Shironamhin । "Ichchey Guri" । Deepto AMPLIFIED, 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 323

  • @habibullah_tuhin145
    @habibullah_tuhin145 3 ปีที่แล้ว +25

    জাহাজী, পরী, বৃষ্টি কাব্য,আবার হাসিমুখ,ইচ্ছে ঘুরি, নির্ঘুম ল্যাম্পপোস্ট, একা, নিশ্চুপ আধার ইত্যাদি গান গুলো যখন শুনতাম তখন বুকের কোনো এক পাশে শিরোনামহীন ছিলো। তুহিন ভাই শিরোনামহীন থেকে চলে যাওয়াতে মনে হয় শিরোনামহীন নয় তুহিন ভাই ছিলো বুকের এক পাশ জুড়ে। লাভ ইউ তুহিন ভাই❤️❤️❤️।

  • @MDASHRAFULALAM-ce9bc
    @MDASHRAFULALAM-ce9bc ปีที่แล้ว +27

    গানটা অনেক মানুষের কন্ঠে শুনেছি কিন্তু এমন জাদুকরী কন্ঠে কারো কাছে শুনি নাই💜 শিরোনামহীনের পুরনো গান গুলোতে তুহিন ভাইকে ভীষণ মিস করি।

  • @jpparvez2762
    @jpparvez2762 3 ปีที่แล้ว +95

    তুহিন ভাইয়ের কন্ঠে কি আছে জানিনা,
    এক প্রকার নেশার মত লাগে 😍😍
    সেই ২০১১ সাল থেকে ওনার গান শুনে আসতেছি
    এখন ২০২১ সাল এখনোও শুনি।
    লিজেন্ডারি গান কখনো পুরানো হয়না🥰🥰🥰

    • @BukuMa
      @BukuMa 2 ปีที่แล้ว

      Ami 2005 theke

    • @tanvirpial
      @tanvirpial 2 ปีที่แล้ว

      যাই থাক, সুর নাই।

    • @flamehosterllc
      @flamehosterllc ปีที่แล้ว +4

      ​@@tanvirpial আপনি সুর দিয়ে একটা গান গাইয়েন কয়টা লোক শুনবে সেটা দেখা যাবে। আর তুহিন ভাই সুর ছাড়া গায়বে তার গান ও কয়জন শুনবে সেটাও দেখা যাবে

    • @tanvirpial
      @tanvirpial ปีที่แล้ว

      @@flamehosterllc ছাগল কোথাকার। তুহিন এর সাথে তোর মার বিয়ে দে।তারপর তুহিনরে বাপ বলে ডাক

    • @jahidnoyon2738
      @jahidnoyon2738 ปีที่แล้ว +5

      ​@@tanvirpialতোমার মত ছাগলের কাছে সুর শিখতে হবে নাকি?

  • @nahidsarkar5824
    @nahidsarkar5824 3 ปีที่แล้ว +144

    গান নয় শুধু 30 মিনিটের জন্য তুহিন ভাইকে নিয়ে শিরোনামহীন একবার স্টেজ এ আসুক।আর কিছুই লাগবে না।।সেই 30 মিনিটই হবে শিরোনামহীনের সেরা পারফর্মেন্স।

    • @rabbiahmed2837
      @rabbiahmed2837 ปีที่แล้ว +4

      যৎঔযৌঔঔ😊😊😊😊ঔ😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊ৎঔঔঔঔৎযৎঔৎৎৎযৌঔ

    • @nhaquebd
      @nhaquebd ปีที่แล้ว +2

      তুহিন ভাই আমার ভালোবাসা

    • @nhaquebd
      @nhaquebd ปีที่แล้ว +2

      আমার প্রথম প্রেম

    • @sjgplayz1536
      @sjgplayz1536 ปีที่แล้ว

      @@nhaquebd why are you gay

  • @razzmatazztv588
    @razzmatazztv588 4 ปีที่แล้ว +93

    যদি এই গান কেউ ২০৫০ এর দিকে শুনো, তাহলে মনে রেখো আমাদের সময়ের এই গান। 🥰😍

  • @tultulitv3969
    @tultulitv3969 ปีที่แล้ว +4

    পাগল হয়ে গেলাম। This is legendary voice & legendary song, god gift. এতো অনুভূতি কোথায় ছিলো। এক সেকেন্ড এর জন্য মনোযোগ নড়েনি। Love you [শিরোনামহীন]

  • @hypersakib5521
    @hypersakib5521 ปีที่แล้ว +8

    সত্যি তুহিন ভাইয়ের গলায় জাদু আছে।
    অনেক প্রিয় একটা গান আমার
    ভালোবাসি প্রিয় ভাই❤️❤️❤️

  • @sharifshagor8833
    @sharifshagor8833 ปีที่แล้ว +2

    তুহিন ভাইয়ের গান এর প্রশাংসার কোন শেষ নাই।
    তুহিন এর ভয়েসে জাদু আছে, নেশা পুরাই নেশা।
    তুহিন ভাইয়ের সাথে একবার দেখা করার অনেক ইচ্ছে আমার।।
    lv u boss

  • @nurunnabisarker1229
    @nurunnabisarker1229 4 ปีที่แล้ว +16

    এইসব গান কখনোই পুরাতন হবে না।
    কষ্টের নিকোটিন হিসেবে কাজ করে।
    লাভ ইউ তুহিন ভাই

  • @salmanshihab9960
    @salmanshihab9960 6 หลายเดือนก่อน +2

    ২০১৪ সালে থেকে এই গান শুনি এখন ২০২৪ পরবর্তীতেও শুনবো তুহিন ভাইয়ের গান কখনও পুরনো হবে না..

  • @mahmudaferdousi2708
    @mahmudaferdousi2708 2 ปีที่แล้ว +4

    গানটি সত্যিই কেমন নেশা জাগায়,,যতই শুনি তৃষ্ণা মেটেনা!!

  • @didarulalam9826
    @didarulalam9826 6 ปีที่แล้ว +93

    হাজার বছর পরেও গান গুলা পুরাতন হবেনা।লাভ ইউ তুহিন ভাই

  • @hellofriends8393
    @hellofriends8393 4 ปีที่แล้ว +18

    গলা ছেড়ে গাওয়া প্রিয় গানগুলির একটি গান ভালোবাসা অবিরাম,,

  • @nasrullahahnab7006
    @nasrullahahnab7006 2 ปีที่แล้ว +2

    সেই ৪ বছর হয়ে গেল তুহিন ভাইকে আর শিরোনামহিনে দেখা যায় না।কিন্তু তুহিন ভাইয়ের কন্ঠের গানগুলো আসলেই খুব ভালো লাগে।লাভ ইউ তুহিন ভাই।আপনাদের গানগুলো ভালো লাগে তবে তুহিন ভাইয়ের মতো নয়।তবুও শিরোনামহিন এর গানও ভালোই লাগে।আশা করি তুহিন ভাই আবার একদিন ফিরে আসবে শিরোনামহিনে।

  • @AchenaPothic
    @AchenaPothic 3 ปีที่แล้ว +8

    কি সুন্দর গানটা!!!
    মনে হয় কয়েক হাজারবার শুনি গানটা, সবসময়ই শুনবো ❤❤
    আমার সবচেয়ে প্রিয় গান 😍😍

  • @FunexFreak
    @FunexFreak 4 ปีที่แล้ว +6

    হাজার বছর পরেও গান গুলা পুরাতন হবেনা।লাভ ইউ তুহিন ভাই.............
    এই হাওয়ায় ওড়াও তুমি, তোমার যত ইচ্ছে ঘুড়ি
    চুপি চুপি মেঘের মেলা, তোমার আকাশ করছে চুরি
    সূর্য বসাও আকাশের নীল, ইচ্ছের রঙ গোলাপী হলে
    দিগন্ত রেখায় সূর্য নামে, ব্যস্ত সময় যাচ্ছে চলে।
    হঠাৎ খেয়ালী এ ঝড়ো হাওয়ায়,
    উড়ছে তোমার ইচ্ছে ঘুড়ি
    ওড়াও ওড়াও সুতোর টানে,
    আকাশের নীল যাচ্ছে চুরি।
    শুভ্র সেই মেঘের ভীড়ে, তোমার সব ইচ্ছে ওড়ে।
    আকাশ খেয়ালী মনে, হারায় কিছুই না জেনে।
    তোমার সুতোয় বাঁধা আকাশ,
    ঝড়ো হাওয়ায় রঙ হারালে
    নির্বাক। ইচ্ছে। আচমকা। দিশেহারা......
    এই আলোয় হাঁটছো একা, সঙ্গী কর আমায় তুমি।
    বেয়াড়া যত মেঘের ছায়া, করছে চুরি স্বপ্নভূমি
    নীলের আকাশ গোলাপী হলে, ইচ্ছে ঘুড়ি যাচ্ছে চলে
    সূতোর বাঁধা ছাড়িয়ে আকাশ, অন্য ভূবন দেখবে বলে।
    হঠাৎ খেয়ালী এ ঝড়ো হাওয়ায়,
    ভাঙছে তোমার মেঘলা রেখা
    ওড়াও ওড়াও সুতোর টানে,
    আকাশ আবার হবে যে দেখা

  • @jonjaxson
    @jonjaxson 10 หลายเดือนก่อน

    তুহিন ভাইয়ের কন্ঠে কি আছে জানিনা,
    এক প্রকার নেশার মত লাগে 😍😍
    সেই 2015 সাল থেকে ওনার গান শুনে আসতেছি
    এখন 2024সাল এখনোও শুনি।

  • @rubeltalukdar9461
    @rubeltalukdar9461 ปีที่แล้ว +1

    আজকে কথাগুলো না বলে পারলাম না এলাকায় যখন শিরোনামহীনের গান শুনতাম তখন আরেকটা বড় ভাই শিরোনামহীনের গান শুনতো আমি অজস্র ছেলেদের বন্ধু-বান্ধব ছোট ভাই বড় ভাইদের গানটা শুনতাম শোনার পর তারা গানের অর্থ গুলো বলতে পারেতনা সেই জায়গা থেকে শিরোনামহীন এর গান শুনতাম তুহিন ভাই সর্বকালের সেরা অনেক মিস করি তুহিন ভাইকে

  • @asrarahmed310
    @asrarahmed310 4 ปีที่แล้ว +10

    A band in all respect outstanding and simply OUT OF THE BOX.Many good wishes.

  • @mdrubelkhan1862
    @mdrubelkhan1862 3 ปีที่แล้ว +2

    সেই 2015 তে হাতে নিজের মোবাইল পাই সেটা ছিলো বাটন মোবাইল নিজের উপার্জন করা 700টাকায় নেই তখন মেমোরি কার্ডে কম্পিউটার এর দোকান থেকে লোড করা লাগতো
    সেই দোকান দার হুট করে একদিন বাংলা ব্যান্ড এর অডিও গান দিয়ে দেয় আইয়ুব বাচ্ছু বস এর তখন থেকে ব্যান্ড এর গান মনে গেথে গেলো আর যখন লিরিক্স বোঝা শুরু করলাম তখন এই শিরোনাম হিন artcell LRb নগর বাউল এগুলো তে আসক্ত হয়ে গেলাম তবে শিরোনাম হিন এর ইচ্ছে ঘুড়ি আবার হাসিমুখ বন্ধ জানালা এ রকম অনেক গান যেদিন সুনবো না সেদিন মনে হবে কিছু মিস্টেক কিছু মিস্টেক 💝💝💝💝🙏🙏🤘🤘

  • @nawazsun3617
    @nawazsun3617 ปีที่แล้ว +2

    আসল GEM!
    কণ্ঠটা কি যে চমৎকার!

  • @shantonukundu2588
    @shantonukundu2588 4 ปีที่แล้ว +10

    পছন্দের গান, পছন্দের শিল্পী, পছন্দের ব্যান্ড ♥

  • @sumaiyaahmed1288
    @sumaiyaahmed1288 4 ปีที่แล้ว +5

    One of the best vocalist...
    Lv u tuhin vy😻😻😻

  • @EmonKhan-kb4kx
    @EmonKhan-kb4kx ปีที่แล้ว +2

    তুহিন ভাই মানেই আগুন ❤
    হাজার বছর পরের কখনো পুরোনো হবে না ❤

  • @ShoaibKhan-qm3di
    @ShoaibKhan-qm3di 4 ปีที่แล้ว +15

    তুহিন ভাইয়ের কন্ঠ এত ভালো লাগে কেন আমি নিজেই বুঝিনা?
    জিয়া ভাই একটা উদ্যোগ নিলে আবার শিরোনামহীনের সবাইকে একসাথে এক স্টেজে দেখা যাবে বলে আমি বিশ্বাস করি

    • @mahfuz6208
      @mahfuz6208 3 ปีที่แล้ว

      না ভাইয়া

    • @whoami1581
      @whoami1581 3 ปีที่แล้ว

      ভাই এই উদ্যোগ নিলে আমি শিরোনামহীনের একটা Live Concert ও বাদ দিবো না ❤️

  • @tanvirahmedanik8208
    @tanvirahmedanik8208 3 ปีที่แล้ว +4

    পরবর্তী প্রজন্ম মনে রেখো এ গানগুলো আমাদের সময়ের,হাজার বছর বেচে থাকুক গানগুলো সবার কন্ঠে

  • @MTRsmart
    @MTRsmart 4 หลายเดือนก่อน

    ইচ্ছে গুড়ি উড়ে যাক,
    সাদা মেঘে ভেসে থাক,
    নীল আকাশে পাখনা মেলে
    দূর বহুদূর উড়ে যাক।
    তবুও কোথাও যদি বাঁধা পড়ি,
    তবুও কষ্ট নেই যদি স্বপ্নভঙ্গ হয়,
    আকাশ ছোঁয়া সেই ইচ্ছে গুড়ি,
    তবুও উড়বেই গন্তব্যহীন,
    মুক্তির নেশায়...

  • @oureffort3027
    @oureffort3027 2 ปีที่แล้ว +3

    এতো সুন্দর শুর কেমনে হয় বুঝিনা❤️❤️

  • @saplashahariaal3394
    @saplashahariaal3394 หลายเดือนก่อน

    তুহিন ভাইয়ের জন্যই শিরোনামহীনের প্রতি ভালোলাগা ভালোবাসা।

  • @mamunmohammed1395
    @mamunmohammed1395 2 ปีที่แล้ว +7

    শিরোনামহীনের গানগুলো সেইসব মানুষদের যারা সব হাড়িয়ে একাকিত্বে একটু অনুভূতি খুজে বাচে।

  • @5MinuteCraftsVideosideas
    @5MinuteCraftsVideosideas 5 ปีที่แล้ว +15

    I feel positive when I listen Turin vai. Style is unique and exciting. Never ending tune. I feel something different

    • @MohammoD__NaeeM
      @MohammoD__NaeeM 4 ปีที่แล้ว +1

      His name is Tuhin

    • @mnlrony5502
      @mnlrony5502 4 ปีที่แล้ว +1

      Areeeee Tune re,,,,, Tuhin Vaiiii,,,,,miss the old Shironamhin 😢😢

  • @আফিফতাহসানরাববী
    @আফিফতাহসানরাববী 3 ปีที่แล้ว +13

    আমাদের মাঝে আবার ফিরে আসেন 🥀🥀🥀 আগের মতো,,,, মিস করছি অনেক 😥😥

  • @IshratJahanReily
    @IshratJahanReily 4 ปีที่แล้ว +35

    দিস ভোকাল কুড নেভার বিন রিপ্লেসড ম্যান!!!!!

    • @tanvirpial
      @tanvirpial 2 ปีที่แล้ว +1

      funny his voice is flat and crap

    • @sarwarhossain6109
      @sarwarhossain6109 2 ปีที่แล้ว

      You are right

    • @mdrishadislam6789
      @mdrishadislam6789 2 ปีที่แล้ว +1

      ভাই এটাকি বাংলিশ ভাষা🙄

    • @EmonChowdhury444
      @EmonChowdhury444 2 ปีที่แล้ว +1

      এইটা আবার কোন ভাষা ভাই?🙄

  • @princeshawon461
    @princeshawon461 2 ปีที่แล้ว +1

    মুখে বরুন কানে হাত 🥰মায়াবি কন্ঠ এরি নাম তুহিন ভাই

  • @mohammadsaud8378
    @mohammadsaud8378 3 ปีที่แล้ว +7

    This man is a GEM! Pure GEM

  • @Ludihas78
    @Ludihas78 2 ปีที่แล้ว +4

    হেই মাশাল্লাহ। হেই কন্ঠ।
    ওয়াহ। ২০২২ সালে ছাপ দিলাম।

  • @mohammadisa2860
    @mohammadisa2860 ปีที่แล้ว +2

    TUHINS VOICE ONE IN A BILLION . WHAT A KILLER VOICE . LONG LIVE LEGEND .

  • @kazijifat2163
    @kazijifat2163 3 ปีที่แล้ว +1

    তুহিন ভাই আপনার গান এখনো শুনি। তুহিন ভাই এক নেশার নাম।

  • @jannattumpa3351
    @jannattumpa3351 2 ปีที่แล้ว +1

    ২০০৯ থেকে শুনছি আর তখন থেকেই ভালো লাগা শুরু

  • @Lkhon_Ahmed
    @Lkhon_Ahmed 4 ปีที่แล้ว +3

    "তোমার সুতোয় বাঁধা আকাশ ঝড়ো হাওয়ায় রঙ হারালে........ "
    এই লাইনটা বার বার শুনতে ইচ্ছে করে

    • @Taahmim
      @Taahmim ปีที่แล้ว

      2:53 শুনেন

    • @Lkhon_Ahmed
      @Lkhon_Ahmed ปีที่แล้ว +1

      @@Taahmim মনে করিয়ে দিলেন
      অনেকদিন পর আবার শুনলাম, ধন্যবাদ

    • @Taahmim
      @Taahmim ปีที่แล้ว

      @@Lkhon_Ahmed আমার মনে হইলো যে ২ বছর হয়ে গেছে। আবার শুনলে হয়তো ভালো লাগবে।
      এই প্যারাটাই 2:35 তুহিন ভাই এর থেকে ভালো এখনো কেউ গাইতে পারেনাই।

    • @Lkhon_Ahmed
      @Lkhon_Ahmed ปีที่แล้ว

      @@Taahmim হুম ভাইয়ের ভয়েস অসাধারণ, কয়েকমাস আগে কাছে থেকে দেখার সুযোগ হয়েছিল🤗
      আমাদের শহরে এসেছিলেন😍

  • @sazzadul_hasan_naeem.
    @sazzadul_hasan_naeem. ปีที่แล้ว +3

    Legendary Vocal❤️

  • @Salmanmehedi101
    @Salmanmehedi101 2 ปีที่แล้ว

    গানটি প্রকাশিত হওয়ার ৫ বছর পরে একটা কমেন্ট করে গেলাম। এখান থেকে ৫ বছর পরে যখন কেউ এই গানটা শুনবে তখন বুঝবে গানটি সব সময়ের জন্য প্রিয়।

  • @painless7400
    @painless7400 2 ปีที่แล้ว +1

    আজ প্রায় ৫ বছর পর সেই পুরোনো গান শুনতে আসলাম, আগের মতোই ভালোবাসা নিয়ে 😊

    • @remonislam5384
      @remonislam5384 2 ปีที่แล้ว

      ভাই তাকে ব্যান্ড থেকে বাদ দেওয়া হয়ছে কি।একটু ক্লিয়ার করে বল্লে ভালো হতো

  • @নাঈমুলইসলাম-ম৯ঘ
    @নাঈমুলইসলাম-ম৯ঘ ปีที่แล้ว +2

    তুহিন ভাইয়ের কন্ঠে যাদু আছে

  • @mdramim7221
    @mdramim7221 3 ปีที่แล้ว

    Aia gan gulo kokon o purono Hobe na projonmer por projonmer kase thake jabe🥰🥰🥰

  • @Mixbah
    @Mixbah 3 ปีที่แล้ว +1

    সময়ের গান অসময়ের গান, সবসময় শুনার মতো গান ❤️

  • @ahmedrahim606
    @ahmedrahim606 3 ปีที่แล้ว +1

    লাভ ইউ তুহিন ভাই বেশি কিছু না একটা কথা বলতে চাই তুহিন ভাই অসাধারণ একজন গায়ক তার তুলনা তিনি নিজেই তার প্রত্যেকটা গানে একেকটা স্মৃতিবিজড়িত ঘটনা রয়েছে আমার, তার গানগুলো যখনি শুনি তখনই স্মৃতিগুলো মনে পড়ে যায় সেই থেকে আজ অব্দি শুনছি এবং আজীবন শুনে যাব। ০৯-১২-২০২১

  • @arnobtalukder5576
    @arnobtalukder5576 2 ปีที่แล้ว +1

    ভাই হয়ত আমার জীবনের শোনা শ্রেষ্ঠ গান

  • @rabbyshah3495
    @rabbyshah3495 3 หลายเดือนก่อน

    2015 সাল থেকে শুনে আসতেছি। তুহিন ভাই তুমিই শেরা

  • @menonmridha5090
    @menonmridha5090 7 หลายเดือนก่อน

    তুহিন ভাই শিরোনামহীন থেকে চলে যাওয়ার পরে থেকে শিরোনামহীনকে শোনা আর নিজের কানকে শাস্তি দেওয়ার ছাড়া আর কিছু না।

  • @Raisuljibon
    @Raisuljibon 3 หลายเดือนก่อน

    শেষের সুর টার কোনো তুলনাই হয়না 😢😢😢

  • @imamhossain1391
    @imamhossain1391 ปีที่แล้ว +1

    আচমকা দিশেহারা কে কে হয়েছেন গানটা শুনে? কখনো কি লাইভ কনসার্ট শুনেছেন এ গান? সৌভাগ্য হয়েছে?? ❤

  • @rajun1573
    @rajun1573 3 ปีที่แล้ว +2

    হে হে হে হা আহা সেই লাগে টানটা❤️❤️❤️❤️❤️❤️

    • @AffectionateBasket-zz9kc
      @AffectionateBasket-zz9kc 3 หลายเดือนก่อน

      হেই হেই আহা আহা হা,, আমার কাছেও সেই লাগে

  • @tipukhan2830
    @tipukhan2830 11 หลายเดือนก่อน

    Osadaron
    Tuhin vai❤❤❤
    2024

  • @mwsajeeb5230
    @mwsajeeb5230 5 ปีที่แล้ว +81

    আমরা কি আপনাদের একসাথে আর একই স্টেজে দেখবো না?? খুব কষ্ট লাগে।😣

    • @M_H_Dipu
      @M_H_Dipu 3 ปีที่แล้ว

      💔💔💔

    • @mahfuz6208
      @mahfuz6208 3 ปีที่แล้ว

      না ভাইয়া

    • @musabbir012
      @musabbir012 3 ปีที่แล้ว

      Khub kosto lage re vai 😞

    • @sadmansakib528
      @sadmansakib528 3 ปีที่แล้ว +13

      তুহিন ভাই শিরোনামহীন এর গান লাইভ অনুষ্ঠানে গাওয়ার কারনে নোটিশ পাঠাইছিলো শিরোনামহীন। এতটা নিচে নামবে শিরোনামহীন ভাবতেও পারি নাই💔

    • @mrahamankhan8663
      @mrahamankhan8663 3 ปีที่แล้ว +8

      তুহিন ভাই ছাড়া শিরোনামহীন ভাবা যায়না।

  • @saikatmahmud3349
    @saikatmahmud3349 3 ปีที่แล้ว +7

    তুহিন ভাই ছাড়া "শিরোনামহীন" এর নাম হওয়া উচিত "অসমাপ্ত।"

  • @md.monirhossain212
    @md.monirhossain212 2 ปีที่แล้ว

    কারো অভাব কেউ পূরণ করতে পারেনা
    ❤️❤️❤️তুহিন ভাই❤️❤️❤️

  • @Tomioka-Giyuu6119
    @Tomioka-Giyuu6119 9 หลายเดือนก่อน

    শিরোনাহীন তুহিন ভাইয়ের অভাব যথেষ্ট পূরণ করে ফেলেছে৷ ইশতিয়াক ভাই এক কথায় অনবদ্য কিন্তু ইচ্ছে ঘুড়ি তুহিন ভাই ছাড়া অসম্পূর্ণ।
    Belive me Tuhin bhai owns Icche Ghuri

  • @NythonVaiaa-h2c
    @NythonVaiaa-h2c 5 หลายเดือนก่อน

    যদি এই গান কেউ ৫০ সালের দিকে শুনো তাহলে তোমার রুচিকে সম্মান জানাই।

  • @RanaSekh-y1y
    @RanaSekh-y1y 5 หลายเดือนก่อน

    অনেক প্রিয় একটা গান ❤

  • @mdnayemhossain8438
    @mdnayemhossain8438 3 ปีที่แล้ว

    miss you tuhin vhai, goto dui din ageo ei brand tate apnare khub miss korchi.

  • @RedLover-sn4bs
    @RedLover-sn4bs 3 ปีที่แล้ว

    Miss u lot Tuhin Vai...Apni chara shiromanhin Fully Shironamhin

  • @rohankhandaker5589
    @rohankhandaker5589 8 หลายเดือนก่อน

    Shironamhin manei tuhin vai❤

  • @PiashTalukder650
    @PiashTalukder650 11 หลายเดือนก่อน

    তোমাকে পেয়ে গেলে এত সুন্দর গানটা শোনা হতনা প্রিয়, স্মৃতিতে রেখে দিলাম, যুগ যুগ ধরে যখন মানুষ এই গানটা শুনতে আসবে, তখন নোটিফিকেশন পেয়ে আমিও আবার শুনতে আসবো, প্রিয় গানটা💔💔💔

  • @rofikulalom8512
    @rofikulalom8512 3 ปีที่แล้ว +3

    তুহিন ভাই সবাই কে একসাথে দেখতে চাই

  • @rakibkhan9102
    @rakibkhan9102 3 ปีที่แล้ว +1

    দশ এর দশকের শ্রেষ্ঠ গান
    আজ এই নির্ঘুম রাতের রাত জাগা প্রহরী।
    কে এই লিরিক্সের স্রষ্টা
    কে এই কথা গুলোর সুরকার
    তুহিন ভাই জিনিয়াস ভাই আপনি।
    আপনার তুলনা হয় নাহ।
    আপনি একজনই নতুন পথ চলায় স্বাগতম আমরা আছি থাকবো।

  • @biddutrahman4263
    @biddutrahman4263 3 ปีที่แล้ว

    এই গান শুনলে প্রিয় মানুষে কথা মনে পড়ে...

  • @alaminahmedabir9400
    @alaminahmedabir9400 2 ปีที่แล้ว

    ভালোবাসা অবিরাম তুহিন ভাইয়া❤️

  • @mazharulmudassar7318
    @mazharulmudassar7318 3 ปีที่แล้ว +1

    ২০১৫ থেকে শুনে আসছি শিরোনামহীন ব্যান্ডের গান

  • @aarafhasan1423
    @aarafhasan1423 3 ปีที่แล้ว

    Ufffffff....tuhin vaiiii👌👌👌👌🤘🤘🤘

  • @saikathassan9432
    @saikathassan9432 3 ปีที่แล้ว

    তানজির তুহিন ভাই,,তুমি মানেই শিরোনামহীন,

  • @shadutshawon5507
    @shadutshawon5507 ปีที่แล้ว

    Vai apnader ak sater sei jaiga ta opuron e roye gelo

  • @mdmasudrana1179
    @mdmasudrana1179 6 ปีที่แล้ว +2

    I love this song . Thanks Brother.

  • @sameulislam9270
    @sameulislam9270 หลายเดือนก่อน

    প্রতিদিন কমপক্ষে 50 বার শুনতে হয়😅😢

  • @HridoyDas-d7u
    @HridoyDas-d7u 7 หลายเดือนก่อน

    ওরা কারা যারা Ashes,Cirkout,Shironamhin নের মত ব্র্যান্ডের গান শুনতে ভালোবাসে সারা দেও

  • @md.abdurrahimmia1048
    @md.abdurrahimmia1048 5 ปีที่แล้ว +2

    Best music for this song among all the music I heard for this song.

  • @masumkhan4469
    @masumkhan4469 3 ปีที่แล้ว +1

    ২০৫০ সালে যারা শুনবে তাদের জন্য এই কমেন্ট টা।

  • @kanizsarwar7961
    @kanizsarwar7961 5 ปีที่แล้ว +1

    Kothai haria gelo Tuhin,Jia r onno ra.ato praner choya pay ki amader chale mayara ahj.plz abar fira asen.miss all of u.Please please come back again...........

  • @belayetullah3952
    @belayetullah3952 ปีที่แล้ว

    লাভ ইউ।
    তুহিন ভাই আর শিরোনামহীন।

  • @PurbaPurush
    @PurbaPurush ปีที่แล้ว

    তুহিন ভাই, miss u a lot

  • @gmrabbi1409
    @gmrabbi1409 3 ปีที่แล้ว

    ভাই তুই সেরা ভাই🙂
    সবাই বুঝবেনা গানগুলো😊

  • @farukchowdhury1069
    @farukchowdhury1069 2 ปีที่แล้ว

    Tuhin vaii❤️❤️❤️🤘

  • @smtamim6046
    @smtamim6046 2 ปีที่แล้ว

    Vlobasar bhaii ta 🥰

  • @kazisajib112
    @kazisajib112 2 ปีที่แล้ว

    সেই ২০০৮/২০০৯ থেকে শুনছি কিন্তু আবেগের আজও কোনো পরিবর্তন হয়নি।

  • @mdalisikdar1300
    @mdalisikdar1300 3 ปีที่แล้ว +1

    I love ❤️ tohin vai apne sara shiro namhin,, sodoe namhin

  • @mdnajmussakibrajon553
    @mdnajmussakibrajon553 3 ปีที่แล้ว

    সেই স্কুল লাইফে শুনতাম।।। এখনো শুনতেছি।।।।।। ফিল!!!!!

  • @MdRakib.hasan_1
    @MdRakib.hasan_1 2 ปีที่แล้ว

    2022 ami sunse. Joss song bro😻😻😻😻😻

  • @KamrulHasan-zj6ko
    @KamrulHasan-zj6ko ปีที่แล้ว

    Legend never die tuhin vai amdr sobar majhe acca

  • @loveispower1319
    @loveispower1319 ปีที่แล้ว

    গানটির বড় একটি দোষ হল গানটি চার মিনিটেই শেষ হয়ে যায়।

  • @srlitonsrliton4302
    @srlitonsrliton4302 4 ปีที่แล้ว

    এই গান গুলো শুনলে ৯০ দশকের কথা মনে পড়ে যায়। সেই সময়ের হাসান, জেমস, অাইয়্যুব বাচচু, শাফিন অাহমেদ অারো অনেকে

  • @ahshohan5836
    @ahshohan5836 2 ปีที่แล้ว

    তুহিন ভাই আপনি সবার সেরা।।

  • @monjurulislamshakil5012
    @monjurulislamshakil5012 2 ปีที่แล้ว

    তুহিন ভাই মানেই ভালোবাসা ❤️

  • @RabbyHasan-d9p
    @RabbyHasan-d9p ปีที่แล้ว

    Tuhin vai🔥🔥

  • @shaharulahamed9683
    @shaharulahamed9683 4 ปีที่แล้ว +1

    সাদা কালো দিনগুলার কথা খুব করে মনে পড়ছে।
    সেই আকাশটা অনেকই নিল ছিলো তাই বুঝি ইচ্ছে ঘুড়ি হারায়

  • @RobiulislamRakib-v7h
    @RobiulislamRakib-v7h หลายเดือนก่อน

    তুহিন ভাই সেরা💥💫

  • @arafatshaon863
    @arafatshaon863 2 ปีที่แล้ว

    Tanzir tuhin vaii always best ❤️🥀

  • @rnmithun
    @rnmithun 6 ปีที่แล้ว +3

    just boss Tuhin vai

  • @Ah.Shabuj
    @Ah.Shabuj 4 ปีที่แล้ว

    Osadgarooon love this song

  • @bmriganmahmud
    @bmriganmahmud 3 ปีที่แล้ว

    /ভালোবাসা তুহিন ভাই,!💓❤️

  • @arianrobin8405
    @arianrobin8405 2 ปีที่แล้ว

    ভালোবাসার তুহিন ভাই ❤️