আমাদের দেশের ডাক্তার বিদেশী লেন্স লাগাতে বলেন কিন্ত যোগবানি/নেপাল এ যেখানে তিন/চার বছর আগে শুধুই বিদেশী লেন্স লাগানো হতো কিন্ত গত January/2024 মাসে আমরা দুই জনই চোখের ছানি অপারেশন করিয়ে আসলাম যেখানে Indian lense লাগানো হয়েছে আর operation charge with lense মাত্র 3000/-টাকা। অথচ আমাদের বাংলায় তার খরচ 20হাজার টাকারও বেশী। অর্থাৎ ডাক্তার বাবু খুব ভাল বলছেন আর আমরাও এখন ভাল আছি।
@user-ru8oy1ig2h আমি বাংলাদেশে থাকি না। কলকাতাতেও থাকি না। অনেক দূরে থাকি। আমার চেম্বারের ঠিকানা বা আমার ফোন নম্বর নিয়ে লাভ নেই। আপনি আমাকে mail করতে পারেন। Mail address: bdey1138@gmail.com
Dr Bhaskar Dey, your videos are quite informative, Thank you. Firstly, you don't need to use "SADHU BHASA" in your video. Normal bengali language in running style is good enough for us to understand. Secondly, if you are a practicing doctor and doing cataract operation regularly, then you can share your chamber / clinic details, your contact phone numbers etc. In that case, we can contact you directly and get the necessary advice. Thanks.
Thank you so much for your nice comment. I don't know, but sometimes I feel that some people may feel bad if I use CHALTI BHASHA in my video. That's why I sometimes use SADHU BHASHA in my videos. However, I'll try to remember your suggestion and do accordingly in future.
Ideally lenses in both eyes should be similar. There is technically no problem in fixing multifocal lens in one eye. But personally I do not recommend it. I recommend similar lenses in both eyes.
অনেক কারণে লেন্সের দাম বলা হয় না। তার মধ্যে একটি হচ্ছে ইউটিউব দর্শক দের মানসিকতা। আপনি হয়ত ভাল মনে জিজ্ঞেস করেছেন। কিন্তু এমন সব দর্শক আছে তারা ভাববে যে আমি হয়ত কোনোও বিশেষ কোম্পানির থেকে কমিশন নিই বা তার থেকেও বেশি। বিভিন্ন ধরনের কমেন্ট থেকে এইগুলি বোঝা যায়। এ ছাড়াও আরও কারণ আছে। তাই দাম বলা হয় নি ।
There must be. But I haven't tried to search, because I personally have operated many patients with Indian lenses more than 15 years ago. They are doing fine. Many of them have died. I personally think that Indian lenses are as good as imported lenses.
আমার চোখের অবস্থা ছোট থেকেই খারাপ, high minus power. এখন বয়স 50+ হওয়ার কারণে কাছের দৃষ্টিও দুর্বল। Lasic operation এর advice আছে গত বছর May থেকে। কিন্তু সঠিক অপারেশনের অভাবে পুরোপুরি অন্ধত্বের কবলে পরার ভয়ে অপারেশন করাতে পারছি না। বেশী খরচ সাপেক্ষ অপারেশনের সামর্থ্য নেই। কিভাবে, কোথায় গেলে আমি সঠিক দিশা পাবো?
এই চ্যানেলে তিনটে ভাল ভিডিও আছে: 1. পশ্চিমবঙ্গের 10 টি শীর্ষ স্থানীয় চোখের হাসপাতাল। 2. ভারতের 10 টি শীর্ষ স্থানীয় চোখের হাসপাতাল। 3. মায়োপিয়া র জন্যে বিভিন্ন অপারেশন। ওই ভিডিও তিনটি মন দিয়ে দেখে নিন। আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
Yes, it's quite possible. Before operation, a test called Biometry is performed. By the test the Surgeon comes to know which powered lOL is to be placed inside the eye. So you need not worry about the spectacle power before operation.
ডাক্তারবাবু বছর খানিক আগে আমি বাম চোখে লেন্স লাগিয়েছি।মোটামুটি ভালো আছি। ডান চোখে লেন্স লাগানোর জন্য বলছে। কিন্তু আমার চোখের আর একটা অসুভিদা হল, আমা দু চোখ দিয়ে মাঝে মাঝে জল পরে , অনেকবার ডাক্তার দেখিয়েছি, কিছুদিন ভালো থাকার আবার ও দুচোখ আবার জল আসে। এ বিষয়ে আপনার সুচিন্তিত মতামত কামনা করছি।
চোখের জল পড়ার বিষয়ে একটা আলাদা ভিডিও এই চ্যানেলে আছে। আপনি ওইটা দেখে নিতে পারেন। আমি আপনার চোখ পরীক্ষা করি নি। তাই definite করে বলা যাবে না। এটুকু বলতে পারি যে চোখের জল পড়ার অনেক কারণ আছে। একটা বিশেষ কারণ হল ঠিকমত চশমা না পড়া। অনেকের অপারেশনের পর কিছু দূরের পাওয়ার হয়। কিন্তু লোকে শুধু কাছের দেখার সময় চশমা পরে। অন্য সময় চশমা পরে না। এর জন্যেও চোখ থেকে জল পড়ে। এই জল পড়া কিন্তু কোনোও ড্রপ লাগলেও কমবে না। চশমা ঠিক মত ব্যবহার করতে হবে।
স্যার আমি দুবছর আগে Supraphob Lens লাগিয়ে ছিলাম, এখন কি Acryfold Lens(মনোফোকাল) লাগানো যাবে ? এটা লাগালে ভবিষ্যতে কোনো অসুবিধা হবে না তো? ২/৪দিনের মধ্যেই করাবো।
আমার মতে দুই চোখে একই লেন্স লাগান সবথেকে ভাল। কিন্তু যে ডাক্তারবাবু আপনার অন্য চোখ অপারেশন করবেন, উনি নিজে যদি অন্য লেন্স লাগাতে বলেন, তাহলে আপনি লাগাতে পারেন।
আপনার কমেন্টের জন্যে আপনাকে ধন্যবাদ। আপনি কোন লেন্স লাগাবেন, সেই বিষয়ে যে সার্জন আপনার অপারেশন করবেন ওনার সাথে কথা বলুন। আমার রেকমেন্ডেশন ওনার পছন্দ নাও হতে পারে। আর টা ছাড়া সব লেন্স সব হাসপাতালে থাকে না।
আমি বাংলাদেশে থাকি না। কলকাতাতেও থাকি না। অনেক দূরে থাকি। আমার চেম্বারের ঠিকানা নিয়ে লাভ নেই। আপনি আমাকে mail করতে পারেন। Mail address: bdey1138@gmail.com
Dada, I am from Bangladesh. My age is 75 years tunong. Please give me your adress for further further information about operation by you. With many thanks. Bhuiya
Sir eii lens ta monofocal ar মধ্যে পরছেতো আর আমার মায়ের চোখের পর্দায় হালকা সমস্যা আছে বলছে তাই বলছি ওই Alcon/ Hoya asp.pre/ senser Ar40E multipice lens লাগালে ভালো দেখতে পারবেতো আর এটি monofocal lens ar moddhe porcheto please bolun sir
এই সব প্রশ্ন আমাকে না জিজ্ঞেস করে আপনার উচিৎ যে সার্জন অপারেশন করবেন, ওনাকে জিজ্ঞেস করা। আমি তো ভিডিওতে বলেছি যে ভাল দেখতে পাবেন কি না টা শুধু লেন্সের উপর নির্ভর করে না।
It's difficult to know. You have to enquire to find out. By the way, D O is not a degree. It's a Diploma. Any medical qualification staring with D, such as DGO, DLO, DPH, etc are all diplomas. Not degrees. Degrees are MD, MS, MCh etc. Diploma is a short time course to get a qualification.
@@Dr.BhaskarDey Thanks a lot .But D N B possibly degree. Sir, কৃতজ্ঞ, ,reply দিয়েছেন। দয়া করে বলবেন আমি গ্লুকোমা patient cataract হচ্ছে আমার ছানি কি গ্লুকোমা specialist plus cataract surgery ও করেন তার কাছে অপারেশন করা better না রে কোন cataract surgeon কাছে করলে অসুবিধা নেই। Please জানবেন আপনার সময় মতো।
Correct উচ্চারণ গ্লকো মা। অনেকেই গ্লুকোমা বলেন। এটা ভুল। যাই হোক, যায় চোখে Glaucoma আছে তাহার Glaucoma specialist ও cataract surgeon এর কাছে অপারেশন করানোই ভাল। এই চ্যানেলে Glaucoma র বিষয়ে একটা আলাদা ভিডিও আছে। আপনি ওইটা দেখে নিতে পারেন।
দাদা নমস্কার. আমি বাংলাদেশ থেকে আপনার সব ভিডিও দেখি ভালো লাগে আপনার Honest rivew দেখে। দাদা আমার চোখে প্রেসার আছে এভারেজ ২২ থাকে চোখে ড্রপ দেওয়ার পরেও আমাদের ডাক্তার বাবু এখন বলছে আপনার চোখে ছানি আছে আপনাকে সার্জারী করাতে হবে। দাদা সার্জারী করলে কি চোখের প্রেসার কমে যাবে। আমি চাইছি যদি সার্জারী করতে হয়ে আমি কলকাতায়ে গিয়ে করাবো আপনি দাদা দোয়া করে কি আমাকে বলতে পারবেন কোথায়ে ভালো চোখের চিকিৎসা হয়ে,shanker naralaya, disha eye,or natraylam
আপনার কমেন্ট পড়ে ভাল লাগল। আপনাকে ধন্যবাদ। অনেক সময় ছানির অপারেশনের পর চোখের প্রেসারও কমে যায়। কিন্তু সেটা সব সময় নাও হতে পারে। আর এক ধরনের অপারেশন হয় যেটাকে বলা হয় comboned surgery ওইটা করলে চোখের ছানি চলে যাবে এবং তার সাথে চোখের প্রেসার ও কম থাকবে। কিন্তু ওই অপারেশন সব জায়গায় ভাল করতে পারে না। আমার মনে হয় যে আপনি skankar nethralaya try করতে পারেন। আপনার চোখ যাতে ভাল হয়ে যায় এটাই কামনা করি।
Dada oshadharon kotha bolecho🙏 akta kothai bolbo dada kal amar babar chokher operation, ora package sunieche indian lense a 13500 theke 16500. R foreign lense a 23500-120000/-. R akta kotha dada amar baba sobsomoy aguner pase thake tar jonno on lense ta valo hobe aktu bolbe pls🙏
আমি বললেই আপনার বাবার Surgeon সেই লেন্স নাও দিতে পারে। সব Surgeon এর পার্সোনাল favourite কয়েকটি লেন্স আছে। ওনারা ওই গুলিই লাগান। সুতরাং আপনাকে ওনার উপরেই depend korte hobe।
ডাক্তার বাবু/ ছানি আছে।উন্নতমানের ম্যাগনিফাইং গ্লাস দিয়ে বই পড়ি।এটা কতটুক ক্ষতিকর? আবার একরকমের চশমা বাজারে পাওয়া যায়, অটো এডজাস্টেবল্। যে কোনো পাওয়ার এডজাস্ট করতে পারে।লেন্স না লাগিয়ে এটা ব্যবহার করা যায়? লেন্স লাগাইনি আজও।লেন্স লাগানো ছাড়া বিকপ আছে কোনো?
কে ভাল ডাক্তার বা কে খারাপ ডাক্তার এটা পেশেন্ট judge করবে। আমি নিজে একজন চক্ষু রোগ বিশেষজ্ঞ। অন্য চক্ষু বিশেষজ্ঞ রা সব আমার college. তাই আমার কাছে সব eye specialist ra সমান।
দামের কথা বলা যাবে না। তার কারণ এক একটা হসপিটাল এ এক এক রকম দাম। আমি যে লেন্সের দামের কথা বলব, সেই লেন্স হয়ত সব সার্জন ব্যবহার করেন না। সুতরাং দাম আপনি যেই হাসপাতালে অপারেশন করাবেন। ওখানেই দাম জিজ্ঞেস করবেন।
যদি কেউ এক চোখের ছানি অপারেশন করে বিদেশি লেন্স লাগিয়ে থাকে তাহলে কি অন্য চোখের অপারেশন হলে সেই একই বিদেশি লেন্স লাগাতে হবে, না কি ইন্ডিয়ান বা বাংলাদেশী লেন্স লাগাতে পারবে?এই প্রশ্নটার উত্তর পেলে উপকৃত হবো। ধন্যবাদ।
আমি এক বছর আগে cataract surgery জন্য Lucia German lence ব্যবহার করি। কিন্তু ৬/৮ মাস পর থেকে দুটো চোখই ফুলে উঠছে, ব্যথা অনুভূত হচ্ছে চেক আপে বারবার গিয়েও কোন সুরাহা হয়নি।এখন কি করনীয় স্যার?
আমি বাংলাদেশে থাকি না। কলকাতাতেও থাকি না। অনেক দূরে থাকি। আমার চেম্বারের ঠিকানা নিয়ে লাভ নেই। আপনি আমাকে mail করতে পারেন। Mail address: bdey1138@gmail.com
আমি বাংলাদেশে থাকি না। কলকাতাতেও থাকি না। অনেক দূরে থাকি। আমার চেম্বারের ঠিকানা নিয়ে লাভ নেই। আপনি আমাকে mail করতে পারেন। Mail address: bdey1138@gmail.com
চোখ পরীক্ষা না করে সঠিক বলা যাবে না যে কি কারণে এই রকম হচ্ছে। তবে এই বয়সে চোখে ছানি থাকতেই পারে। আপনি একজন চক্ষু বিশেষজ্ঞ কে দিয়ে আপনার চোখ পরীক্ষা করিয়ে নিন। ওটাই সব থেকে ভাল হবে।
After cataract operation, use a lens as said by the surgeon. After setting a lens in the eyeball , go to a spectacles shop and get your eyes tested and buy a new pair of spectacles. Khel khataam .
Follow the advice of your Surgeon. In our case, khel is no yet khatam. We do not advice our patients to go to a spectacle shop. Because we know that spectacle shop salesman is not qualified to check eyes. We do check our patients for post operative complication if any. Immediate or delayed. Even then khel is not khatam. We advice our patients to go to an optometrist instead of going to
Dr.babu Amr 2 ta Eyes e cataract ase, Amr computer e kaj korte hoy abr motor bike drive o korte hoy.. tahole amr Jonno kon lens ta valo hobe.. please. Janaben...??
এক দুশ্চিন্তা থেকে মুক্ত করলেন। শুধু ধন্যবাদ জানালে অন্তরের ভাব প্রকাশ হয়না। আপনার কাছে operation করতে চাই এবং শীঘ্র, হাসপাতাল তাই বলেছে। আপনি রাজী হলে details শীঘ্র পাঠাবেন, আশা করতে পারি ?। নমস্কার।
নমস্কার। প্রথমে আপনার এই কমেন্টের জন্যে আপনাকে ধন্যবাদ। আমি বাংলাদেশে থাকি না। কলকাতাতেও থাকি না। অনেক দূরে থাকি। সুতরাং আমার কাছে অপারেশন করা ঠিক কাজ হবে না। শুধু অপারেশন করলেই হবে না। অপারেশনের পর কোনোও সমস্যা হতে পারে। সব সময় কাছাকাছি কোনোও জায়গায় অপারেশন করবেন। সেটাই সব থেকে ভাল হবে। আপনার অপারেশন যাতে ভাল হয়, তার জন্যে শুভেচ্ছা জানাই
আপনার বোঝাবার পদ্ধতি খুব সুন্দর। আমি লেন্স নিয়ে দোটানায় পড়ে ছিলাম। দামের তফাত ওটাই ইম্পোর্ট। ধন্যবাদ ডাক্তারবাবু।
আপনার এই সুন্দর কমেন্টের জন্যে আপনাকে ধন্যবাদ জানাই। ভাল থাকবেন।
Anek dhanyabad Dr apnar VDO dekhe sob priskar holo ai niye anek katha sunechi.valo thakun sustha thakun
আপনার এই সুন্দর কমেন্টের জন্যে আপনাকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
এত সুন্দর ভাবে বলেছেন শুনে খুব ভালো লাগলো এবং অনেক কিছুই জানতে পারলাম। ধন্যবাদ যাচ্ছে বাবু।
আপনার এই সুন্দর কমেন্টের জন্যে আপনাকে ও ধন্যবাদ জানাই।
খুব ভালো জানলাম। আমার cataract অপারেশন করার আগেই জেনে খুশি হলাম।❤
আপনার এই সুন্দর কমেন্টের জন্যে আপনাকে ধন্যবাদ জানাই।
@@Dr.BhaskarDey ইন্ডিয়ান multifocal লেন্স কি আপনি recommend করবেন ।please জানাবেন কি?।economical অবস্থা আমার ভালো নয়
@mathsteacheriit
আপনার বই পড়া বা অন্য জিনিস কাছে দেখার requirement কি রকম, এটার উপর নির্ভর করছে। Best হবে যে আপনি আপনার Surgeon এর সাথে আলোচনা করুন।
ভিডিওটা আমার খুব ভাল লেগেছে।
আপনার এই সুন্দর কমেন্টের জন্যে আপনাকে ধন্যবাদ জানাই।
ডাক্তার বাবু খুব সুন্দর লাগলো আপনার কথা গুলো।
আপনার এই সুন্দর কমেন্টের জন্যে আপনাকে অনেক ধন্যবাদ।
ডাক্তারবাবু অসাধারণ বিশ্লেষণ আপনি করেছেন। আপনাকে আন্তরিক ধন্যবাদ এই ধরনের সচেতনতামূলক ভিডিও করার জন্য।
আপনার এই সুন্দর কমেন্টের জন্যে আপনাকে ও ধন্যবাদ। ভাল থাকবেন।
Onek kichu janlam thanks
আপনার কমেন্ট এর জন্যে ধন্যবাদ।
অনেক, অনেক ধন্যবাদ ড: দে। অনেক কিছুই জানতে পেরে আনন্দিত হ'লাম। ভালো থাকবেন।
আপনার এই সুন্দর কমেন্টের জন্যে আপনাকে ও ধন্যবাদ। ভাল থাকবেন।
Dr.Thank you so much.for your Valuable Information..GOD bless you.
Thank you so much for your nice comment
অনেক ব্ধন্যবাদ , ডাক্তার বাবু, এটা আমি আগে অন্যত্র শুনেছিলাম, এখন অবার শুনলাম 🙏
আপনার এই সুন্দর কমেন্টের জন্যে আপনাকে ধন্যবাদ জানাই।
নমস্কার ডাক্তার বাবু। একটা সঠিক কথা জানা গেল। বেশি মুনাফার জন্য অনেক ডাক্তার বাবুরা বিদেশি লেন্স লাগানোর পরামর্শ দেন। ধন্যবাদ।
আপনার কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ।
Dr Dada Aponar kotha suna anak bhalo laglo.Amaro eye opration korbo India lens dea .
Nishchoi koraben. Dekhben khub valo operation hobe. Valo drishti aasbe. Best wishes janai.
আমাদের দেশের ডাক্তার বিদেশী লেন্স লাগাতে বলেন কিন্ত যোগবানি/নেপাল এ যেখানে তিন/চার বছর আগে শুধুই বিদেশী লেন্স লাগানো হতো কিন্ত গত January/2024 মাসে আমরা দুই জনই চোখের ছানি অপারেশন করিয়ে আসলাম যেখানে Indian lense লাগানো হয়েছে আর operation charge with lense মাত্র 3000/-টাকা। অথচ আমাদের বাংলায় তার খরচ 20হাজার টাকারও বেশী। অর্থাৎ ডাক্তার বাবু খুব ভাল বলছেন আর আমরাও এখন ভাল আছি।
আপনার কমেন্ট পড়ে খুব ভাল লাগল।
আপনাকে ধন্যবাদ জানাই। আপনারা ভাল থাকবেন।
আপনার কমেন্ট পড়ে খুব ভাল লাগল। ভাল থাকবেন।
লেন্স লাগানো পর কত দিন থাকতে হবে? আমি বাংলাদেশ থেকে বলছি । আমি যদি আপনার দ্বারা লেন্স লাগিয়ে নেই তবে পুনাঙ্গ ঠিকানা জানালে কৃতার্থ হবো। নমস্কার।
@user-ru8oy1ig2h
আমি বাংলাদেশে থাকি না। কলকাতাতেও থাকি না। অনেক দূরে থাকি। আমার চেম্বারের ঠিকানা বা আমার ফোন নম্বর নিয়ে লাভ নেই। আপনি আমাকে mail করতে পারেন।
Mail address:
bdey1138@gmail.com
@@rasikprasad kothay doctor dekhaisen dada r kon doctor akhtu bolben plz
অনেক ধন্যবাদ ডাক্তার বাবু আপনাকে
আপনার এই সুন্দর কমেন্টের জন্যে আপনাকে ও অনেক ধন্যবাদ।
It is very important tips sir,koto manush je ai prolem a bhugche, Apnar ai advise proytiti manusher upokar holo,Thank you sir
Thank you so much for your nice comment,
আপনার পরামর্শ ও আলোচনা খুব ভাল লাগল ধন্যবাদ ডাক্তার বাবু।
আপনার এই সুন্দর কমেন্টের জন্যে আপনাকে ও ধন্যবাদ জানাই।
Very good explanation , Thank you Dr , God bless, every thing is clear to me , and all viewers too,
@devkantasingha2910 thank you so much for your nice comment
ডাঃ বাবু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ
আপনার এই সুন্দর কমেন্টের জন্যে আপনাকে ও ধন্যবাদ।
@@Dr.BhaskarDey নমস্কার বাবু
@nazamuddin9122 নমস্কার
Very nice
Thank you for your nice comment
Thanks for very good explanation.
You are most welcome
Thanks for the message. Iam 78 yrs old and like to be operated for cataract .
Most welcome. My all good wishes for your eye operation. Wish you a speedy recovery.
Thanku Sir valo laglo
Thank you so much for your nice comment
কথাগুলো খুবেই ভালো লাগলো!
আপনার এই সুন্দর কমেন্টের জন্যে আপনাকে ধন্যবাদ জানাই।
Ninee advice given in details thanks
So nice of you. Welcome.
Thanks for your valuable advice.
You are most welcome
My pleasure
Dr Bhaskar Dey, your videos are quite informative, Thank you. Firstly, you don't need to use "SADHU BHASA" in your video. Normal bengali language in running style is good enough for us to understand. Secondly, if you are a practicing doctor and doing cataract operation regularly, then you can share your chamber / clinic details, your contact phone numbers etc. In that case, we can contact you directly and get the necessary advice. Thanks.
Thank you so much for your nice comment.
I don't know, but sometimes I feel that some people may feel bad if I use CHALTI BHASHA in my video. That's why I sometimes use SADHU BHASHA in my videos. However, I'll try to remember your suggestion and do accordingly in future.
Thank you
Khub valo
You are most welcome
Verry good vedio ❤
Thank you so much for your comment
You are great sir
Thank you so much for your nice comment.
🎉 ধন্যবাদ স্যার, খুব সুন্দর বলেছেন, অনেক উপকৃত হলাম।
আপনার এই সুন্দর কমেন্টের জন্যে আপনাকে ও ধন্যবাদ জানাই।
খুব ভালো লাগলো
ধন্যবাদ। এই চ্যানেলে র অন্য ভিডিও গুলিও দেখবেন। ভাল লাগবে।
ভাল থাকবেন।
Thank you dr.
You are most welcome
Thank you Dr.
Thank you for your comment
Can a different variety say multi -focal lens be fixed in the second eye after mono-focal lens fix in first?
Ideally lenses in both eyes should be similar. There is technically no problem in fixing multifocal lens in one eye. But personally I do not recommend it. I recommend similar lenses in both eyes.
Can two varieties ( superior grade ) 10:18 lenses be fixed after several years gap ?
I recommend lenses in both eyes should be similar.
Thanks a lot for your valuable advice 👍
Thank you for your comment
দেশী ভালো কোম্পানি র ট্রাই ফোকাল/মাল্টি ফোকাল lens এর বর্তমানে দামের একটা ধারণা দিলে ভালো হয়।
অনেক কারণে লেন্সের দাম বলা হয় না। তার মধ্যে একটি হচ্ছে ইউটিউব দর্শক দের মানসিকতা। আপনি হয়ত ভাল মনে জিজ্ঞেস করেছেন। কিন্তু এমন সব দর্শক আছে তারা ভাববে যে আমি হয়ত কোনোও বিশেষ কোম্পানির থেকে কমিশন নিই বা তার থেকেও বেশি। বিভিন্ন ধরনের কমেন্ট থেকে এইগুলি বোঝা যায়।
এ ছাড়াও আরও কারণ আছে। তাই দাম বলা হয় নি ।
ধন্যবাদ।
Welcome
Thankyousir
Most welcome
Any data for the reliability between two types of lenses (Indian vs Imported)! Say a span of 10 years.
There must be. But I haven't tried to search, because I personally have operated many patients with Indian lenses more than 15 years ago. They are doing fine. Many of them have died.
I personally think that Indian lenses are as good as imported lenses.
Thank you so much Dr. Much appreciated 🙏
@debasissengupta2428 welcome
ধন্যবাদ
Welcome
Good
Thank you.
Dada akta lance laganor por ki oita abar nosto ba ghola howwar somvabona thake, r jodi nosto hoi tahole valo howwar ki opai ase pls.
এই চ্যানেলে একটা ভিডিও আছে যেটার নাম চোখে ছানির বিষয়ে আপনাদের প্রশ্ন এবং আমার উত্তর। ওই ভিডিওতে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
নমস্কার ডা: বাবু।আমার ছানি অপারেমন করার দেড় মাস পর হঠাৎ চোখের সামনে মশার মত সব সময ভেসে বেড়াচ্ছে।
নমস্কার।
এই চ্যানেলে একটা ভিডিও আছে যেটার নাম Floaters of eyes.
ওই ভিডিও টা মন দিয়ে পুরোটা দেখুন। তাহলেই বুঝতে পারবেন।
Sir galaxy fold superphob u s a lens kamon hobe
Valo hobe
আমার চোখের অবস্থা ছোট থেকেই খারাপ, high minus power. এখন বয়স 50+ হওয়ার কারণে কাছের দৃষ্টিও দুর্বল। Lasic operation এর advice আছে গত বছর May থেকে। কিন্তু সঠিক অপারেশনের অভাবে পুরোপুরি অন্ধত্বের কবলে পরার ভয়ে অপারেশন করাতে পারছি না। বেশী খরচ সাপেক্ষ অপারেশনের সামর্থ্য নেই। কিভাবে, কোথায় গেলে আমি সঠিক দিশা পাবো?
এই চ্যানেলে তিনটে ভাল ভিডিও আছে:
1. পশ্চিমবঙ্গের 10 টি শীর্ষ স্থানীয় চোখের হাসপাতাল।
2. ভারতের 10 টি শীর্ষ স্থানীয় চোখের হাসপাতাল।
3. মায়োপিয়া র জন্যে বিভিন্ন অপারেশন।
ওই ভিডিও তিনটি মন দিয়ে দেখে নিন। আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
পৃথিবীর শ্রেষ্ঠ লেন্স হলো Alcon, Ziess. এগুলো soft এবং eye friendly. দাম বেশী কিন্তু কাজ করে ভাল। বাংলাদেশে এগুলোই মার্কেট লিডার।
আপনার ধারণা জানা গেল।
Sir in the case of very complicated power in the eyes,is it possible to do successful operation of Cataract?
Yes, it's quite possible. Before operation, a test called Biometry is performed. By the test the Surgeon comes to know which powered lOL is to be placed inside the eye.
So you need not worry about the spectacle power before operation.
ডাক্তারবাবু বছর খানিক আগে আমি বাম চোখে লেন্স লাগিয়েছি।মোটামুটি ভালো আছি। ডান চোখে লেন্স লাগানোর জন্য বলছে। কিন্তু আমার চোখের আর একটা অসুভিদা হল, আমা দু চোখ দিয়ে মাঝে মাঝে জল পরে , অনেকবার ডাক্তার দেখিয়েছি, কিছুদিন ভালো থাকার আবার ও দুচোখ আবার জল আসে। এ বিষয়ে আপনার সুচিন্তিত মতামত কামনা করছি।
চোখের জল পড়ার বিষয়ে একটা আলাদা ভিডিও এই চ্যানেলে আছে। আপনি ওইটা দেখে নিতে পারেন।
আমি আপনার চোখ পরীক্ষা করি নি। তাই definite করে বলা যাবে না। এটুকু বলতে পারি যে চোখের জল পড়ার অনেক কারণ আছে। একটা বিশেষ কারণ হল ঠিকমত চশমা না পড়া। অনেকের অপারেশনের পর কিছু দূরের পাওয়ার হয়। কিন্তু লোকে শুধু কাছের দেখার সময় চশমা পরে। অন্য সময় চশমা পরে না। এর জন্যেও চোখ থেকে জল পড়ে। এই জল পড়া কিন্তু কোনোও ড্রপ লাগলেও কমবে না। চশমা ঠিক মত ব্যবহার করতে হবে।
স্যার আমি দুবছর আগে Supraphob Lens লাগিয়ে ছিলাম, এখন কি Acryfold Lens(মনোফোকাল) লাগানো যাবে ? এটা লাগালে ভবিষ্যতে কোনো অসুবিধা হবে না তো? ২/৪দিনের মধ্যেই করাবো।
আমার মতে দুই চোখে একই লেন্স লাগান সবথেকে ভাল। কিন্তু যে ডাক্তারবাবু আপনার অন্য চোখ অপারেশন করবেন, উনি নিজে যদি অন্য লেন্স লাগাতে বলেন, তাহলে আপনি লাগাতে পারেন।
এই বিষয়ে আপনি যে ডাক্তারবাবু অপারেশন করবেন, ওনার পরামর্শ নেবেন।
ধন্যবাদ।এত সহজ করে কোন ডাক্তার বলেন না। এটা ই সমস্যা।
@ragasangit1481 আপনার এই কমেন্টের জন্যে আপনাকে ও ধন্যবাদ।
Dada ashes dhanyabad khub bhalo vedio dile. Ami 15 December operation korabo aponer thaka anak kichu ganta parlam aroarakam vedio deben bhalo thakben
আপনার অপারেশন যাতে খুব ভাল হয় আমি সেটাই প্রার্থনা করি। আপনি ভাল থাকবেন।
D R বাবু আপনি যথার্থ কথা বলেছেন। আমাদের দেশে ভালো ভালো C O। লেন্স তৈয়ারী। করে গরীব মধ্যবিত্ত মানুসের ইন্ডিয়ান লেন্স লাগানো উচিত করস কম হবে
আপনি ঠিক বলেছেন। কিন্তু কি করা যাবে। আমাদের দেশের কিছু মানুষ imported জিনিস পছন্দ করেন।
Sir anak kichu ganta parlam ami operation korabo recent Indian two quality konta bhalo ganaben thank you
আপনার কমেন্টের জন্যে আপনাকে ধন্যবাদ। আপনি কোন লেন্স লাগাবেন, সেই বিষয়ে যে সার্জন আপনার অপারেশন করবেন ওনার সাথে কথা বলুন।
আমার রেকমেন্ডেশন ওনার পছন্দ নাও হতে পারে। আর টা ছাড়া সব লেন্স সব হাসপাতালে থাকে না।
Sir bol6i naspro lance ta kmn please actu bolben
Valo
@@Dr.BhaskarDey sir amar baba kay lagia6i pls real ta bolben lance ta cholbe tho onek din
Cholbe.
Operation ar por ki ki bheva subdhen thebo?
এই চ্যানেলে একটা ভিডিও আছে যেটার নাম চোখের অপারেশনের পর কি কি নিয়ম মেনে চলতে হয়। ওই ভিডিও টা দেখে নিতে পারেন।
Sir apani cmarlta. Kaba. Kaba basan?date ta janala khub upakrit haiba.
আমি বাংলাদেশে থাকি না। কলকাতাতেও থাকি না। অনেক দূরে থাকি। আমার চেম্বারের ঠিকানা নিয়ে লাভ নেই। আপনি আমাকে mail করতে পারেন।
Mail address:
bdey1138@gmail.com
Dada, I am from Bangladesh. My age is 75 years tunong. Please give me your adress for further further information about operation by you. With many thanks. Bhuiya
Thank you for your nice comment.
I do not stay in Bangladesh.
Please watch video on 50000 subscribers to know how you may contact me .
Sir Alcon /Hoya Asp.pre/sensor Ar40E multipice lens kamon hobe please sir bolun Amar Mayer operation hobe😢
Khub valo hobe.
Sir eii lens ta monofocal ar মধ্যে পরছেতো আর আমার মায়ের চোখের পর্দায় হালকা সমস্যা আছে বলছে তাই বলছি ওই Alcon/ Hoya asp.pre/ senser Ar40E multipice lens লাগালে ভালো দেখতে পারবেতো আর এটি monofocal lens ar moddhe porcheto please bolun sir
এই সব প্রশ্ন আমাকে না জিজ্ঞেস করে আপনার উচিৎ যে সার্জন অপারেশন করবেন, ওনাকে জিজ্ঞেস করা।
আমি তো ভিডিওতে বলেছি যে ভাল দেখতে পাবেন কি না টা শুধু লেন্সের উপর নির্ভর করে না।
Sir eii lens ta ki monofocal ar moddhe porche
Sir please bolun oii lens ta ki monofocal ar moddhe porcheto
দাদা চশমার ক্ষেত্রে progressive lens এবং multifocal lens একই,please জানাবেন..
Exactly এক নয়। একটু আলাদা। তবে কাজ একই।
ডাক্তাৰ বাবু আপনাৰ কথাটা একেবাৰেই সুদ্ধ। আমাৰ এক চক্ষুতে চৰকাৰী free Lanse লাগানো। ২০০৮ য়েই। আৰ left eye টে imported lanse. লাগানো ৫০০০/- টাকাৰ। Classmate copyৰ মটো পৰিস্কাৰ। ডাক্তাৰ যদি ভালো না হয় জটো ভালো দামি Lanse নালাগান কাম নেই।
ঠিক কথা।
At Bombay my eye surgeon told me for one eye it cost 60000 for foriegn lens...Supra das bombay
Bhalo
Thanks
Thank you for your comment.
Sir, how shall I know which Eye specialist is a good cataract eye surgeon? Can a D O degree qualified eye physician be good cataract surgeon?
It's difficult to know. You have to enquire to find out. By the way, D O is not a degree. It's a Diploma. Any medical qualification staring with D, such as DGO, DLO, DPH, etc are all diplomas. Not degrees.
Degrees are MD, MS, MCh etc.
Diploma is a short time course to get a qualification.
@@Dr.BhaskarDey Thanks a lot .But D N B possibly degree. Sir, কৃতজ্ঞ, ,reply দিয়েছেন। দয়া করে বলবেন আমি গ্লুকোমা patient cataract হচ্ছে আমার ছানি কি গ্লুকোমা specialist plus cataract surgery ও করেন তার কাছে অপারেশন করা better না রে কোন cataract surgeon কাছে করলে অসুবিধা নেই। Please জানবেন আপনার সময় মতো।
Correct উচ্চারণ গ্লকো মা।
অনেকেই গ্লুকোমা বলেন। এটা ভুল।
যাই হোক, যায় চোখে Glaucoma আছে তাহার Glaucoma specialist ও cataract surgeon এর কাছে অপারেশন করানোই ভাল।
এই চ্যানেলে Glaucoma র বিষয়ে একটা আলাদা ভিডিও আছে। আপনি ওইটা দেখে নিতে পারেন।
Sir bol6i indian lence price kmn pory pls bolben?
হ্যাঁ কম পড়ে
@@Dr.BhaskarDey তবুও কত টাকা হতে পারে
দাদা নমস্কার.
আমি বাংলাদেশ থেকে আপনার সব ভিডিও দেখি ভালো লাগে আপনার Honest rivew দেখে।
দাদা আমার চোখে প্রেসার আছে এভারেজ ২২ থাকে চোখে ড্রপ দেওয়ার পরেও আমাদের ডাক্তার বাবু এখন বলছে আপনার চোখে ছানি আছে আপনাকে সার্জারী করাতে হবে।
দাদা সার্জারী করলে কি চোখের প্রেসার কমে যাবে। আমি চাইছি যদি সার্জারী করতে হয়ে আমি কলকাতায়ে গিয়ে করাবো আপনি দাদা দোয়া করে কি আমাকে বলতে পারবেন কোথায়ে ভালো চোখের চিকিৎসা হয়ে,shanker naralaya, disha eye,or natraylam
আপনার কমেন্ট পড়ে ভাল লাগল। আপনাকে ধন্যবাদ।
অনেক সময় ছানির অপারেশনের পর চোখের প্রেসারও কমে যায়। কিন্তু সেটা সব সময় নাও হতে পারে।
আর এক ধরনের অপারেশন হয় যেটাকে বলা হয় comboned surgery ওইটা করলে চোখের ছানি চলে যাবে এবং তার সাথে চোখের প্রেসার ও কম থাকবে। কিন্তু ওই অপারেশন সব জায়গায় ভাল করতে পারে না।
আমার মনে হয় যে আপনি skankar nethralaya try করতে পারেন।
আপনার চোখ যাতে ভাল হয়ে যায় এটাই কামনা করি।
Swasthya sathi Card kon jaigate free te eye treatment korate parbo
এটা আপনাকে হাসপাতাল এ ফোন করে জিজ্ঞেস করতে হবে। এক এক হাসপাতাল এর এক এক নিয়ম।
Dada oshadharon kotha bolecho🙏 akta kothai bolbo dada kal amar babar chokher operation, ora package sunieche indian lense a 13500 theke 16500. R foreign lense a 23500-120000/-. R akta kotha dada amar baba sobsomoy aguner pase thake tar jonno on lense ta valo hobe aktu bolbe pls🙏
আমি বললেই আপনার বাবার Surgeon সেই লেন্স নাও দিতে পারে। সব Surgeon এর পার্সোনাল favourite কয়েকটি লেন্স আছে। ওনারা ওই গুলিই লাগান। সুতরাং আপনাকে ওনার উপরেই depend korte hobe।
@@Dr.BhaskarDey Tao sir jodi aktu bole diten Mane Indian tai ki lagabo
Indian lens lagate paren. Kono asubidha hobe na.
ডাক্তার বাবু/
ছানি আছে।উন্নতমানের ম্যাগনিফাইং গ্লাস দিয়ে বই পড়ি।এটা কতটুক ক্ষতিকর?
আবার একরকমের চশমা বাজারে পাওয়া যায়, অটো এডজাস্টেবল্। যে কোনো পাওয়ার এডজাস্ট করতে পারে।লেন্স না লাগিয়ে এটা ব্যবহার করা যায়?
লেন্স লাগাইনি আজও।লেন্স লাগানো ছাড়া বিকপ আছে কোনো?
এই ভাবে কতদিন চলবে? ছানির অপারেশন করিয়ে নিতে হবে।
দাদা ❤
ভাই 👍
Khub bhalo bolechen.
আপনার এই সুন্দর কমেন্টের জন্যে আপনাকে ধন্যবাদ।
দু চোখে কি একই কোম্পানি র একই স্ট্যান্ডার্ড এর লেন্স বসাতে হয় প্লিজ একটু জানাবে ন।
দু চোখেই একই কোম্পানির একই লেন্স ব্যবহার করায় ভাল।
Khub sundor bishleshan.
আপনার এই সুন্দর কমেন্টের জন্যে আপনাকে ধন্যবাদ জানাই।
Valo kichu dr. Er name dile valo hoi
কে ভাল ডাক্তার বা কে খারাপ ডাক্তার এটা পেশেন্ট judge করবে। আমি নিজে একজন চক্ষু রোগ বিশেষজ্ঞ। অন্য চক্ষু বিশেষজ্ঞ রা সব আমার college.
তাই আমার কাছে সব eye specialist ra সমান।
দামের range টা জানালে খুশি হবো
Indian multifocal lens। স্ট্যান্ডার্ড লেন্স বলবেন। আমার বয়স 76 ।অর্থ নতিক অবস্থা ভালো নয়
দামের কথা বলা যাবে না। তার কারণ এক একটা হসপিটাল এ এক এক রকম দাম। আমি যে লেন্সের দামের কথা বলব, সেই লেন্স হয়ত সব সার্জন ব্যবহার করেন না। সুতরাং দাম আপনি যেই হাসপাতালে অপারেশন করাবেন। ওখানেই দাম জিজ্ঞেস করবেন।
যদি কেউ এক চোখের ছানি অপারেশন করে বিদেশি লেন্স লাগিয়ে থাকে তাহলে কি অন্য চোখের অপারেশন হলে সেই একই বিদেশি লেন্স লাগাতে হবে, না কি ইন্ডিয়ান বা বাংলাদেশী লেন্স লাগাতে পারবে?এই প্রশ্নটার উত্তর পেলে উপকৃত হবো। ধন্যবাদ।
আমার মতে দুই চোখে একই লেন্স লাগান উচিৎ।
@@Dr.BhaskarDey
ধন্যবাদ। উত্তর এর জন্য।
AMI KI NIRDIDHAY INDIAN LENCE LAGATE PARI??? AMI AMAR MAYER OPERATION KORBO
আমি যা বলার ভিডিওতেই বলেছি। এর পরে এই প্রশ্ন করার কোনোও যুক্তি নেই।
আমি এক বছর আগে cataract surgery জন্য Lucia German lence ব্যবহার করি। কিন্তু ৬/৮ মাস পর থেকে দুটো চোখই ফুলে উঠছে, ব্যথা অনুভূত হচ্ছে চেক আপে বারবার গিয়েও কোন সুরাহা হয়নি।এখন কি করনীয় স্যার?
চোখ না পরীক্ষা করে ঠিক বলা যাবে না।
আর একজন চক্ষু বিশেষজ্ঞ কে দেখাতে হবে।
DIDI r CHOP WORLD FAMOUS. 😄😄
Thank you
Deshi multifocal lens er lowest price kamon
Price varries from company to company. It's better to ask the price from the Surgeon or Hospital office.
@@Dr.BhaskarDey thank you
Welcome
সরকারি হাসপাতালে প্রদত্ত লেন্স কতটা ভালো এই বিষয়ে একটু আলোচনা করলে উপকৃত হব
ঠিক আছে ।
Indian lanse আমি লাগাইছি ভালো। আমাৰ বয়স তখন ৫২ , ২০০৮ সালে।
@prasantagoswami1477 ভাল করেছেন। ভালো থাকবেন।
আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার মতে দেশি লেন্স লাগানোই ভালো
আপনি ঠিক কথা বলেছেন। আপনাকেও ধন্যবাদ জানাই।
আপনার সঙ্গে যোগাযোগ কোরবো কি ভাবে? ??🙏
আমি বাংলাদেশে থাকি না। কলকাতাতেও থাকি না। অনেক দূরে থাকি। আমার চেম্বারের ঠিকানা নিয়ে লাভ নেই। আপনি আমাকে mail করতে পারেন।
Mail address:
bdey1138@gmail.com
কতদিন বাঁচবেন
দেশি লেন্স লাগান।
👍
Chhani oparetion kore lench na lagale chale ki na
Chole. Kintu opareshoner por valo dekhar jonye mota kancher choshma Porte hobe.
Lens lagale porte hobe na. Tai ajkal lens lagano operationoi hoy.
ডা: বাবু মুর্শিদাবাদ থেকে বলছি, আপনার appointment কোথায় পাবো জানালে ভালো হতো ?
আমি বাংলাদেশে থাকি না। কলকাতাতেও থাকি না। অনেক দূরে থাকি। আমার চেম্বারের ঠিকানা নিয়ে লাভ নেই। আপনি আমাকে mail করতে পারেন।
Mail address:
bdey1138@gmail.com
আমি চক্ষু পরীক্ষা করিয়েছি। ছানি ধরা পড়েছে। আমি দেশীয় লেন্স লাগাতে চায়। কোন লেন্স লাগাবো।
অনেক রকম দেশী লেন্স আছে। যে ডাক্তারবাবু অপারেশন করবেন, ওনাকেই জিজ্ঞেস করতে হবে যে, কোনটা উনি বেশি ব্যবহার করেন।
@@Dr.BhaskarDey আমার দূরের সব ঝাপসা দেখি ডান চোখে।
@madhabbanerjee7315 অনেক কারণে দূরের দৃষ্টি ঝাপসা হতে পারে। চোখ না পরীক্ষা করে ঠিক বলা যাবে না যে কি কারণে হচ্ছে। একজন চক্ষু বিশেষজ্ঞ কে দেখাতে হবে।
নমস্কার ডাক্তার বাবু। দেশি লেন্স লাগানোর পর এই লেন্স কত দিন লাস্টিং করে এই লেন্স কি আবার চেঞ্জ করতে হয় একটু জানালে খুব খুশি হব
না চেঞ্জ করতে হবে না। সারা জীবন চলবে।
@@Dr.BhaskarDey ধন্যবাদ ডাক্তারবাবু।
@bochandas4306 most welcome
.
দেশি লেন্স এর দাম কত? দয়া করে বলবেন।
বিভিন্ন কোম্পানির বিভিন্ন দাম।
বয়স 79 arcus senilis হয়েছে । দেখার খুব একটা অসুবিধা হয় না । গাড়ির হেডলাইট চোখে পড়লে অসুবিধা হয় । treatment করা যাবে কি করে ।
চোখ পরীক্ষা না করে সঠিক বলা যাবে না যে কি কারণে এই রকম হচ্ছে। তবে এই বয়সে চোখে ছানি থাকতেই পারে।
আপনি একজন চক্ষু বিশেষজ্ঞ কে দিয়ে আপনার চোখ পরীক্ষা করিয়ে নিন। ওটাই সব থেকে ভাল হবে।
After cataract operation, use a
lens as said by the surgeon.
After setting a lens in the eyeball , go to a spectacles shop and get your eyes tested
and buy a new pair of spectacles. Khel khataam .
Follow the advice of your Surgeon.
In our case, khel is no yet khatam.
We do not advice our patients to go to a spectacle shop. Because we know that spectacle shop salesman is not qualified to check eyes. We do check our patients for post operative complication if any.
Immediate or delayed.
Even then khel is not khatam.
We advice our patients to go to an optometrist instead of going to
A spectacle shop
গ্লুকোমার চিকিৎসা করা হয়। দয়া করে জানাবেন।
এই চ্যানেলে গ্লকোমা রোগের বিষয়ে দুটো ভিডিও আছে। ওই ভিডিও দুটো দেখে নিতে হবে।
ডাক্তারবাবু আমি কলকাতা মেডিকেল কলেজের চোখের ছানি অপারেশন করাতে চাই আপনার মতামত জানতে চাই
খুব ভাল চিন্তা। আপনি কলকাতা মেডিক্যাল কলেজেই অপারেশন করান ওটাই খুব ভাল হবে।
আমাদের দেশের লেন্স খুব ভালো ভারত মাতা কি জয়
একেবারে ঠিক বলেছেন। আমি আপনার কথা পুরো সমর্থন করি।
A ডাক্তার বাবু ,ARMD কি injection এ নিরাময় হয়। কত গুলো injection নিতে হয়। Injection এর দাম সম্পর্কে মোটামুটি ধারণা দিলে ভালো হয়।
অনেক সময় ঠিক হয়। কিছুটা ভাল হয়।
দাম কত সেটা আপনি যেখানে ইনজেকশন নেবেন, ওখানেই যজ্ঞেস করবেন।
Dr.babu Amr 2 ta Eyes e cataract ase, Amr computer e kaj korte hoy abr motor bike drive o korte hoy.. tahole amr Jonno kon lens ta valo hobe.. please. Janaben...??
Apni ekjon eye specialist ke dekhan. Age janun uni kon lens suggest korchen. Apni onake apnar ki ki kaj korte hoy ta janan.
নমস্কার ডাক্তার বাবু Amorican lens rafi price koto
Price যেখানে অপারেশন করাবেন ওখানেই জিজ্ঞেস করবেন।
Ami. Upnar samge dekha karte chi. Amar duto. Cjokhe pheco operatipn karabo monofogal kharach hobe
আমি কলকাতায় থাকি না। বাংলাদেশেও থাকি না। অনেক দূরে থাকি।
আপনি আমাকে mail করতে পারেন।
আমার চোখে ছানি আছে। আমি অপারেশন করাতে চাই। আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় থাকি। অনুগ্রহ করে আমায় বলবেন, কোথায় অপারেশন করালে ভালো হবে।
Suri ও বোলপুরে অপারেশন হয়। ওখানে খোঁজ নিলেই জানতে পারবেন।
এক দুশ্চিন্তা থেকে মুক্ত করলেন। শুধু ধন্যবাদ জানালে অন্তরের ভাব প্রকাশ হয়না।
আপনার কাছে operation করতে চাই এবং শীঘ্র, হাসপাতাল তাই বলেছে। আপনি রাজী হলে details শীঘ্র পাঠাবেন, আশা করতে পারি ?। নমস্কার।
নমস্কার। প্রথমে আপনার এই কমেন্টের জন্যে আপনাকে ধন্যবাদ।
আমি বাংলাদেশে থাকি না। কলকাতাতেও থাকি না। অনেক দূরে থাকি। সুতরাং আমার কাছে অপারেশন করা ঠিক কাজ হবে না। শুধু অপারেশন করলেই হবে না।
অপারেশনের পর কোনোও সমস্যা হতে পারে। সব সময় কাছাকাছি কোনোও জায়গায় অপারেশন করবেন। সেটাই সব থেকে ভাল হবে।
আপনার অপারেশন যাতে ভাল হয়, তার জন্যে শুভেচ্ছা জানাই
ডাক্তারবাবু আমি একটি চোখে johnson and johnson eyhance লেন্স লাগিয়েছি। ওই লেন্স কি ভালো? অন্য চোখে কি অন্য কোম্পানির লেন্স লাগানো যাবে?
আপনি যেটা লাগিয়েছেন, ওটা খুব ভাল লেন্স। একই লেন্স দুই চোখে লাগাবেন। ওটাই সবথেকে ভাল হবে।