@দূর্গা পূজার কবিতা poem of Durga Puja.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024
  • "কবিতা কল্প" চ্যানেলে পাবেন,
    কবি বরুণ হালদারের নতুন নতুন কবিতা, গান, গল্প , শ্রুতি নাটক।
    "কবিতা কল্প"
    ছোট্ট চ্যানেলটি ভালো লাগলে
    লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
    *দুর্গা স্তুতি
    বরুণ হালদার
    ইয়াদেবী সর্বভূতেষু শক্তি রূপেন
    সংস্থিতা
    নমস্তস্যই নমস্তস্যই নমো: নমহ।
    প্রকৃতি সেজেছে অপরূপ রূপে
    রোদ-বৃষ্টির খেলা সাদা মেঘের মেলা
    পদ্ম শিউলি আর কাশফুলের সমারোহ
    এখন শক্তি আরাধনার সময়।
    চিন্ময়ী মাকে মৃনময়ে ধারণ করে
    আরম্বড়ে দশভূজার আহ্বান হয়, শক্তির আরাধনা হয়।
    কিন্তু এখনো শ্রীমতিরা পদে পদে দুর্বল,
    অশ্লীল আশঙ্কায় তাদের পথ চলতে হয়।
    বিবিধ সামগ্রিতে একশ আট পদ্মে আরম্বড়ে দেবীর পূজা হয়,
    কন্যা দানের সময় বহুকিছু দান করে পিতা,
    তবুও অনেক দেবী অবহেলা লাঞ্ছনা গঞ্জনায় দিন কাটায়।
    নানা আভূষনে দেবীকে সাজানো হয়,
    অন্ধকার দূর হয়ে রাত্রি রঙিন হয়,
    এখন‌ও স্বামী-অসুরের অত্যাচারে অনেক শ্রীমতির জীবনের রঙ অচিরেই হারিয়ে যায়।
    দশ হাতের দুর্গা উৎসবে অশুভ শক্তির বধ হয়,
    দু-হাতের দুর্গারা আতঙ্কে থাকে, না-জানি কখন তাদের সম্ভ্রম হানি হয়।
    দশভূজা দুর্গা রূপে গুনে তেজে শক্তিতে সয়ংসিদ্ধা,
    মহিষাসুর রেহাই পাইনি তার হাত থেকে।
    দুহাতের দূর্গা তোমরা রূপে লক্ষী, গুনে সরস্বতী হ‌ও, সাথে সাথে দশভূজার
    দশ হাতের শক্তি দুহাতে ধারণ করো,
    প্রয়োজনে অস্ত্রের ব্যবহার করো।
    দুহাতের দুর্গা তোমরা শোনো
    শিক্ষার অস্ত্রে, জ্ঞানের অস্ত্রে , বুদ্ধিমত্তার অস্ত্রে সাজিয়ে তোল নিজেকে।
    দেখবে তখন নড়াসুরেরা সরে যাবে শত হাত দূরে,
    তাতেও কাজ না হলে অস্ত্র প্রয়োগ কর সজোরে।
    দেখবে নরাসুরের কন্ঠে তখন ধ্বনিত হবে
    ইয়া শ্রীমতি দুই ভূজা শক্তি রূপিনী
    ইয়া দেবী দুই ভূজা মাতৃ রূপিনী নমস্তস্যই নমো: নমহ।
    নমো: নমহ।
    ... ... ...

ความคิดเห็น • 46