যে আমলে ভাগ্য বদলায় । আকবর বিন আবেদ নতুন ওয়াজ । Akbar bin Abed New Waz

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • #জান্নাত #জাহান্নাম #কবর #আব্দুর_রাজ্জাক_বিন_ইউসুফ #আব্দুর_রাজ্জাক_বিন_ইউসুফ_ওয়াজ #আব্দুর_রাজ্জাক_বিন_ইউসুফ_নতুন_ওয়াজ
    abdur razzak bin yousuf waz,আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নতুন ওয়াজ,আব্দুর রাজ্জাক বিন ইউসুফ,abdur razzak bin yousuf new waz,waz abdur razzak bin yousuf,bangla waz abdur razzak bin yousuf,আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওয়াজ,শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ,shaikh abdur razzak bin yousuf,শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ,শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ,abdur razzak bin yousuf full waz,শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নতুন ওয়াজ,sheikh abdur razzak bin yousuf new waz
    জন্ম .-
    শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা চাপাইনবাবগঞ্জের দেবীনগর উপজেলার অধীন মাওলা বক্স হাজীরটলা গ্রামে এক ধার্মিক পরিবারে জন্ম গ্রহন করেন।
    প্রকাশিত গ্রন্থসমূহ
    লেখনীর ময়দানেও তার অবদান কম নয়, এ পর্যন্ত তিনি প্রায় দশটি বই লিখেছেন।ত্নমধ্যে অন্যতম হচ্ছে আইনে রাসুল দোয়া আধ্যায় ও তাওজীহুল কুরআন। তার হাতে গড়া অনেক ছাত্র এখন দেশব্যাপী দ্বীনের খিদমাত আঞ্জাম দিয়ে যাচ্ছেন যেমন শায়খ মুজাফফর বিন মুহসিন, শায়খ ইমামুদ্দিন বিন আব্দুল বাসির, শায়খ নুরুল ইসলাম, শায়খ আবু তাহের, শায়খ আব্দুল মাতীন মাদানী, শায়খ শরীফুল ইসলাম মাদানী। এছাড়া বাংলার প্রান্তে প্রান্তে হাজার হাজার মানুষ রয়েছে যারা আল হামদুলিল্লাহ তার বক্তব্য শুনে যাবতীয় পাপ কাজ থেকে তওবা করেছেন। এই রকম অসংখ্য তরুন আছে যারা শায়েখের নসীহত শুনে টাখনুর নিচে প্যান্ট পরা ছেড়ে দিয়েছেন, মুখে সুন্নাতী দাড়ী রেখেছেন। উল্লেখ্য যে, শায়খের বক্তব্যের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তিনি মাজহাব ও মাসলাক নির্বিশেষে আম মুসলমানদের উদ্দেশ্যে নসীহত মূলক বক্তব্য দেন । বিশেষ করে জান্নাত, জাহান্নাম, কিয়মাত, আদর্শ পরিবার, কে বড় ক্ষতি গ্রস্ত ইত্যাদি বিষয়ে তার বক্তব্য মাসলাক মাজহাব নির্বিশেষে সকল মুসলমানের হৃদয়ে নাড়া দিতে সক্ষম। ইসলামী শিক্ষাকে বাংলাদেশে ছড়িয়ে দেয়ার জন্য তিনি অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন যেমন আল জামিয়াতুস সালাফিয়া, রুপগঞ্জ নারায়নগঞ্জ, আল মাদ্রাসাতুস সালাফিয়া, আটমল, বগুড়া, বীরকুস্টিয়া দারুল হাদীস সালাফিয়া মাদরাসা বগুড়া। এবং অনেক প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে দিতে সহযোগিতা করেন। যেমন আল মারকাজুল ইসলামী আস সালাফী, রাজশাহী এবং মহিলা সালাফিয়া মাদরাসা, রাজশাহী ।
    শিক্ষা
    এলাকার মক্তবে শিক্ষা জীবনের হাতে খড়ি হওয়ার পর তিনি নাচল নবাবগঞ্জ মাদরাসা থেকে হাদীসের অন্যতম কিতাব মিশকাত শরীফ পর্যন্ত পড়েন। তারপর উচ্চ শিক্ষার আশায় ভারত গমন করেন এবং উত্তর প্রদেশের দারুল উলুম মউনাথভাঞ্জান থেকে দাওরা হাদীস শেষ করেন। তিনি দুই বার দাওরা হাদীস শেষ করেছেন। তারপর দেশে ফিরে কর্ম জীবনের পাশাপাশি ফাজিল ও কামিল পরীক্ষায় অংশ গ্রহন করেন। তিনি হাদীস ও তাফসীর নিয়ে ১ম বিভাগে কামিল পাশ করেন।

ความคิดเห็น • 8

  • @MdMokhleswar
    @MdMokhleswar 2 หลายเดือนก่อน

    মাশাআল্লাহ হুজুর জাজাকাল্লাহু কাইরান,আল্লাহ জন্য আপনাকে ভালোবাসি ❤❤❤

  • @user-zq6qh3yj7l
    @user-zq6qh3yj7l หลายเดือนก่อน +1

    লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ ❤❤❤।

  • @abdullahalmamun549
    @abdullahalmamun549 2 หลายเดือนก่อน +1

    আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহ্ ❤।

  • @user-ip9yw3cn1j
    @user-ip9yw3cn1j 2 หลายเดือนก่อน

    রাইট

  • @skarhan-1248
    @skarhan-1248 4 หลายเดือนก่อน +1

    Mashaallah ❤❤

  • @abdullahalmamun549
    @abdullahalmamun549 2 หลายเดือนก่อน +4

    আমি একজন মহিলা প্যারালাইস্ড রোগী । আমি হাটতে দাড়াতে পারি না। নিজে নিজে শোয়া থেকে উঠে বসতে পারি। শরীরে ওড়নাটা আরেক জনে পরিয়ে দিতে হয়। পরে নামাজ পরি। কোরআন হাদিসও পড়তে পারি ইংশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন । আমার বয়স ষাটের বেশি । আমি আহলে হাদিস অনুসারিদের ওয়াজ শুনে শুনে এখন হানাফি থেকে সহি হানাফি বা আহলে হাদিসের অনুসারি হয়েছি। শেষ সময়ে হলেও সঠিক দীনের সন্ধান পেয়েছি। আমাকে যেন মহান আল্লাহপাক কবুল করে নেন।