ইন্ডিয়ান ভিসা রিজেক্ট হচ্ছে কেন ? // Indian ViSA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024

ความคิดเห็น • 131

  • @kishor_kumar498
    @kishor_kumar498 ปีที่แล้ว +4

    পাসপোর্ট সংশোধন করতেই এখন আর অ্যাফিডেভিট লাগে না।ভিসায় কেনো লাগবে?

  • @user-qr8mu6eo4o
    @user-qr8mu6eo4o ปีที่แล้ว +2

    স্যার,আমার কোনো student card কলেজ থেকে নেওয়া হয়নি। অর্নাস পরীক্ষা কিছুদিন হলে সম্পন্ন করলাম। ভারতীয় ভিসা জন্য আবেদন করব। আমার কাছে কলেজের প্রত্যয়নপত্র আছে । এখন কি প্রত্যয়ন পত্র দিয়ে ভারতীয় ভিসা পাওয়া যাবে!? প্লীয্ স্যার, উত্তরটা আশা করছি

  • @shouravsarkar177
    @shouravsarkar177 11 หลายเดือนก่อน

    নারায়ানা হসপিটালে রোগী নিয়ে যাবো।
    হসপিটালের ইনভাইটেশন কি প্রয়োজন??
    রেগুলার ডকুমেন্টস ছাড়া আর কি লাগবে??
    আপনার ভিডিও দেখেই পাসপোর্ট করেছি।
    ধন্যবাদ আপনাকে।

  • @ys1889
    @ys1889 ปีที่แล้ว +2

    ভাইয়া ইন্ডিয়ান হাই কমিশনারের নিকট ভিসা তাড়াতাড়ি পাওয়ার জন্য যে অ্যাপ্লিকেশনটা করা লাগে ওই অ্যাপ্লিকেশন এর ফরমেট নিয়ে একটা ভিডিও করতেন তাহলে অনেক উপকার

    • @BappyTheDrifter
      @BappyTheDrifter ปีที่แล้ว

      তাড়াতাড়ি ভিসা পাওয়ার কোনো ব্যবস্থা নেই।

  • @ZulfikarJOLLY5883
    @ZulfikarJOLLY5883 ปีที่แล้ว

    ধন্যবাদ,
    আপনার ভিডিও টি খুবই গুরুত্বপূর্ণ। আমার তো একটা ভুল হয়েছে, আপনার বিবরণ অনুযায়ী।
    পুর্ববর্তী ভিসার ছবি দিয়ে ৭ দিন আগে পুনরায় অনলাইনে ভিসা এপ্লিকেশন সাবমিট এবং টাকা জমা হয়েছে। ফিজিক্যাল সাবমিট অক্টোবরে। এখন
    অনলাইনে সাবমিট হওয়া এপ্লিকেশনে ছবি পরিবর্তন করে সাম্প্রতিক ছবি আপলোড বা এডিট করতে চাই। কোনো উপায় থাকলে, সে বিষয়ে একটি ভিডিও পোস্ট দিবেন দয়া করে।
    অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন।

  • @shifatism
    @shifatism ปีที่แล้ว +1

    কলকাতার পরিচিত মানুষ যদি থাকে তাহলে তার নাম আর ঠিকানা reference এ উল্লেখ করতে হবে? পরিচিত না থাকলে হোটেলের নাম ও ঠিকানা উল্লেখ করলেই সঠিক হবে কিনা জানতে চাচ্ছি।

    • @BappyTheDrifter
      @BappyTheDrifter ปีที่แล้ว

      হোটেলের নাম ঠিকানা দিলেই হবে

  • @prince3179
    @prince3179 11 หลายเดือนก่อน

    বিদ্যুৎ বিলে শুধু গ্রামের নাম লেখা আছে।
    ভিসা আবেদনের প্রেজেন্ট এড্রেসে গ্রামের নামের শেষে জেলার নামও এড করা হয়েছে মানে বিদ্যুৎ বিলের ঠিকানার শেষে জেলার নাম দেয়া হয়েছে।
    কোনও অসুবিধা হবে?

  • @UnboxingInfo2023
    @UnboxingInfo2023 9 หลายเดือนก่อน

    পাসপোর্টে ডলার এন্ড্রস করা থাকলে কি ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হবে?

  • @majumdercomputer5373
    @majumdercomputer5373 2 หลายเดือนก่อน

    আপনার সব ভিডিও দেখি অনেক ভালো লাগে, ভাই তথ্যটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমি 3জনের ভিসার জন্য আবেদন করি , বিকাশের মাধ্যমে একসাথে 3জনের টাকা জমা করি, 04-07-24 ডকুমেন্ট জমা দেওয়ার তারিখ, ভিসা ফরম পরে চেক করে দেখি ফরমে ভুল হয়েছে, এখন আমি কেমন করে সংশোধন করতে পারি.. দয়াকরে একটু জানালে উপকৃত হবো....

  • @Shakilhossain-iu1tf
    @Shakilhossain-iu1tf ปีที่แล้ว

    ভাই আমার লস পাসপোর্ট, দুইবার মেডিকেল ভিসা করতে দিয়ে ভিসা পাইনি, শুধু জিডি কপি দিয়েছিলাম,এখন অরজিনাল জিডি কপি নটারি করেছি লস সার্কুলার সংগ্রহ করেছি এবং ১০০ টাকার স্ট্যাম্পে এফিডেফিট করেছি এগুলো দিয়ে এখন আমি তৃতীয়বারের জন্য এপ্লাই করলে কি ভিসা পাব, প্লিজ দাদা উত্তরটা দিবেন আমি চিকিৎসা করাতে ইন্ডিয়া যাব

  • @MDGolamRabbi-of1bp
    @MDGolamRabbi-of1bp 9 หลายเดือนก่อน

    আপনার ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ।

  • @arifimran4036
    @arifimran4036 ปีที่แล้ว +1

    ভাই আমি পাসপোর্ট এর প্রফেশন Business দিয়েছি...কিন্তু ট্রেড লাইসেন্স আমার বাবার নামে....এখন আমার প্রফেশন প্রুভ করার ক্ষেত্রে কি ডকুমেন্ট দিতে হবে....

    • @BappyTheDrifter
      @BappyTheDrifter ปีที่แล้ว

      পাসপোর্ট এ প্রফেশন দেখা যায় না। তাই ভিসার জন্য অন্য কোনো প্রফেশন দিবেন যেটার প্রমাণ হিসেবে আপনি ডকুমেন্টস দিতে পারেন

  • @diganta2205
    @diganta2205 ปีที่แล้ว +1

    ইতালির টুরিস্ট ভিসার জন্য কিভাবে আবেদন করবো। ভিডিও দিন। ধন্যবাদ

  • @sultanmahmood383
    @sultanmahmood383 7 หลายเดือนก่อน

    আমার IVAC এ ফাইল জমা দেয়ার ডেট আগামী ২৪তারিখ। এখন যদি কোন কারেনে আমি ২৪তারিখ ফাইল জমা দিতে না পারি আমি কি ২৫তারিখ গিয়ে জমা দিতে পারবো?

  • @globalvisa5800
    @globalvisa5800 11 หลายเดือนก่อน

    Bogura Nobab Bari Road a Global Visa Processing a jan,,valo kaj kore dite parbe

  • @prince3179
    @prince3179 ปีที่แล้ว +2

    সোহরাব ভাই SBI ট্রাভেল কার্ডের সুবিধা-অসুবিধা সহ বিস্তারিত তথ্যবহুল একটি ভিডিও চাই।

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  ปีที่แล้ว +1

      👍

    • @prince3179
      @prince3179 ปีที่แล้ว

      অপেক্ষায় রইলাম ভাই

  • @fahimchowdhury2308
    @fahimchowdhury2308 11 หลายเดือนก่อน

    ভাই আমি বিএসসি ২য় বর্ষের অধ্যয়নরত। আপনি বলুন শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্র কোন আইডি কার্ড, কত টুকু পাস কোরেছি কি দিবো?
    Please janben

  • @RafinislamBD
    @RafinislamBD 11 หลายเดือนก่อน

    ভাই আমার পাসপোর্টে পেশা দেয়া আছে Private Service. তবে এখন আমি কোনো জব করিনা। আমি এখন বিজনেস করি। সেক্ষেত্রে আমি যদি ট্রেড লাইসেন্স এর ফটোকপি জমা দেই তাহলে কি এই কারণে ভিসা রিজেক্ট হবে ??
    বিষয়টা জানালে খুবই উপকৃত হবো। ধন্যবাদ

  • @mdabdulkayum4040
    @mdabdulkayum4040 8 หลายเดือนก่อน

    আমি Noc তে যদি মার্চ ১তারিখ থেকে ছুটি নেই ১৫তারিখ পর্যন্ত তাহলে ফোরমে কি দিবো

  • @joyamajumder5778
    @joyamajumder5778 ปีที่แล้ว +1

    আমার ভিসার মেয়াদ শেষ হবে সেপ্টেম্বরের ৯ তারিখ এখন আমি যদি আবার ভিসার জন্য আবেদন করি তাহলে কি ভিসা দিবে নাকি রিজেক্ট করার চান্স আছে??

    • @BappyTheDrifter
      @BappyTheDrifter ปีที่แล้ว +1

      রিজেক্ট করবে না

  • @harichakrabarty6450
    @harichakrabarty6450 8 หลายเดือนก่อน

    ভাই আমি সরকারি চাকরি করছি, আমার জিও কবিতা উল্লেখ করেছে আগামী ১০/২/২০২৪ হইতে ২০২৪ তারিখ পর্যন্ত একমাস ছুটির দরখাস্ত করেছি এবং ওখানে উল্লেখ করেছি বাস্তব ভ্রমণের তারিকতে আমি ভিসা দরখাস্ত করেছে ১৭ তারিখ এবং জমার ডেট ৮ তারিখ তাতে আমার ভিসা পাওয়ার সমস্যা হবে

  • @glowingprince7977
    @glowingprince7977 ปีที่แล้ว

    bhai sob bujechi, kintu passport correction korano hoyeche 'School certificate' theke toh Indian visa Apply er khetre sei certificate dile hobe na ?

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  ปีที่แล้ว +1

      দিলে দিতে পারেন তবে ওটা মেন্ডেটরি না ।

  • @bhow9191
    @bhow9191 ปีที่แล้ว

    ভাই আমার বাবা ভিসা apply করেছে কিন্তু বাবার মায়ের নাম ভূল হয়েছে example -ঠিক ANNADA OR ভূল ANNANDA এখন কিছু করা যাবে না কি জমা দিবে আর দিলে কী বাতিল হবে একটু দয়া করে বলবেন।

  • @anandakumardatta-shuvo8913
    @anandakumardatta-shuvo8913 ปีที่แล้ว +1

    vaiya... Present address e jei ivac ase sekhane indian visar apply kora jabe? Naki permanent address onujayi te jei ivac applicable sekhanei sudho application kora jai?
    N.B : amr passport present & permanent address same...but ekhon job er jonno..onno division e asi

    • @BappyTheDrifter
      @BappyTheDrifter ปีที่แล้ว

      বর্তমান ঠিকানা অনুযায়ী জমা দিবেন

    • @anandakumardatta-shuvo8913
      @anandakumardatta-shuvo8913 ปีที่แล้ว

      @@BappyTheDrifter passport er present & parmanent address 2tai Rajshahi division e.. Ekhon comilla thakle comilla ivac te apply kora jabe?

  • @SabbirAhmed-km7bs
    @SabbirAhmed-km7bs ปีที่แล้ว

    আমার বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই আমি কি অন্য জেলা থেকে টুরিস্ট বা ডাবল এন্ট্রি ভিসার আবেদন করতে পারবো??

  • @sufolroy7280
    @sufolroy7280 ปีที่แล้ว

    আমার পাসপোর্ট এর সাথে আমার ভোটার আইডি কার্ড এর মিল আছে এবং কি আমার বাবা মায়ের সাথে ও মিল। কিন্তু আমার সার্টি ফিকেট এর সাথে বাবা মায়ের নামের একটু গরমিল আছে। ইন্ডিয়ান ভিসা অফিসে কি যে শিক্ষাগত যোগ্যতা দেখাবো তা কি ওখানে জমা করতে হবে। ভাই একটু জানাবেন কি করতে পারি।

  • @ikssiam2178
    @ikssiam2178 11 หลายเดือนก่อน

    Visa application form er modde graduate deachi tar por next avr student deachi so akhon ki student id card dile.Kono problem hobe? Jehetu ami graduate?

  • @jmrud5857
    @jmrud5857 ปีที่แล้ว +1

    স্যার, ই পাসপোর্ট করতে কি মা বাবার এন আইডি কার্ডের ফটোকপি লাগবে। আমি আমার নিজের এন আইডি কার্ড দিয়ে আবেদন করবো।

    • @BappyTheDrifter
      @BappyTheDrifter ปีที่แล้ว

      মা বাবার এন আইডি লাগবেনা

  • @ShahidaMilki
    @ShahidaMilki ปีที่แล้ว

    সিনিয়র সিটিজেন ৬৫+ বয়সের নারী পুরুষকে কি ৫ বছর মেয়াদী ভিসা দেয়ার নিয়ম এখনও বহাল আছে? করোনার আগে এটা ছিল।

  • @abirsohel8661
    @abirsohel8661 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম আমার একটু তথ্য জানার আছে আপনার কাছ থেকে মনে করেন আমি সেপ্টেম্বর মাসের 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আমার অফিস থেকে আমি ছুটি নিয়েছি আমার অফিসের 10 তারিখ থেকে 20 তারিখ উল্লেখ করা আছে যে দশ দিন আমি ছুটি নিয়েছি আমি যখন ভিসা এপ্লাই করব আমি তখন কোনটা ডেট টা দিবো

  • @myyoutube6932
    @myyoutube6932 ปีที่แล้ว

    সোহরাব ভাই আমার ইন্ডিয়ান ভিসার মেয়াদ ছিল 22/05/2023 পযন্ত। আমি 07/05/2023 তারিখ ইন্ডিয়া যেয়ে 12 দিন থেকে ভিসা শেষ হওয়ার 2 দিন আগে অর্থাৎ 20/05/2023 তারিখে দেশে ফিরি। এখন মেয়াদ শেষ হওয়ার 2 দিন আগে ফেরার জন্য কি পরবর্তী ভিসা পেতে কোনো সমস্যা হবে?

  • @sorowarbukhary3851
    @sorowarbukhary3851 ปีที่แล้ว

    dawki বর্ডার দিয়েছি কিন্তু হোটেলের ঠিকানা কোলকাতা দিয়েছি, ফা্ইল জমা দেওয়ার সময় কি একটা আবেদন জমা দিতে হব?

  • @zillurahmanchowdhury4768
    @zillurahmanchowdhury4768 11 หลายเดือนก่อน

    Vai amar passport 4 ta amar purber passport indianvissa mara prothom passport a ekhon kunta ullekh korbo plsbolen

  • @ranaahmedali3957
    @ranaahmedali3957 ปีที่แล้ว

    কৃষক দিয়ে যাদের পাসপোর্ট করা তাদের কি কি লাগবে??
    একটু বলবেন ভাই

  • @salhasan461
    @salhasan461 11 หลายเดือนก่อน

    Vai amar boyos 17 bochor
    Oprapto boyose kibabe visit visa korte hoy oi bisoye ekta video chai.
    Mane ki ki document lagbe 💞

  • @prodipdas5519
    @prodipdas5519 10 หลายเดือนก่อน

    Bhaijan ami ager visa koreci Rajshahi Mission under a Bogura Ivac theke. Ami abar visa apply korbo. Akhon ami last visar information a place of issued ki debo? Please help me

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  10 หลายเดือนก่อน

      লাস্ট টাইম যেখান থেকে করেছিলেন ওইটাই তো দিতে হবে তাই না

  • @kawsarahamedroni8918
    @kawsarahamedroni8918 ปีที่แล้ว

    Bhaia amar indian visa from a destination/rank deya hoi nai she khetre ki kono problem hobe?...

  • @azimahmed7718
    @azimahmed7718 ปีที่แล้ว +1

    Vai ctg ivac a 20 agust joma diyechi delivary date diyeche 10 September. Ekhon ei date er moddhe visa pawar possibility kemon?

    • @BappyTheDrifter
      @BappyTheDrifter ปีที่แล้ว

      আপনার সব ডকুমেন্টস ঠিক থাকলে ভিসা পেয়ে যাবেন আশা করি

    • @azimahmed7718
      @azimahmed7718 ปีที่แล้ว

      @@BappyTheDrifter documents sob thik diyeo agerbar reject khaici but oi ek document diye amar friend visa paiche oder system ki bhji nah bhai

    • @BappyTheDrifter
      @BappyTheDrifter ปีที่แล้ว

      @@azimahmed7718 ভিসা দেয়া না দেয়া ইন্ডিয়ান এম্বাসির ইচ্ছে। আল্লাহ ভরসা

    • @azimahmed7718
      @azimahmed7718 ปีที่แล้ว +1

      @@BappyTheDrifter দোয়া কইরেন ভাই ❤️

  • @sudarshonboidya9300
    @sudarshonboidya9300 ปีที่แล้ว

    ভাই আমি ভিসা পেয়েছিলাম কিন্তু ইন্ডিয়াতে যায়নি।এখন ভিজিটেড ইন্ডিয়া ঘরে ইয়েস নাকী নো দিবো??আর ইয়েস দিলে আমি তো ইমিগ্রেশন ও ক্রস করেনি।সুতরাং এড্রেস কোথায় পাবো??আর ফরমে তো ভিজিটের কথা বলেছে ,ভিসা পেয়েছি কীনা সেটা তো বলেনি।কী বলেন? ?

    • @UttamKumar-yn7kv
      @UttamKumar-yn7kv ปีที่แล้ว

      same to me , but what should we do now?

  • @SolaimanSakib-p1b
    @SolaimanSakib-p1b ปีที่แล้ว

    akn tu passport a correction ar khetre kono affidavit lage na. ty correction ar shomoy kono affidavit korayni. tu aknn ki affidavit korale cholbe? r amr previous passport spouse name celona akn add hoyce tobe ki affidavit a aita on ullekh korte hbe? r amr passport harayce new passport pawar por so ami tu lost passport circular nai nai. shai khetre amr ki shodo gd copy dilei hbe?

  • @fatemasharmin2371
    @fatemasharmin2371 ปีที่แล้ว

    student under 18er,akon e passport korte chai kintu schooler kono ID card nai. ki korbo vai aktu help korban plz

  • @monirgaming6088
    @monirgaming6088 2 หลายเดือนก่อน

    ভাই একটা নতুন ই পাসপোর্টে করেছি ডট ( . ) আসছে এখন আাবার নতুন করে পাসপোর্ট করে ডট ( . ) বাদ দিতে চাচ্ছি ২য় পাসপোর্টে। এরপর ২য় পাসপোট দিয়ে ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করলে কি কোনোপ্রকার এভিডেভিড দেওয়ার প্রয়োজন পরবে?

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  2 หลายเดือนก่อน

      Na

    • @monirgaming6088
      @monirgaming6088 2 หลายเดือนก่อน

      @@TechProSOHRAB মানে ১ম পাসপোর্টে এনআইডি অনুযায়ী ডট দিয়ে করাতে ডট আসছে এখন ২শ পাসপোর্ট ডট বাদ দিয়ে নিতে চাচ্ছি। এর পর ওই ২য় পাসপোর্ট দিয়ে ইন্ডিয়ার ভিসা করবো এর জন্য কি এভিডেভিড দেওয়া লাগবে।
      আপনি আমার কথা বুঝছেন?

  • @najimuddin4993
    @najimuddin4993 ปีที่แล้ว

    Appointment miss korle ki korbo

  • @rayhanahmed2272
    @rayhanahmed2272 ปีที่แล้ว

    Vai visa submit korar por deki akta banan vul ,, Akn notun Kore abar korlam but last error dekay,, temporary I'd diya abar try korle bole already submitted,, pore oi submitted I'd diya try korleo hocce na

  • @bappisharmasharma3994
    @bappisharmasharma3994 ปีที่แล้ว

    ভাই,, আমি পাসপোর্ট সংশোধন করেছি,,, কিন্তু আগের পাসপোর্টে একবার ইন্ডিয়া গিয়ে ছিলাম,,আর আমাকে ওমান অ্যাম্বেসি আমাকে এনওসি দিয়েছে,, আগের সব পাসপোর্ট আমার কাছে আছে,, আমাকে কি এফিডেবিট করতে হবে,,, মেডিকেলে ভিসা র জন্য,,, ভিসা কত দিনে পেত পারি

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  ปีที่แล้ว +1

      পাসপোর্ট সংশোধন করলে ইন্ডিয়া এম্বাসি ঝামেলা করে তাই এফেডিবিট পারলে দিয়ে দেন ।

  • @sunybsl2598
    @sunybsl2598 ปีที่แล้ว

    আগের পাসপোর্টে ভারতীয় ভিসা নেই বর্তমান পাসপোর্ট জন্মসাল সংশোধন করেছি এখন কি AFFIDAVIT দিতে হবে
    নাকি না দিলেও চলবে
    একটু জানাবেন ভাইয়া

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  ปีที่แล้ว +1

      যেহেতু দুইটা পাসপোর্ট ই জমা দিতে হবে সেহেতু দুইটা পাসপোর্ট এর একটার সাথে আরেকটা কিন্তু মিলবে না বানানে পার্থক্য দেখবেন ওনারা তাই দিয়ে দেয়া ভালো ।

    • @sunybsl2598
      @sunybsl2598 ปีที่แล้ว

      ​@@TechProSOHRABধন্যবাদ ❤

  • @bijoydey8583
    @bijoydey8583 ปีที่แล้ว

    ভাই আমার পাসপোর্ট এবং ভিসা এ বোয়ালমারী বাজার দেওয়া!আর বিদ্যুৎ বিল আসে দক্ষিণ কামারগ্রাম বোয়ালমারী পৌর নামে।
    (দক্ষিণ কামারগ্রাম আর বোয়ালমারী বাজার একি জায়গা) এতে কি সমস্যা হবে?

    • @BappyTheDrifter
      @BappyTheDrifter ปีที่แล้ว

      বিদ্যুৎ বিলের মতো করে বর্তমান ঠিকানা দিবেন তাহলে সমস্যা হবে না

  • @armanahmed2571
    @armanahmed2571 11 หลายเดือนก่อน

    bank balance 20000/- rekhe last 6 months er statement dile ki visa hobe?

  • @durjoyroy3776
    @durjoyroy3776 ปีที่แล้ว

    আমার পেষা পাসপোর্টে Student দেওয়া আছে কিন্তু আমি Study ছেড়ে দিয়েছি তাহলে আমি কিভাবে ভিসা পেতে পারি জানাবেন প্লিজ ভাই ।

    • @mohammad_rahi.
      @mohammad_rahi. ปีที่แล้ว +1

      পেশা নিয়ে কোন সম্যসা নেই,, এটি শুধু আপনার পাসপোর্ট server এ দেখায় সুতরাং কোন সম্যসা হবেনা

  • @AddictionofFishing
    @AddictionofFishing ปีที่แล้ว

    ভাই বিদ্যুৎ বিলের কপি নাহ দিয়ে যদি ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকত্ব সনদ পত্র দেই তাহলে কি সমস্যা আছে! সেখানেও তো ঠিকানার ডিটেইলস দেওয়া থাকে।

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  ปีที่แล้ว +1

      দিতে পারেন তবে আমি যতটুক জানি প্রেজেন্ট অ্যাড্রেস এর ভেরিফিকেশনের জন্য ইউটিলিটি বিল এর কপিটা লাগে ।

    • @AddictionofFishing
      @AddictionofFishing ปีที่แล้ว

      @@TechProSOHRAB সমস্যা হচ্ছে ভাই আমার পাসপোর্টে নিজ জেলার ঠিকানা মানিকগঞ্জ। কিন্তু আমার বাসা নবাবগঞ্জ উপজেলার কাছাকাছি তার কারণে আমি মানিকগঞ্জের হওয়া সত্বেও নবাবগঞ্জের বিদ্যুৎ ব্যবহার করি!
      এখন যদি বিদুৎ বিলের এড্রেস ব্যবহার করে ভিসার এপ্লাই করি তাহলে ভিসা রিজেক্ট করে দিবে?

  • @bijoydhar2799
    @bijoydhar2799 ปีที่แล้ว

    Bhaiya amr last passport a kisu information wrong chilo jar jonno oi passport diye kothao visit kori nai & kisu din age reissue kore new passport korsi but ekon jodi indian visa jonno apply kori tahole ki previous passport tah ivac a submit kora lagbe ? Ar visa pawar possibility kemon?

    • @BappyTheDrifter
      @BappyTheDrifter ปีที่แล้ว

      সকল পুরাতন পাসপোর্ট জমা দিতে হবে। পুরাতন পাসপোর্ট এর কোনো তথ্য পরিবর্তন করলে সেটার জন্য নোটারী এভিডেভিড জমা দিবেন

  • @shawonahmedsayed9090
    @shawonahmedsayed9090 ปีที่แล้ว

    ভাই আসসালামু আলাইকুম। আমার আপনার একটা হ্যেল্প লাগবে। আমি পাসপোর্ট করসি।জন্ম নিবন্ধন দিয়ে।ঐ সময় আমার NID ছিল না। এখন আমি ভিসা apply করতে চাই। এখন কিভাবে কি করবো।অনেক এ বলতেছে।পাসপোর্ট জন্ম নিবন্ধন দিয়ে করা থাকলে এবং ভিসা apply এর সময় NID নম্বর দিলে। মিল না পেয়ে ভিসা রিজেক্ট করে দেয়ে। আপনি please আমার একটা হেল্প করেন। কি করবো বুঝতেছি না।আসা করি আপনি রিপ্লে দিবেন।ধন্যবাদ।

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  ปีที่แล้ว +1

      সেক্ষেত্রে আপনি এন আইডির সাথে জন্ম নিবন্ধন সার্টিফিকেটের একটা কপিও দিতে পারেন

  • @sahedali6590
    @sahedali6590 ปีที่แล้ว

    ভাই আমি অফিস থেকে এনওছি নিছি সেপ্টেম্বর ১০--১৫ তারিখ কিন্তুু এপয়নমেন্ট ডেট পাইছি ২৫ সেপ্টেম্বর,, এক্ষেত্রে আমার নতুন এনওছি নিতে হবে

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  ปีที่แล้ว

      আমার কাছে তো মনে হয় নতুন নিয়েই বেটার ।

  • @Crazyshortsbd1
    @Crazyshortsbd1 ปีที่แล้ว

    আচ্ছা আমার টিকা সনদে নাম বংলায় আসছে তাতে কি কোনো সমস্যা বা দেশের বাহিরে গেলে সমস্যা হবে? জানাবেন প্লিজ

  • @protoykarmokar3091
    @protoykarmokar3091 ปีที่แล้ว

    ভাই, আমি অনার্স ৩য় বর্ষে অধ্যায়নরত তাহলে আমার শিক্ষাকতা যোগ্যতা এইসএসসি দিয়েছি, তাহলে আমি যদি অনার্সের স্টুডেন্ট আইডি কার্ড দেখাই তাহলে হবে?

  • @natureinlife4096
    @natureinlife4096 ปีที่แล้ว

    bhai amar visa joma dewa 40 day per hoeye gease visa check koriam sudhu under processing lekha ase nicha kisu lekha nai ami ki visa pabo?please help me

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  ปีที่แล้ว

      যদি এখনো পাসপোর্ট কানেক্ট করতে না বলে থাকে তাহলে এখনো চান্স আছে ।

    • @natureinlife4096
      @natureinlife4096 ปีที่แล้ว

      15dine 2 step per hoyese 40din per hoye gelo ar aguse na sms ase nai akhon ki korbo?

  • @mdramjanali5760
    @mdramjanali5760 11 หลายเดือนก่อน

    Agent Bank এর Bank statement দিয়ে indian VISA সম্ভব

  • @shimulhasan5985
    @shimulhasan5985 ปีที่แล้ว

    অনলাইন চেক করলাম দেখাচ্ছে ভাই Application Status :- Under Process এর এর মানে আমারটা কি ক্যান্সেল হয়ে গেছে

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  ปีที่แล้ว

      যদি আপনাকে পাসপোর্ট কালেক্ট করতে বলে মেসেজ চলে আসে কিন্তু আন্ডার প্রসেস দেখায় তাহলে হয় নাই আর না হলে এখনো চান্স আছে ।

  • @patadas5354
    @patadas5354 ปีที่แล้ว

    Sir visa kotodin lagte pare ami sirajgonj theke rajshahi giye korbo amar visa ta aktu emargency dorkar please janaben aktu sir

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  ปีที่แล้ว

      বর্তমানে তো ইন্ডিয়ান ফিশার এপ্লিকেশন করলে এক মাস সময় লাগে ইমারজেন্সিতে করতে গেলে কোন এজেন্সির সাথে কথা বলে দেখতে পারেন ।

  • @najmul_hasan175
    @najmul_hasan175 ปีที่แล้ว

    Bhai bank statement ki parents er dile ki hobe na?

    • @BappyTheDrifter
      @BappyTheDrifter ปีที่แล้ว

      আপনি স্টুডেন্ট বা বেকার হলে বাবা মায়ের ব্যাংক স্টেটমেন্ট দিতে পারবেন

  • @azizurrahman.1991
    @azizurrahman.1991 ปีที่แล้ว

    Sir
    এই বছরে tax return কি Online দিতে পারবে, কি ভাবে পারে জানাবেন?

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  ปีที่แล้ว

      গত বছর যেভাবে দেয়া গেছে এ বছরও সেভাবে দেয়া যাবে তবে ওয়েব সাইটটা একটিভ হলে দিতে পারবেন একটিভ হয়ে যাবে ।

  • @user-ho4ux6eo1w
    @user-ho4ux6eo1w ปีที่แล้ว

    Kono karon carai reject kortece....

  • @ashishmojumder7305
    @ashishmojumder7305 ปีที่แล้ว

    ভাইয়া আমি HSC পাস, বর্তমানে আমি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সে পড়তেছি। আমার স্টুডেন্ট আইডি কার্ড ও আছে। তাহলে আমি শিক্ষাগত যোগ্যতা কোনটা দিবো?

  • @asmmobaidulislam8618
    @asmmobaidulislam8618 ปีที่แล้ว

    ইন্ডিয়ার যত রকম নিয়ম
    সর্বশেষ যে পাসপোর্ট আছে সেটা ঠিক আছে কি না সেটা মূল বিষয়...
    ইন্ডিয়া বাংলাদেশ কে সব সময় লাফা লাফি করায়..

  • @ayshasharmin
    @ayshasharmin ปีที่แล้ว

    What about housewives? If I can show my own bank statement with credit card endorsements..
    What other documents do I have to sumbit?

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  ปีที่แล้ว

      I have another video regarding which document you need to prepare for Indian Visa. If you watch that video, you will get an idea about the documents,

    • @globalvisa5800
      @globalvisa5800 11 หลายเดือนก่อน

      Bogura Nobab Bari Road a Global Visa Processing a jan,,valo kaj kore dite parbe

  • @muradhossain9997
    @muradhossain9997 ปีที่แล้ว

    ভিসা আবেদনে এক্সপেক্টেড ডেট দিয়েছিলাম ০৬/০৯/২৩ কিন্তু এপয়েন্টমেন্ট ডেট পেয়েছি ১৭/০৯/২৩ সেই ক্ষেত্রে NOC তে ছুটির তারিখ কত থেকে কত উল্লেখ করবো?

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  ปีที่แล้ว

      সব থেকে ভালো হয় আপনি যদি আপনার অফিসে ম্যানেজ করে ডেটটা বেশি নিতে পারেন যেমন 5 তারিখ থেকে ২৫ তারিখ তাহলে দুইটাই কাভার করে ।

  • @mohammadsajjat8871
    @mohammadsajjat8871 ปีที่แล้ว

    vai ai appointment system ki off hobar kono chance ase ,karon aita akta baje system ato din wait korano

  • @ovi022
    @ovi022 ปีที่แล้ว

    সোহরাব ভাই কেমন আছেন ❤

    • @TechProSOHRAB
      @TechProSOHRAB  ปีที่แล้ว

      Alhumdulillah

    • @travelersayed
      @travelersayed ปีที่แล้ว

      youtube.com/@travelersayed?si=nl6ncUkzAOpf2Q0n

  • @costncutter
    @costncutter ปีที่แล้ว

    Why people even go to poor India 😮😮

  • @RUMAN122
    @RUMAN122 ปีที่แล้ว

    i love

  • @rahbareharamaintoursandtra4832
    @rahbareharamaintoursandtra4832 ปีที่แล้ว

    Nice 👍