পিকনিকে মজার খেলা সাত রাজার ধন । sath rajar dhon

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • শিক্ষা সফর অথবা ভ্রমণে গেলে মজার এই খেলাটির আয়োজন করতে পারেন। নিশ্চিত করে বলছি সবাই খুব মজা পাবে।
    খেলাটি আয়োজনের নিয়ম। আগে থেকেই ৭-৮জনের নাম তালিকা করে নেবেন। (কম-বেশি নিতে পারেন) ঐ তালিকায় যাদের নাম যাবে তাদের সকলের পেশার সাথে মিল রেখে দুই-তিন লাইনের আলাদা আলাদা ছন্দ তৈরি করে পৃথক কাগজে প্রিন্ট অথবা হাতে লিখে নিবেন। এরপর একটি কাগজের বাক্সের ভিতরে আকর্ষনীয় কিছু একটা উপহার রেখে দিবেন। পরে প্রতিজনের ছন্দ লিখা প্রিন্ট করা কাগজ কার্টুনের বাইরের অংশে আঠা দিয়ে লাগিয়ে রেপিং পেপার অথবা পত্রিকার কাগজ দিয়ে মুড়িয়ে নিবেন। মনে রাখবেন প্রতিটি ছন্দ লেখা কাগজ একেকটি রেপিং পেপার দিয়ে মুড়িয়ে নিবেন। যাতে উপরের রেপিং খুললে নিচেরটায় কি লেখা আছে দেখা না যায়। এভাবে সারপ্রাউজ গিফট এর মতো করে একটা বক্স বানিয়ে নিবেন। খেলা শুরুর আগে যে কাউকে দিয়ে বক্সে রেপিং এর প্রথম অংশটি খুলে নিবেন। প্রথম অংশর পর ছন্দ লেখা কাগজটি সবার উদ্দ্যেশে পড়বেন। ছন্দ শুনার পর উপস্তিত সবাই সিলেক্ট করবেন ছন্দটি কাকে নিয়ে লেখা। এরপর ছন্দটি উপস্থিত যার নামের সাথে যাবে তিনি বক্সটির মালিক হবেন। তিনি বক্সটির রেপিং খুলে দেখবেন সেখানে আরেকটি ছন্দ লেখা এভাবে একের পর এক ছন্দ বেড়িয়ে আসবে। বক্সটি হাত বদল হবে আর একেকজন হতাশ হবেন। সর্বশেষ যার হাতে বক্সটি যাবে তিনি আনবক্স করে দেখবেন তিনিই গুপ্ত ধনের মালিক। গুপ্ত ধনের মালিক এমন একজনকে মনোনীত করতে পারেন যিনি সকলের কাছে গ্রহনযোগ্য অথবা পিকনিকের মধ্যেমনি।
    মনে রাখবেন সাত রাজার ধন বক্সটি ১/২ জন তৈরি করবেন। যাতে আর কেউ জানে না বক্সের ভিতরে কি আছে। আর হ্যা ছন্দের মধ্যে সরাসরি কারো নাম না লিখলে আকর্ষনীয় হবে খেলাটি।
    ধন্যবাদ

ความคิดเห็น • 3