এবার কিশোরগঞ্জের হাওরে টাটা'র গাড়ি কারখানা !! Tata Car Factory in Kishoreganj

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ก.พ. 2022
  • হাওর অঞ্চলের প্রথম অর্থনৈতিক অঞ্চল শিগগিরই চালু হচ্ছে।
    কিশোরগঞ্জ ইকোনমিক জোনে (কেইজেড) আগামী মার্চ মাসেই ভারতীয় টাটা গ্রুপ তাদের পিকআপ উৎপাদন শুরু করবে। ৬০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত কারখানায় বছরে দুই হাজার পিকআপ ভ্যান উৎপাদন করবে বাংলাদেশে টাটার স্থানীয় পার্টনার নিটল-নিলয় গ্রুপ।
    জানা গেছে, টাটা ছাড়াও টায়ার ইন্ডাস্ট্রিতে ৬০০ থেকে ৯০০ কোটি টাকা বিনিয়োগ করছে নিটল-নিলয় গ্রুপ, যেখানে বছরে সাড়ে তিন লাখ টায়ার তৈরি হবে।
    লাইট ইঞ্জিনিয়ারিংসহ অন্যান্য খাতে কিছু বিনিয়োগ আসছে। সব মিলিয়ে এই ইকোনমিক জোনে দুই হাজার কোটি টাকার বিনিয়োগ আসবে বলে আশা করা হচ্ছে।
    কিশোরগঞ্জ ইকোনোমিক জোন নিয়েই আমাদের আজকের আয়োজন, জানানোর চেষ্টা করব প্রকল্প ব্যয় থেকে শুরু করে কিশোরগঞ্জ নিয়ে সরকারের সকল পরিকল্পনা এবং আরো জানার চেষ্টা করবো কবে নাগাদ শেষ হবে এর নির্মাণকাজ।
    নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ বলেন, প্রায় ৫০০ কোটি টাকা বিনিয়োগ করেছে টাটা। মেশিনারিজসহ সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। আগামী মার্চে উৎপাদনে যাবে তারা। বাংলাদেশের বাজারে বিক্রি ছাড়াও শ্রীলংকাসহ অন্য দেশে পিকআপ বিক্রির পরিকল্পনা রয়েছে টাটা গ্রুপের।
    আগামী জুনের মধ্যে সব জমি 'ডেভলপড' হয়ে যাবে। এখন একদিকে অবকাঠামো হচ্ছে, আর একদিকে ফ্যাক্টরি তৈরী হচ্ছে। ল্যান্ড ডেভলপমেন্ট ৬০ শতাংশ হয়ে গেছে, সীমানা প্রাচীরে দেয়াল নির্মাণ ৯০ শতাংশ সম্পন্ন।
    কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ভৈরব - কিশোরগঞ্জ মহাসড়ক সংলগ্ন প্রায় ৯১ দশমিক ৬৩ একর জমির ওপর বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কাছ থেকে অনুমোদন নিয়ে এ জোন করছে নিটল-নিলয় গ্রুপ। এ জোন প্রতিষ্ঠিত হলে প্রাথমিকভাবে ২ হাজার এবং পরে ৫ বছরে ক্রমান্বয়ে ২০ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
    LICENSE CERTIFICATE: Envato Elements Item
    =================================================
    This license certificate documents a license to use the item listed below
    on a non-exclusive, commercial, worldwide and revokable basis, for
    one Single Use for this Registered Project.
    Item Title: Corporate Industry
    Item URL: elements.envato.com/corporate...
    Item ID: CE2SU3Y
    Author Username: IvanLuzan
    Licensee: Md Razib Farazi
    Registered Project Name: Kishorganj Economic Zone
    License Date: February 15th, 2022
    Item License Code: RTF4CYU3JK

ความคิดเห็น • 130

  • @akfara9991
    @akfara9991 2 ปีที่แล้ว +25

    হাওড় অঞ্চল সবসময় অবহেলিত। কারণ একটাই: শুকনো মৌসুমে অনেক ফসল হলেও, বর্ষায় মাছ ধরা ছাড়া উপায় থাকে না। বেশিরভাগই থাকে বেকার। অনেক কষ্টের সময়। এর উপর জোতদারদের অত্যাচার। নিটোল টাটা শিল্প প্রতিষ্ঠা হলে লক্ষ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে উপকৃত হবে।

  • @rofiqulislam2581
    @rofiqulislam2581 2 ปีที่แล้ว +7

    কিশোরগঞ্জের উন্নয়ন দেখে আসলে আমি গর্বিত। আমি মন থেকে চাই কিশোরগঞ্জ উন্নয়ন হক।

  • @ChineseDeshiivai
    @ChineseDeshiivai 2 ปีที่แล้ว +18

    বাংলদেশের উন্নতি দেখলে অনেক ভালো লাগে ; ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী

  • @FishCatchingUnlimited
    @FishCatchingUnlimited 2 ปีที่แล้ว +5

    আলহামদুলিল্লাহ আমি এই গ্রুপের একজন গর্বিত কর্মী

  • @akfara9991
    @akfara9991 2 ปีที่แล้ว +24

    নিটোল এর নাম আগেও শুনেছি। আবদুল মাতলুব এর অক্লান্ত প্রচেষ্টা এই ফ্যাক্টরি। এখানে বর্তমান প্রেসিডেন্টের সাপোর্ট আছে। ভৈরব, কিশোরগঞ্জ এর অনেক মানুষ কাজ পাবে। নিটোল এর এতদিন টাটার সাথে ব্যবসা করার পর বিনিয়োগ সময়ের ব্যাপার ছিল। অনেক তথ্য পাওয়া গেলো। ধন্যবাদ বায়োস্কোপ।

  • @shahsajjatbari395
    @shahsajjatbari395 2 ปีที่แล้ว +10

    আমার বাড়ি থেকে ৭ কিলোমিটা দূরে 👍 শুনে খুব ভালো লাগলো, আগে এইখানে সুগার মিল ছিল, এইটার সাথে একটা করুন কাহিনীও আছে।

  • @mdlqbalhossain6040
    @mdlqbalhossain6040 2 ปีที่แล้ว +8

    অতীতে নাম ছিল কালিয়াচাপড়া চিনিকল ইহার বর্তমান নাম কিশোরগঞ্জ ইকোনমিক জোন আমরা ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলার জনসাধারন।

  • @automobidletechnician3387
    @automobidletechnician3387 2 ปีที่แล้ว +8

    দোয়া করি আল্লাহ টাটা গাড়ি সবার বাড়ি থাকুক, মতলোব স্যার সুস্তো থাকুক আমিন

  • @jilhokhossainrakib4198
    @jilhokhossainrakib4198 2 ปีที่แล้ว +9

    কিশোরগঞ্জে যদি গ্যাস বিদ্যুৎ কেন্দ্র বেশী থাকতো তা হলে কিশোরগঞ্জে অনেক শিল্প অঞ্চল গড়ে উঠতো এতে কিশোরগঞ্জের বেকারত্ব কমে যেত কিশোরগঞ্জ জেলা আরো উন্নত হতো,,,,,,

  • @monjurulkader2772
    @monjurulkader2772 ปีที่แล้ว +2

    সুখবর!!!

  • @mdrabbi-kishoregonj676
    @mdrabbi-kishoregonj676 ปีที่แล้ว +1

    নিটল টাটা মটরস কে অসংখ্য ধন্যবাদ আমাদের কিশোরগঞ্জে এমন একটা প্রতিষ্ঠান গড়েতোলার জন্য,,, এটি জেনো খুব তারাতাড়ি হয় আমাদের কিশোরগঞ্জের গর্ব

  • @mdal-amin9333
    @mdal-amin9333 2 ปีที่แล้ว +11

    কিশোরগঞ্জ শহর থেকে ২০ কি মি দুরে এই পকল্প আর আপনি বলতেছেন ভৈরবের কাছে৷ এটা হাস্যকর হয়ে গেলো না৷ কারন ওখান থেকে ভৈরবের দুরত্ব প্রায় ৫০ কি মি হয়ে যায়৷

  • @himelbhuyan25
    @himelbhuyan25 2 ปีที่แล้ว +5

    আমাদের জেলা কিশোরগঞ্জ 🥰আমি গর্বিত 🥰🥰

  • @rtfriendmedia.9742
    @rtfriendmedia.9742 2 ปีที่แล้ว +7

    যেমন অনেক কষ্ট করে রান্না করার পর একটি সুস্বাদু খাবার তৈরি হয়।তেমনি অনেক কষ্ট করে নামাজ পড়ার পর একটি সুন্দর জান্নাত তৈরি হয়, মাশাআল্লাহ!

  • @md.aslam.vi.pro..1076
    @md.aslam.vi.pro..1076 2 ปีที่แล้ว +1

    লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ আলাইহি ওয়াসাল্লাম

  • @tamimiqbal4925
    @tamimiqbal4925 2 ปีที่แล้ว +5

    কিশোরগঞ্জ জেলা থেকে কারা কারা আছেন

  • @mdthalhahasankhan1864
    @mdthalhahasankhan1864 2 ปีที่แล้ว +6

    আমাদের বারি কিশোরগঞ্জ

  • @yasirahmedalshaibani7733
    @yasirahmedalshaibani7733 2 ปีที่แล้ว +6

    নিটল নিলয়ের জন্য রইলো শুভকামনা 🌹🌹

  • @mdhelalmiah5140
    @mdhelalmiah5140 2 ปีที่แล้ว +3

    ধন্যবাদ 🌹💐

  • @aliakbor2410
    @aliakbor2410 2 ปีที่แล้ว +4

    শিল্প বিপ্লবের জন্য প্রয়োজন হবে নিরবচ্ছিন্ন বিদ্যুতের এবং গ্যাস