকে মালিক সুস্থ শরীরে সুস্থ মস্তিকে দীর্ঘায়ূ দান করক। আমিন।
স্বাধীনতা অর্জনের চেয়ে, স্বাধীনতা রক্ষা করা কঠিন। ,,, কে কে সহমত।. I❤🇧🇩
@@Remon-md1em মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর " আমার ফাঁসি চাই " গল্পটা গুগল থেকে ডাউনলোড করে সবাই পড়বেন।
এই গল্পে স্বৈরাচার খুনি ফ্যাসিস্ট রক্তচোষা ডাইনি মাতারি হা ছিঃ নার সমস্ত কুকীর্তি এবং হা ছিঃ না যে একজন টোটাল মানসিক বিকারগ্ৰস্ত সাইকোপ্যাথ সেই ব্যাপারগুলো ঘটনাগুলো অতি সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে।
এই গল্প টা সবার পড়া উচিত ।
এদের জ্বালায় কমেন্ট করা ও পড়া কঠিন হয়ে যায়। ভিডিও আসার আগেই এই ধরনের কমেন্ট দিয়ে রাখে
এইকথাটি কি আপনার?
কেউই একমত না।
মুসলিম বিদ্বেষী কুখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তন করা হোক, খুব কৌশলে জাতীয় সংগীতের নামে মুসলমানদের দিয়ে শিরিক করানো হচ্ছে,
.
th-cam.com/video/045mV761rGE/w-d-xo.htmlsi=AivawAXzn7NW6R9s
পিনাকী দাদাকে রাষ্ট্রপতি হিসাবে দেখতে চাই
দাদা আপনাকে স্যালুট জানাই 🌹🌹আপনের কাছে থেকে অনেক কিছু জানতে পারতেছি, যা হয়তো আমার কাছে সব সময় অজানা ই থেকে যেত🌹
এমন একটা এপিসোডের অপেক্ষায় ছিলাম, আজকের এপিসোডের প্রতিটা সেকেন্ড ছিল এটম বোমা, ইনকিলাব জিন্দাবাদ ৷
আজ রাত ১২ টা আপনার এই বক্তব্য মাইকে সকল স্থানে বাজানো উচিত।
😂😂
বাজান
বাজান ভাই
স্যালুট দাদা❤️
আপনাকে এই মুহূর্তে দেশে অত্যন্ত প্রয়োজন। আপনাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দেখতে চাই। আপনার মূল্যবান দিকনির্দেশনা জাতিকে সঠিক পথে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মহান আল্লাহ তায়ালা আপনাকে নেক হায়াত দান করুন, আমীন ❤
Yes, Yes & Yes. বাংলাদেশ জিন্দাবাদ। 🇧🇩🌾✌️
বাপের ব্যাটা সাদ্দাম পিনাকী ভট্টাচার্যকে অসংখ্য ধন্যবাদ। তার এই গুরুত্বপূর্ণ পর্যালোচনার জন্য।
খুবই চমৎকার আলোচনা বিনা কি ভাই এই আলোচনার জন্য পিনাকী ভাইকে পুরস্কৃত করা উচিত
পিনাকী স্যারকে দেশে এই মূহুর্তে খুবই দরকার
আপনার জন্য অনেক দোয়া ও ভালবাসা রইল ভাইয়া। আপনি শত বছর বেঁচে থাকুন। আমীন
শেখ মুজিবের সকল কৃর্তী কলাপ পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হোক।
স্বৈরাচার-মীরজাফর ছিল শেখ মুজিব🤒
-৭৫ এর ১৫ আগষ্ট স্বৈরাচারের হত্যার পর কেউ শোক পালন করেনি-বরং আনন্দ করেছিল- মিষ্টি বিতরন করেছিল- জানাযায়ও হয়নি -লাশ ২ দিন পড়েছিল আর এখনকার তারা শোক পালন করে🤣
-সংগ্রহ ✅
দাদা আপনি আমার মনের কথাগুলো বলেছেন।এমনভাবেই আপনি ন্যায়ের কথা বলে,গঠনমূলক সমালোচনা করে দেশ থেকে অনেক দূরেথেকেও আমাদের পাশে থাকবেন।আপনার সুস্থতা ও মঙ্গল কামনা করছি।
❤
আজ আমাদের সাঈদী হুজুরের মৃত্যুবার্ষিকী প্রথম
Unar 1st mrettubarseke asar agee e hasina des theke palalo
হত্যা বার্ষিকী
@@nahidaakter4032 আল্লাহ হয়তো উনার হত্যার বিচার করলেন!
@@kabboraj-wm8pnহ্যাঁ! 😢
manshahin. আমিন
আল্লাহর বিচার হাতে নাতে। অসংখ্য ধন্যবাদ পিনাকীদা 💞
যদি রাত পোহালেই শোনা যেত শেখ হাসিনা আর নাই। তবে বিশ্ব পেত এক শান্তির বার্তা, আমরা পেতাম ফিরে স্বাধীনতা। ধন্যবাদ দাদা
Vvvvv true
Yes absolutely true ☺️...
হাসিনা কে আয়না ঘরে রাখার জোর দাবি জানায়।
আল্লাহ তাহার হায়াত দরাজ করুক! এইসব তার দেখার দরকার!
Laughing brother
পিনাকী ভট্টাচার্য দাদার মতো খাঁটি দেশপ্রেমিক এই মুহুর্তে বাংলাদেশে খুবই দরকার ❤❤❤❤।
😂😂
রাইট
@@alaminornob2892 ❤️❤️❤️
১০০% সহমত পোষন করছি
মুজিব প্রেমী নয় নিকৃষ্ট স্বার্থ উদ্ধার এ এরা মুজিব গান গাচ্ছে।
পৃথিবীর সবচেয়ে সুন্দর বাক্য " লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ
I love Allah and prophet Muhammad sallallahu tayala Alaihi wa Sallam 🥰🥰
1000% রাইট দাদা । আমরা 75 এর স্বাধীনতা যুদ্ধাদের তথা দেশ , মাটি, মানবতা ও মুজলুমের জন্য প্রাণ উৎসর্গকারীদের স্বীকার করতে ও তাঁদের কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে গিয়েছিলাম।
এই পিনাকী ভট্টাচার্যকে এমন ভাবে আগে কেউ কখনও কি দেখেছেন।।। আমি হতভম্ব!!
সেলুট দাদা।।
আমিও দেখিনি
১৫ ই আগস্ট গণতন্ত্র পুনরুদ্ধার দিবস, ইনকিলাব জিন্দাবাদ ✊
দাদা, আমার মুখেও এভাবে গালি আসছিল কিন্তু দিতে পারিনি। আপনাকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ। আপনি পেরেছেন!!
বাংলার বন্ধু, বাংলার স্বাধীনতার আর এক নাম পিনাকী দাদা ।
সে ছিল বাকশাল ১.০, তার মেয়ে বাকশাল ২.০. দুইজনই দেশের ক্ষতি করেছে, ভারত বিরোধীরা মূল দেশ প্রেমিক।
বাপ এবং মেয়ে দুজনেই তার দলের লোকদেরকে বিপদের মধ্যে ফেলে নিজের জান বাঁচিয়ে দেশ ছেড়ে পালায় ছিল। একজন পাকিস্তানে গিয়েছিল আর একজন ভারতে গেছে।এটাই বাস্তবতা
ভারত থেকে আমরাও শান্তি চাই , আমরা বাংলাদেশী ভাই , বোন,দাদা দের কাছে একটাই অনুরোধ বাংলাদেশ ভারত কে পুরো পুরি বয়কট করুন , আপনাদের ওই সব রাজনীতির দলের বড়ো বড়ো নেতা গুলো আগে বলুন ভারত বয়কট করতে , এটাই সময় এমন সময় সব সময় আসবে না , বাংলাদেশে নেতাদের সরা সরি বলতে বলুন (ভারত বয়কট) আমরা শান্তি পাবো ভারত থেকে, দয়া করে সবাই এই কাজ টা করুন।
@@gojubiswas829ইন্ডিয়া এতোই মহৎ যে আপনাদের সব প্রতিবেশী রাষ্ট্রগুলো একযোগে ভারত খেদাও নীতি গ্রহণ করেছে। এতে আপনার কি মনে হয়না যে, ইন্ডিয়ার পররাষ্ট্র নীতিতে ডাল মে কুছ কালা হ্যায়...
@@alx-hমুসলিম জঙ্গি দেশগুলো ভারতের বিপক্ষে আছে কিন্তু প্রতিবেশী ভূটান, জাপান, দঃ কোরিয়া, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, থাইল্যান্ড , সিঙ্গাপুর সবার সঙ্গেই ভালো সম্পর্ক আছে।
এমনকি সভ্য মুসলিম দেশ সৌদি আরব, আমিরাত, কাতার, ইরান, কুয়েত, ইন্দোনেশিয়া --এদের সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে।।
বাংলাদেশের নির্বোধদের সঠিক
জ্ঞান নেই, গুজব নিয়ে আলোচনা করে।😂😂😂
Right 100%
৫ তারিখে সারা দেশের মানুষ যেভাবে ধর্ম ও বর্ণ নির্বিশেষে আনন্দ করেছে আমরা প্রতি বছর ১৫ ই আগস্ট এভাবে আনন্দ উদযাপন করতে চাই। আনন্দ উদযাপন দিবস হিসেবে ১৫ আগস্ট কে ঘোষণা করা হোক
আপনাকে স্যালুট স্যার, আপনার কাছ থেকে প্রকৃত ইতিহাস জানলাম
আমরা তোমাদের ভুলব না, ভুলব না। আমি পিনাকি ভাই কে এই সময় একজন উপদেস্টা হিসেবে খুব আশা করেছিলাম কিছু কেন যে পেলাম না তা এখনো বোধগম্য হলো না আমার। love u Pinaki.
Yes... 100% Correct !!!
Amio
আরে ভাই, ইনি তো আসল নয়,নকল,সেইজন্য বাংলাদেশে আসতে পা,তেছে না, দেখবেন এনার ভিডিওতে এনার সব এডিটেড!😂😂
@@dibakarsarkar2652awami detected 😂😂
@@dibakarsarkar2652 উগ্র বিজেপি আওয়ামী ডিটেকটেড
সেলুট জানাই আপনার মতো দেশপ্রেমিক কে। আপনার মাধ্যমে আমরা তরুণ প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারলাম
সঠিক ইতিহাস পড়ে যতটুকু জানতে পেরেছি,,,পিনাকি দা ঠিক সেগুলো তুলে ধরেছেন।পিনাকি দার সাথে সহমত প্রকাশ করছি।
সহমত
Ha.. Power diye sob boro boro muktijoddha tar pashe silo tader naam muse felse karon tara India r golami korte chay ni
কত কিছু জানাহয়ে যায় আপনার মত প্রজ্ঞাবান,দেশ প্রেমির কাছে😊
দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবসময় আপনার সাথে আছি দাদা।