Ami Kaan Pete Roi | Rabindra Sangeet Audio Song by Jayati Chakraborty

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • Aami Kaan Pete Roi Lyrics
    আমি কান পেতে রই।
    আমি কান পেতে রই।
    ও আমার আপন হৃদয়গহন দ্বারে বারে বারে
    কান পেতে রই…
    কোন্ গোপনবাসীর কান্নাহাসির
    গোপন কথা শুনিবারে বারে বারে
    কান পেতে রই…
    ভ্রমর সেথা হয় বিবাগি
    নিভৃত নীল পদ্ম লাগি রে…
    ভ্রমর সেথা হয় বিবাগি
    নিভৃত নীল পদ্ম লাগি রে…
    কোন্ রাতের পাখি গায় একাকী
    সঙ্গীবিহীন অন্ধকারে বারে বারে
    কান পেতে রই…
    কে সে মোর কেই বা জানে
    কিছু তার দেখি আভা
    কিছু পাই অনুমানে
    কিছু তার বুঝি না বা।
    কে সে মোর কেই বা জানে
    কিছু তার দেখি আভা
    কিছু পাই অনুমানে
    কিছু তার বুঝি না বা।
    মাঝে মাঝে তার বারতা
    আমার ভাষায় পায় কি কথা… রে
    ও সে আমায় জানি পাঠায় বাণী
    গানের তানে লুকিয়ে তারে বারে বারে
    কান পেতে রই
    আমি কান পেতে রই।
    ও আমার আপন হৃদয়গহন দ্বারে বারে বারে
    কান পেতে রই..
    Join this channel to get access to perks:
    / @miltonmuzik
    Milton Muzik… Where your soul refreshes itself sailing through a timeless musical journey… Music, which is essentially Bengali in its flavour… Music, that encapsulates a wide range starting from traditional folk to new-age fusion, from Raga-Ragini to Rabindrasangeet, from free-flowing melodies to upbeat rhythms… Everything to enliven your soul, and all that, presented in aesthetically visualized lyrical videos… So, it’s time to subscribe and say, Cheers!
    Milton music, play the moments, musically

ความคิดเห็น • 140

  • @swarajketanchatterjee5768
    @swarajketanchatterjee5768 6 วันที่ผ่านมา +2

    কি আবেগ গলার!! জয়তী অনন্যা

  • @mitubarua815
    @mitubarua815 ปีที่แล้ว +6

    চমৎকার পরিবেশনা আমার প্রিয় শিল্পী জন্য শুভ কামনা

  • @sudeeptagh
    @sudeeptagh ปีที่แล้ว +7

    এমন এক আধ্যাত্মিক মূর্ছনা ক্ষণে ক্ষণে মনকে ছিড়ে খুঁড়ে পাগল করে দিয়ে যায়। রবীন্দ্রনাথ কি যে দিয়ে গেলেন! জয়তী দেবিও এই গানের প্রতি সুবিচার করেছেন।

  • @arunavadutta6353
    @arunavadutta6353 12 วันที่ผ่านมา +1

    অসাধারণ , আমি বারে বারে শুনি

  • @anandakatha5220
    @anandakatha5220 ปีที่แล้ว +6

    শুনে মন ভরে গেল। এই গানটি খুব টানে। এত সুন্দর বাণী তেমনই সুর।

  • @swapanpal-z1m
    @swapanpal-z1m 3 หลายเดือนก่อน +1

    Apni ek kothay outstanding...ami apner gan chhara karooo gane Rabindranath er abeg pai na...!!!!

  • @amalghoshray7624
    @amalghoshray7624 3 หลายเดือนก่อน +2

    Amar mate apni sabokaler sera mohila Rabindra sangit silpi,. Eto abek darod karo gane paina
    .. Amar mone hoy adhunik bangla o hindi ganeo apni sabar mon joy kore neben. Apni ekjon exceptional silpi. Keep it up. God bless you..

  • @subhaschandramaiti6453
    @subhaschandramaiti6453 ปีที่แล้ว +5

    আপনার গান শুনতে ভালো লাগে। শ্রুতিমধুর। এবং সুস্পষ্ট উচ্চারণে গানের কথা ভালোভাবে বুঝতে পারি। সুযোগ পেলেই আপনার গান শুনি। ধন্যবাদ ও নমস্কার জানাই ❤❤❤❤

  • @subhaschandramaiti6453
    @subhaschandramaiti6453 ปีที่แล้ว +12

    শ্রতিমধুর গান। বার বার শুনলে আশ মেটে না। শ্রদ্ধা ও নমস্কার জানাই ❤❤❤

  • @mdabdussamad7712
    @mdabdussamad7712 ปีที่แล้ว +1

    মনোমুগ্ধকর অপূর্ব ইমেজ বাড়ানোর আশা।

  • @MonjuaraBegum-gu1ue
    @MonjuaraBegum-gu1ue 6 หลายเดือนก่อน +1

    অনেকের গলায় শুনলাম গানটা। আপনারটাই শ্রেষ্ঠ!

  • @santoshbiswas5033
    @santoshbiswas5033 2 หลายเดือนก่อน

    Eti Rabi thakurer anobadya sristi. Apnar mon- pran uzar kora kanthe gan- ta ak alada matra peyechhe. Apnake ajashra dhanyabad o antarik suvechchha.

  • @aishanimukherjee5476
    @aishanimukherjee5476 ปีที่แล้ว +3

    Khub sundor didi. Mon vore gelo.💜♥️❤️💐

    • @kabitamondal1264
      @kabitamondal1264 ปีที่แล้ว +1

      মনোমুগ্ধকর পরিবেশন।মুগ্ধ হলাম দি ভাই 🙏🙏💞💞💞💞💞💞💞💞💞💞💞💞🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷💯💯💯💯💯💯💯💯💯

  • @alakchakraborty3235
    @alakchakraborty3235 2 ปีที่แล้ว +2

    অপূর্ব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশনা।

  • @SuhelRuram
    @SuhelRuram 2 หลายเดือนก่อน +1

    এই গান শুনলে অনেক দূরের পথ পায়ে হেঁটে হেঁটে যাওয়া সেই চলে যাওয়া ছোট বেলার কথা ও দিনগুলো মনে পড়ে।

  • @prabirkantidas4166
    @prabirkantidas4166 ปีที่แล้ว +3

    Beautiful melodious singing.

  • @aby04
    @aby04 ปีที่แล้ว +6

    আহা কান পেতে রই। কি দারুন ই না❤❤❤❤

  • @priyabratakhanra8571
    @priyabratakhanra8571 4 หลายเดือนก่อน +1

    জয়তির গান শোনার জন্য আমি সর্বদা কান পেতে রই।

  • @saifalhasan9895
    @saifalhasan9895 10 หลายเดือนก่อน +4

    অনেক সুন্দর হয়েছে দিদি ❤️
    বারবার শুনতে ইচ্ছা করে

  • @susmitasamadder6094
    @susmitasamadder6094 3 หลายเดือนก่อน

    Kii apurbo gaan selection..asadharon gayoki r uposthapona....anek suvechha roilo go...❤❤❤

  • @sajalbhattacharya-tt5wv
    @sajalbhattacharya-tt5wv 11 หลายเดือนก่อน +4

    এতো আবেগী দরদ কোথা পেলেন দিদি প্রণাম জানাই

  • @msroymusichealthchannel3456
    @msroymusichealthchannel3456 วันที่ผ่านมา

    Excellent 👌

  • @HPERSON-ry6yw
    @HPERSON-ry6yw ปีที่แล้ว +1

    অসাধারণ মখমলে কন্ঠস্বর!

  • @MamataBasu-j5c
    @MamataBasu-j5c 10 หลายเดือนก่อน +1

    Always a pleasure listening to her. JUG JUG JIYO DEAR JAYATI. Asok Basu, Atlanta, Georgia

  • @lekhamaiti1255
    @lekhamaiti1255 7 หลายเดือนก่อน

    Khub sundar . Manta bhora galo gunta suna . ❤

  • @SanchitaBasak-wd9ok
    @SanchitaBasak-wd9ok 6 หลายเดือนก่อน +5

    চোখ বন্ধ করে শুনলে মনে হয় ভিতরে থাকা জীবাত্মা পরোত্মার অপেক্ষা করে আছে।

  • @santanumukharjee8575
    @santanumukharjee8575 9 หลายเดือนก่อน

    Ashadharan, jayati di apnar galai রবীন্দ্র সঙ্গীত daruun lage. ❤❤

  • @ajoybiswas1089
    @ajoybiswas1089 9 หลายเดือนก่อน +1

    Your voice is so sweet ma'am.
    God Bless you always.

  • @sujaydebnath3384
    @sujaydebnath3384 2 ปีที่แล้ว +6

    ও এই সুরেরে গানটি আমার এত ভালো লেগছে যে আমি প্রতিদিন কানে বড় হেডফোন লাগিয়ে শুনি কয়েকবার।
    অপূর্ব💐💐💐🌼🌼🌼🌸🌸🌷🌷🌼🌼💐

  • @SatiDey-l2j
    @SatiDey-l2j 9 หลายเดือนก่อน +1

    Khub valo laglo

  • @mitamukherjee2659
    @mitamukherjee2659 ปีที่แล้ว +2

    Out standing performance

  • @chinmoysarkar9274
    @chinmoysarkar9274 5 หลายเดือนก่อน +5

    রবীন্দ্রসঙ্গীত অনেকেই গেয়ে থাকেন, কজন আছেন যারা তার চিন্তা-চেতনাকে গানের মধ্যে স্পর্শ করতে পারেন?🙏🙏🙏🙏🙏🙏😊😊😊

  • @piyalbhattacharya-b9l
    @piyalbhattacharya-b9l 9 หลายเดือนก่อน +1

    Aaha mon ta bhore galo🎉

  • @nirmollkumar5871
    @nirmollkumar5871 ปีที่แล้ว +1

    দিদি তোমার গানে মন্তব্য করার মতো ধৃষ্টতা আমার নেই। শুধু এ-ই টুকোই বলবো অসাধারণ লাগছে। তুমি দীর্ঘ জীবি হও।❤❤❤

    • @-ey8vb
      @-ey8vb 5 หลายเดือนก่อน

      @@nirmollkumar5871 ধৃষ্টতা 🤔
      পুজা বাউল পর্যায়ের গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে অনবদ্য👌
      এইটুকুই √√

  • @DilipKumarMandal-wo4sh
    @DilipKumarMandal-wo4sh 9 หลายเดือนก่อน +1

    Darun.

  • @Rain_bithi
    @Rain_bithi 20 วันที่ผ่านมา

    চিরনবীন সঙ্গীত এক প্রিয় শিল্পীর কণ্ঠে 🤍

  • @nazrulislam3165
    @nazrulislam3165 หลายเดือนก่อน

    অসাম!! বার বার শুনি

  • @suklachakraborty5956
    @suklachakraborty5956 2 ปีที่แล้ว +2

    Jayati apnar ai ganta (ami kan pata roi) boro sundar gaychan.

  • @Bhattacharya-e2q
    @Bhattacharya-e2q 2 หลายเดือนก่อน

    Excellent

  • @travelwithlg
    @travelwithlg 2 ปีที่แล้ว +2

    Darun

  • @gautamkarmakar6018
    @gautamkarmakar6018 6 หลายเดือนก่อน

    Your voice is refreshing at any phase & mood irrespective of Season & Weather !!
    Wish your good health & Long Life !!

  • @rabindranathsarkar7563
    @rabindranathsarkar7563 7 หลายเดือนก่อน

    সবমিলে চমৎকার নিবেদন "❤ শ্রদ্ধা নিরন্তর কবি গুরু"

  • @MohijitBhowmick
    @MohijitBhowmick 10 หลายเดือนก่อน +2

    Jayati jug jug jeo

  • @SamsedBanu
    @SamsedBanu 5 หลายเดือนก่อน

    অসাধারণ

  • @toponshaha6567
    @toponshaha6567 2 หลายเดือนก่อน

    হৃদয় ছুয়ে যায়❤

  • @mirzamosharufhossain7851
    @mirzamosharufhossain7851 9 หลายเดือนก่อน +4

    মনে হয় এখুনি গ্রামের দিকে ছুটে যাই।

    • @sohelrana662
      @sohelrana662 4 หลายเดือนก่อน

      Akhoni Jan. Dhore Rakhce ke?

  • @ShahirHasan-dj3cy
    @ShahirHasan-dj3cy 7 หลายเดือนก่อน +4

    সারাজীবনই কান পেতে আছি পরানের গহীন ভেতরে! না জানি কখন অনন্ত পারাবারের ডাক ভেসে আসে।!!

  • @m.k.mukhopadhyay3593
    @m.k.mukhopadhyay3593 9 หลายเดือนก่อน

    Darun katha ar sir.

  • @SunBiswas-iz2ep
    @SunBiswas-iz2ep 8 หลายเดือนก่อน +1

    দারুন

  • @amalkrishnapaul2319
    @amalkrishnapaul2319 6 หลายเดือนก่อน

    Excellent 🎉❤

  • @SazzadurrahmanSazzad-j2n
    @SazzadurrahmanSazzad-j2n 8 หลายเดือนก่อน +1

    অন্তর্নিহিত অর্থ হয়তো বুঝতে পারছি না কিন্তু হৃদয় হচ্ছে আপ্লুত

  • @rinapatra2969
    @rinapatra2969 7 หลายเดือนก่อน

    Extraordinary 😊😊

  • @tapanmondal7880
    @tapanmondal7880 6 หลายเดือนก่อน

    Wo wo what a melodious vocal tune

  • @taiyeblaskar4781
    @taiyeblaskar4781 ปีที่แล้ว +58

    যখন বুড়ো হয়ে যাবো নাতি নাতনি রা দেখবে তার দাদা নানা রা কি ধরনের গান শুনতে পছন্দ করতো রেখে গেলাম আগামী প্রজন্মের জন্য 💘💘🌸💝

    • @sanjitdas2038
      @sanjitdas2038 ปีที่แล้ว +5

      Nice

    • @shyamaprosadadhikari8631
      @shyamaprosadadhikari8631 10 หลายเดือนก่อน

      Taiyeblaskar তুমি এই প্রজন্মের ছেলে হলেও তোমার রুচি আছে বাবা।ভাল লাগল। কষ্ট পাই যখন দেখি তরুণ প্রজন্মের রুচি সঠিক হচ্ছেনা বা আমরাই দিতে পারলাম না।

    • @gourangasaha6162
      @gourangasaha6162 9 หลายเดือนก่อน

      একদমই তাই।❤❤❤❤

    • @gourangasaha6162
      @gourangasaha6162 9 หลายเดือนก่อน

      আমাদের প্রোপৌত্রদের জন‍্য রইল এই সুন্দর ডালি-আমাদের মতোই যদি তাদেরও মন ছুঁয়ে যায়।❤❤❤

    • @piyalbhattacharya-b9l
      @piyalbhattacharya-b9l 9 หลายเดือนก่อน

      Aaha pran jurie galo...

  • @sayakchakraborty8988
    @sayakchakraborty8988 5 หลายเดือนก่อน

    রবীর পায়ে আশীর্ণখ কুর্নিশ বারবার।।।।।।❤❤❤❤প্রাণের আরাম ,আত্মার শান্তি।।।।❤❤❤❤❤❤

    • @-ey8vb
      @-ey8vb 5 หลายเดือนก่อน

      রবির... আশিরনখ√√
      গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে অনবদ্য👌

    • @sayakchakraborty8988
      @sayakchakraborty8988 5 หลายเดือนก่อน

      @@-ey8vb gaanti rabi thakur er lekha😄

    • @-ey8vb
      @-ey8vb 5 หลายเดือนก่อน

      @@sayakchakraborty8988 নি:সন্দেহে।
      আমি গানটি কার কণ্ঠে অনবদ্য সেটা উল্লেখ করেছি।
      হাসির স্মাইলি কেন🤔

    • @sayakchakraborty8988
      @sayakchakraborty8988 5 หลายเดือนก่อน

      @@-ey8vb abashyii hemnata er kanthe anabadya sndehateet bhabe...tbe jayatee o besh vlo gye6en

    • @sayakchakraborty8988
      @sayakchakraborty8988 5 หลายเดือนก่อน

      @@-ey8vb r rabi thakur baa kno sangeet anubhb naa krle vlobhbe gwa jy naa..........feelinbgs ta bhetro theke aste hy

  • @moushumirahman1804
    @moushumirahman1804 8 หลายเดือนก่อน +5

    অনেক ভাল লাগে গানটা।

  • @kpmallick7778
    @kpmallick7778 6 หลายเดือนก่อน +1

    Gaan khubei bhalo laglo.

  • @PrabodhMondal-e2b
    @PrabodhMondal-e2b 4 หลายเดือนก่อน

    Heart touching performance.

  • @shiulidutta9028
    @shiulidutta9028 7 หลายเดือนก่อน

    খুব ভালো 👍👍👍

  • @ranimondal-ph1pu
    @ranimondal-ph1pu 7 หลายเดือนก่อน

    বার বার শুনতে ইচ্ছে করে

  • @SwapanSwapanKumarChanda
    @SwapanSwapanKumarChanda 9 หลายเดือนก่อน +1

    How sweet your voice is . Take my pronan Didi. Swapan kumar chanda from Bangladesh.

  • @tushardas1327
    @tushardas1327 ปีที่แล้ว +3

    Aami Kan Pete Roi
    O Aamar Aapon Hridoy
    Gohon Dware Bare Bare
    Kon Gopon Basiir Kanna Hasir
    Gopon Kotha Shunibare Bare Bare

  • @NirmalBiswas-s6g
    @NirmalBiswas-s6g 10 หลายเดือนก่อน +2

    Lovely

  • @priyabratakhanra8571
    @priyabratakhanra8571 2 ปีที่แล้ว

    আসাধারণ

  • @joyeetaroy7119
    @joyeetaroy7119 2 ปีที่แล้ว +1

    Jayati r gan amar khub bhalo lage.

  • @krisnadas6248
    @krisnadas6248 2 หลายเดือนก่อน

    Om ❤

  • @anitadatta1303
    @anitadatta1303 2 ปีที่แล้ว +6

    মন্তব্য গন্তব্য স্টেশনে না গেলেও বলতে হবেই অনুপমা তিনি সুরে সুরে প্রাণে প্রাণে সবখানে ।

  • @souravnanda12345
    @souravnanda12345 ปีที่แล้ว +1

    Moon bhalo hoe gelo

  • @debayanmajumder6630
    @debayanmajumder6630 4 วันที่ผ่านมา +1

    👍👍👍👍👍👍👍👍

  • @krishnadas1384
    @krishnadas1384 7 หลายเดือนก่อน

    excellent

  • @siddiqamohol128
    @siddiqamohol128 8 หลายเดือนก่อน

    আসাধারন গান

  • @mrsmissbarmanvlogs1713
    @mrsmissbarmanvlogs1713 ปีที่แล้ว +2

    Very nice song

  • @bhaktarath5731
    @bhaktarath5731 ปีที่แล้ว

    Love this beautiful song. I wish l could get an English translation. I do not understand bengali

  • @ashrafali-i6x
    @ashrafali-i6x 4 หลายเดือนก่อน

    রিদয় ছোঁয়া গান।

  • @debjaniganguli7779
    @debjaniganguli7779 หลายเดือนก่อน

    Wonderful rendering 😂so lirical

  • @gosthamalik1767
    @gosthamalik1767 11 หลายเดือนก่อน +2

    আপনার কন্ঠের লাগি আমি কান পেতে রই

  • @faridahmed1205
    @faridahmed1205 5 หลายเดือนก่อน +1

    পরমাত্মার খোঁজ যেভাবে ধ্যানের মাঝে উপলব্ধি করি একদমই তাই।

  • @SuhelRuram
    @SuhelRuram 18 วันที่ผ่านมา

    দিদি ভাই দুঃখের গান গেলে আরও অনেক ভালো হতো। আমি তোমার ভক্ত তোমার প্রতিটা গান খুব মিষ্টি মধুর কন্ঠ।

  • @happyara3000
    @happyara3000 9 หลายเดือนก่อน

    অপূর্ব গায়কী

  • @rubimaity1081
    @rubimaity1081 9 หลายเดือนก่อน

    Jaiti di amar pronam naban. Apni youtub Chanel kholar por theke jotogulo gan apni post karchen ami sab gan shunechei .Amar sab gan bhalo lagche tabe tader madhe ai Rabindra Sangeet to amar sabtheke best lagche apner galae ....... Apni parle aro arkom sundor Rabindra Sangeet post karben ..❤❤❤😊😊😊

  • @victorganguly9365
    @victorganguly9365 5 หลายเดือนก่อน

    Prio shilpi'r konthe prio gaan. Sundor muhurto.

    • @-ey8vb
      @-ey8vb 5 หลายเดือนก่อน

      Priyo√√ গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে অনবদ্য👌

  • @debangshude5639
    @debangshude5639 2 หลายเดือนก่อน +4

    আজকের যুগের ছেলে হয়ে আমি এই রবীন্দ্র শুনি বলে। আমায় সবাই bagdeted বলে. আমি ওদেরকে বলি'' রবীন্দ্র কে শোনার জন্যে সাধনা করতে হয়. আমি গর্বিত যে আমি একজন তবলা শিল্পী. আর এই তাল তা আমি জানি 😂. জয় হোক সব রবীন্দ্র প্রেমি.

    • @dhrubajyotideb9988
      @dhrubajyotideb9988 23 วันที่ผ่านมา

      যারা বলে তাদের বলতে দিন ওরা নির্বোধ ভগবান ওদের শান্তি দেবেন

  • @kashemahmed5057
    @kashemahmed5057 18 วันที่ผ่านมา

    সাধনা হবে
    😮

  • @ahmshahidulalam7515
    @ahmshahidulalam7515 หลายเดือนก่อน

    nice comment!

  • @tushardas1327
    @tushardas1327 ปีที่แล้ว +1

    Aami Kan Pete Roi
    O Aamar Aapon Hridoy
    Gohon Dware Bare Bare
    Kon Gopon Basiir Kanna Hasir
    Gopon Kotha Shunibare Bare Bare
    Rag - Bibhas Baul
    Tal - Dadra
    Porjay - Puja
    Upo Porjay - Baul
    Book - Probahinii
    Swaro Bitan 15 (Nobo Giitika 2 )
    Kobita Gopon Banshi

  • @HumayunKabir-ct4gq
    @HumayunKabir-ct4gq 7 หลายเดือนก่อน

    Hum Tum sath sath prity❤❤

  • @ShiponSd-g9y
    @ShiponSd-g9y 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @jahirurrashid6902
    @jahirurrashid6902 5 หลายเดือนก่อน

    Good music is Life and life is music. Life without music is obscure, dull and dreary desert.So thanks to all concerned.

  • @arunroy4604
    @arunroy4604 7 หลายเดือนก่อน

    Maa tumi emni korei gaan geye jao,

  • @probirsorkar7513
    @probirsorkar7513 ปีที่แล้ว

  • @jayantimukharjee6015
    @jayantimukharjee6015 ปีที่แล้ว

    🌹❤️

  • @nandagopalchatterjee4216
    @nandagopalchatterjee4216 8 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @DilipKumar-ve1xz
    @DilipKumar-ve1xz 6 หลายเดือนก่อน

    ❤❤ai gun ber ber sunleou hridyi vare na je ,mane hoy arou arou suni keboloi ,tai to visan valo basi sajatane jano ki nischoi jano!!❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @-ey8vb
      @-ey8vb 5 หลายเดือนก่อน

      Ei gan barbar shunleo hridoy bhore na. Mone.. aro aro shuni keboli √√
      Tai to..... 😮

  • @benudas736
    @benudas736 หลายเดือนก่อน

    Bhai ota ki Japh taal ni?
    Ami jani na.....

  • @rubimaity1081
    @rubimaity1081 9 หลายเดือนก่อน

    ❤🎉😮😊

  • @KmBahauddinKazi
    @KmBahauddinKazi หลายเดือนก่อน

    Pleasing song.

  • @ratulmajumder2772
    @ratulmajumder2772 ปีที่แล้ว

    আচ্ছা এখানে যে সব মিউজিসিয়ান যারা বাজিয়েছেন তাদের নাম গুলো জানতে পারলে ভালো হতো।

  • @kashemahmed5057
    @kashemahmed5057 18 วันที่ผ่านมา

    New p😮

  • @ChinmoyBhattacharya-c1w
    @ChinmoyBhattacharya-c1w 2 หลายเดือนก่อน

    They will not listen debobroto

  • @drindranildeb1442
    @drindranildeb1442 ปีที่แล้ว

    The background music is not up to the mark