লিলুক ঝর্ণার সন্ধানে । থানচির গহীন জঙ্গলে ট্রেকিং । Trekking to Liluk Waterfall । Thanchi_Bandarban

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 363

  • @TihamTraveler
    @TihamTraveler  4 ปีที่แล้ว +99

    এই ভিডিওটি বাংলাদেশে করোনা পরিস্থিতির অবনতির বেশ আগেই ধারণ করা...
    এই মহামারীর সময়ে সর্বপ্রকার ভ্রমণ থেকে বিরত থাকুন..আল্লাহকে স্মরণ করুন...
    ••• করোনা (COVID-19) ভাইরাস থেকে সতর্ক থাকতে যা করণীয় -
    • সবসময় হাত পরিষ্কার রাখুন..সাবান দিয়ে অন্ততপক্ষে ২০ সেকেন্ড যাবত হাত ধুতে হবে...
    • সাবান না থাকলে হেক্সিসল ব্যবহার করুন..হেক্সিসল না থাকলে হ্যান্ড সেনিটাইজার ব্যবহার করুন...
    • আক্রান্ত ব্যক্তি থেকে দূরে থাকুন..যতটুকু সম্ভব ভীড় এড়িয়ে চলুন...
    • বাজারে কিছু স্পর্শ করা থেকে বিরত থাকুন, করলে হাত সাবান দিয়ে ধুয়ে নিন...
    • টাকা গোনা ও লেনদেনের পর হাত সাবান দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন...
    • ওভার ব্রিজ ও সিড়ির রেলিং ধরে ওঠা থেকে বিরত থাকুন...
    পাবলিক প্লেসে দরজার হাতল, পানির কল স্পর্শ করতে টিস্যু ব্যবহার করুন...
    • হাত মেলানো ও কোলাকুলি থেকে বিরত থাকুন...
    • নাক, মুখ ও চোখ চুলকানো থেকে বিরত থাকুন...
    • হাঁচি কাশির সময় কনুই ব্যবহার করুন...
    • আপনি যদি করোনা ভাইরাসে আক্রান্ত না হয়ে থাকেন তবে মাস্ক ব্যবহার আবশ্যক নয়..তবে আক্রান্ত হলে সংক্রমণ না ছড়াতে নিজে মাস্ক ব্যবহার করুন...

    • @arifbiplob6716
      @arifbiplob6716 4 ปีที่แล้ว

      Tiham Traveler stay home,stay safe

    • @superhero7564
      @superhero7564 4 ปีที่แล้ว +1

      Tiham ভাই ধন্যবাদ, ভালো থাকবেন ।

    • @mohammadeyamin2728
      @mohammadeyamin2728 4 ปีที่แล้ว

      ঝরনাটার উপরে উঠে দেখালে ভাল হতো।

    • @alauddin3067
      @alauddin3067 4 ปีที่แล้ว

      ভাইয়া আপনার ফোন নাম্বাটা দেওয়া জাবে

    • @internethacks5953
      @internethacks5953 4 ปีที่แล้ว +1

      কক্সবাজার এর মরিচ্যা ( উখিয়া ) বরইতলি ঝর্ণা ভিজিট করে একটা ভিডিও করেন।। আশা করি বাংলাদেশর সুন্দরতম ঝর্ণা এখানেই দেখবেন।। নক ফর ইনফরমেশন ০১৮৬০২৯৯০৯৩ মোরশেদ

  • @sahedmolla1362
    @sahedmolla1362 4 ปีที่แล้ว +21

    আল্লাহ 😍😍😍😍
    তুমার দুনিয়াটাই এত্তো সুন্দর।
    তুমার জান্নাত না জানি কতো সুন্দর 🥰🥰🥰

  • @DurgaMitra345
    @DurgaMitra345 4 ปีที่แล้ว +19

    জীবনানন্দ দাশ বোধহয় এই রুপসী বাংলার কথাই বলতেন বারবার। ভারত অনেক বড় দেশ। নিসন্দেহে সুন্দর কিন্তু আমার ভারি অবাক লাগছে এটা ভেবে যে বাংলাদেশ এত ছোট একটা দেশ হয়েও এত্ত সুন্দর সুন্দর স্থান আছে দেখার মত। 😍

  • @sakl5369
    @sakl5369 4 ปีที่แล้ว +48

    আহা! কি অপরুপ! কি অপরুপ!!!
    টাকা নাই ভাই, খেটে খাওয়া মানুষ আমি। খুব ইচ্ছে করে আপনাদের সাথে ঘুরে বেড়ায়। কী আর করা? আপনার ক্যামেরায় দেখেই তৃপ্তি মেটায়

  • @suvomotovlog3607
    @suvomotovlog3607 4 ปีที่แล้ว +2

    সুবহানআল্লাহ, খুবই ভালো লাগল ঝর্নাটি দেখে।শুধু ভয় হয়,এই সৌন্দর্য যেন নষ্ট না হয়ে যায়। তিহাম ভইকে অসংখ্য ধন্যবাদ,এত কষ্ট করে ঝর্নাটি দেখানোর জন্য।

  • @mozammelhossain5322
    @mozammelhossain5322 4 ปีที่แล้ว +2

    সোবহান আল্লাহ ! সত্যিই কি বিচিত্র এই দেশ !
    কোন দিনই হয়তো যাওয়া হবে না । কিন্তু বাঙলার দামাল ছেলেদের কল‍্যাণে দেখা হলো , আলহামদুলিল্লাহ ।
    অনেক অনেক ধন্যবাদ সুন্দর ভিডিওর জন্য ।

  • @mdmusakhanmdmusakhan9275
    @mdmusakhanmdmusakhan9275 4 ปีที่แล้ว +8

    আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরার জন্য। 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩💞💞💞💞💞💞

  • @themaskaraltd9235
    @themaskaraltd9235 4 ปีที่แล้ว

    আসসালামুয়ালাইকুম অনেক ভালো লাগলো বান্দরবানের জায়গা গুলো খুবই সুন্দর দেখার মতো আর আপনার ভিডিওতে খুব সুন্দর ভাবে ফুটে ওঠে তাই দেখি অনেক ভালো লাগলো

  • @MahmudulHasan-kz7wz
    @MahmudulHasan-kz7wz 4 ปีที่แล้ว

    অনেক সুন্দর, প্রথম শুনলাম ও দেখলাম।থাঞ্চির ওদিকটায় তিন্দুর পাহাড় আমার সবচেয়ে ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর ভিডিও দেয়ার জন্য।

  • @hakimlotifulkabirkabir7586
    @hakimlotifulkabirkabir7586 4 ปีที่แล้ว +10

    আমাদের দেশটা এত সুন্দর!! ধন্যবাদ আপনাকে, অপূর্ব কেও।

    • @esasirajiapurbo8852
      @esasirajiapurbo8852 4 ปีที่แล้ว +1

      আমাদের সাথে থাকার জন্য শুভকামনা আপনাকেও

  • @md.amanullahbd3496
    @md.amanullahbd3496 4 ปีที่แล้ว +1

    বান্দরবান যতই দেখি ততোই মুগ্ধ হয়ে যাই... অসংখ্য ধন্যবাদ তিহাম ভাই.. এত কষ্ট করে আমাদেরক এত এত সুন্দর ভিডিও উপহার দেওয়া জন্য..

  • @md.shamratbokaul9409
    @md.shamratbokaul9409 4 ปีที่แล้ว +1

    আলহামদুলিল্লাহ আমাদের দেশটা এতো সুন্দর এক কথায় অসাধারন লিলুক ঝর্ণা ধন্যবাদ থিহাম ট্রাভেলার কে।

  • @arshia_tahsin
    @arshia_tahsin 4 ปีที่แล้ว

    আপনাদের সবগুলো ভ্রমনেই চমৎকার। বিশেষ করে বগালেক ভ্রমন আমার খুবেই ভাল লেগেছে। তবে অপূর্বকে ভাল মানায়।

  • @rohimahmed8610
    @rohimahmed8610 4 ปีที่แล้ว +5

    আপনাদের সব ভিডিও দেখি
    আপনার কথা গুলো অনেক ভালো লাগে,,,ভিডিও গুলো অসাধারন

  • @LifestylewithSaifullah
    @LifestylewithSaifullah 4 ปีที่แล้ว +3

    সুবহানাল্লাহ! আল্লাহর কি অপরুপ সৃষ্টি। তিহাম ভাই এতো সুন্দর ভিডিও শেয়ার করার জন্য ধন্যবাদ।

  • @shaynurakash2275
    @shaynurakash2275 4 ปีที่แล้ว +9

    আলহামদুলিল্লাহ্‌ গিয়েছিলাম এখানে।। অসাধারণ !!

    • @md.al-mamunshawon8375
      @md.al-mamunshawon8375 4 ปีที่แล้ว +1

      ভাই কিভাবে যেতে হবে? এখানে

    • @shaynurakash2275
      @shaynurakash2275 4 ปีที่แล้ว +1

      Md. Al-mamun Shawon bhai thanchi theke remakri er uddeshe jokhon boat e uthben tokhon boatman ke janaben liluk jete chan . Ejonno obosshoi sokale thanchi theke remakrir boat e uthben. Liluk ta hocche tindu parar bam pashe pore. So paray thakar age oikhan theke ghure ashte parben.

    • @md.al-mamunshawon8375
      @md.al-mamunshawon8375 4 ปีที่แล้ว

      thank you bro

  • @TheTravellerBangladesh
    @TheTravellerBangladesh 4 ปีที่แล้ว

    “একি অপরূপ রূপে তোমায় হেরিনু পল্লী জননী” আপনার এই ভিডিওটি বারে বারে যেন এই গানটির কথাই মনে করিয়ে দিচ্ছিল। ধন্যবাদ

  • @mohinaim5292
    @mohinaim5292 3 ปีที่แล้ว

    হৃদয়ের গহীন থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের প্রিয় রূপসী বাংলাদেশের পাহাড়ি সবুজের সমারোহ বিমোহিত মনোরম দৃষ্টিনান্দনিক দৃশ্য নিয়ে ভিডিও তৈরি করার জন্য। আমাদের দেশের সোনার ছেলে বীর সেনা বাহিনীর সাহসী বীরত্ব অসাধারণ, যার ফলে বিশ্বে জাতিসংঘ শান্তি মিশনে অনেক সুনাম অর্জন করেছেন। এখন আমাদের প্রিয় অকুতভয় সাহসী বীর সেনাবাহিনী আমাদের দেশের পার্বত্য চট্টগ্রামের ও বাংলাদেশের যে সব এলাকায় বিদেশি সন্ত্রাসী বাহিনী রা বাংলাদেশের স্বারভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করে দয়া করে বাংলাদেশ সরকার ঐ সব এলাকায় পুলিশ, বি জি বি, সেনা বাহিনী ক্যাম্প তৈরি করুন। বিদেশে গিয়ে জাতিসংঘের শান্তি নিরাপত্তা বাহিনীর হয়ে কাজ করার চেয়ে আমাদের প্রিয় মাতৃভূমি পার্বত্য চট্টগ্রামের অঞ্চল গুলো রক্ষা করা একান্ত দরকার। আমাদের প্রিয় মাতৃভূমি সোনার বাংলাদেশ কে ভালোবাসুন, দেশের মানুষ কে ভালোবাসুন।💚💚❤️

  • @anikmiazi7971
    @anikmiazi7971 3 ปีที่แล้ว

    ঝরনার আওয়াজ টা শুনে মনটা খুব ভালো লাগলো।

  • @bordaborda4432
    @bordaborda4432 4 ปีที่แล้ว

    Baia apnake anek donnobad etu sondor ekta jorna dekanor jonno sotti asadaron. Amar bison balo legece. Amader desh ta koto sondor jeno sopno pori.egeye jao BAIA.KSA DAMMAM.

  • @bangladeshitraveller94
    @bangladeshitraveller94 4 ปีที่แล้ว

    এক কথায় অসাধারণ ভাই। মুগ্ধ হয়ে গেলাম।

  • @BarunNafak
    @BarunNafak 4 ปีที่แล้ว

    লিলুক ঝর্ণা দেখানোর জন্য ধন্যবাদ ..

  • @mdalaminakon5296
    @mdalaminakon5296 4 ปีที่แล้ว

    ধন্যবাদ জানাই ভাই আপনাকে এই মহান আল্লাহ পাক এর সুন্দর সুন্দর নিদর্শন দেখানোর জন্য

  • @avijitbasumallick3625
    @avijitbasumallick3625 4 ปีที่แล้ว

    তিহাম ভাই সেই প্রথম থেকে আপনার ভ্লগ দেখি। আপনার সব ভ্লগ আমার দেখা। আপনার মধ্যে গুরু টিংকু ভাইকে অনেকটা খুঁজে পাই। লোকাল মানুষদের সাথে বেশি মেশার চেষ্টা করবেন, ইউনিক কিছু পেলে তা দেখাবার বা বলার চেষ্টা করবেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো ঐতিহাসিক স্থান বা স্থাপনা পেলে তা দেখাবার চেষ্টা করবেন। এই সব উপদেশ নয় অনুরোধ মাত্র। আপনাকে খুব ভালো লাগে তাই বললাম। আর সবসময় হাসি মুখ রাখবেন। ভালো থাকবেন । অনেক অনেক দোয়া রইল ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

  • @বাংলাট্রাভেলার
    @বাংলাট্রাভেলার 4 ปีที่แล้ว +1

    তিহাম ভাই বান্দরবান প্রতিটা জায়গার পর্ব গুলো সুন্দর হইছে। আমার দেশ অনেক সুন্দর

  • @mongmarma2625
    @mongmarma2625 4 ปีที่แล้ว +1

    আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং উসাই মারমাকেও শুভেচ্ছা ও শুভকামনা রইল

  • @mohammedtarekislam5365
    @mohammedtarekislam5365 4 ปีที่แล้ว +1

    অসাধারণ ঝর্ণা।অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই।অবিরাম ভালোবাসা রইল💖💖💖

  • @nadimsharif9473
    @nadimsharif9473 4 ปีที่แล้ว +7

    অসাধারন ভাই, আমি আপনার কোন ব্লগই বাদ দেই না, অপেক্ষায় থাকি কখন ভিডিও দিবেন।

  • @mahamudazarin9806
    @mahamudazarin9806 4 ปีที่แล้ว

    অনেক সুন্দর দৃশ্য । দৃষ্টিনন্দন ।

  • @anisadnan2875
    @anisadnan2875 4 ปีที่แล้ว

    মনোমুগ্ধকর দৃশ্য,, অসাধারণ প্রকৃতির রূপ ❤❤❤

  • @mdasikhossainjubayer1656
    @mdasikhossainjubayer1656 4 ปีที่แล้ว +2

    অনেক সুন্দর ভ্লগ উপভোগ করলাম।ধন্যবাদ তিহাম ভাই 💓

  • @MdTanvir-rf1mn
    @MdTanvir-rf1mn 3 ปีที่แล้ว

    Tnxx vai advanture video or jonno khub valo lage apbar ai bandohban er video gulo

  • @Khan.95
    @Khan.95 4 ปีที่แล้ว

    অসাধারণ বাংলাদেশ লাভ ইউ বাংলাদেশ। ধন্যবাদ আপনাকে এমন করে দেখানোর জন্য

  • @ashaaiyat2278
    @ashaaiyat2278 4 ปีที่แล้ว

    ওয়াও অসাধারণ ভাইয়া। ধন্যবাদ এমন দৃশ্য দেখানোর জন্য। ❤

  • @ashrafulislamasif8878
    @ashrafulislamasif8878 4 ปีที่แล้ว

    আপনি সত্যিই একজন রিয়েল টুরিস্ট

  • @mdshahajan3008
    @mdshahajan3008 4 ปีที่แล้ว

    অসাধারণ একটা জায়গায় ধন্যবাদ ভাই

  • @তামান্নাজামাল
    @তামান্নাজামাল 4 ปีที่แล้ว

    Osthir shondor jayga vaia.iss Jodi jaite partam.

  • @fahimmahmudullash2056
    @fahimmahmudullash2056 4 ปีที่แล้ว

    Vaiya khub valo legece.Amader onekei achi jara prothom eta dekhlam

  • @mahabubulislam2954
    @mahabubulislam2954 4 ปีที่แล้ว +20

    আমাদের দেশের লোক পরিবেশ পকৃতি পরিস্কার রাকবে জানে না। বিদেশে গেলে ঠিক এখানে সেখানে ময়লা ফেলে না।আমাদের ঠিক বিদেশের মত করতে হবে।আপনাদের জনসচেতনতা সবচেয়ে ভালো লাগে

  • @md.md.4834
    @md.md.4834 4 ปีที่แล้ว

    আমার চট্টগ্রাম অনেক সুন্দর আলহামদুলিল্লাহ।

  • @tilakdas1166
    @tilakdas1166 4 ปีที่แล้ว

    Incredible Bangladesh.
    Khub Sundar laglo.

  • @masudkanon3408
    @masudkanon3408 4 ปีที่แล้ว

    ধন্যবাদ আপনাকে, ভালো এবং অসাধারণ কিছু দেখাবার সুযোগ করে দেওয়ার জন্য, ভাই

  • @TravelandLifeBD
    @TravelandLifeBD 4 ปีที่แล้ว +1

    আহ বান্দরবন।
    কি অপরূপ ঝর্ণা।

  • @anikmiazi7971
    @anikmiazi7971 3 ปีที่แล้ว

    আমাদের দেশের প্রকৃতি এত সুন্দরর।তা বোধয় বান্দরবান গেলেই দেখা যায়।

  • @whitedew7447
    @whitedew7447 4 ปีที่แล้ว

    Masha Allah bhai
    Khub bhalo lagse ey trip ta

  • @fahadbinshahid2021
    @fahadbinshahid2021 4 ปีที่แล้ว +2

    ধন্যবাদ অসুস্থ হয়েও আমাদের জন্য ব্লগ করেছেন।

  • @TravellerNazmul
    @TravellerNazmul 4 ปีที่แล้ว

    OWAO.....oshadharon Tiham vai|||| love you broo...

  • @gourangarai1565
    @gourangarai1565 4 ปีที่แล้ว

    ভাই আপনার সব ভিডিও আমি দেখি অনেক ভাল লাগে

  • @wanderingchemist9898
    @wanderingchemist9898 4 ปีที่แล้ว

    Ma sha Allah bhai. osadharon ek rup dekhlam .

  • @mohsinreza889
    @mohsinreza889 4 ปีที่แล้ว +1

    Tiham bhai, thanks for putting up all the hard works. I like the way you constantly narrate around for us with very minimal use of background music. Forest and trails has its wonderful and authentic sound. While watching, it seems like that we are also hitting the trail with you. Keep spreading awareness to keep our planet clean and uninterrupted. Keep going.

  • @fasumonhossain176
    @fasumonhossain176 4 ปีที่แล้ว

    তিহাম ভাই,
    আপনার মুখে আল্লাহর গুনগান গুলি শুনতে অনেক ভালো লাগে,
    আপনি জানেন কিনা.... ভ্রমণ করাও কিন্তু রাসুলুল্লাহ (সাঃ) আলাইহে ওয়াসাল্লাম এর একটি সুন্নাহ 💝
    আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক... আমিন

  • @trovaltravel5832
    @trovaltravel5832 4 ปีที่แล้ว

    Very beautiful Liluk waterfall.

  • @sazzadsarder3209
    @sazzadsarder3209 4 ปีที่แล้ว

    অনেক ভালোবাসা তিহাম ভাইয়ের প্রতি ❤

  • @abdurrahimtareq152
    @abdurrahimtareq152 4 ปีที่แล้ว +1

    অসাধারণ একটা প্লেস

  • @prantodoll391
    @prantodoll391 4 ปีที่แล้ว

    ধন্যবাদ ভাই লাংলোক ঝর্ণার ট্রেইল টার ভিডিও এর জন্য। ❤❤❤

  • @nabilsiman
    @nabilsiman 4 ปีที่แล้ว

    Asole E Tiham Vai ekta Jinis ! Ki dekhalen Vai ! Ek Kothay Puraee Joss!!!

  • @jamalpatwary6009
    @jamalpatwary6009 4 ปีที่แล้ว

    অসাধারণ সুন্দর জায়গা।

  • @anayetullah2175
    @anayetullah2175 4 ปีที่แล้ว

    অনিন্দ্য অসাধারণ বান্দরবান

  • @travelwithashikislam5542
    @travelwithashikislam5542 4 ปีที่แล้ว

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই, এতো কষ্ট করে আমাদের এই অপরূপ সৌন্দর্য গুলো দেখালেন। সত্যিই অসাধারণ লাগলো। ধন্যবাদ থেকেও বেশি কিছু থাকলে সেইটা আপনার পাওনা। অপেক্ষায় রইলাম পরবর্তী ভিডিওর জন্য ❤❤❤❤❤

  • @tonmoygomes2234
    @tonmoygomes2234 4 ปีที่แล้ว

    Vai ami apnr onk boro fan..
    Apnr channel r video gula dekhey onk gulo tour e giyesi..
    Lots of love for u vai..💙

  • @fountechbd
    @fountechbd 4 ปีที่แล้ว

    i love your video very much, i think it is best travel blogg in bangladesh. Waiting next

  • @naimulhudajishan6813
    @naimulhudajishan6813 4 ปีที่แล้ว +16

    পরবর্তী ভিডিও কি নিয়ে করবেন,তার একটা "টিজার" প্রতিটি পর্বের শেষে যুক্ত করে দিলে মানুষের মাঝে অনেক বেশি আগ্রহ জন্মাবে।
    ক্যামেরাওয়ার্কের জন্য ধন্যবাদ।🙂

  • @mdrahman7478
    @mdrahman7478 4 ปีที่แล้ว

    ভাই অসাধারণ শুন্দর

  • @sanjidulislamhridoy37
    @sanjidulislamhridoy37 4 ปีที่แล้ว

    Just a 1 more year..I will join you...and travel all over our country..Insha Allah

  • @mdtowhidur1128
    @mdtowhidur1128 3 ปีที่แล้ว

    ভাইয়ার ভিডিও গুলো খুব ভালো লাগে

  • @azadtravelworld9455
    @azadtravelworld9455 4 ปีที่แล้ว

    Vai apner video daikha e mone hoy prokitir moddhe duka gesi,thank you Tiham Vai.nex a arokom bandorban er gohine gela group akta post dean...inshallah jabo

  • @MdHasan-wj9wm
    @MdHasan-wj9wm 4 ปีที่แล้ว

    অসাধারণ লাগছে ভাই

  • @tushareditzone2286
    @tushareditzone2286 4 ปีที่แล้ว +2

    এগিয়ে যান ভাইরা, দোয়া রইল😍😍

  • @LalSabujOne
    @LalSabujOne 4 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম, তিহাম ভাইয়া,আমি শিখছে চাই।এই সব সুন্দর ট্রাভেল।

  • @sumancosta5959
    @sumancosta5959 4 ปีที่แล้ว +1

    খুবই সুন্দর। লিলুক ঝর্ণায় ড্রোন শর্ট নিলে আরো সুন্দর ভিউ পেতাম।
    ধন্যবাদ।

  • @mkkamrulislam152
    @mkkamrulislam152 4 ปีที่แล้ว

    অনেক অনেক সুন্দর, অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো কষ্ট করে আমাদের ব্লগ কমপ্লিট করে দেখিয়েছেন,

  • @alfatahmamun3671
    @alfatahmamun3671 4 ปีที่แล้ว

    আপনার ভিডিওগুলো খুবই ভালো লাগে ভাইয়া।

  • @bdraju
    @bdraju 4 ปีที่แล้ว

    Enjoy watching your travel and 🏕 trips! Love from NYC!keep it up!

  • @mdibrahimkhalil7248
    @mdibrahimkhalil7248 4 ปีที่แล้ว

    So many thanks for inscrutable video

  • @mishudashsatyajitdash7025
    @mishudashsatyajitdash7025 ปีที่แล้ว

    যাওয়ার সৌভাগ্য হয়েছে আমার ৷

  • @hakunamatata641
    @hakunamatata641 4 ปีที่แล้ว

    The HAT man is quite a good speaker

  • @joni8234
    @joni8234 4 ปีที่แล้ว

    Vai khub balo laglo

  • @md.sakhawathosan6798
    @md.sakhawathosan6798 4 ปีที่แล้ว +1

    অসাধারণ, ড্রোনের কাজটা ভালো ছিল। কিন্তু কাজটা আর বেশি সময় নিয়ে বিভিন্ন ভিউ পয়েন্ট থেকে ঝর্ণাটা দেখালে আরো বেশি ভালো লাগতো।

  • @covidcorona5241
    @covidcorona5241 4 ปีที่แล้ว

    Awesome your hardwarking

  • @mehedihassanarman2507
    @mehedihassanarman2507 4 ปีที่แล้ว

    Allah apnader sobaike vlo rakhuk amin ❤

  • @sahilchyd2857
    @sahilchyd2857 4 ปีที่แล้ว

    Thanks bhaiya for the video. Love from london

  • @mehedihassanarman2507
    @mehedihassanarman2507 4 ปีที่แล้ว

    mashallah vaiya apnar kotha gula o onek vlo lagce ❤

  • @mamunurrashidmamun1189
    @mamunurrashidmamun1189 4 ปีที่แล้ว

    Nice 👍. look forward to see further...

  • @sachinemarma5280
    @sachinemarma5280 4 ปีที่แล้ว +1

    অসম্ভব সুন্দর

  • @mrmongsajai7114
    @mrmongsajai7114 4 ปีที่แล้ว

    সুন্দর ভিডিও ।।।।।।

  • @swapanbasu1271
    @swapanbasu1271 4 ปีที่แล้ว

    ট্রেকিং এর পথে জানা অজানা গাছ গাছালি সম্পর্কে কিছু বিবরণ দিতে পারেন ভাই।

  • @letsfollowshahan6544
    @letsfollowshahan6544 4 ปีที่แล้ว

    Such a beautiful place and so much excitement!!

  • @safi7064
    @safi7064 4 ปีที่แล้ว

    অনেক সুন্দর ভাই

  • @syedarnobrahman4234
    @syedarnobrahman4234 4 ปีที่แล้ว

    Go Ahead Tiham

  • @travelerrakib170
    @travelerrakib170 4 ปีที่แล้ว

    Osthir vai 👌👌👌

  • @superhero7564
    @superhero7564 4 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম Tiham ভাই, বন্দি জীবন কেমন কাটছে ? আপনি কোন মেডিকেল কলেজের ছাত্র ? আপনার ট্রেকিং এর উপদেশ গুলো সত্যিই গ্রহন করার মত । আপনার ব্লগের প্রতিটা খুটিনাটি একবাক্যে আসাধারন । সবকিছুই natural .চালিয়ে যান ....

  • @sayedalfesani3801
    @sayedalfesani3801 4 ปีที่แล้ว +1

    *আল্লাহ সবাইকে হেফাজত করুন আমিন।*

  • @MrmooN-ii6om
    @MrmooN-ii6om 4 ปีที่แล้ว

    অসাধারণ সুন্দর

  • @mahmudulhasan2272
    @mahmudulhasan2272 4 ปีที่แล้ว

    অসাধারণ।

  • @yeakubmia4651
    @yeakubmia4651 4 ปีที่แล้ว

    ভাইয়া আশুগণ্জ ভৈরব মেঘনা নদীর মাঝখানে একটা দ্বীপ আছে ওইটা নিয়ে একটা ভিডিও বানালে খুশি হতাম দেশের বাহিরে আছিতো অনেক বছর দরে দেখি না তাই চাইছিলাম আপনার মাধ্যমে দেখতে,আশা করি দেখতে পারবো

  • @MdSalim-ce6gg
    @MdSalim-ce6gg 4 ปีที่แล้ว

    উপজাতিদের জীবন নিয়ে করলে ইপিসিউড বেশ ভালো লাগত

  • @jewelhasan2400
    @jewelhasan2400 4 ปีที่แล้ว

    এগিয়ে যাও বাংলাদেশ

  • @MdMizan-zp7qc
    @MdMizan-zp7qc 4 ปีที่แล้ว +1

    মাশাআল্লাহ

  • @deeparoy4386
    @deeparoy4386 4 ปีที่แล้ว

    উসাই খুব ভাল

  • @Dbros101
    @Dbros101 4 ปีที่แล้ว

    Tumi Ato vlo tomake dekhle Amar Mon khub vlo hoye jai. Allah tomake onek vlo susto rakhuk Sarajibon. Inshallah 1k din tomar sathae Dekha hobe. Tiham bhai Ramadan Kareem. 😘😘😘😘😘😘😘😘