মহালয়ার সহজ তর্পণ বিধি ও মন্ত্র || Mahalaya Tarpon Bidhi & mantra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • মহালয়ায় মৃত পিতা মাতা অথবা পূর্ব পুরুষের উদ্দেশ্যে তর্পণ করা হয়। যাদের বাবা মা জীবিত আছেন তাদের তর্পণ করা অনুমতি নেই। তাঁরা কেবলমাত্র তন্ত্র দীক্ষিত হলেই সকাল সন্ধ্যা পূজার পর গুরুর ও দেবতার তর্পণ করতে পারবেন।
    মহালাদের তর্পণ করার অধিকার নেই। তবে যদি তাঁর কোন পুত্র পৌত্রাদি না থাকে তাহলে তিনি তাঁর স্বামী, শ্বশুর এদের উদ্দেশ্যে তর্পণ করতে পারবেন।
    সাধারণ ভাবে ব্রাহ্মণগণ সামবেদীয, অব্রাহ্মণগণ যযুবেদীয় এবং ক্ষত্রিয়গণ ঋকবেদীয় মন্ত্রে পূজা বা তর্পণ করিবেন।

ความคิดเห็น • 3

  • @Ayus516
    @Ayus516 ปีที่แล้ว +1

    Good

  • @subhenduchatterjee8129
    @subhenduchatterjee8129 ปีที่แล้ว

    কখন কোন দিকে দাঁড়িয়ে করতে হবে ভিন্ন ভিন্ন বেদের অনুসারী দের। এটা জানালে উপকার হয়। 🙏🙏