Cadre Choice for 44th BCS : Analytical Explanation by Kadam Ali Sir. ৪৪ তম বিসিএস ক্যাডার চয়েজ।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 293

  • @analyticalclassroom9337
    @analyticalclassroom9337  2 ปีที่แล้ว

    🔊৪৫ তম বিসিএস প্রিলিমিনারি এনালাইটিক্যাল অনলাইন কোর্সে ভর্তি চলছে। বিস্তারিত :
    🖥️ক্লাসের পদ্ধতি: Zoom Cloud Meeting Apps এর মাধ্যমে ইন্টারএকটিভ (ক্লাসের মাঝে প্রশ্ন করতে পারবেন) ক্লাস নেওয়া হবে।
    🔢ক্লাসের সংখ্যা: ১৩০ টি জুম ক্লাস (প্রতিটি ২ ঘন্টাব্যাপী)
    🕵️‍♀️শিক্ষক: প্রশাসন, তথ্য, প্রাণিসম্পদ, শিক্ষা, প্রভৃতি বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাগণ (আমাদের কোর্সের সকল শিক্ষক বিসিএস ক্যাডার)। লেকচারারগণের পরিচয় নিম্নের ভিডিও লিংকে দেখুন।
    🗓️কোর্সের মেয়াদ : ১২ জুন ২০২২ থেকে ৩০ জানুয়ারি ২০২৩ খ্রি. পর্যন্ত। ক্লাস শেষ হলেও ৪৫ তম পরীক্ষার আগ পর্যন্ত এক্সাম ও গাইড করা হবে।
    🕗ক্লাসের সময়: রবি-বুধবার সপ্তাহে ৪ দিন রাত ৯ টা থেকে ১১ টা পর্যন্ত।
    📜লেকচার_শীট: প্রতিটি ক্লাসের লেকচার নোট গুগোল ড্রাইভে বিষয়ভিত্তিক ফোল্ডারে আপলোড করা থাকবে।
    🧭পরীক্ষা_পদ্ধতি: প্রতি সপ্তাহে ১ টি করে মোট ২৬ টি সাপ্তাহিক পরীক্ষা, + প্রতি মাসে একটি করে ৬ টি মাসিক মডেল টেস্ট + কমপক্ষে ৩ টি ফাইনাল মডেল টেস্ট হবে।
    📑বিষয়ভিত্তিক লেকচার প্ল্যান: সংযুক্ত লিংকের ভিডিও দেখুন।
    💵কোর্স ফি: কোর্স ফি ৭০০০ টাকা। এককালীন পেমেন্ট করে ভর্তি হলে ১০০০ টাকা ছাড়ে ৬০০০ টাকা। কিস্তিতে ভর্তি হতে ভর্তির সময় ৪০০০ টাকা এবং ৩৫ দিনের মধ্যে বাকি ৩০০০ টাকা প্রদেয়।
    💎ভর্তি পদ্ধতি : কোর্সে ভর্তি হতে হলে পেমেন্ট করতে হবে, তারপর একটি ফেসবুক গ্রুপ ও একটি মেসেঞ্জার গ্রুপে এড করার মাধ্যমে ভর্তি সম্পন্ন হবে।
    📠পেমেন্ট প্রসেস:
    ১) 01609-752671 নাম্বারে বিকাশ/নগদে সেন্ড মানি করে Shahidul Islam Nawshad আইডিতে স্ক্রিনশট দিতে হবে, অথবা কোন নাম্বার থেকে পাঠিয়েছেন তা জানিয়ে রাখতে হবে।
    ২) বিকাশ পেমেন্টের রেফারেন্স অপশনে আপনার ফেসবুক আইডির নাম লিখবেন, যেন আমি চিনতে পারি টাকাটি আপনার পক্ষ হতে এসেছে।
    ৩) টাকা পেয়েছি কিনা এবং আপনাকে রোল নম্বর দিচ্ছি কিনা তা মেসেঞ্জারে নিশ্চিত হন। ১২ ঘন্টার মধ্যে মেসেঞ্জারে কনফার্মেশন রিপ্লাই না পেলে 01609-752671 নাম্বারে সরাসরি ফোন দিয়ে নিশ্চিত হউন।
    🟦বি: দ্র: চলমান কোর্সটি ১২ই জুন শুরু হয়ে ৩ সপ্তাহে ১২ টি ক্লাস ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। সবগুলো ক্লাসের রেকর্ড ও শীট সংরক্ষিত আছে। তাছাড়া এই ক্লাসগুলো ৪৫ তম বিসিএস সার্কুলার দেওয়ার পর (সম্ভাব্য: নভেম্বর) নতুন ব্যাচে পুনরাবৃত্তি হবে, তখন সরাসরি জুমে করে নিতে পারবেন, কোন এক্সট্রা ফি লাগবে না। তবে সার্কুলার দেওয়ার পর মাত্র ৫-৬ মাস সময় থাকে, যা প্রস্তুতির জন্য যথেষ্ট না। সেক্ষেত্রে আমার পরামর্শ এখনই শুরু করুন, মিস হওয়া ক্লাসগুলো রেকর্ড থেকে অথবা পরের ব্যাচের সাথে সরাসরি জুমে যুক্ত হয়ে করতে পারবেন।
    📺🎬কোর্সের পূর্ণাঙ্গ বিস্তারিত জানতে নিম্নের ভিডিওটি দেখুন: th-cam.com/video/qjbFRJzHqXY/w-d-xo.html

  • @jubayersabuj7481
    @jubayersabuj7481 2 ปีที่แล้ว +18

    সাধারণ হাতের লেখার একজন অসাধারণ মানুষ।

  • @arundhuty9361
    @arundhuty9361 2 ปีที่แล้ว +16

    সাবলীল উপস্থাপনার নেপথ্যে জাতীয় সঙ্গীতের সুর মনকে স্নিগ্ধ করে তুললো। ভালোবাসা রইলো। 🙏❤️

  • @shihabsdream82764
    @shihabsdream82764 2 ปีที่แล้ว +10

    মনের মতো একটা আলোচনা পেলাম!! এতো দিন খুজছিলাম!!!

  • @sudarshanchandrasarker6519
    @sudarshanchandrasarker6519 2 ปีที่แล้ว +2

    স্যার আপনার দিক নির্দেশনা অসাধারণ, আপনার কথার সাথে জাতীয় সঙ্গীতের টিউনের কারনে চোখে জল এসে গেছে....

  • @mdnesharuddin2247
    @mdnesharuddin2247 2 ปีที่แล้ว +7

    আলহামদুলিল্লাহ্। অনেক সুন্দর একটা ক্লাস করলাম।আমি মনে করি এটাও একটা জীবনের গুরুত্বপূর্ণ ক্লাস গুলোর অন্যতম একটি ক্লাস

  • @kanizfatemakona2860
    @kanizfatemakona2860 2 ปีที่แล้ว +6

    এক কথায় অসাধারণ ক্লাস স্যার, অনেক কিছু জানার ছিলো কিন্তু কোন গাইডলাইন নেই বলে জানতে পারিনি, আপনার ভিডিও দেখে অনেক উপকার হলো। ধন্যবাদ স্যার।

  • @nasirhossainrony6453
    @nasirhossainrony6453 2 ปีที่แล้ว +10

    অসাধারণ!একটি পূণাঙ্গ ধারণা পেলাম স্যার।নিরন্তর শুভ কামনা রইলো। রঙিন হোক আগামীর পথচলা এই প্রার্থনাই করি মহান স্রষ্টার কাছে।

  • @mrmithu1832
    @mrmithu1832 2 ปีที่แล้ว +7

    অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য

  • @marjiyamun8874
    @marjiyamun8874 2 ปีที่แล้ว

    Jeta etodin dhore confusion e chilam apni clear kore dilen. Thank u sir

  • @livapramanik3371
    @livapramanik3371 2 ปีที่แล้ว +8

    অনেক সুন্দর করে বুঝিয়েছেন।ধন্যবাদ

  • @jimnasif4505
    @jimnasif4505 2 ปีที่แล้ว +1

    আসসালামুয়ালাইকুম স্যার। আপনার কথাগুলো অনেক বাস্তব বাদী ও গোছানো। আমার বাসা জামালপুর স্যার। অনেক অনেক শুভকামনা রইল স্যার।

  • @smfaridahmed5915
    @smfaridahmed5915 2 ปีที่แล้ว

    এতো সুন্দর করে সাবলীলভাবে বুঝিয়ে দেয়ার অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

  • @platinumjubileerajani9689
    @platinumjubileerajani9689 2 ปีที่แล้ว +1

    অনেক ভালো লাগলো ভাইয়া। আমি কখনোই এত সময় নিয়ে ভিডিও দেখতে পারিনা। আজ প্রথম বার সবটুকু ভিডিও না টেনে দেখেছি। ধন্যবাদ ভাইয়া।

  • @chayandatta6359
    @chayandatta6359 2 ปีที่แล้ว

    ধন্যবাদ স্যার।এত সুন্দর ও সাবলীল ভাবে সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য।আপনার প্রতি কৃতজ্ঞ রইলাম🥰

  • @mhksyoutubechannel2095
    @mhksyoutubechannel2095 2 ปีที่แล้ว

    স্যার আপনার ভিডিওর মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম।ধন্যবাদ স্যার

  • @shahinakthter7435
    @shahinakthter7435 ปีที่แล้ว

    ধন্যবাদ অসংখ্য এত সহজভাবে বুঝানোর জন্য।

  • @MuhitAhamed
    @MuhitAhamed 2 ปีที่แล้ว +3

    A very informative and helpful video regarding cadre choice. I was searching something like this. Thank you!

  • @monirasultana5402
    @monirasultana5402 2 ปีที่แล้ว +2

    অসংখ্য ধন্যবাদ স্যার! অনেক সুন্দর ভাবে বুঝানোর জন্য। আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখলাম।

  • @md.rayhankobir6497
    @md.rayhankobir6497 11 หลายเดือนก่อน

    Your class is just awesome.. Brother

  • @shaidurhossen5680
    @shaidurhossen5680 2 ปีที่แล้ว +1

    Sir onek valo bujhte parci, thanks

  • @imransarkar4040
    @imransarkar4040 2 ปีที่แล้ว +1

    অসাধারণ,স্যার,,,ক্লাশ টি করে খুব ভালো লাগলো।

  • @zakirmahamoud7008
    @zakirmahamoud7008 2 ปีที่แล้ว +2

    বহুদিন পর এরকম একটা ভিডিও খুঁজছিলাম যেখানে ক্যাডার সম্পর্কে বিস্তারিত ধারনা পাডবো,,, এত সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার জন্য স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ ♥️❣️

  • @sujaurrahman7979
    @sujaurrahman7979 2 ปีที่แล้ว

    স্যার অনেক ভালো লাগলো আপনার ভিডিও টি, অনেক বিষয় সম্পর্কে জানতে পারলাম. অসংখ্য ধন্যবাদ আপনাকে ❤️

  • @sumonhossain5003
    @sumonhossain5003 2 ปีที่แล้ว +3

    অসাধারণ স্যার! অনেক ভাল বুঝিয়েছেন।

  • @SaifulIslam-gs6ym
    @SaifulIslam-gs6ym 2 ปีที่แล้ว +4

    ধন্যবাদ স্যার। আমার জেলা টাংগাইল। আপনার কর্ম এলাকায় পাশেই।
    আসসালামু আলাইকুম স্যার

  • @nobehriday5642
    @nobehriday5642 2 ปีที่แล้ว

    Thik ai rokom e akta vedio janar jonno dorkar cloo....

  • @ranaahmed1851
    @ranaahmed1851 2 ปีที่แล้ว

    আল্লাহ আপনাকে দীর্ঘ জীবি করুক। আমিন

  • @learnwithriju3938
    @learnwithriju3938 2 ปีที่แล้ว +1

    osasharon...keep it on...

  • @shariftex073
    @shariftex073 ปีที่แล้ว

    বিস্তারিত আলোচনার জন্য ধন্যবাদ স্যার।

  • @mdrasal9234
    @mdrasal9234 2 ปีที่แล้ว

    স্যার,আসসালামু আলাইকুম।
    স্যার,অনেক সুন্দর তথ্য পেলাম।
    ধন্যবাদ স্যার।

  • @abdulmalek2267
    @abdulmalek2267 2 ปีที่แล้ว

    Alhamdulillah.... Onek vlo laglo sir....

  • @jahidulislam-qj8uo
    @jahidulislam-qj8uo 2 ปีที่แล้ว

    Mon bore gelo sob bujlam mon moto allah apnar hayat baria dit da kori sir

  • @sakibulhossain9535
    @sakibulhossain9535 2 ปีที่แล้ว

    আপনি অসাধারণ হাম্বল একজন ব্যক্তি।

  • @abdussalam5789
    @abdussalam5789 2 ปีที่แล้ว

    আপনার কনটেন্টের চাইতে আপনার কথা বলার অ্যাপ্রোচটা খুব ভালো লেগেছে💝💝💝💝💝💝💝
    আপনার জন্য মন থেকে দোয়া ও শুভকামনা রইলো😍😍

  • @rifatmiyaji8100
    @rifatmiyaji8100 2 ปีที่แล้ว +2

    অসাধারণ এনালাইসিস ❤️❤️
    ধন্যবাদ ভাইয়া ❤️

  • @Arafatrahman-z
    @Arafatrahman-z 2 ปีที่แล้ว

    আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান।

  • @asif-uz-zamankhan937
    @asif-uz-zamankhan937 2 ปีที่แล้ว

    Intro music gave me goosebumps! Carry on! 💙

  • @rejaulhaq8384
    @rejaulhaq8384 2 ปีที่แล้ว +3

    অসাধারণ!!! তথ্যবহুল বিশ্লেষণ।

  • @jakiakabir2095
    @jakiakabir2095 2 ปีที่แล้ว +1

    খুব ভাল বুঝিয়েছেন।

  • @shakibjr3356
    @shakibjr3356 2 ปีที่แล้ว +1

    Great presentation sir

  • @arifayeasmin863
    @arifayeasmin863 2 ปีที่แล้ว

    You are too good sir. I love the way you talk.

  • @rangpurtimes6094
    @rangpurtimes6094 2 ปีที่แล้ว

    ধন্যবাদ, এত সুন্দর উপস্থাপন করার জন্য

  • @masudrana648
    @masudrana648 2 ปีที่แล้ว

    Onek sundor hoice Sir

  • @osmanbd2423
    @osmanbd2423 2 ปีที่แล้ว +3

    জাযাকাল্লাহ।

  • @happymomentbyarman28
    @happymomentbyarman28 ปีที่แล้ว

    আমার প্রিয় একজন মানুষ।

  • @nahidhasan8641
    @nahidhasan8641 2 ปีที่แล้ว

    আগে ইচ্ছা ছিল বিসিএস দিব না। অনেক পরিশ্রম করতে হয় শুনেছি। কিন্তু পরে প্রিলিমিনারি প্রশ্নব্যাংক দেখা শুরু করেছি। রিটেনও দেখলাম। ৯-১০ম শ্রেণিসহ প্রত্যেক ক্লাসের বেসিক অনেক ভাল আছে। যা পড়ি সবই সহজ লাগে। তাই ভাবলাম পরীক্ষা দিতে তো সমস্যা নেই। পরে ইউটিউবে আপনার ভিডিও দেখা শুরু করলাম। বেশ সাবলীল উপস্থাপনা। আগে মনে হত বিসিএস দেয়া যেন কি না কি! এখন মনে হয়, চেষ্টা করলে হয়ে যাবে ইনশাল্লাহ। ভালো কিছুই হবে হয়ত। আপনার জন্য অনেক দোয়া রইল ভাই। ভালবাসা নিবেন। ❤️❤️❤️
    আর ভাই, আমি অনার্স ৩য় বর্ষের পড়ছি। একটা বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে। আমি কি শিক্ষা ক্যাডারে আবেদন করতে পারব? কাইন্ডলি জানাবেন৷ টিচিং প্রফেশন আমার অনেক ভালো লাগে।

  • @rifatuj-jaman4770
    @rifatuj-jaman4770 2 ปีที่แล้ว +1

    Thanks Sir , Love u so much ❤️❤️

  • @SabbirAhmedSibli
    @SabbirAhmedSibli 2 ปีที่แล้ว

    Fantastic Explanation Sir! I've avoided Foreign Cadre this time as I don't think I am fit for it.

  • @rksaiful2823
    @rksaiful2823 2 ปีที่แล้ว

    ato sundor r vidio dakhi nai

  • @Minjiarajia123
    @Minjiarajia123 2 ปีที่แล้ว +3

    স্যার আপনাকে অনেক ধন্যবাদ।

  • @md.hasibur5561
    @md.hasibur5561 2 ปีที่แล้ว

    আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক।
    আমিন

  • @arundhuty9361
    @arundhuty9361 2 ปีที่แล้ว +2

    লিখিত পরীক্ষায় ৯০০ নম্বরে কত নম্বর পেলে প্রশাসন,পুলিশ, ট্যাক্স,কাস্টম,অডিট ক্যাডারের যে কোনটি পাওয়া যেতে পারে?

  • @mdhridoykhan3251
    @mdhridoykhan3251 2 ปีที่แล้ว +2

    নরমাল বিষয়ে বাংলা,ইতিহাস, দর্শন বিষয়ে শিক্ষা ক্যাডার দেওয়াটা কি হবে

  • @JakirHossain-mo8my
    @JakirHossain-mo8my 2 ปีที่แล้ว +4

    স্যার,
    আমি ফিন্যান্স এন্ড ব্যাংকিং এর ছাত্র।
    এইবার মাত্র ৩ জন নিবে।।তাই আমার কি both ক্যাডারে apply করা ঠিক হবে।নাকি শুদু জেনারেল ক্যাডার দিব।

  • @mdmahmudulhasan7357
    @mdmahmudulhasan7357 2 ปีที่แล้ว +1

    সুন্দর হয়সে স্যার

  • @mostafatvthakurgaon8501
    @mostafatvthakurgaon8501 2 ปีที่แล้ว

    মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে

  • @fazlulhoque8937
    @fazlulhoque8937 2 ปีที่แล้ว

    এখনো কি জামালপুরে আছেন। ভিডিও দেখার তারিখ ২৫. ১১.২০২২

  • @md.mohsinmolla911
    @md.mohsinmolla911 2 ปีที่แล้ว +1

    u r great sir.

  • @tasnimtasnim1299
    @tasnimtasnim1299 2 ปีที่แล้ว

    Sir, apnar bojhanor ability darun...tnx a lot...clear kore bujhlam....
    Amr akta question chilo apni kon profession a achen

  • @hasanbappy9253
    @hasanbappy9253 2 ปีที่แล้ว

    Very helpful. Please refrain yourself from adding background music. It's very distracting.

  • @MSAYEEDBINHALEEM96
    @MSAYEEDBINHALEEM96 2 ปีที่แล้ว +1

    Excellent

  • @mdimranhosen-dj6np
    @mdimranhosen-dj6np 6 หลายเดือนก่อน

    ধন্যবাদ ❤

  • @lokmaanraaj9319
    @lokmaanraaj9319 ปีที่แล้ว

    অসাধারণ স্যার

  • @sornaliaketer9904
    @sornaliaketer9904 2 ปีที่แล้ว +1

    ❤️thanks sir

  • @mmalemranpalash1407
    @mmalemranpalash1407 2 ปีที่แล้ว

    Valo laglo sir,

  • @shantomia5335
    @shantomia5335 2 ปีที่แล้ว +1

    Thanks a lot

  • @mdarifeslam8814
    @mdarifeslam8814 2 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো স্যার

  • @nurjahanakter2668
    @nurjahanakter2668 2 ปีที่แล้ว +7

    বোথ ক্যাডার এপ্লাই করলে সাধারণ ক্যাডার আর শিক্ষা ক্যাডারের কি একসাথে আবেদন গ্রহণযোগ্য হবে? নাকি সাধারণ ক্যাডার টেকনিক্যাল ক্যাডার ই একসাথে করা যাবে

    • @taslimaakter3369
      @taslimaakter3369 2 ปีที่แล้ว

      এপ্লাই করতে both cadre চয়েজ দেবেন বাকিটা ভাবতে হবেনা।এক্টাই অপশন আছে both cadre er.

  • @himaloybarmon4071
    @himaloybarmon4071 2 ปีที่แล้ว +3

    thanks sir

  • @alexmahmud7099
    @alexmahmud7099 2 ปีที่แล้ว +1

    Masha'Allah

  • @habibaafroje7408
    @habibaafroje7408 2 ปีที่แล้ว

    Very help full

  • @alimran2721
    @alimran2721 2 ปีที่แล้ว +1

    অসাধারান স্যার

  • @odvuttrimonn2595
    @odvuttrimonn2595 2 ปีที่แล้ว +3

    sir আমার একটা প্রশ্ন, পুলিশ বা আনসার এর জন্য চোখে কম দেখা মানে আমি চশমা ছাড়া ভালো দেখতে পাইনা? তো এই দুইটা পদে কি এটা কি কোনো সমস্যা?

  • @aburayhan2715
    @aburayhan2715 2 ปีที่แล้ว

    দারুণ আলোচনা

  • @arjupodder5909
    @arjupodder5909 2 ปีที่แล้ว

    Good job sir.

  • @mdalhajali1187
    @mdalhajali1187 2 ปีที่แล้ว

    Sir amar prchondo eccha sokti ace cadre hoyar jonno...but proper environment & financial condition vlo na..Nu..theke 2021 a M.B.A shesh korlam(Accounting) theke...poramorsho chai

  • @shodeshbishwas9077
    @shodeshbishwas9077 2 ปีที่แล้ว

    good teaching

  • @mdzaman1471
    @mdzaman1471 ปีที่แล้ว

    Sir agriculture er technical cadre somporke kisu bolben please... Tader promotion kamon... Morjada kamon..

  • @sabinayeasminchowdhury9951
    @sabinayeasminchowdhury9951 2 ปีที่แล้ว

    Thank you so much Sir 💖💖💖

  • @wasiahmed1547
    @wasiahmed1547 2 ปีที่แล้ว +1

    Accha sir police cadre er power niye ekta video create korun plz

  • @shopnojoy6058
    @shopnojoy6058 2 ปีที่แล้ว

    Thank you sir 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @dtc2763
    @dtc2763 2 ปีที่แล้ว +1

    Amazing

  • @farzanarimi9462
    @farzanarimi9462 2 ปีที่แล้ว +1

    স্যার আমি জাতীয় বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে এবার অনার্স ১ম বর্ষ পরীক্ষা দিলাম। শিক্ষা ক্যাডারে যেতে চাই আমি কি এখন থেকেই বিসিএস এর জন্য পড়া শুরু করব?

  • @pankajsahagouripur064
    @pankajsahagouripur064 2 ปีที่แล้ว

    Thank you very much, sir.♥️♥️♥️

  • @lovelearngrow6263
    @lovelearngrow6263 2 ปีที่แล้ว +1

    আস সালামু আলাইকুম স্যার যে বিষয় এ অনার্স করেছি সে বিষয় ছাড়া অন্য সাবজেক্ট এ মাস্টার্স করলে কি মাস্টার্স এর সাবজেক্ট এ শিক্ষা ক্যাডার হতে পারবো

  • @masudranamishu6528
    @masudranamishu6528 2 ปีที่แล้ว

    অসাধারণ আলোচনা স্যার

  • @KeyaDiary
    @KeyaDiary 2 ปีที่แล้ว

    অসাধারণ

  • @mdear9384
    @mdear9384 2 ปีที่แล้ว

    স্যার, অামি ২০২২ সালে অনার্স পাস করলাম,
    অামি বি সি এস পরিক্ষা দিতে চায় , কিন্তু ইংরেজিতে খুব দুর্বল, সেই জন্য একবার মনে পারবো, অাবার মনে হয় পারব না, সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না।

  • @mahmudmilon3629
    @mahmudmilon3629 2 ปีที่แล้ว +1

    স্যার, আপনার ভিডিয়ো গুলো সত্যি অনেক হেল্পফুল। আমার একটা প্রশ্ন হলো, কেউ যদি বোথ ক্যাডার চয়েস দিয়ে সে বিষয়ে পরীক্ষা না দিলে জেনারেল ক্যাডারের উপর কোনো প্রভাব পড়বে কি না? প্লিজ স্যার রিল্পাই দিবেন। আপনার জন্য দোয়া রইলো।

  • @fakhrulislam.53
    @fakhrulislam.53 2 ปีที่แล้ว

    Thanks sir dowa korban.sir.

  • @ziaalam6957
    @ziaalam6957 2 ปีที่แล้ว

    Thanks, Sir,,apnake

  • @abchaalo9812
    @abchaalo9812 2 ปีที่แล้ว +1

    Thank you so much Sir 💙

  • @bdzone8787
    @bdzone8787 2 ปีที่แล้ว

    very nice vai

  • @durjoypaul9052
    @durjoypaul9052 2 ปีที่แล้ว +1

    Tnx sir💗

  • @a.h.marjaan2911
    @a.h.marjaan2911 2 ปีที่แล้ว

    ধন্যবাদ স্যার 💜

  • @oyalidhoshen5253
    @oyalidhoshen5253 2 ปีที่แล้ว +3

    স‍্যার, আপনি তো পিরোজপুরে কর্মরত ছিলেন। জামালপুর কবে জয়েন করলেন?

  • @farihaariba5334
    @farihaariba5334 2 ปีที่แล้ว

    1st education 2nd technical cadre tarpor(police admin foreign) chara bakigulo serialy dite chachi

  • @soniyaakter4338
    @soniyaakter4338 2 ปีที่แล้ว

    Sir Jodi vivate tike jay tobei variations Kono somasa hoy please reply diben

  • @mdimranakon5567
    @mdimranakon5567 2 ปีที่แล้ว +1

    আসসালামু আলাইকুম।
    স্যার, অডিটর, জুনিয়র অডিটর এসব পরীক্ষার জন্য কি কি বই পড়লে ভালো হবে এই নিয়ে কোন দিক নির্দেশনা দিলে ভীষণ উপকৃত হইতাম💞