কেয়া কসমেটিকস সুন্দর বনের মানুষের জন্য এতোগুলা পানির ট্যাংক অনুদান খুবই প্রশংসা পাওয়ার যোগ্য,,,আসুন আজ থেকে আমরা কেয়া কসমেটিকস এর পন্য ব্যবহার করে সামনে এগিয়ে যাওয়ার পথ সুন্দর করি
ছোট বেলায় রাত ১০ টার খবরের পরে ইত্যাদি দেখার জন্য বসে থাকতাম এখনো সেই একি ভাবে ভালো বাসা টা আছে পছন্দের ইত্যাদির জন্য,, আরো অনেক অনেক বছর বেঁচে থাকুক আমাদের সবার প্রিয় ইত্যাদি,,আমাদের দেশ টা কতটা সুন্দর আলহামদুলিল্লাহ
কেয়া কসমেটিকস❤️ যদিও এই প্রোডাক্টটি দেশে আগের মতো মার্কেট নেই, তবুও যে তারা আজও ইত্যাদির সাথে আছে এটা আসলেই প্রশংসনীয়, ভালোবাসা কেয়া কসমেটিকস জন্য❤️❤️❤️
ইত্যাদির মতো এমন তথ্যবহুল এবং জনপ্রিয় অনুষ্ঠান প্রতি শুক্রবারে হওয়া উচিত।বাংলাদেশকে খুব সুন্দর ভাবে তুলে ধরছে ইত্যাদি অনুষ্ঠানটি। ভালোবাসার একটি অনুষ্ঠান ভালো লাগার মত একটি অনুষ্ঠান। ধন্যবাদ হানিফ সংকেত স্যার ♥️
খাবার পানি নিয়ে মানুষের এই কস্ট দেখে রিয়েলাইজ করতেছি আল্লাহ আমাদের কত ভাল রাখছে শুকরিয়া আল্লাহর দরবারে আবার ও স্যালুট হানিফ সংকেত স্যার আপনাকে আপনার এই ইত্যাদি অনুস্টান এর মাধ্যমে অনেক মানুষ উপক্রিত হয়
সাতক্ষীরার পানির হাহাকারের এমন অবস্থা দেখে সত্যি বলতে চোখে জল চলে এসেছে, ইত্যাদির হানিফ ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ কেয়া কসমেটিকস কে। আজ থেকে ইনশাআল্লাহ কেয়া কসমেটিকস এর পণ্য ক্রয় করার চেষ্টা করবো,যারা মানুষের এমন উপকারে হাত বাড়িতে দেয়। পানির অপর না জীবন, তাই আসুন আমরা অযথা একফোটা পানিও নষ্ট করবো না এই প্রতিজ্ঞা করি। ইত্যাদি ❤️❤️❤️❤️❤️
যতবার ই ইত্যাদি দেখি মিস করি সেই চিরচেনা বিটিভি কে কতইনা সুন্দর ছিলো আমাদের সময গুলা । মিস করি অনেক । ধন্যবাদ কেয়া কসমেটিক কে সাথে হানিফ সংকেত স্যার কে সুন্দর আলোচনার জন্য।
সেই ছোট্ট বেলা ছুটির দিন শুক্রবার রাত ৮ টা সংবাদের পর বাংলাদেশের সেরা শিক্ষামূলক ও বিনোদনমূলক অনুষ্ঠান "ইত্যাদি" দেখতে বসে পড়ি টিভির পর্দায় 😍❤️ এখনও সেই অনুভূতিটা আছে ভালোবাসা অবিরাম "ইত্যাদি" 💓 ধন্যবাদ উপস্থাপক :- হানিফ সংকেত 👌👍
এই ইত্যাদি থেকে অনেক কিছু শিখতে পারলাম, আমি যখন ছোট ছিলাম এই ইত্যাদি দেখার জন্য রাত ১০ পযন্ত জেগে থাকতাম, এই হানিফ সংকেত স্যার জন্য এই ইত্যাদি টিকে আছে, হানিফ স্যার কে অনেক ধন্যবাদ
ছোটবেলা থেকে যখনই ইত্যাদি প্রচারের সংবাদ শুনতাম তখনই ইত্যাদি দেখার জন্য মন ব্যাকুল হয়ে পড়তো স্কুল মিস হতো কিন্তু ইত্যাদি দেখা মিস হতো না তাই ইত্যাদিকে ধন্যবাদ প্রতি এপিসোডে নতুন নতুন কিছু জানা ও শেখা যায় ধন্যবাদ হানিফ স্যারকে
হানিফ সংকেত বাংলদেশের এক উজ্জ্বল নক্ষত্রের নাম। মন থেকে তার জন্য শুধু দোয়া ই আসে। আল্লাহ তার এমন নিরলস,নিস্বার্থ মহৎ কাজ গুলো কে অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। তার মহৎ আদর্শ মানুষের মধ্যে ছড়িয়ে যাক।
ইত্যাদিতে অসহায় সেই মানুষগুলোকে পানির ট্যাংক প্রদান করার ব্যাপারটি খুবই প্রশংসনীয় কাজ। এত সুন্দর জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়ার জন্য হানিফ সংকেত স্যারকে অনেক অনেক ধন্যবাদ 😍😍😍😍
@@afrina_queen_bangladesh এই ব্যাটার মত কিপ্টা আর দ্বিতীয়তঃ কেউ নেই। ইত্যাদি অনুষ্ঠানে যা দেয় তার সবকিছুই কেয়া কসমেটিকস এর পক্ষ থেকে দেয়। তার নিজের পক্ষ থেকে কোন কিছুই দেয় না।
@@mdmahamudhasanilas1599 কেন? উনি যে নিজের প্রতিভা দিয়ে অনুষ্ঠানে উপস্থাপনা করছেন৷ নিজে উদ্যোগ নিয়ে কতকিছু করছেন। অবশ্য আর্থিক সাহায্য কেয়া কসমেটিকসের পক্ষ থেকেই আসছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, হানিফ সংকেত আর তার টিম ইত্যাদির মতো সুন্দর একটা অনুষ্ঠান পরিচালনা করছেন। এটাই তো অনেক,,,,,,,!!
একটিমাত্র অনুষ্ঠান যেটা ছোট্টবেলা থেকেই দেখে আসছি, কিন্তু ফিলিংসটা সেই আগের মতই আছে ❤ ধন্যবাদ হানিফ সংকেত স্যার. অনেক অনেক বছর বেঁচে থাকুক আমাদের সবার প্রিয় ইত্যাদি,
ধন্যবাদ হানিফ স্যারকে। সবথেকে ভালো লাগছে আমার মাতৃস্হান সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার অত্যান্ত কষ্টের মাঝে জীবন যাপন করা গ্যাবুরা ইউনিয়নের মানুষের জীবন চিত্র তুলে ধরেছেন, গোটা দেশ সহ পৃথিবীর কাছে।
শেষের অংশটা হৃদয় বিদারক!কান্না এসে গেল পানির কষ্টে থাকা এই মানুষ গুলোর জন্য। ওদের তুলনায় আমরা,হাজার গুন ভালো আছি।আসলে অন্যের কষ্ট অনুভব করা,সহায্য করাই প্রকৃত মানুষের কাজ।আসুন আমরা সবাই যার যার পাশের অসহায় মানুষদের সাগায্য করি।
ধন্যবাদ আমাদের হানিফ সংকেত স্যারকে,, এই ভাবে গরীব দুঃখী মানুষের পাশে থাকার জন্য,, আপনার জন্য হাজার হাজার মানুষ উপকৃত হচ্ছে,,, মহান রব্বুল আলামীন এর কাছে প্রার্থনা করি আপনি যেন হাজার বছর বেঁচে থাকেন,,
অনুষ্টানের শেষ মুহুর্তে শ্যামনগরের পানির অভাবের দৃশ্য দেখে কান্না ধরে রাখতে পারলাম না।ধন্যবাদ হানিফ সংকেত ভাই ও কেয়া কসমেটিক কে।আসলে গরীবের জন্য কেউ কাজ করে না,কেউ তাদের কষ্ট বোঝে না।
ছোট বেলায় দেখতাম, ইত্যাদি। খুব প্রিয় ছিলো এই অনুষ্ঠানটি এখনো আছে। হানিফ সংকেত কাকুকে তখনো যেমন দেখতাম, এখনো তেমনি দেখছি, মাঝখানে আমি ই বৃদ্ধা হয়ে গেছি। খুব ভালো লাগে ইত্যাদি, এগিয়ে যাও তুমি হারিয়ে যাওয়া শৈশবের সৃতি। তোমাকে দেখলে অনেক কিছু মনে পড়ে।
সেই পাঁচ বছর বয়স থেকে দেখি আজ আমি সেই শিশু থেকে ২০ বছরের যুবক তবুও সেই বেলা থেকে আজ অব্দি ইত্যাদির প্রতি ভালোবাসা কমেনি ধন্যবাদ আপনাদের এতো মার্জিত রুচিশীল অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য
_আজ থেকে প্রায় ৫/৭ বছর আগে রাত ১০ ইংরেজি সংবাদ এর পর দিতো ইত্যাদি! অনেক অপেক্ষা করতাম কখন একটা ইত্যাদি দিবে! আফসোস এখন সব আছে কিন্তু আগের মতো অপেক্ষা করে ইত্যাদি দেখার আনন্দ টা নেই! নেই পাশে বসে থাকা প্রিয় মানুষ গুলা! অনেক মিস করি সবাই কে! ইত্যাদি টিম, হানিফ সংকেত সহ কেয়া কসমেটিকস এর সবাই কে জানাই অসংখ্য ধন্যবাদ! 🖤
ইত্যাদির প্রতি ভালোবাসা প্রজন্মের পর প্রজন্ম বাড়তেই থাকবে😍😍 হয়ত শতাব্দীর পর শতাব্দী টিকে থাকবে কোটি বাঙালির অন্তরে😍😍 ❤️❤️ভালোবাসা অবিরত প্রিয়ো ইত্যাদি ❤️❤️
অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার প্রিয় হানিফ সংকেত স্যার কে 🥰🥰 সোনারগাঁও এর ঐতিহ্য কে তুলে ধরার জন্য 🥰🥰অনেক ভালো লাগছে খুব সুপরিচিত নিজের এলাকা টিভির পর্দায় দেখতে 🥰🥰🥰
আমাদের সকলের উচিৎ আমাদের সাধ্য অনুযায়ী সুবিধাবঞ্চিত মানুষের পাশে এসে দারানো। আসুন আপনারা সকালে সকলের জায়গা থেকে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই। ধন্যবাদ ইত্যাদি ও কেয়া কসমেটিকসকে তাদের উদার মনোভাবের জন্য 🙏
সবার উচিৎ যারযার অবস্থান থেকে কেয়া কসমেটিক লিমিটেড এই কোম্পানির পাশে থাকা। কেয়া অনেক উন্নয়ন মহান কাজ করে যাচ্ছে। কেয়া কসমেটিক লিমিটেড এই কোম্পানির জন্য শুভ কামনা ধন্যবাদ ইত্যাদি।
কেয়া কসমেটিকস সুন্দর বনের মানুষের জন্য এতোগুলা পানির ট্যাংক অনুদান খুবই প্রশংসা পাওয়ার যোগ্য,,,আসুন আজ থেকে আমরা কেয়া কসমেটিকস এর পন্য ব্যবহার করে সামনে এগিয়ে যাওয়ার পথ সুন্দর করি
হ্যা ! আমাদের সকলের উচিত কেয়া কসমেটিকস এর পন্য ক্রয় করা । এটা আমাদের দেশী পন্য সামগ্রি ।
হে আমি সিদ্ধান্ত নিলাম আজ থেকে কেয়ার পন্য ব্যাবহার করব
আসুন আমরা সবাই কেয়া কসমেটিক ব্যবহার করি এবং গরীব মানুষ কে আরো সাহায্য করতে সহযোগিতা করি
Þ
@@mdimransarker2147wrygnycm
ছোট বেলায় রাত ১০ টার খবরের পরে ইত্যাদি দেখার জন্য বসে থাকতাম এখনো সেই একি ভাবে ভালো বাসা টা আছে পছন্দের ইত্যাদির জন্য,, আরো অনেক অনেক বছর বেঁচে থাকুক আমাদের সবার প্রিয় ইত্যাদি,,আমাদের দেশ টা কতটা সুন্দর আলহামদুলিল্লাহ
ভুল বললেন ভাইয়া এটা হয় তো রাত ১০ টার খবরের পরে না। রাত ৮ টার সংবাদ এর পরে অনুষ্ঠিত হয় তো৷। আশা করি বুঝছেন 🤷♂️
ছোট বেলায় সময়টা অনেক সুন্দর
হুম
৯ টায় শুরু হতো অনুষ্ঠানটি
Qqq
লাস্ট মুহুর্তে কান্না ধরে রাখতে পারলাম না, ধন্যবাদ হানিফ সংকেত ও কেয়া কসমেটিক
Vai right bolchen. Amari ekki obosta😔
আমি ও ভাই
ব্যাপারটা সেরকমই
amio vai
Tumare mia kanna doira rakte bolse kidaa..
হানিফ সংকেত স্যার কে এই ইত্যাদি অনুষ্ঠানের জন্য শান্তিতে নোবেল দেওয়া উচিৎ❤️❤️❤️
ইত্যাদির সমাজ সচেতনতা ও মানবতাবাদী কর্মকান্ডগুলো সুন্দর, পরিচ্ছন্ন সমাজ গঠনে খুবই সহায়ক। আশাকরি এটা চলমান থাকবে।ইত্যাদির দীর্ঘায়ু কামনা করছি।
কেয়া কসমেটিকস❤️
যদিও এই প্রোডাক্টটি দেশে আগের মতো মার্কেট নেই, তবুও যে তারা আজও ইত্যাদির সাথে আছে এটা আসলেই প্রশংসনীয়,
ভালোবাসা কেয়া কসমেটিকস জন্য❤️❤️❤️
কেয়া কোম্পানির কোন পলিসি নীতি ভালো না। যার কারণে তারা ধ্বংসের মুখে পরে আছে।
@@smtajuengineer9873
P
P
P
কোনও বিতর্ক ছাড়াই দেশের এক নাম্বার অনুষ্ঠান ইত্যাদি
ছোট বড় সকলের প্রিয় অনুষ্ঠান ❤
Yes....
Ei onushthan, binodonmulok, shikkhonyo, oitojjobhai shob rokom e 🥰
শেষের অংশটুকু দেখে কেঁদে ফেলছি!
কতটুকু আমরা ভালো আছি সেটার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না!
আলহামদুলিল্লাহ! 😍😍
আমরাতো ভালো আছি।তারা ও আমাদের দেশেরি অংশ।আমরা চাইলেই তো এই আদুনিক জুগে তাদের পানির সমস্যা দূর করতে পারি
Sotti vai
আজকের পর্বটা খুবই প্রশংসনীয়।বিশেষ করে স্কুল ও পানির ট্যাংক দেওয়া।
দোয়া রইল কেয়া কসমেটিকস ও হানিফ সংকেত স্যারকে।
চিরটাকাল বয়ে গেলো!
তবে প্রিয় ইত্যাদি যুগ যুগ ধরে দেখিয়ে গেলো♥
ধন্যবাদ হানিফ সংকেত ভাই♥
💞💔
ইত্যাদির মতো এমন তথ্যবহুল এবং জনপ্রিয় অনুষ্ঠান প্রতি শুক্রবারে হওয়া উচিত।বাংলাদেশকে খুব সুন্দর ভাবে তুলে ধরছে ইত্যাদি অনুষ্ঠানটি। ভালোবাসার একটি অনুষ্ঠান ভালো লাগার মত একটি অনুষ্ঠান। ধন্যবাদ হানিফ সংকেত স্যার ♥️
True
I agree with you
Moner kotha
৩০ বছর ধরে চললেও ইত্যাদি এখনও বিপুল জনপ্রিয়তা ধরে রেখেছে। ধন্যবাদ হানিফ সংকেত সাহেবকে। অনেক ধন্যবাদ কেয়া কসমেটিকস কে।
খাবার পানি নিয়ে মানুষের এই কস্ট দেখে রিয়েলাইজ করতেছি আল্লাহ আমাদের কত ভাল রাখছে শুকরিয়া আল্লাহর দরবারে আবার ও স্যালুট হানিফ সংকেত স্যার আপনাকে আপনার এই ইত্যাদি অনুস্টান এর মাধ্যমে অনেক মানুষ উপক্রিত হয়
আমার ছোটো বেলা থেকেই খুব প্রিয় অনুষ্ঠান ইত্যাদি,।
তাই বুঝি
আমারো।
Dekh te gumai jetam
বেটা তর একা না আমাদের সবার প্রিয় অনুষ্ঠান ইত্যাদি
কেয়া কসমেটিক এর মতো দেশের সকল বড়ো বড়ো শিল্প প্রতিষ্ঠান যদি এভাবে এগিয়ে আসে তাহলে মানুষের কষ্ট লাঘব হবে।
ইত্যাদি সব সময় ই বেস্ট
হানিফ সংকেত এই শতাব্দীর মহৎপ্রাণ মানুষ।
সকলকে অনুরোধ করবো কেয়া কসমেটিক এর পন্যসামগ্রি খরিদ করার জন্য।
মানবতার পাশে হানিফ সংকেত স্যার।
অবশ্যই
Agree
@@positivejin8214 অবশ্যই
সত্যিই প্রশংসনীয় এক উপস্থাপক বাংলাদেশের প্রথম এবং শেষ এমন লোক আর পৃথিবীতে আসবেনা।
শুভকামনা স্যার সব সময়।।🇧🇩💖🇧🇩💖🇧🇩💖🇧🇩💖🇧🇩💖🇧🇩💖🇧🇩💖
ইত্যাদি একমাত্র অনুষ্ঠান যার পুরোটায় শিক্ষা ❤️❤️
রাইট
সহমত পোষন করছি
দুবাই থেকে লজ্জাজনক ভাবে হেরে এসেছে ক্রিকেট টিম!
কিন্তু সেই দুবাই থেকেই মাথা উঁচু করে বিশ্ব জয় করে এসেছে কোরআনের হাফেজরা।
আলহামদুলিল্লাহ্
Right
কচু ।ইত্যাদি থেকে কেউ শিক্ষা নেয়না বিশেষ করে দেশের কুকুর রাজনৈতিক দল গুলো।
সাতক্ষীরার পানির হাহাকারের এমন অবস্থা দেখে সত্যি বলতে চোখে জল চলে এসেছে, ইত্যাদির হানিফ ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ কেয়া কসমেটিকস কে।
আজ থেকে ইনশাআল্লাহ কেয়া কসমেটিকস এর পণ্য ক্রয় করার চেষ্টা করবো,যারা মানুষের এমন উপকারে হাত বাড়িতে দেয়।
পানির অপর না জীবন, তাই আসুন আমরা অযথা একফোটা পানিও নষ্ট করবো না এই প্রতিজ্ঞা করি।
ইত্যাদি ❤️❤️❤️❤️❤️
ধন্য আমি সোনারগাঁয়ের সন্তান।
জাতীয় শেরা বিনোদন দাতা ও নির্ভিক সত্য প্রচারের আইকন স্যার হানিফ সংকেত আমার অহংকার।
আমার ভাল করে মনে পড়ে না কত সাল থেকে এই ইত্যাদি দেখি
আর জানিনা কত দিন দেখব
যত দেখি ততই ভাল লাগে
অনেক ধন্যবাদ আপনাকে
জনাব হানিফ সংকেত স্যার
আমি ঠিক ২০০৩/২০০৪ থেকে দেখতেছি
আল্লাহর প্রতিটি সৃষ্টিই অপরুপ সুন্দর যার তুলনা হয়না।
Manusher moddhe bibeg ebong mullobodh toiri hoy ei programti dekhle. Absolutely the best program in the country.
বেচে থাকুক ইত্যাদি, দীর্ঘজীবি হোক হানিফ সংকেত ❤️
ভালোবাসি ইত্যাদি।
পানির ট্যাংক দেওয়ার ঘটনায় সত্যি কেঁদে ফেললাম।কেয়া কসমেটিকস বেঁচে থাকুক হাজারবছর
ধন্যবাদ জানাই ইত্যাদি র টিম কে💐💐
আমিও
Amio
যতবার ই ইত্যাদি দেখি মিস করি সেই চিরচেনা
বিটিভি কে কতইনা সুন্দর ছিলো আমাদের সময গুলা । মিস করি অনেক ।
ধন্যবাদ কেয়া কসমেটিক কে সাথে হানিফ সংকেত স্যার কে সুন্দর আলোচনার জন্য।
ভালবাসার প্রিয় এই অনুষ্ঠান টি বেঁচে থাকুক হাজার বছর ধরে। অসংখ্য ধন্যবাদ কেয়া কসমেটিক লিঃ কে অসহায় মানুষের পাশে দাঁড়ােনোর জন্য।
ইত্যাদি মানেই ভালোবাসার আরেক নাম। 🥰
খক।ক।ককককককককককক।ল।।।।।।।কক।।।।।ললললে
খক।ক।ককককককককককক।ল।।।।।।।কক।।।।।ললললে
েল
Ittadi is always best.
@@zarazabine2073,
পৃথিবীতে অনেক কিছু পরিবর্তন হয়েছে.! '
কিন্তু এখনো ইত্যাদি অনুষ্ঠান যেমন আছে তেমনি রয়েছে.! ❤️
বাংলাদেশের হৃদয় স্পর্শী একটি অনুষ্ঠান যার কোনো হেটার্স নেই
Akdom vai
স্যালুট স্যার,
আপনার এই অনুষ্টান শুধু লাখো মানুষের বিনোদনের নয়, অনেক অসহায় পরিবারের সহায়। ধন্যবাদ জানাই কেয়া কসমেটিকস পরিবারকে।
সেই ছোট্ট বেলা ছুটির দিন শুক্রবার রাত ৮ টা সংবাদের পর বাংলাদেশের সেরা শিক্ষামূলক ও বিনোদনমূলক অনুষ্ঠান "ইত্যাদি" দেখতে বসে পড়ি টিভির পর্দায় 😍❤️
এখনও সেই অনুভূতিটা আছে ভালোবাসা অবিরাম "ইত্যাদি" 💓
ধন্যবাদ উপস্থাপক :- হানিফ সংকেত 👌👍
ইত্যাদি শুধু বাংলাদেশ নয়, বিশ্বের শেরা অনুষ্ঠানের একটি। আর এর সফল কারিগর হানিফ সংকেত। Salute you.
6
এই ইত্যাদি থেকে অনেক কিছু শিখতে পারলাম, আমি যখন ছোট ছিলাম এই ইত্যাদি দেখার জন্য রাত ১০ পযন্ত জেগে থাকতাম,
এই হানিফ সংকেত স্যার জন্য এই ইত্যাদি টিকে আছে, হানিফ স্যার কে অনেক ধন্যবাদ
বিভিন্ন স্থানে গরিব,অসহয় মানুষের কাছে গিয়ে যে সাহায্যের হাত বাড়িয়েছেন তা খুবই প্রশংসনীয়।
এজন্য ইত্যাদি অনুষ্ঠানকে জানাই ধন্যবাদ
এই অনুষ্ঠানে কোনো অশ্লীলতা নেই পরিবারের সাথে এই অনুষ্ঠানটি উপভোগ করা যায়। Love this Show 💕 still Favourite 💖
কিভাবে যে এক ঘণ্টা সময় পার হয়ে গেলো টের ই পেলাম না।
চিরকাল মানুষের অন্তরে থাকুক ইত্যাদি,
দীর্ঘজীবী হোন হানিফ স্যার।
ভালবাসা অবিরাম 💝
ছোটবেলা থেকে যখনই ইত্যাদি প্রচারের সংবাদ শুনতাম তখনই ইত্যাদি দেখার জন্য মন ব্যাকুল হয়ে পড়তো স্কুল মিস হতো কিন্তু ইত্যাদি দেখা মিস হতো না তাই ইত্যাদিকে ধন্যবাদ প্রতি এপিসোডে নতুন নতুন কিছু জানা ও শেখা যায় ধন্যবাদ হানিফ স্যারকে
ইত্যাদি আর আগের মত ভাল লাগেনা আমার সাথে কে কে একমত
যে দেশে ৫০০ মি.লি পানি কিনতে ১৫ টাকা লাগে, সে দেশে ৪৫০ মি,লি রক্ত পাওয়া যায় একদম ফ্রি,,
স্যালুট জানাই সকল রক্ত দাতাকে।
Hommm vai
@@aktertay8363 hoi
@@mdsirajulislam2894 salot tumer tha
Hoi S K
চোখে পানি এসে গেল।আহারে এই পানির জন্য মানুষের কি হাহাকার। ইত্যাদি টিমকে কিভাবে ধন্যবাদ দেব ভাষা জানা নাই, এবারের পর্বটি সত্যি অসাধারণ।
Oy re bai one kosto lagce
কত অনুষ্ঠান এলো গেলো ইত্যাদি অনুষ্ঠানের ফ্লেভারটি একই রইলো । ধন্যবাদ হানিফ স্যারকে
ঠিক বলছেন
মিউজিক টা শুনে এখনো নস্টালজিক হয়ে ছুটে যায় টিভিতে। এখনো অদ্বিতীয়, সেরা প্রোগ্রাম।
ছোট বেলায় স্মৃতি মনে পরে ইত্যাদি অনুষ্ঠান দেখে
অসাধারণ একটা অনুষ্ঠান
হানিফ সংকেত বাংলদেশের এক উজ্জ্বল নক্ষত্রের নাম। মন থেকে তার জন্য শুধু দোয়া ই আসে। আল্লাহ তার এমন নিরলস,নিস্বার্থ মহৎ কাজ গুলো কে অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। তার মহৎ আদর্শ মানুষের মধ্যে ছড়িয়ে যাক।
সাতক্ষীরা বাসির পক্ষ থেকে ধন্যবাদ ইত্যাদির কতৃপক্ষ ও জনাব হানিফ সংকেতকে শুভ কামনা রইল আপনাদের জন্য
আপনি সাত কিরার লোক
ইত্যাদিতে অসহায় সেই মানুষগুলোকে পানির ট্যাংক প্রদান করার ব্যাপারটি খুবই প্রশংসনীয় কাজ। এত সুন্দর জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়ার জন্য হানিফ সংকেত স্যারকে অনেক অনেক ধন্যবাদ 😍😍😍😍
❤️
😂😂😂😂 ভাই আপনি হানিফ সংকেত সম্পর্কে কি জানেন?
@@mdmahamudhasanilas1599 কেন?
@@afrina_queen_bangladesh এই ব্যাটার মত কিপ্টা আর দ্বিতীয়তঃ কেউ নেই। ইত্যাদি অনুষ্ঠানে যা দেয় তার সবকিছুই কেয়া কসমেটিকস এর পক্ষ থেকে দেয়। তার নিজের পক্ষ থেকে কোন কিছুই দেয় না।
@@mdmahamudhasanilas1599 কেন? উনি যে নিজের প্রতিভা দিয়ে অনুষ্ঠানে উপস্থাপনা করছেন৷ নিজে উদ্যোগ নিয়ে কতকিছু করছেন। অবশ্য আর্থিক সাহায্য কেয়া কসমেটিকসের পক্ষ থেকেই আসছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, হানিফ সংকেত আর তার টিম ইত্যাদির মতো সুন্দর একটা অনুষ্ঠান পরিচালনা করছেন। এটাই তো অনেক,,,,,,,!!
বাংলাদেশে এখনও এমন জায়গা আছে!!!😥😥😥😥 পানির কষ্ট সব থেকে বড় কষ্ট 😥😥😥 ধন্যবাদ প্রিয় অনুষ্ঠান ইত্যাদি 💜
Onak kosto vai ai alakay, ata amader alaka
আর আমরা কত পানি অপচয় করি😪
আসলে আল্লাহ আমাদের প্রত্যেকটা জিনিসের পই পই করে হিসেব নিবে।
আল্লাহ তুমি আমাদের মাফ করো।
আর আমরা কত পানি অপচয় করি😪
আসলে আল্লাহ আমাদের প্রত্যেকটা জিনিসের পই পই করে হিসেব নিবে।
আল্লাহ তুমি আমাদের মাফ করো।
😭😭😥😥😭😭😭😭😭
@@mddijital1550 অাপনাদের ওখানে টিউবওয়েল বা গভীর নলকুপ স্থাপন করা যায় না কেন?
একটিমাত্র অনুষ্ঠান যেটা ছোট্টবেলা থেকেই দেখে আসছি, কিন্তু ফিলিংসটা সেই আগের মতই আছে ❤
ধন্যবাদ হানিফ সংকেত স্যার. অনেক অনেক বছর বেঁচে থাকুক আমাদের সবার প্রিয় ইত্যাদি,
সেই ছোটবেলা থেকে এখনও ভালবাসি প্রিয় অনুষ্ঠান ইত্যাদি অনেক অনেক সালাম শ্রদ্ধা এবং ভালোবাসা রইলো হানিফ সংকেত স্যারের প্রতি ধন্যবাদ সবাইকে ❤️❤️
Same
নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বাড়তেছে সরকার যদি এই ব্যাপারে খেয়াল রাখতো তাহলে সাধারন পাবলিকের কিছুটা উপকার হইতো
জন্মের পর থেকেই ইত্যাদি অনুষ্ঠান টি দেখছি, ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত দেখতে পারব। ❤️❤️❤️❤️
আমাদের সবার উচিত কেয়া কসমেটিকের পণ্য কেনা, ধন্যবাদ হানিফ সংকেত স্যারকে এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ❤️❤️❤️❤️❤️❤️❤️
Thik bolsan .abar apni kanan to ?
Hmm 💯 right bolcen
@@MDJosim19582 fly ¡¡55
100% right
ঠিক বলেছেন ভাই
গাবুরা ইউনিয়নের নারীদের দুর্ভোগ দেখে চোখে জল এসে গেলো।ধন্যবাদ ইত্যাদিকে পানির ট্যাংক দেয়ার জন্য।সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করবেন।
ধন্যবাদ হানিফ স্যারকে। সবথেকে ভালো লাগছে আমার মাতৃস্হান সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার অত্যান্ত কষ্টের মাঝে জীবন যাপন করা গ্যাবুরা ইউনিয়নের মানুষের জীবন চিত্র তুলে ধরেছেন, গোটা দেশ সহ পৃথিবীর কাছে।
ধন্যবাদ প্রিয় হানিফ সংকেত স্যার😍😍😍
যার প্রতিটি শব্দ শিক্ষনিয় হানিফ সংকেত স্যার আপনাকে অনেক আনেক ধন্যবাদ বেঁচে থাকেন আপনি প্রতিটি মাণুষের হৃদয়
বাংলাদেশে এই অনুষ্ঠান একমাত্র অনুষ্ঠান যেটার কোন হেটার্স নাই।❤️❤️ বুঝ হওয়ার পর থেকে, ২০০৬ থেকে নিয়মিত দেখছি এই প্রিয় অনুষ্ঠানটি।
শেষের অংশটা হৃদয় বিদারক!কান্না এসে গেল পানির কষ্টে থাকা এই মানুষ গুলোর জন্য। ওদের তুলনায় আমরা,হাজার গুন ভালো আছি।আসলে অন্যের কষ্ট অনুভব করা,সহায্য করাই প্রকৃত মানুষের কাজ।আসুন আমরা সবাই যার যার পাশের অসহায় মানুষদের সাগায্য করি।
Asolei vai
ইত্যাদি একমাত্র অনুষ্ঠান যা আমি ছোট থেকে এখনো দেখি😊
ধন্যবাদ আমাদের হানিফ সংকেত স্যারকে,, এই ভাবে গরীব দুঃখী মানুষের পাশে থাকার জন্য,, আপনার জন্য হাজার হাজার মানুষ উপকৃত হচ্ছে,,, মহান রব্বুল আলামীন এর কাছে প্রার্থনা করি আপনি যেন হাজার বছর বেঁচে থাকেন,,
বিনোদন মুলক, শিক্ষা মুলক,ও সাংস্কৃতিক অনুষ্ঠান একমাত্র ইত্যাদি। ❤️❤️❤️
অনুষ্ঠানের শেষ প্রতিবেদন টা অসাধারণ ছিল। পানির অপর নাম জীবন
এই অনুষ্ঠান বেচে থাকুক আজীবন, স্যার কে অনেক অনেক ধন্যবাদ
শেষের প্রতিবেদন টা ভালো লেগেছে,, জয় হোক মানবতার♥♥
❤ লাস্ট মুহুর্তে কান্না ধরে রাখতে পারলাম না, ধন্যবাদ হানিফ সংকেত ও কেয়া কসমেটিক ❤❤❤
yes
Amio
অনুষ্টানের শেষ মুহুর্তে শ্যামনগরের পানির অভাবের দৃশ্য দেখে কান্না ধরে রাখতে পারলাম না।ধন্যবাদ হানিফ সংকেত ভাই ও কেয়া কসমেটিক কে।আসলে গরীবের জন্য কেউ কাজ করে না,কেউ তাদের কষ্ট বোঝে না।
ছোট বেলায় দেখতাম, ইত্যাদি। খুব প্রিয় ছিলো এই অনুষ্ঠানটি এখনো আছে। হানিফ সংকেত কাকুকে তখনো যেমন দেখতাম, এখনো তেমনি দেখছি, মাঝখানে আমি ই বৃদ্ধা হয়ে গেছি। খুব ভালো লাগে ইত্যাদি, এগিয়ে যাও তুমি হারিয়ে যাওয়া শৈশবের সৃতি। তোমাকে দেখলে অনেক কিছু মনে পড়ে।
এই একটিমাত্র অনুষ্ঠান যেটা ছোট্টবেলা থেকেই দেখে আসছি, কিন্তু ফিলিংসটা সেই আগের মতই আছে ❤️
ধন্যবাদ হানিফ সংকেত স্যার
অসাধারণ আজকের প্রোগ্রাম টি,আরো বেশি ভালো লাগছে নিজের এলাকার অনুষ্ঠান টি দেখে। অসংখ্য ধন্যবাদ প্রিয় হানিফ সংকেত স্যার।
ছোটোবেলা নদী সাঁতরাইয়া পাশের গ্রামে গিয়া এই ইত্যাদি দেকতাম। কালের বিবর্তনে কত কিছুই হয়ে গেলো।এখন হাতের মধ্যেই পৃথিবী।🖤💝🇧🇩🇸🇦
ছোট্ট বেলায় যে ভাবে এনজয় করতাম...
ঠিক সে-ই ভাবেই আজো এনজয় করলাম... নামেই যার পরিচয়... ইত্যাদি 👍☺️❤️🥰
ছোট বেলায় যখন ইত্যাদি শুরুর আওয়াজ শুনতাম তখন ঈদ ঈদ লাগতো ♥️🇧🇩
আজ এতো বড় হয়ে ও সেই আনন্দ একটু কমেনি 🙂
ধন্যবাদ হানিফ সংকেত স্যার ♥️
শেষটা হৃদয় ছুঁয়ে গেছে,চোখে পানি চলে আসছে।আপনার জন্য মন থেকে দোয়া রইল স্যার।
❤️ কিছু সৃষ্টি, কিছু মানুষ, কিছু পারদর্শিতার দ্বিতীয় হয় না - তেমনি ইত্যাদি এবং প্রিয়, গুণী ও স্মমানিত ব্যক্তি- আমাদের সবার হানিফ সংকেত স্যার ❤️
52%22331:3:
Ami kanna korsi
I pool
@@mohamedsalauddin3309 n
D
সত্যি তাই
সেই পাঁচ বছর বয়স থেকে দেখি আজ আমি সেই শিশু থেকে ২০ বছরের যুবক তবুও সেই বেলা থেকে আজ অব্দি ইত্যাদির প্রতি ভালোবাসা কমেনি ধন্যবাদ আপনাদের এতো মার্জিত রুচিশীল অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য
_আজ থেকে প্রায় ৫/৭ বছর আগে রাত ১০ ইংরেজি সংবাদ এর পর দিতো ইত্যাদি! অনেক অপেক্ষা করতাম কখন একটা ইত্যাদি দিবে! আফসোস এখন সব আছে কিন্তু আগের মতো অপেক্ষা করে ইত্যাদি দেখার আনন্দ টা নেই! নেই পাশে বসে থাকা প্রিয় মানুষ গুলা! অনেক মিস করি সবাই কে! ইত্যাদি টিম, হানিফ সংকেত সহ কেয়া কসমেটিকস এর সবাই কে জানাই অসংখ্য ধন্যবাদ! 🖤
এই episode ইত্যাদি অনেক সামাজিক কাজ করেছে সত্যিই প্রশংসার যোগ্য ❤️
জনাব খাইরুল আলমের প্রকৃতি প্রেম আমাকে সবচেয়ে বেশী বিমোহিত করেছে। এই ধরনের সাদা মনের মানুষ বাংলাদেশে খুবই কম।
সঠিক
সহমত
ইত্যাদি সবসময়ই অতুলনীয়.....!! এইবারের ইত্যাদি অনুষ্ঠানটা আরো বেশি সুন্দর ছিলো.......!!
ইত্যাদির প্রতি ভালোবাসা প্রজন্মের পর প্রজন্ম বাড়তেই থাকবে😍😍 হয়ত শতাব্দীর পর শতাব্দী টিকে থাকবে কোটি বাঙালির অন্তরে😍😍
❤️❤️ভালোবাসা অবিরত প্রিয়ো ইত্যাদি ❤️❤️
অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার প্রিয় হানিফ সংকেত স্যার কে 🥰🥰 সোনারগাঁও এর ঐতিহ্য কে তুলে ধরার জন্য 🥰🥰অনেক ভালো লাগছে খুব সুপরিচিত নিজের এলাকা টিভির পর্দায় দেখতে 🥰🥰🥰
apni ki oi alakar meye nki 🤔
Thank you so much I love sister
Thank you so much I love you sister
ইত্যাদি একমাত্র অনুষ্ঠান যেটা পুরো পরিবার নিয়ে একসঙ্গে দেখা যায়😇😇💝
আল্লাহ আমরা কত পানির অপচয় করি😟 অথচ তারা এক কলস পানির জন্য কতটা কষ্ট করে আসুন আমরা সবাই পানির অপচয় রোধ করি 🖤
বাংলাদেশের কালজয়ী সেরা অনুষ্ঠান নির্মানকারী ইত্যাদি কে লাল গোলাপ শুভেচ্ছা।
ইত্যাদি থেকে সবসময়ই কিছু না কিছু শিখতে পারি। ধন্যবাদ প্রিয় হানিফ সংকেত কে, আমাদের সোনারগাঁয়ে এতো সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য। ❤️❤️
আমাদের সকলের উচিৎ আমাদের সাধ্য অনুযায়ী সুবিধাবঞ্চিত মানুষের পাশে এসে দারানো। আসুন আপনারা সকালে সকলের জায়গা থেকে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই। ধন্যবাদ ইত্যাদি ও কেয়া কসমেটিকসকে তাদের উদার মনোভাবের জন্য 🙏
রাইট
কেয়া কসমেটিকস কে আমার পরিবারের পক্ষে থেকে বুক ভরা ভালবাসা।।এই ভালবাসা কখনো শেষ হবে না।❤️❤️❤️❤️ love you...
আমার অনেক ভালো লাগে ইত্যাদি
আর হানিফ সংকেত স্যারকে অনেক ধন্যবাদ❤️❤️❤️
ইত্যাদির এই পর্বটা দুর্দান্ত হয়েছে। ধন্যবাদ হানিফ সংকেট স্যার ও কেয়া কসমেটিক্সকে ধন্যবাদ।
ইত্যাদি মানেই বাংলাদেশের ইতিহাস,ঐতিহ্য,সংস্কৃতি,আর মজার সব শিক্ষণীয় প্রতিবেদন।
সত্যিই ভালবাসার আরেক নাম ইত্যাদি,ধন্যবাদ ইত্যাদি কে।কেয়া কসমেটিক্স কে ও ধন্যবাদ।
সবার উচিৎ যারযার অবস্থান থেকে কেয়া কসমেটিক লিমিটেড এই কোম্পানির পাশে থাকা।
কেয়া অনেক উন্নয়ন মহান কাজ করে যাচ্ছে।
কেয়া কসমেটিক লিমিটেড এই কোম্পানির জন্য শুভ কামনা
ধন্যবাদ ইত্যাদি।
লাখো কোটি দোয়া রইলো কেয়া কসমেটিকস এর জন্য!! চোখের পানি ধরে রাখতে পারলাম না!!
আজও দেখেই চলেছি❤️ কুষ্টিয়া থেকে,, হানিফ স্যার স্যালুট
আমিও কুষ্টিয়ার,ভেড়ামারা থেকে।
ইত্যাদি দেখার জন্য এখন ও অপেক্ষা করি। যত দেখি ততই ভালো লাগে । শ্রদ্ধা ভালোবাসা
সব থেকে ভালো লাগে ইত্যাদি অনুষ্ঠান।ধন্যবা ফাগুন অডিও ভিশনকে।
শিক্ষা সংকৃতি বিনোদন ও জন সচেতন মূলক অনুষ্ঠান একমাত্র ইত্যাদি,, দীর্ঘ জীবি হোক হানিফ সংকেত
ধন্যবাদ হানিফ সংকেত স্যারকে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের টিকিট ইংরেজির পাশাপাশি বাংলায় করার জন্য ❤️❤️
অসংখ্য ধন্যবাদ ইত্যাদি এবং কেয়া কসমেটিকস কে।
বাংলাদেশের একমাত্র প্রাণবন্ত অনুষ্ঠান যা শিক্ষা এবং সংস্কৃতিতে পরিপূর্ণ। বেচে থাকুক ইত্যাদি, দীর্ঘজীবি হোক হানিফ সংকেত ❤️
অবিরাম ভালোবাসা হানিফ সংকেত 💔
এই রকম অনুষ্ঠানের জন্য 🥀🥀
এভাবেই সারা বছর বেচে থাকুক ইত্যাদি।গাবুরা ইউনিয়নের মানুষের জীবনযাপন দেখে আমার চোখে পানি চলে আসল।ইত্যাদি টিমকে অসংখ্য ধন্যবাদ।মাশে আল্লাহ্
কেয়া কসমেটিককে অনেক অনেক ধন্যবাদ,,, আমাদের দেশের সবার উচিৎ কেয়ার সকল পণ্য ব্যবহার করা ।। ধন্যবাদ হানিফ সংকেত স্যার,,আর ভালোবাসা কেয়া কসমেটিকের জন্য।।