ভাইয়া অনেক সপ্ন বিদেশে উচ্চশিক্ষা গ্ৰহণ করার । কিন্তু মানি প্রবলেম হচ্ছে।বাবার প্রচুর টাকা নাই । সর্বোচ্চ কষ্ট করে 1লাখ দিতে পারব ইনশাল্লাহ।আর বৃত্তি খুবই দরকার
ভাইয়া স্কলারসিপ তো অনেক ধরনের হয়ে থাকে, আপনি কি স্কলারসিপে গেছেন এটা নিয়ে একটা ভিডিও তৈরি করেন আর আপনার ব্যক্তিগত স্কলারসিপ নিয়ে একটা ভিডিও দেওয়ার অনুরোধ রইল, প্লিজ প্লিজ প্লিজ
এই ভিডিওটা এখন আমার খুবই দরকার ছিলো। দেড় বছর ধরে বাইরে যাওয়ার প্লান করতেছি। টাকার অভাবে কোথাও এপ্লাই করার সাহস পাই নি। শেষ মেষ কাল ভাবছিলাম দেশেই কিছু করবো, প্রাইমারি স্কুলের চাকরির প্রিপারেশন নিবো। আপনার ভিডিও দেখে নতুন করে ইন্সপায়ারড হলাম। অনেক অনেক ধন্যবাদ ভাই❤️❤️❤️
ভাইয়া আমি এই বছর ২৩ ব্যাচের একজন এইচ এস সি পরীক্ষার্থী ছিলাম।গ্রুপ সাইন্স।গ্রেড পইন্ট ৪.৮৩। এখন দেশের বাইরে মোটামুটি ইন্ডিয়া তে যেতে চাই স্কলারশিপ পেয়ে। কিভাবে কি করতে হবে আমি বুঝতেসি নাহ।এই সম্পর্কে আপনার কোনো ভিডিও থাকলে সাজেস্ট করবেন প্লিস😢
আমার খুব ইচ্ছা বিদেশে গিয়ে পড়া। আমি সাইন্স নিয়ে পড়াশোনা করি। খুব খুব খুব ইচ্ছে বিদেশে গিয়ে লেখাপড়া করা। বিশেষ করে জাপান। আল্লাহ যদি চাই,,,আমি অবশ্যই জাপান গিয়ে পড়বো ইনশাআল্লাহ। আমি বিষেশ করে ইঙরেজি ও সাইন্স গুলো খুব ভালো করে পড়ি। আমি এখন ১০ এ পড়ি। আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন পড়তে পারি
ভাইয়া আমি তো বাংলায় অনার্স করছি। এই বছরে শেষ হবে। টাকা নাই বলেই চলে। নিজে কষ্ট করে লেখা পড়া করতেছি। স্কলার নিয়ে মাষ্টার্স করার জন্য কোন দেশ সবচেয়ে ভালো হবে।
ভাইয়া আপনার কথাগুলো শুনে খুব ভালো লাগলো। আপনি মা-বাবার টাকা ইনভেস্ট করার ব্যাপারে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আমার খুব ভালো লেগেছে। আমি ইডেন মহিলা কলেজে অর্থনীতিতে অনার্স ২য় বর্ষে পড়ছি। আমার সেই ছোটবেলা থেকেই abroad study করার ইচ্ছে এবং সেখানে সেটেল হওয়া। মা-বাবা প্রথম প্রথম আমার স্বপ্নকে অনেক সাপোর্ট করত কিন্তু এখন তারা সিদ্ধান্ত নিয়েছে আমাকে বিয়ে দিয়ে দিবে। আমার সব স্বপ্নগুলোকে আমার মাটি চাপা দিয়ে দিতে হচ্ছে। আমি তাদেরকে বুঝিয়ে পারি না। যখন খুব কষ্ট লাগে তখন বলি কেন মেয়ে হয়ে জন্মালাম। যদি ছেলে হতাম তাহলে হয়তো মা-বাবা এতো চিন্তা করত না আর বাহিরে পড়তে যেতে টাকা খরচ করতে দ্বিধা লাগতো না । আমার আশেপাশে পরিচিত অনেক মেয়ে আছে যারা জাপানে অবস্থানরত আছে, তাদের দেখে আরো অনুপ্রাণিত হতাম। যতই সভ্য হোক সমাজ কিন্তু মেয়েদের ব্যাপারে সেই পুরনো ধ্যান ধারণা গুলো রয়েই গেছে। মধ্যবিত্ত পরিবারের মেয়েদের বিয়ে হয়ে গেলে খুব কম মেয়েই পারে শিক্ষার শেষ পর্যায়ে যেতে, বেশিরভাগ মেয়ে ঝরে পড়ে সংসারে আবদ্ধ হয়ে যায় আর সবকিছুতে অনুমতি নিতে হয়। এমন হাজারো মেয়েদের ইচ্ছে স্বপ্নগুলোকে বলি দিতে হয়। আমার খুব ইচ্ছে ছিলো এই সুন্দর জীবনটা বেছে নেওয়ার কিন্তু সেটা হয়তো হবে না। আমি অনেক কষ্ট নিয়ে এই কথাগুলো লিখেছি।
আমি জানিনা আপনাকে কি বলবো। তবে আরেকবার চেস্টা করুন বাবা মাকে বোঝানোর। বিয়ের পর আপনাকে শিক্ষা গ্রহন করতে হাসবেন্ড সহায়তা করবে এটা হয়তো ভাবাটাই কল্পনা। তবে হ্যা এমন অনেক হাসবেন্ড আছেন যারা এটা করে থাকেন। খুব খুব খুব কম। ভালো থাকুন।
@@JobayerJisan আসসালামু আলাইকুম ভাইয়া আমি টেলিকমিউনিকেশন ইন্জিনিয়ারিং করতাছি আমার খুব ইচ্ছা জাপানে গিয়ে পড়াশোনা করার আমার এই সাবজেক্ট টা কি জাপানে গিয়ে পড়াশোনার জন্য ভালো হবে?.. আর এই সাবজেক্টা কোন কোন কোন ইউনিভার্সিটিতে আছে একটু বলতে পারবেন ভাইয়া প্লিজ ?? আর জাপানে যাওয়ার জন্য কি IELTS করতে হবে নাকি জাপানিজ ভাষা শিখতে হবে যদি ভাইয়া এই বিষয়ে বলেন খুব উপকার হবে।
ভাইয়া আমি এও বছর ২৩ ব্যাচের একজন এইচ এস সি পরীক্ষার্থী ছিলাম।গ্রুপ সাইন্স।গ্রেড পইন্ট ৪.৮৩। এখন দেশের বাইরে মোটামুটি ইন্ডিয়া তে যেতে চাই স্কলারশিপ পেয়ে। কিভাবে কি করতে হবে আমি বুঝতেসি নাহ।এই সম্পর্কে আপনার কোনো ভিডিও থাকলে সাজেস্ট করবেন প্লিস😢
বিদেশে ব্যাচেলার করতে না গিয়ে মাস্টার্স করতে গেলে অনেকে বলে যে এখানে এসে কি তুমি ড্রাইভ গাড়ি চালাবা বা কোন রেস্টুরেন্টে কাজ করবে না ভিক্ষা করবে যে মাস্টার্স করতে আসছো। আর ব্যাচেলার করতে গেলে তো ব্যাংক একাউন্ট দেখাতে হয়
Ei bepar tai amar amma ke kokhono realize korate parini 1 year age...😢 ekhon amk ekta Public e porte hochhe BD te...hope future e valo kichu ekta hobe...
ভাইয়া,আমি মিডেল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি,আমার বাবার দ্বারা ১০লক্ষ ম্যানেজ করাও অনেক টাফ হয়ে যাবে। আবার আমার অনেক বড় একটা স্বপ্ন বাহিরে পড়া,কাজ করা এবং সেটেল হওয়া। কিন্তু আমি যে আমার বাবাকে বলে পাসপোর্ট টাই করবো যার জন্য ১০০০০ টাকা দরকার,ওইটা খুজতেও লজ্জা করে।কিন্তু আমার অনেক মোটিভেশান দরকার যেনো কম খরচে ielts এ ৭ তুলে ভালো দেশে যেতে পারি এবং আমার জন্য কিছু স্টেপ ও টিপস follow করার জন্য বলেন। আমি বর্তমানে BA arts Degree first year এ আছি National University তে। hsc te 4.42 from Humanities, ssc te 3.39 from science. আমি কি ফুল স্কলারশিপ পাবো, আর ভালো সাবজেক্ট কি কি হবে? প্লিজ ভাইয়া,এইটা নিয়া একটা ভিডিও দেন,প্লিজ
Vaiya,ami IHT(Paramedical) theke Diploma Pharmacy Course করতেছি,,, আমার অনেক বেশি ইচ্ছা graduate Pharmacist houya but bangladesh e Diploma Pharmacy এর por BSC এর কোনো সুযোগ নেই বিদেশে কি Diploma(pharmacy) এর পরে B-Farma করা যাবে? জীবন ঘনিষ্ঠ প্রশ্ন ভাইয়া, Please answer 😢❤😢
Hsc er por honors a admit hoisilam covid 19 ekkebare sob shesh kore dise. 1st yr complete korar por r study possible hoy nai. Eibar ielts er kotha vabchi... Ki korbo na korbo kichui bujhte parchi na...
ভাই আমি ENG Department 2nd year study kori...আমার স্বপ্ন অর্নাস কমপ্লিট করে বাইরে যাব কিন্তু ভাইয়া অনেক কষ্ট লাগে আর্থিক অবস্থার কথা ভেবেই অনেক টাকা নাই নেই। কিন্তু সেই ইচ্ছে গুলো কি বাস্তবায়ন করা সম্ভব। আমাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করে মনে সাহস আনার সুযোগ করে দিবেন। অনেক ভালো লাগলো ভাইয়া আপনার ভিডিও। ভালো থাকবেন দোয়া রইলো 🇧🇩
আপনার ভিডিও গুলো helpful. আমি অনার্স তৃতীয় বর্ষে পড়ছি, মনোবিজ্ঞান নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। আমার ইচ্ছা স্কলারশিপ নিয়ে বাইরে মাস্টার্স করার। এখন প্রশ্ন হচ্ছে মনোবিজ্ঞান ছাড়া অন্য কোন বিষয় নিয়ে কি মাস্টার্স করা যাবে বাহিরে? মানে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা কতোটুকু।
আমার রেজাল্ট ভালো ছিল না। কিন্তু জবে এসে ঠেকে এখন শিখছি। পরিশ্রম করছি। আমার জন্য তাই স্কলারশিপ অপশন তাই সপ্নেরও অতীত। তাই কম টিউশন ফি তে ইউরোপে কোন দেশে ট্রাই করা যায় তা নিয়ে একটা পোস্ট দেন প্লিজ। উপকৃত হবো
ভাইয়া ভালোবাসা নিবেন। আমার এসএসসি তে ৪.৭৩ এইচএসসি তে ৪.২৫ বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে গনিত বিভাগে ২য় বর্ষে পড়াশোনা করছি। মাস্টার্স বাইরে করতে চাই। মধ্যবিত্ত পরিবারের আমি। IETS করে আমি কি স্কলারশিপ পেতে পারবো? ভাইয়া এই ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নেই। TH-cam এসে আপনার ভিডিও গুলো দেখছি। আমাকে একটু সাহায্য করতে পরাবেন??? Reply দিবন ভাইয়া। Please 😔
vhiya amar result vlo noy 3 point something both exam a akhon B.a ta ace M.A janno ami outside country chi ar janno scholarship ki bhava nibo akta idea dila vlo hoy kindly bolban 🙏🙏🙏🙏🙏 please apanr video daka onik strength pi ami parbo kintu perfect guide pacche na.
Vaiya ami HSC 2021 GPA 4.83 ielts score 6 Ami ki scorlarship or jonno Asiar kuno desho e apply korte parbo under graduation er jonno please vaiya reply diben
আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন ছেলে মনে অনেক সপ্ন কিন্তু টাকা হচ্ছে বাধা। যাই হোক এখন আমি একটা সাজেসন ছাই প্লিজ। আগামি 6 তারিখ আমার অনার্স ভর্তির শেষ দিন আমি একটা বেসরকারি কলেজে বাংলা বিষয়ে সুযোগ পেয়েছি।কালকে ভর্তি হতে ইচ্ছুক ছিলাম কিন্তু বাবা বলছেন ডিগ্রি তে ভর্তি হতে।প্লিজ রিপ্লাই দিন
Vaiya amar o onek iccha scholarship niye bideshe porar but amar family onek weak.. Banke taka thakle to dekanu jeto... Kintu setao nai..ami ki bideshe porte jete parbo
ভাইয়া, আমার SSC এবং HSC দুটোতেই GPA-5 , আমি কি এজন্য কোনো সুবিধা পাবো? আর আমি বর্তমানে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছি! আমার কি এখন এটা ছেড়ে বিদেশ যাওয়ার প্রস্তুতি নেওয়া সেইফ হবে?
ভাইয়া আপনার ভিডিও খুব সুন্দর করে বুঝিয়ে বলেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ,,,, তবে ভাই আমার জানার ছিল স্পউস সহ কোন দেশ আমাদের জন্য সহজ হবে।। কম খরচ, এবং সেই দেশের স্থায়ী হবার সুযোগ।। প্লিজ ভাই একটু বলবেন।।
আসসালামু আলাইকুম ভাইয়া আমি টেলিকমিউনিকেশন ইন্জিনিয়ারিং করতাছি আমার খুব ইচ্ছা জাপানে গিয়ে পড়াশোনা করার আমার এই সাবজেক্ট টা কি জাপানে গিয়ে পড়াশোনার জন্য ভালো হবে?.. আর এই সাবজেক্টা কোন কোন কোন ইউনিভার্সিটিতে আছে একটু বলতে পারবেন ভাইয়া প্লিজ ?? আর জাপানে যাওয়ার জন্য কি IELTS করতে হবে নাকি জাপানিজ ভাষা শিখতে হবে যদি ভাইয়া এই বিষয়ে বলেন খুব উপকার হবে।
ভাইয়া আমি একজন মেয়ে আমি এইবার SSC দিয়েছি ।আমার অনেক ইচ্ছা আমি কলারশিপ নিয়ে বিদেশে পড়াশোনা করতে যাব। কিন্তু আমি খুবই সাধারন পরিবারের একজন মেয়ে আমার বাবা ছোট বেলাই মারা জান। কিন্তু আমার বড় আপুরা আছে। এখনো বাসার সবাই মিলে আমাকে বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে আছে। কিন্তু আমি বিয়ে বসবো না আমি আমার নিজের পায়ে দাঁড়াতে চাই। কিন্তু বাসার সবাই বলে তুমি ছেলে হলে বিদেশে পড়াশোনা করতে জেতে পারতে মেয়ে হয়ে অন্য দেশে কিভাবে পড়াশোনা করবে তারা ভাবে মেয়ে মানুষ অন্য দেশে অনেক সমস্যা হবে। ভাইয়া প্লিজ মেয়েদের কি কোনো সমস্যা বা স্বাধীনতা নাই বলবেন একটু আমার অনেক উপকার হবে ।😔😔😥😥
HSC/Diploma এরপর বিদেশে স্কলারশিপে পড়তে চাইলে। সম্পুর্ন ভিডিও নিচে।
th-cam.com/video/e6h0zAKvqjA/w-d-xo.html
ভাইয়া অনেক সপ্ন বিদেশে উচ্চশিক্ষা গ্ৰহণ করার । কিন্তু মানি প্রবলেম হচ্ছে।বাবার প্রচুর টাকা নাই । সর্বোচ্চ কষ্ট করে 1লাখ দিতে পারব ইনশাল্লাহ।আর বৃত্তি খুবই দরকার
ভাই পারিবারিক কথা গুলো ভিডিওর শেষে বলেন।
@@ramzanulislamramzanulislam7362 let me help to move my children for higher study in small package.
ভাইয়া স্কলারসিপ তো অনেক ধরনের হয়ে থাকে, আপনি কি স্কলারসিপে গেছেন এটা নিয়ে একটা ভিডিও তৈরি করেন আর আপনার ব্যক্তিগত স্কলারসিপ নিয়ে একটা ভিডিও দেওয়ার অনুরোধ রইল, প্লিজ প্লিজ প্লিজ
এ লেভেল করে সাইন্স নিয়ে পড়াশোনা করার জন্য জাপান কতটুকু হেল্প করবে?
Video Starts at 10:30
thanks bro! I was so fucking annoyed until finding this comment
Thanks broooooo
thanks bro .
ভাতিজা, এগিয়ে যাও। তোমার ভিডিওগুলো আমাদের সন্তানদের অনেক কাজে লাগছে। তোমার জন্য অনেক শুভকামনা রইল। ভালো থেকো।
এটা আপনার ভাতিজা
1. Lithuania
2. Turkey (Turkiye Burslari)
3. Hungary (Stipendium Hungaricum)
4. Romania
5. Estonia/Poland
7. Taiwan/Korea/Japan
6. India (ICCR Scholarship)
It's useful
এই ভিডিওটা এখন আমার খুবই দরকার ছিলো। দেড় বছর ধরে বাইরে যাওয়ার প্লান করতেছি। টাকার অভাবে কোথাও এপ্লাই করার সাহস পাই নি। শেষ মেষ কাল ভাবছিলাম দেশেই কিছু করবো, প্রাইমারি স্কুলের চাকরির প্রিপারেশন নিবো। আপনার ভিডিও দেখে নতুন করে ইন্সপায়ারড হলাম। অনেক অনেক ধন্যবাদ ভাই❤️❤️❤️
আপনি কি বাইরে যেতে সক্ষম হয়েছেন?
এখন কোথায় আপনি ❓😊
আপনি এখন কী করেন??
এই ভিডিওটা যদি কোনোভাবে আমার বাবার সামনে পড়তো 💔
ভাইয়া আমি এই বছর ২৩ ব্যাচের একজন এইচ এস সি পরীক্ষার্থী ছিলাম।গ্রুপ সাইন্স।গ্রেড পইন্ট ৪.৮৩। এখন দেশের বাইরে মোটামুটি ইন্ডিয়া তে যেতে চাই স্কলারশিপ পেয়ে। কিভাবে কি করতে হবে আমি বুঝতেসি নাহ।এই সম্পর্কে আপনার কোনো ভিডিও থাকলে সাজেস্ট করবেন প্লিস😢
আমি আপনার বাবার বয়সের একজন প্রিয় অনুসারী । ভালো লাগে আপনার পরামর্শগুলো ।
মুখে খুব সহজেই বলা যায়। ব্লগ একাউন্ট জোগাড় করতে জীবন শেষ। মধ্যবিত্যর জালা সবাই বোজেনা
ভাই জাপানে ইন্জিনিয়ারিং সেক্টর স্কলারশিপ নিয়ে যদি একটা ভিডিও দিতেন।
আমার খুব ইচ্ছা বিদেশে গিয়ে পড়া। আমি সাইন্স নিয়ে পড়াশোনা করি। খুব খুব খুব ইচ্ছে বিদেশে গিয়ে লেখাপড়া করা। বিশেষ করে জাপান। আল্লাহ যদি চাই,,,আমি অবশ্যই জাপান গিয়ে পড়বো ইনশাআল্লাহ। আমি বিষেশ করে ইঙরেজি ও সাইন্স গুলো খুব ভালো করে পড়ি। আমি এখন ১০ এ পড়ি। আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন পড়তে পারি
video starts from 10:29. Thank me later
Thank you
Thanks
Vai apni 10:29 kivabe korlen
man he talks so much and most of the talks are so unnecessary!
🤜🤛
Really you're talking about Canada,100% your idea is correct and right thanks for your help and idea in our country people.
ভাইয়া আমি তো বাংলায় অনার্স করছি। এই বছরে শেষ হবে। টাকা নাই বলেই চলে। নিজে কষ্ট করে লেখা পড়া করতেছি। স্কলার নিয়ে মাষ্টার্স করার জন্য কোন দেশ সবচেয়ে ভালো হবে।
ভাইয়া আপনার কথাগুলো শুনে খুব ভালো লাগলো। আপনি মা-বাবার টাকা ইনভেস্ট করার ব্যাপারে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আমার খুব ভালো লেগেছে। আমি ইডেন মহিলা কলেজে অর্থনীতিতে অনার্স ২য় বর্ষে পড়ছি। আমার সেই ছোটবেলা থেকেই abroad study করার ইচ্ছে এবং সেখানে সেটেল হওয়া। মা-বাবা প্রথম প্রথম আমার স্বপ্নকে অনেক সাপোর্ট করত কিন্তু এখন তারা সিদ্ধান্ত নিয়েছে আমাকে বিয়ে দিয়ে দিবে। আমার সব স্বপ্নগুলোকে আমার মাটি চাপা দিয়ে দিতে হচ্ছে। আমি তাদেরকে বুঝিয়ে পারি না। যখন খুব কষ্ট লাগে তখন বলি কেন মেয়ে হয়ে জন্মালাম। যদি ছেলে হতাম তাহলে হয়তো মা-বাবা এতো চিন্তা করত না আর বাহিরে পড়তে যেতে টাকা খরচ করতে দ্বিধা লাগতো না । আমার আশেপাশে পরিচিত অনেক মেয়ে আছে যারা জাপানে অবস্থানরত আছে, তাদের দেখে আরো অনুপ্রাণিত হতাম। যতই সভ্য হোক সমাজ কিন্তু মেয়েদের ব্যাপারে সেই পুরনো ধ্যান ধারণা গুলো রয়েই গেছে। মধ্যবিত্ত পরিবারের মেয়েদের বিয়ে হয়ে গেলে খুব কম মেয়েই পারে শিক্ষার শেষ পর্যায়ে যেতে, বেশিরভাগ মেয়ে ঝরে পড়ে সংসারে আবদ্ধ হয়ে যায় আর সবকিছুতে অনুমতি নিতে হয়। এমন হাজারো মেয়েদের ইচ্ছে স্বপ্নগুলোকে বলি দিতে হয়। আমার খুব ইচ্ছে ছিলো এই সুন্দর জীবনটা বেছে নেওয়ার কিন্তু সেটা হয়তো হবে না। আমি অনেক কষ্ট নিয়ে এই কথাগুলো লিখেছি।
আমি জানিনা আপনাকে কি বলবো। তবে আরেকবার চেস্টা করুন বাবা মাকে বোঝানোর। বিয়ের পর আপনাকে শিক্ষা গ্রহন করতে হাসবেন্ড সহায়তা করবে এটা হয়তো ভাবাটাই কল্পনা। তবে হ্যা এমন অনেক হাসবেন্ড আছেন যারা এটা করে থাকেন। খুব খুব খুব কম। ভালো থাকুন।
আমার ও ইচ্ছে বিদেশে উচ্চ শিক্ষা করার,, অর্থনীতি ৪র্থ বর্ষ আছি,,ইনশাআল্লাহ
@@JobayerJisan আসসালামু আলাইকুম ভাইয়া আমি টেলিকমিউনিকেশন ইন্জিনিয়ারিং করতাছি আমার খুব ইচ্ছা জাপানে গিয়ে পড়াশোনা করার আমার এই সাবজেক্ট টা কি জাপানে গিয়ে পড়াশোনার জন্য ভালো হবে?.. আর এই সাবজেক্টা কোন কোন কোন ইউনিভার্সিটিতে আছে একটু বলতে পারবেন ভাইয়া প্লিজ ?? আর জাপানে যাওয়ার জন্য কি IELTS করতে হবে নাকি জাপানিজ ভাষা শিখতে হবে যদি ভাইয়া এই বিষয়ে বলেন খুব উপকার হবে।
@@shahariarnazimemon445জাপানে আপনি প্রবাসী হিসেবে যথার্থ মর্যাদা না-ও পেতে পারেন
ছেলে হয়ে জন্মাও তাহলে বুঝতেন খুব তো বলে দিলেন ছেলেদের জিবন সহজ 😢
আমি বিদেশে ডাক্তারি পড়াশোনা করতে চাই, তাই আপনার সাহায্য চাই।
আপনার এই ভিডিও টা সবগুলো ভিডিও এর মধ্যে অন্যতম🙆♂️
ভাইয়া আমি এও বছর ২৩ ব্যাচের একজন এইচ এস সি পরীক্ষার্থী ছিলাম।গ্রুপ সাইন্স।গ্রেড পইন্ট ৪.৮৩। এখন দেশের বাইরে মোটামুটি ইন্ডিয়া তে যেতে চাই স্কলারশিপ পেয়ে। কিভাবে কি করতে হবে আমি বুঝতেসি নাহ।এই সম্পর্কে আপনার কোনো ভিডিও থাকলে সাজেস্ট করবেন প্লিস😢
ভাইয়া, মেয়েদের জন্য কোন কোন দেশ গুলিতে সেপ্টি বেশি যাদি বলতেন উপকৃত হতাম
Brother,honestly...... bole bujhate parbo na apnar videota koto dorkari.Kno guardian ra bujhe na!!
বিদেশে ব্যাচেলার করতে না গিয়ে মাস্টার্স করতে গেলে অনেকে বলে যে এখানে এসে কি তুমি ড্রাইভ গাড়ি চালাবা বা কোন রেস্টুরেন্টে কাজ করবে না ভিক্ষা করবে যে মাস্টার্স করতে আসছো। আর ব্যাচেলার করতে গেলে তো ব্যাংক একাউন্ট দেখাতে হয়
Ei bepar tai amar amma ke kokhono realize korate parini 1 year age...😢 ekhon amk ekta Public e porte hochhe BD te...hope future e valo kichu ekta hobe...
ভাইয়া,আমি মিডেল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি,আমার বাবার দ্বারা ১০লক্ষ ম্যানেজ করাও অনেক টাফ হয়ে যাবে।
আবার আমার অনেক বড় একটা স্বপ্ন বাহিরে পড়া,কাজ করা এবং সেটেল হওয়া।
কিন্তু আমি যে আমার বাবাকে বলে পাসপোর্ট টাই করবো যার জন্য ১০০০০ টাকা দরকার,ওইটা খুজতেও লজ্জা করে।কিন্তু আমার অনেক মোটিভেশান দরকার যেনো কম খরচে ielts এ ৭ তুলে ভালো দেশে যেতে পারি এবং আমার জন্য কিছু স্টেপ ও টিপস follow করার জন্য বলেন।
আমি বর্তমানে BA arts Degree first year এ আছি National University তে। hsc te 4.42 from Humanities, ssc te 3.39 from science.
আমি কি ফুল স্কলারশিপ পাবো, আর ভালো সাবজেক্ট কি কি হবে?
প্লিজ ভাইয়া,এইটা নিয়া একটা ভিডিও দেন,প্লিজ
We are same🥺
Viya nursing a kivaby bidesh a jawa jay???
Vaiya aisob country theke moov korar way gula niye Jodi ekta video make Korten
জিসান ভাইয়া আপনি বস🔥
thank you baba.tomar khotha gulu sune valo laglo.sobai tomar moto familey ke feel kore na😢
Vaiya,ami IHT(Paramedical) theke Diploma Pharmacy Course করতেছি,,, আমার অনেক বেশি ইচ্ছা graduate Pharmacist houya but bangladesh e Diploma Pharmacy এর por BSC এর কোনো সুযোগ নেই
বিদেশে কি Diploma(pharmacy) এর পরে B-Farma করা যাবে?
জীবন ঘনিষ্ঠ প্রশ্ন ভাইয়া, Please answer 😢❤😢
ভাই,খুব ইনফরমেটিভ। অনেক মোটিভেশান পাইছি
আচ্ছা ভাইয়া ধরেন একটা স্টুডেন্ট চায়না থেকে আরেক জন বাংলাদেশ থেকে,, ইন্জিনিয়ারিং শেষ করল৷,, জবের ক্ষেত্রে বাংলাদেশে কাকে বেশি গুরুত্ব দেয়া হবে
Love you Brother 💖
Bhaiya Japan er jnno kivabe ki korbo masters
Vaiya ami 2019 e HSC diyechi....GPA 3.00....amr fashion designing porar iccha....kintu tk problem er jonno parchina....ami ki vabe apply korte pari?
ভাইয়া এক্সটা কারিকুলাম বাদে কানাডা, জাপান,কি সম্ভব ?
দাদাভাই ❤ কোরিয়াতে স্কলারশিপ পেতে গেলে কত টাকা দেখাতে হবে ব্যাংক একাউন্ট জিকে এস বা ইউনিভার্সিটি স্কলারশিপ পেতে গেলে?❤ Please 🙏🥺 please 🥺 🙏 please 🙏🥺 please 🤌 বলুন please 🙏🥺
Hsc er por honors a admit hoisilam covid 19 ekkebare sob shesh kore dise. 1st yr complete korar por r study possible hoy nai. Eibar ielts er kotha vabchi... Ki korbo na korbo kichui bujhte parchi na...
start from 10:30
আমি কৃষি ডিপ্লোমা শেষ করছি এখন আমি ইতালিতে বিএসসি করতে যেতে চাই,, পারবো কি?
Best wishes from PROSPECTIVE BANGLADESHI STUDENTS PLANNING TO STUDY ABROAD
It's not just video, it's candle fire, which feeds hundreds of candle .
Amr dekha sobcheye vlo informative vedio jara dei tader modde jubaer vai akjon 🤍🤍🤍🤍🤍
Video starts at 10:21 😊
Tomar jukti o Katha khub bhalo laglo. From India
Vai study gap thakle se khetre
Ki Hobe
Job Kori ekhon
Bank e
ভাই আমি ENG Department 2nd year study kori...আমার স্বপ্ন অর্নাস কমপ্লিট করে বাইরে যাব কিন্তু ভাইয়া অনেক কষ্ট লাগে আর্থিক অবস্থার কথা ভেবেই অনেক টাকা নাই নেই। কিন্তু সেই ইচ্ছে গুলো কি বাস্তবায়ন করা সম্ভব। আমাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করে মনে সাহস আনার সুযোগ করে দিবেন। অনেক ভালো লাগলো ভাইয়া আপনার ভিডিও। ভালো থাকবেন দোয়া রইলো 🇧🇩
10:29 video starts from here...
আপনার ভিডিও গুলো helpful. আমি অনার্স তৃতীয় বর্ষে পড়ছি, মনোবিজ্ঞান নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। আমার ইচ্ছা স্কলারশিপ নিয়ে বাইরে মাস্টার্স করার। এখন প্রশ্ন হচ্ছে মনোবিজ্ঞান ছাড়া অন্য কোন বিষয় নিয়ে কি মাস্টার্স করা যাবে বাহিরে? মানে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা কতোটুকু।
Allah bless you & your family.
আমি ২৬ সালে HSC দিবো। আমি চাই বাহিরে গিয়ে পড়াশোনা করবো। একটু সাজেশন দিবেন ভাইয়া।
Hsc 2022batch
Bachelors e jete chaile ki ki step follow kora jay sheta niye video dile bhalo hoto bhaiya
Extraordinary content ! Thanks
Donnobad baiya,,amra j airokom video deke kotto motivate hoi tha bolar baire
খুব সুন্দর বুঝিয়ে বললেন,দেশের ব্যাপার টা, ধন্যবাদ।
ভাই, আমি ইসলামিক স্টাডিজ থেকে অনার্স পাশ করেছি মাস্টার্স জাপানে বা অন্য কোন কান্ট্রতে আমার সাব্জেক্ট রিলেটেড পড়াশোনা করতে পারবো?
inshallah abroad e jao ar sopno puron korboi
vaiya ami 2nd timer .
financial condition khub akta valona.
bideshe porte chai..
any hope.. please guide me
ভাইয়া আপনার কথাগুলো খুবই ভালো লাগলো। আপনি কোন ক্লাসে থাকতে প্রথম বিদেশে পড়াশোনার জন্য গিয়েছিলেন।
ভাই আমার স্বপ্ন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করা তার জন্য আমি কোন কোন দেশে এপ্লাই করতে পারব। আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। 😊
আমার রেজাল্ট ভালো ছিল না। কিন্তু জবে এসে ঠেকে এখন শিখছি। পরিশ্রম করছি। আমার জন্য তাই স্কলারশিপ অপশন তাই সপ্নেরও অতীত। তাই কম টিউশন ফি তে ইউরোপে কোন দেশে ট্রাই করা যায় তা নিয়ে একটা পোস্ট দেন প্লিজ। উপকৃত হবো
ভাইয়া ভালোবাসা নিবেন।
আমার
এসএসসি তে ৪.৭৩
এইচএসসি তে ৪.২৫
বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে গনিত বিভাগে ২য় বর্ষে পড়াশোনা করছি।
মাস্টার্স বাইরে করতে চাই। মধ্যবিত্ত পরিবারের আমি।
IETS করে আমি কি স্কলারশিপ পেতে পারবো?
ভাইয়া এই ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নেই। TH-cam এসে আপনার ভিডিও গুলো দেখছি।
আমাকে একটু সাহায্য করতে পরাবেন???
Reply দিবন ভাইয়া। Please 😔
vhiya amar result vlo noy 3 point something both exam a akhon B.a ta ace M.A janno ami outside country chi ar janno scholarship ki bhava nibo akta idea dila vlo hoy kindly bolban 🙏🙏🙏🙏🙏 please apanr video daka onik strength pi ami parbo kintu perfect guide pacche na.
Bangladesh er vlo kisu agencies nam bollay onk vlo hoto
Bhaiya great video. phd scholarship niye video den if possible.
Immense thanks, bhaiya. This video was really needed for me.
আমি HSC পাস করেছি । আমারো স্বপ্ন বিদেশে পড়তে যাওয়ার আমাকে কি কি করতে হবে
Aisob desh scholarship er por ki,,,, part time job kora jabe???
Content starts from 10:14
Video originally starts from 10:20. Thank me later
thanks bhai..
this video inspired me a lot..!
Thx for your important information
এই জিনিস গুলা যদি ফ্যামিলি কে বুঝাইতে পারতাম।😢
amr tho cgpa kom...2.89...eta diye ami tho kichui korte parbona
অনেক অনেক উপকৃত হলাম আর একটা আইডিয়াও পেয়ে গেলাম সামনে কি করা উচিত হবে আমার ধন্যবাদ ভাই
Thank you brother, now I'm in USA
Vaiya ami HSC 2021
GPA 4.83 ielts score 6
Ami ki scorlarship or jonno Asiar kuno desho e apply korte parbo under graduation er jonno please vaiya reply diben
Vaiya ami s.s.c (3.55) peya chi h.s.c dei ni akhon ami ki jaite parbo😊
স্কলারশিপ পেতে চাই। কিন্তুু কি করতে হবে
Thank you vaiya ami hsc por jabo 😊
ভাইয়া যাদের জি পিএ কম। টাকা ও তাদের হাতে তেমন একটা নাই। অথবা আইলটিএস নাই তাদের নিয়ে একটা ভিডিও তৈরি করেন।
আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন ছেলে মনে অনেক সপ্ন কিন্তু টাকা হচ্ছে বাধা। যাই হোক এখন আমি একটা সাজেসন ছাই প্লিজ।
আগামি 6 তারিখ আমার অনার্স ভর্তির শেষ দিন আমি একটা বেসরকারি কলেজে বাংলা বিষয়ে সুযোগ পেয়েছি।কালকে ভর্তি হতে ইচ্ছুক ছিলাম কিন্তু বাবা বলছেন ডিগ্রি তে ভর্তি হতে।প্লিজ রিপ্লাই দিন
ভাইয়া একেবারে টাকা কম লাগে সে দেশ কোনটি একটূ বলবেন
China
সবচেয়ে বেশি ইচ্ছা জাপান 🥰🫡
love from barishal city . hope that i will go abroad someday inshallah . pray for my best result sensei
I hope so too❤
Barishaler kothay?
Vaiya tranjit country hisabe kivabe jabo ar tranjit hisabe konta vlo hbe❤
লিথুনিয়া ও হাংরি এর এমবাসি কী বাংলাদেশে আছে?
Vaiya amar o onek iccha scholarship niye bideshe porar but amar family onek weak.. Banke taka thakle to dekanu jeto... Kintu setao nai..ami ki bideshe porte jete parbo
Vaiya Turkey, Hungary,romania eshob deshe ki IELTS lage?
ভাইয়া, আমার SSC এবং HSC দুটোতেই GPA-5 , আমি কি এজন্য কোনো সুবিধা পাবো? আর আমি বর্তমানে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছি! আমার কি এখন এটা ছেড়ে বিদেশ যাওয়ার প্রস্তুতি নেওয়া সেইফ হবে?
আগে এডমিশন দাও।তারপর প্রস্তুতি নাও
@@srshuvo8164 জি ভাই থ্যাংক ইউ । সেটাই করতেছি! 💌
ভাইয়া আপনার ভিডিও খুব সুন্দর করে বুঝিয়ে বলেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ,,,,
তবে ভাই আমার জানার ছিল স্পউস সহ কোন দেশ আমাদের জন্য সহজ হবে।।
কম খরচ, এবং সেই দেশের স্থায়ী হবার সুযোগ।। প্লিজ ভাই একটু বলবেন।।
Thank you 😊❤️ Brother, This is very beautiful video for me 😊
Most welcome 😊❤
amk reach Oxford scholarship..m ar Heinrich boll stifung scolership er kotha bolun plzz
Actually you are a man with the qualities of human being.
Japan masters program niye video banan details a Low CGPA niye kibhave scholarship ba low budget niye kibhave japan asha jay
আসসালামু আলাইকুম ভাইয়া আমি টেলিকমিউনিকেশন ইন্জিনিয়ারিং করতাছি আমার খুব ইচ্ছা জাপানে গিয়ে পড়াশোনা করার আমার এই সাবজেক্ট টা কি জাপানে গিয়ে পড়াশোনার জন্য ভালো হবে?.. আর এই সাবজেক্টা কোন কোন কোন ইউনিভার্সিটিতে আছে একটু বলতে পারবেন ভাইয়া প্লিজ ?? আর জাপানে যাওয়ার জন্য কি IELTS করতে হবে নাকি জাপানিজ ভাষা শিখতে হবে যদি ভাইয়া এই বিষয়ে বলেন খুব উপকার হবে।
খুব সুন্দর ভিডিও, ভালো লাগলো, ধন্যবাদ
ভাইয়া আমি একজন মেয়ে আমি এইবার SSC দিয়েছি ।আমার অনেক ইচ্ছা আমি কলারশিপ নিয়ে বিদেশে পড়াশোনা করতে যাব। কিন্তু আমি খুবই সাধারন পরিবারের একজন মেয়ে আমার বাবা ছোট বেলাই মারা জান। কিন্তু আমার বড় আপুরা আছে। এখনো বাসার সবাই মিলে আমাকে বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে আছে। কিন্তু আমি বিয়ে বসবো না আমি আমার নিজের পায়ে দাঁড়াতে চাই। কিন্তু বাসার সবাই বলে তুমি ছেলে হলে বিদেশে পড়াশোনা করতে জেতে পারতে মেয়ে হয়ে অন্য দেশে কিভাবে পড়াশোনা করবে তারা ভাবে মেয়ে মানুষ অন্য দেশে অনেক সমস্যা হবে। ভাইয়া প্লিজ মেয়েদের কি কোনো সমস্যা বা স্বাধীনতা নাই বলবেন একটু আমার অনেক উপকার হবে ।😔😔😥😥
আপনি কলারশিপ নিয়েই যান, স্কলারশিপ নিয়ে যেতে হবে না🙂
স্কলারশিপ ***
Ai counrty gula ta scolarship pete ki kora lagbe akta video banaben?
ভাই, আমি অনার্স + এম এ কমপ্লিট। আমি কিভাবে স্কলারশিপ পেয়ে বাহিরে যেতে পারি। কত লাগবে? ILTS কত লাগে?
HSC ses.
Science background.
অনার্স শেষ করে যাওয়া ভালো নাকি এখন
ভাইয়া অস্ট্রিয়াতে স্কলারশিপ নিয়ে একটা ভিডিও বানাবেন প্লিজ।🥰আমি আপনার সব ভিডিওগুলো অত্যন্ত মনোযোগের সহকারে দেখি🤍😌