Notungram - A village of wood crafts | Unique Wooden Dolls | প্রতি ঘরে কাঠের পুতুল তৈরী হয় | Katwa

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 808

  • @arumoykar2008
    @arumoykar2008 2 ปีที่แล้ว +1

    Darun prayas dada, Ei silpo gulo sotti onek tai hariye jacche. Egulo amader bangalar gorbo. Egulo bachiye rakhar dayito amader. Apni apnar channel er madhome sei silpo ke tule dhorechen.Many Many Thanks to you. 🙏

  • @sumanaot
    @sumanaot 3 ปีที่แล้ว +47

    অসাধারণ জিনিস দেখালেন দাদা, এই পুতুল বাড়ীতে থাকলেও তার উৎসস্থল যে এখানে, তা জানা ছিলো না, বাংলার এই শিল্পকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার

    • @explorershibaji
      @explorershibaji  3 ปีที่แล้ว +3

      ❤️❤️❤️

    • @Pidamoussouma
      @Pidamoussouma 2 ปีที่แล้ว

      অসাধারণ। দাদা ভালো লাগলো। শিল্পীদের প্রণাম

  • @explorershibaji
    @explorershibaji  3 ปีที่แล้ว +8

    Thank you so much for all your support and love, will continue exploring places, local cuisine, people, life, hobbies, livelihood and many more. Stay tuned!!

  • @swastiksarkar4637
    @swastiksarkar4637 3 ปีที่แล้ว +14

    অসাধারণ। আমরা খরচা করে রঘুরাজপুর যাই, কিন্তু ঘরের কাছের এই শিশির বিন্দুকে ভুলে যাই। অনেক ধন্যবাদ শিবাজীদা। সত্যিই কাঠের পুতুলের ইতিকথা।

  • @ashutoshmodak9785
    @ashutoshmodak9785 3 ปีที่แล้ว +16

    'প্রজন্মের পরিবর্তন, শিবাজী এক্সপ্লোরার চিরন্তন'... অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন শিবাজী স্যার এবং ওনার সহযোদ্ধাদের এই অসামান্য প্রতিবেদনের জন্য। আপনি প্রায় এককোণে পড়ে থাকা অনন্যসাধারণ শিল্প ও শিল্পীদের আমাদের সকলের সামনে উপস্থাপন করেছেন আপনার নিজস্ব শৈলীতে।আমার মায়ের বাবার বাড়ি, আমার মামার বাড়ি পাশেই সিঙ্গি গ্রামে... আপনার সিঙ্গি গ্রামের 'কাশীরাম দাসের পর্ব' - এ আমার ছেলেবেলা ফেরত পেলাম। আপনার গলার স্বর এবং উপস্থাপন সত্যিই অনবদ্য। আপনার আগামী পর্বগুলি আরও আনন্দ ও প্রেরণা জাগাক আমাদের প্রাণে... অনেক ধন্যবাদ...

  • @mousumiganguly500
    @mousumiganguly500 3 ปีที่แล้ว +2

    darun explorer shibaji da. asadharon shilpa.amra mela thakay kini kather pacha, raja rani kintu jantamna kothay original tairi hoy. sotti ai shilpo bachay thak. ato gulo manush er rojgar jano bandho na hoy. shopping fatafati hoaychay 🦉🦉🦉🦉🦉

  • @gargichakraborty580
    @gargichakraborty580 3 ปีที่แล้ว +7

    শিবাজিদা মানেই একটা মন ভালো করে দেওয়া ভিডিও। অগ্রদীপের নতুন গ্রাম এবং সেখানকার শিল্পীদের হাতের কাজ যেন সারা পৃথিবীতে আরো ছড়িয়ে পড়ে।খালি পেটে আর কতদিন ওরা এই শিল্পকে ধরে রাখবেন,আমরা সবাই যদি এগিয়ে আসি তাহলে গ্রাম বাংলার এই শিল্পগুলো বিশ্বজয় করবে।

  • @jayasreedas952
    @jayasreedas952 3 ปีที่แล้ว +8

    আপনি যে শিল্প ও শিল্পীদের এত সুন্দর ভাবে সবার সামনে তুলে ধরলেন এক কথায় অনবদ্য। একবার যেতেই হবে এই শিল্প গামে। আপনাকে অনেক ধন্যবাদ।

  • @WatLyfContentCreator
    @WatLyfContentCreator 3 ปีที่แล้ว +1

    Darun Upobhog Korlam, enader hoye sottie bolar keu nei.❤❤

  • @ankurbose780
    @ankurbose780 3 ปีที่แล้ว +38

    Thank you for upholding the true essence of Bengal. Getting in history or diving in heritage or sometimes daily chores of common people is not easy. Great diversion and meaningful one on content

  • @patralikadeb5000
    @patralikadeb5000 3 ปีที่แล้ว +1

    নতুন গ্রামের কাঠের শিল্প খুব ভালো লাগলো।অসাধারন ওদের হাতের কাজ।👌👌👍

  • @riteshnayak5527
    @riteshnayak5527 3 ปีที่แล้ว +2

    নতুন গ্রাম না,যেন পুতুল গ্রাম ,💓💓💞👍

  • @dipauddy
    @dipauddy 3 ปีที่แล้ว +1

    Khub shundor laglo. Jantam e na eram akta jayga ache. Thanks for sharing

  • @NirveekSengupta
    @NirveekSengupta 3 ปีที่แล้ว +1

    আমি সম্প্রতি আপনার ভ্লগ দেখা শুরু করলাম। একদম আমার মনের মতন ন্যারেশান, পরিশীলিতভাবে ভাবে বলা সত্যিকারের কন্টেন্ট। আমি ফ্যান হয়ে গেছি, আগামী সব ভিডিও দেখবই।

  • @acsen3838
    @acsen3838 9 หลายเดือนก่อน

    দারুন পদক্ষেপ, ঘরোয়া শিল্পকে তুলে ধরার। নতুন গ্রাম দুরে নয়। কাঠের ওপর ফুটিয়ে তোলা নানান মুর্তি আকর্শনিয়। এই ভিডিও সবাই কে আগ্রহী করে তুলবে।
    শিবাজীকে অসংখ্য ধন্যবাদ ।

  • @manisankarchattopadhyay5045
    @manisankarchattopadhyay5045 3 ปีที่แล้ว +5

    বাংলার বিখ্যাত শিল্প কে ইউটিউবে ব্লগিং এর মাধ্যমে তুলে ধরার জন্য শিবাজী দা তোমাকে সাধুবাদ জানাই ! সত্যজিৎ রায় এরকম ছোট ছোট শিল্পকে গোটা পৃথিবীর সামনে তুলে ধরেছিলেন তাই তিনি ছিলেন সর্বকালের বিখ্যাত চিত্রপরিচালক 👍👍👍👍 এগিয়ে যাও শিবাজী দা আরো এগিয়ে যাও 👏👏👏

  • @anupdas743
    @anupdas743 3 ปีที่แล้ว +1

    আপনার চোখে নতুন ভাবে বাংলার সংস্কৃতি ঐতিহ্য কে দেখতে চাই। চালিয়ে যান। অনেক শুভেচ্ছা রইলো।💐💐

  • @-pt8gwAbhishekBej
    @-pt8gwAbhishekBej ปีที่แล้ว

    কাঠের পুতুলগুলি সত্যিই দারুণ। তাছাড়া শিল্পীরাও বশে দক্ষ। ওনাদের ব্যবহারও খুব ভালো। দারুণ ভিডিও। ধন্যবাদ 👌👍

  • @donabanerjee594
    @donabanerjee594 2 ปีที่แล้ว +1

    Dada, apnader channel aste aste Travel vlog channel theke Somajdorpon hoye uthche. Onek subhechha roilo. Amra chhoto boro mile soporibare dekhi. Onek subhechha roilo. Apnader Team dine dine aro somriddho hok ei shubhokamona roilo.

  • @ayandas7988
    @ayandas7988 ปีที่แล้ว

    আমার দেখা এটি হল বেস্ট ভ্লগ। খুব আবেগপ্রবণ হয়ে গেছিলাম ভিডিওটি দেখে।❤️❤️❤️❤️❤️

  • @pilloldas7214
    @pilloldas7214 3 ปีที่แล้ว +1

    খুব তাড়াতাড়ি যাব এই নতুন গ্রামে।🏵️🏵️🏵️

  • @abhishekghoshal6053
    @abhishekghoshal6053 3 ปีที่แล้ว

    Asadharon natun gramer ei darushilpo, durdanto kather pecha, Durga murti, krishno murti

  • @ShibabrataChakraborty
    @ShibabrataChakraborty ปีที่แล้ว

    নুতনগ্রাম এর শিল্প ও শিল্পী দের সকলের সামনে তুলে ধরার আপনার সুন্দর এই চেষ্টাকে সাধুবাদ জানাই।

  • @NivaBanerjee-lx7ix
    @NivaBanerjee-lx7ix 5 หลายเดือนก่อน

    দারুণ লাগলো এই শিল্প কে তুলে ধরার জন্য

  • @prasenjitdutta6343
    @prasenjitdutta6343 3 ปีที่แล้ว

    নতুন গ্রামের কাঠ শিল্প দারুন লাগলো।👍

  • @tuhinmukherjee9425
    @tuhinmukherjee9425 3 ปีที่แล้ว +4

    করোনা ও lockdown আমাদের এই গরীব শিল্পীদের অস্তিত্ব সংকটে ফেলে দিয়েছে।আপনাকে অনেক সাধুবাদ এই ভিডিও তৈরি করার জন্য।

  • @bananichakraborty5818
    @bananichakraborty5818 3 ปีที่แล้ว +1

    😍wao! Excellent 👌👌❤️❤️ khub sundor dekhlm ei putuler jonmosthan 👌👍💓🤗 khub khub valo laglo 👌👍thank u dada ei asadharon vlog dewar jonno 🙏👌💓💓

  • @Shree_nag
    @Shree_nag 3 ปีที่แล้ว

    Khub valo laglo ekta natun prachesta, ei vabe aro silpi der tule dharun sobar kache.

  • @pranabtravellers7270
    @pranabtravellers7270 3 ปีที่แล้ว +1

    অসাধারণ সুন্দর লাগলো ভিডিও টি দাদা 🙏🙏🙏
    ( Pranab traveller's )

  • @debadisaranchaudhury6471
    @debadisaranchaudhury6471 2 ปีที่แล้ว +2

    খুব ভাল লাগল,এই গ্রামের খবর আমরা অনেকেই জানতাম না,কল্কাতার এত কাছে এ নিয়ে আরো প্রচার দরকার ,যাতে এই শিল্পীরা ভালভাবে বাঁচেন ।

  • @shantanubhowmik2265
    @shantanubhowmik2265 3 ปีที่แล้ว

    প্রথমেই বলি অসংখ‍্য ধন‍্যবাদ। বাংলার এই শিল্পের কথা বিশেষ জানতাম না, বিভিন্ন মেলায় শুধু কিছু পুতুল দেখেছি। আপনার এই vdo মুগ্ধ হয়ে দেখলাম

  • @debankanm
    @debankanm 3 ปีที่แล้ว

    দুর্দান্ত লাগলো। অসংখ্য ধন্যবাদ এই শিল্প তুলে ধরার জন্যে।

  • @su67mit
    @su67mit 3 ปีที่แล้ว

    খুব খুব ভালো লাগলো...... সুধুমাত্র বেড়ানো নয় আপনি সামাজিক প্রেক্ষাপটে অন্যান্য দিকগুলো তুলে ধরেছেন.... কোনো কথা হবে না.... চালিয়ে যান শিবাজী ❤❤👍👍

  • @baskarm
    @baskarm 3 ปีที่แล้ว +4

    I am from New Jersey. I am going to kolkata on March 16. I am motivated and will definitely visit Notungram. Thanks

  • @kunalkumarghosh5823
    @kunalkumarghosh5823 3 ปีที่แล้ว +1

    খুব সুন্দর লাগলো ।যাব । ধন্যবাদ জানাই আপনাদেরকে ।

  • @debjaniray3953
    @debjaniray3953 3 ปีที่แล้ว +1

    khub bhalo laglo video ta, ato opurbo work of art dekhe mone bhore gelo, apni thiki bolechen ae shilper kodor amra kori na, ae shilpi k bachiye rakhar dayitto amaderi, nischoi jabo natun grame, thank u so much for upholding this wonderful work of art

  • @somnathghosal5310
    @somnathghosal5310 3 ปีที่แล้ว +1

    বেঁচে থাকুক আমাদের প্রাণের বাংলার এইরকম অনেক ছোট্ট ছোট্ট শিল্প গুলো. আহা অনবদ্য.
    Thanks দাদা 👌👌👌👌👌👌👌খুব উপভোগ্য একটা ভিডিও

  • @santanuchanda3829
    @santanuchanda3829 3 ปีที่แล้ว +18

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা,এই ধরণের হারিয়ে যেতে বসা শিল্পকে সকলের সামনে তুলে ধরার জন্য,, এগিয়ে যান আপনার পাশে আছি,,🙏🙏

  • @tapasisanyal3350
    @tapasisanyal3350 3 ปีที่แล้ว +1

    Khub valo udyog niyechen, apnader k anek anek dhonyobad.

  • @umaprasadchakraborty4628
    @umaprasadchakraborty4628 3 ปีที่แล้ว +1

    এমন একটা ভিডিও এবং তথ্য উপস্থাপন করলেন এককথায় অতুলনীয়।

  • @rajibmoitra2097
    @rajibmoitra2097 3 ปีที่แล้ว +7

    Thanks for showing the real picture of our rural WB. Everyone should come forward 🙏

  • @jdcolor9029
    @jdcolor9029 3 ปีที่แล้ว

    ভিডিও দেখে এখন নতুনগ্রামকে আরো জানতে ইচ্ছে করছে। ভাল লাগছে এমন পেঁচা আমার সংগ্রহে থাকায়

  • @bithiroy8921
    @bithiroy8921 3 ปีที่แล้ว +2

    বাঁকুড়ার বিকনা গ্রামেও ডোকরার কাজও এরকমই অপূর্ব। বাড়িতে বাড়িতে ডোকরার কাজ হয়। খুব ভালো লাগলো।

  • @WildIndiaTravels
    @WildIndiaTravels 3 ปีที่แล้ว +1

    অবহেলিত শিল্প ও শিল্পীদের তুলে ধরার এই প্রচেষ্টাকে কুর্নিশ জানাই 🙏

  • @swatibordoloi5647
    @swatibordoloi5647 3 ปีที่แล้ว +1

    Tomar poschim banglar rich historical , literary ebong art heritage , explore korar notun Mission ta bhalo lagche .

  • @prianxi
    @prianxi 3 ปีที่แล้ว +1

    এমন নিঃস্বার্থভাবে এই এই মানুষ গুলোর পাশে দাঁড়াতে খুব বড় মনের দরকার |
    আজকাল কতজন আর বিনাপয়সায় অন্যের ব্যবসা / শিল্পকে প্রমোট করে 😊
    এমনই থাকবেন 🙏🏻

  • @gsubrata09
    @gsubrata09 3 ปีที่แล้ว

    Darun lago notungram r opor video ta. Etai to asol explore. Erokom r o onek video dekhte pabo ai asha rakhlam.

  • @arabinda59
    @arabinda59 3 ปีที่แล้ว

    শিবাজী বাবু। আপনার উদ্দেশ্য প্রশংসনীয়। অনেক ধন্যবাদ আপনাকে।

  • @sudiptaadhikary2461
    @sudiptaadhikary2461 3 ปีที่แล้ว +1

    এই সরস্বতী পুজোর পরের দিন কালনা সরস্বতী ঠাকুর দেখতে যাচ্ছি। একবারে নতুনগ্রাম ও ঘুরে আসবো। আর বেশ কিছু ঘর সাজানোর কাঠের জিনিস ও নিয়ে আসবো। ধন্যবাদ দাদা এত সুন্দর একটা প্রচেষ্টার মাধ্যমে বাংলার জীবন জীবিকা কে আমাদের কাছে তুলে ধরার জন্য।❤️

  • @dgoswami7101
    @dgoswami7101 3 ปีที่แล้ว

    Darun darun. Ami notugram gachi.khubb sundor putul gulo.manush gulo khub bhalo ei gram er.

  • @sagarbanerjee528
    @sagarbanerjee528 2 ปีที่แล้ว

    Satti darun laglo Shivaji da ei shilpogulo procharer alote asha uchit

  • @indranibanerjee8948
    @indranibanerjee8948 3 ปีที่แล้ว

    Khub bhalo laglo eai shilpo apurbo shibajir chokh die dekhlam

  • @dipankarhalder1864
    @dipankarhalder1864 2 ปีที่แล้ว

    আনন্দদায়ক, একই সাথে তথ্যসমৃদ্ধ, অনেক ধন্যবাদ ৷

  • @SWAPANKUMARDUTTAKOLKATA
    @SWAPANKUMARDUTTAKOLKATA 2 ปีที่แล้ว

    অন্যরকম ভাবে গ্রামের ছবি দেখলাম অসাধারন

  • @bimansaha7005
    @bimansaha7005 3 ปีที่แล้ว

    সত্যি খুব ভালো লাগলো। এই পুতুল এত মেলায় দেখেছি কিন্তু উৎসোস্থল দেখে ভালো লাগছে। তোমার খোজটা দারুন দাদা।

  • @biswadipdutta7626
    @biswadipdutta7626 2 ปีที่แล้ว

    অসাধারন অসাধারন অসাধারন। । ।
    তোমাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই।
    এই ভাবেই বাংলার ঐতিহ্যকে সকলের সামনে তুলে ধরো।
    Explorer Shibaji শুধু একটা চ্যানেল নয়। এটা একটা নতুন পথের দিশা যা আমাদেরকে আমাদের শিকড়ের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে।

  • @sanjuktabagchi2404
    @sanjuktabagchi2404 3 ปีที่แล้ว +1

    এই শিল্প কে বাচানোর দায়িত্ব আমাদেরিই।
    খুব সুন্দর ভিডিও দাদা।

  • @ilaroy1170
    @ilaroy1170 3 ปีที่แล้ว

    Darun laglo apnar natungramer vedio dekhte

  • @rumadasgupta1194
    @rumadasgupta1194 2 ปีที่แล้ว

    বাহ্ খুব ভালো লাগলো নতুন গ্রামের অসাধারণ শিল্প কর্ম দেখে. আমরা এই জাতীয় কাঠের পুতুল বিশেষ করে প্যাচা প্রায় সবার বাড়িতেই দেখি কিন্তু কোথায় তৈরী হয় সে বিষয়ে কিছুই জানতাম না. খুব ভালো লাগলো এরকম একটা বিষয়ে আলোকপাত করার জন্য. Thank you Shibaji da.

  • @TheSwasupangourum
    @TheSwasupangourum 3 ปีที่แล้ว

    Amra nischoi jawar chesta korbo. Daroon laglo dekhe. Thank you so much for giving this information.

  • @rajukundu3331
    @rajukundu3331 3 ปีที่แล้ว

    নতুন প্রচেষ্টা ভালো লাগছে দেখতে👌👌👌

  • @jayasreedas952
    @jayasreedas952 3 ปีที่แล้ว

    নূতন গাম গামটি আমার অসাধারণ ভালো লেগেছে ‌।

  • @anjankumarmukherjee1416
    @anjankumarmukherjee1416 3 ปีที่แล้ว

    দারুণ দারুণ দারুণ! ভাল থাকবেন। আর এরকম আরও অনেক অনেক video চাই।

  • @amritakaurchilotre5508
    @amritakaurchilotre5508 3 ปีที่แล้ว +2

    Amazing wooden craft at Notungram.

  • @chandanmajumdar8935
    @chandanmajumdar8935 3 ปีที่แล้ว

    আপনার ভিডিও সবথেকে আকর্ষনীয় অংশ শেষ টুকু, আমার দারুণ লাগে। ভালো থাকবেন।

  • @Canadaibengalijibon
    @Canadaibengalijibon 3 ปีที่แล้ว +1

    Amon sundor video bananor jonno asonkho dhonnobad apnake.

  • @kanikamondal8560
    @kanikamondal8560 3 ปีที่แล้ว

    শিবাজী দাদা খুব ভালো লাগলো । ধন‍্যবাদ এই শিল্পটা দেখাবার জন‍্য ।।

  • @citizenkolkata6255
    @citizenkolkata6255 2 ปีที่แล้ว

    You are bringing the best of Bengal to the world.

  • @ranganlaha1441
    @ranganlaha1441 3 ปีที่แล้ว +1

    Apnar presentation Kabil-e Tarif👍

  • @mitradasguptadutta4384
    @mitradasguptadutta4384 2 ปีที่แล้ว

    খুব সুন্দর ভিডিও ও উদ্যোগ। অনেক শুভ কামনা।

  • @hrikmondal5803
    @hrikmondal5803 3 ปีที่แล้ว +1

    অবশ্যই যাওয়ার ইচ্ছা রইলো

  • @abdulalim156
    @abdulalim156 3 ปีที่แล้ว

    অতি সাধারনের জন্য এ এক বিশাল প্রমোশনাল ব্লগ আর তাই আপনি আমাদের কাছে আরো বেশী অসাধারণ হয়ে উঠছেন!!
    এগিয়ে চলুন, বাংলা আছে আপনার সাথে।

  • @dipanyita3889
    @dipanyita3889 3 ปีที่แล้ว

    অসাধারণ শিল্প কর্ম দেখালেন ।

  • @rjksatyajit5570
    @rjksatyajit5570 3 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগলো দাদা।তোমার সাথে এই গ্রামে গিয়ে দেখা হয়েছিলো সেদিন

  • @shyamalendumajumdar9040
    @shyamalendumajumdar9040 3 ปีที่แล้ว +1

    শিবাজী আপনি খুব ভালো কাজ করছেন।‌ আমি অভিভূত হয়ে যাচ্ছি। আপনার ভালো হোক।

  • @anirbanchakraborty1664
    @anirbanchakraborty1664 3 ปีที่แล้ว

    Sotti amader sobar eder pase thaka uchit... Dekhe khub valo laglo.

  • @somaandsubratalifestyle
    @somaandsubratalifestyle 3 ปีที่แล้ว +1

    গ্রামের চালচিত্র খুব সুন্দর লাগল। যাবার ইচ্ছে রইল।

  • @pinkiupadhyay3767
    @pinkiupadhyay3767 3 ปีที่แล้ว +1

    Khub sundor laglo Dada..oi ek gheye travel blog theke ei ta amar khub bhalo laglo 👌👌👌👌

  • @learntutorialtravellingand5510
    @learntutorialtravellingand5510 ปีที่แล้ว

    Darun video eta dekhlam,eirom aro dkhte chai,asadhron

  • @explorersanjoy5020
    @explorersanjoy5020 3 ปีที่แล้ว

    অসাধারণ সুন্দর একটি জায়গা দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ওখানে যাবার চেষ্টা করবো।।। 👌👌👌👌❤❤❤❤❤❤

  • @nilaykumarbhattacharya4593
    @nilaykumarbhattacharya4593 3 ปีที่แล้ว

    শিবাজী বাবু খুব ভাল লাগল এইভাবে নুতন নুতন জায়গায় গিয়ে গরীব পরিবারের দারুণ কাজ গুলিকে প্রমোট করা।

  • @parthasarathisarkar6618
    @parthasarathisarkar6618 3 ปีที่แล้ว

    খুব ভালো উদ্যোগ, বাংলার শিল্প কে এই ভাবে প্রচারে আনার জন্য।

  • @abarkhabo1435
    @abarkhabo1435 3 ปีที่แล้ว

    আপনার ভিডিও দেখার পরে আমার মন ভরে যায়। বাচ্চাদের নিয়ে আপনি যে ছোট বেলায় ফিরে যান অসাধারন সবকিছু অসাধারন A great Explore by A Great Shivaji ❤️❤️❤️ Love you sir ❤️❤️❤️ carryon ❤️i sapport you all time ❤️

  • @stepstojoy
    @stepstojoy 3 ปีที่แล้ว

    অনবদ্য কাজ। এইরকম ভিডিও আরও দেবেন। খুব ভালো লাগলো এই শিল্পীদের কথা জানতে পেরে। ভালো থাকবেন।

  • @amitsen8320
    @amitsen8320 3 ปีที่แล้ว

    দারুণ লাগল শিবাজীবাবু। এমন ভিডিও আরও চাই।

  • @sudipta556
    @sudipta556 3 ปีที่แล้ว

    নতুনগ্রামের নতুনত্বে মুগ্ধ হলাম! বনকাপাশির শোলা শিল্পগ্রাম দেখার আশা রাখলাম।

  • @avishekdey83
    @avishekdey83 3 ปีที่แล้ว

    Oh ki oshadharon. Ar ekta notun jaigar sondhan pawa gelo. taratari jete hobe.

  • @anupamabhattacharjee4728
    @anupamabhattacharjee4728 2 ปีที่แล้ว +1

    Asadharon laglo dada ami daily apner vedio dekhi

  • @asishchakraborty2155
    @asishchakraborty2155 2 ปีที่แล้ว

    সত্যিই শিবাজীবাবু, আপনি অসাধারণ। আপনার ব্লগ ও অসাধারণ। অসাধারণ আপনার বাচনভঙ্গি। আপনার এই যে খোঁজ অত্যন্ত ধন্যবাদ যোগ্য। ভবিষ্যতে গ্রাম বাংলার এই ধরনের আরো অন্যান্য খোঁজ পেলে ভিডিও অবশ্যই করবেন খুব ভালো লাগবে।

  • @sanjuktasen9189
    @sanjuktasen9189 3 ปีที่แล้ว

    অসাধারণ লাগলো। অনেক অনেক ধন্যবাদ এরকম একটা জায়গা এবং শিল্পকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ।

  • @soumenbanerjee4460
    @soumenbanerjee4460 3 ปีที่แล้ว +1

    অসাধারণ

  • @shouvikdas8880
    @shouvikdas8880 3 ปีที่แล้ว

    দারুন উদ্যোগ! কতকিছু অজানা তথ্য জানলাম! আপনাদের চ্যানেলের প্রতি আমার ভালোবাসা রইলো! আরো নতুন অজানা তথ্য জানার আশায় থাকলাম!

  • @prithishmallick4667
    @prithishmallick4667 3 ปีที่แล้ว +7

    Really feels good to see the Agradwip station. There is a history behind how this station came up with the help of my ancestors during the British rule.

  • @udayansarkar7315
    @udayansarkar7315 3 ปีที่แล้ว

    Darun laglo dada,ei rokom ekta silpoke tule dhorar jonno 🙏🙏🙏darun darun.....dhonnobad dada....

  • @somenathroy2014
    @somenathroy2014 3 ปีที่แล้ว +1

    Shivaji da osadharon. Ei bhabe gota bangla ta ke explore korte thakun.

  • @amitabhmahapatra4214
    @amitabhmahapatra4214 3 ปีที่แล้ว +1

    দারুন ।এইভাবে বাংলার শিল্পকে তুলে ধরার জন্যে। একদিন পোড়ামাটির গ্রাম পাঁচমুড়া চলুন। ভালো লাগবে

  • @sarmisthadattapoddar1458
    @sarmisthadattapoddar1458 3 ปีที่แล้ว

    Asadharon laglo......asankho dhonnobad ai shilpo k sabar samne anar jnya......sotti eder khub koster jeebon.....

  • @subratadeb4494
    @subratadeb4494 2 ปีที่แล้ว

    অসাধারণ দাদা তোমার জবাব নেই।এই সব শিল্পের কাজ সম্পর্কে আমরা সত্যি কত কম জানি।তুমি যে কাজ টা করছো সেটা শুধু কাজ নয় আমাদের সকলের চোখ খুলে দিচ্ছ।এই পুতুল গুলো আমরা সব মেলাতেই দেখি,কিন্তু এর উৎপত্তি যে নতুন গ্রাম সেটা কেউ জানে না,কি সুন্দর সব কাজ।নিশ্চই যাবো।তোমার চ্যানেল এর শ্রীবৃদ্ধি হোক।অনেক অভিনন্দন দাদা।😊😊

  • @ankushmondal4200
    @ankushmondal4200 3 ปีที่แล้ว

    দারুন দাদা ।খুব ভালো লাগলো।
    এক দম নতুন জায়গা ও নতুন জিনিস দেখলাম।
    ধন‍্যবাদ আপনাকে দাদা এত সুনদর ভিডিও দেওয়ার জন‍্য।

  • @jyotirindramukherji1462
    @jyotirindramukherji1462 2 ปีที่แล้ว

    ভাল লাগল আপনার ভিডিও keep it up