সকল নিবন্ধনধারীদের জন্য সুখবর! || Ntrca update news সর্বশেষ কি

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 1

  • @kamrulhasanrepon3205
    @kamrulhasanrepon3205 2 วันที่ผ่านมา

    বেসরকারি শিক্ষকতায় প্রবেশের বয়স ৩৫। কিন্তু আসলেই কী ৩৫ বছর ধরা হয়? বেসরকারি শিক্ষক (MPO ভুক্ত) হতে গেলে নিবন্ধন পরিক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হয়। নিবন্ধন পরিক্ষা দিতে গিয়ে বয়স থাকে ৩২-৩৩ কিন্তু এই পরিক্ষা শেষ হতে হতে এবং গণবিজ্ঞপ্তি দিতে দিতে বয়স হয় ৩৫,, তখন বয়সের লিমিট শেষ,, তাহলে কীভাবে বয়স ৩৫ করা হলো? সরকারীতে আবেদনের বয়স ২ বছর বাড়িয়ে ৩২ করা হলো, এখানে ৩১ বছর ১১ মাসে আবেদন করলেও নিয়োগ পেতে পেতে বয়স ৩৩ হলেও সমস্যা নেই,, কী এক শুভঙ্করের ফাকি দেয়া হচ্ছে বেসরকারি শিক্ষকের প্রবেশের বয়স সীমায়,, বলা হচ্ছে ৩৫ কিন্তু ৩২/৩৩ হতেই আর আবেদনের যোগ্যতা নাই.. সুতরাং শিক্ষক নিয়োগে অন্তত পক্ষে ৩৫ থেকে ৩৭ পর্যন্ত বয়স বৃদ্ধি করা একান্ত যৌক্তিক দাবী। তাছাড়া NTRCA এর আরো বেশ কিছু অনিয়ম আছে যেগুলো সংশোধন করা জরুরি। যেমন লিখিত পরীক্ষায় কোন সাবজেক্ট পাশ মার্ক কত সেটা উল্লেখ করতে হবে। অনেক সময় দেখা যায় অনেকে ভালো পরীক্ষা দেওয়ার পরেও রেজাল্ট আসে না। যেমন, আমরা ১৮ তম শিক্ষক নিবন্ধনে আবেদন করেছিলাম ২০২৩ সালে, আমাদের প্রিলি ও লিখিত পরীক্ষা হয়েছিলো ২০২৪ সালে, এরপর ভাইভা শেষ হতে ২০২৫ সালের মাঝামাঝি সময় পার হবে। যার কারণে আমাদের অনেকের বয়স সীমা ৩৫+ হয়ে গেছে। অথচ যখন আমরা আবেদন করেছিলাম তখন আমাদের বয়স ছিলো ৩৩/৩৪ বছর। অথচ তারা বলে গণবিজ্ঞপ্তির আবেদনের সর্বোচ্চ বয়স সীমা ৩৫ বছর, আবার শিক্ষক নিবন্ধনেও আবেদনের সর্বোচ্চ বয়স সীমাও ৩৫ বছর। তাদের কি কমন সেন্স আছে? তারা নিজেরই দেরি করে আমাদের বয়স ৩৫+ করে দিয়েছে। এখানে তো আমাদের কোনো দোষ নেই, দোষ করেছে ওরা, ভোগান্তির শিকার হচ্ছি আমরা সাধারণ প্রার্থীরা। এটা নিয়ে কেউ কি কোনো প্রতিবাদ করবে না? আবার কিছু বাজে বেয়াদব লোক আছে আমাদেরকে ভেটো দেয়। তারা বলে বুড়ো বয়সে কিসের চাকরি? আগে কি করেছে? আমার কথা হচ্ছে আগে কি করার আছে? ওদের আসন সংখ্যা যত ওরা তত লোককেই টিকায়, আর বাকিরা ভালো পরীক্ষা দিলেও আর টিকাবে না। ওরা কি আবার ট্রাই করবে না? ওরা যখন ট্রাই করেছিলো তখন তো বয়স সীমার মধ্যেই ছিলো। ওরা সার্কুলারের সময় যে ডেট দিয়েছিলো সেটাই কাউন্ট করতে হবে। দয়া করে সবাই এটা নিয়ে প্রতিবাদ করুন, আমাদেরকে সাপোর্ট দিন।