৯০% মুসলমানের দেশের জাতীয় সঙ্গীতে মা-এর আকাশ, বাতাস, ঋতু এসব মানলে মুসলিম হিসেবে শিরক করা হয়। সকল সৃষ্টির স্রষ্টা একমাত্র মহান আল্লাহ। Emotion দিয়ে চিন্তা না করে সবাইকে logically চিন্তা করার আহবান জানাচ্ছি।
@@mdebrahim6341 জাতীয় সংগীতে দেশের নাম থাকতে হবে এই সংবিধান কই পাইছেন? আর সব দেশের জাতীয় সংগীতে সব দেশের নাম উল্লেখ করতে হবে তার এমন কোন বাধ্যবাদকতা নাই।
@@mdebrahim6341toder Bangladesh niye ato khujli hoy kn.akhon national theme paltaccis kichu din por bolbi Muktijoddhara kicui na akhoni toh tader somman koris na
কি মধুর সুর। দেশ থেকে এত দূরে থেকেও এই গান শুনলে মনে হয় চলে গেছে ছোট্ট স্কুল জীবনে লাইন দাড়িয়ে গান গাওয়া। জোর করে জাতীয় সংগীত পরিবর্তন করবে। কিন্তু মানুষের হৃদয় অন্তর মন থেকে কিভাবে এই জাতীয় সংগীত মুছে দেবে।
একমাত্র ভারতের প্রেতাত্মারাই চায় এ জাতীয় সংগীত থাক। এটা সূর চুরি করে লেখা হয়েছে, এটা আমাদের চুরি করার প্রতি উৎসাহিত করে, তাইতো বাংলাদেশ চুরির জন্য বিখ্যাত, তাই একজন সুনাগরিক হিসাবে আমি চাই এ জাতীয় সংগীত পরিবর্তন হোক। জয় হোক মানবতার, নিপাত যাক চৌর্যবৃত্তি। ধন্যবাদ সবাইকে।
৯০% মুসলমানের দেশের জাতীয় সঙ্গীতে মা-এর আকাশ, বাতাস, ঋতু এসব মানলে মুসলিম হিসেবে শিরক করা হয়। সকল সৃষ্টির স্রষ্টা একমাত্র মহান আল্লাহ। Emotion দিয়ে চিন্তা না করে সবাইকে logically চিন্তা করার আহবান জানাচ্ছি।
৯০% মুসলমানের দেশের জাতীয় সঙ্গীতে মা-এর আকাশ, বাতাস, ঋতু এসব মানলে মুসলিম হিসেবে শিরক করা হয়। সকল সৃষ্টির স্রষ্টা একমাত্র মহান আল্লাহ। Emotion দিয়ে চিন্তা না করে সবাইকে logically চিন্তা করার আহবান জানাচ্ছি।
৯০% মুসলমানের দেশের জাতীয় সঙ্গীতে মা-এর আকাশ, বাতাস, ঋতু এসব মানলে মুসলিম হিসেবে শিরক করা হয়। সকল সৃষ্টির স্রষ্টা একমাত্র মহান আল্লাহ। Emotion দিয়ে চিন্তা না করে সবাইকে logically চিন্তা করার আহবান জানাচ্ছি।
@@shoaib_uzzaman মাতৃভূমি আগে মা। ৯০% মুসলমান সব কিছুই ধর্মের দোহাই দিয়ে চালিয়ে দিলে কেমন হবে। মা বুঝানো হয়েছে বাংলা মাকে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
@@mdrezaulkarim1361কিসের বাংলা মা, দেশকে সবাই ভালবাসে তাই বলে তোমাদের দুর্গা মায়ের মতো দেশকে মা বলতে পারবো না, আর যেই সংগীত দুর্গাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে এবং যেই সংগীত একজন মুসলিম বিদ্বেষী লিখেছেন সেই সংগীত আমরা কখনোই মানি না
আন্তর্জাতিক কোন প্রতিযোগিতায় যখন "আমার সোনার বাংলা" গানটি শুনি তখন মনের ভেতর এক তীব্র দেশপ্রেম ও মাতৃভূমির প্রতি গভীর অনুরাগ জেগে ওঠে । যা ভাষায় প্রকাশ করা অসম্ভব । মা আর মাতৃভূমি যে অভিন্ন সেই কথা বারেবার মনে পড়ে যায় । গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য আর বাংলার সাধারণ মানুষের সরলতার এক অপরূপ মিসেল ঘটেছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা "আমার সোনার বাংলা" গানটিতে ।এর থেকে হৃদয়স্পর্শী দেশ বন্দনা আর কি হতে পারে ?
আহা,!!!😢😢😢 শুনলেই কলিজা ঠান্ডা হয়ে যায়,,, চোখে জল এসে যায়,,,,যে এই জাতীয় সংগীতের পরিবর্তন চাইবে,,,,তার কালো হাত ভেঙ্গে দিবো ইনশাআল্লাহ ✊🤛👊,,দাজ্জালদের হাত থেকে রক্ত দিয়ে হলেও রক্ষা করবো আমার সোনার বাংলা,,,বাঙ্গালীর ভাষা, ঐতিহ্য,সংস্কৃতি,,জন্মভূমির মাটি ও মানুষ❤❤❤,,,,আগাধ ভালোবাসা আমার প্রানের সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,,,আমার প্রানের চেয়েও বেশি❤❤❤
🙏🏻🥺 আমি একজন ভারতীয় 🇮🇳 বাঙালি হয়ে বলছি 🇧🇩 বাংলাদেশি ভাই ও বোনদের যে ভারত ও বাংলােশের মধ্যে যতই তিক্ততা আসুক না কেন কিন্তু অনুগ্রহ করে রবি ঠাকুরের রচিত এই গানকে জাতীয় সঙ্গীত হিসেবে বাতিল করবেন না প্লিজ 🥺🙏🏻 । আপনাদের এই জাতীয় সঙ্গীত " আমার সোনার বাংলা " আমার মনেও যেন শান্তির ধারা বয়ে আনে এবং চোখ দুটো অশ্রুতে ভিজে উঠে । 😭🇧🇩🙏🏻 🥺 বাংলাদেশের আমার সকল ভাই বোন সবার জন্য মঙ্গল কামনা করছি এখান থেকে 🇮🇳❤️🇧🇩
1947 সালে ব্রিটিশ থেকে স্বাধীনতার পর আমরা একটি জাতীয় সংগীত লাভ করি। 1971 সালে পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার পর আমরা অন্য একটি জাতীয় সংগীত লাভ করি। 2024 সালে ভারত থেকে স্বাধীন হওয়ার পর এবার আমাদের নতুন আরেক জাতীয় সংগীত প্রয়োজন।
এই পতাকা,এই মানচিত্র, এই জাতীয় সংগীত এর জন্য যা জীবন দিয়ে যুদ্ধ করে এই দেশটা স্বাধীন করছে তাদের কাছে কি উওর দিবেন? নাকি তাদের দোষ কেন তারা এই পতাকা এই মানচিত্র,এই জাতীয় সংগীত এর জন্য জীবন দিছে। কেন তারা সে সময় রাজাকার ছেলে কাছ থেকে কোনটা স্বাধীন দেশের জাতীয় সংগীত হবে তা নির্ধারন করে নিলো না? সে সময় কেন ভারত আকাশ পথে পাকিস্তানের সেনার ওপর হামলা চালাও কেন ভারত বাংলাদেশ কে সাহায্য করে যুদ্ধ জয়ী হতে যার জন্য ভারত কে আমি দুচোখে দেখতে চাই না? আমার মনে হয় এখন সময় রাজাকার এর আদর্শে উজ্জীবীত হয়ে আমাদের উচিত মুক্তি যুদ্ধ সকল শহিদ এবং যারা জীবিত ছিলো তাদের সবার বিচার হওয়া দরকার,সাথে মুজিব সহ জাতীয় চার নেতা তাদের ও বিচার হওয়া দরকা? ধিক্কার জানাই এই সময়ে মেধাবী মানুষ থেকে শুরু করে সকল সব পেশার মানুষের ওপর,যারা সময়ের পরিবর্তন এর সাথে সাথে অতীত কে ভুলে যায়। হয় যারা এসব পরিবর্তন করতে চাই তাদের বিচার করুন, না হয় আমাদের সাথে যুদ্ধ ঘোষণা করেন
কিছু মনে করবেন না ভারতের সঙ্গে আপনাদের যুদ্ধ হলো কখন যে আপনারা ভারত থেকে স্বাধীনতা পেয়েছেন বলছেন আর তো ভারত কোনোদিন বাংলাদেশ দখল করেনি যে স্বাধীনতার কোন প্রশ্ন ওঠে ওটা আপনাদের ধারণা । নিজেদের মধ্যে হুড়হুড়ি করে একদল জয়লাভ করে বলছেন ভারত থেকে স্বাধীনতা পেয়েছেন বাহ্ 😂😂😂
৯০% মুসলমানের দেশের জাতীয় সঙ্গীতে মা-এর আকাশ, বাতাস, ঋতু এসব মানলে মুসলিম হিসেবে শিরক করা হয়। সকল সৃষ্টির স্রষ্টা একমাত্র মহান আল্লাহ। Emotion দিয়ে চিন্তা না করে সবাইকে logically চিন্তা করার আহবান জানাচ্ছি।
@@tanupdebnath সরকার বদলেছে বলে জাতীয় সঙ্গীত বদলাতে হবে এমনটা নয়। এর আগেও ও অনেক বার এটি পরিবর্তনের দাবি উঠেছে । এর পেছনে যথেষ্ট কারন কাছে । এ গানে কিছু লাইন আছে যা কিনা শিরক। দিতীয় এটা ভারতীয় সংগীত, ভারতীয় সংগীত কখন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না । বাংলাদেশের জাতীয় সঙ্গীত এ থাকবে বাংলাদেশের ঐতিহ্যের কথা, স্বাধীনতার কথা।
@@PrasantaSen-he7vt আপনি বাংলাদেশি যদি হোন এই টাইপের উস্কানিমূলক কথা এই মুহূর্তে কি না বললেই নয়।এই ধর্ম নিয়ে টানাটানি করে বিভেদ বাড়াবেন না।আর যদি আপনি পশ্চিম বাঙাল হোন তাহলে বলব আমাদের দেশের অভ্যন্তরীণ ব্যপারে নাক গলাবেন না।অতিরিক্ত কোন কিছুই ভালো না
জাতীয় সংগীত শুনলে শরীরের লোম দাড়িয়ে যায়🔥 আর একদল বলে কিনা এই সংগীত শুনলে নাকি ঘুম চলে আসে।তোমরা এতদিন ঘুমিয়ে ছিলে,আর এখনও ঘুমিয়েই আছও।নিজের দেশের প্রতি দেশাত্ববোধ থাকলে এই গানের প্রতি এইভাবে কেউ অশ্রদ্ধার কথা বলত না 😢 আমাদের জাতীয় সংগীত পৃথিবীর সেরা জাতীয় সংগীত 🥰 একটা রাজাকারের বাচ্ছার কথায় জাতীয় সংগীত পরিবর্তনের প্রশ্নই আসেনা
@@FootballWorld-py8om কত সাল, কোন প্রেক্ষাপট এগুলো সবই জানি ভাই। এই জাতীয় সংগীত গাইলে অন্যরকম অনুভুতির সৃষ্টি হয় যা আর কোন গানের দ্বারা হয়না।আপনি এই গান শুনলে মুহুর্তের মধ্যে আপনার রক্ত গরম হবে,দেশের প্রতি আবেগ অন্য মাত্রায় পৌছাবে, দেশের জন্য যেকোন সময় আপনি জীবন বিলিয়ে দিতে প্রস্তুত হবেন। আমার সোনার বাংলা অমি তোমায় ভালবাসি। জাতীয় সংগীত হিসেবে এটা শ্রেষ্ঠ এবং পৃথিবীর সবচেয়ে সেরা জাতীয় সংগীত 🥰
বাংলাদেশের জাতীয় সঙ্গীতে “বাংলাদেশ” নেই। আছে “বাংলা” এটা ভারতের অন্তর্ভুক্ত অঞ্চল|🇮🇳 ভারতের দুইটি রাজ্য পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার সম্পূর্ণ অংশ এবং আরেকটি রাজ্য আসামের কিছু অংশ নিয়ে “বাংলা” গঠিত। তাই বলা বাহুল্য, “আমার সোনার বাংলা” বলে এখানে বাংলাদেশকে বোঝানো হয়নি। বরং রবি ঠাকুর এর দ্বারা ভারতের সেই “বাংলা” অঞ্চলকে বুঝিয়েছেন। তিনি সেই অঞ্চলের বাসিন্দা ছিলেন বলেই সেই অঞ্চলকে লক্ষ্য করে তিনি এ সঙ্গীত রচনা করেছেন। ❝আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি❞🇮🇳 দুই বাংলা বিভক্ত হোক এটা তিনি চায়নি? আর তাই তো ভারতের স্বাধীনতা দিবসে সেই অঞ্চলের বাসিন্দাগণ রবি ঠাকুরের সেই সঙ্গীত “আমার সোনার বাংলা“ গেয়ে থাকেন। আমাদের জাতীয় সঙ্গীতে যদি বলা হতো--“আমার সোনার বাংলাদেশ, আমি তোমায় ভালবাসি তাহলে ঠিক ছিলো। কিন্তু সেখানে তো রয়েছে “বাংলা” অঞ্চলের কথা--যা ভারতের অন্তর্ভুক্ত এলাকা🇮🇳 সুতরাং যে সঙ্গীতে বাংলাদেশের কথা নেই, আছে ভারতের “বাংলা” অঞ্চলের কথা, সেই সঙ্গীত এ বাংলাদেশকে উদ্দেশ্য করে গাইলে তা এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে ক্ষুন্ন করে। এ অবস্থায় তা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কীভাবে?? ১৯০৫ সালে লেখা একটা গান ১৯৭২ সালে (স্বাধীনতার ৬৫ বছর আগে লেখা) অন্য আরেকটা দেশের জাতীয় সঙ্গিত হয় কীভাবে?🇧🇩 যেই গীতে বাংলাদেশ শব্দটি পর্যন্ত নেই! সেটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কীভাবে?? যেই গীত তৎকালীন পূর্ব বাংলার স্বার্থের বিপরীতে রচিত,তা স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কিভাবে? যেই গীতে মানুষের ঘুম আসে, সেটি মানুষকে ঘুম থেকে জাগাবে কীভাবে? যেই গীত স্বৈরতন্ত্র রক্ষায় কাজ করে, সেটি স্বৈরতন্ত্রমুক্ত দেশের জাতীয় প্রতীক হয় কিভাবে? যে সংগীতে তারুণ্যের টগবগে খুন উদ্দীপ্ত হয় না, সেটা দেশের জাতীয় সংগীত হয় কিভাবে? 🇧🇩✊🏿
৯০% মুসলমানের দেশের জাতীয় সঙ্গীতে মা-এর আকাশ, বাতাস, ঋতু এসব মানলে মুসলিম হিসেবে শিরক করা হয়। সকল সৃষ্টির স্রষ্টা একমাত্র মহান আল্লাহ। Emotion দিয়ে চিন্তা না করে সবাইকে logically চিন্তা করার আহবান জানাচ্ছি।
৯০% মুসলমানের দেশের জাতীয় সঙ্গীতে মা-এর আকাশ, বাতাস, ঋতু এসব মানলে মুসলিম হিসেবে শিরক করা হয়। সকল সৃষ্টির স্রষ্টা একমাত্র মহান আল্লাহ। Emotion দিয়ে চিন্তা না করে সবাইকে logically চিন্তা করার আহবান জানাচ্ছি।
"আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান!" গানটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এক অনন্য সৃষ্টি, জাতীয় সংগীত পরিবর্তনের প্রয়োজন হলে এই গানটি জাতীয় সংগীত হবার দাবি রাখে।
"মা তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি।" আহা! পৃথিবীর আর কোন্ সঙ্গীতে এত মায়া আছে! প্রিয় বাংলাদেশ, জাতীয় সঙ্গীত পরিবর্তনের সব অপচেষ্টা কে রুখে দাও।
এই সংগীতের চেয়েও সুন্দর আবেগের সঙ্গীত আছে। এই সঙ্গীতকে ভালোবাসার আগে এই দেশকে ভালোবাসা উচিত। যারা এই দেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়, তারাই এই সংগীত ভালোবাসা।
মোটেই না। এই গান একান্তই বাংলাদেশের গ্রাম নদী মাঠ ঘাটের গান, এর থেকে সুন্দর গান আর কিছু আপনি পেয়ে থাকলে, যারা ঐ গান লিখেছে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন। তারা বলবে, বাবারে রবীন্দ্রনাথের গানের থেকে সুন্দর আমার গান হতেই পারে না।
পাকিস্তানের ইয়াহিয়া খান বলেছিলো, দেশ দিয়ে গেছি কিন্তু এই দেশে যে বীজ ছেড়ে দিয়ে গেছি তারা ৫০ বছর পরে হলেও আওয়াজ দিবে। রক্ত কথা বলে -------- আজ সেই সত্যই প্রমাণিত হচ্ছে।
একমাত্র, ভারতের প্রেতাত্মারাই চায় এ জাতীয় সংগীত থাক। এটা সূর চুরি করে লেখা হয়েছে, এটা আমাদের চুরি করার প্রতি উৎসাহিত করে, তাইতো বাংলাদেশ চুরির জন্য বিখ্যাত, তাই একজন সুনাগরিক হিসাবে আমি চাই এ জাতীয় সংগীত পরিবর্তন হোক। জয় হোক মানবতার, নিপাত যাক চৌর্যবৃত্তি। ধন্যবাদ সবাইকে।
একমাত্র ভারতের প্রেতাত্মারাই চায় এ জাতীয় সংগীত থাক। এটা সূর চুরি করে লেখা হয়েছে, এটা আমাদের চুরি করার প্রতি উৎসাহিত করে, তাইতো বাংলাদেশ চুরির জন্য বিখ্যাত, তাই একজন সুনাগরিক হিসাবে আমি চাই এ জাতীয় সংগীত পরিবর্তন হোক। জয় হোক মানবতার, নিপাত যাক চৌর্যবৃত্তি। ধন্যবাদ সবাইকে।
একমাত্র ভারতের প্রেতাত্মারাই চায় এ জাতীয় সংগীত থাক। এটা সূর চুরি করে লেখা হয়েছে, এটা আমাদের চুরি করার প্রতি উৎসাহিত করে, তাইতো বাংলাদেশ চুরির জন্য বিখ্যাত, তাই একজন সুনাগরিক হিসাবে আমি চাই এ জাতীয় সংগীত পরিবর্তন হোক। জয় হোক মানবতার, নিপাত যাক চৌর্যবৃত্তি। ধন্যবাদ সবাইকে।
বাংলাদেশের জাতীয় সঙ্গীতে “বাংলাদেশ” নেই। আছে “বাংলা” এটা ভারতের অন্তর্ভুক্ত অঞ্চল|🇮🇳 ভারতের দুইটি রাজ্য পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার সম্পূর্ণ অংশ এবং আরেকটি রাজ্য আসামের কিছু অংশ নিয়ে “বাংলা” গঠিত। তাই বলা বাহুল্য, “আমার সোনার বাংলা” বলে এখানে বাংলাদেশকে বোঝানো হয়নি। বরং রবি ঠাকুর এর দ্বারা ভারতের সেই “বাংলা” অঞ্চলকে বুঝিয়েছেন। তিনি সেই অঞ্চলের বাসিন্দা ছিলেন বলেই সেই অঞ্চলকে লক্ষ্য করে তিনি এ সঙ্গীত রচনা করেছেন। ❝আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি❞🇮🇳 দুই বাংলা বিভক্ত হোক এটা তিনি চায়নি? আর তাই তো ভারতের স্বাধীনতা দিবসে সেই অঞ্চলের বাসিন্দাগণ রবি ঠাকুরের সেই সঙ্গীত “আমার সোনার বাংলা“ গেয়ে থাকেন। আমাদের জাতীয় সঙ্গীতে যদি বলা হতো--“আমার সোনার বাংলাদেশ, আমি তোমায় ভালবাসি তাহলে ঠিক ছিলো। কিন্তু সেখানে তো রয়েছে “বাংলা” অঞ্চলের কথা--যা ভারতের অন্তর্ভুক্ত এলাকা🇮🇳 সুতরাং যে সঙ্গীতে বাংলাদেশের কথা নেই, আছে ভারতের “বাংলা” অঞ্চলের কথা, সেই সঙ্গীত এ বাংলাদেশকে উদ্দেশ্য করে গাইলে তা এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে ক্ষুন্ন করে। এ অবস্থায় তা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কীভাবে?? ১৯০৫ সালে লেখা একটা গান ১৯৭২ সালে (স্বাধীনতার ৬৫ বছর আগে লেখা) অন্য আরেকটা দেশের জাতীয় সঙ্গিত হয় কীভাবে?🇧🇩 যেই গীতে বাংলাদেশ শব্দটি পর্যন্ত নেই! সেটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কীভাবে?? যেই গীত তৎকালীন পূর্ব বাংলার স্বার্থের বিপরীতে রচিত,তা স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কিভাবে? যেই গীতে মানুষের ঘুম আসে, সেটি মানুষকে ঘুম থেকে জাগাবে কীভাবে? যেই গীত স্বৈরতন্ত্র রক্ষায় কাজ করে, সেটি স্বৈরতন্ত্রমুক্ত দেশের জাতীয় প্রতীক হয় কিভাবে? যে সংগীতে তারুণ্যের টগবগে খুন উদ্দীপ্ত হয় না, সেটা দেশের জাতীয় সংগীত হয় কিভাবে? 🇧🇩✊🏿
নতুন জাতীয় সঙ্গীত যেটা হবে সেটার মধ্যে আমাদের দেশের কথা আরও বেশি আবেগের হবে। যে দেশ জন্মের আগেই তার জাতীয় সঙ্গীত লেখা হয়, বুঝতে হবে সেটা অসম্পূর্ণ, অসামঞ্জস্য!
৯০% মুসলমানের দেশের জাতীয় সঙ্গীতে মা-এর আকাশ, বাতাস, ঋতু এসব মানলে মুসলিম হিসেবে শিরক করা হয়। সকল সৃষ্টির স্রষ্টা একমাত্র মহান আল্লাহ। Emotion দিয়ে চিন্তা না করে সবাইকে logically চিন্তা করার আহবান জানাচ্ছি।
বিহার,উড়িষ্যা, ঝাড়খন্ড, ত্রিপুরা, মিজোরাম, মনিপুর, অরুণাচল, আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, সিকিম, বাংলাদেশ মিলে ইউনাইটেড বাংলা। এখানে মানুষ স্বাবলম্বী হয়ে উঠবে ভৌগোলিকভাবে এটি দেখা যাচ্ছে এবং অর্থনৈতিকভাবে উন্নতি করবে।এর জন্য দরকার দক্ষিণ এশিয়ার ইউনিয়ন। আর@@microdraft5233
ভ পাকিস্তানীরা ভারতের মতো স্বাধীনতা দিয়েছি এবং খুবই জটিল আলেমরা ধরবেন পাকিস্তান তারা নিজেদের ভূখণ্ড রক্ষার জন্য কিংবা উদ্ধার করার জন্য সাহায্য-সহযোগিতা করতে পারে একসাথে কাজ করতে পারি চীন কিংবা পাকিস্তান কিংবা অন্যান্য যে ভারতের রাজ্য গুলা@@srikantopal1460
আবাগে জল আসে কিন্তু সংগ্রামি হওয়া যায় না 😊😊 আমি পরিবর্তন চাই আমামদের মুক্তি যুদ্ধের কথা থাকবে যেখানে ত্রিশ লক্ষ মানুষ শহিদ হয়েছে আর আমারা বাংলা চাইনা বাংলাদেশ নামে জাতীয় সংগীত চাই
পশ্চিমবঙ্গ থাকুক না থাকুক, বাংলাদেশই হল বাংলা। একশ বছর, হাজার বছর পরে বাংলা ভাষা, সংস্কৃতি ধারণ করার জন্য, রবীন্দ্রনাথ নজরুলকে রক্ষা করার জন্য পশ্চিমবঙ্গ থাকবে না, আমাদের বাংলাদেশই থাকবে।
হিন্দি বলতে কোন ভাষা নেই। ওটা একটা কৃত্রিম ভাষা। বাংলা ভাষা আর বাংলা ভাষার সাহিত্যিককেরা কখনো হিন্দি বা উর্দুর গোলামি করেনি। এই অঞ্চলের সব ভাষার মধ্যে সবচেয়ে সুন্দর আর শক্তিশালী ভাষা হল বাংলা- তার কারণ বাংলা ভাষার রবীন্দ্রনাথ থেকে নজরুল, আহসান হাবীব থেকে শক্তি চট্টোপাধ্যায়ের মত সব অনন্য কবি সাহিত্যিকেরা। এদেরকে শ্রদ্ধা করা বাঙালির শিখতে হবে।
৯০% মুসলমানের দেশের জাতীয় সঙ্গীতে মা-এর আকাশ, বাতাস, ঋতু এসব মানলে মুসলিম হিসেবে শিরক করা হয়। সকল সৃষ্টির স্রষ্টা একমাত্র মহান আল্লাহ। Emotion দিয়ে চিন্তা না করে সবাইকে logically চিন্তা করার আহবান জানাচ্ছি।
৯০% মুসলমানের দেশের জাতীয় সঙ্গীতে মা-এর আকাশ, বাতাস, ঋতু এসব মানলে মুসলিম হিসেবে শিরক করা হয়। সকল সৃষ্টির স্রষ্টা একমাত্র মহান আল্লাহ। Emotion দিয়ে চিন্তা না করে সবাইকে logically চিন্তা করার আহবান জানাচ্ছি।
জাতীয় সংগীত আমাদের প্রাণের সংগীত ৩০লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা এই দেশের জম্ম হয় এই গান গেয়ে মুক্তিযোদ্ধার বিজয় লাভ করে এই দেশ সব ধর্মের মানুষের জন্য সমান।
জাতীয় সংগীত আছে, থাকবে, যতদিন এ বঙ্গভূমি, বাংলাদেশ আছে!🤘🏾💗 জ'ঙ্গীগোষ্ঠী একসময় মিশে যাবে মাটির তলে,,কেউ মনে রাখবে না, কেউ স্মরণ করবে না তাদের - কিন্তু এ সংগীত, রবীন্দ্রনাথ থেকে যাবেন যুগ যুগান্তরে,,কেউ বিস্মরণ ঘটাতে পারবে না!🥰
এই সংগীত শুধু বাংলাদেশের জন্য, যারা বাংলাদেশী চেতনা ধারণ করবে তাদের জন্য এই জাতীয় সংগীত আর যারা, বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না শুধু তারাই বলবে সংগীতকে বদলি করার জন্য বলে আমাদের এই জাতীয় সংগীত কখনো বদলানো যাবে না, শুধু মানুষ বদলাতে হবে, জাতীয় সংগীত কে নয়
৯০% মুসলমানের দেশের জাতীয় সঙ্গীতে মা-এর আকাশ, বাতাস, ঋতু এসব মানলে মুসলিম হিসেবে শিরক করা হয়। সকল সৃষ্টির স্রষ্টা একমাত্র মহান আল্লাহ। Emotion দিয়ে চিন্তা না করে সবাইকে logically চিন্তা করার আহবান জানাচ্ছি।
যদি সংবিধান পরিবর্তন হয়। বাংলাদেশের দাপ্তরিক নাম "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" থেকে "বাংলা প্রজাতন্ত্র" রাখা হোক। তাহলে বাংলা মানেই যে বাংলাদেশ এ ব্যাপারে আর কোনো সংশয় থাকবে না।
৯০% মুসলমানের দেশের জাতীয় সঙ্গীতে মা-এর আকাশ, বাতাস, ঋতু এসব মানলে মুসলিম হিসেবে শিরক করা হয়। সকল সৃষ্টির স্রষ্টা একমাত্র মহান আল্লাহ। Emotion দিয়ে চিন্তা না করে সবাইকে logically চিন্তা করার আহবান জানাচ্ছি।
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সংগীত আমাদের প্রাণের সংগীত ৩০লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা এই সংগীত গেয়ে মুক্তিযোদ্ধারা বিজয় লাভ করে এই দেশ সব ধর্মের মানুষের জন্য সমান
৯০% মুসলমানের দেশের জাতীয় সঙ্গীতে মা-এর আকাশ, বাতাস, ঋতু এসব মানলে মুসলিম হিসেবে শিরক করা হয়। সকল সৃষ্টির স্রষ্টা একমাত্র মহান আল্লাহ। Emotion দিয়ে চিন্তা না করে সবাইকে logically চিন্তা করার আহবান জানাচ্ছি।
আসসালামু আলাইকুম। যে দেশের জাতীয় সঙ্গীতে স্রষ্টার প্রতি ভালবাসা, প্রশংসা না করে সৃষ্টির প্রতি ভালবাসা, প্রশংসা করা হয় তখন তা কতটুকু যুক্তিযুক্ত? ভারতের জাতীয় সঙ্গীতে ভারতের যিনি ভাগ্য বিধাতা (তাকদীরের যিনি নিয়ন্ত্রক) তাঁর জয়গান গাওয়া হয়েছে; তাঁর নাম নিয়ে মানুষ ঘুম থেকে ওঠে, তাঁর কাছে প্রার্থনা করে। কিন্তু বাংলাদেশের জাতীয় সঙ্গীতে তা করা হয়নি। ধরি, আমার একখণ্ড জমি আছে, আমি জমির একটা নাম দিলাম; এবার জমিকে মা বলে ডেকে তার আকাশ, বাতাস, ঋতু এসব নিয়ে স্তুতি গাওয়া শুরু করে দিলাম। মা কখনো সন্তানের ক্ষতি করে না। মাতৃভূমি বা জমি তো মা না, তার কোনো ক্ষমতা নেই আমার কোনো উপকার বা ক্ষতি করার।
@@SrimoyeeBharadwaj-sh1qu 1905 সালের এই গানটা ছিল এবং এটি মুক্তিযুদ্ধের পরে 1972 সালে ভারতীয় সেনা যখন চলে যাবে তখন একটি চাল ছিল ভারতের সঙ্গে একত্রিত করার জন্য আপনি একজন বাঙালি হয়ে বলেন ইউনাইটেড বাংলা হলে আমাদের কোন সমস্যা নাই এই গান থাকতে
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি 🇧🇩❤️
Dalal dasdrohe, 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
আমাদের দেশের জাতীয় সংগীত এর মতো কোন দেশে এমন হৃদয় ছুয়ে যাওয়া সংগীত পাওয়া যাবে না। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
ইচ্ছে করছে আবার স্কুলে গিয়ে লাইন ধরে সবাই মিলে জাতীয় সংগীত গাই। আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।
৯০% মুসলমানের দেশের জাতীয় সঙ্গীতে মা-এর আকাশ, বাতাস, ঋতু এসব মানলে মুসলিম হিসেবে শিরক করা হয়। সকল সৃষ্টির স্রষ্টা একমাত্র মহান আল্লাহ। Emotion দিয়ে চিন্তা না করে সবাইকে logically চিন্তা করার আহবান জানাচ্ছি।
@@anukuldey5579 নাটক কম কর পিও
মূর্খ বাংলা না পরে এসব বলে।@@shoaib_uzzaman
@@shoaib_uzzamanআপনি দেখি উগ্রবাদী সব খানে একই লেখা লিখেছেন
Dalal dasdrohe, 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
কত মধুর এই সুর আবারো পড়তে ইচ্ছে করতেছে😢
রাইট
কিরে ভাই যে সংগীতে বাংলাদেশ নাম দেয় নাই সেটা জাতীয় সংগীত কিভাবে হয়
@@mdebrahim6341 জাতীয় সংগীতে দেশের নাম থাকতে হবে এই সংবিধান কই পাইছেন? আর সব দেশের জাতীয় সংগীতে সব দেশের নাম উল্লেখ করতে হবে তার এমন কোন বাধ্যবাদকতা নাই।
@@MamunMia-tk7yi এটা বানানো হয়েছিল পশ্চিমবঙ্গের জন্য পশ্চিমবাংলার জন্য আমাদের জন্য না আমাদের বিরোধিতা করার জন্য
@@mdebrahim6341toder Bangladesh niye ato khujli hoy kn.akhon national theme paltaccis kichu din por bolbi Muktijoddhara kicui na akhoni toh tader somman koris na
কি মধুর সুর। দেশ থেকে এত দূরে থেকেও এই গান শুনলে মনে হয় চলে গেছে ছোট্ট স্কুল জীবনে লাইন দাড়িয়ে গান গাওয়া। জোর করে জাতীয় সংগীত পরিবর্তন করবে। কিন্তু মানুষের হৃদয় অন্তর মন থেকে কিভাবে এই জাতীয় সংগীত মুছে দেবে।
যারা বাংলাকে ভালোবাসে তারা সোনার বাংলা গান গায়, আর যারা বাংলাদেশকে ভালোবাসে তাদের এই গানের ধিক্কার আসা উচিত, কারণ এই কবি বাংলাদেশকে ঘৃণা করত।
কি গানের কথা, এমন সুর আর কথা শুনলে, বুক কেপে ওঠে🥰🥰🥰
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।❤❤❤❤❤❤
একমাত্র ভারতের প্রেতাত্মারাই চায় এ জাতীয় সংগীত থাক। এটা সূর চুরি করে লেখা হয়েছে, এটা আমাদের চুরি করার প্রতি উৎসাহিত করে, তাইতো বাংলাদেশ চুরির জন্য বিখ্যাত, তাই একজন সুনাগরিক হিসাবে আমি চাই এ জাতীয় সংগীত পরিবর্তন হোক। জয় হোক মানবতার, নিপাত যাক চৌর্যবৃত্তি। ধন্যবাদ সবাইকে।
৯০% মুসলমানের দেশের জাতীয় সঙ্গীতে মা-এর আকাশ, বাতাস, ঋতু এসব মানলে মুসলিম হিসেবে শিরক করা হয়। সকল সৃষ্টির স্রষ্টা একমাত্র মহান আল্লাহ। Emotion দিয়ে চিন্তা না করে সবাইকে logically চিন্তা করার আহবান জানাচ্ছি।
জাতীয় সংগীত চিরনতুন, চিরন্তন, যেখানে সকলের প্রাণের আবেগ মিশে আছে।
৯০% মুসলমানের দেশের জাতীয় সঙ্গীতে মা-এর আকাশ, বাতাস, ঋতু এসব মানলে মুসলিম হিসেবে শিরক করা হয়। সকল সৃষ্টির স্রষ্টা একমাত্র মহান আল্লাহ। Emotion দিয়ে চিন্তা না করে সবাইকে logically চিন্তা করার আহবান জানাচ্ছি।
এখানে সবার আবেগ মিশে নাই। কিছু ভারত প্রেমীদের আবেগ মিশে আছে।।
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ❤❤
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
৯০% মুসলমানের দেশের জাতীয় সঙ্গীতে মা-এর আকাশ, বাতাস, ঋতু এসব মানলে মুসলিম হিসেবে শিরক করা হয়। সকল সৃষ্টির স্রষ্টা একমাত্র মহান আল্লাহ। Emotion দিয়ে চিন্তা না করে সবাইকে logically চিন্তা করার আহবান জানাচ্ছি।
@@shoaib_uzzaman মাতৃভূমি আগে মা।
৯০% মুসলমান সব কিছুই ধর্মের দোহাই দিয়ে চালিয়ে দিলে কেমন হবে।
মা বুঝানো হয়েছে বাংলা মাকে।
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
@@mdrezaulkarim1361কিসের বাংলা মা, দেশকে সবাই ভালবাসে তাই বলে তোমাদের দুর্গা মায়ের মতো দেশকে মা বলতে পারবো না, আর যেই সংগীত দুর্গাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে এবং যেই সংগীত একজন মুসলিম বিদ্বেষী লিখেছেন সেই সংগীত আমরা কখনোই মানি না
@@mdrezaulkarim1361 ভাই এসব উগ্রবাদীদের কাজ কর্ম
ভাই এই shoaib_uzzaman একটা বট। সব জায়গায় এক কমেন্ট কপি পেস্ট করে
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।।
আহা কিগান কিসুর। মন ভরে যায়। কোন তুলনা হয় না।
আন্তর্জাতিক কোন প্রতিযোগিতায় যখন "আমার সোনার বাংলা" গানটি শুনি তখন মনের ভেতর এক তীব্র দেশপ্রেম ও মাতৃভূমির প্রতি গভীর অনুরাগ জেগে ওঠে । যা ভাষায় প্রকাশ করা অসম্ভব ।
মা আর মাতৃভূমি যে অভিন্ন সেই কথা বারেবার মনে পড়ে যায় । গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য আর বাংলার সাধারণ মানুষের সরলতার এক অপরূপ মিসেল ঘটেছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা "আমার সোনার বাংলা" গানটিতে ।এর থেকে হৃদয়স্পর্শী দেশ বন্দনা আর কি হতে পারে ?
ঠিক বলেছেন আপনি অনেক সুন্দর লিখেছেন আপনাকে ধন্যবাদ মন থেকে ধন্যবাদ দিলাম ভালো থাকুন আল্লাহ যেন আপনাকে ভালো রাখে❤❤
অন্তরে জায়গা করে নিয়েছে সংগীত
একদম টিক কথা বলেছেন 😊
😂😂😂😂
এতো হৃদয়স্পর্শী জাতীয় সঙ্গীত আর দ্বিতীয়টি নেই-- রক্তের সাথে মিশে আছে এই গান !
আহা,!!!😢😢😢 শুনলেই কলিজা ঠান্ডা হয়ে যায়,,, চোখে জল এসে যায়,,,,যে এই জাতীয় সংগীতের পরিবর্তন চাইবে,,,,তার কালো হাত ভেঙ্গে দিবো ইনশাআল্লাহ ✊🤛👊,,দাজ্জালদের হাত থেকে রক্ত দিয়ে হলেও রক্ষা করবো আমার সোনার বাংলা,,,বাঙ্গালীর ভাষা, ঐতিহ্য,সংস্কৃতি,,জন্মভূমির মাটি ও মানুষ❤❤❤,,,,আগাধ ভালোবাসা আমার প্রানের সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,,,আমার প্রানের চেয়েও বেশি❤❤❤
কত যে শান্তি, আবেক, ভালোবাসা, শৈশব, স্মুতি মিশে আছে এই সংগীতে সেটা কাউকে বুঝানো যাবে না। আমাদের শ্রেষ্ঠ জাতীয় সংগীত নিয়ে টানাটানি একদম ভালো লাগছে না।
আপনি মনে হয় মুসলমান না
@@abdulawal1537 জাতীয় সংগীতের সাথে ধর্মের কি সম্পর্ক? দেশপ্রেম এক জিনিস আর ধর্ম আরেক জিনিস। ধর্ম যার যার কিন্তু দেশ সবার।
একজন মুসলিম কখনো শিরক যুক্ত জাতীয় সংগীত চাইবে না
@@abdulawal1537 কোথায় শিরক? এতোদিন শিরক কই ছিলো? আমি তো কোন শিরক দেখি না। আর শিরক মনে করলে দেশে কোন সংগীতই রাখা যাবে না। কারণ ইসলামে গান-বাজনা হারাম।
অনেক ভালবাসি জাতীয় সংগীতটাকে,,যাদের এটা নিয়ে সমস্যা তারা দেশের নাগরিকত্ব ছেড়ে অন্য কোথাও চলে যাওয়াই শ্রেয়
🙏🏻🥺 আমি একজন ভারতীয় 🇮🇳 বাঙালি হয়ে বলছি 🇧🇩 বাংলাদেশি ভাই ও বোনদের যে ভারত ও বাংলােশের মধ্যে যতই তিক্ততা আসুক না কেন কিন্তু অনুগ্রহ করে রবি ঠাকুরের রচিত এই গানকে জাতীয় সঙ্গীত হিসেবে বাতিল করবেন না প্লিজ 🥺🙏🏻 । আপনাদের এই জাতীয় সঙ্গীত " আমার সোনার বাংলা " আমার মনেও যেন শান্তির ধারা বয়ে আনে এবং চোখ দুটো অশ্রুতে ভিজে উঠে । 😭🇧🇩🙏🏻
🥺 বাংলাদেশের আমার সকল ভাই বোন সবার জন্য মঙ্গল কামনা করছি এখান থেকে 🇮🇳❤️🇧🇩
তেল মাখি খাওয়ার টাইম নাই
আমি একজন বাঙালী ও বাংলাদেশি হিসাবে আপনার সাথে সহমত পোষণ করছি। আর উগ্রবাদীরা তার পরিবর্তন চাইছে। 😢😢
@@MamunMia-tk7yiউগ্রবাদীদের লাগাম টেনে সময় হয়েছে
উগ্রবাদীদের লাগাম টানার সময় হয়েছে❤❤
😂😂😂
1947 সালে ব্রিটিশ থেকে স্বাধীনতার পর আমরা একটি জাতীয় সংগীত লাভ করি। 1971 সালে পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার পর আমরা অন্য একটি জাতীয় সংগীত লাভ করি। 2024 সালে ভারত থেকে স্বাধীন হওয়ার পর এবার আমাদের নতুন আরেক জাতীয় সংগীত প্রয়োজন।
Rights
স্বাধীন হয়েছে দেশের নামটা বদলে দাও স্বাধীনতার সময় তো ভারত সহযোগিতা করছিল শেষ স্বাধীনতার কোন দাম নেই
এই পতাকা,এই মানচিত্র, এই জাতীয় সংগীত এর জন্য যা জীবন দিয়ে যুদ্ধ করে এই দেশটা স্বাধীন করছে তাদের কাছে কি উওর দিবেন?
নাকি তাদের দোষ কেন তারা এই পতাকা এই মানচিত্র,এই জাতীয় সংগীত এর জন্য জীবন দিছে।
কেন তারা সে সময় রাজাকার ছেলে কাছ থেকে কোনটা স্বাধীন দেশের জাতীয় সংগীত হবে তা নির্ধারন করে নিলো না?
সে সময় কেন ভারত আকাশ পথে পাকিস্তানের সেনার ওপর হামলা চালাও কেন ভারত বাংলাদেশ কে সাহায্য করে যুদ্ধ জয়ী হতে যার জন্য ভারত কে আমি দুচোখে দেখতে চাই না?
আমার মনে হয় এখন সময় রাজাকার এর আদর্শে উজ্জীবীত হয়ে আমাদের উচিত মুক্তি যুদ্ধ সকল শহিদ এবং যারা জীবিত ছিলো তাদের সবার বিচার হওয়া দরকার,সাথে মুজিব সহ জাতীয় চার নেতা তাদের ও বিচার হওয়া দরকা?
ধিক্কার জানাই এই সময়ে মেধাবী মানুষ থেকে শুরু করে সকল সব পেশার মানুষের ওপর,যারা সময়ের পরিবর্তন এর সাথে সাথে অতীত কে ভুলে যায়।
হয় যারা এসব পরিবর্তন করতে চাই তাদের বিচার করুন,
না হয় আমাদের সাথে যুদ্ধ ঘোষণা করেন
কিছু মনে করবেন না ভারতের সঙ্গে আপনাদের যুদ্ধ হলো কখন যে আপনারা ভারত থেকে স্বাধীনতা পেয়েছেন বলছেন আর তো ভারত কোনোদিন বাংলাদেশ দখল করেনি যে স্বাধীনতার কোন প্রশ্ন ওঠে ওটা আপনাদের ধারণা । নিজেদের মধ্যে হুড়হুড়ি করে একদল জয়লাভ করে বলছেন ভারত থেকে স্বাধীনতা পেয়েছেন বাহ্ 😂😂😂
Agreed
বাহ্ কি সুন্দর মেসেজ বাচ্চাদের 🥰
কঠিন হৃদয় বেয়ে চোখে জল এসে গেল।
দেশে আরও গুরুত্বপুর্ন কাজ আছে।জাতীয় সংগীত বদল হবে না যে যত কিছুই বলুক।এগুলা নিয়ে পরিস্থিতি ঘোলাটে করার প্রয়োজন নেই
৯০% মুসলমানের দেশের জাতীয় সঙ্গীতে মা-এর আকাশ, বাতাস, ঋতু এসব মানলে মুসলিম হিসেবে শিরক করা হয়। সকল সৃষ্টির স্রষ্টা একমাত্র মহান আল্লাহ। Emotion দিয়ে চিন্তা না করে সবাইকে logically চিন্তা করার আহবান জানাচ্ছি।
@@shoaib_uzzamanআগে ভালো কাজ চাই জাতীয় সংগীত কি করেছে। সরকার বদলেছে তাই নাকি জাতীয় সংগীত কে বদলে ফেলবো।।
@@tanupdebnath সরকার বদলেছে বলে জাতীয় সঙ্গীত বদলাতে হবে এমনটা নয়।
এর আগেও ও অনেক বার এটি পরিবর্তনের দাবি উঠেছে ।
এর পেছনে যথেষ্ট কারন কাছে ।
এ গানে কিছু লাইন আছে যা কিনা শিরক। দিতীয় এটা ভারতীয় সংগীত,
ভারতীয় সংগীত কখন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না । বাংলাদেশের জাতীয় সঙ্গীত এ থাকবে বাংলাদেশের ঐতিহ্যের কথা, স্বাধীনতার কথা।
@shoaib_uzzamaমসজিদর আজানকে জাতীয় সংগীত করা হোক ।n
@@PrasantaSen-he7vt আপনি বাংলাদেশি যদি হোন এই টাইপের উস্কানিমূলক কথা এই মুহূর্তে কি না বললেই নয়।এই ধর্ম নিয়ে টানাটানি করে বিভেদ বাড়াবেন না।আর যদি আপনি পশ্চিম বাঙাল হোন তাহলে বলব আমাদের দেশের অভ্যন্তরীণ ব্যপারে নাক গলাবেন না।অতিরিক্ত কোন কিছুই ভালো না
বাংলা দুই ভাগ হওয়ার পর রবীন্দ্রনাথ এই গান লিখেছিলো। কিন্তু এটা আমাদের জাতীয় সংগীত হয়েছে। যে বাংলাদেশ নিয়ে বিরোধীতা করেছে তার গানই আমাদের জাতীয় সংগীত
জাতীয় সংগীত শুনলে শরীরের লোম দাড়িয়ে যায়🔥
আর একদল বলে কিনা এই সংগীত শুনলে নাকি ঘুম চলে আসে।তোমরা এতদিন ঘুমিয়ে ছিলে,আর এখনও ঘুমিয়েই আছও।নিজের দেশের প্রতি দেশাত্ববোধ থাকলে এই গানের প্রতি এইভাবে কেউ অশ্রদ্ধার কথা বলত না
😢
আমাদের জাতীয় সংগীত পৃথিবীর সেরা জাতীয় সংগীত 🥰
একটা রাজাকারের বাচ্ছার কথায় জাতীয় সংগীত পরিবর্তনের প্রশ্নই আসেনা
জাতীয় সংগীত কত সালে এবং কোন প্রেক্ষাপটে লিখিত হয়েছিলো তা আপনার জানা আছে তো ভাই?
@@FootballWorld-py8om কত সাল, কোন প্রেক্ষাপট এগুলো সবই জানি ভাই।
এই জাতীয় সংগীত গাইলে অন্যরকম অনুভুতির সৃষ্টি হয় যা আর কোন গানের দ্বারা হয়না।আপনি এই গান শুনলে মুহুর্তের মধ্যে আপনার রক্ত গরম হবে,দেশের প্রতি আবেগ অন্য মাত্রায় পৌছাবে, দেশের জন্য যেকোন সময় আপনি জীবন বিলিয়ে দিতে প্রস্তুত হবেন।
আমার সোনার বাংলা অমি তোমায় ভালবাসি।
জাতীয় সংগীত হিসেবে এটা শ্রেষ্ঠ এবং পৃথিবীর সবচেয়ে সেরা জাতীয় সংগীত 🥰
ঠিক বলেছ মানুষকে হত্যা করার জন্য আপনাকে ধন্যবাদ
জাতীয় সঙ্গীত আমাদের আবেগের জায়গা, এটা গা শিউরে দেয়া একটা অনুভূতি। যদিও বঙ্গভঙ্গ কে কেন্দ্র করে রচিত।
বঙ্গভঙ্গ সম্পর্কে জ্ঞান আছে??
মনে হয় তো নাই!
জ্ঞান থাকলে তো আর এত আবেগ থাকতো না
বাংলাদেশের জাতীয় সঙ্গীতে “বাংলাদেশ” নেই। আছে “বাংলা” এটা ভারতের অন্তর্ভুক্ত অঞ্চল|🇮🇳
ভারতের দুইটি রাজ্য পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার সম্পূর্ণ অংশ এবং আরেকটি রাজ্য আসামের কিছু অংশ নিয়ে “বাংলা” গঠিত। তাই বলা বাহুল্য, “আমার সোনার বাংলা” বলে এখানে বাংলাদেশকে বোঝানো হয়নি। বরং রবি ঠাকুর এর দ্বারা ভারতের সেই “বাংলা” অঞ্চলকে বুঝিয়েছেন। তিনি সেই অঞ্চলের বাসিন্দা ছিলেন বলেই সেই অঞ্চলকে লক্ষ্য করে তিনি এ সঙ্গীত রচনা করেছেন। ❝আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি❞🇮🇳
দুই বাংলা বিভক্ত হোক এটা তিনি চায়নি? আর তাই তো ভারতের স্বাধীনতা দিবসে সেই অঞ্চলের বাসিন্দাগণ রবি ঠাকুরের সেই সঙ্গীত “আমার সোনার বাংলা“ গেয়ে থাকেন।
আমাদের জাতীয় সঙ্গীতে যদি বলা হতো--“আমার সোনার বাংলাদেশ, আমি তোমায় ভালবাসি তাহলে ঠিক ছিলো। কিন্তু সেখানে তো রয়েছে “বাংলা” অঞ্চলের কথা--যা ভারতের অন্তর্ভুক্ত এলাকা🇮🇳
সুতরাং যে সঙ্গীতে বাংলাদেশের কথা নেই, আছে ভারতের “বাংলা” অঞ্চলের কথা, সেই সঙ্গীত এ বাংলাদেশকে উদ্দেশ্য করে গাইলে তা এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে ক্ষুন্ন করে। এ অবস্থায় তা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কীভাবে??
১৯০৫ সালে লেখা একটা গান ১৯৭২ সালে (স্বাধীনতার ৬৫ বছর আগে লেখা) অন্য আরেকটা দেশের জাতীয় সঙ্গিত হয় কীভাবে?🇧🇩
যেই গীতে বাংলাদেশ শব্দটি পর্যন্ত নেই!
সেটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কীভাবে??
যেই গীত তৎকালীন পূর্ব বাংলার স্বার্থের বিপরীতে রচিত,তা স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কিভাবে?
যেই গীতে মানুষের ঘুম আসে, সেটি মানুষকে ঘুম থেকে জাগাবে কীভাবে?
যেই গীত স্বৈরতন্ত্র রক্ষায় কাজ করে, সেটি স্বৈরতন্ত্রমুক্ত দেশের জাতীয় প্রতীক হয় কিভাবে?
যে সংগীতে তারুণ্যের টগবগে খুন উদ্দীপ্ত হয় না, সেটা দেশের জাতীয় সংগীত হয় কিভাবে?
🇧🇩✊🏿
৯০% মুসলমানের দেশের জাতীয় সঙ্গীতে মা-এর আকাশ, বাতাস, ঋতু এসব মানলে মুসলিম হিসেবে শিরক করা হয়। সকল সৃষ্টির স্রষ্টা একমাত্র মহান আল্লাহ। Emotion দিয়ে চিন্তা না করে সবাইকে logically চিন্তা করার আহবান জানাচ্ছি।
আমার সোনার বাংলা আমি তোমায় ভালো ❤️❤️❤️❤️
আমি চাই এই জাতীয় সংগীত খুব দ্রুত পরিবর্তন হোক
এটা বাঙালির সাথে মানা নাই জাতীয় সংগীত
৯০% মুসলমানের দেশের জাতীয় সঙ্গীতে মা-এর আকাশ, বাতাস, ঋতু এসব মানলে মুসলিম হিসেবে শিরক করা হয়। সকল সৃষ্টির স্রষ্টা একমাত্র মহান আল্লাহ। Emotion দিয়ে চিন্তা না করে সবাইকে logically চিন্তা করার আহবান জানাচ্ছি।
আমা সোনার বাংলা
"আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান!" গানটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এক অনন্য সৃষ্টি, জাতীয় সংগীত পরিবর্তনের প্রয়োজন হলে এই গানটি জাতীয় সংগীত হবার দাবি রাখে।
"মা তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি।"
আহা! পৃথিবীর আর কোন্ সঙ্গীতে এত মায়া আছে!
প্রিয় বাংলাদেশ, জাতীয় সঙ্গীত পরিবর্তনের সব অপচেষ্টা কে রুখে দাও।
জাতীয় সংগীত ছিল, আছে, থাকবে।❤❤
সহমত
থাকবে না ইনশাআল্লাহ একটি ইসলামী বিদ্বেষের ঠাকুর সাহেব এর টা লেখা আমরা চাই না
আমার প্রাণের স্পন্দন স্পন্দিত হৃদয়ে ছোঁয়া জাতীয় সংগীতটা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ❤🇧🇩🇧🇩
All the best ❤❤❤❤❤❤আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
এই সংগীতের চেয়েও সুন্দর আবেগের সঙ্গীত আছে। এই সঙ্গীতকে ভালোবাসার আগে এই দেশকে ভালোবাসা উচিত। যারা এই দেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়, তারাই এই সংগীত ভালোবাসা।
এই দেশে নাম বাদ দিয়ে কাংলাদেশ লাগেন । 😂😂😂😂😂
মোটেই না। এই গান একান্তই বাংলাদেশের গ্রাম নদী মাঠ ঘাটের গান, এর থেকে সুন্দর গান আর কিছু আপনি পেয়ে থাকলে, যারা ঐ গান লিখেছে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন। তারা বলবে, বাবারে রবীন্দ্রনাথের গানের থেকে সুন্দর আমার গান হতেই পারে না।
পাকিস্তানের ইয়াহিয়া খান বলেছিলো, দেশ দিয়ে গেছি কিন্তু এই দেশে যে বীজ ছেড়ে দিয়ে গেছি তারা ৫০ বছর পরে হলেও আওয়াজ দিবে।
রক্ত কথা বলে --------
আজ সেই সত্যই প্রমাণিত হচ্ছে।
জাতীয় সংগীত যারা পরিবর্তন করতে চায় তারা হলো এককথায় উর্গ।
ঠিক
একমাত্র, ভারতের প্রেতাত্মারাই চায় এ জাতীয় সংগীত থাক। এটা সূর চুরি করে লেখা হয়েছে, এটা আমাদের চুরি করার প্রতি উৎসাহিত করে, তাইতো বাংলাদেশ চুরির জন্য বিখ্যাত, তাই একজন সুনাগরিক হিসাবে আমি চাই এ জাতীয় সংগীত পরিবর্তন হোক। জয় হোক মানবতার, নিপাত যাক চৌর্যবৃত্তি। ধন্যবাদ সবাইকে।
একমাত্র ভারতের প্রেতাত্মারাই চায় এ জাতীয় সংগীত থাক। এটা সূর চুরি করে লেখা হয়েছে, এটা আমাদের চুরি করার প্রতি উৎসাহিত করে, তাইতো বাংলাদেশ চুরির জন্য বিখ্যাত, তাই একজন সুনাগরিক হিসাবে আমি চাই এ জাতীয় সংগীত পরিবর্তন হোক। জয় হোক মানবতার, নিপাত যাক চৌর্যবৃত্তি। ধন্যবাদ সবাইকে।
একমাত্র ভারতের প্রেতাত্মারাই চায় এ জাতীয় সংগীত থাক। এটা সূর চুরি করে লেখা হয়েছে, এটা আমাদের চুরি করার প্রতি উৎসাহিত করে, তাইতো বাংলাদেশ চুরির জন্য বিখ্যাত, তাই একজন সুনাগরিক হিসাবে আমি চাই এ জাতীয় সংগীত পরিবর্তন হোক। জয় হোক মানবতার, নিপাত যাক চৌর্যবৃত্তি। ধন্যবাদ সবাইকে।
বাংলাদেশের জাতীয় সঙ্গীতে “বাংলাদেশ” নেই। আছে “বাংলা” এটা ভারতের অন্তর্ভুক্ত অঞ্চল|🇮🇳
ভারতের দুইটি রাজ্য পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার সম্পূর্ণ অংশ এবং আরেকটি রাজ্য আসামের কিছু অংশ নিয়ে “বাংলা” গঠিত। তাই বলা বাহুল্য, “আমার সোনার বাংলা” বলে এখানে বাংলাদেশকে বোঝানো হয়নি। বরং রবি ঠাকুর এর দ্বারা ভারতের সেই “বাংলা” অঞ্চলকে বুঝিয়েছেন। তিনি সেই অঞ্চলের বাসিন্দা ছিলেন বলেই সেই অঞ্চলকে লক্ষ্য করে তিনি এ সঙ্গীত রচনা করেছেন। ❝আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি❞🇮🇳
দুই বাংলা বিভক্ত হোক এটা তিনি চায়নি? আর তাই তো ভারতের স্বাধীনতা দিবসে সেই অঞ্চলের বাসিন্দাগণ রবি ঠাকুরের সেই সঙ্গীত “আমার সোনার বাংলা“ গেয়ে থাকেন।
আমাদের জাতীয় সঙ্গীতে যদি বলা হতো--“আমার সোনার বাংলাদেশ, আমি তোমায় ভালবাসি তাহলে ঠিক ছিলো। কিন্তু সেখানে তো রয়েছে “বাংলা” অঞ্চলের কথা--যা ভারতের অন্তর্ভুক্ত এলাকা🇮🇳
সুতরাং যে সঙ্গীতে বাংলাদেশের কথা নেই, আছে ভারতের “বাংলা” অঞ্চলের কথা, সেই সঙ্গীত এ বাংলাদেশকে উদ্দেশ্য করে গাইলে তা এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে ক্ষুন্ন করে। এ অবস্থায় তা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কীভাবে??
১৯০৫ সালে লেখা একটা গান ১৯৭২ সালে (স্বাধীনতার ৬৫ বছর আগে লেখা) অন্য আরেকটা দেশের জাতীয় সঙ্গিত হয় কীভাবে?🇧🇩
যেই গীতে বাংলাদেশ শব্দটি পর্যন্ত নেই!
সেটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কীভাবে??
যেই গীত তৎকালীন পূর্ব বাংলার স্বার্থের বিপরীতে রচিত,তা স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কিভাবে?
যেই গীতে মানুষের ঘুম আসে, সেটি মানুষকে ঘুম থেকে জাগাবে কীভাবে?
যেই গীত স্বৈরতন্ত্র রক্ষায় কাজ করে, সেটি স্বৈরতন্ত্রমুক্ত দেশের জাতীয় প্রতীক হয় কিভাবে?
যে সংগীতে তারুণ্যের টগবগে খুন উদ্দীপ্ত হয় না, সেটা দেশের জাতীয় সংগীত হয় কিভাবে?
🇧🇩✊🏿
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ভালোবাসি
এটা শুধু জাতীয় সঙ্গীত না, হাজারো বাঙালীর ইমোশন।
এই জাতীয় সংগীত শুনলে ঘুম চলে আসে এমন জাতীয় সংগীত হওয়া উচিত যেটা শুনলে রক্ত গরম হয়
ঘুম তাদেরই আসে যাদের রক্তে ফাকিস্তানি আছে
হৃদয় স্পর্শী সুর ও কথা ❤❤
গানটি মনদিয়ে সুনলে, চোখে জল চলে আছে
Amar sonar bangla ami tomay valobashi
দেশকে নিয়ে অনেক গান শুনেছি, কিন্তু আমাদের জাতীয় সংগীত এর মতো গান আর একটিও নেই,অসাধারণ একটা গান❤
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ❤❤❤❤🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🙏🙏🙏🙏🔊🔊🔊
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সত্যিই তোমাকে অনেক ভালোবাসি মাতৃভূমি ❤
নতুন জাতীয় সঙ্গীত যেটা হবে সেটার মধ্যে আমাদের দেশের কথা আরও বেশি আবেগের হবে।
যে দেশ জন্মের আগেই তার জাতীয় সঙ্গীত লেখা হয়, বুঝতে হবে সেটা অসম্পূর্ণ, অসামঞ্জস্য!
৯০% মুসলমানের দেশের জাতীয় সঙ্গীতে মা-এর আকাশ, বাতাস, ঋতু এসব মানলে মুসলিম হিসেবে শিরক করা হয়। সকল সৃষ্টির স্রষ্টা একমাত্র মহান আল্লাহ। Emotion দিয়ে চিন্তা না করে সবাইকে logically চিন্তা করার আহবান জানাচ্ছি।
@@shoaib_uzzaman পরিবর্তন চাই ভাই
বাংলাদেশ বাদ দিয়ে কাংলাদেশে রাখেন
@@shoaib_uzzamanতোদের জন্ম টাই শিরক।
আমার সোনার বাংলা, আমি তোমার ভালোবাসি❤❤❤
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ❤❤
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩❤️❤️❤️❤️
ভাসানীর জয় হোক বাংলার বাঘ জয় হোক ইউনাইটেড বাংলা সংগীত পরিবর্তন হবে
We want change
অনেক কষ্টে বিজয় এনেছি।প্রয়োজনে আরেকটা বিজয় আনবো।এটা পরিবর্তন করবোনা
বিহার,উড়িষ্যা, ঝাড়খন্ড, ত্রিপুরা, মিজোরাম, মনিপুর, অরুণাচল, আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, সিকিম, বাংলাদেশ মিলে ইউনাইটেড বাংলা। এখানে মানুষ স্বাবলম্বী হয়ে উঠবে ভৌগোলিকভাবে এটি দেখা যাচ্ছে এবং অর্থনৈতিকভাবে উন্নতি করবে।এর জন্য দরকার দক্ষিণ এশিয়ার ইউনিয়ন। আর@@microdraft5233
পাকিস্তানের সাহায্য দরকার
ভ পাকিস্তানীরা ভারতের মতো স্বাধীনতা দিয়েছি এবং খুবই জটিল আলেমরা ধরবেন পাকিস্তান তারা নিজেদের ভূখণ্ড রক্ষার জন্য কিংবা উদ্ধার করার জন্য সাহায্য-সহযোগিতা করতে পারে একসাথে কাজ করতে পারি চীন কিংবা পাকিস্তান কিংবা অন্যান্য যে ভারতের রাজ্য গুলা@@srikantopal1460
পৃথিবীর মধ্যে সব চাইতে সেরা আমার বাংলাদেশের জাতীয় সংগীত আমার সোনার বাংলা তোমায় ভালোবাসি ❤❤❤
আবাগে জল আসে কিন্তু সংগ্রামি হওয়া যায় না 😊😊 আমি পরিবর্তন চাই আমামদের মুক্তি যুদ্ধের কথা থাকবে যেখানে ত্রিশ লক্ষ মানুষ শহিদ হয়েছে আর আমারা বাংলা চাইনা বাংলাদেশ নামে জাতীয় সংগীত চাই
Muktijoddhadara ei Gaan geyei muktijuddho korchen ..jaake valobasben tar Jonno valobasa thekei sb kichu Korte parben ..tar Jonno hanahani ,roktaroktir songit er proyojon nai ...choto choto Bacchara sudhu valobasa sikhbe ..ei vlobasak tader motivate Korbe desh k bachanor emon jatiyo sangeet e howa uchit ....
আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি 🇧🇩
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ♥️🥺
জাতীয় সঙ্গীত পরিবর্তন চাই
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি❤❤❤❤❤❤
যমুনা টিভি ছোট বাচ্চাদের আবেগ কে প্রকাশ করেছেন বিবেক দিয়ে চিন্তা করা দরকার ছিল।
শিশু রা তো আসল কাহিনী জানে না তাই তাদের থেকে অনুভূতি শুনেছে,কেন এই বিষয়ে বোড়োদের থেকে মতামত নেওয়া যেত না?সব জায়গাতেই রাজনৈতিক স্বার্থ.
pk roy এই সুর যখন উচ্চারিত হয় তখন মনে হয় পৃথিবীর সমস্ত আবেগ ও মায়া জড়িয়ে আছে, এই সুর টার মধ্যে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, 🇧🇩🥰🥰
❤❤❤❤❤
শেখ মুজিবুর
আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসী 🇧🇩❤️
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
সত্যিই এ জাতীয় সংগীতটি স্বদেশের উচ্ছাস বাড়িয়ে তুলে বহুগুনে
যারা আজ এই জাতীয় সংগীত নিয়ে তর্ক বিতর্ক করছে তারা জঙ্গলের পশুর থেকেও খারাপ যে জাতীয় সংগীত শুনলে আমাদের মনের হৃদয় তৃপ্তি পায় ❤🙏
হৃদয়ের সোনার বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি
আমার সোনার বাংলা ❤❤❤❤❤
পশ্চিমবঙ্গ আবার আগের মানচিত্র ঠিক করে অর্থাৎ এক কথায় ইউনাইটেড বাংলা যদি হয় তখন সংগীত থাকবে
পশ্চিমবঙ্গ থাকুক না থাকুক, বাংলাদেশই হল বাংলা।
একশ বছর, হাজার বছর পরে বাংলা ভাষা, সংস্কৃতি ধারণ করার জন্য, রবীন্দ্রনাথ নজরুলকে রক্ষা করার জন্য পশ্চিমবঙ্গ থাকবে না, আমাদের বাংলাদেশই থাকবে।
@@WorldXtra হিন্দির গোলাম বানানোর জন্য রবীন্দ্রনাথ হিন্দি ভাষা একটি গান গেয়ে দিলেন
হিন্দি বলতে কোন ভাষা নেই। ওটা একটা কৃত্রিম ভাষা।
বাংলা ভাষা আর বাংলা ভাষার সাহিত্যিককেরা কখনো হিন্দি বা উর্দুর গোলামি করেনি। এই অঞ্চলের সব ভাষার মধ্যে সবচেয়ে সুন্দর আর শক্তিশালী ভাষা হল বাংলা- তার কারণ বাংলা ভাষার রবীন্দ্রনাথ থেকে নজরুল, আহসান হাবীব থেকে শক্তি চট্টোপাধ্যায়ের মত সব অনন্য কবি সাহিত্যিকেরা। এদেরকে শ্রদ্ধা করা বাঙালির শিখতে হবে।
@@WorldXtraভারতের বর্তমান জাতীয় সংগীতের লেখক কে ? এর গায়ক কে ? রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর হবে আপনি কি বলবেন
৯০% মুসলমানের দেশের জাতীয় সঙ্গীতে মা-এর আকাশ, বাতাস, ঋতু এসব মানলে মুসলিম হিসেবে শিরক করা হয়। সকল সৃষ্টির স্রষ্টা একমাত্র মহান আল্লাহ। Emotion দিয়ে চিন্তা না করে সবাইকে logically চিন্তা করার আহবান জানাচ্ছি।
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি 🇧🇩
Love❤❤❤❤love❤❤
ছোট বেলায় স্কুলের সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত গাওয়া মিস করছি 🥺
❤❤❤❤❤ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।।।
আমার সোনার বাংলা একটি শক্তিশালী জাতীয় সংগীত
নিশ্চয়ই এই গান একদিন পরিবর্তন হবে
Tor moto rajakar er iccha kono din puron hobe nah
জীবনেও হবে না। পরিবর্তন হয়ে পাকিস্তানের জাতিয় সংগিত হবেনাকি?
Sob jaigay apnara pakistank tene anen kno poriborton hoye Bangladesh k indicate kore amon kono gan deser jatiyo songit hobe inshallah
@@fayarbox3230
পাকিস্তানের জাতীয় সঙ্গীত কেন হবে । বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে
"আমার সোনার বাংলা" বাংলাদেশের জাতীয় সঙ্গীত। রাজাকারের ছেলের কথায় এত লাফাইলে হবে?
দয়া করে এই জাতীয় সংগীত বদলাবেন্না।। এটি আমাদের শৈশব।
পরিবর্তন ১০০% পরিবর্তন চাই। যেখানে বাংলাদেশ এর উচ্চারণ নাই।
৯০% মুসলমানের দেশের জাতীয় সঙ্গীতে মা-এর আকাশ, বাতাস, ঋতু এসব মানলে মুসলিম হিসেবে শিরক করা হয়। সকল সৃষ্টির স্রষ্টা একমাত্র মহান আল্লাহ। Emotion দিয়ে চিন্তা না করে সবাইকে logically চিন্তা করার আহবান জানাচ্ছি।
Right 👍
Right
r8
জাতীয় সংগীত আমাদের প্রাণের সংগীত ৩০লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা এই দেশের জম্ম হয় এই গান গেয়ে মুক্তিযোদ্ধার বিজয় লাভ করে এই দেশ সব ধর্মের মানুষের জন্য সমান।
জাতীয় সংগীত আছে, থাকবে, যতদিন এ বঙ্গভূমি, বাংলাদেশ আছে!🤘🏾💗
জ'ঙ্গীগোষ্ঠী একসময় মিশে যাবে মাটির তলে,,কেউ মনে রাখবে না, কেউ স্মরণ করবে না তাদের - কিন্তু এ সংগীত, রবীন্দ্রনাথ থেকে যাবেন যুগ যুগান্তরে,,কেউ বিস্মরণ ঘটাতে পারবে না!🥰
এই সংগীত শুধু বাংলাদেশের জন্য, যারা বাংলাদেশী চেতনা ধারণ করবে তাদের জন্য এই জাতীয় সংগীত আর যারা, বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না শুধু তারাই বলবে সংগীতকে বদলি করার জন্য বলে আমাদের এই জাতীয় সংগীত কখনো বদলানো যাবে না, শুধু মানুষ বদলাতে হবে, জাতীয় সংগীত কে নয়
😂
😆😆😆😆😆😆😆😆
Right
জাতীয় সংগীত পরিবর্তন হবে এটা শুনে, মনের মধ্যে একটা ঝড় উঠছে, চোখের জল এসে গেল, যে আমরা কোথায় বাস করছি।
জাতীয় সঙ্গীত পরিবর্তন করা সময়ের দাবি,বিশ্বাস না হলে অনলাইন পোলে ভোট করা হোক
G online polee vot kora hok maximum loke ai jatiyo songit cai nah
৯০% মুসলমানের দেশের জাতীয় সঙ্গীতে মা-এর আকাশ, বাতাস, ঋতু এসব মানলে মুসলিম হিসেবে শিরক করা হয়। সকল সৃষ্টির স্রষ্টা একমাত্র মহান আল্লাহ। Emotion দিয়ে চিন্তা না করে সবাইকে logically চিন্তা করার আহবান জানাচ্ছি।
আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস তোমার প্রাণে বাজায় বাঁশি তোমার জন্মভূমি দিয়ে থাকতে চাই মা ❤❤❤❤
যদি সংবিধান পরিবর্তন হয়। বাংলাদেশের দাপ্তরিক নাম "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" থেকে "বাংলা প্রজাতন্ত্র" রাখা হোক। তাহলে বাংলা মানেই যে বাংলাদেশ এ ব্যাপারে আর কোনো সংশয় থাকবে না।
Gonoprojatontri r projatontro er parthho apni bujhen asole!?
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি
এটা আমাদের প্রতিনিধি করে না
পরিবর্তন হোক
৯০% মুসলমানের দেশের জাতীয় সঙ্গীতে মা-এর আকাশ, বাতাস, ঋতু এসব মানলে মুসলিম হিসেবে শিরক করা হয়। সকল সৃষ্টির স্রষ্টা একমাত্র মহান আল্লাহ। Emotion দিয়ে চিন্তা না করে সবাইকে logically চিন্তা করার আহবান জানাচ্ছি।
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সংগীত আমাদের প্রাণের সংগীত ৩০লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা এই সংগীত গেয়ে মুক্তিযোদ্ধারা বিজয় লাভ করে এই দেশ সব ধর্মের মানুষের জন্য সমান
৩০ লক্ষ লোকের নাম দেন।।
এটা শুনলেই চোখে এমনিতেই পানি চলে আসে 😢
😂😂😂😂
কোন ভারতিয় কবির সংগিত বাংলাদেশের জাতীয় সংগিত হতে পারে না তাই আমরা জাতীয় সংগিত পরিবর্তন চাই
কাজী নজরুল ইসলাম ও তো ভারতিয় তাকে জাতীয় কবি হিসেবে বাদ দেন 😂😂😂😂😂😂
এই সুর জন্ম থেকেই শুনে আসছি।অনেক ভালোবাসি।।❤❤
এটা অনেক ভালো লাগে জাতীয় সংগীত হিসেবে অনেক সুন্দর।❤
Inche Inche mati sonar cha khati❤❤. Sonr Bangla. Bangladesh kono jigi acha
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ❤
শিরিকে ভরপুর এরকম জাতীয় সংগীত আমরা চাই না,,
৯০% মুসলমানের দেশের জাতীয় সঙ্গীতে মা-এর আকাশ, বাতাস, ঋতু এসব মানলে মুসলিম হিসেবে শিরক করা হয়। সকল সৃষ্টির স্রষ্টা একমাত্র মহান আল্লাহ। Emotion দিয়ে চিন্তা না করে সবাইকে logically চিন্তা করার আহবান জানাচ্ছি।
আসসালামু আলাইকুম। যে দেশের জাতীয় সঙ্গীতে স্রষ্টার প্রতি ভালবাসা, প্রশংসা না করে সৃষ্টির প্রতি ভালবাসা, প্রশংসা করা হয় তখন তা কতটুকু যুক্তিযুক্ত? ভারতের জাতীয় সঙ্গীতে ভারতের যিনি ভাগ্য বিধাতা (তাকদীরের যিনি নিয়ন্ত্রক) তাঁর জয়গান গাওয়া হয়েছে; তাঁর নাম নিয়ে মানুষ ঘুম থেকে ওঠে, তাঁর কাছে প্রার্থনা করে। কিন্তু বাংলাদেশের জাতীয় সঙ্গীতে তা করা হয়নি। ধরি, আমার একখণ্ড জমি আছে, আমি জমির একটা নাম দিলাম; এবার জমিকে মা বলে ডেকে তার আকাশ, বাতাস, ঋতু এসব নিয়ে স্তুতি গাওয়া শুরু করে দিলাম। মা কখনো সন্তানের ক্ষতি করে না। মাতৃভূমি বা জমি তো মা না, তার কোনো ক্ষমতা নেই আমার কোনো উপকার বা ক্ষতি করার।
আমার সোনার বাংলা আমি আপনাকে ভালোবাসি 😂
❤❤আমরা এ জাতীয় সংগীত চাই এক সাগরের রক্তের বিনিময়ে এই জাতীয় সংগীতের মধ্যে মুক্তিযুদ্ধ রক্তের চেতনা আছে ❤❤
শপথ পরিবর্তন করা হোক, আগের শপথ আবার চালু করা হোক
আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি 😢
চোখে পানি চারা কেছু নেই
এটি 1972 সালের পরের একটি গান যেটি শেখ মুজিবের হাতে ধরিয়ে দেওয়া হয় এই সংবিধান ও বাংলাদেশের নয়
৭১ এর সময় এটা বার বার গাওয়া হইছে ।
@@SrimoyeeBharadwaj-sh1quসিনেমার কাহিনী শুনাইয়া না ভাই কলকাতা থাকো
@@ffkamil455 মুক্তিযুদ্ধের সময় এই গান স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রতিদিন পরিবেশন করা হতো ।
@@SrimoyeeBharadwaj-sh1qu 1905 সালের এই গানটা ছিল এবং এটি মুক্তিযুদ্ধের পরে 1972 সালে ভারতীয় সেনা যখন চলে যাবে তখন একটি চাল ছিল ভারতের সঙ্গে একত্রিত করার জন্য আপনি একজন বাঙালি হয়ে বলেন ইউনাইটেড বাংলা হলে আমাদের কোন সমস্যা নাই এই গান থাকতে
কারো কোন চাল থাকা বা না থাকার অনেক আগে থেকেই এটা বাঙালিদের সংগ্রামে প্রেরণা দিয়েছে।
যমুনা টেলিভিশন শ্রেষ্ঠ, ওরা কোন পক্ষপাতিত্ব করে না❤।
নিজের দেশের কবির কবিতা মনে হয় ভালো লাগে না
তাই তার কবিতা জাতীয় সংগীত হয় না
আপন দেশের মানুষ কে সম্মান প্রদর্শন করতে আপত্তি হয় আমাদের
Tuur,,,tokhon India, pakistan vag hoini,,,gaan ta banglar jonno toiri hoya6ilo,,,,, tokon united india chelo..