বিগ ব্যাং তত্ত্ব Big Bang theory and Cosmic inflation theory explained in Bangla Ep 93

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.5K

  • @WhiteBearded.Official
    @WhiteBearded.Official ปีที่แล้ว +9

    অবিশ্বাসীরা কি দেখে না যে, আকাশ আর যমীন এক সঙ্গে সংযুক্ত ছিল, অতঃপর আমি উভয়কে আলাদা করে দিলাম, আর প্রাণসম্পন্ন সব কিছু পানি থেকে সৃষ্টি করলাম। তবুও কি তারা ঈমান আনবে না?
    সূরা আম্বিয়া: ৩০

  • @brightstar666
    @brightstar666 11 หลายเดือนก่อน +239

    আমি মহাবিশ্ব নিয়ে জানতে ভীষণ ভালবাসি।আর আমি যতবারই মহাকাশ নিয়ে নতুন কিছু জানি আমার মনে হয় আমার ঈমান আরও দৃঢ় হয়।তাই আমি মনে করি যদি কেউ তার ঈমানকে আরও দৃঢ় করতে চায় তবে সে যেন রাতের আকাশের দিকে তাকায়।সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আযিম

    • @rezwan7hff640
      @rezwan7hff640 10 หลายเดือนก่อน +6

      Same to me

    • @sabbirhossainnoyon100
      @sabbirhossainnoyon100 10 หลายเดือนก่อน

      মহাকাশ সম্পর্কে জেনে কিভাবে ঈমান দৃঢ় হয়? তার অর্থ হচ্ছে আপনি মহাকাশ নিয়ে কোরান হাদীসের হাস্যকর ও উদ্ভট কথাবার্তা গুলো পড়েন নি। কিংবা পড়লেও সেটা গোজামিল টাইপের ব্যাখ্যা দিয়ে চালিয়ে দিয়েছেন!! ধর্ম গুলো নিছক মিথ্যার ভান্ডার ছাড়া কিছুই নয়।

    • @flm_91
      @flm_91 10 หลายเดือนก่อน +5

      Allah apnak shothik bisoy guli janar toufik dan koruk,,,

    • @Trh_859_-_-_tt
      @Trh_859_-_-_tt 10 หลายเดือนก่อน +8

      But big bang bissas korle iman thakbe na😊😮

    • @romabagom715
      @romabagom715 10 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @AtaulMostafa
    @AtaulMostafa ปีที่แล้ว +35

    ভাইয়া, আপনার ভিডিও গুলো যতবার দেখি আমার কাছে নতুন মনে হয়।
    বাংলা ভাষা বিজ্ঞানের মৌলিক বিষয় গুলো (আমার মতো কম জ্ঞানের মানুষের জন্য) এত সুন্দর ভাবে উপস্থাপন করেন যা অসাধারণ (আল্লাহ প্রদত্ত)
    ধন্যবাদ।

    • @FarhanAhmed-k7i
      @FarhanAhmed-k7i 4 หลายเดือนก่อน +1

      ইসলাম ধর্ম হচ্ছে মোহাম্মদ নাম দিয়ে কোন এক বা একাধিক লোকের প্রতারণা।

    • @TarikMahmood-t1e
      @TarikMahmood-t1e 3 หลายเดือนก่อน

      cosmology আমার পছন্দের বিষয়।

  • @jannatferdous4730
    @jannatferdous4730 2 ปีที่แล้ว +40

    মন্ত্রমুগ্ধ হয়ে আপনার ব্যাখা গুলো শুনতে থাকি। এত সুন্দর ব্যাখ্যা ইচ্ছে করে আরও বেশ কিছুক্ষণ ধরে শুনতে থাকি। অসাধারণ

    • @youtubeworld5085
      @youtubeworld5085 ปีที่แล้ว

      Bigbang theory se main support nahi kiya q ki maine parthana karte samay goddess Laxmi jine awaz di thi... Main 5 sal parthana kiya tha❤❤ jai Laxmi Narayan... Main big bang ko juth v nahin bol sakta qki big bang v vagawan nehi Kiya tha.... Agar pura duniya v God ko biswas nahi karenge tab v main bhagawan ko Puja karunge qki mujhe Laxmi jine Parthana karne ki bad awaz di thi.... I love you God... There is God it's 100% truth...main uska jinda gawa hoon...

  • @mirrorbot5173
    @mirrorbot5173 ปีที่แล้ว +18

    আমি একজন মানবিকের স্টুডেন্ট। কিন্তু আপনার Physics class গুলো খুব ভালো লাগে। এটা আমার কোনো কাজে আসবে না জানি। কিন্তু জ্ঞান অর্জন করতে তো কোনো সমস্যা নেই

    • @kdroy3681
      @kdroy3681 ปีที่แล้ว

      এমন তো নয় শুধু স্যারের অসাধারণ বক্তব্য রাখার কৌশলটাই আপনি পছন্দ করছেন। আমার ধারণা বক্তব্যের বিষয়ও আপনাকে আকৃষ্ট করছে। ...
      হয়তো বা জীবনের ব্যাবহারিক প্রশ্নে কাজে আসবে না। কিন্তু জীবন তো শুধু দৈনন্দিন আশু এবং ব্যাবহারিক প্রশ্নে আটকে থাকে না। তাছাড়া সব মানব জ্ঞান একটি থেকে আরেকটি সম্পূর্ণ বিচ্ছিন্ন তো নয়। কাজেই আমার মতে আপনার এই ভালো লাগাটাকে বাঁচিয়ে রাখা উচিৎ...
      আমার মন্তব্য আঘাত করলে ক্ষমাপ্রার্থী.....
      ধন্যবাদ.....

    • @mirrorbot5173
      @mirrorbot5173 ปีที่แล้ว

      @@kdroy3681 ভাইয়া আঘাত পাবো কেন? জানার আগ্রহটা ভালো। মনে হয় যদি সাইন্সের স্টুডেন্ট হতাম।

    • @kdroy3681
      @kdroy3681 ปีที่แล้ว

      @@mirrorbot5173 অসাধারণ!...
      মানবিক বিষয় হোক কাজের পড়াশোনা আর বিজ্ঞানের বিষয় হোক শখের পড়াশোনা। ....
      এজন্য শখের পড়াশোনা শুরু করা যেতে পারে:- (১) বিজ্ঞানের ইতিহাস...সমরেন্দ্রনাথ সেন ;
      (২) ইতিহাসে বিজ্ঞান...জে.ডি. বার্নাল (অনুবাদক..আশীষ লাহিড়ী)
      (৩) আইনস্টাইনের উত্তরাধিকার... পলাশ বরণ পাল ইত্যাদি বইগুলি দিয়ে.... সম্ভবতঃ ইন্টারনেটে পিডিএফ পাওয়া যায়।......
      চলতে চলতে একসময় বোঝা যাবে মানুষের সমস্ত রকমের জ্ঞান এক বিন্দুতে এসে মিশে যাচ্ছে!
      ইউটিউবে "বোধিচিত্ত" নামে একটি চ্যানেল আছে। মানবিক বিষয় সহ বিজ্ঞানেরও কিছু উচ্চমানের লেকচার আছে। আশা করি ভালো লাগবে।
      ধন্যবাদ......

    • @AYoutubeUser0
      @AYoutubeUser0 11 หลายเดือนก่อน

      বেশি ভদ্র সাজতে চাইছিল আরকি তাই আঘাত এর কথা আনছে 😂😂 ​@@mirrorbot5173

    • @FarhanAhmed-k7i
      @FarhanAhmed-k7i 4 หลายเดือนก่อน +1

      ইসলাম ধর্ম হচ্ছে মোহাম্মদ নাম দিয়ে কোন এক বা একাধিক লোকের প্রতারণা।

  • @Iftekhar_Ahmed7
    @Iftekhar_Ahmed7 2 ปีที่แล้ว +88

    সুবহানাল্লাহ,, আল্লাহ তায়ালা কতো সুন্দর করে এই মহাবিশ্ব সৃষ্টি করেছে,, আলহামদুলিল্লাহ

    • @khaliqurrahman9760
      @khaliqurrahman9760 2 ปีที่แล้ว +2

      মুসলমানেরা আল্লাহ নামক ভাইরাস এ আক্রান্ত।

    • @ahamedrazib6715
      @ahamedrazib6715 2 ปีที่แล้ว

      ছাগল, বিগ ব্যাং থিউরি আল্লাহর কোরানের সাথে মিলে না দুইটা পুরাটাই উল্টো।

    • @srtaroka
      @srtaroka 2 ปีที่แล้ว +3

      Hedar alla

    • @ultrapronoob9724
      @ultrapronoob9724 ปีที่แล้ว

      বলদ

    • @Ssubham__Editz
      @Ssubham__Editz ปีที่แล้ว

      😂😂😂 তাহলে আল্ল্যলা তার কুরুনে লিখে গেলনা কেনো ???? খ্রি:স্টান বিজ্ঞানীদের কেনো আবিষ্কার করতে হচ্ছে ??? যত সব আBল মূ!র্খ মাল ।

  • @asikmahmud1575
    @asikmahmud1575 ปีที่แล้ว +4

    আমার অনার্স শেষ করতে ১২ টা বেজে গেছে,, পদার্থবিজ্ঞান বলে কথা। হাবলের সূত্র প্রসারণ ব্যাখা করে। কোয়ার্ক আলোচনা ইত্যাদি। আপেক্ষিকতত্ব এন্ড কসমোলজি সাবজেক্ট আছে।
    ধন্যবাদ ভাই

  • @funfact2595
    @funfact2595 2 ปีที่แล้ว +23

    এটাই আল্লাহ সুবহানাতায়ালার নূন্যতম একটা কুদরত, যে তিনি চাইলে সকল কিছু করতে পারেন, সকল দিকের তাপমাত্রা একইভাবে, যা বর্তমান সময়ে বিজ্ঞানীদের গবেষণার খোরাক হিসেবে সম্ভবত আল্লাহ সুবহানাতায়ালা দিয়ে রাখছেন,

    • @anonymoussoul3343
      @anonymoussoul3343 2 ปีที่แล้ว

      তিনি চাইলে সব পারেন, আপনারে বলে গেছেন? সব জায়গায় গিয়ে আপনাদের এসব আজগুবি জিনিস না ল্যাদালে হয় না? এরকম করে প্রত্যেকটা বিজ্ঞান গ্রুপ আপনারা নষ্ট করছেন। এখানে এসব শুরু কইরেন না। পরে অনুভুতি লইয়া কান্নাকাটি করেও কুল পাবেন না।

    • @siligurianbull
      @siligurianbull 7 หลายเดือนก่อน

      কি ভাবে জানতে পারি?

    • @mohaunmadibnabdallah6473
      @mohaunmadibnabdallah6473 7 หลายเดือนก่อน +1

      😂😂😂

    • @KARAN..1
      @KARAN..1 7 หลายเดือนก่อน +2

      Kuch bhi

    • @armannafiz8967
      @armannafiz8967 4 หลายเดือนก่อน

      Big Bang? The Qur'an says that "the heavens and the earth were joined together as one unit, before We clove them asunder" (21:30) ei vabe jader gaan ache tara eta bujhte pare

  • @Kawya-kader-re-dhor
    @Kawya-kader-re-dhor 2 ปีที่แล้ว +14

    কিছু বলার নেই।
    শুধু, আশাকরি নিয়মিত ভিডিও দিয়ে যাবেন।
    ভালবাসা অবিরাম।❤️🖤

  • @shabnursheikh242
    @shabnursheikh242 2 ปีที่แล้ว +91

    ভাইয়া গণিত(অ্যালগরিদম, ক্যালকুলাস,ফাংশন্স ইত্যাদি ) আমাদের বাস্তব জীবনে কিভাবে কাজে লাগে এই নিয়ে একটা ভিডিও বানাবেন প্লিজ ❤️❤️

    • @rumiakter9113
      @rumiakter9113 2 ปีที่แล้ว +1

      Right

    • @sazzadhossein1091
      @sazzadhossein1091 2 ปีที่แล้ว +3

      Storyhead channel dekhen

    • @shabnursheikh242
      @shabnursheikh242 2 ปีที่แล้ว +1

      @@sazzadhossein1091 লিংক দেন।

    • @maxkenton3832
      @maxkenton3832 ปีที่แล้ว +1

      Yes Agree

    • @sciencelogic2958
      @sciencelogic2958 ปีที่แล้ว +3

      মোবাইল, কম্পিউটার এসব কিছুতেই এসবের বাস্তব এপ্লাই হয়ে থাকে....আপনার অজান্তেই

  • @freefirewithme1073
    @freefirewithme1073 2 ปีที่แล้ว +91

    সব কিছু ই আল্লাহর কুদরত,। আল্লাহ বলেন কুন ফাইয়াকুন,

    • @shuvopodder5243
      @shuvopodder5243 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣দিলেন ভাই বিজ্ঞানের পোদ মেরে,🤣🤣🤣🤣

    • @সত্যেরসন্ধানে-ঠ৩ঞ
      @সত্যেরসন্ধানে-ঠ৩ঞ ปีที่แล้ว +10

      কিন্তু পৃথিবী তৈরি করতে আল্লাহর ৬ দিন লাগে 😂😂😂😂😂😂😂😂😂

    • @mohammdjowel3523
      @mohammdjowel3523 ปีที่แล้ว +7

      ​@@সত্যেরসন্ধানে-ঠ৩ঞ 6 দিনে বানানো হইছে . তার মানে এই নয় আল্লাহ এক মুহূর্তে বানাতে পারবা না।

    • @saimxmawa
      @saimxmawa ปีที่แล้ว +15

      নবী মুহাম্মদ থেকে আইনস্টাইন অনেক বেশি জ্ঞানী ছিলো 😂😂😂

    • @Muhammad...99044
      @Muhammad...99044 ปีที่แล้ว

      ​@@সত্যেরসন্ধানে-ঠ৩ঞযাদের জ্ঞান কম তাদের সাথে কেনো,,আমার সাথে কথা বলো ইসলাম কবুল করতে নিজেই বাধ্য হবে,,,, বিগ ব্যাং ,,,এর প্রতি বিশ্বাস আমাদের জন্য ফরজ কোরআন এ আছে,,,

  • @jahirulislamsinterestingco4622
    @jahirulislamsinterestingco4622 2 ปีที่แล้ว +2

    আপনার ভিডিও গুলো যেদিন থেকে দেখা শুরু করেছি সেদিন থেকে মহাকাশ নিয়ে অনেক আগ্রহ বেড়ে গেছে। অনেক কিছু জেনেছিও যা কলেজ লাইফে অস্পষ্ট ভাবে পড়েছিলাম। ফলস্বরূপ আপনাদের বাংলাদেশ থেকে আমার সর্বশেষ সফরে মহাকাশের বিষয়ভিত্তিক অনেকটি ব‌ইও কিনে এনেছি। আমার শিক্ষকতা পেশায় এইসব জ্ঞান অনেক কাজে লাগছে শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাতে। আবার‌ও ধন্যবাদ

  • @nodikotha7313
    @nodikotha7313 ปีที่แล้ว +71

    এতকিছু ভাবলে আমার শরির অবশ হয়ে যায়। আল্লাহর সৃষ্টির বিশালতা ভাবনারও বাইরে। আল্লাহু আকবার।

    • @jtnanime9883
      @jtnanime9883 ปีที่แล้ว

      বাল আল্লাহ😂😂😂😂

    • @asmabahar162
      @asmabahar162 ปีที่แล้ว +6

      Allah mohan

    • @abhijitganguly5339
      @abhijitganguly5339 ปีที่แล้ว +1

      ​@Lol Maity manushher bishwase aghat dite nai

    • @groupstudywithme
      @groupstudywithme ปีที่แล้ว +3

      Allah o hoito patla marteche ekhon

    • @arefinshuvo47
      @arefinshuvo47 ปีที่แล้ว +3

      @@groupstudywithme 🤣🤣👍👍

  • @tasmiatoma3206
    @tasmiatoma3206 2 ปีที่แล้ว +13

    আপনার বানানো বিজ্ঞান বিষয়ক ভিডিও গুলো অনেক সুন্দর।
    " সময় সৃষ্টি হয়েছে কিভাবে? " তা নিয়ে একটি ভিডিও বানালে উপকৃত হতাম। আশা করি খুব শীঘ্রই বানাবেন এই টপিক নিয়ে।

    • @neloyrafi3578
      @neloyrafi3578 2 ปีที่แล้ว +1

      Video ta vlo vab e dekhen. t=0 theke t=1 porjontho discuss kora hoyasay.t=0 thay time count kora shuru hoyasay.tho bola jay r agay time name r kono variable chilo na.time r origin point holo big bang. Aita amar opinion 🏴

    • @জানতেচাই-জ৭ম
      @জানতেচাই-জ৭ম ปีที่แล้ว +1

      বানানো নয়রে গাধা

    • @NAMITADALAL-pz9wj
      @NAMITADALAL-pz9wj 6 หลายเดือนก่อน +1

      ​@@neloyrafi3578 বিজ্ঞান থেকে একটু অঙ্কে যাওয়া যাক। t=0s এ না হয় বুঝলাম big bang হয়েছে। তাহলে t=-1s এ কী হলো? যেহেতু সময়কে চতুর্থ মাত্রা হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং এর মূলবিন্দু বা origin big bangএ ধরা হচ্ছে, তাহলে এর নিশ্চয় negative value থাকা দরকার। একই ভাবে প্রশ্ন উঠতে পারে x=-1m, y=-1m এবং z=-1m এ কী ছিলো?

  • @sohagislamnjr6409
    @sohagislamnjr6409 2 ปีที่แล้ว +18

    আল হামদুলিল্লাহ সব কিছু মহান আল্লাহর মহান সৃষ্টি 😊

    • @khaliqurrahman9760
      @khaliqurrahman9760 2 ปีที่แล้ว

      বলদ কোথাকার -
      মুসলমানেরা আল্লাহ নামক ভাইরাস এ আক্রান্ত।

    • @superspeedmefta6266
      @superspeedmefta6266 2 ปีที่แล้ว +2

      Yes

    • @user-payusowinik.3jm3zr7
      @user-payusowinik.3jm3zr7 2 ปีที่แล้ว +1

      @we are One ummah বিং ব্যাং সত্য হলে কোরান ও নবী মিথ্যা এটা বোঝেন?
      কোরানে বলা আছে প্রথমে পৃথিবী তৈরি করে পরে আকাশের দিকে নজর দিলো। আর বিগ ব্যাং অনুসারে পৃথিবীরও আগে মিলিয়ন মিলিয়ন গ্রহ তৈরি হয়েছে যা পৃথিবীর থেকেও বড় বড়। আর কোরান অনুসারে আশমান জমি এক সাথে ছিলো পরে আল্লা তা আলাদা করে দিয়েছে, এই কথা গুলি কোরানে লেখা আছে। অথচ বিগ ব্যাং অনুসারে পৃথিবী তৈরি হয়েছে সারে চার বিলিয়ন বছর আগে, এর আগে কি আশমান ছিলো না? নবীর তৈরি আল্লা যে ভুয়া তা কিন্তু বিগ ব্যাং দারাই প্রমান হয়।

    • @cult4001
      @cult4001 ปีที่แล้ว +2

      🤣🤣🤣

    • @groupstudywithme
      @groupstudywithme ปีที่แล้ว

      Lol ... Er jonno i tora kanglu theke jabi re

  • @rajibdey88
    @rajibdey88 2 ปีที่แล้ว +3

    ভিডিও দেখার আগেই অনেক ধন্যবাদ এ টপিক নিয়ে ভিডিওর জন্য। এটা নিয়ে আমার আগ্রহ, কৌতূহলের শেষ নেই। আর আপনার ভিডিওর কোয়ালিটি না দেখেই বলে দেয়া সম্ভব। এবং এটা দিন দিন আরো বেশি সমৃদ্ধ হতে থাকবে.......

  • @MuhammadAnwer-ox2yc
    @MuhammadAnwer-ox2yc 2 ปีที่แล้ว +24

    স্রষ্টার অস্তিত্ব অস্বীকার করে সৃষ্টিতত্ত্বের যত গবেষণাই করা হোক তা চিরকাল অপূর্ণ রয়ে যাবে, এই যেমন বিগ ব্যাং এর আগের অবস্থা অথবা এর পরে সৃষ্টির এই নিপুণতা, এ সবই মহান স্রষ্টা এক ও অদ্বিতীয় মহান আল্লাহর নৈপুণ্য।

    • @Siam65-e6d
      @Siam65-e6d 2 ปีที่แล้ว

      ❤️❤️

    • @Siam65-e6d
      @Siam65-e6d 2 ปีที่แล้ว +1

      @Mr Siam99 তাহলে বলেন এই যে এত কিছু আছে গ্রহ নক্ষত্র তারা উপগ্রহ একটাও কিসের জন্য এলোমেলো ভাবে চলে না সবগুলো কেন নির্দিষ্ট অক্ষপথে চলে

    • @MuhammadAnwer-ox2yc
      @MuhammadAnwer-ox2yc 2 ปีที่แล้ว +5

      @Mr Siam99 স্রষ্টার ধারণা যদি মানুষই বানায় তবে মানুষ কে বানিয়েছে? তিনিই আল্লাহ, যিনি শূন্য থেকে সবকিছু সৃষ্টি করেছেন।
      কিছুকাল আগেও যে মানুষটির অস্তিত্ব ছিল না, যার সৃষ্টি হয়েছে একবিন্দু নাপাক পানি থেকে সে এখন স্রষ্টার অস্তিত্ব নিয়ে সন্দেহ করে।

    • @user-payusowinik.3jm3zr7
      @user-payusowinik.3jm3zr7 2 ปีที่แล้ว

      @@Siam65-e6d বিং ব্যাং সত্য হলে কোরান ও নবী মিথ্যা এটা বোঝেন?
      কোরানে বলা আছে প্রথমে পৃথিবী তৈরি করে পরে আকাশের দিকে নজর দিলো। আর বিগ ব্যাং অনুসারে পৃথিবীরও আগে মিলিয়ন মিলিয়ন গ্রহ তৈরি হয়েছে যা পৃথিবীর থেকেও বড় বড়। আর কোরান অনুসারে আশমান জমি এক সাথে ছিলো পরে আল্লা তা আলাদা করে দিয়েছে, এই কথা গুলি কোরানে লেখা আছে। অথচ বিগ ব্যাং অনুসারে পৃথিবী তৈরি হয়েছে সারে চার বিলিয়ন বছর আগে, এর আগে কি আশমান ছিলো না? নবীর তৈরি আল্লা যে ভুয়া তা কিন্তু বিগ ব্যাং দারাই প্রমান হয়।

    • @user-payusowinik.3jm3zr7
      @user-payusowinik.3jm3zr7 2 ปีที่แล้ว

      @@Siam65-e6d আরে বলদ মমিন, বিগ ব্যাং অনুসারে এই মহা বিশ্বে অনেক কিছুই এলো মেলো ভাবে চলে। পৃথিবীর মতো অনেক গ্রহ ধুম কেতুর আঘাতে ধংশ হচ্ছে। এই মহাবিশ্বে পৃথিবীর মতো কটি কটি গ্রহ ধংশ হচ্ছে আবার তৈরিও হচ্ছে। এই সুর্যও এক সময় ধংশ হবে তখন পৃথিবীও থাকবে না কিন্তু মহাবিশ্বের কোন না কোন সুর্যের মতো নক্ষত্র আছে তার পাসে গ্রহও আছে সেই গ্রহে প্রনের অস্তিত্য থাকতে পারে কারন এই মহা বিশ্বে পৃথিবী এক মাত্র গ্রহ না, আরো কোটি কটি গ্রহ আছে সুর্যের মতো নক্ষত্র আছে।

  • @NabonitaTanchangya
    @NabonitaTanchangya 9 หลายเดือนก่อน +1

    আমার বয়স যখন ৯-১০ বছর তখন আমি প্রায়ই স্বপ্নে দেখতাম অনক বড় কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক আপনার ব্যাখ্যার মতো

  • @TAWHIDKHANOFFICIAL
    @TAWHIDKHANOFFICIAL 2 ปีที่แล้ว +69

    মহাবিশ্বের কঠিন বিষয়গুলি জুম্মন ভাই খুব সহজে বুঝিয়ে দেন। Love from Tangail.

    • @saifuzzamanmanik8075
      @saifuzzamanmanik8075 ปีที่แล้ว

      Amio Tangail teke

    • @Muhammad...99044
      @Muhammad...99044 ปีที่แล้ว +2

      কোরআন এ বিগ ব্যাং সম্পর্কে বলা আছে আমাদের বিশ্বাস করা ফরয, না হলে মুসলিম না।তাকে আল্লাহ্ চ্যানেল দিয়েছে তার ফিল্ড এ তার খিদমত কত টুকু আল্লাহ্ হিসাব নিবে❤

  • @mdimrangazi2290
    @mdimrangazi2290 2 ปีที่แล้ว +17

    SubhanAllah... অসাধারণ আলোচনা, শুকরিয়া,,, মহাবিশ্ব !!!
    অতীব চমৎকার,গুছানো, সহজবোধ্য জ্ঞানসম্পন্ন আলোচনা প্রচেষ্টা অনেক ভালো লেগেছে,.....

    • @naturebd6577
      @naturebd6577 2 ปีที่แล้ว

      😅👍

    • @sciencelogic2958
      @sciencelogic2958 ปีที่แล้ว +1

      ব্যাখ্যা করলেন জুম্মান মিয়া~ আর আলহামদ/ প্রশংসা আল্লাহ কে?? 😂
      ছাগু স্পটেড!!

    • @MacGyver-dz4fp
      @MacGyver-dz4fp ปีที่แล้ว +1

      ​@@sciencelogic2958ভাই উনি সুবহানাল্লাহ বলছে আল্লাহ পবিত্র বুঝাইতে। মহাবিশ্বের বিশালতা আর সৃষ্টি শুনে অবাক হয়ে এইটা বলা দোষের কিছু না। আর ভাই, শুকরিয়া বলতে ধন্যবাদ বুঝায়। জুম্মান ভাইরে ধন্যবাদ দিচ্ছে উনি। আপনার মাথায় ঘিলু আছে নাকি গুবর আমার সন্দেহ হইতেছে।

    • @sciencelogic2958
      @sciencelogic2958 ปีที่แล้ว

      @@MacGyver-dz4fp আল্লাহ পবিত্র, এর একটা কোনো দলিল পেশ করুন। যে তার (কল্পিত) বেহেস্তে মমিনদের অক্ষতযোনি ডবকা ডবকা স্তনবিশিষ্ট হুর সাপ্লাই করবে বলে শপথ করে, সে কিভাবে পবিত্র হতে পারে??
      তথ্যে কোনো মিথ্যা আছে? 🤔

    • @sciencelogic2958
      @sciencelogic2958 ปีที่แล้ว

      @@MacGyver-dz4fp সর্বশেষ : জুম্মান মিয়া ভিডিওতে কোন জায়গায় এসবের ক্রেডিট আল্লাহ কে দিয়েছেন?? টাইম-স্টাম্প উল্লেখ করুন!
      আপনারা এমনি ছাগু প্রজাতি, বউ এর সাথে কসরত করে বাচ্চা পয়দা করেন, আর বলেন ~ এটা আল্লাহর দান! 😂
      এমনি ফ্রী, নির্বোধ আর জাহিল গোলাম পাওয়া সত্যিই সৌভাগ্যের। আল্লাহ নিশ্চই "সৌভাগ্যবতী" ইহাতে কোনো সন্দেহ নাই! 🤭😂

  • @fahimfaisal5870
    @fahimfaisal5870 2 ปีที่แล้ว +11

    আপনার Channel থেকে নিজের জ্ঞান সমৃদ্ধ করার জন্য অনেক তথ্য পাই..... ধন্যবাদ এবং এরকম চালিয়ে যান ❤️❤️❤️💓💓💓

  • @tapaisarkar113
    @tapaisarkar113 7 หลายเดือนก่อน +1

    আমি আর্টস এর ছাত্র, কিন্তু আপনার ভিডিও দেখার পর কোথায় যেন হারিয়ে যাই, বুঝি আর না বুঝি শুনতে খুব ভালো লাগে

  • @nasib369
    @nasib369 2 ปีที่แล้ว +8

    BigganPiC চ্যানেল থেকে ভিডিও আসলে অন্য সবকিছু বাদ দিয়ে আগে ভিডিওটা দেখতে আসি ❤️U BigganPiC

  • @ammirad5918
    @ammirad5918 9 หลายเดือนก่อน +2

    মহান আল্লাহ সব কিছুই ভালো জানেন।।

  • @simanthobanik1723
    @simanthobanik1723 2 ปีที่แล้ว +38

    স্যার,খুব ভালো হয়েছে।সুস্থ থাকুন,জ্ঞান চর্চায় থাকুন,আমাদের আনন্দ দিন💗💗💗

    • @mdshajibhossain7724
      @mdshajibhossain7724 ปีที่แล้ว

      সে দিন আমি আসমানসমূহকে গুটিয়ে নেব, যেভাবে গুটিয়ে রাখা হয় লিখিত দলীল-পত্রাদি। যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবেই পুনরায় সৃষ্টি করব। ওয়াদা পালন করা আমার কর্তব্য। আমি তা পালন করবই।
      সুরাঃ যুমার (৬৭)

  • @Gamer653
    @Gamer653 2 ปีที่แล้ว +12

    বিগ ব্যাং এর ব্যাপারে আপনার চ্যানেল এ ভিডিও খুজছিলাম এতদিন। আলহামদুলিল্লাহ আজকে নোটিফিকেশন আসলো❤️❤️

    • @updatepolapan7203
      @updatepolapan7203 ปีที่แล้ว

      এই পৃথিবী বিগ ব্যাং এ সৃষ্টি হয়নি এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ সুধু বলেন হও আর হয়ে যাই

    • @debabratadas7218
      @debabratadas7218 9 หลายเดือนก่อน

      While you believe in alha then you shouldn't watch this science videos. ​@@updatepolapan7203

    • @TAP_GAMING876
      @TAP_GAMING876 หลายเดือนก่อน

      ​@@updatepolapan7203Allah ke bola hoy alimul gayeb tini ja bolben hoye jabe allah kintu aitao bolse tar somoy onujayi sekhaner 1 din amader 50000 bosor that means allah r 1 second amader onek somoy ar allah bigganmoy allah logical vabei universe create korse ar tini bolechen aita amra mani karon na manle kichu korar nei biggan kokhonoi t=0 time e jete parbena

  • @prottoybiswas8283
    @prottoybiswas8283 2 ปีที่แล้ว +8

    ভাই আপনার explanation আমার খুব ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ।❤❤

  • @sauravdatta4539
    @sauravdatta4539 2 ปีที่แล้ว +2

    আপনার প্রতিটি ভিডিও এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি । আমার ভীষণ প্রিয় একটি চ্যানেল

    • @SongMusicLover
      @SongMusicLover ปีที่แล้ว

      আমারও খুব ভালো লাগে, আমার মনে হয় পড়া শুনা করে বিজ্ঞানী হলাম না কেনো

  • @BDLife71
    @BDLife71 ปีที่แล้ว +7

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গর্ব😍 ভাই দোয়া রইলো

  • @shibamsamanta997
    @shibamsamanta997 9 หลายเดือนก่อน

    দাদা ভিডিও টা খুবই ভালো, আরও ভিডিও চাই। এইবার স্টিফেন হকিংস এর সম্পর্কে ভিডিও চাই দাদা❤

  • @towhidulislam7333
    @towhidulislam7333 2 ปีที่แล้ว +40

    মানষের কল্পনাশক্তি অসীম। কল্পনাশক্তিই জ্ঞান। এই কল্পনাগুলো আমাকে ভালই মুগ্ধ করে। কিন্তু শেষপর্যন্ত আমার কাছে এগুলো কল্পকথাই।

    • @towhidulislam7333
      @towhidulislam7333 2 ปีที่แล้ว

      @Mr Siam99 আসলেই তাই। কোয়ান্টাম ফিজিক্স থেকে শুরু করে রিলেটিভিটি ,কি সুন্দর সুন্দর কল্পনাই না বিজ্ঞানীগণ করে গেছেন। কল্পকথাগুলোকে কি সুন্দরভাবে গাণিতিক ফ্রেমে আবদ্ধ করার চেষ্টা করছেন। বিষয়টি বেশ মজার না! ফিজিক্স আসলে এটাই।

    • @ridu585
      @ridu585 ปีที่แล้ว

      ​@@towhidulislam7333 মুখে দাড়িওয়ালাদেরকে দেখলেই এদের জ্ঞানের সীমানাটা আন্দাজ করে নেয়া যায়।🥱

    • @towhidulislam7333
      @towhidulislam7333 ปีที่แล้ว +3

      @@ridu585 জ্ঞান মানুষকে বিনয়ী হিসেবে গড়ে তোলে আর অল্প জ্ঞান তাকে অহংকারী বানিয়ে ফেলে।

    • @shahanaakter4655
      @shahanaakter4655 ปีที่แล้ว

      It is not osim ( gann)

    • @Summoned_J
      @Summoned_J ปีที่แล้ว +1

      So what?

  • @ShahariarSani-kl2jb
    @ShahariarSani-kl2jb 7 หลายเดือนก่อน

    Vaia Ami apnar Boro fan❤❤❤

  • @hasangazi6
    @hasangazi6 2 ปีที่แล้ว +9

    ভাই শ্রোডিঙ্গারের সমীকরণের সহজ ব্যাখ্যা আর প্রমান নিয়ে একটা ভিডিও দিয়েন প্লিজ।।।

    • @MinhazRLuis
      @MinhazRLuis ปีที่แล้ว

      সেই ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে প্রমাণ করা সম্ভব না।

    • @hasangazi6
      @hasangazi6 ปีที่แล้ว +1

      @@MinhazRLuis vai ami jani oita kivabe proman korte hoy. Kintu aro deeply feel korte chai. Ar onar bujamor khonota onk valo..

  • @Rofikgaming-d7p
    @Rofikgaming-d7p 9 หลายเดือนก่อน +1

    নিঃসন্দেহে এই মহা বিশ্ব আল্লাহ তায়ালা সৃষ্টি করেছেন ❤❤

    • @NazrulIslam-kn9tx
      @NazrulIslam-kn9tx 9 หลายเดือนก่อน

      Kivabe bujhlen???

    • @Rofikgaming-d7p
      @Rofikgaming-d7p 9 หลายเดือนก่อน +1

      @@NazrulIslam-kn9tx আমাদের কোরআনে শরীফে সুস্পস্ট প্রমাণ রয়েছে

    • @NazrulIslam-kn9tx
      @NazrulIslam-kn9tx 9 หลายเดือนก่อน

      @@Rofikgaming-d7p seguloi to jante chai

    • @Rofikgaming-d7p
      @Rofikgaming-d7p 9 หลายเดือนก่อน +1

      @@NazrulIslam-kn9tx আরে মূর্খ জানতে চাইলে কোরআন পর

  • @rajeshmondal4529
    @rajeshmondal4529 ปีที่แล้ว +8

    ৯ সংখ্যা টি ১১বার।এমন ভাবে ভিডিও করলে আর কেউ স্কুলে যেতে চাইবে না। অসাধারণ প্রতিভা বোঝানোর।

  • @ruhanabedin5496
    @ruhanabedin5496 2 หลายเดือนก่อน

    সুবহানাল্লাহ, আল্লাহর অপুর্ব সৃষ্টি।

  • @chandrachurchakraborty4854
    @chandrachurchakraborty4854 2 ปีที่แล้ว +5

    Thank you for fulfilling the long lasting wish of subscribers.

  • @mxmelon8925
    @mxmelon8925 ปีที่แล้ว +1

    এসব ভিডিও কিভাবে তৈরি করেন খুবই জানতে ইচ্ছে করে,,,ভিডিও গুলো অসম্ভব সুন্দর হয়,,

  • @SA-yc9lf
    @SA-yc9lf 2 ปีที่แล้ว +4

    ধন্যবাদ প্রিয় ভাই। ❤️
    জটিল সংখ্যা এবং হাইয়ার ডাইমেনশনের কমপ্লেক্সিটি নিয়ে জানতে চাই।

  • @strangethings394
    @strangethings394 2 ปีที่แล้ว +1

    সবই বুঝলাম। প্রোটন নিউট্রন স্টার কিভাবে তৈরি হয়েছে কিন্তু জীব কিভাবে তৈরি হয়েছে সেই বিষয়ে একটি ভিডিও দেওয়ার অনুরোধ করছি।

  • @jahirulislamsinterestingco4622
    @jahirulislamsinterestingco4622 2 ปีที่แล้ว +6

    ধন্যবাদ স্যার। মহাকাশের গ্রহ নক্ষত্র ইত্যাদি কিভাবে সনাক্ত করা যায় , বা এইগুলির নাম কিভাবে জানা যায় এই বিষয়ে একটি ভিডিও আপলোড করবেন। অনেক উপকৃত হবো।

    • @omarcbd8967
      @omarcbd8967 2 ปีที่แล้ว

      নাম কি সেখানে লেখা থাকে নাকি?
      নাম ত মানুষ দেয়।

  • @Fatema.7566
    @Fatema.7566 9 หลายเดือนก่อน +1

    NASA diye ekta vedio diben🇺🇲

  • @mdrayhanahmed5767
    @mdrayhanahmed5767 11 หลายเดือนก่อน +3

    খোদাদ্রোহীরা কি একথা জানে না যে, আকাশ ও পৃথিবী পরস্পর সংলগ্ন অবস্থায় ছিল, তারপর আমরা তাকে আলাদা আলাদা (পৃথক) করে দিয়েছি এবং আমরা পানি থেকে সমস্ত প্রাণী সৃষ্টি করেছি । তবুও তারা বিশ্বাস করবে না?” (সুরা আল আম্বিয়া, আয়াত ৩০)

  • @shahanazmunnyarohi3909
    @shahanazmunnyarohi3909 2 ปีที่แล้ว

    আমি আমার চ্যানেলটা সুন্দরভাবে শুরু করেছি।ভাইয়া আপনার ভিডিও আমি দেখি, অনেক ভালো লাগে।বলতে গেলে একদম শূন্য থেকে শুরু করেছি,জানিনা কতদূর যেতে পারবো বা পারবো কিনা কিছু করতে।তবে আমি আমার মতো চেষ্টা করছি,এখন সবকিছু একদম নতুন তাই audience ও নেই।আশা করি একদিন সব হবে।

  • @debdassardarordinary.7335
    @debdassardarordinary.7335 2 ปีที่แล้ว +37

    আমার মনে হয় এই video টা সমস্ত মানুষকে দেখা উচিত ও কুসংস্কার থেকে বিজ্ঞানমনস্ক হওয়া উচিত।

    • @অপ্রতিরোধ্য-খ৬য
      @অপ্রতিরোধ্য-খ৬য 2 ปีที่แล้ว

      সময় থাকলে কুরআন শরীফ এর বাংলা অনুবাদ টা পড়ে নিবেন। আশা করি এর ব্যাখ্যা যাতে পারবেন যেটা ১৪০০ বছর ধরে কুরআনে লেখা আছে। শুধু বিগ ব্যাং না হাজারো বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে যেগুলো বিজ্ঞান কিছুদিন আগে পেয়েছে। যেমন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এবং চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘোরে। এব্যাপারে জাকির নায়েকের একটা লেকচার আছে যেটা অক্সফোর্ড union এ দেওয়া সেটা দেখলেই জানতে পারবেন। ধন্যবাদ

    • @Jewelsarkar502
      @Jewelsarkar502 2 ปีที่แล้ว +2

      আমাদের তো বিজ্ঞানের প্রয়োজন নেই এই বিষয়টি সমাধানের জন্য। কেননা বিজ্ঞান কেবল সেদিনই বিষয়টি প্রমাণ করেছে। যার নাম দিয়েছে বিগব্যাং।
      আর এই পৃথিবীর স্রষ্টা ১৫০০ (প্রায়) বছর আগেই এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছে।
      তিনি বলেছেন, অবিশ্বাসীরা কি দেখেনা এই মহাবিশ্ব একসাথে ছিল এবং তিনি সেটা আলাদা করে দিয়েছেন। বর্তমানে বিজ্ঞান সেটাকে বিগব্যাং নাম দিয়েছে। বিজ্ঞান যেটাকে সেদিন আবিষ্কার করলো আমরা সেটা ১৫০০ বছর আগেই জানি।
      চিকিৎসা শাস্ত্রের পথপ্রদর্শক IBN SINA
      গণিত শাস্ত্রের মুসা আর খারিজমি
      রসায়নের জনক "আল কেমি" এমন আরো অনেক বিজ্ঞানী ছিলেন মুসলিম।
      আর কুসংস্কার এগুলোকে বলে না। বলে এই আধুনিক যুগে এসে গরুর গোস্ত খাওয়ায় হত্যা করা। গোমুত্র পান করা, ন্যাংটা হয়ে জঘন্যসব কাজ করা। এজন্যই বলি প্রকৃত শিক্ষা গ্রহণ করাটা জরুরি।

    • @debdassardarordinary.7335
      @debdassardarordinary.7335 2 ปีที่แล้ว

      @@Jewelsarkar502
      দাদা আমি আপনাকে বা ইসলাম ধর্মকে বা সেই ধর্মের কোন মানুষকে নিয়ে কিছু বলিনি। সভ্যতার শুরু থেকে মানব জীবনে Onek kusoskar o ondho biswas chilo but Science a alotay nia anae. Ami akjon science ar sadharon student hoe sata bolar try korchi. Ar prokito Knowledge ase Manuser babohare, Apor religion Kay Choto kore nijer religion kay boro kore noi. Nijer religion ar sathe opor religion kay somman kortay sikhun ta apnar abong Somogro world ar pokhhay mongal.

    • @debdassardarordinary.7335
      @debdassardarordinary.7335 2 ปีที่แล้ว

      @@অপ্রতিরোধ্য-খ৬য
      Thank you Dada. 💜 Abossoi amar ichha Kuran Sarif pora o ta thake knowledge newa. But Jakir Nayek ar moto somaj Kay uttojito korar moto lok kay bolben na, unakay to amader India to durar kotha apnader Bangladesh o bohiskar korechay, Thai daini.

    • @Jewelsarkar502
      @Jewelsarkar502 2 ปีที่แล้ว

      @@debdassardarordinary.7335 আপনি কোথায় দেখলেন আমি ধর্মকে ছোট করেছি? আমিতো এখানে কোন ধর্মের কথা উল্লেখ করি নাই। শুধু স্পষ্ট করে দিয়েছি কোনগুলা কুসংস্কার আর কোনগুলা চিরন্তন সত্য।
      এখন আপনার কাছে যদি এগুলাকে মনে হয় ধর্মকে অপমান তাহলে আমার কি করার আচগে বলুন?
      উদাহরণ স্বরুপ বলা যায়, খ্রিস্টানরা বলে যিশু খ্রিস্ট নাকি তাদের পাপের প্রায়শ্চিত্ত করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন। অর্থাৎ খ্রিস্টানদের পাপ মোছন করে গেছেন।
      তাহলে এখানে আমার প্রশ্ন, যদি কোন খ্রিস্টান অন্য খ্রিস্টানের বোন, মা অথবা মেয়েকে ধর্ষণ করে অথবা হত্যা করে তাহলে তাদের ধর্ম অনুযায়ী পাপ না। কিন্তু তারা বাস্তন জীবনে কি সেটা করছে?

  • @isthataiyan
    @isthataiyan ปีที่แล้ว +1

    Love from Velanagor, Narsingdi ❤❤

  • @jobayerhossain8166
    @jobayerhossain8166 ปีที่แล้ว +7

    আল্লাহ আপনার জ্ঞান আরো বাড়িয়ে দিন।

    • @mugdhasarker_2006
      @mugdhasarker_2006 ปีที่แล้ว +4

      কুরআন মতে এগুলো মিথ্যা

    • @TAP_GAMING876
      @TAP_GAMING876 หลายเดือนก่อน

      ​@@mugdhasarker_2006tahole apnar quran e gyan kom

  • @hard_talk_bd
    @hard_talk_bd 2 ปีที่แล้ว +2

    অনেক জ্ঞানবহুল ভিডিওচিত্র। ধন্যবাদ।

  • @jihantajrin7306
    @jihantajrin7306 2 ปีที่แล้ว +6

    What vaia. ..We didn't know that. .Wow. ..Magnificent and extraordinary analytical video. .Thanks a trillions times vaia. .For this unique and exciting video. ..👍💐💞💗

  • @husshuss5398
    @husshuss5398 2 ปีที่แล้ว

    Khubi khubi valo hoiche 🙂vai,aro video chai joldi✌️

  • @AIB00
    @AIB00 2 ปีที่แล้ว +3

    ধন্যবাদ ভাইয়া❤️
    যেই প্রশ্নটা করছিলাম তার উত্তর এভাবে পাব ভাবি নি ☺️
    ভালো লাগছে খুব উত্তর টা পেয়ে❤️
    ধন্যবাদ ভাইয়া

    • @tonniaktar5221
      @tonniaktar5221 2 ปีที่แล้ว

      Allah ai kotha qurane bolechen sura rum ar 22Number,ayyate

    • @LRLimonofficial
      @LRLimonofficial ปีที่แล้ว

      ​@@tonniaktar5221rum Abr Kon sura..??

    • @mlbbgamerbd7920
      @mlbbgamerbd7920 ปีที่แล้ว

      @@tonniaktar5221 lol😅😅😅

    • @Mister.F-x1w
      @Mister.F-x1w 9 หลายเดือนก่อน

      ​@@tonniaktar5221 কি দরকার ছিল,,😅😅

  • @sandippatra4798
    @sandippatra4798 7 หลายเดือนก่อน

    আপনার বিজ্ঞান ভিত্তিক অনেক ভিত্তিক ভিডিও দেখেছি। বর্ণনার সাবলিলতা, বিজ্ঞানের জটিল বিষয় গুলো যে ভাবে সহজ করে ঝুঝিযেছেন তা খুব ভাল এবং অনাড়মবর । কিন্তু বিষয় গুলি এম.এস.সি. ক্লাস বা তার উর্ধের শ্রেণীর বলে আমার মনে হচ্ছে। আমি অনুরোধ করব ক্লাস ওয়ান এর থেকে ছেলে মেয়েদের মধ্যে বিজ্ঞান মনোষকতা তৈরী করার জন্য এই ধরনের ভিডিও বানাতে ,তাতে আগামী প্রজন্ম বিশেষ ভাবে উপকৃত হবে বলে আমার বিশ্বাস। A series of videos to make and upload. বিজ্ঞানের প্রাথমিক শ্রেণী থেকে এম.এস.সি ক্লাস এর ছাত্র ছাত্রী রা এতে আকৃষ্ট হবে বলে আমার বিশ্বাস। কাজটা সহজ হবে না , কিন্তু অসম্ভব নয় । তবে বড ধরনের ভাবনা চিন্তার বিষয় আছে।

  • @mdabirhossenjay9108
    @mdabirhossenjay9108 2 ปีที่แล้ว

    আমি যখন আপনার চ্যানেল সাসক্রাইব করি তখন আপনার সাসক্রাইবার সংখ্যা ছিল 950 আজ আপনার চ্যানেল এ সাসক্রাইবার 300k+
    শুভকামনা আপনার জন্য। এগিয়ে যান আরো
    💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

  • @ratulhasan099
    @ratulhasan099 2 ปีที่แล้ว +10

    আসসালামু আলাইকুম ভাইয়া, বাস্তব জীবনে calculus এর ব্যাবহার নিয়ে একটা ভিডিও বানান প্লিজ।।।।

  • @tokanghosh3834
    @tokanghosh3834 7 หลายเดือนก่อน

    Bahhhh , khub bhalo laglo.

  • @adib8805
    @adib8805 2 ปีที่แล้ว +18

    আচ্ছা একটা প্রশ্ন ছিল , big bang একটা point of energy থেকে হইসে। তাহলে ঐ point of energy বা ওই ক্ষুদ্র উচ্চ ঘনত্বের ও তাপমাত্রার বস্তু টা কিভাবে create হইসে ?? এটার সম্পর্কে বৈজ্ঞানিক ধারণা কি ?

    • @ratankumar321
      @ratankumar321 2 ปีที่แล้ว

      matter faka space theke create hote pare eta promanito....tai oi point of energy o evhabei toiri hoyechilo bole dharona kora hoy!!

    • @fairynatural155
      @fairynatural155 2 ปีที่แล้ว +11

      ওই ক্ষুদ্র অংশের কাছে গিয়েই বিজ্ঞান শেষ?? এর পরের ব্যাখ্যা দেয়ার মুরদ বিজ্ঞানের নেই।

    • @ratankumar321
      @ratankumar321 2 ปีที่แล้ว +7

      @@fairynatural155 বিজ্ঞান এর মুরাদ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে .... বিজ্ঞান এর মুরাদ বুঝার মুরাদ আপনার নেই সেটা বলেন

    • @madyady2906
      @madyady2906 2 ปีที่แล้ว

      এটারও থিওরি আছে জানার চেষ্টা করুন।
      এখান বিজ্ঞানের কিছু বুজতে থিওরি কোনটা ফ‍্যাক্ট কোনটা সেটা আগে বুজুন।

    • @interestingrandomupdate8897
      @interestingrandomupdate8897 2 ปีที่แล้ว +3

      @@ratankumar321 sweg replay. 🤝

  • @sukdebmondol8408
    @sukdebmondol8408 ปีที่แล้ว

    আমার দেখা বিজ্ঞান বিষয়ক সবথেকে ভালো চ্যানেল।

  • @halal_entertainment_23
    @halal_entertainment_23 2 ปีที่แล้ว +5

    SubahanAllah!
    Very interested to learn about the future prediction, hope you will make a video on that topic soon

    • @cricads
      @cricads 2 ปีที่แล้ว

      বিগ ব্যাং ইসলাম পরিপন্থী। 🤣🤣
      সবজায়গায় না বুঝে সুবহানাল্লাহ না বললে ঈমান নষ্ট হয়ে যাবে না ভাই👎👎

  • @engr.sohelrana2395
    @engr.sohelrana2395 ปีที่แล้ว +1

    subhan Allah, mashallah vai. apnar video with no boring . love from Kashimpur,Gazipur... jajakallahu Khayran

  • @seven4371
    @seven4371 2 ปีที่แล้ว +15

    20 times 9
    okay first I made mistake and counted 19. Then I Google it which says 20 and I counted again😂 it takes 1 minute so far I guess.
    I really enjoy your video. Thank you so much ✨

  • @siratulsadik5601
    @siratulsadik5601 2 ปีที่แล้ว +2

    আমি আপনার ভিডিও নিয়মিত দেখি। অনেক সুন্দর ভিডিও বানান। আপনার ভিডিও থেকে অনেক কিছু জানতে পারি। ধন্যবাদ জুম্মান ভাইয়া 🥰🥰আমাদের জন্য এতো সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য।

  • @sazibsazib825
    @sazibsazib825 2 ปีที่แล้ว +26

    আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবতে গেলে যে কেউ পাগল হয়ে যাবে।কারণ আল্লাহ আমাদের তার সৃষ্টি নিয়ে ভাবতে এতোটা মস্তিষ্ক দেয় নাই।

    • @AbdulKadir-wr2zv
      @AbdulKadir-wr2zv 2 ปีที่แล้ว +2

      😂😂😂

    • @z-hos
      @z-hos 2 ปีที่แล้ว +6

      ল্যাওড়া। 😂😂

    • @rottenmayar
      @rottenmayar 2 ปีที่แล้ว +1

      তোমার নানির সাউয়া

    • @z-hos
      @z-hos 2 ปีที่แล้ว +6

      আল্লা কি আদৌ আছে❓কোথায়❓মানুষের কল্পনাতে❗😂😂

    • @mdbashedislam8533
      @mdbashedislam8533 2 ปีที่แล้ว

      @@z-hos নাহ রে বলদ বাস্তবেই আছে, বাইনচোদ তুই ত্যর আশেপাশের প্রকৃতি পর্যবেক্ষণ কর। তারপর তুই অইটা অনুধাবন করতে পারবি,
      বুজ্জছ চোদু

  • @romanha9071
    @romanha9071 2 ปีที่แล้ว +1

    ধন‍্যবাদ স‍্যার.... মহাকাশ চিন্তা করতে করতে একটা ঘোর চলে আসে....
    ভালো থাকুন সুস্থ থাকুন 👍👍

  • @Bloodmoon720
    @Bloodmoon720 2 ปีที่แล้ว +4

    মানবিকের স্টুডেন্ট তবুও বিজ্ঞানপ্রেমী💙😅

    • @emiway5256
      @emiway5256 2 ปีที่แล้ว

      janar kono subject hoi na

  • @fardinapon
    @fardinapon 10 หลายเดือนก่อน

    Assalamu oalikum.. Vai ya agiea jan..in shaa allah

  • @রাকিবরায়হান-হ১চ
    @রাকিবরায়হান-হ১চ 2 ปีที่แล้ว +4

    ভাইয়া, তাহলে বিগ ব্যাং তত্ত্বে স্টিফেন হকিং এর কি ভূমিকা রয়েছে?

  • @ashrafemon909
    @ashrafemon909 2 ปีที่แล้ว +1

    আপনার ভিডিও দেখে অনেক কঠিন বিষয়গুলো খুব সহজে জানা যায়।

  • @seriousfun7590
    @seriousfun7590 2 ปีที่แล้ว +7

    ভাই বিগ-ব্যাং এর আগে ত কোন স্পেস ছিলনা তাহলে এনার্জির ছোট বিন্দুটা কোথায় ছিল?

    • @jihadahmed6912
      @jihadahmed6912 2 ปีที่แล้ว

      যখন বিগ ব্যাং হয়নি তখন কি ছিলো কিছুতল একটা ছিলো যদি কিছুই না থাকে তবে অই বিন্দু মতো জিনিস্টা কই ছিলো স্প্যাস না থাকলে কেম্নে সম্ভব হইছে এই প্রশ্নটাই কতখন চিন্তা করলে মাথা পুরা নষ্ট হইয়া যাবো দেখেন বালা, জান্নাতে যাইতে পারলে আল্লাহ তায়ালাকে সবার প্রথম এই প্রশ্নটাই করতে চাই, যে যখন কিছুই ছিলোনা তখন কি ছিলো বা জান্নাতে সময় কিভাবে কখন থামবেনা আর থামলেই বা পরে কি, কারন আমরা আমাদের সাধারন জ্ঞান দিয়ে যা জানি যে যে জিনিসের শুরু আছে তার শেষও আছে কিন্তু মৃত্যর পর শেষ হবেমা শুনি যাক কিন্তু শেষ হলেই বা পরে কি ঘঠবে

  • @NazmulHasan-ovi
    @NazmulHasan-ovi 2 ปีที่แล้ว +1

    ভিডিও গুলো আরো বড় চাই....
    ১৫ মিনিটের ভিডিও তারপর মনে হয় অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেল

  • @mdsakibhasan9043
    @mdsakibhasan9043 2 ปีที่แล้ว +9

    আল্লাহ তায়ালা বলেন, ‘মহান আল্লাহ, যিনি মাত্র দুই দিনে মহাকাশে সপ্তস্তর নির্মাণের কাজ সমাপ্ত করেছেন। প্রতিটি স্তরের কার্যক্রম বিন্যস্ত করেছেন। এবং পৃথিবীর আকাশ অসংখ্য আলোকবাতি দ্বারা সুসজ্জিত করেছেন এবং সুদৃঢ় নিরাপত্তা নিশ্চিত করেছেন।’ (সূরা : ফুসিসলাত, আয়াত : ১২)।

    • @khaliqurrahman9760
      @khaliqurrahman9760 2 ปีที่แล้ว

      বলদ কোথাকার তুই -
      মুসলমানেরা আল্লাহ নামক ভাইরাস এ আক্রান্ত।

    • @Summoned_J
      @Summoned_J ปีที่แล้ว

      Stupids will remain stupids. They will remain slave of West!

    • @mrvalkhanpli9375
      @mrvalkhanpli9375 ปีที่แล้ว

      Bhul janen bhai, knowledge achieve koren then bolen

  • @riyazulahmedallahwatchingm2244
    @riyazulahmedallahwatchingm2244 2 ปีที่แล้ว +2

    Most underrated channel in BD💥💥

  • @bcp4875
    @bcp4875 9 หลายเดือนก่อน +5

    খালি চোখে আকাশের দিকে তাকালেই অবাক হয়ে যাই৷ আল্লাহর সৃষ্টি কি অসাধারণ৷

  • @owahaduzzamansalim9744
    @owahaduzzamansalim9744 2 ปีที่แล้ว +1

    এতো চমৎকার উপস্থাপনা আমাকে অভিভূত করে

  • @SkMobile-y6y
    @SkMobile-y6y ปีที่แล้ว +8

    এই মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করেছেন

    • @KARAN..1
      @KARAN..1 7 หลายเดือนก่อน +1

      Kuch bhi!!😏

    • @Sakibmondal935
      @Sakibmondal935 5 หลายเดือนก่อน +1

      Ata bolar kono dorkar nei because truth is always truth ❤

    • @amiotirthoroyamit8557
      @amiotirthoroyamit8557 หลายเดือนก่อน

      কোথায় সপ্তম আসমানে বসে?🤣

  • @নামাজের_জন্য_এসো
    @নামাজের_জন্য_এসো 4 หลายเดือนก่อน

    আল্লাহ কত মহান চিরজীব ও চিরস্থায়ী

  • @monjurchowdhury766
    @monjurchowdhury766 2 ปีที่แล้ว +4

    A huge thanks Jummon Bhai for your excellent explaination .

  • @Mk3.08
    @Mk3.08 6 หลายเดือนก่อน

    খুব সুন্দর উপস্থাপন

  • @safiulmiraz8835
    @safiulmiraz8835 ปีที่แล้ว +3

    তাহলে আল্লাহ পাক কতো বড়ো। সুবহানাল্লাহ

  • @s.i.h7610
    @s.i.h7610 2 ปีที่แล้ว +1

    খুবই important বিষয় জানতে পারলাম।
    ধন্যবাদ

  • @NBPbanglaTv
    @NBPbanglaTv 2 ปีที่แล้ว +8

    সবকিছুই মহান আল্লাহ পাকের সৃষ্টি

    • @KARAN..1
      @KARAN..1 7 หลายเดือนก่อน +3

      Kuch bhi!!😒

    • @TapanMondal-p4d
      @TapanMondal-p4d 5 หลายเดือนก่อน +1

      Apnar kothar Kono ki proman ache? Nei to tahole apni ki Kore bollen kothati? Quran to kichui bolte parini...r ja Quran a LIKHA ache ta o mittha Kotha..sothik kono theory Quran dite parini...Kono dhormo gorontoi sothik kono theory dite parini...apni akhono bokar sorge bas Koren...

    • @jahidhas8849
      @jahidhas8849 หลายเดือนก่อน

      Apnader dhormo to purai banoat..
      Gita te ki amon lekha ase?ektu bolben ki?.
      Andobissas chara to kissui dekhi na hinduder majhe.​@@TapanMondal-p4d

    • @TapanMondal-p4d
      @TapanMondal-p4d หลายเดือนก่อน

      @@jahidhas8849 Vai Ami Kono dhoro palon Kori na...kintu Ami Quran Bedh tiripitokh baibel sob dhormo goronto porechi kintu sob dhormo goronto Amar kache manuser tuiri mone hoyche...r Akta Kotha dhormo manusk kokhono sothik shikha dei na...jeta Kore seta Holo hanahani mara Mari...tai asun amra manobotar dhormo palon Kori...

  • @md.sifatislam1668
    @md.sifatislam1668 ปีที่แล้ว +1

    মহাবিশ্বের সব জায়গার তাপমাত্রা সমান, মহাবিশ্ব চতুরদিকে সমান, মহাবিশ্বের সম্প্রসারণ, আলোর থেকে বেশি গতিতে মহাবিশ্বের চলা ইত্যাদি তথ্য প্রমাণ করে যে একজন সর্বশক্তিমান সৃষ্টিকর্তা এই মহাবিশ্বকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করছেন তিনি হলেন একমাত্র একমাত্র মহান আল্লাহ তায়ালা।

  • @knowtherealislam9318
    @knowtherealislam9318 ปีที่แล้ว +3

    মুমিন বিশ্বাস করে সব আল্লাহ তা'আলার একক ক্ষমতা আল্লহু আকবার

  • @debabratadas7218
    @debabratadas7218 9 หลายเดือนก่อน

    Mind blowing bhai, keep it up & stay well.

  • @আশরাফুলইসলামখান-র১ব

    ভাইয়া,
    আমরা মুসলিম আমাদের আছে পবিত্র আল কোর-আন।

    • @Sonofpeace
      @Sonofpeace 2 ปีที่แล้ว +1

      ওই ছাতা দিয়ে বিঞ্জান শেখা হবেনা,জঙ্গিবাদ ছাড়া

    • @আশরাফুলইসলামখান-র১ব
      @আশরাফুলইসলামখান-র১ব 2 ปีที่แล้ว

      @@Sonofpeace তুমার কাছে কি আছে যা দিয়া বিজ্ঞান শিখবো

    • @shadmanlagim3519
      @shadmanlagim3519 ปีที่แล้ว

      আপনি ফেরেশতা, জিন, জান্নাত , জাহান্নাম , বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবেন ? কিংবা বিজ্ঞানে এর অসংখ্য তত্ত্ব কি কোরান এ দেখাতে পারবেন? বিজ্ঞান এবং ধর্ম কে এক করে আপনারা বিজ্ঞান কে অস্বীকার আর ধর্মকে অপমানের পাত্র করেন | বিজ্ঞান আর ধর্ম একে অপরের পরিপূরক নয় | এরা একে ওপরের থেকে আলাদা | ধর্ম মানুষকে সামাজিক ভাবে আর বিজ্ঞান অস্তিত্বকে নিরাপত্তা দেয় এবং আরো উন্নত করে | তাই ধর্মকে সামাজিক জীবনে আর বিজ্ঞানকে যান্ত্রিক জীবনে মানায় | আর কোরান কোনো বিজ্ঞান এর বই না| এটা আয়াত বা নিদর্শন এর বই | তাই যারা এখানে যারা বিজ্ঞান খোঁজে বা কোরান বা যেকোন ধর্মগ্রন্থ কে বিজ্ঞানের উৎস হিসাবে প্রচার করে তারা সুবিধাবাদী এবং ভণ্ড | তারা না জানে ধর্ম না জানে বিজ্ঞান

  • @latifulhoque7586
    @latifulhoque7586 2 ปีที่แล้ว

    Dada apnar video gulo sobi science related, love you

  • @labeebmahmud
    @labeebmahmud 2 ปีที่แล้ว +3

    When you realize, the universe was created in just a second...
    just 1 second!

    • @Fan-messi
      @Fan-messi 2 ปีที่แล้ว +2

      By the GOD Shree Krishna 🤗🙏

    • @Fan-messi
      @Fan-messi 2 ปีที่แล้ว +1

      @Mr Siam99 There are many history, religious, science fiction, NASA already found

    • @Talha-yz6gm
      @Talha-yz6gm 2 ปีที่แล้ว

      @@Fan-messi Plzzz reference.....

    • @Fan-messi
      @Fan-messi 2 ปีที่แล้ว +1

      @@Talha-yz6gm Jaggannath temple, Ram setu officially matched by book and NASA research, Prove many place in todays lands.
      We don't believe fictional Popat Mohammed.
      We believe in Love, Truth, Proves, faith.

    • @shuvopodder5243
      @shuvopodder5243 ปีที่แล้ว

      @@Fan-messi হিন্দু বলদ মুমিন চলে এসেছে 🤣🤣🤣

  • @omarcbd8967
    @omarcbd8967 2 ปีที่แล้ว

    Programming sombondhe ekta vedio dile valo hoito.

  • @samiulhossain6399
    @samiulhossain6399 ปีที่แล้ว +3

    আল্লাহ কোরআনে বলেন পৃথিবী ও আকাশমন্ডলি একে অপরের সাথে সম্পৃক্ত ছিল আমি তাদের আলাদা করে দিলাম আধুনিক বিজ্ঞান যার নাম দিয়েছে বিগ ব্যাং যা কোরআনে আল্লাহ পনেরশো কোটি বছর আগে বলেছেন।
    আল্লাহু আকবার

  • @user-jx5hm5rh7f
    @user-jx5hm5rh7f 2 ปีที่แล้ว +1

    ভাইয়া গ্যালিক্সি,নিউট্ন তারকা, এগুলোর সংকোচন সম্পর্কিত একটা ভিডিও দিয়েন।

  • @Hamidaliofficial97
    @Hamidaliofficial97 9 หลายเดือนก่อน

    Khub valo video

  • @shreyasimandal4458
    @shreyasimandal4458 ปีที่แล้ว +1

    কোয়ার্ক নিয়ে video করুন please 🙏

  • @alihasn6035
    @alihasn6035 2 ปีที่แล้ว

    ভাই, স্টারশিপ নিয়ে একটি ভিডিও দেন!

  • @mahedihasan3371
    @mahedihasan3371 ปีที่แล้ว

    mashallah.toba sob kiesoI allah valo janan.

  • @pjmukkhorpjmukkhor6584
    @pjmukkhorpjmukkhor6584 9 หลายเดือนก่อน

    দাদা, কসমোলজি এর উপরে আরও ভিডিও চাই

  • @mdamit7888
    @mdamit7888 3 หลายเดือนก่อน

    ভিডিওটি দেখে মহাবিশ্বর আকৃতি জানতে ইচ্ছে করছে। 🤔🤔🤔🤔

  • @MuslimNetwork_ksm
    @MuslimNetwork_ksm 8 หลายเดือนก่อน

    এত সুন্দর করে বুঝানোর জন্য ধন্যবাদ ভাইয়া।
    নাস্তিকদের ভাবা উচিত,
    এত বড় বড় কাজ এত নিখুঁত ভাবে একা একা হওয়া অসম্ভব।

  • @NusratNadia7
    @NusratNadia7 ปีที่แล้ว

    ½সেকেন্ড লেগেছে আর ১১বার❤

  • @jobaermolla911
    @jobaermolla911 2 ปีที่แล้ว

    জুম্মন ভাই। ভালোবাসা নিবেন।

  • @abubakar986
    @abubakar986 2 ปีที่แล้ว

    বিগ ব্যাং যা শুধুই একটা অনুমান।

  • @RidwanSheikh-b3u
    @RidwanSheikh-b3u 2 หลายเดือนก่อน

    যখন ছোট ছিলাম তখন ভাবতাম আল্লাহ একএকটা জান্নাত পৃথিবীর দশগুন বড় হবে তো আল্লাহ এতো জায়গা কোথায় পাবে তো এখন যখন বড় হলাম এবং বুঝতে শেখলাম যে আমার আল্লাহ দশগুন নয় আল্লাহ চাইলে হাজার গুন বড় জান্নাত ও বানাতে পারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।