Prayagraj Tour guide in Bengali | প্রয়াগরাজ ভ্রমণ গাইড | Triveni Sangam Allahabad | Allahabad Tour

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @rathnasen1537
    @rathnasen1537 9 หลายเดือนก่อน

    খুব ভালো লাগলো, ধন্যবাদ।

  • @pradipkumarbasu62
    @pradipkumarbasu62 6 หลายเดือนก่อน +1

    খুব ভালো লাগলো। পয়েন্ট টু পয়েন্ট কথা বলেছেন বলে আরো ভালো লাগলো।

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  6 หลายเดือนก่อน

      অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকুন। 🥰

  • @SangitaChakraborty-g9k
    @SangitaChakraborty-g9k 10 หลายเดือนก่อน

    Khub. Bhalo. Laglo 👌

  • @s.biswas6122
    @s.biswas6122 4 หลายเดือนก่อน

    ভিডিও খুব ভালো লাগলো । ধন্যবাদ

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  4 หลายเดือนก่อน

      @@s.biswas6122 অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকুন। 🥰

  • @samirdeb579
    @samirdeb579 ปีที่แล้ว

    Video good Video 🙏
    Very helpful Video 🙏

  • @subirmazumder2409
    @subirmazumder2409 ปีที่แล้ว +1

    খুব ভাল লাগল ধন্যবাদ।

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  ปีที่แล้ว

      ধন্যবাদ। উৎসাহিত হলাম। আপনি এর আগে আগেই আপলোড করা বারাণসী ভ্রমণ গাইডটা দেখেছেন দাদা? না দেখলে চ্যানেলে ঢুকে দেখে নেওয়ার অনুরোধ রইল। 🥰

  • @KumarD-b9g
    @KumarD-b9g 4 หลายเดือนก่อน

    Very important information has been given about Prayagraj

  • @amitavabhattacharjee06
    @amitavabhattacharjee06  ปีที่แล้ว +15

    প্রিয় দর্শকবন্ধুরা, প্রয়াগরাজ ভ্রমণ গাইড ভিডিওতে অনবধানতাবশত কিছু অসম্পূর্ণতা ও তথ্যগত ত্রুটি রয়ে গেছে৷ প্রথমত, ভিডিওতে দেখানো প্রয়াগরাজের প্রায় প্রতিটা জায়গাই প্রতিদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত আপনাদের ঘোরার সময়ের মধ্যে খোলা থাকলেও আনন্দ ভবন সোমবারে সম্পূর্ণ বন্ধ থাকে। এটা ডেস্ক্রিপশন বক্সে উল্লেখ করা হলেও ভিডিওতে উল্লেখ করা হয় নি। দ্বিতীয়ত, খরচের হিসাবে প্ল্যাটফর্ম ফি, এন্ট্রি ফি সহ মোটামুটি আরও ১০০ টাকার মতো যোগ হয়ে খরচ প্রায় ৮৫০ - ৯০০ টাকা হবে। তৃতীয়ত, বিপ্লবী চন্দ্রশেখর আজাদ পুলিশের গুলিতে নয়, নিজে নিজেকে গুলি করে শহীদের মৃত্যু বরণ করেন। এছাড়া, ডাউন বিভূতি এক্সপ্রেস প্রয়াগরাজ জংশন থেকে ছাড়ে বলা হলেও প্রকৃতপক্ষে ট্রেনটি প্রয়াগরাজ রামবাগ স্টেশন থেকে ছাড়ে। এইসব অনিচ্ছাকৃত অসম্পূর্ণতা ও ত্রুটির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি।

    • @snehendudutta8792
      @snehendudutta8792 ปีที่แล้ว

      খুব ভাল লাগল ভালো থাকবেন

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  ปีที่แล้ว

      @@snehendudutta8792 অসংখ্য ধন্যবাদ। 🥰

  • @diwakarbhatnagar6244
    @diwakarbhatnagar6244 ปีที่แล้ว

    Nice video and good information

  • @lakshmigoswami9720
    @lakshmigoswami9720 2 หลายเดือนก่อน

    Video Tir Janno Onek Onek Dhannobad Jainai Dada 🙏🙏

  • @JyothsnaChakraborty
    @JyothsnaChakraborty 11 หลายเดือนก่อน

    ভাল লাগল।

  • @PratapChandraKole-gw8vz
    @PratapChandraKole-gw8vz 7 หลายเดือนก่อน

    খুব খুব ভালো লাগলো এবং ভ্রমণে যারা নুতন তারা খুব উপকৃত হবেন।

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  7 หลายเดือนก่อน

      অসংখ্য ধন্যবাদ। মানুষের কাজে লাগলেই পরিশ্রম সার্থক হবে। 🥰

  • @malasen5367
    @malasen5367 ปีที่แล้ว

    অনেক তথ্য পেলাম।
    ধন্যবাদ।

  • @ranjitkumarghosh9925
    @ranjitkumarghosh9925 ปีที่แล้ว

    আমরা পারিবারিক ভ্রমণে বানারসী গিয়ে খুব ভালো লাগলো এবং অনেক সুন্দর জিনিষ দেখে ধন্য হলাম

  • @santumukherjee7109
    @santumukherjee7109 ปีที่แล้ว

    খুব সুন্দর

  • @SuklaKundu-x4j
    @SuklaKundu-x4j ปีที่แล้ว

    Khub valo

  • @DebotriBanerjee
    @DebotriBanerjee 7 หลายเดือนก่อน

    খুব সুন্দর লাগছে

  • @AmitMukherjee-o4y
    @AmitMukherjee-o4y 10 หลายเดือนก่อน

    darun schedule

  • @ArjunGaswami
    @ArjunGaswami 4 หลายเดือนก่อน

    Dada apnake Pranam🌹🌷🥀🌹🌷🥀🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Khub Sundor Darshan korlam, Best Of Lak🌹🌷💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  4 หลายเดือนก่อน

      @@ArjunGaswami অসংখ্য ধন্যবাদ। 🥰

  • @soumendukarmakar1103
    @soumendukarmakar1103 ปีที่แล้ว

    Khub bhalo laglo

  • @MousumiMallick-v7q
    @MousumiMallick-v7q 3 หลายเดือนก่อน

    খুব সুন্দর কাকু, ভালো থাকবেন❤

  • @prasad664
    @prasad664 ปีที่แล้ว +1

    খুবই সুন্দর উপস্থাপনা।🇮🇳🌼🙏।

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  ปีที่แล้ว

      অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকুন। 🥰

  • @AjitDas-vx7rn
    @AjitDas-vx7rn ปีที่แล้ว

    খূব সুন্দর।

  • @pranabtravellers7270
    @pranabtravellers7270 ปีที่แล้ว +1

    বেশ সুন্দর লাগলো ভিডিও টি ❤️❤️❤️
    (Pranab Traveller's)

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  ปีที่แล้ว +1

      ধন্যবাদ। উৎসাহিত হলাম। 🥰

  • @manaskumarmandal2615
    @manaskumarmandal2615 ปีที่แล้ว

    Very useful guide. Thank you🙏.

  • @somsk56
    @somsk56 ปีที่แล้ว

    Khub bhalo hoyeche Kaku🎉❤

  • @SumanChakraborty-tp1zg
    @SumanChakraborty-tp1zg ปีที่แล้ว

    খুব ভালো লাগলো দাদা আমরা পুজোর পরে যাবো।।তার আগে আপনার ভিডিও খুব কাজে লাগবে ।

  • @Kashi.235
    @Kashi.235 9 หลายเดือนก่อน

    Love Triveni Sangam ❤

  • @sannyasikumargorai4776
    @sannyasikumargorai4776 หลายเดือนก่อน

    Good

  • @ShanuKSingh
    @ShanuKSingh 11 หลายเดือนก่อน

    Khub bhalo presentation. And
    Onk details e pawa jache ..
    Thanks

  • @bipasaganguly8156
    @bipasaganguly8156 ปีที่แล้ว +2

    বা:। বেশ ভালো লাগলো। সঙ্গম তো ভালোই বোঝা গেল। যদি এই এত কিছু তুলতে গিয়ে জলে ক্যামেরাটা পড়ে যেত!!!! দেখতে২ সেটাই মনে হলো। আকবরের কেল্লা... সেই কোন সুদূর অতীতকে ছুঁয়ে আজও দাঁড়িয়ে আছে। পুরো ভ্রমণটাই ইতিহাসের সরণি বেয়ে।

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  ปีที่แล้ว +1

      ধন্যবাদ। না, ক্যামেরা পড়ে যাওয়ার মতো অবস্থা হয় নি। তবে ভিডিও করতে গিয়ে কিছু কিছু ঝুঁকি আর ঝক্কি তো এসেই পড়ে। অবশ্যই, প্রয়াগের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম! 🥰

  • @lakshmipanda1788
    @lakshmipanda1788 ปีที่แล้ว

    Very nice

  • @BasudevBhattacharya
    @BasudevBhattacharya ปีที่แล้ว +2

    খুব ভালো লাগল এলাহাবাদ দর্শন। দিনে দিনেই প্রায় সব জায়গাই খুব অল্প সময়ে বেড়ানোর ভালো গাইড।

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  ปีที่แล้ว

      ধন্যবাদ দাদা৷ হ্যাঁ, মাঝেমধ্যে এই ধরনের গাইড ভিডিও দিলে অনেকে বেড়ানোর পরিকল্পনা করতে পারেন। আমি চাই, আমার ভিডিও দেখে মানুষ যাতে নিজে বেড়ানোর কথা ভাবতে পারেন, বেড়ানোর জন্য উৎসাহিত হন। 🥰

  • @s.biswas6122
    @s.biswas6122 4 หลายเดือนก่อน

    লো লাগলো

  • @sumitray-km4eu
    @sumitray-km4eu 6 หลายเดือนก่อน

    Nice

  • @bimalghosh8923
    @bimalghosh8923 2 หลายเดือนก่อน

    Sar অনেক দিন ধরে খোজার আপনার চ্যালেনটিকে খুজে পেলাম❤❤

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  2 หลายเดือนก่อน

      @@bimalghosh8923 অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন। 🥰

    • @bimalghosh8923
      @bimalghosh8923 2 หลายเดือนก่อน

      @@amitavabhattacharjee06 sar ami apnar schoolar akjon studant

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  2 หลายเดือนก่อน +1

      @@bimalghosh8923 ও। সে তো আমি বুঝতে পারিনি। 😃🥰

  • @nandalalchakraborty7800
    @nandalalchakraborty7800 ปีที่แล้ว +1

    Carry on dada

  • @debasisghosh6381
    @debasisghosh6381 2 หลายเดือนก่อน

    Dada proyagraj e kono bengali khabarer hotel thakle ektu information din

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  2 หลายเดือนก่อน

      বাঙালি খাবার পাবেন। ভাত, ডাল, সব্জি সর্বত্রই পাওয়া যায়।

  • @Bongguysubrata5
    @Bongguysubrata5 หลายเดือนก่อน

    Prayagraj ye sokale 4 tay auto pawa jabe prayagraj sangam station ye jawar jonno?

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  หลายเดือนก่อน

      @@Bongguysubrata5 গিয়ে খোঁজ নিন। লোক ভোরে যাচ্ছে তো। না পেলে অটো বুক করে নেবেন। নিয়ে যাবে।

  • @gb_culture771
    @gb_culture771 ปีที่แล้ว

    আপনার ভিডিও উপস্থাপনা আমাদের খুবই ভালো লাগলো
    একটা প্রশ্ন ত্রিবেণী সঙ্গম থেকে প্রয়াগ রাজের কোন স্টেশন কাছে প্রয়াগরাজ জংশন নাকি প্রয়াগরাজ রামবাগ??

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  ปีที่แล้ว +1

      অসংখ্য ধন্যবাদ। ত্রিবেণী সঙ্গম থেকে রামবাগ স্টেশন ৮ কিলোমিটার আর প্রয়াগরাজ জংশন স্টেশন ১১ কিলোমিটার দূরে। রামবাগ কাছে।

  • @apurbaroy1104
    @apurbaroy1104 7 หลายเดือนก่อน

    Ajke jacchi ekhn ss ex train e achi
    Apnar ktha onujayi plan krchi,,,
    Dekhi ki hy,,,,,,

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  7 หลายเดือนก่อน

      ভালোভাবে ঘুরে আদুন। তবে এই সময়ে খুব গরম পাবেন। ছাতা অবশ্যই ব্যবহার করবেন। 🥰

  • @runarunkumar5173
    @runarunkumar5173 ปีที่แล้ว

    শীঘ্রই যাব, কাজে লাগবেই।

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  ปีที่แล้ว

      ধন্যবাদ। কাজে লাগলেই সামান্য যা পরিশ্রম সার্থক হয়। 🥰

  • @DebjitOnWheels
    @DebjitOnWheels ปีที่แล้ว

    boat ride ta darun laglo...sangam e lokjon jol e platform dariye?? rs 20/head..puro thriving business..ananda bhavan bhalo laglo..darun chilo...episode ta...sob jayega ki roj khola?? sequence of tourist spots ta useful

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  ปีที่แล้ว +1

      ধন্যবাদ। হ্যাঁ, আনন্দ ভবন ছাড়া সব জায়গা রোজ খোলা। আনন্দ ভবন সোমবারে বন্ধ। প্ল্যাটফর্ম ভাড়াটা ওরা নেয় সম্ভবত জায়গাটা মেইটেনেন্সের কারণে৷ তবে আমার হিসেবে এগুলো আর এন্ট্রি ফি সহ কিছু খুচরো বিষয় ধরা না হলেও মোটামুটি ৮০০-৮৫০ টাকায় এই ভ্রমণ হয়ে যাবে।🥰

  • @supratik7780
    @supratik7780 หลายเดือนก่อน

    এলাহাবাদ এিবেনি সঙ্গমে যেখানে গঙ্গা চান করে সেই ঘাটের কি নাম ও কি ভাবে যায়?

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  หลายเดือนก่อน

      ত্রিবেণী সঙ্গমে কোনো ঘাট নেই। অন্তত আমি দেখিনি। সেখানে নৌকা করে যেতে হয় নদীর মাঝখানে৷ ভিডিওতে দেখলে বুঝতে পারবেন।

  • @jayantsen6027
    @jayantsen6027 5 หลายเดือนก่อน

    You have missed many of religious sites. Next time you should contact with Bharat sewasram, Ramakrishna Mission or Gauriya Math for sangam snan to avoid Panda's tension. there are 10 Mahadev,12 Madhavas, Main is Beni Madhav at daraganj. Allahabad Kalibari, Kalyani devi - Lalita devi one of the 51 shakti peeth, and many. Main festival season is Dussahara. Magh Mela is held for 2 month at the bank of triveni 14 January to Shivratri

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  5 หลายเดือนก่อน

      @@jayantsen6027 হ্যাঁ, জানি। আমরা অর্ধেক দিনের ট্যুরে গেছিলাম। সব দেখা সম্ভব হয় নি। ধন্যবাদ।

  • @Sukomalchowdhury-zu6dq
    @Sukomalchowdhury-zu6dq หลายเดือนก่อน +1

    পান্ডা বোট নিতে গেলে কত খরচ পড়ে। মহিলাদের কাপড় চেঞ্জ করার সুবিধা আছে কিনা?

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  หลายเดือนก่อน +1

      পান্ডা বোটের দরদাম আমি করিনি। তবে সেটা অনেক দর হাঁকে ওরাই বলেছে৷ দরাদরি করে নেবেন। মহিলাদের কাপড় চেঞ্জ করার আলাদা কোনো ব্যবস্থা দেখিনি৷

  • @biswajitgoswami1355
    @biswajitgoswami1355 ปีที่แล้ว

    অসাধারণ উপহার দিলেন মন ছুঁয়ে গেল দুটো বিষয় জানতে চাই ১) রেল ছাড়া বাসে কি বেনারস থেকে প্রয়াগরাজ যাওয়া যায়,২) প্রয়াগরাজ দর্শন শেষে কিভাবে চুনার দুর্গ,বিনধাচল দর্শন করবো

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  ปีที่แล้ว

      ধন্যবাদ। বেনারস থেকে বাসে প্রয়াগরাজ যাওয়া যায়৷ ভাড়া ৩০০-১৫০০ টাকার মধ্যে। চুনার দূর্গ আর বিন্ধ্যাচল পথেই পড়ে৷ তবে এসব দেখতে গাড়ী ভাড়া করতে হবে৷ এই কথা ভিডিওতে বলা আছে৷ ভালো করে দেখুন।

    • @biswajitgoswami1355
      @biswajitgoswami1355 ปีที่แล้ว

      সেটা দেখেছি শেষ যেটা জানতে চাই বেনারস থেকে চুনার,বিনধাচল কি কোন কনডাকটেড টুর হয়

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  ปีที่แล้ว

      @@biswajitgoswami1355 হয়। ওখানে গিয়ে খোঁজ নেবেন। অনেক ট্রাভেল কোম্পানি আছে। তবে আমার নাম ঠিকানা জানা নেই।

    • @biswajitgoswami1355
      @biswajitgoswami1355 ปีที่แล้ว

      @@amitavabhattacharjee06 আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন

  • @subhrasamanta9309
    @subhrasamanta9309 ปีที่แล้ว

    Dada benaros theke elahabad jete je train er koths bollen seta ki age theke রিজার্ভেশন করতে হবে? নাকি দিনে দিনেই টিকিট পাওয়া যাবে? জানালে সুবিধা হতো

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  ปีที่แล้ว

      তিন চার ঘন্টার জার্নি। তবু আমি টিকিট রিজার্ভ করে গেছিলাম। না হলে বসার জায়গা পাবেন সে নিশ্চয়তা কে দেবে বলুন? ভীড় তো লেগেই থাকে। তবে ডেইলি টিকিটের ব্যবস্থা সব ট্রেনেই থাকে। কিন্তু সব ট্রেনে রিজার্ভেশন পাবেন না। এবার সিদ্ধান্ত আপনার।

  • @swetadey4040
    @swetadey4040 16 วันที่ผ่านมา

    Ghat theke sangam jete ar aste kato samay lagbe?

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  16 วันที่ผ่านมา

      স্নান করলে ঘন্টা দেড়েক। নিজে বোট নিয়ে ঘুরে আসলে ঘন্টা খানেক।

  • @anjalibanerjee3370
    @anjalibanerjee3370 ปีที่แล้ว

    Acha poro banaros r porgraj gotta ki rokom koroch hoba

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  ปีที่แล้ว

      বারাণসীতে ৩ রাত থেকে প্রয়াগরাজে দিনে দিনে ভ্রমণ করলে জনপ্রতি ৫০০০-৬০০০ টাকা খরচ হবে।

  • @debjanidutta4872
    @debjanidutta4872 ปีที่แล้ว

    Any changing room for ladies in sangam

  • @anupchakrabarty8305
    @anupchakrabarty8305 ปีที่แล้ว

    বেনারস থেকে Chunar Fort, Bindhyobadini mondir and Prayagraj ------ ভাড়া গাড়িতে কত সময় ( up & down) লাগতে পারে? ভাড়া কেমন হতে পারে।

  • @chaitalidebnath5824
    @chaitalidebnath5824 2 หลายเดือนก่อน

    বেনারস থেকে প্রয়াগ রাজ বাসে যেতে চাইলে কোথা থেকে বাস ধরতে হবে

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  2 หลายเดือนก่อน

      @@chaitalidebnath5824 UPSRTC বাস টার্মিনাস থেকে বাস যায়। খোঁজ করে নিতে হবে।

  • @pankajkumarsarkar6375
    @pankajkumarsarkar6375 ปีที่แล้ว

    অমিতাভবাবু আপনাকে ধন্যবাদ জানাই। প্রয়াগরাজের ভিডিওটা দেখলাম। আনন্দভবন সন্ধ্যে ক'টা পর্যন্ত খোলা থাকে? ঘুরে দেখতে মোটামুটি কত সময় লাগতে পারে?
    মথুরা আর বৃন্দাবনের ওপর কোন ভিডিও ক্লিপিং থাকলে পোস্ট করলে উপকৃত হব।
    নমস্কার ও শুভেচ্ছা নেবেন।

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  ปีที่แล้ว

      ধন্যবাদ। আনন্দ ভবন কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে তা ভিডিওতে স্পষ্ট করে বলেছি। আপনি স্কিপ করে দেখেছেন বলে মিস করেছেন। তবে সোমবার বন্ধ থাকে সেটা বলতে ভুলে গেছিলাম। পরে কমেন্টে পিন করে দিয়েছি৷ ভবনটি ভালোভাবে দেখতে মিনিট ৪০ লাগবে। ভবন খোলা থাকে সকাল ৯.৩০- বিকেল ৫.০০ পর্যন্ত।
      না, বৃন্দাবনের উপর কোনো ভিডিও নেই। শুভেচ্ছা নেবেন। 🥰

    • @pankajkumarsarkar6375
      @pankajkumarsarkar6375 ปีที่แล้ว

      @@amitavabhattacharjee06 আমি মিস্ করে গিয়েছি। আবার আপনাকে অহেতুক কষ্ট করতে হল। মনে কিছু করবেন না। শুভেচ্ছা নেবেন।

  • @upanandadas93
    @upanandadas93 ปีที่แล้ว

    Ektu bolle khub dhonno hotam

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  ปีที่แล้ว

      আগের কমেন্টে বলে দিয়েছি।

  • @IshaRoy-pm8fr
    @IshaRoy-pm8fr หลายเดือนก่อน

    300 kore per boat bolle pitabe eta bengal na up sir

  • @asishdatta1547
    @asishdatta1547 7 หลายเดือนก่อน

    বারাণসী থেকে প্রয়াগরাজ গাড়িতে করে কত সময় লাগতে পারে?

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  7 หลายเดือนก่อน

      ৩ থেকে ৪ ঘন্টা। বিন্ধ্যাচল ও চুনার দূর্গ দেখে গেলে বেশি সময় লাগবে।

  • @narayanchakraborty7747
    @narayanchakraborty7747 ปีที่แล้ว

    বিভূতি এক্সপ্রেস প্রয়াগরাজ জঙ্গশন থেকে নয় রামবাগ স্টেশন থেকে ছাড়ে

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  ปีที่แล้ว

      ঠিক। আপনাকে ধন্যবাদ। ভিডিওটি একটু তাড়াহুড়ো করে প্রকাশ করতে গিয়ে বেশ কিছু তথ্যগত ত্রুটি রয়ে গেছে৷ এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি। কমেন্ট সেকশনে সঠিক তথ্য লিখে পিন করে দিলাম। এছাড়া এখন আর কিছু করার নেই।

  • @BiswarDekha
    @BiswarDekha ปีที่แล้ว

    দাদা,আপনার কাছে জানতে চাইছি,প্রয়াগরাজ সঙ্গম স্টেশন থেকে ভোর রাত 4.50 মিনিটে অযোধ্যা যাওয়ার ট্রেন, এই স্টেশনের আসে পাশে রাতে থাকার হোটেল যদি বলেন,না হলে ট্রেন ধরা মুশকিল, এই ভোরে ধরবো কি করে,প্লিজ বলবেন।

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  ปีที่แล้ว +1

      হোটেল প্রয়াগ বলে একটা হোটেল আছে প্রয়াগরাজ জংশন এর কাছে। ফোন নং 6295276021. ফোন করে একটু যাচাই করে নিয়ে বুকিং করবেন। আমার সাথে সরাসরি কোনো যোগাযোগ নেই।

  • @gamersuvo5716
    @gamersuvo5716 ปีที่แล้ว +1

    Panda boat koto ney seta to bollen na

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  ปีที่แล้ว

      হ্যাঁ, আমি সে বিষয়ে দরদাম করিনি বলে বলতে পারিনি৷ তবে এর চেয়ে বেশী হবে বলেছি।

  • @upanandadas93
    @upanandadas93 ปีที่แล้ว

    Bolchilm j varanasi thke prayagraj train a ki reservation a jete hbe?

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  ปีที่แล้ว

      হ্যাঁ, সিট রিজার্ভ করে যেতে হবে। নাহলে জেনারেলে ভীড় পাবেন। যেতে অসুবিধা হবে খুব।

  • @কির্তন
    @কির্তন ปีที่แล้ว

    ওটা আকবরের কেল্লা নয়
    সম্রাট অশোক সরাই খানা (inn)

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  ปีที่แล้ว

      মুঘল সম্রাট আকবর ১৫৮৩ সালে এই কেল্লা স্থাপন করেন। তাই এটি আকবর নির্মিত কেল্লাই। তবে কেল্লার ভিতরে সম্রাট অশোকের একটি শিলালিপি আছে, যা কৌশাম্বি থেকে এনে রাখা হয়েছে। ইতিহাসে এটাই আছে৷ গুগলেও। সরাইখানার বিষয়ে কিছু দেখিনি এখনও ।

  • @biswajitgoswami1355
    @biswajitgoswami1355 ปีที่แล้ว

    বিভুতি express হাওড়া নয় শিয়ালদহ থেকে ছাড়ে

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  ปีที่แล้ว

      না, আপনার ভুল হচ্ছে। বিভূতি এক্সপ্রেস হাওড়া থেকেই ছাড়ে। টাইম টেবল দেখে নিন।

    • @biswajitgoswami1355
      @biswajitgoswami1355 ปีที่แล้ว

      @@amitavabhattacharjee06 ভুল মেনে নিলাম

    • @swapankumarsau1318
      @swapankumarsau1318 ปีที่แล้ว

      Ganja kheye likchen na kji?????????

  • @tapanbhattacharjee6129
    @tapanbhattacharjee6129 ปีที่แล้ว

    বাসুদেব বাপু পয়াগরাজ বল , এলাহাবাদ নয়।

    • @amitavabhattacharjee06
      @amitavabhattacharjee06  ปีที่แล้ว

      কথাটা আপনার বানানে পয়াগরাজও নয়, প্রয়াগরাজ। বাসুদেব বাবু সিনিয়ার মানুষ। উনি বা আমাদের মতো পুরোনো মানুষরা দীর্ঘদিন এলাহাবাদই বলে এসেছি। ওখানে এলাহাবাদ হাইকোর্ট সহ অনেক কিছুই এখনও এলাহাবাদ নামেই আছে। অতএব অভ্যাসবশে এলাহাবাদ বললে জায়গাটি বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। সাংঘাতিক ভুলও কিছু নয়।

  • @purabimandal8706
    @purabimandal8706 2 หลายเดือนก่อน

    Khub valo

  • @debabrataguha5496
    @debabrataguha5496 ปีที่แล้ว

    খুব ভাল লাগল। ধন্যবাদ।

  • @sanatkumarmondal8107
    @sanatkumarmondal8107 3 หลายเดือนก่อน

    Very good