আসসালামুয়ালাইকুম বড় ভাই আমি একজন নতুন উদ্যোক্তা মরিচ চাষাবাদ করেছি কিন্তু মরিচের বাজার এখন কম আমি এখনো একবারও হারভেস্ট করিনি গাছের বয়স 75 গাছে মরিচ ধরে আছে আমার প্রশ্ন হল এগুলো কি একবারে উঠাইলে হবে না গাছের কি কোন সমস্যা হবে দীর্ঘদিন রাখলে একটু বিস্তারিত আমাকে জানান।
মরিচ যতো বেশি সময় গাছে রাখবেন ততো বেশি পুষ্ট হবে আর ওজন বেশি পাবেন।। তবে যেহেতু গাছের বয়স ৭৫ দিন সেহেতু এই সময় গাছে প্রচুর মরিচ আসবে,,তাই এই সময় যতো হারভেস্ট করবেন ততো ফলন বেশি পাবেন,,গাছ থেকে ম্যাচিউড মরিচগুলো তুলে নিলে পরবর্তী মরিচ গুলো দ্রুত বড় হবে,,এবং প্রতি ৭-১৫দিন পর পর মরিচ হারভেস্ট করতে পারবেন,,তাছাড়া গাছে মরিচ রেখে দিলে গাছের কোন সমস্যা হবে না।। ফলন কম হবে,,
মার্চ মাসে মরিচ লাগালে মালচিং পেপার ব্যাবহার করা যাবে??? ঐ সময়ে তিব্র গরম পরে এপ্রিল /মে মাসে ৪২/৪৫ ডিগ্রি তাপমাত্রা উঠে যায় সে ক্ষেত্রে কি মালচিং পেপার দেওয়া যাবে
@@SatazAgro ধন্যবাদ ভাই আজ আপনার একটি ভিডিও দেখেই আপনার চ্যানেল লাইক এবং সাবসক্রাইব করে দিলাম কারণ আপনি যথাসাধ্য সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন যা অন্য সবার বেলায় দেখিনা । আপনার এই গুনটি বজায় থাকলে আমরা সবাই লাভবান হবো ইনশাআল্লাহ। আপনার দীর্ঘ হায়াত কামনা করি।
আপনার কথা গুলো ভালো লাগলো,, এবং বুঝতে ও সুবিধা হলো
ধন্যবাদ
ভাই বিজলী প্লাস মরিচ কতদিন পর্যন্ত সংগ্রহ করা যায় আর কতদিন পর্যন্ত গাছ টিকে।
৮ মাস
গাছ যতোদিন টিকিয়ে রাখতে পারবেন ততোদিন ফল পাবেন।
ভাই ভিডিওতে মিউজিক না দিলে আরো ভালো হতো।
হুম
ভাই, সুন্দর ভিডিও তবে রোদের কথা বললেন।গাছে সারি গুলো কোন দিক করলে রোদ তাপমাত্রা থেকে রক্ষা পাবে।
উত্তর দক্ষিণ
চারা থেকে চারার দুরত্ব কত " আর ড্রেন রাকা হয়েছে কত "
চারা থেকে চারার দূরত্ব ১৮ইঞ্চি।। ড্রেন ২ফিট।।
ভাই আপনি খুটি কিদিয়েছেন একটু বলবেন
ভাই ছোটো মিয়ার মরিচ চাষ পর্বগুলো তে দেখাবো।
আসসালামুয়ালাইকুম বড় ভাই আমি একজন নতুন উদ্যোক্তা মরিচ চাষাবাদ করেছি কিন্তু মরিচের বাজার এখন কম আমি এখনো একবারও হারভেস্ট করিনি গাছের বয়স 75 গাছে মরিচ ধরে আছে আমার প্রশ্ন হল এগুলো কি একবারে উঠাইলে হবে না গাছের কি কোন সমস্যা হবে দীর্ঘদিন রাখলে একটু বিস্তারিত আমাকে জানান।
মরিচ যতো বেশি সময় গাছে রাখবেন ততো বেশি পুষ্ট হবে আর ওজন বেশি পাবেন।। তবে যেহেতু গাছের বয়স ৭৫ দিন সেহেতু এই সময় গাছে প্রচুর মরিচ আসবে,,তাই এই সময় যতো হারভেস্ট করবেন ততো ফলন বেশি পাবেন,,গাছ থেকে ম্যাচিউড মরিচগুলো তুলে নিলে পরবর্তী মরিচ গুলো দ্রুত বড় হবে,,এবং প্রতি ৭-১৫দিন পর পর মরিচ হারভেস্ট করতে পারবেন,,তাছাড়া গাছে মরিচ রেখে দিলে গাছের কোন সমস্যা হবে না।। ফলন কম হবে,,
ভাই,বিজলী প্লাস ২০২০ এবং নাগাফায়ার এর মধ্যে কোনটির মরিচ আগে আসে,জানাবেন প্লিস।
বিজলি
নাগাফায়ার আগে আসবে।। বিজলী প্লাস ২০২০ ফল আসতে সময় একটু বেশি লাগে।।তবে শুধু বিজলী প্লাস ৪০-৫০ দিনে ফল হারভেস্ট করা যাবে।।
ভাই বিজলী২০২০ কি ফেব্রুয়ারিতে চাষ করা যায়
হ্যাঁ করা যায়।। এটি সারা বছর করা যায়।।
ভাই মরিচ চাষের উপযুক্ত সময় কখন
আগাম।।জুনের শেষ সপ্তাহে।। সিজনাল -১লা কার্তিক।।গ্রীস্মকালীন -ফেব্রুয়ারী প্রথম সপ্তাহে।।
ভাই দুইটা দ খেত কি আপনার আার আমি মালচিং ছাড়া মরিচ চাষ করতে চাচ্ছি তা কখন বা কোন সময় করলে ভালো হবে????
ভাই এখন কি বিজলি প্লাস ২০২০ জাত লাগানো যাবে কি? একটু জানাবেন প্লিজ।
যাবে।।
অল্প জমির জন্য মালচিং না করাই ভালঝো হবে
হ্যাঁ ভাই
মার্চ মাসে মরিচ লাগালে মালচিং পেপার ব্যাবহার করা যাবে??? ঐ সময়ে তিব্র গরম পরে এপ্রিল /মে মাসে ৪২/৪৫ ডিগ্রি তাপমাত্রা উঠে যায় সে ক্ষেত্রে কি মালচিং পেপার দেওয়া যাবে
হুম দেওয়া যাবে তবে বেডের উচ্চতা ৯ ইঞ্চি করে ডাবল লাইন বেড করতে হবে।। যেন ১/২ দিন পর পর সেচ দিয়ে বেডের নিচের অংশ সব সময় ভেজা রাখা যায়।।
আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আমার বাসা সাপাহার আমি চাষ করতে চাই একটু জানাবেন প্লিজ
শুরু করুন।।
আপনার বাসা কোথায় একটু জানাবেন প্লিজ
নজিপুর
বালি মাটিতে কেমন ফলন হয় মরিচ ❤
ভাই বালি মাটিতে মরিচ না করায় ভালো।। যদি করতে চান তাহলে জুন-ডিসেম্বর মাস এই সময় করেন,,মানে যখন বৃষ্টি থাকে/আবহাওয়া ২০-৩০ডিগ্রী থাকে।।
ভাইজান ১৩ শতক জমিতে কত গুলো মরিচের চারা লাগানো যায়।
১৫০০-১৬০০
@@SatazAgro ধন্যবাদ ভাই আজ আপনার একটি ভিডিও দেখেই আপনার চ্যানেল লাইক এবং সাবসক্রাইব করে দিলাম কারণ আপনি যথাসাধ্য সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন যা অন্য সবার বেলায় দেখিনা । আপনার এই গুনটি বজায় থাকলে আমরা সবাই লাভবান হবো ইনশাআল্লাহ। আপনার দীর্ঘ হায়াত কামনা করি।
কী কী সার ও ঔষধ দিলেন যানাবেন
আমার মরিচ চাষের উপর সবগুলি ভিডিও দেখুন
দাদাএটা কি জাত
বিজলী প্লাস২০২০
ভাই এই জমি থেকে কত টাকা বিক্রি করছিলেন গত বছরে কত শতাংশ জাইগা
সঠিক মনে নেই তবে ১লক্ষ টাকার উপরে হবে।।
বিজলী প্লাস মরিচ 2020 এর বীজ দেওয়া জাবে কি তিন পেকেট লাগবে ঠিকানা ধামরাই ঢাকা জেলা নাননার বাসি
না দেওয়া যাবে না
কি জাত ভাই
বিজলী প্লাস ২০২০
ভাই খুটি গুলো কি ভাবে দিয়েছেন
আমাদের এই চ্যানেলে খুটি প্রদান ভিডিও আছে দেখে নেন
আপনার নিজস্ব পরামর্শ কি?? মালচিং নাকি মালচিং ছাড়া???
ভাই আমিতো পরিক্ষা চালাচ্ছি।। তবে কম খরচে সিজনাল মরিচ চাষ মালচিং ছাড়াই ভালো।।
মালচিং ছাড়া গাছে কি কি সার দিয়েছেন?
টি এস পি, ডি এ পি,পটাশ,জিবসাম,,ম্যাগনেসিয়াম,বোরন,জিংক, কার্বুফুরান
চারা করার নিয়ম কি
এই চ্যানেলে চারার বিষয়ে ভিডিও আছে দেখে নেন।।
এটি কোন মাসে রোপন করা হয়েছে?
অক্টোবর মাসে
2020 ki pakano jai?
হুম
ভাই কত দিন বয়সে ফল সংগ্রহ করা যায় @@SatazAgro
ভাই আপনার সাথে যোগাযোগ করবো কিভাবে
ভাই ভিডিও ডেস্ক্রিবশন বক্সে দেখুন।।
নাম্বার আছে।।
ভাই আমার চারা লাগবে আপনা নম্বার দিয়েন কথা বলব ।
০১৭৮৪৪৯৮৫০১
মালচিং ছাড়াই তো ভালো হয় মনে হচ্ছে?
হুম সিজনে।।
মিউজিক ভিডিওতে কেনো আর কিছু ভালো লাগে না
আপনার পরামর্শটি খুব গুরুত্ত্বের সাথে বিবেচনা করা হবে
আমি এই জাতটি নিতে চাই কিভাবে নিব?
ভিডিও ডেস্কিপশন বক্সে নাম্বার আছে ফোন দেন।।
আপনার নিজস্ব পরামর্শ কি?? মালচিং নাকি মালচিং ছাড়া???
ভাই দুইটা দ খেত কি আপনার আার আমি মালচিং ছাড়া মরিচ চাষ করতে চাচ্ছি তা কখন বা কোন সময় করলে ভালো হবে????
কার্তিক মাস সবথেকে ভালো,, আর গ্রীষ্মকালীন শেষের দিকে আগাছা নিয়ন্ত্রণ করা একটু কঠিন।।যদি বেশি বৃষ্টি হয়।।