সিলেট ভোলাগঞ্জ (সাদা পাথর )

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024
  • ভোলাগঞ্জ
    ভোলাগঞ্জ (Bholaganj) সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জের একটি পাথর কোয়ারি। ভোলাগঞ্জ সাদা পাথর নামে এটি পরিচিত। প্রকৃতিপ্রেমীদের কাছে বর্তামানে এটি একটি জনপ্রিয় পর্যটন স্থান উঠেছে। একপাশে মেঘালয়ের সবুজ পাহাড়, সেখান থেকে নেমে আসা পাহাড়ি কর্ণা, আর অন্যপাশে পাম্বুরে নদী এই জায়গাটির সৌন্দর্য বরগুণ বাড়িয়ে দিয়েছে। মেঘালয়ের পাহাড়ি ঝর্ণাগুলো থেকে যে নদীটির উৎপত্তি হয়ে ভোলাগরে উপর দিয়ে বয়ে গেছে তার নাম বলাই নদ। পাহাড় থেকে ঝর্ণার পানির স্রোতে এই নদী বেয়ে নেমে আসে সাদা পাথর। বলাই নদের উৎসমুখের এই জায়গাটির নাম ভোলাগঞ্জ জিরো পয়েন্ট। এর কাছাকাছি আরো দুইটি সুন্দর জাযণ্য রয়েছে উৎমাছড়া ও তুরুংছড়া নামে।

ความคิดเห็น •