ধন্যবাদ দিয়ে আপনাদেরকে ছোট করবো না। ❤️ আমাদের দেশে এখনো সত্যিকার অর্থে ভালো ওল্ড হোম নেই। যেখানে এমন সম্মানিত মানুষদের রাখা যায়।কেউ একজন উদ্যোগ নিন দয়া করে। অনেক ফাউন্ডেশনতো মানুষের সাহায্যে চলে।একটি ফাউন্ডেশন না হয় এই বিশাল হ্রদয়ের মানুষদের জন্য কাজ করবে।
আমার কবিকে রাখার মতো পরিবেশ থাকলে আমি তাঁকে রেখে সারাজীবন সেবা করতাম, ঠিক যেভাবে আমার বাবা মায়ের সেবা করেছি ও করি। কিন্তু আমার বাবা মাকে তো আমি আমার সামর্থ্যের পরিবেশে রেখেছি যে বিষয়ে কাউকে কোন কৈফিয়ত দিতে হয়নি আমার। কিন্তু কবি তো সবার, তাই তাঁর কিছু হলে অনেক কৈফিয়ত দিতে হবে। আমার খুব মনে পড়ে কবি অনেক আগে আমাকে বলেছিলেন, "শেষ সময় আমার ভালো না লাগলে তোর আর সালেহার কাছে গিয়ে থাকবো।" আসলে আমার কাছে কবিকে রাখলে যত্নের বিন্দুমাত্র অবহেলা করবো না সে ব্যাপারে আমি নিশ্চিত। কিন্তু আমার কাছে কবিকে রাখার মতো বাসস্থানের ভালো পরিবেশ নেই। আমি নিজেই জলে ভাসা পদ্মের মতো, তাই ভারি হৃদয় নিয়ে কবির জন্য দোয়া করা ছাড়া কিইবা আর করবো! অনেক অনেক ধন্যবাদ প্রিয় munni saha দিদি শিল্পী আপাকে কবির পাশে থাকার জন্য 🙏🙏
আমার বাল্যকাল ও কৈশোরের সময়ের সাথে কবির জীবনের মিল আছে। লেখাপড়া করেছি সর্বোচ্চ পর্যায় পযর্ন্ত । কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, যাদের জন্য সারাটা জীবন উৎসর্গ করেছি তারাই আমার বাড়ি, জায়গা জমি সব নিয়ে গিয়েছে। এতোবড় পৃথিবীতে আমার এক শতক জায়গা নেই। চারিপাশে কত খালবিল, নদী নালা, পাহাড় পর্বত কোথাও নেই কোন এক ছটাক জায়গা।
এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।
প্রিয় কবি.. 🌸
ভালো থাকবেন, অনেক শুভকামনা রইল 🙏🙏
প্রিয় কবি,,,শুভ কামনা।
কষ্টের ফেরিওয়ালা।
সরকারের উচিত হেলাল হাফিজের মত গুণী মানুষের পাশে দাঁড়ানো জীবনের শেষ কিছুটা সময় যেন সে একটু সুখে থাকতে পারে।
প্রিয় কবির প্রতি শ্রদ্ধা, ভালোবাসা জানাই। সুস্থতা এবং সুন্দর জীবন কামনা করি। আর ইসমত শিল্পী আপুর প্রতি ও ।
যে জীবনের মূল্যবান সময় জিনি অপচয় করবেন,তার পরিনতি এমনি হবে।
অপচয় জিনিসটা এমনই।
এটাই প্রকৃতি 😭
Hudai falul statement
ইসমত শিল্পীকে অনেক ধন্যবাদ। তিনিও একজন মানবতার ফেরিওয়ালা
কষ্টের ফেরিওয়ালা !!!
বাংলার অমূল্য সম্পদ !!!
ভালোবাসা আর মমতা দিয়ে,
যত্মে রাখুন আগলে থাকুন !!!
ধন্যবাদ দিয়ে আপনাদেরকে ছোট করবো না। ❤️
আমাদের দেশে এখনো সত্যিকার অর্থে ভালো ওল্ড হোম নেই। যেখানে এমন সম্মানিত মানুষদের রাখা যায়।কেউ একজন উদ্যোগ নিন দয়া করে। অনেক ফাউন্ডেশনতো মানুষের সাহায্যে চলে।একটি ফাউন্ডেশন না হয় এই বিশাল হ্রদয়ের মানুষদের জন্য কাজ করবে।
ভালো একটা ব্যবস্থা দরকার। শিল্পী যে কাজটি করেছেন, করছেন তা প্রশংসার ।
Amr priyo kobi ❤
কষ্টের ফেরিওয়ালা
কষ্টের পর আসতে পারে সুখনামক পাখি!
শেষ ভালো যার সবভালো তার
আল্লাহ্ স্যার কে সুস্থ করে দেক দোয়া করি। প্রিয়। কবি আবার আমাদের জন্য কবিতা লিখবে প্রাণ খুলে।
He is our national hero and its the responsibility of the govt to assure him a peaceful life so that he can focus on his literary works.
তিনি কবিতায় জ্ঞান দিলেন, অথচ জ্ঞান নিজে নিলেননা ।
কবিয়াল !!!
তুমি কি সত্যিই
কষ্টের ফেরিওয়ালা !!!
আমার কবিকে রাখার মতো পরিবেশ থাকলে আমি তাঁকে রেখে সারাজীবন সেবা করতাম, ঠিক যেভাবে আমার বাবা মায়ের সেবা করেছি ও করি। কিন্তু আমার বাবা মাকে তো আমি আমার সামর্থ্যের পরিবেশে রেখেছি যে বিষয়ে কাউকে কোন কৈফিয়ত দিতে হয়নি আমার। কিন্তু কবি তো সবার, তাই তাঁর কিছু হলে অনেক কৈফিয়ত দিতে হবে। আমার খুব মনে পড়ে কবি অনেক আগে আমাকে বলেছিলেন, "শেষ সময় আমার ভালো না লাগলে তোর আর সালেহার কাছে গিয়ে থাকবো।"
আসলে আমার কাছে কবিকে রাখলে যত্নের বিন্দুমাত্র অবহেলা করবো না সে ব্যাপারে আমি নিশ্চিত। কিন্তু আমার কাছে কবিকে রাখার মতো বাসস্থানের ভালো পরিবেশ নেই। আমি নিজেই জলে ভাসা পদ্মের মতো, তাই ভারি হৃদয় নিয়ে কবির জন্য দোয়া করা ছাড়া কিইবা আর করবো! অনেক অনেক ধন্যবাদ প্রিয় munni saha দিদি শিল্পী আপাকে কবির পাশে থাকার জন্য 🙏🙏
আমার বাল্যকাল ও কৈশোরের সময়ের সাথে কবির জীবনের মিল আছে।
লেখাপড়া করেছি সর্বোচ্চ পর্যায় পযর্ন্ত । কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, যাদের জন্য সারাটা জীবন উৎসর্গ করেছি তারাই আমার বাড়ি, জায়গা জমি সব নিয়ে গিয়েছে।
এতোবড় পৃথিবীতে আমার এক শতক জায়গা নেই। চারিপাশে কত খালবিল, নদী নালা, পাহাড় পর্বত
কোথাও নেই কোন এক ছটাক জায়গা।
এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার
আজ তিনি পরোপারে,😂😂😂।
Good
কবিয়াল !!!