আসসালামু আলাইকুম ভাই। সৌন্দর্য যখন হাতছানি দিয়ে ডাকে তখন সব কিছু কেমন যেন আমার এলোমেলো হয়ে যায়। ফ্লোরিডার সৌন্দর্য আমাকে সে ভাবেই এলোমেলো করে দিয়েছে। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না।আপনার জন্যই এত সৌন্দর্য উপভোগ করলাম। বাংলা আর ফ্লোরিডা একই মায়ের দুই সন্তান একজন গরীব আরেক জন বিত্তশালী। তারপরও দুটো যায়গা সৌন্দর্য উপভোগ্য। বাংলা মায়ের (জন্মভুমী) কথা কি ভুলা যায়? অনেক ভালো লাগলো। আল্লাহ হাফেজ।
আসসালামুয়ালাইকুম ভাইয়া মাশ আল্লাহ গাছটা ফলে ফলে পরিপূর্ণ এই ভিডিও দেখে আমি এতোই এক্সাইটেড প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলেছি আকাশে সাদা মেঘ সাগরের উত্তাল অনেক অনেক এনজয় করেছি আল্লাহ হাফেজ !!!
*আসসালামু আলাইকুম আপনার ভিডিওটা অনেক ভালো লাগে অসাধারণ ভিডিও করেন আপনি আপনার ভিডিওর অপেক্ষায় থাকি সবসময় আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আপনার এত সুন্দর ভিডিও গুলো শেয়ার করার জন্য*
😍😍 আমেরিকা মানেই হলো পৃথিবীর অন্যতম এক সৌন্দর্যের লিলা ভূমি..... 💖🇺🇲🇺🇧🇩🇺🇲🇧🇩 I thinking,...💖 America is awesome and beautiful country in the world...... 🍓 Thanks for gift this video.
ভাই আমেরিকাতে ফ্রিতে কি কি ফল রাস্তা পাওয়া যায় খাওয়া যায় কিনা ভিডিও চাই আর ভিন্ন ধরে বাগানের যেমন আনার বা ডালিম,কমলা,অরেস,আপেল ডাব,লিচু,এবোকাডো,আগ্ঙুর, এগুলো বাগানের বিস্তারিতো ভিডিও চাই বেশি বেশি ভিডিও চাই প্লিজ প্লিজ ভাই 🙏❣️❤️
জীবনে সুখ, আনন্দ আর প্রশান্তি হচ্ছে অনেকটা একটা লেজের ডগার মতন। যদি একটা বিড়াল নিজের লেজের ডগাটা ধরতে যায়, তাহলে সে সারা জীবন ঘুরেই যাবে, কিন্তু যদি সে নিজের মতন চলতে থাকে, তাহলে লেজটাও তাকে অনুসরণ করবে। আপনার জীবনের লেজ আপনাকে সারাক্ষণই অনুসরণ করতে থাকুক আর তার পিছু পিছু আমরাও। নিজের মতন করে জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে থাকুন আর সেই আনন্দময় সময়গুলো যেন ছুঁয়ে যায় আমাদেরও। অনেক ভালো থাকবেন সবসময়ই।
Despicable Me এই analogy জীবনে প্রথম শুনলাম। অসম্ভব সুন্দর হয়েছে। একদিন কোন এক ভলগে হয়তো বলে ফেলব। আগে থেকে ধন্যবাদ জানিয়ে দিচ্ছি। অনেক ভাল থাকুন পরিবারের সবাইকে নিয়ে। ধন্যবাদ ভাই।
Thank you for showing southern Florida! Hope someday I get to see it in real life (never been south of Orlando). Until then, what I am seeing through your lenses is wonderful, and is not only keeping the fire of hunger alive but is somewhat fueling it! I so love the Sunshine State! Enjoy, and be safe. Waiting to see Clearwater in your next video...
@@AdventureTube21 You are very warmly welcome - hope you are well-rested! ... Actually I am thinking, how nice it would be to travel with you sometime! Plus, would love to show you some places in the Bluegrass State (perhaps the 'best' one out of the 6 states I've lived in thus far)! :)
Thanks to show the orange orchard. Whenever I go to USA, I buy Florida Orange juice only. Besides the taste I like the yellow color of the juice. If I had money I would buy a house there !
আমার আতীয়থাকে সে দেশে যেয়ে গল্প করেছে ফ্লোরিডা য় রাস্তায় খাবার পরলে চেটপুটে খাওয়া যায় কথাটা একদম সত্য আপনার ভিডিও দেখে তা বুঝতে পারলাম সতি্য অনেক ধন্যবাদ আপনাকে আপনি অনেক বাঁচেন এইদোয়া রইল
One more power packed vlog u hve gifted us..Thank you so much..Thank you bolata ta bhison i kom hoye jai ..kintu kibhabe apnake dhonyobad janabo bujhte parina..prarthona kori soda sorboda sustho o anande thakun🙏
আমি আগে লাইক করি, পরে ভিডিও দেখি। কাল নেট ছিলো না, তাই সে টুকু ও করতে পারি নি। ভাই আপনি যে ভাবে দেখেন, ঠিক সেই ভাবেই আমাদের দেখান। এটা সবাই পারে না। তার জন্য আপনার ভিডিও সময় নিয়ে দেখি। কিছু মিস করতে চাই না। এমন অপূর্ব ফ্লোরিডা আগে দেখিনি। সাথে ভাইয়ের কথা! বাতাসে টপা টপ নারকেল পড়বে, এটা কি আম?😂 গরু দুজন অবাক হয়ে দেখছে, কারন ও শুনেছে ইউ টিউবে একজন ফারুক ভাই কামাল করছে, তাই সামনে দেখে থ হয়ে গেছে।😀 তামান্না, মঈন দুজন কে অ্যাডভেঞ্চার টিউব ফ্যামিলি থেকে অনেক ধন্যবাদ। মালাদি আর আপনাকে ও অনেক ধন্যবাদ। আর ভালো ভিডিও র আশাই রইলাম🙏🙏🙏👍👌👏
আমার মনে হয় ফ্লোরিডা শহরটি সমুদ্র তীরবর্তী হওয়ায় ওখানে প্রায়শই বৃষ্টি হয়। এটা নিরক্ষীয় জলবায়ুর একটা বিশেষ বৈশিষ্ট, রাতে বা সকালের দিকে বৃষ্টি আর দিনের অগ্রাভাগের দিকেই পরিষ্কার আকাশ।
আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার অনেক ধৈর্য শক্তি দিয়েছে, আমি সময় পেলে আপনাকে দেখি। আপনার গাড়িটি কত সিসি এবং ১ লিটারে কত কিলোমিটার যায়। ১ লিটারের দাম কত।
Masha Allah koto shundor vew... Nature:(:).... U r so lucky auncle.... ❤️ Ekdom dream land mone Hoi... :-| bss cell e amr window.. Tao dekhte pari... Jodi Jin, pori hotam:-/ ure chole jetam.. Shundor jaiga te 🐻🐻🐻🐻🐻🐻
আসসালামু আলাইকুম ভাই আমার মনটা যখন খুব খারাপ থাকে তখনই সব কাজ বাদ দিয়ে আপনার ভিডিও দেখা শুরু করে দেই। আশ্চর্য একটা ব্যাপার আপনাকে দেখলেই মনটা ভালো হয়ে যায়। আল্লাহ আপনাকে ভালো রাখুক
আসসালামু আলাইকুম ভাই। সৌন্দর্য যখন হাতছানি দিয়ে ডাকে তখন সব কিছু কেমন যেন আমার এলোমেলো হয়ে যায়। ফ্লোরিডার সৌন্দর্য আমাকে সে ভাবেই এলোমেলো করে দিয়েছে। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না।আপনার জন্যই এত সৌন্দর্য উপভোগ করলাম। বাংলা আর ফ্লোরিডা একই মায়ের দুই সন্তান একজন গরীব আরেক জন বিত্তশালী। তারপরও দুটো যায়গা সৌন্দর্য উপভোগ্য। বাংলা মায়ের (জন্মভুমী) কথা কি ভুলা যায়? অনেক ভালো লাগলো। আল্লাহ হাফেজ।
M.D HUMAYUN Kabir ওয়ালাইকুম আসসালাম ভাই। চলে আসেন একসাথে বেড়াতে যাব 🥰💕
কবির ভাই যর্থাথই বলেছেন।
অাপ্নে ভালো অাছেন ভাই?
ইনশাআল্লাহ কপালে থাকলে আসব।
Ccg
Hj
অসাধারণ খুবই সুন্দর ভিডিও। ☺
Thank you 😊
প্রকৃতির সাথে আকাশ টা ও ছবির মত সুন্দর ।দারুণ ।দেখে মনটা ভরে গেল ।
উপরে নীলাকাশ নিচে অবারিত শবুজ। পরিকল্পিত নগরায়োন। এর নাম ফ্লোরিডা। খুব সুন্দর। ভিডিওটি ইনজয় করেছি। ধন্যবাদ।
anuska al mamun Welcome.
নীল সমুদ্রের নোনা জলের উত্তাল নৃত্য দেখে মুগ্ধ আমি🎉
💕
nice video chacha, all the best
H N Alamin hasan Thank you.
আসসালামুয়ালাইকুম ভাইয়া মাশ আল্লাহ গাছটা ফলে ফলে পরিপূর্ণ এই ভিডিও দেখে আমি এতোই এক্সাইটেড প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলেছি আকাশে সাদা মেঘ সাগরের উত্তাল অনেক অনেক এনজয় করেছি আল্লাহ হাফেজ !!!
So beautiful place uncle
Beautiful video uncle
love you uncle
Shaown Islam Thank you.
*আসসালামু আলাইকুম আপনার ভিডিওটা অনেক ভালো লাগে অসাধারণ ভিডিও করেন আপনি আপনার ভিডিওর অপেক্ষায় থাকি সবসময় আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আপনার এত সুন্দর ভিডিও গুলো শেয়ার করার জন্য*
Nilu's Cooking House ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ।
ওয়াও দারুন সুন্দর ভাইয়া ।ধন্যবাদ আপনাদের সবাইকে ।
Shahana Shanu Welcome.
😍😍 আমেরিকা মানেই হলো পৃথিবীর অন্যতম এক সৌন্দর্যের লিলা ভূমি..... 💖🇺🇲🇺🇧🇩🇺🇲🇧🇩
I thinking,...💖 America is awesome and beautiful country in the world...... 🍓 Thanks for gift this video.
Welcome.
প্রত্যেকটা জায়গা খুবই সুন্দর লাগছে আমার। বিশেষ করে মাল্টার বাগান তো অসাধারণ।আপনার জন্য অনেক অনেক দোয়া রইল।
Mohammad bakar ধন্যবাদ ভাই। May Allah bless us all.
Awesome Florida... very nice video presentation too..
অনেক অনেক ভালো লাগলো ।ও অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ
Kawser Mia Welcome.
আসসালামুয়ালাইকুম আঙ্কেল আন্টি 🙋আজকের ব্লগটা এক কথায় Wow অসাধারণ। আপনার পক্ষেই সম্ভব এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যটা আমাদের সামনে তুলে ধরা। মাঝেমধ্যে ভিডিওতে হারিয়ে গিয়েছে এক অজানা ভালোলাগায় । সমুদ্র, নারিকেল গাছ, খেজুর গাছ, আপেল বাগান লং ড্রাইভ মুগ্ধকর।
Walaikum assalam. Thank you.
ভাই অনেক কিছুই ঘুরে দেখালেন।ধন্যবাদ।
Reza Rusho Welcome.
ভাই আমেরিকাতে ফ্রিতে কি কি ফল রাস্তা পাওয়া যায় খাওয়া যায় কিনা ভিডিও চাই আর ভিন্ন ধরে বাগানের যেমন আনার বা ডালিম,কমলা,অরেস,আপেল ডাব,লিচু,এবোকাডো,আগ্ঙুর, এগুলো বাগানের বিস্তারিতো ভিডিও চাই বেশি বেশি ভিডিও চাই প্লিজ প্লিজ ভাই 🙏❣️❤️
লিংক দিচ্ছি। ধন্যবাদ।
th-cam.com/video/RF56l5aGJLQ/w-d-xo.htmlsi=FivNQW0hI47e2vTA
কত সুন্দর সাজানো গোছানো জায়গা!!!!
Thank you.
Love your Videos😍👍 Great work👌🌷😍Keep it up 🌷😍👌l
Thank you for sharing a good video. See you often 🌷😍👌🌼👍
Easy Food Cooking Thank you.
@@AdventureTube21 Welcome hope u back, stay connected
Assalam alaikum uncle very nice shearing onek sundor jaigha ❤️❤️❤️
Bangladeshi American vlogger Eva Walaikum assalam. Thank you.
Florida is really beautiful and attractiive. I agreed with you brother.
মাশাআল্লাহ খুব সুন্দর জায়গা
Thank you.
Very nice bhai ❤
Amar onak essa kora amon garden dakar. AI video dakanor jonno uncle apnaka onak onak donnobad.
Rima Ezder Welcome uncle.
এত সুন্দর আকাশ ! খুব ভালো লাগলো আপনার ভিডিওটা।
Md Raihan Nabi ধন্যবাদ।
very nice world আলহামদুলিল্লাহ
Asraful rahman Thank you.
আসসালামুয়ালাইকুম স্যার খুবই সুন্দর
Wow! beautiful Florida,Thank you Uncle for traveling Floridaaaaa
AL-Rafi Bhuiyan Welcome.
আপনার প্রতিটি ভিডিও ই আমি সময় করে দেখি।খুব এনজয় করি।আল্লাহ আপনাকে সুস্থ রাখুক।
Firoj Toha ধন্যবাদ।
Beautiful video uncle
Sonali Akter Thank you uncle.
Wow.. awesome.. thank you faruk Vai for your awesome video and thank you for reply maximum comments..
Always welcome.
দারুণ বড় ভাই,,,
ফ্লোরিডার আবহাওয়া সম্পর্কে আগেই অবগত ছিলাম,কিন্তু একজন বাংলাদেশির মুখে এরকম বর্ননা, অনূভুতিটাই অন্যরকম, সত্যিই অসাধারণ, অনেক অনেক ধন্যবাদ।
Welcome.
খুব সুন্দর জায়গা। খুব ভাল লাগল।
Wow sobhan Allah...ki shopner ekta desh ki shopner ekta sohor.
.
Khan Sumon Yes indeed.
Baaah....chomotkarr
Uncal apni bd thake chole jawar por..kharap lagse..onekdin bd te cilan..tai dure chole jawar kostota bujinai...valo thakbe..apnak..o amr vaider k onek onek valo basi...💓❤💓❤💓❤
Monzur Hossain Sanny ধন্যবাদ আংকেল। দোয়া করি ভাল থাক।
asadharon nice ❤️ pagol hoye mon chay chute jai ❤️❤️ apni khub romantic soukhin onek valo lage ❤️❤️
Thank you.
Thanks Uncle, for giving us such a beautiful video.
NAHID AHMED Welcome.
এক কথায় অসাধারণ
What a amazing view of florida.Allah bless you.
Hossain Al Saddam Thank you. May Allah bless us all.
Alhamdulillah Allah সব সৃষ্টি অপুর্ব নৈসর্গিক সৌন্দর্য অনেক ভালো লাগলো ভাইয়া ভালো থাকবেন ❤❤❤
Sadia Jawed ধন্যবাদ।
Excellent.... Eai ek ee orange er koto j naam...amra bangalira boli komola...Turkey te eke bole Mantalina...😍😍😍
And nice orange garden
Hello uncle, aamar aapnar video dekhte khub bhalo laage,you are really a very amazing person.
Clay and slate pencil lovers Thank you uncle.
অসাধারণ খুব সুন্দর 😁😁😁😁😁
Thank you.
Wow how beautiful Florida is!amader desh hole duck gulo ato shomoy ranna hoye jeto.apnar vlog gulo khub e valo lage uncle
Jannatulalam Shetu89 হা হা হা ...
You are looking dashing.
Taimur Momin Thank you 😊
ফলের বাগান দেখতে বেশ লাগে....ধন্যবাদ
Khub khub shundor akche akash, r dekhe mone hocche amader bangladesher kothao ghurchen.😊😊❤❤
Fatema Sultana হ্যা। সেরকমই মনে হয়েছে। ধন্যবাদ ভাই।
HALLOW NAMASKAR SIR VERY BEAUTIFUL ORANGE ARCHARD WE PEOPLE LIKE FRUIT ORCHID Lot of thanks Take care yourself keep safe good bless you Thanks
Sujit Som Glad to hear that you have enjoyed it. Thank you.
Apnar video gulo dekhte dekhte preme pore jai
Thank you dear 💕
It is really nice uncle..🌱🌱🌱
Thanks a lot
জীবনে সুখ, আনন্দ আর প্রশান্তি হচ্ছে অনেকটা একটা লেজের ডগার মতন। যদি একটা বিড়াল নিজের লেজের ডগাটা ধরতে যায়, তাহলে সে সারা জীবন ঘুরেই যাবে, কিন্তু যদি সে নিজের মতন চলতে থাকে, তাহলে লেজটাও তাকে অনুসরণ করবে। আপনার জীবনের লেজ আপনাকে সারাক্ষণই অনুসরণ করতে থাকুক আর তার পিছু পিছু আমরাও। নিজের মতন করে জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে থাকুন আর সেই আনন্দময় সময়গুলো যেন ছুঁয়ে যায় আমাদেরও।
অনেক ভালো থাকবেন সবসময়ই।
Despicable Me এই analogy জীবনে প্রথম শুনলাম। অসম্ভব সুন্দর হয়েছে। একদিন কোন এক ভলগে হয়তো বলে ফেলব। আগে থেকে ধন্যবাদ জানিয়ে দিচ্ছি।
অনেক ভাল থাকুন পরিবারের সবাইকে নিয়ে। ধন্যবাদ ভাই।
Wow I love the video on Florida from UK 👍🏿👍🏿👍🏿
Glad you enjoyed it
আসসালামু আলাইকুম ভাই। Moin and Tamanna are a nice hearted couple. It was nice to see my energetic Faruk vai.
Hridoye Bangladesh, from Bangladesh ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ।
Your back ground music is very nice. I like your videos.
মনে হয় আপনাদের সাথেই আছি। Love you sir.🎁🎁🎁
Md.Helal Uddin Joy Thank you. Appreciate your kind words & continuing support.
Yes.. really nice background music
Beautiful place brother 👌
😊😊😊😊
Sob kisu sajano Mone hoy 😊
Nice vedioo uncle 🌻🌻🌻❤️
mahiya siddiqa Thank you.
Welcome uncle 🌻🌻❤️
I love u bay from Bangladesh
Assalamualaikum,uncle ami canadai taki.apnar vedio golo ami & amar hubby deki .amra dojoni apnar fan.floridar nice place golo amader sobar sate share korar junnu onek donnobad.
Walaikum assalam. Thank you.
Thank you for showing southern Florida! Hope someday I get to see it in real life (never been south of Orlando). Until then, what I am seeing through your lenses is wonderful, and is not only keeping the fire of hunger alive but is somewhat fueling it! I so love the Sunshine State! Enjoy, and be safe. Waiting to see Clearwater in your next video...
Ban Banerjee Thank you 💕
@@AdventureTube21 You are very warmly welcome - hope you are well-rested! ... Actually I am thinking, how nice it would be to travel with you sometime! Plus, would love to show you some places in the Bluegrass State (perhaps the 'best' one out of the 6 states I've lived in thus far)! :)
Ban Banerjee I would love to visit Kentucky. Thank you 😊
Your Florida series was so amazing and
idaning blog e khabar miss korchilam 😀😀
Salina afroze আসবে। 💕
vary vary nice...
Onek onek thanks vaia reply dewar jonno apnar video regular dekhi Ami onk valo lage apnar video
When you show us blue sky, clod and rain it make me mad. I like it so much that i can not express. Such scenery i want to see more enough time long.
Beautiful us video
So nice.
খুব ইচ্ছা হচ্ছে আপনার সাথে ঘুরতে যাবো আংকেল!
Utshob 14 💕🥰
ব্যাকগ্রাউন্ড এর মিউজিকটা অসাধারণ।
Hasan asif Thank you.
Mine blowing
Wonderful view 😍 uncle and Aunt ❤️💙❤️
Shuvo Ahmed Thank you.
Thanks to show the orange orchard. Whenever I go to USA, I buy Florida Orange juice only. Besides the taste I like the yellow color of the juice. If I had money I would buy a house there !
Sayeda Maher Anjoom You are very welcome 😊
এত Planning করে সবকিছু বানানো এজন্য আমেরিকাকে দেখতে এত সুন্দর লাগে 🇧🇩💕🇺🇲
আমার আতীয়থাকে সে দেশে যেয়ে গল্প করেছে ফ্লোরিডা য় রাস্তায় খাবার পরলে চেটপুটে খাওয়া যায় কথাটা একদম সত্য আপনার ভিডিও দেখে তা বুঝতে পারলাম সতি্য অনেক ধন্যবাদ আপনাকে আপনি অনেক বাঁচেন এইদোয়া রইল
jesmine t You are very welcome dear. 💕
এতো সুন্দর কেন সবকিছু......মনে হয় সবই জেন মায়া ও ছায়া
siddiqur rahman Thank you.
Beautiful sky
Salam Farook bhai, Mala bhabi & everyone else! Hope you all are well!
I love Florida, so loving this episode!
Take care & have a great one!!!
Walaikum assalam. We loved Florida too. Thank you. 🥰
@@AdventureTube21 Anytime bhai!
Brother you are really smart.
comilla Travels Thank you.
Welcome to sunshine state Florida.
Thank you 😊
অনেক সুন্দর লাগছে
Mohin uddin badal ধন্যবাদ।
Awesome video
miz rahman Thank you.
Khub shondor
adeel khan khan 💕
visual treat,amazing...
Sreyashi Bhattacharya Thank you.
One more power packed vlog u hve gifted us..Thank you so much..Thank you bolata ta bhison i kom hoye jai ..kintu kibhabe apnake dhonyobad janabo bujhte parina..prarthona kori soda sorboda sustho o anande thakun🙏
Sarmistha Bandyopadhyay ধন্যবাদ ই যথেষ্ট ভাই। আপনাদের ভাল লাগে যেনেই আমি সনতুসট। 🥰💕
Apurba
Thank you
আমি আগে লাইক করি, পরে ভিডিও দেখি। কাল নেট ছিলো না, তাই সে টুকু ও করতে পারি নি। ভাই আপনি যে ভাবে দেখেন, ঠিক সেই ভাবেই আমাদের দেখান। এটা সবাই পারে না। তার জন্য আপনার ভিডিও সময় নিয়ে দেখি। কিছু মিস করতে চাই না। এমন অপূর্ব ফ্লোরিডা আগে দেখিনি। সাথে ভাইয়ের কথা!
বাতাসে টপা টপ নারকেল পড়বে, এটা কি আম?😂
গরু দুজন অবাক হয়ে দেখছে, কারন ও শুনেছে ইউ টিউবে একজন ফারুক ভাই কামাল করছে, তাই সামনে দেখে থ হয়ে গেছে।😀
তামান্না, মঈন দুজন কে অ্যাডভেঞ্চার টিউব ফ্যামিলি থেকে অনেক ধন্যবাদ। মালাদি আর আপনাকে ও অনেক ধন্যবাদ। আর ভালো ভিডিও র আশাই রইলাম🙏🙏🙏👍👌👏
Sikha das আপনার মন সুন্দর তাই সবকিছুই সুন্দর লাগে আপনার কাছে। সেটা ভাল ভিডিও হোক আর না হোক।
আমার সবচাইতে বড় কৃতিত্ব হল আপনাদের ভাল লাগা, ভাল বাসা। এবং এই শক্তিই আমাকে সামনে নিয়ে যাচ্ছে।
দোয়া করবেন যেন আপনাদের ভাললাগার ভিডিও নিয়মিত বানাতে পারি। ভাল থাকুন।
আমি খুব লজ্জা পেলাম, আপনার গুণের শেষ নেই। তার কতো টুকু আমরা দেখতে পাই? ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। ভালো থাকবেন🙏🙏🙏🙏🙏🙏🙏
Sikha das কি যে বলেন ভাই 🥰😊💕
😊🙏
Beautiful place vaiya. 💚💜💜💜💜💜
Godhuli Balay Thank you 💕
অসাধারণ ভিডিও আঙ্কেল
RH BD Thank you.
welcome uncle
Uncle west coast er state gular vlog dekhte cai🤗☺️☺️
Wow excellent
fine
sirajganj Bangladesh
😊
অনেক সুন্দর
আমার মনে হয় ফ্লোরিডা শহরটি সমুদ্র তীরবর্তী হওয়ায় ওখানে প্রায়শই বৃষ্টি হয়। এটা নিরক্ষীয় জলবায়ুর একটা বিশেষ বৈশিষ্ট, রাতে বা সকালের দিকে বৃষ্টি আর দিনের অগ্রাভাগের দিকেই পরিষ্কার আকাশ।
Thank you
So nice uncle
Narayan Chandra Thank you.
আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার অনেক ধৈর্য শক্তি দিয়েছে, আমি সময় পেলে আপনাকে দেখি। আপনার গাড়িটি কত সিসি এবং ১ লিটারে কত কিলোমিটার যায়। ১ লিটারের দাম কত।
Masha Allah koto shundor vew... Nature:(:).... U r so lucky auncle.... ❤️ Ekdom dream land mone Hoi... :-| bss cell e amr window.. Tao dekhte pari... Jodi Jin, pori hotam:-/ ure chole jetam.. Shundor jaiga te 🐻🐻🐻🐻🐻🐻
আমারও মাঝে মাঝে ইচ্ছে হয় যদি জিন পরীদের মত উড়তে পারতাম। 🥰
Spellbound.
Rabiza sultana Tupur 🥰
আসসালামু আলাইকুম
ভাই আমার মনটা যখন খুব খারাপ থাকে তখনই সব কাজ বাদ দিয়ে আপনার ভিডিও দেখা শুরু করে দেই।
আশ্চর্য একটা ব্যাপার আপনাকে দেখলেই মনটা ভালো হয়ে যায়।
আল্লাহ আপনাকে ভালো রাখুক
mohammad ashraf Walaikum assalam. শুনে খুবই ভাল লাগল ভাই। অনেক ধন্যবাদ।
সামনের ডিসেম্বরে দার্জিলিং র সিটং এ আসুন!কমলা লেবু র বাগান নিয়ে চমৎকার ভিডিও তৈরী হবে!
We will think about it. Thank you.