যমুনা টেলিভিশনের অনুসন্ধান টিম কে অনুরোধ করছি যে, তারা যেনো ভোলা জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসে একইভাবে অনুসন্ধান চালায়। কারণ এই অফিসে আজ অবধি কোনো গ্রাহক ফেয়ার ভাবে পাসপোর্ট করতে পারেনি!!
শুধু চুয়াডাঙ্গা না এমন অনৈতিক কর্মকান্ডে র শিকার হচ্ছে চাঁদপুর পাসপোর্ট অফিসে ও,,,,আমার ও ২ টা পাসপোর্ট করতে ২৬ হাজার টাকা দিতে হয়েছে,,দালাল ছাড়া কোনো ভাবে পাসপোর্ট করা সম্ভব হবে না। এগুলো এক ধরনের খোলা মেলা লুটপাট বললেও চলে,,,,,
প্রত্যেকটা মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের মিডিয়ার নিয়ন্ত্রণ প্রতিনিধির প্রয়োজন। , সত্যিই বড়ই সাধ পাইলাম এভাবেই বন্ধ হবে দুর্নীতি কোন একদিন। অনেক দোয়া ও শুভকামনা রইল যমুনা টিভির প্রতিনিধির জন্য
সব দোষ বাঙ্গালির সবাই মিলে পিটায়তে পিটায়তে রাস্তায় নামায় দেশ বাসির কাছে তা প্রকাশ করুক পুলিশ দিয়ে আর এগুলা দমন করতে পারবে না, জনগন দূর্নীতি বিরুদ্ধে একশন নিতে হবে
ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তরের ডিজি এ চরম অনিয়ম ও দুর্নীতির দায় দায়িত্ব এড়াতে পারেন না। সকল ভুক্ত ভোগীর কাছে ক্ষমা চেয়ে তাদের থেকে নেয়া অতিরিক্ত অর্থ ফেরত দেয়া উচিত। সহকারী পরিচালকের সাসপেন্ড করে চাকুরী হতে অব্যাহতি দিয়ে দুর্নীতির জন্য মামলা করা প্রয়োজন।
আর অবশ্যই যমুনা টেলিভিশনের এ ধরনের সাহসী ও প্রতিভাবান সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা দেশ ও জনগণের কল্যানে কাজ করে যাচ্ছেন। ধন্যবাদ।
আমাদের সুনামগঞ্জ পাসপোর্ট অফিসের এডি স্যার খুবই সৎ ও আন্তরিক। আমি একটা সমস্যায় পড়ে স্যারের কাছে গিয়েছিলাম, সেখানে আমি কোনো অনিয়ম কিংবা দুর্নীতির গন্ধ পাইনাই।
এমন দূর্নীতির চাক্ষুস প্রমাণ থাকার পরেও শুধুমাত্র বদলি করা হয়েছে!!! কোন আইনি ব্যবস্থা নেয়া হয়নি! এমন সুন্দর, সুষ্ঠু দুর্নীতির সুযোগ থাকলে সেটা কে না ব্যাবহার করবে!!! ধন্যবাদ
কারণ যারা একশন নিবে তারাও তাদের মতই l যেহেতু জিনিসটা প্রকাশ্যে চলে এসেছে তাই বদলি করে নতুন জায়গায় নতুনভাবে সেট-আপ হয়ে নতুনভাবে ঘুষ বাণিজ্য চালাতে পারবে l সেই সুযোগ করে দিয়েছে l যদিও এর কিছু পারসেন্টেজ তারাও পায় l
দূর্নীতির মাইরে বাপ, সাংবাদিকতা কাকে বলে, কতো প্রকার ও কি কি দেখিয়ে দিয়েছে এই সাংবাদিক ভাই।লাস্টের ফিনিসিং টা সেই ছিলো ভাই। সেলুট 🙏এই রকম হাজারো সাহসী সাংবাদিক ভাই বোন দের কে।
অন্তরের গভীর থেকে জানাই এই সাংবাদিক ভাইকে অভিনন্দন আপনাদের জন্যই অনেক মানুষ শান্তিতে থাকতে পারে যেটা আমরা চোখে দেখি না ওইটা আপনারা তুলে ধরেন ধন্যবাদ আপনাদের দোয়া করি আপনাদের আল্লাহ নেক হায়াত দান করুন আমীন
বাংলাদেশের একমাত্র নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম যমুনা টিভি। এভাবেই দেশের সকল দূর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। আমরা আছি আপনাদের পাশে। সেই সাথে অভিনন্দন জানাই এমন সাহসীকতার পরিচয় দেওয়া সাংবাদিক ভাইদের। ♥♥♥
এদের দোষ নেই। যে চাকরী নিতে দিতে হয় ১৫-২০ লক্ষ টাকা সে চাকরীরতে আর কতটাই সৎ ভাবে কাজ করবে।সে তো ঘুষ দিয়েই নিজের সম্মান বেচে দিয়েছে।ধিক্কার জানাই এমন লোকদের।
এটা আমাদের দেশের নতুন কিছু না। কিন্ত দালাল ছাড়া পাসপোর্ট করতে গেলে ঘুরতে ঘুরতে জীবন শেষ, হয়ে যায়। সাংবাদিক ভাই কে সত্য টা তুলে ধরার জন্য অংসখ্য ধন্যবাদ জানাই।
অভিনন্দন সংবাদিককে বাংলাদেশের প্রত্যেক সংবাদিক যদি এমন সৎ সাহসী হতো তা হলে দেশে কোনো চুর ঘুসখোর দূর নিতি বাজ থাকতোনা!এমন সৎ নিখুঁত কাজের জন্য সেলিব্রিটি হওয়া উচিত ছিল দোয়া রইল 🤲
লাভ কি হলো,, সে যেখানে যাবে সেখানেই সে দুর্নীতি করবে,,আমরা সাধারণ জনগণ চাই,, যে সকল লোক এই ঘটনার সাথে জড়িত,, তাদের সকলকে চাকরি থেকে বরখাস্ত দেয়া হোক,,
ধন্যবাদ জানাই এমন সকল সাংবাদিক ভাইদের, যারা অন্যায়ের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। আপনাদের স্যালুট দিতে হয় না হাজার মানুষের মন থেকে স্যালুট পেয়ে যাবেন ইনশাল্লাহ।
ঘুষ দিলে সাত দিনে না দিলে সাত মাসেও পাওয়া যায় না। প্রত্যেকটি পাসপোর্ট অফিস হেড অফিস এর মত আর্মির আওতায় নেওয়া হোক। এই সাংবাদিক ভাইকে জাতীয় পুরস্কার দেওয়া উচিত।
"আলহামদুলিল্লাহ" এই পদক্ষেপের জন্য যমুনা টেলিভিশনের প্রতিনিধিদের জানাই আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন, এখন অনতি বিলম্বে বরিশাল এবং খুলনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে সার্চ লাইট অভিযান চালানোর জন্য জোর দাবি।
বাংলাদেশের সকল পাসপোর্ট অফিসে অভিযান চালানোর জন্য জোর দাবী জানাচ্ছি। এতে করে সাধারণ মানুষ অনেক অনেক উপকৃত হব ।
একমত
যমুনা টেলিভিশনের অনুসন্ধান টিম কে অনুরোধ করছি যে, তারা যেনো ভোলা জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসে একইভাবে অনুসন্ধান চালায়। কারণ এই অফিসে আজ অবধি কোনো গ্রাহক ফেয়ার ভাবে পাসপোর্ট করতে পারেনি!!
Habiganj passport office obijan dan vai
Munshiganj passport office a o ovijan dian vai
সত্য ঘটনা তুলে ধরার জন্য সাংবাদিক ভাই
অনেক অনেক ধন্যবাদ
ধন্যবাদ যমুনা টেলিভিশনের নিজস্ব রিপোর্টার সবাইকে,,,, 💙
সারাদেশে এরুকুম ওনিয়াম
সাংবাদিককে জাতিও পুরুসকার দেয়া হোক
রাইট ভাই
আমি সহমত
বদলি তো বেড়ানোর মত এটা শাস্তি হল কিভাবে,
শুধু চুয়াডাঙ্গা না এমন অনৈতিক কর্মকান্ডে র শিকার হচ্ছে চাঁদপুর পাসপোর্ট অফিসে ও,,,,আমার ও ২ টা পাসপোর্ট করতে ২৬ হাজার টাকা দিতে হয়েছে,,দালাল ছাড়া কোনো ভাবে পাসপোর্ট করা সম্ভব হবে না। এগুলো এক ধরনের খোলা মেলা লুটপাট বললেও চলে,,,,,
একটু বেশিই হইয়া গেলো🤣🤣,ভোদায় শালা কমেন্ট করার আগে ভাব, মাদারচোদ শালা
প্রত্যেকটা মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের মিডিয়ার নিয়ন্ত্রণ প্রতিনিধির প্রয়োজন।
, সত্যিই বড়ই সাধ পাইলাম এভাবেই বন্ধ হবে দুর্নীতি কোন একদিন।
অনেক দোয়া ও শুভকামনা রইল যমুনা টিভির প্রতিনিধির জন্য
শুধু চুয়াডাঙ্গা নয়,
সারা দেশেই সব সিস্টেমেই দুর্নীতি আছে।
ধন্যবাদ, আমরা চাই এরকম সাহসি মনোভাব ও দেশপ্রেম নিয়ে সাংবাদিক ভাইয়েরা এগিয়ে যাক।
Kono kono osado sangbadik ai opo korme jorie thake. Proyojon boje cart kore. Sangbadiker comitte hoi.
রাইট
Amder shatkhira onek valo Ami 7 din a nilam passport 10500 tk 🥰🥰🥰🥰🥰
Thanks Jomuna T V and Reporter
সব দোষ বাঙ্গালির সবাই মিলে পিটায়তে পিটায়তে রাস্তায় নামায় দেশ বাসির কাছে তা প্রকাশ করুক পুলিশ দিয়ে আর এগুলা দমন করতে পারবে না, জনগন দূর্নীতি বিরুদ্ধে একশন নিতে হবে
এমন সাহসী সাংবাদিক থাকলে দেশের দুর্নীতি অনেকটা কমে যাবে❤️
হুম
একদম ঠিক বলেছেন!
দেশে এরকম সৎ সাংবাদিক আরও বেশি বেশি প্রয়োজন।
@@Shahriyar_Niloyy শুধু সৎ সাংবাদিক না, সৎ মানুষ ও দরকার 🫠
#HomecarePropertyService
ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তরের ডিজি এ চরম অনিয়ম ও দুর্নীতির দায় দায়িত্ব এড়াতে পারেন না। সকল ভুক্ত ভোগীর কাছে ক্ষমা চেয়ে তাদের থেকে নেয়া অতিরিক্ত অর্থ ফেরত দেয়া উচিত। সহকারী পরিচালকের সাসপেন্ড করে চাকুরী হতে অব্যাহতি দিয়ে দুর্নীতির জন্য মামলা করা প্রয়োজন।
সাবাস ভাই দোয়া রইলো
শুধু বদলি করলে হবে না স্থায়ী ভাবে বরখাস্ত করতে হবে।
শুধু বরখাস্ত করলে হবেনা ভাই, এসব জানোয়ারকে জনগণের সামনে জুতা পিটা করতে হবে, আমি সৌদি প্রবাসী।
স্হায়ী ভাবে বরখাস্ত দাও
Good governance good action
কুকুর যেখানেই যায় লেজ বাঁকা করেই যায়
কাংলাদেশ ছেড়ে চলে যাবে ভালো জীবনের জন্যে, সেখানেও দুর্নীতি 🤣
এমন কাংলা দেশ কোথাও নেই দাদা , সুযোগ পেলেই চলুন, তো অন্যদেশে চলে যাওয়ার মত নেই🤣
ধন্যবাদ যমুনা টিভি ও সাংবাদিকদের এরকম সাহসিকতার জন্য।
বাংলাদেশে এমন ভালো সাংবাদিক আছে যা দেখলে মনটা বুরে যায়
ছদ্ম বেশে সাংবাদিকদের সাহসী সংবাদ প্রকাশের জন্য ধন্যবাদ। তাদের নিরাপত্তা ও সুস্থতা কামনা করি।
Ameen 🤲
আর অবশ্যই যমুনা টেলিভিশনের এ ধরনের সাহসী ও প্রতিভাবান সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা দেশ ও জনগণের কল্যানে কাজ করে যাচ্ছেন। ধন্যবাদ।
ধন্যবাদ যমোনা টেলিভিশনকে ধন্যবাদ সাংবাদিক ভাইকে মাঝে মাঝে এমন রিপোট করলে জনগন উপকার পাবে।
একমাত্র সাংবাদিক ভাইরা এই দেশ বাঁচাতে পারে হাজার হাজার লক্ষ কোটি স্যালুট সাংবাদিক ভাইদের
বাংলাদেশের এমন কোন পাসপোর্ট অফিস নেই যেখানে দূর্নীতি নেই
right
ঠিক বলেছেন
আশা করি বাংলাদেশের পাসপোর্ট অফিসে এখন থেকে আর কোন দূর্নীতি হবে না, নতুন মহাপরিচালক এর অধীনে।
যেখানে সংসদে নাটক চলে সেই দেশ কিভাবে চলতে পারে কল্পনা করুন!!
Jorito dar ainar aotay ana hok. Thanks jamuna tv
এটা কি ধরনের নিয়ম, দুর্নীতি বলে বদলি হবে , কঠিন সাজা দেয়া হোক
ঐ অফিসের ,,,,, গা মা-রা সারা। এবার হো,,,, মারবে অন্য অফিসের।ঘুরে ঘুরে পুরো জাতির,,,,,,,,,, মারবে।
হায় হায় এই দেশটাকে ওরা শেষ করে দিবে
Hummm
আর কত সাস্তি দিবে?
আমাদের সুনামগঞ্জ পাসপোর্ট অফিসের এডি স্যার খুবই সৎ ও আন্তরিক। আমি একটা সমস্যায় পড়ে স্যারের কাছে গিয়েছিলাম, সেখানে আমি কোনো অনিয়ম কিংবা দুর্নীতির গন্ধ পাইনাই।
এমন দূর্নীতির চাক্ষুস প্রমাণ থাকার পরেও শুধুমাত্র বদলি করা হয়েছে!!!
কোন আইনি ব্যবস্থা নেয়া হয়নি!
এমন সুন্দর, সুষ্ঠু দুর্নীতির সুযোগ থাকলে সেটা কে না ব্যাবহার করবে!!!
ধন্যবাদ
কারণ যারা একশন নিবে তারাও তাদের মতই l যেহেতু জিনিসটা প্রকাশ্যে চলে এসেছে তাই বদলি করে নতুন জায়গায় নতুনভাবে সেট-আপ হয়ে নতুনভাবে ঘুষ বাণিজ্য চালাতে পারবে l সেই সুযোগ করে দিয়েছে l যদিও এর কিছু পারসেন্টেজ তারাও পায় l
Right.....Bro
লাও R. কদু
এরকম আন্তর্জাতিক জনবিরোধীদের ফাঁসি দেওয়া দরকার।
একমাত্র সাংবাদিকই পারে দেশটাকে বদলাতে😢
সাংবাদিককে স্যালুট .... দুর্নীতিগ্রস্থ এই দেশে একমাত্র সাংবাদিকই আমাদের কিছুটা আশার আলো ....
যমুনা টেলিভিশনের সাংবাদিক ভাই কে অনেক ধন্যবাদ।
দূর্নীতির মাইরে বাপ, সাংবাদিকতা কাকে বলে, কতো প্রকার ও কি কি দেখিয়ে দিয়েছে এই সাংবাদিক ভাই।লাস্টের ফিনিসিং টা সেই ছিলো ভাই।
সেলুট 🙏এই রকম হাজারো সাহসী সাংবাদিক ভাই বোন দের কে।
অন্তরের গভীর থেকে জানাই এই সাংবাদিক ভাইকে অভিনন্দন আপনাদের জন্যই অনেক মানুষ শান্তিতে থাকতে পারে যেটা আমরা চোখে দেখি না ওইটা আপনারা তুলে ধরেন ধন্যবাদ আপনাদের দোয়া করি আপনাদের আল্লাহ নেক হায়াত দান করুন আমীন
আমিন
বদলি করলে কি সমাধান...? এসব দুর্নীতিবাজদের চিরতরে বহিষ্কার করা এবং শাস্তি দেওয়া প্রয়োজন।
job ke khabe
tar to high link ase
political link
ধন্যবাদ সাহসি সাংবাদিকতার জন্য।
বাংলাদেশের একমাত্র নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম যমুনা টিভি। এভাবেই দেশের সকল দূর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। আমরা আছি আপনাদের পাশে। সেই সাথে অভিনন্দন জানাই এমন সাহসীকতার পরিচয় দেওয়া সাংবাদিক ভাইদের। ♥♥♥
বাংলাদেশে সব জেলাতেই অভিযান চালালে সাধারণ মানুষের জন্য ভালো ।ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে।
সাংবাদিকদের মূল উদ্দেশ্য যদি সত্যকে উন্মোচন করাও জনগণের পাশে থাকা হতো তাহলে এদেশের চরম উন্নয়ন সম্ভব ছিল ।
স্হায়ী বরখাস্ত করা হোক এসব দুর্নীতিবাজদের।।
দেশটা এমন অবস্থা হয়ে গেছে দুর্নীতিবাজদের স্থান অফিসের সর্বোচ্চ স্থানে।কোন একটা অফিস দুর্নীতিমুক্ত নেই। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত কর। আমিন
মানিকগন্জ পাসপোর্ট অফিসে এই রকম তদন্ত করার অনুরোধ করছি।
ধন্যবাদ সাহসী সাংবাদিক ভাইকে
এসব সচেতন দূর্নীতি বাজ বাটপারকে চিহ্নিত করে দেওয়ার জন্য
সৎ অফিসারদের বরখাস্ত করা হয় আর এমন ঘুষখোর অফিসারদের শুধু বদলি করা হয়।এজন্যই তো দুর্নীতি বেড়েই যাচ্ছে।এদের যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক।।
এমন সত্য ঘটনা উদঘাটনের জন্য সাংবাদিক ভাইদের আন্তরিকভাবে অভিনন্দন। এজন্যই সাংবাদিকদের সমাজের দর্পণ বলা হয়
এদের দোষ নেই। যে চাকরী নিতে দিতে হয় ১৫-২০ লক্ষ টাকা সে চাকরীরতে আর কতটাই সৎ ভাবে কাজ করবে।সে তো ঘুষ দিয়েই নিজের সম্মান বেচে দিয়েছে।ধিক্কার জানাই এমন লোকদের।
ওদের উপর আল্লাহর লানত পড়ুক
ওকে চাকরি নিতে বলেছে কে? ভিক্ষা করে খাক। ভিক্ষার টাকা অন্তত হ্লাল। যারা ঘুষ নিয়ে এদের চাকরি দেয়,ঐগুলোকেও সনাক্ত করা দরকার।
দেশে আজ বিচার নাই বলে জনগণের ভোগান্তিতে পড়তে হয় দিতে হয় অতিরিক্ত টাকা ওদেরকে শাস্তির আওতা আনা হোক
অসাধারণ একটি রিপোর্ট হয়েছে.. সাহসী ও বুদ্ধিমত্ত্বার পরিচয় দিয়েছেন সাংবাদিক। 🥀❣️🥀
এটা আমাদের দেশের নতুন কিছু না। কিন্ত দালাল ছাড়া পাসপোর্ট করতে গেলে ঘুরতে ঘুরতে জীবন শেষ, হয়ে যায়। সাংবাদিক ভাই কে সত্য টা তুলে ধরার জন্য অংসখ্য ধন্যবাদ জানাই।
অভিনন্দন সংবাদিককে বাংলাদেশের প্রত্যেক সংবাদিক যদি এমন সৎ সাহসী হতো তা হলে দেশে কোনো চুর ঘুসখোর দূর নিতি বাজ থাকতোনা!এমন সৎ নিখুঁত কাজের জন্য সেলিব্রিটি হওয়া উচিত ছিল দোয়া রইল 🤲
এমন সাহসী সাংবাদিক দেশের প্রতিটি জেলায় প্রতিটি দুর্নীতি গ্রস্ত সেক্টরে অভিযান চালিয়ে যাক,এটাই আশা করি।
বাংলাদেশের দুর্নীতি ধরা খেলে শুধু বদলি করা হয়। এই কারণে দুর্নীতি মুক্ত হয়না, উচিত শাস্তি দেওয়া ও স্থায়ীভাবে বরখাস্ত করা।
বরখাস্ত সহ যত টাকা ব্যংকে জমা করেছে সব নিয়ে নিতে হবে
ঠিক বলেছেন ভাই
Roght
উপযুক্ত কারো দণ্ড এবং জরিপানা
সাংবাদিক মানেই জনগণের আশার প্রদীপ। বেচে থাকুক সৎ সাহসী সাংবাদিকগুলো।
ধন্যবাদ সাংবাদিক ভাই ❤️ সমাজকে বদলে দেওয়ার দায়িত্ব আপনাদের ❤️
সাহসী সাংবাদিক ভাই অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের মত মানুষ থাকলে দেশে কোন অনিয়ম হবে না ইনশাআল্লাহ।
এভাবেই সব দূর্নীতি রুখে দাঁড়াতে হবে, অমানুষ কখনোই মানুষ হয়না।
কত অমানুষ হলে এভাবে মানুষকে হয়রানির স্বীকার হতে হয়।😡😡😡😡😡😡
বদলি করলেই কি শাস্তি যথেষ্ট ? এরকম কর্মকর্তাদের কে স্থায়ীভাবে বরখাস্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা উচিত।
Ekane ses onno jagay suru korbe
ধন্যবাদ যমুনা টেলিভিশনের সাংবাদিক কে,এমন দুর্নীতি তথ্য তুলে ধরার জন্য, এমন অফিসার'কে বরখাস্ত করা উচিত ছিলো,,
ঠিক আছে। এইভাবেই সকল দূর্নীতির বিরুদ্ধে জনগনকে সাথে করে রুখে দাঁড়াতে হবে।
যমুনা টেলিভিশনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দুর্নীতি বিরুদ্ধে সংবাদ প্রচার করার জন্য।তার সাথে আমাদের সচেতন হতে হবে।
এমন সাহসীকতা এবং স্বচ্ছ সাংবাদিকতা প্রত্যেকের মাঝে আসা চাই।
সাংবাদিক কে অনেক অনেক ধন্যবাদ ❤️
এমন কিছু সাংবাদিক থাকলে আমাদের সাধারণ মানুষদের সমস্যা গুলো সাবার সামনে আনা যায়।
ধন্যবাদ যমুনা টিভি কে। দেশের সব পাসপোর্ট অফিসে এই একই চিত্র। যমুনা টিভি কে অনুরোধ দেশের সব পাসপোর্ট অফিস গুলোর চিত্র ধারণ করার জন্য।
বদলি না করে সাস্তির আওতায় নেওয়া উচিত। না হলে এদের শিক্ষাও হবে না,দুর্নীতিও কমবে না। শুধু ভোগান্তি পোহাতে হবে আমাদের মত সাধারণ মানুষের।
Jekhane bodli korse oikhane giye Abar durniti ghus khawa suru korbe
❤️ সম্মানিত সাংবাদিক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ এদেশের চোরদের কারণেই এ দেশ উন্নত হয় না জনগণকে ভোগান্তির নাম হল সরকারি কর্মসংস্থানগুলো
অনেক অনেক ধন্যবাদ যমুনা টিভির সাংবাদিক দের।।আপনারাই পারেন এই অত্যাচারি সরকারি অফিসারদের কুকর্মগুলো সকলের সামনে বাস্তবায়ন করতে।।🥰🥰🥰💝💝
ধন্যবাদ যমুনা টিভি,এই রকম প্রতি অফিসে
সাংবাদিক অভিযান চালিয়ে যাও হোক। ধন্যবাদ স্যার
সাংবাদিকরা এত ঝুঁকি নিয়ে কাজ করার পরও প্রশাসনিক কোন ব্যাবস্থা নেই না ।
বরং সাংবাদিকের জীবনের ঝুঁকি বেড়ে যায়!!!
এই হচ্ছে সপ্নের বাংলাদেশ।
দেশের সুশাসন নিশ্চিত করার জন্য মিডিয়ার ভূমিকা অপরিহার্য।
খুলনার পাসপোর্ট অফিসে এমন একটি রিপোর্ট করার জন্য অনুরোধ রইলো ❤️
ধন্যবাদ যমুনা টেলিভিশনের সকল মানুষদের ❤️
অসহায় মানুষের উপকার করলেন ❤️
এমন সাহসী সাংবাদিক দেশের প্রতিটি জেলা উপজেলায় প্রয়োজন তাহলে কিছু টা কম হবে দূর্নীতি ঘুষ অনিয়ম লুটপাট সাংবাদিক ভাই অনেক অনেক সালাম শুভেচ্ছা অভিনন্দন
এ রকম সাহসি সাংবাদিকদের রাষ্টীয়ভাবে পুরষ্কৃত করা দরকার 😍🥰
ধন্যবাদ যমুনা টেলিভিশনের সকল সাংবাদিকদের।
লাভ কি হলো,, সে যেখানে যাবে সেখানেই সে দুর্নীতি করবে,,আমরা সাধারণ জনগণ চাই,, যে সকল লোক এই ঘটনার সাথে জড়িত,, তাদের সকলকে চাকরি থেকে বরখাস্ত দেয়া হোক,,
Tai aj theke ghor cor dhora khele tader o bodli kora hok .
সাংবাদিক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে দেশের ভালোবাসা দেখা যাচ্ছে আপনার থেকে ভাই
ধন্যবাদ, সময়ের সাহসী সংবাদিক ভাই কে,
পাসপোর্ট অফিস ও আয়কর অফিস ও ভূমি অফিসগুলোতে সরকারের দৃষ্টি কামনা করছি।
একেই বলে প্রকৃত সাংবাদিক। আমরা আপনাদের সাথে আছি। আপনারা সত্যর জন্য লড়েন যেন আমরা অন্যায় এর বিরুদ্ধে রূখে দাড়ায়।
যমুনা টিভিকে ধন্যবাদ এমন সংবাদ প্রচারের জন্য।তার সাথে আরো একটা অনুরোধ করছি যদি সম্ভব হয় গোপালঞ্জ পাসপোর্ট অফিসের চিত্রটা তুলে ধরার জন্য
আল্লাহ ঐ সাংবাদিক কে হেফাজতে রাখুন এবং তাঁকে আল্লাহ সৎপথে চলার তৌফিক দিন 😢💞🤲!!!
Ameen 🤲
সাংবাদিক ভাইর উপর আল্লাহর রহমত নাজিল হোক, আমিন,❤️
ধন্যবাদ জানাই এমন সকল সাংবাদিক ভাইদের, যারা অন্যায়ের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন।
আপনাদের স্যালুট দিতে হয় না হাজার মানুষের মন থেকে স্যালুট পেয়ে যাবেন ইনশাল্লাহ।
সবচেয়ে খারাপ লাগে, যখন নিজের শিক্ষিত হয়েও এরকম অন্যায় কে খুব কাছ থেকে দেখতে হয়, এবং খুব সহজেই মেনে নিতে হয়।
সাংবাদিক ভাইকে অসংখ্য ধন্যবাদ।অনেক সাহস নিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়ানোর জন্য ❤️
ঘুষ দিলে সাত দিনে না দিলে সাত মাসেও পাওয়া যায় না। প্রত্যেকটি পাসপোর্ট অফিস হেড অফিস এর মত আর্মির আওতায় নেওয়া হোক। এই সাংবাদিক ভাইকে জাতীয় পুরস্কার দেওয়া উচিত।
সাংবাদিক ভাই দেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
বদলি কোন সমাধান নয়, আইনের মাধ্যমে শাস্তি হওয়া উচিত।
বিশেষ করে সাহসী সাংবাদিক মহোদয় কে অসংখ্য অভিনন্দন এই ধরনের সাহসী সাংবাদিক অতীত জরুরী
বদলি করলেই কি বিচার শেষ,এগুলো আইন সংশোধন করা উচিত। সরকারি চাকুরিজীবিরা দূর্নীতি করলে ১৪ বছরের কারাদন্ডের বিধান রেখে আইন করা উচিত।
এভাবে যদি সারা দেশের পাসপোর্ট অফিসে নিয়ে রিপোর্ট করা যায় তাহলে অনেকটাই কমে যাবে দুর্নীতি
যমুনা টিভি এবং রিপোর্টারের প্রতি অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো।
বদলি করলে কি হবে? এদেরকে আইনের আওতায় আনা হোক এবং কঠিন বিচার করার আবেদন করছি।
ধন্যবাদ সাংবাদিক ভাইকে, এবং যমুনা টিভি, দয়া করে প্রত্যেকটা জেলায় এইভাবে অভিযান চালালে দেশের মানুষ সাংবাদিকদেরকে মাথায় করে রাখবে।।
প্রতিটি সরকারি অফিসের কর্মকর্তাদের এভাবেই উলঙ্গ করা হোক
দেশের মানুষ কে সচেতন হতে হবে। সবাই কে গোয়েন্দা হতে হবে তবেই দূর্নীতি বন্ধ হবে
ধন্যবাদ, সাংবাদিক ভাই কে এবং জমুনা টিভি চ্যানেল কে, এইসব কিছু কর্মকর্তাদের বহিষ্কার করা হোক।
এ সমস্ত কর্মচারীদের ফাঁসি দেওয়ার দরকার তা না হলে সারা বাংলাদেশের প্রতিটি পাসপোর্ট অফিসে এরকম দুর্নীতি ছড়িয়ে যাবে
ধন্যবাদ যমুনা টিভি এবং সেই সাহসী সাংবাদিক ভাই কে এমন ভাল নিউজ করার জন্য। জনগণএর ভোগান্তি তুলে ধরাই প্রকৃত সাংবাদিকতা...
কি করবে আমাদের মত সাধারণ জনগন,কোথায় গেলে বিচার পাবে।জানি এদের মত জানোয়ারদের বিচার করার কেউ নেই।
বাংলাদেশের সব জায়গায় এটা চলে,,ধন্যবাদ সাহসী সাংবাদিককে
খুবই ভালো হয়েছে । এসব চোরদের দ্রুত আইনে বিচার করে সাজা দেওয়া উচিত
সাংবাদিক ভাইদের অনেক ধন্যবাদ, আমাদের এই বীর সন্তানদের ভালো কাজ তুলে ধরার জন্য
ধন্যবাদ যমুনা টেলিভিশন সাংবাদিক কে ।
এমন তথ্য তুলে ধরার জন্য ।
আশা করি এই লোকদের বিচার খুব তাড়াতাড়ি যেন হয় ।
হবিগঞ্জর অবস্থা খারাপ
বহুদিন পরে একটা সত্য সংবাদ দেখলাম। ধন্যবাদ যমুনা টিভি।
এরকম সাহসী সাংবাদিক দরকার দেশের জন্য
এরকম অসৎ কর্মকর্তার জন্যই আজকে এদেশের সাধারণ নাগরিকের পাসপোর্ট করতে গিয়ে অনেক কষ্ট করতে হয় ।
ধন্যবাদ সত্য তুলে ধরার জন্য যমুনা টেলিভিশনের সাংবাদিক ভাইকে।
ধন্যবাদ সাংবাদিক ভাইকে৷ দুর্নীতিদেরকে তুলে দরার জন্য৷ তবে একই অবস্থা সব জায়গায় আমাদের ভোলাতে একই অবস্থা
এমন কি চুয়াডাঙ্গায় হয় নাকি সারা দেশে এমন হয়
সহকারীর দায়িত্ব থেকে বহিস্কার করা হউক। সরকারের ভাবমূর্তি যেন ক্ষুণ্ন না হয়।
যে দেশে পাসপোর্ট রি-নিউ করতে ৮০ হাজার টাকা লাগে। সেই দেশের অবস্থা বলে বুঝানো সম্ভব না। সবই জয় বাংলার অবদান।
এ ধরনের সরকারি অফিসার দেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ ।অবিলম্বে তার সঠিক বিচার হওয়া উচিত।
যমুনা টেলিভিশন এর এই উদ্যোগ অনেক ভালো লেগেছে। এবং আরো অনুরোধ করবো যাতে সারাদেশের পাসপোর্ট অফিস গুলাতে এভাবে অনুষ্ঠান পরিচালনা করা হয়
"আলহামদুলিল্লাহ" এই পদক্ষেপের জন্য যমুনা টেলিভিশনের প্রতিনিধিদের জানাই আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন, এখন অনতি বিলম্বে বরিশাল এবং খুলনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে সার্চ লাইট অভিযান চালানোর জন্য জোর দাবি।
এই রকম সাংবাদিকদের খুবই প্রয়োজন এরাই সমাজ ও দেশের বিবেক,
পটুয়াখালী পাচপোর্ট অফিসের এই রকম একটি প্রতিবেদন হলে উপকৃত হতো এই জেলার মানুষ