যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় ♡যৌক্তিক বিভাগ♡ * যৌক্তিক বিভাগ কী ? => কোনো একটি নীতি বা সূত্রের উপর ভিত্তি করে উচ্চতর শ্রেণিকে নিন্মতর শ্রেণিতে বিভক্ত করার প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে ৷ * বিভাগের নিয়ম কয়টি ? => বিভাগের নিয়ম ছয়টি ৷ 1. প্রথম নিয়ম : জাতীবাচক পদকে ভাগ করতে হবে ৷ কোনো ব্যক্তি বা বস্তুকে নয় ৷ এই নিয়ম লঙ্ঘন করলে অঙ্গগত ও গুণগত বিভাগজনিত অনুপপত্তি ঘটে ৷ যেমন : * একটি গাছকে তার মূল ,কাণ্ড,পাতা,ফুল ও ফল অংশে বিভক্ত করলে অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটে ৷ * আমকে তার স্বাদ , বর্ণ , গন্ধে বিভক্ত করলে গুণগত বিভাগজনিত অনুপপত্তি ঘটে ৷ 2. দ্বিতীয় নিয়ম:বিভাগে সবসময় একটিমাত্র মূলসূত্র বা মূলনীতি গ্রহণ করতে হবে ৷ যেমন : সৎ , ফর্সা , শিক্ষিত ৷ সংকর বিভাগ অনুপপত্তি ৷ 3.তৃতীয় নিয়ম:বিভাজ্য জাতিটিরব্যক্ত্যর্থ সমব্যাপক হতে হবে ৷ যেমন:ত্রিভূজকে যদি সমবাহু ও সমদ্বিবাহু ত্রিভূজে ভাগ করি তাহলে অব্যাপক বিভাগ অপুপপত্তি ঘটবে ৷ *বিভক্ত উপজাতিগুলোর মিলিত সংখ্যা জাতির সংখ্যার চেয়ে বেশি হলে অতিব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটে ৷ 4. চতুর্থ নিয়ম : বিভাগ পরস্পর বিচ্ছেদক হতে হবে যাতে পরস্পরের সাথে মিলে মিশে না যায় ৷ যেমন : মানুষকে সৎ , সুখী ও বিদ্বান - এই তিন ভাগে ভাগ করি তাহলে পরস্পরাঙ্গী বিভাগজনিত অনুপপত্তি ঘটবে ৷ 5. পঞ্চম নিয়ম : বিভাজ্য জাতিটির ব্যক্ত্যরর্থ প্রত্যেকের বেলায় প্রযোজ্য হতে হবে ৷ যেমন : একজন ব্যক্তি , হাত , পা , চোখ ,নাক , কান ইত্যাদিতে ভাগ করি তাহলে বিভাগ ভ্রান্ত হবে ৷ এর নাম ব্যক্তির অঙ্গগত বিভাগ অনুপপত্তি ৷ আবার , ব্যক্তি , সততা , বিদ্যা , চাতুর্য্য ইত্যাদিতে ভাগ করলে ব্যক্তির গুণগত বিভাগ অনুপপত্তি ঘটে ৷ 6. ষষ্ঠ নিয়ম : ক্রমিক বিভাগে ভাগ করতে , মধ্যবর্তী স্থরকে অতিক্রম করা যাবে না ৷ যেমন : জীবকে যদি শিক্ষিত মানুষ ও অশিক্ষিত মানুষে ভাগ করি তাহলে উৎক্রান্ত বা উল্লম্ফন বিভাগ অনুপপত্তি ঘটবে ৷ * দ্বি-কোটিক বিভাগ কী ? => দ্বি-কোটিক বিভাগ হলো এমন একটি প্রক্রিয়া , যেখানে কোনো জাতিকে তার অন্তর্গত দুটি বিরুদ্ধ উপজাতিতে বিভক্ত করা হয় ৷ * দ্বি- কোটিক বিভাগের প্রবর্তক কে ? => দ্বি-কোটিক বিভাগের প্রবর্তক প্রখ্যাত যুক্তিবিদ বেনথাম ৷ * দ্বি-কোটিক শব্দের অর্থ কী ? => দ্বি-কোটিক শব্দের অর্থ দুইভাগে ভাগ করা ৷ * দ্বি-কোটিক বিভাগের সুবিধা ও অসুবিধা লিখ ? * যৌক্তিক বিভাগের সীমা কী কী ? => ব্যক্ত্যর্থহীন কোনো পদের যৌক্তিক বিভাগ সম্ভব নয় ৷ => বিশিষ্ট ব্যক্তির বা বস্তুর বিভাগ সম্ভব নয় ৷ => নামবাচক পদকে ভাগ করা যায় না ৷
সুন্দর, সাবলীল, পরিষ্কার ভাবে বুঝানোর জন্য ধন্যবাদ।
Vai koster kotha ki kobo college a class hoy na . Teacher ra valo but class hoy na . Apnr class ta onk helpful chilo thank you so much
Thank you.
Class gula valo lagle tomer college friender suggest korio.
@@CommerceAcademye-learning 1st paper 5th chapter er upor video khuje passi na
@@CommerceAcademye-learning sir share to ditei pari kintu sob gula chapter er class den please
অনেক অনেক সুন্দর হয়েছে স্যার❤❤❤❤❤ধন্যবাদ
Onnak সহজ করে বুঝেছেন
Onek upokrito holam.tnq sir
Thank you. Class gula valo lagle tomer college friender suggest korio.
Thank you so much sir ❤❤❤nice class❤❤❤
Thank you Dear!
Class gula valo lagle tomer college friender suggest korio.
স্যালাইট গুলো আগে থেকে রেডি করে রাখলে ক্লাসটা আরো সুন্দর হতো
Thanks sir
Eto hard😮logic
😮
Good teacher
ধন্যবাদ
ভালো লাগলে বন্ধুদের মেনশন করে দিও।
onek balo class nisen sir
Thank you. Class gula valo lagle tomer college friender share korio.
onk shundor akta class
Thank you. Class gula valo lagle tomer college friender share korio.
Sir help me ei logic niyaa eto bipod a asi 😢
পরস্পরাঙগী আর সংকর অনুপপওি কি কখনো এক হতে পারে আপনি যে বললেন?এটা ভুল।
যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র
দ্বিতীয় অধ্যায়
♡যৌক্তিক বিভাগ♡
* যৌক্তিক বিভাগ কী ?
=> কোনো একটি নীতি বা সূত্রের উপর
ভিত্তি করে উচ্চতর শ্রেণিকে নিন্মতর
শ্রেণিতে বিভক্ত করার প্রক্রিয়াকে
যৌক্তিক বিভাগ বলে ৷
* বিভাগের নিয়ম কয়টি ?
=> বিভাগের নিয়ম ছয়টি ৷
1. প্রথম নিয়ম : জাতীবাচক পদকে ভাগ
করতে হবে ৷ কোনো ব্যক্তি বা বস্তুকে
নয় ৷
এই নিয়ম লঙ্ঘন করলে অঙ্গগত ও গুণগত
বিভাগজনিত অনুপপত্তি ঘটে ৷
যেমন : * একটি গাছকে তার মূল
,কাণ্ড,পাতা,ফুল ও ফল অংশে বিভক্ত
করলে
অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটে ৷
* আমকে তার স্বাদ , বর্ণ , গন্ধে বিভক্ত
করলে গুণগত বিভাগজনিত অনুপপত্তি
ঘটে ৷
2. দ্বিতীয় নিয়ম:বিভাগে সবসময়
একটিমাত্র মূলসূত্র বা মূলনীতি গ্রহণ
করতে হবে ৷
যেমন : সৎ , ফর্সা , শিক্ষিত ৷
সংকর বিভাগ অনুপপত্তি ৷
3.তৃতীয় নিয়ম:বিভাজ্য
জাতিটিরব্যক্ত্যর্থ সমব্যাপক
হতে হবে ৷
যেমন:ত্রিভূজকে যদি সমবাহু ও
সমদ্বিবাহু ত্রিভূজে ভাগ করি তাহলে
অব্যাপক বিভাগ অপুপপত্তি ঘটবে ৷
*বিভক্ত উপজাতিগুলোর মিলিত সংখ্যা
জাতির সংখ্যার চেয়ে বেশি হলে অতিব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটে ৷
4. চতুর্থ নিয়ম : বিভাগ পরস্পর বিচ্ছেদক হতে হবে যাতে পরস্পরের সাথে মিলে মিশে না যায় ৷
যেমন : মানুষকে সৎ , সুখী ও বিদ্বান - এই তিন ভাগে ভাগ করি তাহলে পরস্পরাঙ্গী বিভাগজনিত অনুপপত্তি ঘটবে ৷
5. পঞ্চম নিয়ম : বিভাজ্য জাতিটির ব্যক্ত্যরর্থ প্রত্যেকের বেলায় প্রযোজ্য হতে হবে ৷
যেমন : একজন ব্যক্তি , হাত , পা , চোখ ,নাক , কান ইত্যাদিতে ভাগ করি তাহলে বিভাগ ভ্রান্ত হবে ৷ এর নাম ব্যক্তির অঙ্গগত বিভাগ অনুপপত্তি ৷
আবার , ব্যক্তি , সততা , বিদ্যা , চাতুর্য্য ইত্যাদিতে ভাগ করলে ব্যক্তির গুণগত বিভাগ অনুপপত্তি ঘটে ৷
6. ষষ্ঠ নিয়ম : ক্রমিক বিভাগে ভাগ করতে , মধ্যবর্তী স্থরকে অতিক্রম করা যাবে না ৷
যেমন : জীবকে যদি শিক্ষিত মানুষ ও অশিক্ষিত মানুষে ভাগ করি তাহলে উৎক্রান্ত বা উল্লম্ফন বিভাগ অনুপপত্তি ঘটবে ৷
* দ্বি-কোটিক বিভাগ কী ?
=> দ্বি-কোটিক বিভাগ হলো এমন একটি প্রক্রিয়া , যেখানে কোনো জাতিকে তার অন্তর্গত দুটি বিরুদ্ধ উপজাতিতে বিভক্ত করা হয় ৷
* দ্বি- কোটিক বিভাগের প্রবর্তক কে ?
=> দ্বি-কোটিক বিভাগের প্রবর্তক প্রখ্যাত যুক্তিবিদ বেনথাম ৷
* দ্বি-কোটিক শব্দের অর্থ কী ?
=> দ্বি-কোটিক শব্দের অর্থ দুইভাগে ভাগ করা ৷
* দ্বি-কোটিক বিভাগের সুবিধা ও অসুবিধা লিখ ?
* যৌক্তিক বিভাগের সীমা কী কী ?
=> ব্যক্ত্যর্থহীন কোনো পদের যৌক্তিক বিভাগ সম্ভব নয় ৷
=> বিশিষ্ট ব্যক্তির বা বস্তুর বিভাগ সম্ভব নয় ৷
=> নামবাচক পদকে ভাগ করা যায় না ৷
ভালো লাগছে তবে লেখা সুন্দর না।
ধন্যবাদ
ভালো লাগলে বন্ধুদের মেনশন করে দিও।
কাওকে এমন করে বলা ঠিক না
লেখা যেমনি হোক পড়ার দরণ কিন্তু অনেক সুন্দর ❤❤