অশেষ ধন্যবাদ ও আন্তরিক অভিনন্দন ** আমার একটা জিজ্ঞেস্য হচ্ছে ----- প্রবেট কি **** প্রবেট এর গুরুত্ব কতটুকু *** প্রকৃত মালিক স্বশরীরে কোর্টে উপস্থিত না থাকলে কি প্রবেট হবে ***- ্
এস এ রেকর্ড আমাদের খারিজ হয়েছে ২০০৬ খাজনা দিয়েছি ২০২৪ সাল,কিন্তু ২ য় পক্ষ ডিপি খতিয়ান করেছেন কিন্তু ওনারা খাজনা দিতে পারেনা, এস এ রেকর্ড নাই...?একটু জানাবেন প্লিজ
Assalamualaikum Sir, আপনার আলোচনা প্রশংসার দাবিদার কিন্তু যদি এই আলোচনার সাথে আইনের রেফারেন্সসহ দিতেন তাহলে বুঝতে খুব সুবিধা হত। আশা করি এর পরের ভিডিওগুলো থেকে আইনের উল্লেখসহ আলোচনা করবেন ধন্যবাদ।
আল্লাহ রব্বুল আলামীন আপনাকে সাহায্য করুন। যদি কোনো বাবা তার একমাত্র ছেলে সন্তানকে না জানিয়ে ২/১টি ফ্লাট বিক্রি করে দেয়, তাহলে সন্তানের কিছু করার আছে কি? বাবা নিয়মিত নেশা করে টাকা নষ্ট করে। আর ছেলে নিয়মিত নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ।
আসসালামু আলাইকুম। আমার একটি প্রশ্ন ছিলো। অনুগ্রহ করে উত্তর দিলে উপক্রিত হতাম। প্রশ্নটি হচ্ছে পিতার সমস্ত সম্পত্তি যদি শুধুমাত্র ছেলেদের দলিল করে দিয়ে গেলে মেয়েরা সেই সম্পত্তি পাবে কি না??
স্যার সব কিছু ঠিক ভাড়াটিয়া আাছে এবং ভাড়াটিয়া দখল করে রেখেছে আমি এই ভাড়াটিয়া কে কিভাবে বেড় করবো। আদালতে মামলা চলচে আজ তিন বছর রায় ও হচ্ছে না। মামলার খরচ ও অনেক। একটা উপায় বলেদেন স্যার।
আছছালামুআলাইকুম স্যার আচ্ছা স্যার আমার বাবা ডীকরি পাওয়ার মারা গেছ আর আমাকেএক বছরের রেখে বাবা মারাগেছে এখন ঐ জমি গুলো মানুষের কাছে এখন কি বাবে পাব দয়া করে জানাবেন
ভাইয়ে ভাইয়ে বন্টন নামা করি নেওয়ার পরে অন্য কাহারো সম্পত্তি এই বণ্টনের মধ্যে পড়লে ৩০-৪০ বছর পরে ওই লোক আসি দাবি করলে তখন এই বন্টক নামা টিকবে কিনা । আর না টিকলে সকল ভাইদের থেকে এই সম্পত্তি যাবে নাকি যার দিকে পড়ছে তার থেকে একাই যাবে এটা জানতে চাই
আমার ঠাকুরদার নামে দলিল কিছূ লোক গায়ের জোড়ে কেড়ে নিয়েছে । আমাদের কাছে সি এস রেকর্ড ছাড়া আর কিছু নেই। বতর্মানে জমি হস্তান্তর করা হচ্ছে। আমাদের এখন কি করনীয়।
স্যার আসসালামু আলাইকুম।আমি আপনার প্রত্যেকটি ভিডিও র সর্বপ্রথম দেখি। দাগ নাম্বার ও দখল নিয়ে এর পূর্বে কয়েকটি ভিডিও দিয়েছেন।স্পষ্ট করে।আরেকটি ভিডিও দেওয়ার জন্য আপনার প্রতি অনুরোধ রইলো।একটি জমিনের তফসিল ২৫ বছরের দখলের ধারাবাহিকতা খতিয়ান চৌহদ্দি একই জায়গায় দলিলে দেখানো হয়েছে। গ্রহীতা চালাকি করে দাতার পাশের একটি মূল্যবান জমিনের দাগ বসিয়ে শুধুমাত্র একটি দাগে ভোগ দখল লিখিয়ে নিয়েছে। আজ থেকে ১১ বছর আগে দাতা তিন বছর আগে মারা গেছে গ্রহীতা গ্রামের কিছু রাজনৈতিক ব্যক্তিকে টাকা খাইয়ে জমি দখল করার ও অবুঝ এর মত বোঝানোর চেষ্টা করছে। এক্ষেত্রে আমার করনীয় কি এ নিয়ে একটি ভিডিও বানালে খুব উপকৃত হতাম। স্যার আসসালামু আলাইকুম
১৯৬৩- ৬৪ সালের সরকারি ডিগ্রিতে একজন সম্পত্তি ক্রয় করেছিল তার থেকে ১৯৭৫ সালে একজন ক্রয় করেছিল এবং সেই জমি ১৯৮৩ আমার বাবা ক্রয় করে দলিল করেছিল। ১৯৯২ সালে নামজারী ও করেছিলাম। কিন্তু বি এস রেকর্ড বাংলাদেশ সরকারের নামে। কিন্তু এখনো বি এস ফাইনাল হয় নাই। এমতবস্থায় কীভাবে জমি ফেরত পারি। দয়াকরে জানাবেন।
স্যার। সালাম নিবেন আপনার কথার সাথে মিল পাচ্ছি এভাবে খেয়ে পেলেছে। আমার পিতার ওয়ারিশি সম্পত্তি মামলা চলতেছে আদালতে কিন্তু বিবাদীরা হাজির হয়না আদালতে ওরা আদালত মানেনা ওদের কি কোন বিচার হবেনা? স্যার আনছার দিলে খুশি হব?
স্যার আমাদের দাগের জমি এমন হয়ছে মোট ৪২ শ. আমাদের ২৬ শ ১৬ শ যে বর্তমান মালিক আমিন জরিপ করতে এসে ওখানে ৯৬১ খয়িয়ান দেওয়া আছে আমি এটা হোল্ডিং নাম্বার দিলে জমির মালিক চলে আছে অনেক পুড়াতন লোক।তারা ইউনিয়ন হাত করে আর ক্ষমতা দেখিয়ে জমির খারিজ,খাজনা টেক্স না দেখিয়ে জমি জরিপ করে নেয়।এগুলো চাইলে বলে করতে দিয়েছি।তার জমি কিনা ৭-৮ বছর হয়ে গেছে।,,,,, এই জমি কী করে ফিরিয়ে আনবো
স্যার আমার বারারা অনেক শান্ত প্রক্রিয়ার হওয়া দাদার মৃত্যুর পর লোভী চাচাতো ভাই রা নিজের নামে বিয়েস করে দখল করে আছে আর কিছু জমিতে দলিল আছে কিন্তু দখল অন্য জন এদের হতে টাকা নেই তায় দাড়াতে পারছে না যদি চিরস্থায়ী বন্দোবস্তির জামির দলিল থাকে তাহলে আইন অনুযায়ী জমি ফেরত আনতে পারবো কিনা জানালে উপকার হতো
@@STOPTORTUREBD সালাম নিবেন স্যার আমি আপনার সাথে কি ভাবে যোগাযোগ করতে পারি, আমি গরীব তাই আমি সঠিক বিচার পাই না, আমার বাসা খুলনা জেলা ডুমুরিয়া থানা, আমি কাগজে 18 বিঘা জমি পাবো আমাকে জমি দেয় না ভয় দেখায়, জমির কথা বলতে গেলে ওরা আমাকে বলে উচ্ছেদ করে দিবো, আমি খুব অসহায় এর মধ্যে আছি, গ্রামের প্রভাবশালী লোকেরা ওদের পক্ষে কথা বলে কারন ওদের অবধ্য টাকা আছে তাই, স্যার আমাকে বাচান আপনার সাথে কি ভাবে কোথায় দেখা করবো
@@STOPTORTUREBD স্যার আমার সাথে লোক বল, টাকার বল নাই বলে আমি সম্পত্তি থেকে বঞ্চিত আমাকে বাচান স্যার মাওলার রায় আমাদের তার পরেও সম্পত্তিতে যেতে পারিনা ভয় দেখায় , মাতব্বরে টাকা খেয়ে ভূমি দস্যুদের পক্ষে কথা বলে
স্যার আমার কেচটা কি ভাবে জেলা প্রসাশোকের কার্যালয় দিবো আপনি আমাকে সাহায্য করেন, স্যার আপনি গরীব মানুষের কাজ করেন , আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আপনার জীবনে বয়ে আনুক অনাবীল সুকশান্তি আর সাফল্যের চাবিকাটি
স্যার, আমি একখন্ড জমি কিনেছি কিন্তু জমিদাতা ৩ জন ( পিতা এবং দুই পুত্র) এক সন্তান বিদেশে থাকে। জমির মালিকগণ ক্রয় সূত্রে মালিক। ৩ টি দাগে তাদের জমি। আমার নিকট জমি বিক্রি করেছেন পিতা এবং এক সন্তান। এবং দাগ দিয়েছেন ৩ টা কিন্তু ভোগদখল দিয়েছেন একদাগে চৌহদ্দি সহ এবং দলিলে উল্লেখ করে দিয়েছেন। এখন আমার প্রশ্ন হলো যে পূত্র বিদেশে আছেন তিনি যদি দাবী করেন যে ঐদাগে আমি জমি পাবো তাহলে কি আমার দাগে দাগে যেতে হবে। আর মোট জমির তিন ভাগের দুই ভাগের কম জমি বিক্রি করেছেন আমার নিকট। দয়াকরে প্রশ্নের উত্তর দিবেন।
স্যার আমার দাদার বাবার ওয়ারিশ সম্পত্যি ২০ শতাংশ যা সে নিজে পেত ভাগে, সে তার স্ত্রীর নামে করে গেছে ১৯৪৪ সালে, পরবর্তীতে আমার দাদার মা মারা যাওয়ার পর সে আবার বিয়ে করে, এবং সেই পক্ষের ও সন্তানাদি হয় ,তখন সে আবার দ্বিতীয় স্ত্রীকে ৫ শতাংশ এবং দ্বিতীয় স্ত্রীর মেয়েকে ৬ শতাংশ জমি দিয়ে থাকে, অতঃপর আমার দাদার সৎ বোন দাদার নামে ৬ শতাংশ আবার ফিরিয়ে দেয়, এখন ঘটনা হচ্ছে যে , দাদার বাবা তো একবার তার বড় বৌকে তার ২০ শতাংশ জমি দিয়েই দিয়েছে, বৌয়ের ভাগ যদি সে পায় ও দুই আনার বেশি তো পাবে না ,তাহলে পরবর্তী তে ৫ শতাংশ ৬ শতাংশ করে কিভাবে দিল ছোট বৌকে, মেয়েকে, যেহেতু তার বড় বৌয়ের দুই সন্তান আছে আর সে তো তার বড় বৌয়ের নামে জমি দিয়েই দিছে, মরার পর তো আর ফিরিয়ে নেয়া যায় না, এখন এই বিষয় টা কেমন আর দাদার সৎ ভাইবোনেরা আরো ভাগ চায়, কি করা যায় এখন স্যার
ভাইয়া, আপনার সংগে জমি সংক্রান্ত একটি বিষয়ে আমার আলোচনা হয়েছিল, আপনার পরামর্শ অনুসারে আমি সর্ট নোট করেছি, আপনার সংগে টেলিফোনে যোগাযোগ করতে বলেছিলেন, কিন্তু, আপনি হয়তো ব্যাস্ততার কারনে আমার ফোন,দির্ঘদিন রিসিভ করতে পারছেন না। আমার নির্দৃষ্ট সময় চলে গেলে আমার অপরিনিয় ক্ষতি হবে।কেননা আমি আপনার সাথে নির্দৃষ্ট বিষয়ে পরামর্শ করে'ই পরবর্তী সিদ্ধান্ত নেব মর্মে আপনার সংগে টেলিফোনে কথা হয়েছিল।প্লিজ! বিষয়টি ভেবে দেখবেন।
আসসালামু আলাইকুম, আমার দাদা এস.এ রেকর্ডীয় মালিক হতে ১৯৭৭ সালে কিছু জমি কিনেন। নামজারী করতে গেলে জানতে পারে উক্ত জমি ১৯৫২ সালে সরকার নিলাম করেছে। অতপর নিলাম গ্রহীতা হতে সম্পুর্ন জমিটি ক্রয় করে নামজারি করেন। নিলামে এর বয়নামা, দখল হস্তান্তর পত্র ও নামজারি আছে। যাহা যাচাই করে সঠিক পেয়েছি। কিন্তু খতিয়ান নম্বরটা ভুল দাগ ঠিক আছে।উক্ত দাগটি অন্য কোন খতিয়ানে নাই। বি এস রেকর্ড দাদার নামে হয়েছে। আমরা ওয়ারিশগন কিছু সম্পত্তি বিক্রিও করেছি। নিলামের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমরা যথারীতি জবাব দাখিল করেছি। এমতাবস্থায়, নিলাম টিকবে কি?
অনেক সুন্দর পরামর্শ স্যার,,
অশেষ ধন্যবাদ ও আন্তরিক অভিনন্দন **
আমার একটা জিজ্ঞেস্য হচ্ছে -----
প্রবেট কি ****
প্রবেট এর গুরুত্ব কতটুকু ***
প্রকৃত মালিক স্বশরীরে কোর্টে উপস্থিত
না থাকলে কি প্রবেট হবে ***-
্
Most important. Thanks for sharing
Very valuable and helpful.
আসসালামু ওয়ালাইকুম স্যার
হাজার হাজার জাল দলিল নিয়ে যে বাহাদুরি করে গেছে তাদের বিচার হওয়া দরকার
Sir anek donnobad
সারা জীবন গরীব অসহায় বন্ধিত মানুষের পাশে থাকবেন স্যার 'দোয়া করি আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামীন যেন আপনার জিন্দেগীর সকল গুনাহ গুলো মাফ করে দেন '
এস এ রেকর্ড আমাদের খারিজ হয়েছে ২০০৬ খাজনা দিয়েছি ২০২৪ সাল,কিন্তু ২ য় পক্ষ ডিপি খতিয়ান করেছেন কিন্তু ওনারা খাজনা দিতে পারেনা, এস এ রেকর্ড নাই...?একটু জানাবেন প্লিজ
Assalamualaikum Sir, আপনার আলোচনা প্রশংসার দাবিদার কিন্তু যদি এই আলোচনার সাথে আইনের রেফারেন্সসহ দিতেন তাহলে বুঝতে খুব সুবিধা হত। আশা করি এর পরের ভিডিওগুলো থেকে আইনের উল্লেখসহ আলোচনা করবেন ধন্যবাদ।
আল্লাহ আপনার নেক হায়াত দারাজ করুন।
আল্লাহ রব্বুল আলামীন আপনাকে সাহায্য করুন। যদি কোনো বাবা তার একমাত্র ছেলে সন্তানকে না জানিয়ে ২/১টি ফ্লাট বিক্রি করে দেয়, তাহলে সন্তানের কিছু করার আছে কি? বাবা নিয়মিত নেশা করে টাকা নষ্ট করে। আর ছেলে নিয়মিত নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ।
অবিগ্যদের পরামর্শ চাই এক ভাই ওয়ারিস সম্পত্তি নিজের ৫ সতাংস সে বিক্রি করে ১৫ সতাংস জমি আমার বাবা কিনেছে এখন কি করায়াই
মাশাল্লাহ সুন্দর ভিডিও
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ
নামজারী করা জমি পাব কি না জানাবেন
আমমোক্তারে যদি অর্থ উল্লেখ না থাকে তখন কি হবে
স্যার আপনাকে ধন্যবাদ
স্যার বিহারীরা তাদের পৈতৃক সম্পত্তি কি মালিকানা হতে পারবে এখন এ দেশে
আসসালামু আলাইকুম। আমার একটি প্রশ্ন ছিলো। অনুগ্রহ করে উত্তর দিলে উপক্রিত হতাম। প্রশ্নটি হচ্ছে পিতার সমস্ত সম্পত্তি যদি শুধুমাত্র ছেলেদের দলিল করে দিয়ে গেলে মেয়েরা সেই সম্পত্তি পাবে কি না??
স্যার সব কিছু ঠিক ভাড়াটিয়া আাছে এবং ভাড়াটিয়া দখল করে রেখেছে আমি এই ভাড়াটিয়া কে কিভাবে বেড় করবো। আদালতে মামলা চলচে আজ তিন বছর রায় ও হচ্ছে না। মামলার খরচ ও অনেক। একটা উপায় বলেদেন স্যার।
আপনার সাথে কথাবলতে চাই
আছছালামুআলাইকুম স্যার আচ্ছা স্যার আমার বাবা ডীকরি পাওয়ার মারা গেছ আর আমাকেএক বছরের রেখে বাবা মারাগেছে এখন ঐ জমি গুলো মানুষের কাছে এখন কি বাবে পাব দয়া করে জানাবেন
সততার সাথে, আইনের মাধ্যমে সঠিক বিচার করতে হবে।
ভাইয়ে ভাইয়ে বন্টন নামা করি নেওয়ার পরে অন্য কাহারো সম্পত্তি এই বণ্টনের মধ্যে পড়লে ৩০-৪০ বছর পরে ওই লোক আসি দাবি করলে তখন এই বন্টক নামা টিকবে কিনা । আর না টিকলে সকল ভাইদের থেকে এই সম্পত্তি যাবে নাকি যার দিকে পড়ছে তার থেকে একাই যাবে এটা জানতে চাই
স্যার ২০১০ সালের দলিলে এই সমস্যা থাকলে তাহলে কি খারীজ হবে না
Thank you Sir
স্যার আমার বাবা সাফ কওলা দলিল আছে আমার বাবা মারা গিয়াছেন কিন্তু আমি দখল পাইতাছিনা আমি আপনার নিকট বলছি এখন আমি কি কিরবে স্যার
আমার দলিল আছে কিন্তু ভুলে বহু আগের মালিকের নামে রেকর্ড হয়ে গেছে । তাহলে কে জমি পাবে? কিভাবে পাবে? জানালে উপকার হত।
জমিএক সময় ছিল দলিল চুরি হয়েছে জমি অন্য রা ভোগ করে এখন করোনি ও কি
আমার ঠাকুরদার নামে দলিল কিছূ লোক গায়ের জোড়ে কেড়ে নিয়েছে । আমাদের কাছে সি এস রেকর্ড ছাড়া আর কিছু নেই। বতর্মানে জমি হস্তান্তর করা হচ্ছে। আমাদের এখন কি করনীয়।
স্যার আসসালামু আলাইকুম।আমি আপনার প্রত্যেকটি ভিডিও র সর্বপ্রথম দেখি। দাগ নাম্বার ও দখল নিয়ে এর পূর্বে কয়েকটি ভিডিও দিয়েছেন।স্পষ্ট করে।আরেকটি ভিডিও দেওয়ার জন্য আপনার প্রতি অনুরোধ রইলো।একটি জমিনের তফসিল ২৫ বছরের দখলের ধারাবাহিকতা খতিয়ান চৌহদ্দি একই জায়গায় দলিলে দেখানো হয়েছে। গ্রহীতা চালাকি করে দাতার পাশের একটি মূল্যবান জমিনের দাগ বসিয়ে শুধুমাত্র একটি দাগে ভোগ দখল লিখিয়ে নিয়েছে। আজ থেকে ১১ বছর আগে দাতা তিন বছর আগে মারা গেছে গ্রহীতা গ্রামের কিছু রাজনৈতিক ব্যক্তিকে টাকা খাইয়ে জমি দখল করার ও অবুঝ এর মত বোঝানোর চেষ্টা করছে। এক্ষেত্রে আমার করনীয় কি এ নিয়ে একটি ভিডিও বানালে খুব উপকৃত হতাম। স্যার আসসালামু আলাইকুম
১৯৬৩- ৬৪ সালের সরকারি ডিগ্রিতে একজন সম্পত্তি ক্রয় করেছিল তার থেকে ১৯৭৫ সালে একজন ক্রয় করেছিল এবং সেই জমি ১৯৮৩ আমার বাবা ক্রয় করে দলিল করেছিল। ১৯৯২ সালে নামজারী ও করেছিলাম। কিন্তু বি এস রেকর্ড বাংলাদেশ সরকারের নামে। কিন্তু এখনো বি এস ফাইনাল হয় নাই। এমতবস্থায় কীভাবে জমি ফেরত পারি। দয়াকরে জানাবেন।
অর্পিত সম্পত্তি ক বিভাগ বর্তমানে কি অবস্থায় আছে দয়া করে জানাবেন
স্যার। সালাম নিবেন
আপনার কথার সাথে মিল পাচ্ছি
এভাবে খেয়ে পেলেছে।
আমার পিতার ওয়ারিশি সম্পত্তি
মামলা চলতেছে আদালতে
কিন্তু বিবাদীরা হাজির হয়না আদালতে
ওরা আদালত মানেনা
ওদের কি কোন বিচার হবেনা?
স্যার আনছার দিলে খুশি হব?
আসসালামু আলাইকুম স্যার আপনার জিমেইল বা ইমেইল দিবেন
ভাই, একটা দলিল সংসোধন করাতে চাই, খতিয়ানে দলিলের মালিক অলশ পায় ২ শতাংশ, কিন্তুু দলিলে লিখে রাখছে ৪ শতাংশ! এটা কি ঠিক করা যাবে..? এওয়াজ বদল দলিল
আসসালামু আলাইকুম
স্যার আমাদের দাগের জমি এমন হয়ছে মোট ৪২ শ. আমাদের ২৬ শ ১৬ শ যে বর্তমান মালিক আমিন জরিপ করতে এসে ওখানে ৯৬১ খয়িয়ান দেওয়া আছে আমি এটা হোল্ডিং নাম্বার দিলে জমির মালিক চলে আছে অনেক পুড়াতন লোক।তারা ইউনিয়ন হাত করে আর ক্ষমতা দেখিয়ে জমির খারিজ,খাজনা টেক্স না দেখিয়ে জমি জরিপ করে নেয়।এগুলো চাইলে বলে করতে দিয়েছি।তার জমি কিনা ৭-৮ বছর হয়ে গেছে।,,,,, এই জমি কী করে ফিরিয়ে আনবো
Good
Bangladesh Ar ain hocca faltu akta ain😭😭😭
Nice
স্যার আমার দাদা বেচে থাকা অবস্হায় হাইকোর্ট থেকে ডিগ্রি পেয়েছি সে সম্পত্তি কি অন্য কেউ দখল নিতে পারবে
thik hai ...
দাদা আমার বাবাকে ১০ শতাংশ জমি হেবা করে দিয়েছিল, ১০ শতাংশ জমি খতিয়ানে আছে ১৬ শতাংশ এখন আমার ১৬ শতাংশ জমি বিক্রি করে দিয়েছে এখন কি করা
স্যার আমার বারারা অনেক শান্ত প্রক্রিয়ার হওয়া দাদার মৃত্যুর পর লোভী চাচাতো ভাই রা নিজের নামে বিয়েস করে দখল করে আছে আর কিছু জমিতে দলিল আছে কিন্তু দখল অন্য জন এদের হতে টাকা নেই তায় দাড়াতে পারছে না যদি চিরস্থায়ী বন্দোবস্তির জামির দলিল থাকে তাহলে আইন অনুযায়ী জমি ফেরত আনতে পারবো কিনা জানালে উপকার হতো
সালাম নিবেন স্যার, সি এস এর মুল মালিক আমরা 50 বছর ধরে আমাদের জমি জোর করে খায় আমাকে ভয় দেখিয়ে রাখে আমি এখন কি করতে পারি
এখন একটা ভিডও করেছি আপনার জন্য দেখুন। ৩ টায় পাবেন।
@@STOPTORTUREBD সালাম নিবেন স্যার আমি আপনার সাথে কি ভাবে যোগাযোগ করতে পারি, আমি গরীব তাই আমি সঠিক বিচার পাই না, আমার বাসা খুলনা জেলা ডুমুরিয়া থানা, আমি কাগজে 18 বিঘা জমি পাবো আমাকে জমি দেয় না ভয় দেখায়, জমির কথা বলতে গেলে ওরা আমাকে বলে উচ্ছেদ করে দিবো, আমি খুব অসহায় এর মধ্যে আছি, গ্রামের প্রভাবশালী লোকেরা ওদের পক্ষে কথা বলে কারন ওদের অবধ্য টাকা আছে তাই, স্যার আমাকে বাচান আপনার সাথে কি ভাবে কোথায় দেখা করবো
@@STOPTORTUREBD স্যার আমার সাথে লোক বল, টাকার বল নাই বলে আমি সম্পত্তি থেকে বঞ্চিত আমাকে বাচান স্যার মাওলার রায় আমাদের তার পরেও সম্পত্তিতে যেতে পারিনা ভয় দেখায় , মাতব্বরে টাকা খেয়ে ভূমি দস্যুদের পক্ষে কথা বলে
স্যার আমার কেচটা কি ভাবে জেলা প্রসাশোকের কার্যালয় দিবো আপনি আমাকে সাহায্য করেন, স্যার আপনি গরীব মানুষের কাজ করেন , আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আপনার জীবনে বয়ে আনুক অনাবীল সুকশান্তি আর সাফল্যের চাবিকাটি
কোন জেলা আপনার? ঠিকানা বলুন।
Sar monile no দেন
স্যার, আমি একখন্ড জমি কিনেছি কিন্তু জমিদাতা ৩ জন ( পিতা এবং দুই পুত্র) এক সন্তান বিদেশে থাকে। জমির মালিকগণ ক্রয় সূত্রে মালিক। ৩ টি দাগে তাদের জমি। আমার নিকট জমি বিক্রি করেছেন পিতা এবং এক সন্তান। এবং দাগ দিয়েছেন ৩ টা কিন্তু ভোগদখল দিয়েছেন একদাগে চৌহদ্দি সহ এবং দলিলে উল্লেখ করে দিয়েছেন। এখন আমার প্রশ্ন হলো যে পূত্র বিদেশে আছেন তিনি যদি দাবী করেন যে ঐদাগে আমি জমি পাবো তাহলে কি আমার দাগে দাগে যেতে হবে। আর মোট জমির তিন ভাগের দুই ভাগের কম জমি বিক্রি করেছেন আমার নিকট। দয়াকরে প্রশ্নের উত্তর দিবেন।
আসসালামুয়ালাইকুম স্যার। খতিয়ানে লেখা খাস মহল সদর, ভারত সম্রাট বলতে কি বুঝায়?
আপনার ফোন নম্বর ও ঠিকানাটা কি দেওয়া যাবে। আপনার পরামর্শ দরকার।
সার একটা সাব কবলা দলিল তার বিতর বায়া দলিল নম্বের Bs নম্বের ঠিক আচে কিন্ত Cs নম্বের ভুল এখোন কি দাগ ঠিক থাকবে নাকি ভায়া দলিল ঠিক থাকবে plz- video
স্যার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি দিতেন বা ইমু নাম্বার যেভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারতাম পার্সোনালি
গতকালকের ভিডওতে দেখুন সব নম্বর দেয়া আছে।
দাদা আমি আপনার সাথে দেখা করতে চাই। ফোন নাম্বাটা দিলে উপকৃত হবো।
স্যার আমার দাদার বাবার ওয়ারিশ সম্পত্যি ২০ শতাংশ যা সে নিজে পেত ভাগে, সে তার স্ত্রীর নামে করে গেছে ১৯৪৪ সালে, পরবর্তীতে আমার দাদার মা মারা যাওয়ার পর সে আবার বিয়ে করে, এবং সেই পক্ষের ও সন্তানাদি হয় ,তখন সে আবার দ্বিতীয় স্ত্রীকে ৫ শতাংশ এবং দ্বিতীয় স্ত্রীর মেয়েকে ৬ শতাংশ জমি দিয়ে থাকে, অতঃপর আমার দাদার সৎ বোন দাদার নামে ৬ শতাংশ আবার ফিরিয়ে দেয়, এখন ঘটনা হচ্ছে যে , দাদার বাবা তো একবার তার বড় বৌকে তার ২০ শতাংশ জমি দিয়েই দিয়েছে, বৌয়ের ভাগ যদি সে পায় ও দুই আনার বেশি তো পাবে না ,তাহলে পরবর্তী তে ৫ শতাংশ ৬ শতাংশ করে কিভাবে দিল ছোট বৌকে, মেয়েকে, যেহেতু তার বড় বৌয়ের দুই সন্তান আছে আর সে তো তার বড় বৌয়ের নামে জমি দিয়েই দিছে, মরার পর তো আর ফিরিয়ে নেয়া যায় না, এখন এই বিষয় টা কেমন আর দাদার সৎ ভাইবোনেরা আরো ভাগ চায়, কি করা যায় এখন স্যার
❤️❤️❤️❤️
জমি নিয়ে ঝামেলায় পড়েছি। আপনার সাথে একটু কথা বলতে চাই।আপনার ফোন নাম্বার কি দেয়া যাবে।
০১৭৮২৯৯৮৮৩৩
ভাইয়া,
আপনার সংগে জমি সংক্রান্ত একটি বিষয়ে আমার আলোচনা হয়েছিল, আপনার পরামর্শ অনুসারে আমি সর্ট নোট করেছি, আপনার সংগে টেলিফোনে যোগাযোগ করতে বলেছিলেন, কিন্তু, আপনি হয়তো ব্যাস্ততার কারনে আমার ফোন,দির্ঘদিন রিসিভ করতে পারছেন না। আমার নির্দৃষ্ট সময় চলে গেলে আমার অপরিনিয় ক্ষতি হবে।কেননা আমি আপনার সাথে নির্দৃষ্ট বিষয়ে পরামর্শ করে'ই পরবর্তী সিদ্ধান্ত নেব মর্মে আপনার সংগে টেলিফোনে কথা হয়েছিল।প্লিজ! বিষয়টি ভেবে দেখবেন।
আসসালামু আলাইকুম,
আমার দাদা এস.এ রেকর্ডীয় মালিক হতে
১৯৭৭ সালে কিছু জমি কিনেন। নামজারী করতে গেলে জানতে পারে উক্ত জমি ১৯৫২ সালে সরকার নিলাম করেছে। অতপর নিলাম গ্রহীতা হতে সম্পুর্ন জমিটি ক্রয় করে নামজারি করেন। নিলামে এর বয়নামা, দখল হস্তান্তর পত্র ও নামজারি আছে। যাহা যাচাই করে সঠিক পেয়েছি। কিন্তু খতিয়ান নম্বরটা ভুল দাগ ঠিক আছে।উক্ত দাগটি অন্য কোন খতিয়ানে নাই।
বি এস রেকর্ড দাদার নামে হয়েছে। আমরা ওয়ারিশগন কিছু সম্পত্তি বিক্রিও করেছি।
নিলামের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমরা যথারীতি জবাব দাখিল করেছি।
এমতাবস্থায়, নিলাম টিকবে কি?
Aponar number ta den
স্যার আপনার ফোন নাম্বারটা একটু দেন দয়া করে । একটু কথা বলতে চাই
বোন যদি ভাইকে হেবা করে দেয় তাহলে দলিল টিকবে কিনা
ফোন নম্বর দেন না সার
স্যার আপনার মোবাইল নামবার টা দিবেন পিলিজ
০১৭৮২৯৯৮৮৩৩ সন্ধ্যার পরে কল করবেন। আপনার নম্বর দিয়ে রাখুন।
Sarapnarponnabar
Phone no ta diben Sir
০১৭৮২৯৯৮৮৩৩
Good