বঙ্গাব্দের প্রবর্তক আকবর না শশাঙ্ক? || নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 เม.ย. 2023
  • .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    #nrisingha_prasad_bhaduri #mythology #hindu #shastra #akbar #sashank #nababarsha #bengalinewyear #pohela_boishakh #pohelaboishakh #নববর্ষ #বাংলা

ความคิดเห็น • 166

  • @soumyadiptamajumder8795
    @soumyadiptamajumder8795 ปีที่แล้ว +18

    বাংলাদেশের শামসুজ্জামান খান, সৈয়দ আশরাফ আলী, সিরাজুল ইসলাম, আহমেদ জামাল এনারই মূলত হলেন “আকবর_বঙ্গাব্দের_প্রতিষ্ঠাতা”, এই মতের প্রধান প্রবক্তা। এই মতের সাথে এবাংলার কিছু বামপন্থি নিজেদের সুর মিলিয়ে ছিলো।
    তবে আরো একটা মজার বিষয় আছে, সেটা হলো,এনাদের মধ্যে আবার কেউ কেউ অবাঙ্গালি আকবরকে বাদ দিয়ে অবাঙ্গালি আলাউদ্দিন হুসেন শা-কে বঙ্গাব্দের প্রবর্তক বলে মনে করেন। তা হলে তো হুসেন শাহের রাজত্বকাল নিয়ে এবার একটু অংক করতে হয়।
    ইংরেজি ১৪৯৪ থেকে ইংরেজির ১৫১৯ সাল অব্দি ছিলো হুসেন শাহের রাজত্বকাল। যদি পরবতী মত কে গুরুত্ব দিয় তা হলে কি দাড়ায়? হুসেন শাহের বঙ্গাব্দের প্রবর্তক হলে ২০২৩ এসে বঙ্গাব্দের বয়স ৫০০ বছরের বেশি হবে না।
    এবার মনে প্রশ্ন আসা সাবাবিক, তাহলে কেন বাংলাদেশের ঐ সকল মুসলমান ঐতিহাসিকরা বারেবারে এরকম অবাস্তব মত প্রতিষ্ঠা করতে চাইছেন? কেন বাংলার কোন ভূমিপুত্র কে বাদ দিয়ে তারা বাংলার বঙ্গাব্দ প্রতিষ্ঠার সম্মান অবাঙালি আকবর কিংবা বহিরাগত হুসেন শাহ-এর হাতে তুলে দিতে চান?
    এখানে অনেক গুলো প্রশ্ন আরো চলে আসে, তাহলে বাঙালির এতদিন যাবৎ অথ্যাৎ আকবর বা হুসেন শা আসার আগে চাষবাস, পূজার্চনা ইত্যাদি কিভাবে, কোন বর্ষপঞ্জি মতে করে থাকত? সত্য এই যে বাংলায় আকবরের বহু শতাব্দী আগে থেকেই নানান বর্ষপঞ্জি প্রচলিত।
    যেমন মল্লাব্দ, বুদ্ধাব্দ, বঙ্গাব্দ, চৈতন্যাব্দ ইত্যাদি সম্পুর্নভাবেই বাঙালির সৃষ্ট বর্ষপঞ্জি। তাহলে বাংলাদেশের শামসুজ্জামান-সিরাজুল-আহমেদ জামালদের ভূমিপুত্র বাঙালিকে কৃতিত্ব দিতে কেন এবং কিসের এত অনীহা? এখানে দাড়িয়ে ভাবতে বোকা বোকা লাগে,যে বাঙালি জাতির বয়স পাঁচ হাজার বছরেরও বেশি, নিজেদের জন্য সামান্য একটা বর্ষপঞ্জিও কি তারা তৈরি করতে পারবে না, তার জন্য মোগল-পাঠান বাদশাদের এসে তৈরি করে দিয়ে যেতে হবে?
    সম্রাট আকবরে বঙ্গাব্দ চালুর ব্যাপারে তারই আমলের রচিত ইতিহাস কি বলে, কতটুকু বা স্বীকৃতি দেয়!সম্রাট আকবরের রাজত্বকালের সময়ের একটি বিখ্যাত ইতিহাস গ্রন্থ হলো “আইন-ই-আকবরী” সেই গ্রন্থেও বাংলা সন বা ফসলী সন প্রচালন বিষয় কোন কথা উল্লেখই নেই।
    তবে আকবর যে ১০৭৯ খ্রিষ্টাব্দ থেকে ইরানে প্রচলিত ‍জেলালি সৌর পঞ্জিকা অনুসরণে ভারতে ১৫৮৪ খ্রিষ্টাব্দে ‍তারিখ-ই-ইলাহী নামে একটি সৌর পঞ্জিকা চালু করেন, কিন্তু কয়েক দশক পর এই ‍তারিখ-ই-ইলাহী পঞ্জিকার ব্যবহার সম্পূর্ণরূপে মুখ থুবড়ে পড়ে।
    আসুন আর একটু তুলনামূলক আলোচনায় যাওয়া যাক। আকবরের রাজ্যভিষেক হয় ১৫৫৬ খ্রিষ্টাব্দের ১৪ই ফেব্রুয়ারি। তা হলে যদি সেই সময় থেকে বাংলা সন চালু হলে পহেলা বৈশাখ ১৫ ই এপ্রিল না হয়ে নিশ্চয়ই ১৪ই ফেব্রুয়ারি হত। কিন্তু আমরা কি দেখি ১৪ই ফেব্রুয়ারি নয়, পহেলা বৈশাখ ১৪ বা ১৫ই এপ্রিল হয়। মাত্র ১৩ বছর বয়সে আকবরের রাজ্যভিষেক হয়।
    এত কম বয়সে কি তার পক্ষে খাজনা আদায়ের সুবিধার জন্য, ফসল তোলার সাথে সঙ্গতি রেখে এত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে সিদ্ধান্ত নিয়ে পঞ্জিকা চালু করাসম্ভব ছিল? এর বিপরীতে ১৫৮৪ খ্রিষ্টাব্দে সম্রাট আকবরের”‍তারিখ-ই-ইলাহীর” মত সৌর পঞ্জিকা প্রচলন অনেক বেশি যুক্তিসঙ্গত, কারণ তখন তার বয়সে এবং রাজ্যত্ব পরিচালনা কাল বেশ কিছুদিন হয়েছিলো এবং আরবী হিজরী সালের ভারতের জন্য অবাস্তবতা, তাকে একটি সৌর পঞ্জিকা প্রণয়নের করতে তাগিদ দিয়েছে।
    তাছাড়া ইতিহাস বলে এই সময়ের পূর্বে ইরান থেকে নূরজাহানের পিতা, আকবরের সভায় এসেছিলেন। সুতরাং তাঁর কাছ থেকে ইরানী সৌর পঞ্জিকা এবং তার কার্যকারিতার বিষয়ে জানা আকবরের কাছে অসম্ভব কিছু না।

    • @sasdasbd
      @sasdasbd ปีที่แล้ว +1

      খুবই সুন্দর কথা বলেছেন | একদম সহমত | আসল কথা বাঙ্গালি-অবাঙ্গালি নয়, বরঞ্চ কিভাবে বাংলার ইতিহাস ও সংস্কৃতি থেকে হিন্দুদের অবদান বাদ দিয়ে সবকিছু ইসলামিকরন করা যায় সেই পায়তারাই চলছে | শুরু হয়েছে বাংলাদেশে আর শেষ হচ্ছে পশ্চিমবঙ্গে | বাংলা সংস্কৃতির ইসলামিকরন অনেকদিকেই চলছে, জোর করে ফারসি শব্দ পাঠ্যপুস্তকে ঢুকানো হচ্ছে, যা সুলতানি আমলেও বাংলায় হয় নি |
      জালালি ক্যালেন্ডার নিয়ে আরেকটা কথা বলি, ওটা অনেকগুলো pre-historic ক্যালেন্ডার থেকে তৈরি যার মধ্যে Zoroastrian ও সূর্য সিদ্ধান্ত -ভিত্তিক হিন্দু ক্যালেন্ডার ও রয়েছে |

    • @real_kim8455
      @real_kim8455 ปีที่แล้ว +4

      Puro whatsApp theke copy mereche. 😂

    • @amitavasaha7880
      @amitavasaha7880 3 หลายเดือนก่อน +1

      যেই লিখুক খুব ভালো লিখেছেন। আকবর বঙ্গাব্দ প্রচলন করেছেন, তারপর হয়তো বলবে চৈত্র, বৈশাখ এগুলো তার দেওয়া নাম। ব্যাপারটা খুবই হাস্যকর।

  • @swarupkumardas5174
    @swarupkumardas5174 ปีที่แล้ว +2

    Excellent discussion, Great 👏👏🙏

  • @mausumydebdey3922
    @mausumydebdey3922 ปีที่แล้ว +3

    অনবদ্য আলোচনা 🙏

  • @mrashokpaul2371
    @mrashokpaul2371 ปีที่แล้ว

    Khub pranjol vabe Bangabder itihas amader bojhalen.khub upokrito hoechi

  • @moonmoonchatterjee5649
    @moonmoonchatterjee5649 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগল আপনার আলোচনা ! সমৃদ্ধ হলাম ! অনেক প্রস্নের উত্তর পেলাম! অনেক ধন্যবাদ জানাই আপনাকে!🙏

  • @bibhasrana8712
    @bibhasrana8712 ปีที่แล้ว +1

    সমৃদ্ধ হলাম। শুভ নববর্ষ এর প্রণাম নেবেন।

  • @saikat86
    @saikat86 ปีที่แล้ว

    ধন্যবাদ আপনাকে। সমৃদ্ধ হলাম।

  • @moubhattacharya5570
    @moubhattacharya5570 ปีที่แล้ว

    Shubho Noboborsho 🙏

  • @dulalkumarpal9957
    @dulalkumarpal9957 ปีที่แล้ว +4

    প্রণাম আচার্য 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DSP9696
    @DSP9696 ปีที่แล้ว

    খুব ভালো লাগল

  • @milibhattacharya7081
    @milibhattacharya7081 ปีที่แล้ว +2

    শুভ নববর্ষের প্রণাম নেবেন স্যার।🙏🙏

  • @devosri988
    @devosri988 ปีที่แล้ว

    অসাধারণ

  • @pratimasarkar1659
    @pratimasarkar1659 ปีที่แล้ว +5

    শুভ নববর্ষ ।আপনি সুস্থ থাকুন,ভাল থাকুন ।আমরা আপনার কাছ থেকে আরও অনেক কিছু জানতে চাই।নমস্কার ।

  • @ashokkumardeb3657
    @ashokkumardeb3657 ปีที่แล้ว +4

    নববর্ষের আগাম শুভেচ্ছা আপনাকে। নতুন বছর আপনার জন্য মঙ্গলময় হোক।

  • @dr.suchandramitrachaudhury9607
    @dr.suchandramitrachaudhury9607 ปีที่แล้ว

    চমৎকার আলোচনা❤

  • @tamalchatterjee3441
    @tamalchatterjee3441 5 หลายเดือนก่อน

    অনেকটা জানতাম। আরও বিশদে জানলাম। ধন্যবাদ।
    নমস্কার স্যার 🙏

  • @amitra5568
    @amitra5568 ปีที่แล้ว +14

    আপনি বিদ্বান মানুষ। আপনার কাছে আমরা উৎকৃস্ট বিচার আশা করি। দয়া করে কেন্দ্রের বঞ্চনা, ব্রাহ্মণ্যবাদের মুন্ডপাত জাতীয় রাজনীতিক পক্ষদুস্ট আলোচনাগুলো এড়িয়ে চলুন। 🙏

    • @subhabratasarkar4897
      @subhabratasarkar4897 ปีที่แล้ว

      ভুলের সমালোচনা না করতে পারলে তাহলে খামোখা বিদ্বান হয়ে কি লাভ? যদি সেই বিদ্যা সমাজের কোনো প্রতিক্রিয়া ই না দিতে পারলো।

  • @himadrimukherjee8540
    @himadrimukherjee8540 ปีที่แล้ว

    স্যার বহু বহু বছর পরে এইসব আলোচনা শুনছি। আমার প্রণাম নেবেন। 🙏🙏

  • @barunnath5047
    @barunnath5047 ปีที่แล้ว +1

    shubho noborsher pronam neben.

  • @tusherbagchi9515
    @tusherbagchi9515 ปีที่แล้ว +4

    চৈত্র সংক্রান্তির নমস্কার নিবেন এবং আগামীকাল শুভ বাংলা নবর্বষ এর শুভেচ্ছা রইলো।

  • @darkthriller69
    @darkthriller69 ปีที่แล้ว

    শুভ নবর্ষের আন্তরিক শুভেচ্ছা , খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রণাম নেবেন। 🙏

  • @tapaschakraborty6240
    @tapaschakraborty6240 ปีที่แล้ว

    শ্রদ্ধা 🙏।

  • @ilabhattacharjee9827
    @ilabhattacharjee9827 ปีที่แล้ว +3

    Hare krishna

  • @ronnieaich5737
    @ronnieaich5737 ปีที่แล้ว +1

    Darun Darun.. An Indian Legend, Nrishingo Prasad Bhaduri...🇮🇳🇮🇳

  • @ramchandrade2826
    @ramchandrade2826 ปีที่แล้ว +2

    শুভ নববর্ষ ,শুভেচ্ছা নেবেন ভালো থাকবেন 🙏🙏

  • @paragchaudhuri5075
    @paragchaudhuri5075 ปีที่แล้ว +4

    🙏

  • @anjanpyne4704
    @anjanpyne4704 ปีที่แล้ว +1

    শুভ নববর্ষ। প্রণাম নেবেন।

  • @sudipta1909
    @sudipta1909 ปีที่แล้ว +3

    শুভ নববর্ষ । প্রণাম ও ভালবাসা নেবেন 🙏❤😊

  • @asitsarkar6716
    @asitsarkar6716 ปีที่แล้ว +1

    নববর্ষের শুভেচ্ছা।
    সেই ছোট বেলার একটি প্রতিষ্ঠিত পূজা সংখ‍্যার প্রবন্ধে পাওয়া থেকে আজকের স্বাভাবিক নিয়মে আন্তজালীয় মঞ্চে ঘন ঘন সাক্ষাৎ এর যাত্রা বেশ বৈচিত্রময় আনন্দ সৃষ্টিতে সফল হয়েছে।
    অতীত ভারতবর্ষের ইতিহাস থেকে সম্প্রতিকালে তার গরিমা আলোচনায় বারংবার বঙ্গকে 'সোনার পাখি', 'বাংলা যা আজকে ভাবে ভারত তা কালকে ভাবে'অর্থাৎ বাংলা ভারতকে পথ দেখায় এরকম বহুবিধ মতামতের নির্দশন প্রকৃত ইতিহাস তার রেকর্ড রুমে মজুত রেখেছে, যা মূলত তৎকালীন কেন্দ্রীয় প্রচার মাধ‍্যমের সহযোগীতা বা সদিচ্ছা ছাড়া খুব একটা সম্ভব ছিল না। তাছাড়া বঙ্গের ভৌগলিক অবস্থান( যার মধ‍্যে আন্তজার্তিক সীমান্ত সামিল রয়েছে)কারোর অনুমোদন বা গুণকীর্তণ করা ছাড়াও সর্বতভাবে প্রসিদ্ধ।আর জ‍্যোতি বসু কেন্দ্রের তথাকথিত বঞ্চনা বা অনান‍্য বিষয়ে কি মতমত পোষণ করতেন তার
    উপর মাত্রাতিরিক্ত গুরুত্ব দিলে আরও একটি বিষয় লক্ষ‍্য রাখতে হয় যে ধর্ম বিষয়ে এই বাংলার মানুষের যে আস্থা তাকে কি ভঙ্গিমায় তিনি সম্মান দিতেন তার মধ‍্যে তৎকালীন ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবত্র্তীকে মাকালীর আর্শীবাদ নেওয়া এবং তাঁর মহিমা জনমানসে প্রকাশ করায় কি রোষানলে পড়তে হয়েছিল তা সর্বজনবিদিত(যদিও সকল ক‍্যাডারদের এক ই নির্দেশ দেওয়া হত)যাইহোক সাধারন মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়ায় বেশকিছু বিষয়ের অধিক চর্বন অস্বাস্থ্যকর প্রতিভাত হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। আর তাছাড়া রামমোহন রায়,বিদ‍্যাসাগর, ঋষি অরবিন্দ,সুভাষ চন্্র বসু,স্বামীঅভেদানন্দ,সত‍্যানন্দ আর ও অনেকের স্বাভাবিক ও ন‍্যায‍্য পাওনা আমরা বাঙালী রা দিতে পারছি না , না কি এনাদের সঠিক মূল‍্য‍্ায়নে ভারত জুড়ে ঘটতির ফলে এনাদের কোন মহিমা হ্রাস হয়ে যাচ্ছে। সুভাষ বসুও যে মুক্তি আন্দোলন লড়েছেন তা সংকীর্ণতা বাদী চিন্তা রহিত ছিল।
    বরং এই ধারনা বিচ্ছিন্নতাবাদী ধারনার বেগ বৃদ্ধিতে সহায়ক হয়ে উঠতে পারে।
    বাকি আপনার তথ‍্য সমৃদ্ধ,গবেষনা লব্ধ বিষয়ের আলোচনা আমাদের শুধু সমৃদ্ধ করে তাই নয় কোন এক শুভশক্তির অ ব ত র ণ ঘটিয়ে আমাদের ভিতর তা অনুভূত করায়, তার জন‍্য আমরা বিশেষ আর্শীবাদ ধন‍্য হই।

  • @dipalidas56
    @dipalidas56 ปีที่แล้ว +5

    শ্রী নৃসিংহপ্রসাদ ভাদুড়ী মশাইকে আগামী বাংলা শুভ নববর্ষ ১৪৩০ বঙ্গাব্দের আগাম শুভেচ্ছা তথা প্রণাম জানাই ।। উত্তর ভারতীয়রা ভাল চোখে বাংলাভাষীদের দেখে না, কারণ বাংলাভাষীরা তো মোটামুটি একটা রাজ্যেই সীমাবদ্ধ । সুতরাং বাঙ্গালীরা সংখ্যায় কম আর হিন্দিভাষীরা একাধিক রাজ্যে রয়েছে বলেই সংখ্যাগুরু । সুতরাং তারা আমাদের পাত্তা দেবে কেন ? পরাধীন ভারতে ব্রিটিশরা আমাদের শাসন করার জন্য আমাদের পূর্বপুরুষরা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন বলেই আমরা এখন রবি ঠাকুরের মত বাংলায় আমাদের জন্মদিবস বা জন্মতারিখ বলতে বা লিখতে পারি না । একটু আগেই শুনলাম যে, বৈষ্ণবাব্দ বলে কোনো একটা সাল চালু হয়েছিল । অপরাধ নেবেন না; শুনেছি যে, আপনি না কি বৈষ্ণব বাড়ীর মানুষ । আপনি কি বৈষ্ণবাব্দে দিন/মাস/সন হিসেবে আজ সম্পূর্ণ কত তারিখ তা বলতে পারবেন ? এরকমই হয় ! কয়েক পুরুষের অব্যাবহারের ফলে অনেক কিছুই হারিয়ে যায় । আজ নতুন কিছু একটা জানলাম বা শিখলাম । আমাদের বঙ্গাব্দ শুরুই হয়েছে ৯৬৩ থেকে অর্থাৎ আমাদের বাংলা ক্যালেন্ডারের প্রায় হাজার খানেক বছর ভ্যানিশ হয়ে গেছে । পাকেচক্রে দাড়ি-গোঁফওয়ালা এক বৃদ্ধ বঙ্গাব্দের জন্ম দিয়েছে তৎকালীন সমাজব্যাবস্থা ।

    • @user-tw5py8cd6f
      @user-tw5py8cd6f ปีที่แล้ว +1

      অনেক অজানা তথ্য জানলাম এই নববর্ষের পুণ‍্য লগ্নে। নববর্ষে শুভেচ্ছা ও প্রনাম।

  • @ranajit2355
    @ranajit2355 ปีที่แล้ว +14

    অসমীয়া নববর্ষ, নেপালি নববর্ষ ও আজ। মুঘলরা ওইসব জায়গায় দাঁত ফোটাতে পারেনি। সেখানেও কি আকবর তৈরি করে দিয়েছিলেন

    • @apratimdasgupta5361
      @apratimdasgupta5361 ปีที่แล้ว +2

      ১ লা বৈশাখ কবে. সেইটা তো ভারতীয় সৌর ক্যালেণ্ডারগুলোতে সবই কাছাকাছি। সেখানে আকবরের ভূমিকা নেই। আকবর যেইটা করছেন সেইটা হল, কত সাল অর্থাৎ ১৪৩০ সেইটা নির্দ্ধারণ করছেন।

    • @ranajit2355
      @ranajit2355 ปีที่แล้ว +10

      @@apratimdasgupta5361 আকবর কি ১৪৩০ বছর আগে সিংহাসনে বসেন।আর হিজরি যদি হয় মাসগুলিও ইসলামিক হতো।
      সম্পূর্ণ গোঁজামিল কথাবার্তা

    • @shankardebroy3775
      @shankardebroy3775 ปีที่แล้ว +1

      Bhaskarabda is recognised by govt. of Assam as Assamese calender to determine their almanac. So, 21st April 2023 falls as 1bahag of bhaskarabda of this year!

    • @amitavasaha7880
      @amitavasaha7880 3 หลายเดือนก่อน

      ​​​@@apratimdasgupta5361 সেতো যে কেউ.. অমুক হোক তমুক হোক তার জন্মদিন থেকে অমুকাব্দ, তমুকাব্দ নামকরণ করতে পারে। এতো সামান্য ইনিশিয়ালাইজ করা। তার ভেতরে যা আছে, যেমন মাসের নাম, তাদের সঙ্গে বিভিন্ন নক্ষত্রের সম্পর্ক, লিপ ইয়ার ম্যানেজমেন্ট ইত্যাদি এগুলোই তো পঞ্জিকার প্রাণ, সেটাই তো আমাদের চিন্তা ভাবনা, আমাদের জ্যোতির্বিদ্যা, আমাদের কালচার। সেটাকে বললেই উড়িয়ে দেওয়া যাবে কি?

  • @sutirthasartography
    @sutirthasartography ปีที่แล้ว +17

    আকবরের সময় বঙ্গ মুঘল সাম্রাজ্যের অধীনেই ছিল না। আকবর প্রবর্তিত বঙ্গাব্দ কেন কেবল বঙ্গদেশে? সারা ভারতে কেন নয়?

    • @AG-et6jp
      @AG-et6jp ปีที่แล้ว

      ভিডিওটি না দেখে মন্তব্য করলেন 😔

    • @user-cx4nf1cp9i
      @user-cx4nf1cp9i ปีที่แล้ว

      আপনি তো নতুন ঐতিহাসিক দেখছি😮

    • @prosenjitkarmakar2239
      @prosenjitkarmakar2239 ปีที่แล้ว +4

      ​@@AG-et6jp
      নববর্ষে বাংলা বছর
      হিসেব কষা শেখো
      ইংরেজি সন থেকে ৫৯৩
      বিয়োগ করে দেখো।
      সিংহাসনে বসলেন সেদিন
      মিলে যাবে অঙ্ক,
      বাঙ্গালী কে বঙ্গাব্দ দিলেন
      মহারাজা শশাঙ্ক।
      খ্রি:( ২০২৩-৫৯৩)= ১৪৩০ বঙ্গাব্দ

    • @prosenjitkarmakar2239
      @prosenjitkarmakar2239 ปีที่แล้ว +1

      ​@@user-cx4nf1cp9i
      ​​@A G
      নববর্ষে বাংলা বছর
      হিসেব কষা শেখো
      ইংরেজি সন থেকে ৫৯৩
      বিয়োগ করে দেখো।
      সিংহাসনে বসলেন সেদিন
      মিলে যাবে অঙ্ক,
      বাঙ্গালী কে বঙ্গাব্দ দিলেন
      মহারাজা শশাঙ্ক।
      খ্রি:( ২০২৩-৫৯৩)= ১৪৩০ বঙ্গাব্দ

    • @user-cx4nf1cp9i
      @user-cx4nf1cp9i ปีที่แล้ว

      @@prosenjitkarmakar2239 ভিডিওটা দেখুন

  • @ratnapravadas9172
    @ratnapravadas9172 ปีที่แล้ว +5

    নববর্ষের শুভদিনে প্রণাম জানাই। প্রতি টি দিন আপনার ভালো কাটুক। আপনি সুস্থ থাকুন,আর
    সমৃদ্ধ করুন আমাদের।

  • @sohamg.ghosal3009
    @sohamg.ghosal3009 ปีที่แล้ว +4

    অনভ্যাসের জায়গায় সবার ক্ষেত্রে যায়নি... হয়ত সংখ্যাধিক্যের ক্ষেত্রে গেছে...

  • @samratdutta7630
    @samratdutta7630 ปีที่แล้ว +1

    🙏🙏🙏💐💐💐

  • @bombhole2069
    @bombhole2069 ปีที่แล้ว +10

    আকবরকে ৪২০ -৩০ বছরের বাংলা নববর্ষের শুভেচ্ছা 😂

  • @somachakraborty8646
    @somachakraborty8646 ปีที่แล้ว +2

    শুভ নববর্ষ স্যার, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন 🙏🌹

  • @muktimaity7646
    @muktimaity7646 ปีที่แล้ว +6

    বেঁচে থাক বঙ্গাব্দ,, নাহয় একদিনের জন্য বাঙালী তো বাঙালির খড়কুটো টুকু ধরতে পারে।শুভ নবর্ষের আন্তরিক সদ্রদ্ধ প্রণাম নেবেন স্যার।🙏🙏🙏

  • @sibabratagangopadhyay5701
    @sibabratagangopadhyay5701 ปีที่แล้ว +4

    যাই বলুন বাংলা মাসগুলি সূর্য সম্পর্কিত। প্রতি মাসের সংক্রান্তিতে রবি পরের রাশিতে প্রবেশ করেন।

  • @dipakchakraborty3322
    @dipakchakraborty3322 ปีที่แล้ว

    আপনার আলোচনা সবসময় মন দিয়ে শুনি, শিখতে চেষ্টা করি, আজকে ও তাই। অনেক অস্পষ্টতা দূর হলো।
    স্বদেশী করণের প্রয়োগ করতে আগ্রহীদের সাথে আমি একমত। শশাঙ্ক ই সমাধান, আপনি বলে দিন। আর কতোদিন হিন্দু সমাজ দ্বিধাদ্বন্দ্বে ভুগবে।

  • @tumpamishra9350
    @tumpamishra9350 ปีที่แล้ว +5

    963 add korle 1430 hochche. Tahole bongabder counting Sosank er somoi theke. Akbar eta resume korlen bola jai ki ? Sir?

  • @debarshisinha
    @debarshisinha ปีที่แล้ว +2

    To নৃসিংহ প্রসাদ ভাদুড়ি: শুভ নববর্ষ। আপনাকে অনেক ভালোবাসি আপনার লেখার জন্যই সংস্কৃত কাব্য ও শাস্ত্রে ভালোবাসা জন্মেছিল , তারপর থেকে চর্চা শুরু । আপনার সব দৃষ্টিভঙ্গি আমার সাথে মেলে না ,সেটাই স্বাভাবিক । কিন্তু আমিও জানি আপনার ভাবনা ,চিন্তা , যুক্তি যেমন তাতে এমনি স্পষ্ট কথা আরো অনেক জায়গায় বলতে পারতেন। মাঝে মাঝে বলেছেন (আপনার সব লেখা পড়ে বলছি) , আপনি এমনি কথা আরো স্পষ্ট করে বলবেন । ধর্মের নামে মাথা খাওয়া কি শুধু এক তরফা হলে চলবে? আপনার মত শাস্ত্রীয় পণ্ডিত মানুষ , সাধারণ মানুষের চোখ খোলার জন্য আছেন

  • @krishnapaul8597
    @krishnapaul8597 ปีที่แล้ว

    Different states have different new year day in India mostly. Why ?

  • @sohamg.ghosal3009
    @sohamg.ghosal3009 ปีที่แล้ว +1

    শাকদীপী ব্রাহ্মণদের ব্যাপারটা একটু বলবেন...🙏🏻

  • @sohambanerjee99
    @sohambanerjee99 ปีที่แล้ว +1

    Well Explained Nrisingha Babu!
    The Brahmins in Bengal are nothing but Aryan Intruders from the Northern Indian region who imposed their language, culture, religion(Aryan/Vedic/Sanatani/'Hindu') and ideas(including sati) on the indigenous/local people of Bengal at those times. Brahmanism and the imposition of a very few's religion came to be imposed. Soon it was followed by Buddhists during Pala age, followed by Arabs, Turks and Afghans and later, Mughals, who brought forth Islam in the region. Many locals found it appealing and became followers of the new faith! Many were forced too, no doubt- but, so were they when Aryans from the North forced them to their own faith! Christians brought their faith too along with the foreigners and were accepted in Bengal. Even the Communists found acceptance. Bengal/Bangla has been a place of acceptance and not hatred. People from the North of India always looked down on us! Individualism of Bengal needs to maintained!

    • @souravmukherjee7565
      @souravmukherjee7565 ปีที่แล้ว

      Keep your chutiya leftist thought to yourself..this fake " Aryan invasion theory" was created by Max muller under the order of british govt to justfify their own intrusion on indian soil..your leftist daddy teaches you this fake aryan invasion theory..left has a habit of lying in order to sell their Agenda.. of which has been debunked by modern historians..The Word " Aryan" means noble..it has nothing to do with any race..

    • @skinguru241
      @skinguru241 ปีที่แล้ว +2

      @@souravmukherjee7565 nope Brahmims are not native to bengal, you people are outsiders who came here. Leftist or not, that's the truth

  • @sagnikchaudhuri4142
    @sagnikchaudhuri4142 ปีที่แล้ว +2

    Bangabdo jodi nae cholto tahole 1429 date ta elo ki kore?

  • @shankardebroy3775
    @shankardebroy3775 ปีที่แล้ว +1

    আত্মবিস্মৃত বাঙালী জাতি। বর্তমানে সাধারণ বাঙালী পরানুকরনে লিপ্ত।

  • @goutamdasbairagya896
    @goutamdasbairagya896 ปีที่แล้ว

    বাংলার সাহিত্য সংস্কৃতি সম্পর্কে জানতে চাইলে কি করলে ভালো হবে?

  • @dakshinaranjanbhattacharje1346
    @dakshinaranjanbhattacharje1346 ปีที่แล้ว +1

    Mone Hoy Aktu Bhul Hochche..

  • @ranajit2355
    @ranajit2355 ปีที่แล้ว +3

    আকবরের সমসাময়িক কোন ঐতিহাসিকের লেখায় বঙ্গাব্দ চালু করার কথা আছে আর কেনই বা থাকবে

  • @suvojitmanna8700
    @suvojitmanna8700 ปีที่แล้ว +6

    আমি নৃসিংহ বাবুকে চ্যালেঞ্জ করে বলছি ৯৬৩ বছর গোঁজামিল দিয়ে তারিখ ই ইলাহী তৈরী হয়নি। আইন ই আকবরী তে আকবরএর সমস্ত আইন এর বিস্তৃত বর্ণনা আছে। সেখানে তারিখ ই ইলাহী এর হিসাব দেওয়া আছে। আইন ই আকবরী তে স্পষ্টত লেখা আছে তারিখ ই ইলাহীর প্রথম বছর হবে আকবর এর সিংহাসন আরোহণের বছর। ৯৬৩ এর গোঁজামিল টা কথা থেকে পেলেন?

  • @dipteshroy
    @dipteshroy ปีที่แล้ว +3

    সৌর আর চান্দ্র বৎসর নিয়ে একটু বলতে পারতেন, রাশি নিয়ে(আমি রাশিফল নিয়ে বলতে বলছি না)

    • @sagnikchaudhuri4142
      @sagnikchaudhuri4142 ปีที่แล้ว

      Hijri Calendar is lunar calendar & Bengali calendar is solar based

  • @ritamukherjee9836
    @ritamukherjee9836 ปีที่แล้ว

    নববর্ষের শুভেচ্ছা ও প্রণাম জানবেন। পুরো ভিডিও শোনা হয়নি তাই কোন মন্তব্য নয় কিন্তু বিষয়টি প্রাসঙ্গিক আর কৌতূহলের ।

  • @historiadegauda3740
    @historiadegauda3740 ปีที่แล้ว +7

    নৃসিংহবাবুকে জ্ঞানী মনে করতুম । আজ আপনার রাজনৈতিক কারণে এই ধরনের মন্তব্য দেখে বামপন্থী বুদ্ধিজীবীদের মতোই মনে হচ্ছে।

    • @sacharya5691
      @sacharya5691 ปีที่แล้ว

      আপনার মত যদি বিশদে বলেন...

    • @historiadegauda3740
      @historiadegauda3740 ปีที่แล้ว

      @@sacharya5691 পাতি দালালি করছে বঙ্গাব্দ সৌর সম্বত সেটাকে হিজরি বলছে। আকবরের সময় সম্পূর্ণ বাঙলায় মুসলিম শাসন জারিই হয়নি।

  • @brewedmeditation2886
    @brewedmeditation2886 ปีที่แล้ว

    প্রিয় আচার্য

  • @bappa2325
    @bappa2325 ปีที่แล้ว

    আর একটু পরিষ্কার হলে খুব ভাল হত।

  • @sumantrarudra2800
    @sumantrarudra2800 ปีที่แล้ว

    Ki manush!!!! Pronaam aapnar moto manush ke. Ki protibha!!

  • @dakshinaranjanbhattacharje1346
    @dakshinaranjanbhattacharje1346 ปีที่แล้ว

    Dukhita Hijori Son Ba Akbor Ityadi Porte Hobe

  • @prabhatghosh1818
    @prabhatghosh1818 ปีที่แล้ว

    Neither Shakabda Nor Bangabda helps us to establish a link with the harvesting seasons. Perhaps more research would be necessary to trace the origin of Bangabda .

  • @pinakpanimukherjee8201
    @pinakpanimukherjee8201 9 หลายเดือนก่อน

    Mane hoy Sasanka

  • @arnabghosh8222
    @arnabghosh8222 ปีที่แล้ว +5

    jao ba Ram niye alochona kore kichu loker mon peyechilen, ei juktibadi alochona kore ebar tader oposobder vandarer porichoy nischoi paben. Eta juktir ba gyaner jug noi Sir, tai smanno osikkhiter kache, apnar moto bidogdho byakttitoke lanchito hote dekhle kharap lage. Subho Noboborsho, pronam neben.

  • @dipanjanghorai9141
    @dipanjanghorai9141 ปีที่แล้ว +1

    Choti golpo

  • @achintyaroy3063
    @achintyaroy3063 ปีที่แล้ว

    GABHIR GABESNA SAMRIDDHA APNAR KATHA GULI AMAKE SAMRIDDHA KORE . AJKER BISAYER UPAR APNAR EI GABESONA NIYE KI APNI SANTUSTHA ? SAB DIK E KI SAMAN GURUTWA PEYECHE APNAR SIDHANTE ASTE ?

  • @dakshinaranjanbhattacharje1346
    @dakshinaranjanbhattacharje1346 ปีที่แล้ว

    Ami Anya Boktobya Niye Bolbona Tobe Shakabda Niye Bolar Achche...Shakabda (Nirayana) Mote Bortomane 1945...Abar Shakabda (Sayan 1945..46...Amra Shikechchilam 515 Bad Diley e Bongad Paoa Yabe....Homeric Sen Ba Akborer Kono Byapar Nai.

  • @truepresentation37
    @truepresentation37 ปีที่แล้ว

    বঙ্গাব্দের তুলনায় মাস পক্ষ দিবস এর গুরুত্ব বেশি। ভারতীয় অব্দ গুলির প্রথম দিবস থেকে মনে করা হয় ব্রহ্মা জগৎ সৃষ্টি সূচনা করেন। এটাই বাৎসরিক খাজনা পরিশোধ ও বিগত বৎসরের বাকি তে কেনা goods & service price মিটিয়ে নতুন করে ক্রয় বিক্রয় চালু করা।

  • @shyamalchattopadhyay5556
    @shyamalchattopadhyay5556 ปีที่แล้ว

    অগ্রহায়ণ ( হায়ন শব্দের অর্থ যতদূর জানি বছর ) মাসে তাহলে কোনো এককালে বছরের শুরু হতো। সেইজন্যই মাস টির নাম অগ্রহায়ণ। সেখান থেকে বছরের শুরু কি ভাবে বৈশাখ হলো এবিষয়ে যদি আলোকপাত করেন তাহলে ভালো হয়।

  • @debarshisinha
    @debarshisinha ปีที่แล้ว +4

    এই কথা গুলো ওনার মত প্রভাবশালী মানুষের বলা উচিত, আরো বেশি করে বলা উচিত অতীতের মতই বর্তমান পলিটিকাল ইস্যু গুলো কিভাবে বাঙালির আত্মসত্তা ভাঙছে সেসব কথা বলা উচিত ।

  • @dipayandasgupta4476
    @dipayandasgupta4476 ปีที่แล้ว +4

    It is strange we have completed 1430 as per bengali calendar. But Akbar rule 450 years ago.

    • @avilashbiswas2059
      @avilashbiswas2059 ปีที่แล้ว +1

      সেটাই উনি বললেন। বঙ্গাব্দের গণনা ০ থেকে শুরু হয়নি। ৯৬৩ থেকে শুরু হয়েছিল।

    • @SudeeptaChakraborty
      @SudeeptaChakraborty ปีที่แล้ว

      ২০ মিনিটের পর থেকে ধ্যান দিয়ে শুনুন, উনি সেটার উপযুক্ত যুক্তিযুক্ত ব্যাখ্যা দিয়েছেন।

  • @premchand273
    @premchand273 ปีที่แล้ว +3

    কিছু প্রশ্নের উত্তর পেলাম না।
    আকবর যে Calendar ব্যবহার করলেন তার কি নাম দিয়েছিল।
    বঙ্গাব্দের প্রথম লিখিত উল্লেখ কোন গ্রন্থে? এর শব্দের উৎপত্তি কীভাবে কোথায় এবং কার দ্বরা?
    হোসেনসাহের সময় বঙ্গাব্দের ব্যবহার হয়নি কেন?

    • @suvojitmanna8700
      @suvojitmanna8700 ปีที่แล้ว

      পাবেন না। কারণ উনি কারোর ফেসবুক পোস্ট থেকে তথ্য সংগ্রহ করেছেন । উনি কোনো রেফারেন্স দেননি। আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি । আইন ই আকবরী অন্তত একবার পড়ে দেখবেন । সেখানে স্পষ্টত লেখা আছে , তারিখ ই ইলাহী এর প্রথম বছর হল আকবর এর সিংহাসন আরোহণের বছর। ৯৬৩ এর হিসাবটা বাংলাদেশের এক মওলানার মস্তিষ্কপ্রসূত।

    • @chirantandas5771
      @chirantandas5771 ปีที่แล้ว

      আমারও এই প্রশ্ন গুলি

    • @subhashdasadhikary5263
      @subhashdasadhikary5263 ปีที่แล้ว

      Sunil kr. Bandyopadhay Likhito " The. Search of. BANGLA. Calendar. ". Abng
      IAS. Officer. Nilesh sengupta likhito " The Land. Of. Two
      RIVER. " Bakura. District
      2 T. Shiva temple (Over. 1000
      Years. Old ). BANGABDOR Ulakh. Poea. Gache
      **( Suraj. Bigan. Vithik
      494. Years. 12. April
      Monday King. Shashank
      RAJA. Hisabe. Avishek
      Hoea. Chilo. AR. Jotir
      Bigani. Barah Mihir Likhito
      " PANCHO SIDHANTIKA ".
      Theke. 12. Masher. Name
      Karo. Ner. Sahajo. Naya. Hoe. (. Bangladesh er samaj Bigani. JAYNAL ABEDIN KHAN Uni. Bivinno
      Gronthe. O Prtikate te.
      Sanshankor. Somoy. Theke
      Pado. Vithik history protishta. KARAR. Chesta
      Karen.
      ( Wikipedia. Ki. Bale. Dhakun. )

  • @AbulKalam-ik7mo
    @AbulKalam-ik7mo ปีที่แล้ว +1

    Apni Shotto Kotha Bolesen Tarpor U Kisu Manush Shottotake Manena Karon Ki ?

  • @hemantamalik5139
    @hemantamalik5139 ปีที่แล้ว +4

    আপনার অসাধারণ বিশ্লেষণ এবং যুক্তি পরম্পরায় বুঝতে অসুবিধা হচ্ছে না। বঙ্গাব্দ প্রচলনকারী মহামতি আকবর।

    • @padmanabhasarkar6439
      @padmanabhasarkar6439 ปีที่แล้ว

      সবটাই মিথ্যাচার। কোন যুক্তিতেই এটা প্রতিষ্ঠা করা যায় না। যদিও কিছু কুযুক্তি দেখিয়ে এক শ্রেণীর দালাল টাইপের কুবুদ্ধিছিপি এটাকে সত্য বলে চালাতে চাইছে।
      আকবরের জন্ম আর শাসন কাল কবে? আজ বঙ্গাব্দ ১৪৩০। আকবরের সাথে কোন সম্পর্ক নেই। সবটাই বামৈস্লামিক প্রোপাগান্ডা।

    • @user-tm4yw1rv2m
      @user-tm4yw1rv2m ปีที่แล้ว +2

      উনি কিছু বলে দিলেন মানেই সেটা আল্টিমেট নয়৷ আর আকবরকে যতটা দেখানো হয় উনি অতটাও মহামতি নন৷ হ্যাঁ, অন্যান্যদের তুলনায় ওনাকে মহামতি মনে হতেই পারে৷

    • @suvojitmanna8700
      @suvojitmanna8700 ปีที่แล้ว

      ঘন্টা যুক্তি। উনি কোনো রেফারেন্স দেননি। আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি । আইন ই আকবরী অন্তত একবার পড়ে দেখবেন । সেখানে স্পষ্টত লেখা আছে , তারিখ ই ইলাহী এর প্রথম বছর হল আকবর এর সিংহাসন আরোহণের বছর। ৯৬৩ এর হিসাবটা বাংলাদেশের এক মওলানার মস্তিষ্কপ্রসূত।

  • @ranajit2355
    @ranajit2355 ปีที่แล้ว +8

    কষ্টকল্পিত।অনুপ্রেরণার ফল।বাংলাদেশের সঙ্গে মিলিয়ে।তবে মাসগুলি সব সংস্কৃত কেন?
    কোন ইতিহাস বইতে এটা আছে সেটা বললে ভালো হয় কারণ মুসলিম বাদশাদের সবকিছুই তাদের ঐতিহাসিকরা লিখে গেছে।এর কোন উল্লেখ নেই কেন কোথায়?
    হাসি

    • @souravdas3995
      @souravdas3995 ปีที่แล้ว +1

      Aain-i-Akbari

    • @sagnikchaudhuri4142
      @sagnikchaudhuri4142 ปีที่แล้ว +2

      Ta jodi Akbar start kore thake tahole eta 450 bangabdo approx hoto not 1429

    • @souravdas3995
      @souravdas3995 ปีที่แล้ว +3

      @@sagnikchaudhuri4142 apni video purota dekhechhen ki ?

    • @sagnikchaudhuri4142
      @sagnikchaudhuri4142 ปีที่แล้ว +3

      @@souravdas3995 Logic ta khatche na.... Assamese new year eo eta 1430 Assam to Akbar dokhol korte pare ni tahole okhane ki kore 1430 holo?

    • @sagnikchaudhuri4142
      @sagnikchaudhuri4142 ปีที่แล้ว +1

      The Assamese calendar is counted from the date of the ascension of Kumar Bhashkar Barman to the throne of Kamarupa and Kumar Bhaskar Barman was a contemporary of Sashanka. So maybe these regions had a common calendar which may have been later revitalised by Akbar for taxation purpose

  • @deepbalaka
    @deepbalaka ปีที่แล้ว

    Amar sasurima English janen na...ebong uni English calendar o follow koren na. Ei 2023 teo uni Bangla calendar hisebe cholen...amader eta niye odubidha hay. .uni jakhon bolen 25 tarikh, amra bujhi seta banglar 25...takhon amra English calendar e dekhi banglar 25 English er kon date...

  • @101__1
    @101__1 ปีที่แล้ว +6

    তাহলে মাসের নাম বাংলায় কেন হলো?
    আর বর্তমান হিজরি সনের সাথে বঙ্গাব্দের ১৪ বৎসরের ব্যবধানের ব্যাখ্যা কি হবে??

    • @avilashbiswas2059
      @avilashbiswas2059 ปีที่แล้ว +1

      এটার আপনি নীহারবাবুর বইতে আলোচনা পাবেন। আর বঙ্গাব্দ এবং হিজরির ব্যবধানটা ঘটলো সৌরমাস এবং চান্দ্র মাস গণনা থেকে। ছোটবেলায় ভূগোলে পড়ানো হত। এই ব্যবধান ঘটে চান্দ্রমাসের গণনায় যে "অবধারিত চ্যুতি" ঘটে, তার জন্য। সেই চ্যুতির হিসেবটা সৌর মাসের ক্ষেত্রে কম।

  • @ranajit2355
    @ranajit2355 ปีที่แล้ว +3

    আকবর তো নিরক্ষর ছিল।গুণতেও মনে হয় পারতো না।তাই হাজার দশ বারো বছর এধার ওধার করলে ক্ষমাঘেণ্ণা করে মেনে নিন বিশেষ করে বাংলাদেশি পণ্ডিতরা যখন বলছে

    • @chirantandas5771
      @chirantandas5771 ปีที่แล้ว

      😅😅😅

    • @prabalgupta2400
      @prabalgupta2400 ปีที่แล้ว

      চটিজীবি বা ভণ্ড বামেরা গোঁজামিল মেরেই মুসলমানদের কে কৃতিত্ব দিয়ে আত্মপ্রসাদ অনুভব করে।

  • @subhankarz
    @subhankarz ปีที่แล้ว +13

    একটু খেলো আলোচনা হয়ে গেল। অনুপ্রেরণার ঠ্যালা কি?

    • @arindam4185
      @arindam4185 ปีที่แล้ว +4

      হ্যাঁ হয়তো ওইদিক থেকে শুভ নন্দন জাতীয় কিছু পেয়ে থাকবেন আর কি 😁😂

    • @Saswata_97
      @Saswata_97 ปีที่แล้ว +3

      এনার একটি রাজনৈতিক পরিচয় রয়েছে। কিন্তু এনার শাস্ত্রীয় বিশ্লেষণের ক্ষেত্রে কোথাও আমি পক্ষপাত দেখিনি। আর এখানে কোথাও "খেলো আলোচনা" পেলাম না। যদি তিনি পক্ষপাতদুষ্ট হয়ে বিশ্লেষণ করতেন, তাহলে বলতেন না "শ্রীরামচন্দ্রই পরম ব্রম্ম" কিংবা "রামায়ণ একটি ঐতিহাসিক ঘটনা"

    • @SudeeptaChakraborty
      @SudeeptaChakraborty ปีที่แล้ว +3

      কমেন্ট টাই খেলো।

  • @subhankarz
    @subhankarz ปีที่แล้ว +2

    আকবরই যদি চালু করলেন তবে 'তারিখ ই ইলাহি' হল না কেন? আরও অনেক সুবা থাকতে বেছে বেছে বঙ্গেই কেন বঙ্গাব্দ চালু করলেন খাজনা আদায়ের সুবিধার্থে? অন্য সুবার লোকজন কি খাজনা না চাইতেই দিয়ে দিত?

    • @avilashbiswas2059
      @avilashbiswas2059 ปีที่แล้ว +1

      অন্য সুবাতেও ছিল। বাংলার জন্য বঙ্গাব্দ, বাকিগুলোর জন্য আলাদা আলাদা হিসেব। রোমিলা থাপার, ডি ডি কোশাম্বি এ নিয়ে কথা বলেছেন। এই পৃথকীকরণ খাজনা আদায়ের সুবিধার জন্য।

    • @subhankarz
      @subhankarz ปีที่แล้ว +1

      @@avilashbiswas2059 যেমন?

  • @ranajit2355
    @ranajit2355 ปีที่แล้ว +5

    অনুপ্রেরণার গাঁজাখুরি গল্প

  • @sumands6527
    @sumands6527 ปีที่แล้ว +1

    এটা পুরোটাই আপনার ভাবনা,😜

  • @debabratadey552
    @debabratadey552 ปีที่แล้ว

    Brammon দের গৌরব আপনিই প্রচার করে চলুন।

  • @swarnadeepsen1835
    @swarnadeepsen1835 ปีที่แล้ว

    Dhimmi

  • @swarnadeepsen1835
    @swarnadeepsen1835 ปีที่แล้ว +1

    Compromised intellectual.