হাট ঘুরে গাছপাকা বেল কিনলেন শাইখ সিরাজ | সিরাজগঞ্জ | গ্রামীণ হাট | Shykh Seraj | Channel i |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 871

  • @mdfardus8082
    @mdfardus8082 3 ปีที่แล้ว +119

    আমার জীবনে দেখা একজন ভালো এবং সেরা উপস্থাপক শাইখ সিরাজ স্যর

  • @rohimajannat8584
    @rohimajannat8584 3 ปีที่แล้ว +229

    আজ ছোটো বেলার কথা মন পড়ে গেলো হাটের দিন হলে কান্না করতাম আব্বুর সাথে হাটে জেতাম আব্বু কটকটি কিনে দিয়ে বসায় রাখতো অনেক দিন পড়ে হাট দেখলাম ভালো লাগছে স্যারকে অনেক ধন্যবাদ দুবাই থেকে 🥰🥰🥰🥰🥰

    • @mdabdulkhalik675
      @mdabdulkhalik675 3 ปีที่แล้ว +1

      কটকটি কি?

    • @SohelRana-lc2yp
      @SohelRana-lc2yp 3 ปีที่แล้ว +1

      @@mdabdulkhalik675 chini jal dile kotkoti hoy.

    • @mdabdulkhalik675
      @mdabdulkhalik675 3 ปีที่แล้ว +1

      @@SohelRana-lc2yp ধন্যবাদ আপনাকে পরিচয় করিয়ে দেয়ার জন্য।

    • @abdulhakimHowladar
      @abdulhakimHowladar 3 ปีที่แล้ว +1

      ভাই 🥰🥰

    • @Abdullah_Al-Amin_Rangpuri
      @Abdullah_Al-Amin_Rangpuri 3 ปีที่แล้ว +1

      Jajakallah

  • @santusung
    @santusung 3 ปีที่แล้ว +108

    সেই হাট আর হাটের সরল সোজা মানুষগুলো বিলুপ্ত হয়ে গেছে। যতই শজ সরলতা কমে আসবে ততই সুখ শান্তি কমে যাবে, এবং অঢেল অর্থ থাকার পরও শান্তি আসবেনা

  • @RealMindTV
    @RealMindTV 3 ปีที่แล้ว +230

    স্যার আপনি সারাজীবন কৃষকের নয়নের মণি হয়ে থাকবেন।

    • @lahagarabranchctg1411
      @lahagarabranchctg1411 3 ปีที่แล้ว

      hasailen.

    • @sojibahamed3920
      @sojibahamed3920 3 ปีที่แล้ว

      @@lahagarabranchctg1411 kire abul hashar ki ache

    • @MohammadAbdullah-yz5bp
      @MohammadAbdullah-yz5bp 2 ปีที่แล้ว

      @@sojibahamed3920 abul ki bujhbe krishi jinish ta ki.....jara krishi k valobase tara obossoi syekh syraj sir k valobase

  • @smashrafulislam729
    @smashrafulislam729 3 ปีที่แล้ว +11

    "মাশাআল্লাহ্"
    সবশেষে বেল কেনার প্রক্রিয়াটা দেখে খুবই খুশি হলাম,তবে বয়স্ক মানুষটিকে ১০০০টাকা দেয়াতে আমি চোখের পানি ধরে রাখতে পারলামনা।
    সত্যি সত্যিই আপনাকে নিয়ে বাংলাদেশের মানুষ অনেক গর্ববোধ করে।

  • @mdzubayeral-mamun323
    @mdzubayeral-mamun323 3 ปีที่แล้ว +28

    সত্যি কৃষকের সাথে আপনার এই মহানুভবতা সারাজীবন মানুষ মনে রাখবে!!

    • @bluebird7504
      @bluebird7504 3 ปีที่แล้ว

      আমরা আমাদের দেশের সার্ভভম্মৌত্ব রক্ষা কারি সেনা সন্তানদের নিয়ে যেমন গর্ব বোধ করি......... স্যার কে দেখলেও আমাদের সেই একই গর্ববোধ হয়....... যিনি সারা জীবন দেশ ও গণমানুষের চিন্তা করে কটাইছেন ।

  • @sagoracharjee6908
    @sagoracharjee6908 3 ปีที่แล้ว +47

    আমার প্রাণের সিরাজগঞ্জ। খুবই ভালো লাগে আপনার এই সাবলীল উপস্থাপনা।

  • @golammoshi8853
    @golammoshi8853 3 ปีที่แล้ว +5

    বাংলাদেশের কৃষি উন্নয়নে শাইখ সিরাজ একজন জীবন্ত কিংবদন্তি। আল্লাহ পাক ওনাকে অনেক দিন বাচিয়ে রাখুন। আন্তরিক দোয়া রইলো স্যারের প্রতি

  • @easinkhan6538
    @easinkhan6538 3 ปีที่แล้ว +6

    সত্যিই চাচার বেলের দাম শুনে চোখে পানি চলে আসল, এই হলো শহর ও গ্রাম এর পার্থক্য। ধন্যবাদ স‍্যার আপনাকে গ্রামগঞ্জে গিয়ে হাটের বাজারমূল্য তুলে ধরার জন্য💖💖💖

  • @snsmultimedia..dinajpur8336
    @snsmultimedia..dinajpur8336 3 ปีที่แล้ว +81

    আল্লাহ আরো অনেকদিন বাচার তৌফিক দান করুক।। ভালো থাকবেন স্যার

  • @user-mo9is1hc1g
    @user-mo9is1hc1g 3 ปีที่แล้ว +1

    মুগ্ধ হয়ে গেলাম ভিডিওটা দেখে, আমার কাজিপুরের হাট, কাজিপুরের মানুষ, আর প্রিয় শাইখ সিরাজ।।

  • @mahmudulhasan265
    @mahmudulhasan265 3 ปีที่แล้ว +16

    মন থেকে বলছি ইয়া মালিক! স‍্যার কে নেক হায়াত দান করুক😊😢😊
    চাঁদপুরের সন্তান বলে কথা🤲❤🤲

  • @mskooshick9247
    @mskooshick9247 3 ปีที่แล้ว +17

    Sir আপনি কৃষক এর আইকন। বাংলাদেশের কৃষি বিপ্লব আপনার হাতেই হইতে আছে। আমি গর্বিত যে আপনার মত মহান দেশ প্রেমিক দেখে

    • @ZKTUFAN
      @ZKTUFAN 3 ปีที่แล้ว

      নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন

  • @rajibahmed9879
    @rajibahmed9879 3 ปีที่แล้ว +4

    আধুনিকতার ছোঁয়া পেয়ে সেই গ্রামীন দিন গুলা হারিয়ে যাচ্ছে 😥😥

  • @hossainelias8542
    @hossainelias8542 3 ปีที่แล้ว +1

    ধন্যবাদ আমাদের জেলার সেই পুরোনো গ্রামের ঐতিহ্যবাহী হাট আমার জেলা আমার অহংকার সিরাজগঞ্জ

  • @jahangirmorshedalam7277
    @jahangirmorshedalam7277 3 ปีที่แล้ว +7

    অপূব’ , শাইখ সিরাজ সাহেব , আপনি অনন্য । আপনি এক কিংবদন্তি । মহান আল্লাহ্ আপনাকে পরিবার-পরিজন সহ সদা-সব’দা সুখী রাখুন !!!

    • @ZKTUFAN
      @ZKTUFAN 3 ปีที่แล้ว

      নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন

  • @tusharkhan9538
    @tusharkhan9538 3 ปีที่แล้ว +67

    শহরের মানুষ গ্রামের মানুষকে খ্যাত, আনকালচার বলে গালি দিতে পারে।
    কিন্তু ওরা তো জানে না গ্রামের মানুষ কতটা ভালো, গ্রামের মানুষের মন আকাশচুম্বী।
    গ্রামের মানুষগুলো থেকে যে আদর ভালোবাসা টা পাওয়া যায় তা শহরের মানুষ থেকে কোনদিনও আশা করা যায় না।

    • @zumbabaura7035
      @zumbabaura7035 3 ปีที่แล้ว +2

      - একদম ঠিক বলেছেন ভাই!- 💗💗

    • @SabbirHossain-wf9jr
      @SabbirHossain-wf9jr 3 ปีที่แล้ว +5

      যারা গ্রামের মানুষকে গালি দেয় ওরা নিশ্চত আওয়ামী লীগের তা না হলে ভারতের বীজ।
      মোট কথা রাজাকারের বাচ্চা

    • @mdzobaidulialam6036
      @mdzobaidulialam6036 3 ปีที่แล้ว

      হুম

    • @smrony2274
      @smrony2274 3 ปีที่แล้ว

      ভাই আপনে কোন গ্রামের কথা বলতাছেন নামটা বলেন?

    • @zumbabaura7035
      @zumbabaura7035 3 ปีที่แล้ว +1

      @@smrony2274
      - গ্রাম বলেছেন!- বুঝাই যাচ্ছে নিদিষ্ট কোন গ্রাম কে উল্লেখ করেনি!- ওনি সব সকল গ্রামের কথাই বলেছেন!- 💗 গ্রাম 💗

  • @MdAlomgir-uf5ml
    @MdAlomgir-uf5ml 3 ปีที่แล้ว +43

    স্যার আপনি আসলেই মাটির খাঁটি মানুষ

  • @BD_Expoler
    @BD_Expoler ปีที่แล้ว +1

    যখন দেশের কথা মনে পড়ে, এই ভিডিওটা দেখি।
    আমাদের হাওর অঞ্চলের হাটের চিত্র ঠিক এমনই।

  • @mdjubaidul8536
    @mdjubaidul8536 3 ปีที่แล้ว +2

    ভিডিও শেষ অংশ দেখে চোখের পানি আটকিয়ে রাখতে পারলাম না....!!
    অল্প শিক্ষিত মানুষের গ্রামীণ জনজীবন খুব সাধারণ ছিলো..আর এখন বাকীটা ইতিহাস.....!!!

  • @biplopmiya1928
    @biplopmiya1928 3 ปีที่แล้ว +11

    অনেক ভাল লাগল 1000 টাকা দিয়া তার মনটা অনেক খুশী করছে তার কারনে আমি 10 বার অাপনার অনুঠান দেখছি অনেক ভাল লাগছে ...

    • @ZKTUFAN
      @ZKTUFAN 3 ปีที่แล้ว

      জি

  • @sadhanbiswas2144
    @sadhanbiswas2144 3 ปีที่แล้ว +2

    বাংলাদেশের কৃষক ও কৃষির অবদানে আপনি মহানায়ক। নিরন্তর ভালোবাসা।

  • @nurala5134
    @nurala5134 3 ปีที่แล้ว

    শেষের দিকের চাচার হাসিতা সেই ছিল। এক কথায় অসাধারণ। ধন্যবাদ সায়েখ সিরাজ স‍্যার কে

  • @jeaulhaq493
    @jeaulhaq493 3 ปีที่แล้ว

    প্রতিবেদনটি দেখে আবেগাপ্লুত হলাম,
    শাইখ সিরাজ স্যারকে আল্লাহ তায়ালা সুস্বাস্থ্য ও নেক হায়াত দারাজ করুক।

  • @ahamedshourov1755
    @ahamedshourov1755 3 ปีที่แล้ว +30

    আজ আপনার ৬৭ তম জন্মদিন। ❤️ দোয়া করি আল্লাহ তায়া’লা আপনার হায়াত বৃদ্ধি করুন।

  • @abunayeemsarker9622
    @abunayeemsarker9622 3 ปีที่แล้ว

    বেল বিক্রেতার সহজ সরল হাসিটা দেখে মন টা ভরে গেল। দোয়া করি শাইখ সিরাজ সাহেবকে আল্লাহ নেক হায়াত দান করুক। বাংলাদেশের ভিতরে যদি ভালো মানুষদের তালিকা করা হয় তবে, আশা করি উনার নাম টা টপে থাকবে।বাংলাদেশের গ্রামীণ কৃষির উন্নতির পেছনে উনি অতপ্রত ভাবে জরিত।কৃষক দের তো বটেই আমাদেরও আইডল উনি। দোয়া রইল আবারো।

  • @independentbengali2557
    @independentbengali2557 3 ปีที่แล้ว

    অসাধারণ খুবি ভালো লাগলো। আমরা এই ইট পাথরের দেয়ালে থাকতে থাকতে জীবন্ত পাথরে গড়া এক পাষণ্ড হৃদয়ের মালিক মাএ হতে পারলাম। সত্যি গ্রাম গঞ্জের মানুষ গুলো খুবি হৃদয়বান মানুষ এবং তাদের অভুলা হাসিতে যে কেও মুগ্ধ হবে। দোয়া করি আল্লাহ তাদেরকে যেনো এমনি ভাবে হাসি খুশিতে রাখে জীবনের শেষ প্রান্ত পর্যন্ত।

  • @mdrubelhossenmehadi2682
    @mdrubelhossenmehadi2682 3 ปีที่แล้ว +6

    স্যার অাপনি একজন মাটির মানুষ, অাল্লাহ অাপনাকে দীর্ঘায়ু করুক

  • @alomgirhossain5174
    @alomgirhossain5174 3 ปีที่แล้ว +30

    স্যার আপনার দীর্ঘায়ু কামনা করছি আপনি যেন এভাবেই কৃষকদের মাঝে সারাজীবন থাকতে পারেন❤️❤️❤️

  • @anandabanerjee7973
    @anandabanerjee7973 3 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো বাংলাদেশের গ্রামীণ হাট ও হাটের পরিবেশ।
    আরো আরো বেশী করে এবং বড়ো করে বাংলাদেশের গ্রামীণ হাটের ভিডিও পোস্ট করুন।
    আপনার ভাষ্য এবং বাচনভঙ্গি সকলকে মুগ্ধ করে সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।
    শুভেচ্ছা ও শুভ কামনা জানাই।
    ভালো থাকবেন।
    বাংলাদেশের গ্রামীণ হাটের সব্জী ও অন্যান্য জিনিসপত্র এতো সস্তা ভাবা যায় না।

  • @sudipbhattacharya3842
    @sudipbhattacharya3842 3 ปีที่แล้ว

    আপনার মত মানুষকে দেখলেই শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়। আমি মনে করি এই মানসিকতা কোনো দেশের মধ্যে সীমাবদ্ধ হয়ে হওয়া যায়। এই মানসিকতা একজন বিশ্ব নাগরিকের। ভালো থাকবেন। বর্ধমান জেলা (পশ্চিমবঙ্গ) থেকে বলছি অনেক অনেক ভালোবাসা রইলো🙏🙏🙏

  • @inamulmusawwirchoudhury1101
    @inamulmusawwirchoudhury1101 3 ปีที่แล้ว

    আমারও ছোট বেলার কথা মনে করিয়ে দেয়ার মতো একটি অসাধারণ ভিডিও। এ মূহুর্তে প্রায় ৪৭/৪৮ বৎসর পুর্বে ফিরে গেলাম। স্মৃতিতে ছোখ ঝাপসায় সেই দৃশ্যগুলো ফিরে আসছে। আমাদের গ্রামে সপ্তাহে ২দিন হাট বসতো। চাচা আর বড় ভাইদের সাথে হাটে যেতাম।
    এখন নিউজার্সি থেকে ভিডিও দেখে স্মৃতি রোমন্থন করছি। এই অসাধারণ ভিডিও পোস্ট করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

  • @ferdausrahmanboksho9014
    @ferdausrahmanboksho9014 3 ปีที่แล้ว

    আলহামদুলিল্লাহ্‌।
    কি অসাধারণ উপস্থাপনা। প্রান জুরিয়ে যায়। আল্লাহ্ সুবহানু তাআলা আপনাকে দীর্ঘায়ু দান করুক স্যার। ভালবাসায় ভালো রাখুক সবসময়। দোআ ও শ্রদ্ধা।

  • @zakirzakir9069
    @zakirzakir9069 3 ปีที่แล้ว

    সবশেষে কৃষককে 1000 টাকা দিলেন এটা আমার কাছে এতই ভালো লেগেছে যাহা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না।
    মহান আল্লাহ আপনাকে আরো বড় মনের অধিকারী করুক, আমিন।

  • @jonyhossain4722
    @jonyhossain4722 2 ปีที่แล้ว

    অনেক ভালো লেগেছে, হাজার বছর বেচে থাক আমাদের সিরাজ স্যার,💐💐💐🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

  • @hamimahmed4717
    @hamimahmed4717 3 ปีที่แล้ว +1

    মাসা আল্লাহ। খুব সুন্দর লাগলো।
    আল্লাহ আপনাকে সুস্থ হয়ে বাকি জীবন যাপন করতে সহায়ক হোক।

  • @a.b.siddique8097
    @a.b.siddique8097 3 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগলো,,এখন এমন হাট দেখা যায়না,,,সেই হারিয়ে যাওয়া দিনগুলো ফেরানো যাবেনা আর,তবু আপনার জন্য অনেককিছু এখনও দেখতে পাই💝

  • @abulaisady5939
    @abulaisady5939 3 ปีที่แล้ว +4

    গ্রামের মানুষের কলিজা আছে ❤️💙❤️

  • @abujorsaad9236
    @abujorsaad9236 3 ปีที่แล้ว +1

    বর্তমান শহরের বাজার হিসেবে যে সব দাম বলছে। যেন স্বপ্ন দেখছি দামগুলো।
    ধন্যবাদ স্যার গ্রামের পরিবেশ, প্রকৃতির সুন্দর্য দেখানোর জন্য 💚

  • @virtualrehan413
    @virtualrehan413 3 ปีที่แล้ว

    আমার বাংলাদেশের গ্রাম-মাটি-মানুষকে এভাবে ২ যুগ ধরে নতুন জেনারেশনের কাছে তুলে ধরার জন্য ধন্যবাদ স্যার।
    আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক।আমিন।

  • @husnakitchenhome9362
    @husnakitchenhome9362 3 ปีที่แล้ว +15

    ভালো লাগলো ভিডিও টা,,,,,,,,, খুব সুন্দর হয়েছে শেয়ার করার জন্য ধন্যবাদ,,,,,,,,,।।।।।।।।।

  • @mdsayedrana9328
    @mdsayedrana9328 3 ปีที่แล้ว +7

    Sir কে যতই দেখি ততই মুগ্ধ হই

  • @milonbin244
    @milonbin244 3 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো। আরো ভালে লাগলো চাচাকে খুশি করার জন্য।। আলহামদুলিল্লাহ

  • @md.parvejkhan5287
    @md.parvejkhan5287 3 ปีที่แล้ว +10

    সাইখ সিরাজ স্যার,বাংলাদেশের কৃষির কিংবদন্তি।

  • @mohammadrahad8952
    @mohammadrahad8952 3 ปีที่แล้ว

    সত্যি চোখে পানি চলে আসে। এই দৃশ্য গুলো দেখলে হাইরে প্রবাস সব পর করলি।
    কত কষ্ট করে। আমার দেশে মানুষ,

  • @mdmokaddesali6242
    @mdmokaddesali6242 3 ปีที่แล้ว

    স্যার আপনার কৃষি দিবানিশি অনুষ্ঠান ২০০৮ সাল থেকে দেখে আসছি আপনাকে অনেক ধন্যবাদ এই সুন্দর সুন্দর অনুষ্ঠান দেখানোর জন্য।

  • @shahinshakh558
    @shahinshakh558 3 ปีที่แล้ว

    আমি একজন তরুণ প্রজন্মের।
    আর যতই আপনার ভিডিও গুলো দেখছি
    ততই আমার মন কৃষি নিয়ে কাজ করতে ইচ্ছে করে। আপনি আমাদের কাছে গর্ভ।
    আল্লাহ আপনাকে দীর্ঘ আয়ু দান করুক আমিন।

  • @mdkamruzzamankamal4888
    @mdkamruzzamankamal4888 3 ปีที่แล้ว

    ভিডিওটা দেখে অনেক ভালো লাগলো। গ্রামের মানুষ গুলো অনেক সহজ সরল। এক কথায় বলা যায় মাটির মানুষ।এই মানুষগুলোর জীবন বৃত্তান্ত তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

  • @mdsharifulislam2760
    @mdsharifulislam2760 3 ปีที่แล้ว

    শাইখ সিরাজ মানেই আনন্দময় সাধারণ মানুষের অনুভতি সালাম স্যা

  • @33mminhaj44
    @33mminhaj44 3 ปีที่แล้ว +1

    স্যার আপনি কৃষি, বিল্পবের অন্যতম মুখ ❤️🌿

  • @humanman1592
    @humanman1592 3 ปีที่แล้ว

    অসাধারণ স্যারঃ আপনি আমাদের রিদায় আছেন,,,, আমাদের অন্তরে আছেন আপনি জে আমাদের সাধারণ মানুষের এতো ইজ্জত করেন এই জন্য দোয়া করি মনের মধ্যে সত্য অসাধারণ আপনি কৃষকের মধ্যে আপনাকে খুঁজে পায়,,,,,আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিক,,,,,,, আমিন,,, আমিন,,, আমিন,,,,আমি আরব দেশ থাকে বলছি,,,,,,

  • @arshaduzzamanarshad5829
    @arshaduzzamanarshad5829 3 ปีที่แล้ว

    খুব আনন্দ পেলাম ।।।সব থেকে বেশি ভালো লাগলো গরিব লোকটাকে টাকা দেওয়া ।।।

  • @shamsulalam536
    @shamsulalam536 3 ปีที่แล้ว +7

    আল্লাহ্‌ পাক আপনাকে নেক হায়াত, হায়াতে তৈয়বা দান করুক। আমিন, ছুম্মা আমিন।

    • @ZKTUFAN
      @ZKTUFAN 3 ปีที่แล้ว

      আমিন

  • @moynulislam478
    @moynulislam478 3 ปีที่แล้ว +4

    গ্রাম এর মানুষ খুব সরল ❤️❤️❤️🇧🇩🇧🇩

  • @tanmoymondal995
    @tanmoymondal995 3 ปีที่แล้ว +1

    শিক্ষিত সমাজে কৃষি, শুনলেই শাইখ সিরাজ স্যারের নামটা মাথায় আসে প্রথম।

  • @omorfarukdubaiu.a.e5917
    @omorfarukdubaiu.a.e5917 3 ปีที่แล้ว

    এত সুন্দর উপস্থাপনা মনটাভরেযায় অনুষ্ঠানদেখে দুবাইথেকেওমনেহয়যেন দেশেরমাঝেহারিয়েযাই

  • @sheponmahmud3516
    @sheponmahmud3516 3 ปีที่แล้ว

    নিজ এলাকার হাটের দৃশ্য দেখতে খুব ভালো লাগলো।
    এই হাটের পাশেই থাকি আর সপ্তাহে দুইদিন হাট বসে ।প্রতি সপ্তাহের শনি ও বুধবার হাট বসে আমি প্রতিদিন হাটে যাই,বাজার করি।এই হাটের কথা সারা দেশের মানুষ জানতে পারলো সেই জন্য ভালো লাগছে।

  • @dr.monjurulislam3306
    @dr.monjurulislam3306 3 ปีที่แล้ว

    স্যার আপনি একজন অসম্ভব ভাল মানুষ অন্যের সাথে আপনাকে তুলনা করা অসম্ভব'

  • @nazmulbhaichuadanga525
    @nazmulbhaichuadanga525 3 ปีที่แล้ว

    আলহামদুলিল্লাহ " দোয়া করি আল্লাহ আপনাকে আরো অনেক বেশি ভালো রাখুক । আপনার নেকহায়াত দান করুক। আপনি আমাদের মাঝে হাজার বছর বেঁচে থাকেন। এই সমাজ ও দেশ ও দেশের মানুষের উপকারে সব সময় কাজ করে জান। আল্লাহ আপনার এই হাসি মাখা মুখ এর হাসিটা দেখার তৌফিক আমাকে দান করুক৷ আমিন

  • @saidurshortfun-qk5ed
    @saidurshortfun-qk5ed 3 ปีที่แล้ว

    সত্যি কথা গ্রাম বাংলার মানুষ খুব সহজ সরল মানুষ হয় আমি ও ভাই গ্রাম বাংলার মানুষ ❤️❤️❤️

  • @candesh4151
    @candesh4151 3 ปีที่แล้ว

    Salute sir. Salute. Bangladesh er manush bishesh kore krishok shomaj eei ekjon Shaikh shiraj er kotha hajar bochor dhore mone rakhbe. I was fortunate enough to meet you years back in UAE. Alhamdulillah. It was a wonderful memory i still cherish. you take care of yourself sir. Dhonnobad. Hello from Alaska.

  • @m.a.nmediahd6869
    @m.a.nmediahd6869 3 ปีที่แล้ว +6

    গ্রাম গঞ্জের বাজার খুব খুব বেশি মিস করি।আর এমন বাজার এখনো আছে কিনা সন্দেহ।সত্যি এমন বাজার আমার খুব বেশি পছন্দের।

  • @bangladubbingtv3320
    @bangladubbingtv3320 3 ปีที่แล้ว +5

    বাংলাদেশের কৃষি ও কৃষকের আস্থা ও মননের আরেক নাম সাইখ সিরাজ স্যার আপনি।✌️✌️ স্যার আপনার জন্ম যেহেতু বৃহত্তর নোয়াখালী তে হয়েছে তাই স্যার দয়া করে নোয়াখালীর মাটি ও মানুষ দের নিয়ে কিছু পর্ব করবেন। আসসালামুয়ালাইকুম 🇧🇩🇧🇩

  • @pronobsutrodhor3703
    @pronobsutrodhor3703 3 ปีที่แล้ว

    ভাবতেই অবাক লাগে এতো সুন্দর একটি প্রতিবেদনেও অনেকেই ডিসলাইক দেন। আবার এটাও বুঝি এটা যার যার ব্যাক্তিগত ব্যাপার ।

  • @bdspider246
    @bdspider246 3 ปีที่แล้ว

    এটাই আমাদের সিরাজগঞ্জের গ্রাম বাংলার মানুষ... ❤️❤️❤️❤️❤️

  • @user-jx711
    @user-jx711 3 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম মাশাল্লাহ আমার চোখে পানি চলে আসলো আপনার ভিডিও দেখে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা বানানোর জন্য

  • @mehidehasansabuz8080
    @mehidehasansabuz8080 3 ปีที่แล้ว +2

    আমাদের সিরাজগঞ্জের মানুষ এমনই সহজ-সরল!

  • @monirhossan5678
    @monirhossan5678 3 ปีที่แล้ว +8

    💙💚💜❤গ্রাম বাংলার মানুষ সহজ সরল এবং বড় মনের 🤲🤲

    • @ZKTUFAN
      @ZKTUFAN 3 ปีที่แล้ว +1

      জি

  • @GSB-y2t
    @GSB-y2t 3 ปีที่แล้ว +1

    শায়েক সিরাজ স্যার এবং হানিফ সংকেত স্যার এই দুইজন মানুষ অনেক বড় মনের মানুষ
    খুব কষ্ট হয় যখন ভাবি এনারা তো একটা সময় থাকবেন না তখন কারা ওনাদের মতো মানুষের জন্য এভাবে কাজ করবেন

  • @rifatete2432
    @rifatete2432 3 ปีที่แล้ว +1

    স্যার আপনাকে অনেক মিস করি দোয়া করি আল্লাহ আপনাকে নেক হায়াত দেন। আমাদের মাঝে ভাল মানুষ নাই আমার জানা মতে আপনার জন্য। দেশের অনেক কৃষক নামাজ পরে আপনার জন্য দোয়া করে যাতে আপনি আরো বেশি বেশি ভাল কাজ করতে পারেন। ❤️❤️❤️

  • @islamicholytv9620
    @islamicholytv9620 3 ปีที่แล้ว +2

    নতুন ভিডিও পেয়ে অনেক ভালো লাগলো। কৃষকের নয়নের মণি হয়ে থাকবেন খুব সুন্দর একটি ভিডিও

  • @omorfarukdubaiu.a.e5917
    @omorfarukdubaiu.a.e5917 3 ปีที่แล้ว

    শাইখসিরাজ স্যার অসম্ভবএকজন সত এবং নীতিবান মানুষ অনেকভালোলাগে ওনাকে

  • @rohulamin950
    @rohulamin950 3 ปีที่แล้ว

    বেল বিক্রেতার সরলতা দেখে চোখে পানি চলে আসলো।আর সিরাজ ভাই ১০০০ টাকা দেওয়াতে মনে অনেক শান্তি পেলাম।সততার পুরষ্কার এমনই হওয়া উচিৎ। তাহলে মানুষ সততা ধরে রাখবে।ভালোবাসা অভিরাম সিরাজ ভাই

  • @Love-popRobin
    @Love-popRobin 3 ปีที่แล้ว +1

    এমনিতেই সব পর্বই দেখা হয়, আজকেও দেখলাম কিন্তু আজকে লাইক না দিয়ে পারলাম না....আমার মত কার কার মন ছুয়ে গেছে আজকের পর্বটা??

  • @anentertainment4503
    @anentertainment4503 3 ปีที่แล้ว

    আপনার ভিডিও দেখে আমার ছোট বেলার সেই গ্রামিন বাজার এর কথা মনে পড়ে গেল যখন আমি ছোট বেলার সেই আমাদের সাপ্তাহিক বাজার বসতো সেখানে যেতাম।
    আবার যদি আমার সেই ছোট বেলার আবেগটা ফিরে পেতাম। আবার সেই জিবনে যদি ফিরে জেতে পারতাম।

  • @themaskaraltd9235
    @themaskaraltd9235 3 ปีที่แล้ว

    হার্ডকরে পাকা বেল কিনা দৃশ্য খুব ভাল লাগল অসাধারণ ছিল ভিডিওটা শেয়ার করার জন্য ধন্যবাদ জানাই

  • @himelahmed755
    @himelahmed755 3 ปีที่แล้ว +2

    Salute sir❤️ আপনার মতো মানুষ দুনিয়ায় কমে গেছে।

  • @anastasia5791
    @anastasia5791 3 ปีที่แล้ว

    আল্লাহ আপনাকে দীর্ঘ নেক হায়াৎ দান করুক, আর সুস্থ রাখুক যাতে আপনি কৃষকের ঘরে ঘরে খুশি পৌঁছে দিতে পারেন।

  • @mdkiron8888
    @mdkiron8888 3 ปีที่แล้ว +7

    গ্রামের পরিবেশ গ্রামের মানুষ অনেক ভালো ❤❤❤❤🇧🇩🇧🇩🇧🇩

    • @ZKTUFAN
      @ZKTUFAN 3 ปีที่แล้ว

      জি

  • @ziyaurrahman5625
    @ziyaurrahman5625 3 ปีที่แล้ว +1

    আমাদের নাটুয়াপাড়া হাট এটা🥰 খুব ভালো লাগলো

  • @md.yasinsheikh5991
    @md.yasinsheikh5991 3 ปีที่แล้ว +1

    আমাদের সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায়। দেখে ভালো লাগলো

  • @mahbubAlam-hu6sf
    @mahbubAlam-hu6sf ปีที่แล้ว

    স্যার আপনি সারা জীবন এভাবে বাংলার কৃষি এবং কৃষকের সাথেই থাকুন

  • @topone5137
    @topone5137 3 ปีที่แล้ว

    আমি উনাকে অনেক শ্রদ্ধা করি । আনেক ভালো কাজ করেন। আল্লাহ নেক হায়াত দান করুন।

  • @কৃষিওকৃষকেরকথা
    @কৃষিওকৃষকেরকথা 3 ปีที่แล้ว +4

    একজন কৃষক বন্ধু ও ভালো মনের মানুষ স্যার।

    • @ZKTUFAN
      @ZKTUFAN 3 ปีที่แล้ว +1

      ঠিক

  • @who-dv7ct
    @who-dv7ct 3 ปีที่แล้ว +1

    স্যার আপনার তুলনাই হয় না। গ্রামের কৃষি , ঐতিহ্য ও সংস্কৃতি আর ও বেশি বেশি করে তুলে ধরে অনন্য উচ্চতায় নিয়ে যান। সেই কামনাই করি। ভালবাসা রইল স্যার💜💜💙💙

  • @soheil1960
    @soheil1960 3 ปีที่แล้ว

    সিরাজ বাই আমি ডুবাই থেকে আপনার ভিডিওটা দেকচি আপনাকে হাজার হাজার সালাম অনেক বালো লাগলো আপনি আমাদের দেশের গরবো আমি অনেক ভালোবাসি

  • @আলহামদুলিহ
    @আলহামদুলিহ 3 ปีที่แล้ว

    আপনাকে হাজার সালাম সার শেষে এসে চোখের পানি ধরে রাখতে পারলাম না অসাধারন

  • @hennaloverliza8664
    @hennaloverliza8664 3 ปีที่แล้ว

    আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে ছোটবেলা দাদার সাথে যেতাম হাট থেকে বাড়ি কেন বাড়ি ফেরার সময় দাদা যদি মোয়া কিনে দিত তাহলে হাত থেকে আসতাম কার কার এরকম স্মৃতি আছে লাইক দিন

  • @ahnayef11
    @ahnayef11 3 ปีที่แล้ว +1

    অসাধারণ!! আপনাকে অনেক অনেক ধন্যবাদ এমন চিত্র তুলে দরার জন্য

  • @mayan-al-mannan2318
    @mayan-al-mannan2318 3 ปีที่แล้ว

    স্যার আপনি পৃথিবীর মধ্যে একজন মানুষ সেই ছোট কাল থেকে দেখছি একই শার্ট একই প্যান্ট পরে প্রামাণ্য অনুষ্ঠান করেন। খুব অদ্ভুত লাগে, আমি জানি আপনারা একই কালার অনেকগুলো প্যান্ট শার্ট আছে কিন্তু কখনো কোনদিন অন্য কোন কালারের প্যান্ট শার্ট পড়ে ভিডিও করের নি সেটা আমাকে খুব অবাক করে এবং আমাকে মুগ্ধ করে। ভালোবাসা অবিরাম স্যার।

  • @shahinreza1405
    @shahinreza1405 3 ปีที่แล้ว +2

    ধন্যবাদ স্যার, আমাদের চরের হাটের চিত্র টা দেখানোর জন্য,ভিডিও টা দেখে আমরা খুবই আনন্দিত ।

  • @shishirkhan4413
    @shishirkhan4413 3 ปีที่แล้ว +1

    অনেক সুন্দর লাগল স্যার আপনার ভিডিওটা দেখে শাইখ সিরাজ

  • @Raselkhanrhk
    @Raselkhanrhk 3 ปีที่แล้ว +1

    গ্রামের মানুষ সহজ সরল এবং ভালো মনের

  • @rasheduzzaman5684
    @rasheduzzaman5684 3 ปีที่แล้ว

    Khub valo laglo... gramer manuser mon ato valo jeta bole ses kora jay na.... apnakeo onek thanks 😊

  • @tohidulislam5772
    @tohidulislam5772 3 ปีที่แล้ว +2

    ভালোবাসা অবিরাম প্রিয় স্যার আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখুক আমিন

    • @ZKTUFAN
      @ZKTUFAN 3 ปีที่แล้ว

      আমিন

  • @MdLiton-dw9ob
    @MdLiton-dw9ob ปีที่แล้ว

    সাইখ সিরাজ ভাই সত্যি কারের একজন ভালো মানুষ

  • @abduljalil716
    @abduljalil716 3 ปีที่แล้ว +1

    এগিয়ে যাও 🇧🇩💐🇧🇩💐🇧🇩.

  • @High-techElectricals147
    @High-techElectricals147 3 ปีที่แล้ว

    ভিডিও টা অনেক আগের হলেও,
    মন ভরে ফুল টাইম দেখলাম,
    সাইখ স্যার কে ধন্যবাদ।

  • @mithumandal1209
    @mithumandal1209 3 ปีที่แล้ว +3

    স্যার সৃষ্টিকরতা আপনাকে দীর্ঘাআয়ু করুক।

    • @ZKTUFAN
      @ZKTUFAN 3 ปีที่แล้ว

      আমিন

  • @MDMASUD-iw4tl
    @MDMASUD-iw4tl 2 ปีที่แล้ว

    অনেক বড় মনের মানুষ শাইখ সিরাজ স্যার।