দাদা আমি সবসময় ভিসা পাই এবং যাই কিন্তু এইবার আমার ছোট ভাই আমি একসঙ্গে ভিসা করতে দিয়েছি কিন্তু ৩৫ দিন পর মেসেজ আসছে কিন্তু ভিসা আমার হয় নাই কিন্তু ছোট ভাইয়ের ভিসা হয়েছে,, আমাকে ভিসা কেন দিলো না
ভাই আমি যে হসপিটালে ডাক্তার দেখিয়েছি সেখানে কিছু রিপোর্ট করিয়েছিলাম আমি যে তারিখে দেখিয়েছি তারপরের দিনই আমি বাংলাদেশে চলে এসেছি চলে আসার আগে ওদেরকে কিছু বলে আসেনি চলে আসার আগে কি ওদেরকে পাসপোর্ট দিয়ে কোন কিছু এন্ট্রি করাতে হয় আমি যখন হসপিটালে যে রেজিস্ট্রেশন করেছি তখন তারা আমার পাসপোর্ট সম্ভবত ওদের সার্ভারে এন্ট্রি করেছে কিন্তু তার পরের দিন আমি যে চলে এসেছি আমি ওদেরকে বলে আসিনি শুধু রিপোর্ট করে কিছু পরীক্ষা-নিরীক্ষা ছিল এসব করে আমি চলে এসেছি চলে আসার আগে কি ওদেরকে আবার পাসপোর্ট দিয়ে কিছু করতে হয় নাকি চলে আসলে প্রবলেম হয় না সেটা একটু জানাবেন
আমার পাসপোর্টে পারমানেন্ট ঠিকানা টাংগাইল জেলা যা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত। কিন্তু চাকুরীসূএে আমি চট্টগ্রামে থাকি। তাহলে আমি কোন IVAC এ ফাইল জমা দিবো? ঢাকা নাকি চট্টগ্রাম ?
দাদা অনেক ভুল করার পরেও আরেকবার সুযোগ দিয়েছে আমাকে আমি মেডিকেল ভিসায় সিকিম ভ্রমন করি এবং ভিসায় উল্লেখ হসপিটালের কোন কাগজ দিতে পারিনি ভয়ে ছিলাম ব্লকসিল দিবে আমার হাইকমিশন রাজশাহী আজকে আপডেট চেঞ্জ হইছে your visa printed মেসেজ পেতে কতদিন লাগবে দাদা।
Vaia ami truest visar jonno application kore ashsi dhaka te. 20tarikher date deua ase token a.aj 2din hoye gese but kono message asheni. Visar 2ta step complete hoyese kintu 3step akhono hoyni.to ami ki visa ta pabo na plzz ekto janaben
আমার কৃষি ব্যাংক একাউন্ট আছে কিন্তু কিছুদিন ধরে একাউন্টে লেনদেন নাই আমি এখন যদি 10-15000 লেনদেন করি আমার ডেট পাওয়া পর্যন্ত তাহলে কি তারা আমার 20 হাজার টাকা ব্যালেন্স রেখি তাহলে ভিসা দিবে বলেন। আর না হয় একটা ভিডিও দেন এগুলা বিষেয়ে
দাদা আমি সবসময় ভিসা পাই এবং যাই কিন্তু এইবার আমার ছোট ভাই আমি একসঙ্গে ভিসা করতে দিয়েছি কিন্তু ৩৫ দিন পর মেসেজ আসছে কিন্তু ভিসা আমার হয় নাই কিন্তু ছোট ভাইয়ের ভিসা হয়েছে,, আমাকে ভিসা কেন দিলো না
ভাই কি জন্য ভিসা হয় না এটা বলা সম্ভব না। আবার ভালো করে ফাইল পূরন করে জমা দেন।
ভাই আমি যে হসপিটালে ডাক্তার দেখিয়েছি সেখানে কিছু রিপোর্ট করিয়েছিলাম আমি যে তারিখে দেখিয়েছি তারপরের দিনই আমি বাংলাদেশে চলে এসেছি চলে আসার আগে ওদেরকে কিছু বলে আসেনি চলে আসার আগে কি ওদেরকে পাসপোর্ট দিয়ে কোন কিছু এন্ট্রি করাতে হয় আমি যখন হসপিটালে যে রেজিস্ট্রেশন করেছি তখন তারা আমার পাসপোর্ট সম্ভবত ওদের সার্ভারে এন্ট্রি করেছে কিন্তু তার পরের দিন আমি যে চলে এসেছি আমি ওদেরকে বলে আসিনি শুধু রিপোর্ট করে কিছু পরীক্ষা-নিরীক্ষা ছিল এসব করে আমি চলে এসেছি চলে আসার আগে কি ওদেরকে আবার পাসপোর্ট দিয়ে কিছু করতে হয় নাকি চলে আসলে প্রবলেম হয় না সেটা একটু জানাবেন
না, কনো সমস্যা হবে না।
ব্যাংক একাউন্ট না থাকলে নতুন করে একাউন্ট খুলে সেইটার স্টেটমেন্ট দিলে কি কোন সমস্যা হবে?
মিনিমাম ৩ মাস লেনদেন দেখাতে হবে।
ডকুমেন্টস যা জমা দিবো তার মেইন কপিও কি নিয়ে যেতে হবে?
হ্যা সাথে রাখবেন, দেখতে চাইলে দেখাবেন।
আমার পাসপোর্টে পারমানেন্ট ঠিকানা টাংগাইল জেলা যা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত। কিন্তু চাকুরীসূএে আমি চট্টগ্রামে থাকি। তাহলে আমি কোন IVAC এ ফাইল জমা দিবো? ঢাকা নাকি চট্টগ্রাম ?
ঢাকায় জমা দিন।
Good
Thanks
দাদা অনেক ভুল করার পরেও আরেকবার সুযোগ দিয়েছে আমাকে আমি মেডিকেল ভিসায় সিকিম ভ্রমন করি এবং ভিসায় উল্লেখ হসপিটালের কোন কাগজ দিতে পারিনি ভয়ে ছিলাম ব্লকসিল দিবে আমার হাইকমিশন রাজশাহী আজকে আপডেট চেঞ্জ হইছে your visa printed মেসেজ পেতে কতদিন লাগবে দাদা।
আপনার কপাল অনেক ভালো। এমন করলে এখন ব্লাকলিস্ট করে দিচ্ছে। অপেক্ষা করুন খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন।
Vaia ami truest visar jonno application kore ashsi dhaka te. 20tarikher date deua ase token a.aj 2din hoye gese but kono message asheni. Visar 2ta step complete hoyese kintu 3step akhono hoyni.to ami ki visa ta pabo na plzz ekto janaben
আশা করি পাবেন। অপেক্ষা করুন পেয়ে যাবেন।
@@RDWS1887 vaia aj amar phone e masses ashse.please collecte your passport. Er mane ki visa hoyni naki
আমার কৃষি ব্যাংক একাউন্ট আছে কিন্তু কিছুদিন ধরে একাউন্টে লেনদেন নাই আমি এখন যদি 10-15000 লেনদেন করি আমার ডেট পাওয়া পর্যন্ত তাহলে কি তারা আমার 20 হাজার টাকা ব্যালেন্স রেখি তাহলে ভিসা দিবে বলেন। আর না হয় একটা ভিডিও দেন এগুলা বিষেয়ে
হ্যা হবে। পারলে ৩০০০০ টাকা দেখাবেন।
20000 হাজারে হবে না
হবে বাট একটু বেশি দেখাতে পারলে ভালো
ভিসা তে নির্দিষ্ট হাসপাতাল লিখা থাকলেও যারা অন্য হাসপাতালে চিকিৎসা নিয়ে চলে এসেছে বাংলাদেশ এ, তাদের ক্ষেত্রে কি করণীয়?
এখন কি ভিসার মেয়াদ আছে, থাকলে আবার ইন্ডিয়া গিয়ে সিলেক্টেড হসপিটালে ডাক্তার দেখিয়ে আসেন।
ভিসার মেয়াদ শেষ।
নতুন করে আবেদন করেছি।
সম্ভাব্য ডেলিভারি ছিল গতকাল ১০/০৬/২০২৪.
এখনো কোন রেজাল্ট নেই।
আবার ও কি মেডিকেল ভিসার জন্য আবেদন করেছেন।
জ্বী হ্যাঁ
ভাই ভিসার আবেদন করেই ফেলেছেন। এখন আর কিছু করার নাই। অপেক্ষা করুন।
ভাইয়া আমার পেশা যদি ফার্মার দিই আর আমার মায়ের জমির দলিলের ফটোকপি দিই তাহলে হবে বুঝিয়ে বলুন
হ্যা হবে। বাট জমির খাজনা বা পর্চা বা খতিয়ানের কপি দেবেন।
পুরনো লস্ট পাসপোর্ট এর জন্য কি নিয়ম?
জিডি কপি দেবেন।
@@RDWS1887জিডি কপি ই শুধু না কি সাথে loss carcular paper O dita hobe bai
Good
আপনার মতামত জানানো জন্য ধন্যবাদ।