Hamham Waterfall । Moulvibazar, Sylhet | Hum hum Jhorna | হামহাম ঝর্না/জলপ্রপাত । শ্রীমঙ্গল । সিলেট

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @TravelBangladeshToB
    @TravelBangladeshToB  3 ปีที่แล้ว +1

    ভ্রমন বিষয়ক যেকোনো তথ্য জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন - www.travelofbangladesh.com
    ভ্রমন সম্পর্কিত যেকোনো কিছু জানার জন্য আমাদের কমেন্ট করুন অথবা আমাদের ফেইসবুক পেইজে ইনবক্স করুন ।
    আমাদের সাথে ভ্রমনে যেতে আমাদের পেজে লাইক দিয়ে রাখুন, এবং চোখ রাখুন আমাদের ইভেন্টে ।
    আমাদের ফেইসবুক পেইজ - facebook.com/TravelBangladeshTB/

  • @MdKamrul-he3ok
    @MdKamrul-he3ok 8 หลายเดือนก่อน

    রোজা রেখে গিয়ে ছিলাম ভয়ঙ্কর সুন্দর একটা ট্রাবেল ছিল সেটি

  • @MdRaju-st1wg
    @MdRaju-st1wg ปีที่แล้ว

    Khuv sundor

  • @Ham-Ham-Local-Tourist-Guide
    @Ham-Ham-Local-Tourist-Guide ปีที่แล้ว

    আপনার এই ভিডিও যতই দেখি ততই ভালো লাগে আপনার ব্লগ অনেক সুন্দর হয়েছে

  • @abdullahalmamun1639
    @abdullahalmamun1639 3 ปีที่แล้ว +2

    ভাল লেগেছে

  • @salmanmohammad2821
    @salmanmohammad2821 3 ปีที่แล้ว +2

    ALHAMDULILLAH ami giesilam. oshadharon experience chilo.Abaro zete chai.

    • @TravelBangladeshToB
      @TravelBangladeshToB  3 ปีที่แล้ว +1

      হাম হাম আমাদের দেখা বাংলাদেশের অন্যতম সেরা ঝর্ণা

  • @anusharahman9734
    @anusharahman9734 3 ปีที่แล้ว +2

    ঝর্না দেখে যেতে মন চাইছে কিন্তু জোঁক এর কথা মনে পড়ায় পিছিয়ে গেলাম। আপনার মাধ্যমে ঝর্না টা দেখতে পেলাম, ধন্যবাদ আপনাকে সমির ভাইয়া।

    • @TravelBangladeshToB
      @TravelBangladeshToB  3 ปีที่แล้ว +3

      জোঁকের ভয়ে অনেকেই সুন্দর সুন্দর ট্রেইলে যেতে ভয় পান,তাদের জন্য-
      একটি জোঁক ২ থেকে ১৫ মিলিলিটার রক্ত শুষতে পারে। সেই সঙ্গে মুখ থেকে এক ধরনের লালা মিশিয়ে দেয় রক্তে। যাতে হিরুডিন, ক্যালিক্রেইন, ক্যালিনের মতো কিছু উৎসেচক থাকে। যা রক্তের দুষ্টি দূর করতে সাহায্য করে। জোঁক শরীরের পচনশীল অংশের দূষিত রক্ত দ্রুত শুষে নিয়ে নতুন রক্ত সঞ্চালনে সাহায্য করে৷ এমনকি, রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে রাখে। জোঁকের শরীর থেকে ডেস্টাবিলেস নামে এক ধরণের প্রোটিন প্রবেশ করে মানুষের দেহে। যা বহু জেদি জীবাণুকে মেরে ফেলে। জয়েন্ট পেইনেও দারুণ কাজ করে জোঁক থেরাপি। ব্যথার জায়গায় কিছুক্ষণ জোঁক রাখলে রক্ত সরবরাহের উন্নতি হয়!
      "মেঘ দেখে করিস না ভয়
      মেঘের আড়ালে সূর্য হাসে"
      "জোক দেখেও পাস না ভয়
      জোকের কামড়েও উপকার আছে"

  • @SRPwellness
    @SRPwellness 3 ปีที่แล้ว +1

    Khub Bhalo, egiye jao, Banglar prokritir aro sundor sundor drisso sobaike dekhao. All the best..

    • @TravelBangladeshToB
      @TravelBangladeshToB  3 ปีที่แล้ว +2

      ধন্যবাদ । আপনাদের এই রকম উৎসাহ আমাদের অনুপ্রেরনা যোগায় নব উদ্যমে কাজ করার জন্য

  • @mrsshowron7870
    @mrsshowron7870 3 ปีที่แล้ว +1

    আসসালামুয়ালাইকুম
    ভিডিও টি দারুন হইছে,পাশে আছি, ভালো থাকবেন,

  • @aliazgor2695
    @aliazgor2695 2 ปีที่แล้ว +2

    জানুয়ারি মাসে পানি কেমন ঝর্ণা তে।?

  • @mdkaka9963
    @mdkaka9963 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @raziasultana857
    @raziasultana857 2 ปีที่แล้ว +4

    আজকে গিয়েছিলাম দুই বাচ্চা নিয়ে। বাট আমরা কোন ময়লা ফেলি নি। ব্যাগে ভরে নিয়ে আসছি।

  • @kamalchowdhury5659
    @kamalchowdhury5659 3 ปีที่แล้ว +4

    Very impressive vlog. Carry on bro. Best wishes to you.

  • @blackstudiosbd2850
    @blackstudiosbd2850 3 ปีที่แล้ว +2

    আমি গতকাল হাম হাম ঘুরে আসলাম।এখন বিছানা থেকে উঠতে পারছি না।এতটাই কষ্টকর ছিল

  • @rakibulhossain
    @rakibulhossain 3 ปีที่แล้ว +1

    I have been there with my friends last year in season and it was full of water . HUM HUM was looking just stunning . Wish to go there AGAIN

  • @mannaf71
    @mannaf71 3 ปีที่แล้ว +2

    অসাধারণ ছিলো ঝর্ণাটা ✌️❤️

    • @TravelBangladeshToB
      @TravelBangladeshToB  3 ปีที่แล้ว +2

      আসলেই ঝর্নাটা অনেক সুন্দর

  • @ShuvanahmedSumon-xf7yq
    @ShuvanahmedSumon-xf7yq ปีที่แล้ว

    এখানে গিয়ে জীবন শেষ জান আর চলে না🙃🙃

  • @TravelMateAlways
    @TravelMateAlways 3 ปีที่แล้ว +1

    Awesome video

  • @anamikarahman2299
    @anamikarahman2299 3 ปีที่แล้ว +2

    Very impressive vlog. Carry on bro. Best wishes to you.❣️❣️💓🇧🇩😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @kamruzzamanliton5671
    @kamruzzamanliton5671 2 ปีที่แล้ว +1

    আজ ১৯/১০/২০২২ ইং এখন গেলে জলধারা কেমন পাওয়া যাবে???

  • @afrinsultana7582
    @afrinsultana7582 3 ปีที่แล้ว +1

    Nice vlog

  • @hamhamwaterfalllocalguide437
    @hamhamwaterfalllocalguide437 3 ปีที่แล้ว +1

    Nice

  • @sozibchowdhury5777
    @sozibchowdhury5777 3 ปีที่แล้ว +4

    সুন্দর হইসে ভাই! আবারও সেই প্রকৃতির সৌন্দর্যের মাঝে হারিয়ে গেলাম! 2 বছর আগে গিয়েছিলাম। বৃষ্টির দিন ছিল খুবই ভয়ংকর experience হয়েছিল। কাদাময় রাস্তা,5 টা জোকের কামড়😵 কিন্তু ঝরনাটা দেখার পর সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল❤❤ খুব ভালো লাগলো! আপনার ভ্লগ যতই দেখছি, ততই ভালো লাগছে ভাইয়া 😄

    • @TravelBangladeshToB
      @TravelBangladeshToB  3 ปีที่แล้ว +1

      সৌন্দর্যের কাছে কস্স্ট কিছু না

  • @Reza-Ani
    @Reza-Ani 3 ปีที่แล้ว

    Amazing 💙💙💙

  • @limonmirza6881
    @limonmirza6881 3 ปีที่แล้ว +1

    Ham ham trail 🔥

  • @nojrulmahbub3005
    @nojrulmahbub3005 2 ปีที่แล้ว +2

    Vai baik neay ki jawa java?

    • @TravelBangladeshToB
      @TravelBangladeshToB  2 ปีที่แล้ว +2

      কলা পাড়া পর্যন্ত যেতে পারবেন বাকি পথ হাঁটার রাস্তা

  • @imkawsar4528
    @imkawsar4528 ปีที่แล้ว

    Vai guid chara jawa jabe?

  • @Farhan-Amin
    @Farhan-Amin 2 ปีที่แล้ว +1

    এতোটুকু এনাজি নাই ভিডিওতেই দেখে নিলাম

    • @TravelBangladeshToB
      @TravelBangladeshToB  2 ปีที่แล้ว +2

      যতটা কঠিন ভাবছেন আসলে ততটা কঠিন নয় । শুধু একটু সাহস রাখলেই পারবেন ইনশাল্লাহ

    • @Farhan-Amin
      @Farhan-Amin 2 ปีที่แล้ว +1

      পরবো ইনশাআল্লাহ কিন্তু আসার পর ২ দিন সুয়ে থাকতে হবে

    • @TravelBangladeshToB
      @TravelBangladeshToB  2 ปีที่แล้ว +1

      @@Farhan-Amin এটা ঠিক বলছেন ভাই , সবাই তাই করে ।

  • @asrafulalamkhaledkhaled5277
    @asrafulalamkhaledkhaled5277 ปีที่แล้ว

    ভাই অনেক কষ্ট সাধ্য বিষয়,,,
    আমি আর যাইব না

  • @shilarahmed4172
    @shilarahmed4172 2 ปีที่แล้ว +1

    শ্রীমঙ্গলে কি ট্রাকিং সু পাওয়া যায় ?
    বার্মিজ স্যান্ডেলের মতো ।।

    • @TravelBangladeshToB
      @TravelBangladeshToB  2 ปีที่แล้ว +1

      শ্রীমঙ্গল শহরে আছে

  • @Ham-Ham-Local-Tourist-Guide
    @Ham-Ham-Local-Tourist-Guide ปีที่แล้ว +1

    শ্রীমঙ্গল সবাই সিএনজি নিয়ে ঘুরে না বিশেষ করে হামহাম ভ্রমণে লোক সংখ্যা। বেশি হলে চাঁদের গাড়ি নিয়ে গেলে ভালো হয়। এবং একদিনে হাম হাম সহ চারটায় স্পট যাওয়া যায় চাঁদের গাড়িতে। আমার প্রোফাইল আমার নাম্বার আছে আপনারা আসার আগে বলবেন চাঁদের গাড়ি প্রয়োজন হলে। আমি কলাবনপড়ার হামহাম গাইড।

  • @Riaazkhaan
    @Riaazkhaan 3 ปีที่แล้ว +1

    CNG R CHADER GARI RIJARV VARA KOTO ?

  • @aquascapebd6392
    @aquascapebd6392 3 ปีที่แล้ว +1

    February month e gele ki erokom pani pabo jhornay??

  • @taheraneazi1753
    @taheraneazi1753 3 ปีที่แล้ว +1

    এখানে যাওয়ার জন্য শারীরিক ও মানসিক শক্তি থাকতে হবে। আমরা গিয়ে আসলাম ২ দিন আগে প্রায় ২ ঘন্টা যাওয়ার পর বৃষ্টি নামায় আর আগাই নাই।কারন সাথে বয়স্ক লোক এবং বাচ্চাও ছিলো। এখন আফসোস হচ্ছে 😪

    • @TravelBangladeshToB
      @TravelBangladeshToB  3 ปีที่แล้ว +1

      ঠিক বলছেন যাওয়ার জন্য শারীরিক ও মানসিক শক্তি অবশ্যই থাকতে হবে

    • @sha-w0928
      @sha-w0928 3 ปีที่แล้ว +1

      Kal porsu jete chacci apu.
      Ekn gele ki ghornay pani pabo,,sthanio guide der sathe kotha bole ki jante perechilen???

    • @taheraneazi1753
      @taheraneazi1753 3 ปีที่แล้ว +1

      @@sha-w0928 পানি পাবেন। আমরাও ঝর্নার থেকে নিচে পানি পেয়েছি।শুধু ঝর্না দেখা হয় নাই

    • @sha-w0928
      @sha-w0928 3 ปีที่แล้ว +1

      @@taheraneazi1753 thank u,,apu.❤️

    • @Srimangal_Travel_Service
      @Srimangal_Travel_Service 3 ปีที่แล้ว +1

      আপনারা যখন যেতে চেয়েছিলেন তখন আমি আপনাদেরকে না করেছিলাম কলাবনপাড়া তে আপনাদের সাথে আমার কথা হয়েছিল

  • @Ham-Ham-Local-Tourist-Guide
    @Ham-Ham-Local-Tourist-Guide 2 ปีที่แล้ว +1

    আমি হামহামের গাইড

    • @aliazgor2695
      @aliazgor2695 2 ปีที่แล้ว +3

      জানুয়ারি মাসে পানি কেমন?

  • @riponhossain7256
    @riponhossain7256 3 ปีที่แล้ว +2

    আপু স্বামী স্ত্রী দুই জন কি যাওয়া যাবে???

    • @TravelBangladeshToB
      @TravelBangladeshToB  3 ปีที่แล้ว +2

      যাওয়া যাবে গাইড নিয়ে

  • @shilarahmed4172
    @shilarahmed4172 2 ปีที่แล้ว +1

    শ্রীমঙ্গলে কি ট্রাকিং সু গুলো পাবো ?
    আর পেলে ঐগুলোর দাম কত ?

    • @TravelBangladeshToB
      @TravelBangladeshToB  2 ปีที่แล้ว +1

      শ্রীমঙ্গল শহরে পাবেন , সাধারন মানের সেন্ডেল ১৫০ - ২০০ টাকা নিবে

  • @mezanrahman8699
    @mezanrahman8699 3 ปีที่แล้ว +1

    💚🖤💚

  • @Ham-Ham-Local-Tourist-Guide
    @Ham-Ham-Local-Tourist-Guide 2 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম আপনারা যারা শ্রীমঙ্গল এবং হামহাম ঝর্ণা ভ্রমণে আসবেন অবশ্যই আমার নাম্বারে কল করবেন আপনাদের সুন্দর এবং ভালো সার্ভিস দিতে পারব ইনশাআল্লাহ এবং কেউ সিন্ডিকেট করবে না ধন্যবাদ💚

    • @aliazgor2695
      @aliazgor2695 2 ปีที่แล้ว +1

      নাম্বার দেন,আমরা যাবো।

  • @TRIPURAEXPLORER
    @TRIPURAEXPLORER ปีที่แล้ว

    Aita India na Bangladesh ektu bolben keu?

    • @tawhidct
      @tawhidct 9 หลายเดือนก่อน +1

      Bangladesh

    • @TRIPURAEXPLORER
      @TRIPURAEXPLORER 9 หลายเดือนก่อน +1

      @@tawhidct thank You ☺️

  • @samiarahmannishi
    @samiarahmannishi 2 ปีที่แล้ว +1

    যাওয়ার সময় কয়টার ট্রেন আর কয়টার বাস। আর আসার সময় কয়টায় ট্রেন আর বাস ছাড়ে, সেটা যদি বলতেন।
    আর কলাবন পাড়ায় রাতে থাকতে কত টাকা নিতে পারে সেটা যদি বলতেন?

    • @Srimangal_Travel_Service
      @Srimangal_Travel_Service 2 ปีที่แล้ว

      Be careful 😳
      🙋হামহাম ঝর্ণা
      প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মৌলভীবাজার কমলগঞ্জ হামহাম জলপ্রপাত ভ্রমণ এর সম্পূর্ণ তথ্য একটু কষ্ট করে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নিবেন👉অবশ্যই প্রয়োজনীয় তথ্য এবং জানাটা জরুরী.........
      🙂আশাকরি হামহাম ঝর্ণা ট্যুরে যাবার লোকাল গাইডের নাম্বার সহ খুঁটিনাটি সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন Be careful..
      🙋🏻‍♂️মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের গভীরে ২০১০ সালের শেষের দিকে পর্যটন গাইড শ্যামল দেববর্মাকে সাথে নিয় একদল পর্যটক হাম হামের এই অনিন্দ্য জলপ্রপাতটি আবিষ্কার করেন। স্থানীয়দের কাছে এই ঝর্ণা চিতা ঝর্ণা হিসাবে পরিচিত, তাদের মতে এই জঙ্গলে আগে চিতা পাওয়া যেত। প্রায় ১৪০ফিট উঁচু এই ঝর্ণার বুনো সৌন্দর্য দেখার জন্যে অনেক কষ্ট স্বীকার করে সমগ্র বাংলাদেশ থেকে মানুষ ছুটে আসে। শীতকালে তুলনামূলক পানি কিছটাু কম থাকলেও কিন্তু বর্ষাকালে কালে হাম হামের বুনো সৌন্দর্য্য দেখার উপযুক্ত সময়
      💯 বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটক হামহাম ঝর্ণা যাবার উদ্দেশ্যে কলাবনপাড়া এসে নেটওয়ার্ক না থাকার কারণে নানান ঝামেলাতে পড়ে যান এবং সেন্টিকেডে পড়ে যান অবশ্যই যারা নতুন আসবেন তাদের জন্য প্রয়োজনীয় তথ্য এবং লোকাল গাইডের নাম্বার তাদের সাথে আগে থেকে কথা বলে আসলে কোন সমস্যা তে পড়তে হয় না তবে কলাবনপাড়া অনেকেরই কিছু না কিছু সমস্যা হয়েছে সেটা প্রকাশ হয় না আর এখন ঈদের পর থেকেই কলাবনপাড়া রেস্টুরেন্ট নেই দুইটা খাবারের হোটেল ছিল সেগুলো কে বা কাহারা পুড়িয়ে দিয়েছে তার জন্য সেগুলো বন্ধ করে দেয়া হয়েছে তাই যে সকল পর্যটক আসে তারা এখন আগে থেকে গাইড কে বলে আসে গাইডের পরিচিত কোন বাসায় খাবারের ব্যবস্থা করার জন্য তাই লোকাল গাইডের সাথে আগে থেকেই কথা বলে আসুন খাবারের জন্য সমস্যায় পড়তে হবে না😥
      লোকাল গাইড
      আপনাদের যেকোন প্রয়োজনে আমাদের লোকাল গাইড এর সাথে কথা বলে গাড়ি এবং যেকোন হোটেল রিসোর্ট কটেজ এইগুলার জন্য জানতে পারেন
      যোগাযোগ গাইড সাজ্জাদ 01315373372

  • @Srimangal_Travel_Service
    @Srimangal_Travel_Service 3 ปีที่แล้ว +1

    আমি শ্রীমঙ্গল হামহামের একজন লোকাল গাইড আপনাদের যেকোনো প্রয়োজনে আমাকে জানাতে পারেন

    • @TravelBangladeshToB
      @TravelBangladeshToB  3 ปีที่แล้ว +2

      ইনফরমেশন শেয়ার করার জন্য ধন্যবাদ

    • @aliazgor2695
      @aliazgor2695 2 ปีที่แล้ว

      জানুয়ারি মাসে পানি কেমন?
      আপনারা ফোন নাম্বার দেন।

  • @sarankhan8750
    @sarankhan8750 3 ปีที่แล้ว +1

    কবে গেলেন?

  • @rezaislam386
    @rezaislam386 3 ปีที่แล้ว +1

    বাইক নিয়ে হামহাম জলপ্রপাত যেতে চাচ্ছি।
    কলাবন পাড়া তে বাইক নিরাপদে রেখে যাওয়ার কোনো ব্যবস্থা আছেকি। দয়া করে জানা থাকলে জানাবেন, ধন্যবাদ।

    • @TravelBangladeshToB
      @TravelBangladeshToB  3 ปีที่แล้ว +2

      গাইডঃ সরজন কর্মকার - 01743778019 । এই গাইডের বাসা কলাবন পাড়ায় যেখান থেকে আপনি ট্রেকিং শুরু করবেন সেখানে । তার ১ টি খাবারের হোটেলও আছে নাম হামহাম রেস্তোরা । তাকে গাইড হিসাবে নিবেন আর তার বাসায় বাইক রেখে যাবেন

    • @Srimangal_Travel_Service
      @Srimangal_Travel_Service 3 ปีที่แล้ว

      I'm local guide

    • @rezaislam386
      @rezaislam386 3 ปีที่แล้ว

      Thank you so much❤️

    • @rezaislam386
      @rezaislam386 3 ปีที่แล้ว +2

      @@TravelBangladeshToB গাইড হিসেবে উনাকে নেয়ার জন্য কতো টাকা দিতে হবে। প্লিজ জানাবেন। ধন্যবাদ

    • @TravelBangladeshToB
      @TravelBangladeshToB  3 ปีที่แล้ว +2

      @@rezaislam386 আমরা ৩০০ টাকা দিয়েছিলাম

  • @nxhossainnx8923
    @nxhossainnx8923 3 ปีที่แล้ว +2

    আমি জাবো। কিন্তু গাইচরা কোন সসমসা করবে না

    • @TravelBangladeshToB
      @TravelBangladeshToB  3 ปีที่แล้ว +1

      গাইচরা মানে কি বুঝলাম না ?