রাষ্ট্র প্রধানের জওয়াবদিহীতা নির্বাচন এর মাধ্যমে হয়। ইসলামে রাষ্ট্রপ্রধান বিভিন্ন সময়ে বিভিন্নভাবে হয়েছে। সুতরাং আধুনিক নির্বাচন পদ্ধতি ইসলাম এর মুলনীতি এর সাথে অধিকতর সংগতিপূর্ণ।
শাসক মুসলিম কিন্তু গুণাহগার মুসলিম! যেমন উদাহরণস্বরূপ বলা যায়: মুসলিম হয়ে যদি কোন একটি ওয়াক্তের সলাত কেউ আদায় না করে তাহলে ঐ মুসলিম ব্যক্তি গুণাহগার মুসলিম!
@hasanalmamunlal9106 আসসালামু আলাইকুম আপনি ওনার প্রতিটি কথার বিপরীতে আলোচনা করুন। প্রথম ওনার একটি কথা ভুল প্রমাণ করবেন তারপর সঠিক দ্বীনের কথা বলবেন প্লিজ।
রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা বাধ্যতামূলক নয় এটা আপনার বলছেন কিন্তু প্রয়োজন আছে তা অস্বীকার করছে না এবং রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম যে রাষ্ট্রে ইকামতে দ্বীন প্রতিষ্ঠা করে গেছেন সে কথাও অস্বীকার করছেন না তাহলে আপনাদের এক্ষেত্রে করণীয় কোন কাজ তো বাংলাদেশে দেখতে পাওয়া যায় না তাহলে এক্ষেত্রে কি বলবেন আপনারা?
অন্ধত্বের ভান করে থাকলে দেখবেন কিভাবে? আগে দেশের মানুষ শিরিক থেকে ফিরে আসুক, ৯৫% মুসলমানদের মধ্যে ৯০% যদি শিরিকে লিপ্ত থাকে তাদের উপর কিসের দ্বীন কায়েম করবেন? এর উদাহরন হলো এই, আপনি একটা মসজিদ বানালেন, খুব চাকচক্যময়, এসি, টাইলস, গ্লাসের, মারবেল পাথরের সৌন্দর্য মুগ্ধ করে। তারপর দেখবেন ফজরের স্বালাতে মুসল্লি নেই। বা জুমার স্বালাতে প্রতিটি মসজিদ যেমন ভরপুর থাকে ওয়াক্তি স্বালাতে সেরকম মুসল্লি নেই,। কেন? দ্বীন কায়েম মানে আপনি যে ভুল বুঝে আছেন সেটারই একটা নমুনা। জোর করে ইসলামে কায়েম করা যায়না। এসব মসজিদে মুসল্লী বাড়াতে হলে একটাই করণীয়, সেটা হচ্ছে মসজিদ ভিত্তিক জ্ঞান চর্চা রাখতে হবে পাড়ায় পাড়ায়, মক্তবের শিক্ষা ও ইসলামিক দারসের আয়োজন রাখতে হবে মসজিদ ভিত্তিক। তারপর যখন সাবাই জ্ঞান অর্জন করবে, ইসলাম সম্পর্কে জানবে তখন মসজিদের এত টাইসের প্রয়োজন হবেনা, এসির প্রয়োজন হবেনা মানুষ খোলা মাঠেও স্বালাত আদায় করবে। ঠিক সেরুপ মানুষ শিরিক বিদআত থেকে সঠিক ইসলামের দিকে ফিরি আসলে, আপনার পরিবার, আপনার সমাজের সকল মানুষ যদি ইসলামের দিকে ফিরে আসে, শিরিক বিদআত না করে তখন আল্লাহ যে ক্ষমতা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এমনিতে আল্লাহ ক্ষমতা দিয়ে দিবেন। নয়ত জাতি যেমন তেমন রাষ্ট্র প্রধান পাবে। আহলুল হাদীস আলেমরাই সঠিক ইসলামের খেদমত করছেন যেন ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, দেশের সকলকে সঠিক ইসলামের দিকে, শিরি থেকে ফিরে আনতে পারে, আর যখন সঠিক ইসলামে অটল থাকবে তখন এমনিতেই রাষ্ট্র ইসলামি রাষ্ট্র হয়ে যাবে৷ আর ইসলামে ক্ষমতা কেড়ে নেয়ার জিনিস নয় ক্ষমতা এমন একটি দ্বায়িত্ব যার জবাবদিহিতা মহান আল্লাহর কাছে কিয়াতমের মাঠে দিতে হবে। আর যে ব্যক্তি নিজেও জানেনা যে তিনি রাষ্ট্র প্রধান হবেন আল্লাহ তাকে সহযোগিতা করবেন৷।।
গণতন্ত্রে আজ আপনি যে দ্বীন কায়েমের কথা বলছেন, আপনি কখনই ইসলামি শাসন চালাতে পারবেননা। এটা গনতন্ত্রে কখনই সম্ভব নয়, কারণ, আপনি আজ যে দ্বীন কায়েমের জন্য ভোট চাইবেন, চোর ডাকাত, গুনাহগার, সুদ খোর, মদ খোর, বেনামাজি, জেনা কারীর, ঘোষ খোর, জুয়ার আড্ডায় লিপ্ত, গেইমসের আসক্তে লিপ্ত, গন্ড মুর্খের থেকে যখন ভোট পেয়ে নির্বাচনে ক্ষমতায় আসবেন, কিছুদিন পর আপনি নিজেও বলবেন এমন শাসন চাইনা এদেশে, সবাই তীব্র বিরোধিতা করবে শাসকের বিরোদ্ধে,। তখন আপনি কুরআনের শাসন চালাতে ব্যর্থ হবেন এটাই বাস্তব, আজ আপনি দেখেন বিশ্বের যে সকল গনত্বন্ত্রের দেশগুলোতে কুরআনের শাসন কোথাও নেই শুধু 38:26 সৌদি আরব ছাড়া৷
সে ব্যক্তি ইসলামের সকল হুকুমের জ্ঞান নেই, ইসলামে অপরাধ কোনটা বা অপরাধের হদ কি সেটা জানেনা, সে যদি এমন ভুল করে বসে বা তার পরিবারের কেউ এমন অপরাধ করে, এর শাস্তি যখণ ইসলামে কায়েম হবে তখন ওই সমাজের সবাই শাসকের বিরোদ্ধে হয়ে যাবে, মানবে কেউ ইসলামি শাসন৷ তাই আগে সবাইকে জ্ঞান অর্জনের জন্য জোর দিতে হবে।
Moonlight-bw1ex, আসসালামুআলাইকুম, ভাই। কীভাবে তিনি নিকৃষ্ট, কী আপনার পড়ালেখা এবং ইকামাতে দ্বীনের প্রয়োগ ও ব্যাখ্যায় সালাফগণের পদ্ধতির ব্যাপারে আপনার বুঝ- এই ৩টি বিষয়ে আপনার আলোচনা শুনতে চাই এবং এটি আপনার দায়িত্ব যেহেতু আপনি বলেছেন আপনার পড়ালেখা আছে। আর আপনার জন্য ফরজ হয়ে গিয়েছে যাকে নিকৃষ্ট বলেছেন তার ব্যাপারে ব্যাখ্যা দিয়ে মুসলিম উম্মাহকে বুঝিয়ে দিয়ে তার ব্যাপারে সতর্ক করা!
জ্ঞান গর্ভ আলোচনা মাশাল্লাহ আল্লাহ আবদুল্লাহ ভাইয়ের ইলমে বারাকা দান করুক।
অনেক অপেক্ষা করেছি। মাশাল্লাহ
রাষ্ট্র প্রধানের জওয়াবদিহীতা নির্বাচন এর মাধ্যমে হয়। ইসলামে রাষ্ট্রপ্রধান বিভিন্ন সময়ে বিভিন্নভাবে হয়েছে। সুতরাং আধুনিক নির্বাচন পদ্ধতি ইসলাম এর মুলনীতি এর সাথে অধিকতর সংগতিপূর্ণ।
দুই দিন ধরে অপেক্ষায় অাছি কবে অাফলোড হবে
মাশা আল্লহ। জ্ঞানগর্ভ আলোচনা।
ইয়া আল্লাহ জালেমের সহযোগিতা করা থেকে এই মেধাবী আলেম কে বিরত রাখুন।
, আল্লাহ যদি হেদায়াত না দেয় বুঝে আসবে না
ভিডিওটি সম্পূর্ণ পুনরায় আপলোড দেওয়ার অনুরোধ করছি
এবার শুনুন।
ভাই জান যে❤
আমিন
মাশাল্লাহ
সহমত
যে রাষ্ট্র হাজীদের কাজ থেকে জিম্মি করে অন্যান্য দেশ থেকে দ্বিগুণ টাকা নেয় তার বেলায় কি বলবেন?
শাসক মুসলিম কিন্তু গুণাহগার মুসলিম! যেমন উদাহরণস্বরূপ বলা যায়: মুসলিম হয়ে যদি কোন একটি ওয়াক্তের সলাত কেউ আদায় না করে তাহলে ঐ মুসলিম ব্যক্তি গুণাহগার মুসলিম!
@@AtiqRahman-hm4rk দাদীর কবর কোথায় আর কান্দেন কোথায়।
যত দিন টাকার গোলাম ছেড়ে আল্লাহর উপর ভরসা না করবেন ততদিন আপনি টাকার গোলাম থেকে যাবেন, আপনার জন্য কষ্ট হয়ে থাকবে
বক্তৃতার শেষে এসে বুঝা গেলো অল্প বিদ্যা ভয়ংকরী।
উনি কি বলতেছেন এই গোলা বুঝার জন্য আপনাকে ইসলামীক বই পরতে হবে ভাই জান ।আপনার জন্য দোয়া রইল আল্লাহ যেন আপনাকে সহি ইসলাম বুঝার নিয়ামত দেন ।❤
Ato sposto alochonar por Jodi ... Akhono khurujer dike Jai ... Tader ki upai ache sets Allah e bhalo janen.
আপনি কখনো এটা বুঝতে পারবেন না।
কারণ একাডেমিক নলেজের প্রয়োজন অনেক।@hasanalmamunlal9106
@hasanalmamunlal9106 আসসালামু আলাইকুম আপনি ওনার প্রতিটি কথার বিপরীতে আলোচনা করুন। প্রথম ওনার একটি কথা ভুল প্রমাণ করবেন তারপর সঠিক দ্বীনের কথা বলবেন প্লিজ।
খিলাফত ও ঈমামত, দুটো আলাদা জিনিস।এই দুটো আগে বুঝতে হবে then ইক্বামতে দ্বীন নিয়ে আলোচনা করা দরকার-
রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা বাধ্যতামূলক নয় এটা আপনার বলছেন কিন্তু প্রয়োজন আছে তা অস্বীকার করছে না এবং রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম যে রাষ্ট্রে ইকামতে দ্বীন প্রতিষ্ঠা করে গেছেন সে কথাও অস্বীকার করছেন না তাহলে আপনাদের এক্ষেত্রে করণীয় কোন কাজ তো বাংলাদেশে দেখতে পাওয়া যায় না তাহলে এক্ষেত্রে কি বলবেন আপনারা?
অন্ধত্বের ভান করে থাকলে দেখবেন কিভাবে? আগে দেশের মানুষ শিরিক থেকে ফিরে আসুক, ৯৫% মুসলমানদের মধ্যে ৯০% যদি শিরিকে লিপ্ত থাকে তাদের উপর কিসের দ্বীন কায়েম করবেন?
এর উদাহরন হলো এই, আপনি একটা মসজিদ বানালেন, খুব চাকচক্যময়, এসি, টাইলস, গ্লাসের, মারবেল পাথরের সৌন্দর্য মুগ্ধ করে। তারপর দেখবেন ফজরের স্বালাতে মুসল্লি নেই। বা জুমার স্বালাতে প্রতিটি মসজিদ যেমন ভরপুর থাকে ওয়াক্তি স্বালাতে সেরকম মুসল্লি নেই,। কেন?
দ্বীন কায়েম মানে আপনি যে ভুল বুঝে আছেন সেটারই একটা নমুনা।
জোর করে ইসলামে কায়েম করা যায়না।
এসব মসজিদে মুসল্লী বাড়াতে হলে একটাই করণীয়, সেটা হচ্ছে মসজিদ ভিত্তিক জ্ঞান চর্চা রাখতে হবে পাড়ায় পাড়ায়, মক্তবের শিক্ষা ও ইসলামিক দারসের আয়োজন রাখতে হবে মসজিদ ভিত্তিক। তারপর যখন সাবাই জ্ঞান অর্জন করবে, ইসলাম সম্পর্কে জানবে তখন মসজিদের এত টাইসের প্রয়োজন হবেনা, এসির প্রয়োজন হবেনা মানুষ খোলা মাঠেও স্বালাত আদায় করবে।
ঠিক সেরুপ মানুষ শিরিক বিদআত থেকে সঠিক ইসলামের দিকে ফিরি আসলে, আপনার পরিবার, আপনার সমাজের সকল মানুষ যদি ইসলামের দিকে ফিরে আসে, শিরিক বিদআত না করে তখন আল্লাহ যে ক্ষমতা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এমনিতে আল্লাহ ক্ষমতা দিয়ে দিবেন। নয়ত জাতি যেমন তেমন রাষ্ট্র প্রধান পাবে। আহলুল হাদীস আলেমরাই সঠিক ইসলামের খেদমত করছেন যেন ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, দেশের সকলকে সঠিক ইসলামের দিকে, শিরি থেকে ফিরে আনতে পারে, আর যখন সঠিক ইসলামে অটল থাকবে তখন এমনিতেই রাষ্ট্র ইসলামি রাষ্ট্র হয়ে যাবে৷
আর ইসলামে ক্ষমতা কেড়ে নেয়ার জিনিস নয় ক্ষমতা এমন একটি দ্বায়িত্ব যার জবাবদিহিতা মহান আল্লাহর কাছে কিয়াতমের মাঠে দিতে হবে।
আর যে ব্যক্তি নিজেও জানেনা যে তিনি রাষ্ট্র প্রধান হবেন আল্লাহ তাকে সহযোগিতা করবেন৷।।
গণতন্ত্রে আজ আপনি যে দ্বীন কায়েমের কথা বলছেন, আপনি কখনই ইসলামি শাসন চালাতে পারবেননা। এটা গনতন্ত্রে কখনই সম্ভব নয়, কারণ, আপনি আজ যে দ্বীন কায়েমের জন্য ভোট চাইবেন, চোর ডাকাত, গুনাহগার, সুদ খোর, মদ খোর, বেনামাজি, জেনা কারীর, ঘোষ খোর, জুয়ার আড্ডায় লিপ্ত, গেইমসের আসক্তে লিপ্ত, গন্ড মুর্খের থেকে যখন ভোট পেয়ে নির্বাচনে ক্ষমতায় আসবেন, কিছুদিন পর আপনি নিজেও বলবেন এমন শাসন চাইনা এদেশে, সবাই তীব্র বিরোধিতা করবে শাসকের বিরোদ্ধে,।
তখন আপনি কুরআনের শাসন চালাতে ব্যর্থ হবেন এটাই বাস্তব,
আজ আপনি দেখেন বিশ্বের যে সকল গনত্বন্ত্রের দেশগুলোতে কুরআনের শাসন কোথাও নেই শুধু 38:26 সৌদি আরব ছাড়া৷
দ্বীন কায়েমের বিকৃত ব্যাখা
দশবার শুনেন আরো
সে ব্যক্তি ইসলামের সকল হুকুমের জ্ঞান নেই, ইসলামে অপরাধ কোনটা বা অপরাধের হদ কি সেটা জানেনা, সে যদি এমন ভুল করে বসে বা তার পরিবারের কেউ এমন অপরাধ করে, এর শাস্তি যখণ ইসলামে কায়েম হবে তখন ওই সমাজের সবাই শাসকের বিরোদ্ধে হয়ে যাবে, মানবে কেউ ইসলামি শাসন৷ তাই আগে সবাইকে জ্ঞান অর্জনের জন্য জোর দিতে হবে।
তিব্বত Company থেকে কেয়া Company র সাবান বের হয় না। অতএব
উনি এর বেশি বলার যোগ্যতা অর্জন করেন নি।
😂😂😂
আপনার মত নিকৃষ্ট আলেম আর নাই,, কি ধরনের মিথ্যাচার,, ভাবেন না আমি না পড়াশোনা করে বলছি,,, আমি সালাফদের বুঝ অনুযায়ী বলছি।।।
আসসালামু আলাইকুম ভাইজান। আপনি দয়া করে সঠিক দ্বীনের বিষয়টি একটু বলবেন।
Moonlight-bw1ex, আসসালামুআলাইকুম, ভাই। কীভাবে তিনি নিকৃষ্ট, কী আপনার পড়ালেখা এবং ইকামাতে দ্বীনের প্রয়োগ ও ব্যাখ্যায় সালাফগণের পদ্ধতির ব্যাপারে আপনার বুঝ- এই ৩টি বিষয়ে আপনার আলোচনা শুনতে চাই এবং এটি আপনার দায়িত্ব যেহেতু আপনি বলেছেন আপনার পড়ালেখা আছে। আর আপনার জন্য ফরজ হয়ে গিয়েছে যাকে নিকৃষ্ট বলেছেন তার ব্যাপারে ব্যাখ্যা দিয়ে মুসলিম উম্মাহকে বুঝিয়ে দিয়ে তার ব্যাপারে সতর্ক করা!
ভাইজান দয়া করে রাসুল সাঃ এর সিরাত পড়ুন।অথবা আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিঃ এর ইসলামের নামে জঙ্গিবাদ বইটি পড়ুন
ভাই পড়েছি।। আপনি ভালো করে তাফসীর পড়ুন। তাফসীরে উসমানী পড়ুন। দালালি বাদ দিন।। আব্দুল্লাহ জাহাঙ্গীর মেয়র মিন্টুর দালালি করত।
@@musafirsalafi
আব্দুল্লাহ জাহাঙ্গীর তো দলাল ছিলো,, ওর বই তো সবই ভোকাস।
ভ্রান্ত চিন্তা ভাব না।
ভাইজান দয়া করে আপনি একটু সঠিকভাবে তুলে ধরুন আমাদের একটু বলবেন প্লিজ।
anisurrahman 9776, আপনি সঠিক চিন্তা-ভাবনা দিয়ে উম্মাহর উপকার সাধন করুন।
@@AtiqRahman-hm4rk সেট পারবেনা, সে মুরদ নাই, শুভু বিরোধিতা করতে পারে গালিগাজের মাধ্যমে
তোমাকে ইকামতেদ্বীন বোঝার জগ্যতা হয়নি
ta hobe kno? atodin to Amir er sob hadith gula Jamater Amir er sathe fit korecila..Brain washed tomader Amir er hadith gula bujar joggota hoi ni.