Thakur's Bedroom in Ancestral House || Pranaram Travelogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025
  • #Thakur'sBedroom in Ancestral House, #Kamarpukur ||
    #Pranaram Travelogs
    17.12.2024
    / শ্রীশ্রীরামকৃষ্ণলীলাপ্রসঙ্গ /
    ঠাকুরের কামারপুকুরের বাটীর নক্সার পরিচয়
    Birthplace Plan
    ১। পশ্চিম দিকের দক্ষিণদ্বারী ঘর। কামারপুকুরে অবস্থানকালে ঠাকুর এই ঘরে থাকিতেন। উহার বাহিরের মাপ - দৈর্ঘ্য ১৫ ফুট ১০ ইঞ্চি; প্রস্থ ১২ ফুট ১০ ইঞ্চি। ভিতরের মাপ - দৈর্ঘ্য ১৩ ফুট; প্রস্থ ৮ ফুট ৮ ইঞ্চি; ঘরের সম্মুখের দাওয়ার মাপ - দৈর্ঘ্য ১৬ ফুট ১০ ইঞ্চি; প্রস্থ ৫ ফুট।
    ২। “রঘুবীরের পূর্বদ্বারী ঘর। ১ নম্বর চিহ্নিত ঠাকুরের ঘরের দাওয়া হইতে ৩ ফুট ৬ ইঞ্চি দক্ষিণে এই ঘর অবস্থিত। উহার বাহিরের মাপ - দৈর্ঘ্য ৮ ফুট ৫ ইঞ্চি; প্রস্থ ৮ ফুট ৫ ইঞ্চি। সম্মুখের দাওয়ার মাপ - দৈর্ঘ্য ৯ ফুট ১০ ইঞ্চি; প্রস্থ ৪ ফুট।
    ৩। ১ নম্বর চিহ্নিত, ঘর হইতে ৪ ফুট ৪ ইঞ্চি দূরে পূর্বদিকে এই দক্ষিণদ্বারী ঘর অবস্থিত। ইহার বাহিরের মাপ - দৈর্ঘ্য ২০ ফুট ৮ ইঞ্চি; প্রস্থ ১১ ফুট ৯ ইঞ্চি। ভিতরের মাপ - দৈর্ঘ্য ১৬ ফুট ৮ ইঞ্চি; প্রস্থ ৭ ফুট ৯ ইঞ্চি। সম্মুখের দাওয়ার মাপ দৈর্ঘ্য ২০ ফুট ৮ ইঞ্চি; প্রস্থ ৫ ফুট ৩ ইঞ্চি।
    ৪। ৩ নম্বর চিহ্নিত ঘরের ৩ ফুট ৭ ইঞ্চি দূরে পূর্বদিকে বৈঠকখানা ঘর। ইহার বাহিরের মাপ - উত্তর দিকের দেওয়ালের দৈর্ঘ্য ২২ ফুট ৮ ইঞ্চি ; দক্ষিণদিকের দেওয়ালের দৈর্ঘ্য ১৯ ফুট ৫ ইঞ্চি। পূর্ব-পশ্চিম দিকের দেওয়ালের দৈর্ঘ্য ১২ ফুট ৪ ইঞ্চি। ভিতরের মাপ - মেঝের উপর দিকের দৈর্ঘ্য ১৮ ফুট ৫ ইঞ্চি; দক্ষিণদিকের দৈর্ঘ্য ১৭ ফুট ৭ ইঞ্চি; প্রস্থ ৮ ফুট ২ ইঞ্চি। এই ঘরখানি সমচতুষ্কোণ নহে।
    ৫। বাটীর ভিতরে প্রবেশ করিবার দ্বার। ইহা বৈঠকখানার পশ্চিম-দক্ষিণ কোণ হইতে ৯ ফুট দক্ষিণে অবস্থিত। এই দরজা হইতে ১৩ ফুট দক্ষিণে রন্ধনগৃহের দাওয়া আরম্ভ। উক্ত দাওয়ার মাপ - দৈর্ঘ্য ২৫ ফুট; প্রস্থ ৫ ফুট। উহা পূর্ব পশ্চিমে বিস্তৃত।
    ৬। রন্ধন-গৃহ। ইহা পূর্ব ও পশ্চিমদ্বারী দুইটি ঘরে বিভক্ত। ইহার বাহিরের মাপ - দৈর্ঘ্য ২৬ ফুট ৬ ইঞ্চি; প্রস্থ ১১ ফুট ২ ইঞ্চি।
    ৭। ৺রঘুবীরের (২ নম্বর চিহ্নিত) ঘরের দক্ষিণে গোলকচিহ্নিত স্থানে কয়েকটি পুষ্পবৃক্ষ।
    ৮। উঠান - পূর্বে অবস্থিত প্রাচীর হইতে রঘুবীরের গৃহের দাওয়ার নিম্ন পর্যন্ত। ইহার দৈর্ঘ্যের মাপ ৩২ ফুট এবং রন্ধনগৃহের দাওয়ার নিম্ন হইতে উত্তরে অবস্থিত দাওয়ার নিম্ন পর্যন্ত প্রস্থের মাপ কোন স্থানে ১৭ ফুট ৬ ইঞ্চি ও কোন স্থানে ১৭ ফুট।
    ৯। পূর্বদিকের প্রাচীর - বৈঠকখানার নৈঋত্য কোণ হইতে আরম্ভ করিয়া রন্ধনগৃহের অগ্নিকোণ পর্যন্ত ইহার মাপ ৩৮ ফুট ৬ ইঞ্চি।
    ১০, ১১, ১২, ১৩। বাটীর চতুঃসীমা - উত্তরে ১০ ফুট চওড়া পাকা রাস্তা, পশ্চিম ও দক্ষিণে লাহাবাবুদের পতিত জায়গা, পূর্বে লাহাবাবুদের ছোট পুষ্করিণী।
    ১৪। বৈঠকখানা ঘরের অগ্নিকোণে গোলক-চিহ্নিত স্থানে ঠাকুরের স্বহস্তরোপিত আম্রবৃক্ষ।
    ১৫। রন্ধন-গৃহের উত্তরে গোলক-চিহ্নিত স্থানে ঠাকুরের জন্মস্থান। পূর্বে এই স্থানে ঢেঁকিশাল ছিল।
    ১৬। খিড়কি দরজা।
    ১৭। রাস্তার দিকে বৈঠকখানা-প্রবেশের দরজা।
    ১৮। বাটীর ভিতরের দিকে বৈঠকখানা-প্রবেশের দরজা।
    ১৯। যুগীদের শিবমন্দির।
    প্রতি ঘরের সম্মুখে - - - চিহ্নিত স্থানে ঐ ঘরের দাওয়া এবং \\\\ চিহ্নিত স্থানে জানালা বুঝিতে হইবে।

ความคิดเห็น • 1

  • @AmitGhosh-t1h
    @AmitGhosh-t1h 19 วันที่ผ่านมา +1

    🙏🌹🙏🌹🙏.