কোম্পানি করার সবচেয়ে বড় সুবিধা; কোম্পানির লিগ্যাল পার্সোনালিটি, দায় মুক্তি ও মালিকদের সুরক্ষা
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- কোম্পানির মাধ্যমে একটা ব্যবসা পরিচালনা কারার সবচেয়ে বড় সুবিধা হল কোম্পানির লিগ্যাল পার্সোনালিটি, যার ফলে কোম্পানি নিজে আইনের মাধ্যমে আলাদা একটি ব্যক্তি সত্তা হয়ে ওঠে তার আয়-ব্যায়, লাইসেন্স, অভিজ্ঞতা, দায়, দেনা সকল কিছুই কোম্পানির নামে হয়। কোম্পানির মালিক পক্ষ এবং কর্মচারীরা আলাদা কাজ করে এবং প্রত্যেকে কেবলমাত্র তাদের কাজে জন্য দায়ী হবে, সঠিক প্রক্রিয়া ও আইন মেনে কাজ করলে, সুচিন্তা নিয়ে কাজ করলে কোম্পানি লস খেলেও, বিপদে পড়লেও বা মামলা মোকদ্দমায় জরালেও মালিক-গনের কোন ক্ষতি হয় না। তারা দায় মুক্তি পায় ও মালিকদের ব্যক্তিগত সম্পদ, অন্য ব্যবসা, পারিবারিক সম্পদ ও ব্যবসা সুরক্ষিত থাকে।
-----------------------------------------------------------
এই ভিডিওতে আপনি পাবেন:
-----------------------------------------------------------
কোম্পানির লিগ্যাল পার্সেনালিটি - Legal Personality of a Company
অংদারদের /মালিকদের দায়মুক্তি - Indemnity of Shareholders
দায় কখন আসবে;
কে কখন, কিভাবে এবং কোন ক্ষেত্রে দায়ী হবে, ব্যাংক লোন, ম্যনেজিং ডিরেক্টর, চেয়াম্যান, ডিরেক্টর ও কর্মচারীদের দায়-দায়িত্ব, কর্তব্য, সিদ্ধান্ত, ক্ষমতার অপব্যবহার, ইত্যাদি।
আরো দেখুন:
কোম্পানি গঠন করে কি লাভ ও কি ক্ষতি? কোম্পানি vs পার্টনারশিপ vs প্রোপাইটরশিপ: • কোম্পানি গঠন করে কি লা...
কোম্পানি আইন নিয়ে সকল ভিডিও: • কোম্পানি আইন - Company...
যে কোন আইনি প্রফেশনাল হেল্প পেতে
আমাদের ফেসবুকে নক করুন এই লিংকে: / lawhelpbd অথবা
ই-মেইল করুন এই ঠিকানায়: lawhelpbd@gmail.com অথবা
আমাদের সাইট ভিজিট করুন -আমাদের মেইন (ইংরেজি) ওয়েবসাইট: www.lawhelpbd.com
আমাদের বাংলা ওয়েবসাইট: bangla.lawhelp...
আমাদের আইনের লেকচার, বই ও টিউটোরিয়াল পেতে চোখ রাখুন: ainpathshala.com এ
---------------
রচনা, সম্পাদনা ও উপস্থাপনায়
অ্যাডভোকেট রায়হানুল ইসলাম
প্রধান সম্পাদক, ল হেল্প বিডি
পরিচালক, আইন পাঠশালা
সময় নিতে যোগাযোগ করুন: +8801711386146 (বিকাল ৫ - রাত ৯ টা)
email: adv.rayhanulislam@gmail.com
দুইটি কোম্পানি হলে টিন সাটিফিকেট কয়টি হবে
TIN Certificate ও ২ টি হবে।
স্যারের চেম্বার ঢাকায় না চট্রগ্রাম জানাবেন দয়াকরে।
চেম্বার ঢাকায়, তবে চট্টগ্রামের কাজও করে থাকি।