আমি নদীয়া থেকে দেখছি , খুব খুব ভালো লাগছে যে বিদেশের মাটিতে আমাদের দেশের আমাদের জেলার এই দাদারা গিয়ে দোকান খুলেছেন । অনেক শুভকামনা রইলো দাদাদের জন্য ❤
আমি কলকাতার নই,তবে বাংলাদেশী বাঙালী..দিদির কথা গুলো মন ছুয়ে যায়। মানুষ এতটা down to earth কিভাবে হতে পারে! দিদি আর তার পরিবারের প্রতি অনেক ভালবাসা আর দোয়া ❤
মহুয়া তোমার ফুচকা মুখে দিয়ে যে তৃপ্তির প্রকাশ দেখলাম তা এক কথায় অনবদ্য। আমরা বাঙালিরাই পারি খাবার কে এতো সুন্দর করে ভালোবাসতে। আর নদীয়া বাসী হিসেবে আজ তো খুব ভালো লাগলো। তাহেরপুর আমার লোকেশন থেকে খুব দূরে নয়। তুমি সত্যিই অন্যদের থেকে আলাদা। তোমার আকর্ষণীয় বাচনভঙ্গি মুগ্ধ করে তোলে।
আমি তাহেরপুর থেকে দেখছি। দাদাদের দেখে মনটা ভরে গেল। বিদেশের মাটিতে আমাদের তাহেরপুর এর দাদারা এত ভালো কাজ করছে তোমার মুখ থেকে এত প্রশংসা শুনে খুব ভালো লাগলো ❤
আমেরিকার মাটিতে এমন বাঙালিয়ানা এমন আড্ডা এমন লোভনীয় খাবার,তোমারদের চোখে মুখে রসনা তৃপ্তির আনন্দ মনকে খুব শান্তি দিলো😊 বাঙালী পরিশ্রমী ভাইদের সত্যিই স্যালুট জানাই।ভালো থেকো আরো এগিয়ে চলো ❤❤
I'm also from Nadia , feeling proud to see their devotion and hard work . Hope one day Americans will also praise our bengali food and admire its taste .
কলকাতার অন্যতম আকর্ষণ হল "street food"❤ যেটা সবাই পছন্দ করে।বাপি,তপন, পার্থ কে অনেক অভিনন্দন যে সমস্ত বাঙালিদেরবিদেশে কলকাতার স্বাদ গ্ৰহন করানোর জন্য 👍🏻 খুব ভালো লাগলো ❤
সত্যিই সেরা পাওনা এটা ❤❤❤❤ শুধু আমেরিকা নয় পৃথিবীর সব দেশে আমাদের বাঙালি খাবার ছড়িয়ে যাক ❤❤❤❤❤😊😊😊😊😊😊😊 আমিও নদীয়া থেকেই বেথুয়াডহরী আমার শহর ❤❤❤❤❤❤😊😊😊😊😊😊
আজকের ব্লগ দেখে এমন কেউ নেই যে তার জিভে জল আসেনি 😋দেশীয় খাবার তার সঙ্গে দেশের মানুষের সঙ্গে গল্প সব মিলিয়ে সগ্ সুখ, আর এত বড় ব্লগ পাবো কখনো ভাবতে পারিনি 😲😍🥰
সত্যি দারুন লাগলো। কলকাতার বিরিয়ানি জাস্ট কোনো কথা হবেনা। দাদারা এতো পরিশ্রম করে আজ এই জায়গায় পৌঁছেছে, অনেক অভিনন্দন রইল।আর দিদি তোমার জন্য অনেক ভালবাসা।❤❤❤❤❤
প্রথমত, আজকে দিদি তোমাকে সম্পূর্ণ অন্য রূপে দেখলাম।As a proper food vlogger ☺️ দ্বিতীয়ত, বিদেশে বসে কারো সঙ্গে বাংলায় কথা বলার মজাই আলাদা। সত্যিই কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল, এটা কলকাতা। Feelings of another level ♥️♥️
গর্বে ও খুশিতে মনটা ভরে গেল...ভাল লাগার রেশ রয়ে গেল ভ্লগটা শেষ হওয়ার পরেও...পুজোর সময় আবার ভাই দের বানানো লোভনীয় খাবারের video দেখার অপেক্ষায় রইলাম..সবাই কে অগ্রিম শারদ শুভেচ্ছা
বাপি তপন পার্থ তিন জনকে অনেক অনেক আর্শীবাদ ভালোবাসা শুভেচ্ছা মহুয়া তুমি যখন দ্বিতীয়বার যাবে ওদেরকে জানিও মহুয়ার বাঙালির খাবার না পাওয়ায় আক্ষেপটা খানিকটা হলেও কমবে খুব ভালো লাগলো আজকে মেহুর হাতে ক্যামেরা এটাও একটা ভালো লাগা ভালো থেকো মহুয়া সবাইকে নিয়ে আনন্দে থাকো সুস্থ থাকো আমার তরফ থেকে অনেক আর্শীবাদ আর ভালো বাসা
উফফফফ দিদি .... তোমাদের দেখে সত্যিই মনে হচ্ছে অনেক দিন পর দেশের খাবার দাবার বিদেশের মাটিতে পেয়ে ভীষন খুশি আজ ।। ❤️❤️ দাদা আজ ভীষন তৃপ্তি করে খাচ্ছে সব গুলো ।। আর ফুচকা টা মুখে দিয়েই তোমার expression দেখে আমার ই লোভ লেগে গেলো 😁😁😁
খুব খুব খুব ভালো লাগলো আজকের ব্লগটা 🤩😇💖। সত্যিই বিদেশের মাটিতে নিজের দেশ ভারতের আবার কলকাতার খাবারের দোকান দেখে মনটা খুশিতে ভরে উঠলো। মহুয়াদি তুমি সত্যিই মাটির মানুষ🙏🏼😇💖। তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো 💖💖💖💖👨👩👧👦।
দেখে মনেই হচ্ছে না যে এটা আমেরিকা। বাঙালি হিসেবে গর্ব হচ্ছে। এতো খানি বাঙালিয়ানা তোমরা বজায় রেখেছ ।প্রতিটি খাবারই খুব লোভনীয়। এইভাবে বাঙালির জয় জয়কার চারিদিকে ছড়িয়ে পড়ুক ।অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা সবার জন্য। 🥰🥰🥰🥰🥰
তোমাদের খাওয়া দেখে নিজের মনেই একটা তৃপ্তি পেলাম।কত দূরে মা বাবা,শ্বশুরবাড়ির লোকজন বন্ধু বান্ধব সব ছেড়ে আছো ,পুজোয় পাড়ায় ঘোরা খাওয়া সবই ত্যাগ করতে হয়েছে।তাই এরকম পরিবেশে তোমাদের দেখে আমাদেরও কত ভাল লাগল।যদিও বেশ খানিকটা দূরে তাও মাঝে মাঝে যেও আর নদীয়ার ভাইরা ও ব্যবসায় খুব উন্নতি করুক। সবাই কে নিয়ে ভাল থেকো খুব।
সত্যি আজকের ভিডিওটা চোখে একটু হলেও জল আনার মতো ভিডিও। আমাদের দেশের ছেলেরা সেখানে গিয়ে এত সুন্দর কাজ করছে ভাবা যায় না। সত্যিই খুব আনন্দ হচ্ছে ওদের সফলতা দেখে। প্রার্থনা করি ওরা যেন সফলতার আরো শীর্ষে পৌছায়। আর দিদি তোমাদের দেশের প্রতি এত ভালোবাসা, এত টান সত্যিই খুব ভালো লাগে আমাদের। দেশের কথা বা ওখানকার কিছু দেখলে বা শুনলে তোমার চোখে মুখে আলাদা একটা ভালো লাগার অনুভূতি লেখা যায়।
আমার বাড়ি নদীয়ার বীরনগর তাহেরপুরের আর রীরনগর পাশাপাশি দুটি জায়গা ,,,, সত্যিই খুব ভালো লাগলো এই তিন দাদাকে দেখে ,,,😊 আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা দাদা দের ❤ আমাদের বাঙালি খাবার কে বিদেশের মাটিতে তুলে ধরার জন্য ,,,, এতদিন দেখেছি বাঙালিরা বিদেশে গিয়ে তাদের সব রেস্টুরেন্টে কাজ করে তাদের সব খাবার তৈরি করে ,,,, এই তিন দাদা নিজেদের রেস্টুরেন্টে তৈরি করে বাঙালি খাবার কে তুলে ধরছে দেখে ভালো লাগলো ।😊
মহুয়া তোমার ব্লগ দেখতে তো খুব ভাল লাগে😊।তবে আজকের ব্লগ এক্কেবারে অন্যরকম ভাল লাগায় ভরা।পশ্চিমবঙ্গের নদীয়ার তাহেরপুরের ভাইদের কাজের প্রতি নিষ্ঠা, কঠোর পরিশ্রম যেভাবে তুলে ধরলে...মন ভরে গেল❤।আর নিজে নদীয়ার মেয়ে হ ওয়ার সুবাদে ভাইদের সাফল্য দেখে খুব ই আনন্দ পেলাম🎉🎉😊👌👌👍👍।ভাইদের উদ্দেশ্যে বলি...তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা র ইল👍👍👍👍👍👍।
দিদি তোমার ভিডিও আমি অনেক দিন যাবৎ দেখে চলেছি । ভালোলাগার অনুভূতি এতটাই বেশি যে কোনো কমেন্টের মাধ্যমে তা প্রকাশ করে উঠতে পারিনি । আজ নদীয়ার দাদাদের এত সুন্দর প্রচেষ্টা আর সঙ্গে পুরো পরিবারের সাথে তোমার তাঁদের সাথে এই অমলিন স্নেহপূর্ণ মেলবন্ধন দেখে ভীষণভাবে আপ্লুত হলাম। আমি নদীয়ার ধুবুলিয়ার মেয়ে । তাহেরপুরের দুটো স্টেশন পরে লালগোলার দিকে যেতে । তুমি আমার অনেক অনেক ভালোবাসা আর প্রণাম নিও দিদি । আর খুব ভালো থেকো ।❤
দিনের শুরুতে দিদির ভিডিও সঙ্গে দিদির একগাল হাসিমুখ দেখলে মনটা ভালো হয়ে যায়। আমেরিকার বুকে একটুকরো কলকাতাকে পেলে বাঙালি নিজের মাটির স্পর্শ অনুভব করে তার উপরে সঙ্গে যদি কলকাতার ফুচকা স্বাদ জুটে যায় তাহলে আর পায় কে।আমিও নদীয়া রানাঘাটের ছেলে।তাহেরপুর আমার বাড়ির খুব কাছেই।❤😊
আমি আমার বাড়ি নদিয়া থেকে অনেক দূরে, এখন বাংলার বাইরে থাকি, তবু এই ভাইদের দেখে এত গর্ব অনুভব করলাম ,তার প্রকাশ করতে পারব না, ভাইদের জন্য অনেক অনেকঅনেক শুভেচ্ছা, আর তোমার জন্য অনেক ভালবাসা ❤।
Didi ekmatro apni eto sundor vlog toiri koren. Proti ta vlog darun sundor hoy. Khub down to earth manush apni. Bacha gulo o khub bhalo upbringing pache. Really hats off
আপনার অনেক দিনের ইচ্ছে ছিল বিদেশের মাটিতে কলকাতার বিরিয়ানি পাওয়ার আজ তা পূরণ হলো সাথে এগরোল, চাউমিন, ফুচকা আর ফিসফ্রাইটা উপরি পাওনা .... খুব ভালো থাকবেন ❤ from Kanchrapara.
দিদি ভাই আমার প্রণাম নেবেন আমি তোমার একজন ভক্ত আমি প্রতিনিয়ত তোমার ব্লক দেখি ভালোলাগে ফলো করি খুব ভালো লাগে বিদেশ বাড়ি থেকে বাঙালির ঐতিহ্য মনে রেখেছো ধন্যবাদ
এত ভালো লাগলো ভিডিওটা দেখে মনটা খুশি হয়ে গেল .... বিদেশে কি সুন্দর বাঙালি খাবার পাওয়া যাচ্ছে ❤❤ আমরা বাঙালি সব জায়গায় আছি❤❤ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ❤❤
আমি নদীয়ার মেয়ে।আপনার ব্লগের নিয়মিত দর্শক।আজ নদীয়া এর ছেলেরা যে বিদেশের মাটিতে এত সুন্দর বাঙালির খাবার কে তুলে ধরেছে।সত্যি সুন্দর। ফুচকা veg chop sob khabar আপনি এত্ত মন দিয়ে খেলেন।দেখে মনে হলো জানো আপনি প্রাণ ফিরে পেলেন।যতই বলুন নিজের দেশের খাবার তাও আবার কলকাতার খাবার আপনার বাড়ির দরজায় আহা সত্যি আজ আমি মন খুলে কমেন্ট করলাম। ভালো থাকবেন দিদি।আর o সুন্দর সুন্দর ব্লগ উপহার দেবেন এটাই আসা রাখি।কৃষ্ণনগরের কাছেই বাড়ি আমার।নিজের district এর লোক ।তাহেরপুর এর দাদা দের জানাই এগিয়ে যাও।বিদেশের মাটিতে ও বাঙ্গালী খাবার এর আর ও নামডাক হোক এটাই pray kori❤❤❤
দিদি আজকের ব্লগটা দুর্দান্ত লাগলো,সত্যি ওয়েস্ট বেঙ্গল থেকে দাদারা গিয়ে পরিশ্রম করে সবাইকে আনন্দ ও খাবার উপহার দিচ্ছেন .।এটা।বিদেশের মাটিতে , ওদের জন্য অভিনন্দন রইলো,তোমরা সবাই ভালো ও সুস্থ থেকো
এবারে পুজোতে কলকাতা আসতে পারো নি, কিন্তু একটুকরো কলকাতা তোমার কাছে পৌঁছে গেছে । পুজোর সময় ঠাকুর দেখতে বেরিয়ে এগরোল, ফুচকা, চাউমিন, বিরিয়ানি......এগুলোতে খাদ্যরসিক বাঙালির যে আবেগ সেটা অন্য আর কিছু থেকেও পাওয়া যায় না
গর্বিত দিদি তোমার আর এক অনবদ্য কাজ নিয়ে।বাঙালি সব জায়গায় নিজেদের অভিনব এক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ও সফল হচ্ছে।একটা আলাদাই motivation এর ভিডিও। "বাঙালির লড়াই" বা বিদেশে বাঙালির জয় জয়কার। অজানা এক জীবনের গল্প তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি।❤❤ মন ছুঁয়ে গেলো ভিডিওটা দেখে। চোখের কোনায় জল আসার মতোই এক অনবদ্য ভিডিও।খুব ভালো থাকবেন দিদি।❤❤
নদীয়া শ্রীচৈতন্য জায়গা তাই আমরা সবাই কে নিয়ে থাকতে ভাল বাসি আমি কৃষ্ণনগরে।। ভাল থেকো দিদি এইভাবে তুলে ধরো আমাদের ভারতবর্ষ কে।। ভারত আমার ভারতবর্ষ .......
সত্যি খুব ভালো লাগছে। তোমার ফুচকা খাওয়া দেখে আমার চোখে জল চলে আসছিল।।কত যে আনন্দ সেটা ভাষায় ব্যক্ত করা যাবে না। ওনাদের জীবনে আরও সফলতা আসুক এটাই প্রার্থণা করি 🙏🏼❤
দিদি, আপনার এই ভ্লগটা খুব জনপ্রিয় হয়েছে। ফেসবুক খুললেই সবাই বিশেষত আমাদের নদীয়ার মানুষ খুব শেয়ার করছে। শুভ কামনা এই ভাইদের জন্য। ধন্যবাদ আপনাকে, ওদের তুলে ধরার জন্য। আপনার উপস্থাপনা সবসময় খুব ভালো।
খুব ভালো লাগছে এইজন্যে যে, সুদুর আমেরিকায় মাত্র কয়েকজন বাঙালি ছেলেমিলে বাঙালির প্রিয় খাবারকে ছড়িয়ে দিতে পেরেছে! খুব সুন্দর লাগলো মা'গো তুমিও এটাকে খুব সুন্দর করে পরিবেশন করেছো আমাদের কাছে! খুব ভালো থেকো তোমরা..❤
আজকের Video Duration এত বড় হবে ভাবিনি।সাথে এই তিন মানুষের Hardwork খুবই প্রশংসনীয়, এনাদের আরও সফলতা কাম্য করি ধন্যবাদl🙏🙏❤️❤️
Amar poribara aso ami oo jabo
সত্যি আমার এতদিনের ইচ্ছা টা পূরণ হলো❤❤😌😌
@@sayanikaran1587 tmi aso amr poribar a ..24 hour por amio jabo tmr poribar a didi. . Support koro .. video dko ..amio dekbo .
খুব ভালো লাগলো ভিডিওটা দিদি আমার বাড়িও তাহেরপুরে যেই দাদাদের ইন্টারভিউ নিলে তাদেরকে আমি চিনি ❤❤😊
মহুয়া দি আপনাকে ধন্যবাদ.. নদীয়ার তিন ভাই এবং আপনি নিজে আমেরিকায় গিয়ে দেখিয়ে দিলেন বাঙালীর বিদ্যা বুদ্ধি সাহস ! আপনাদের নমস্কার। 🌷🌹🙏
প্রথমেই বলি এত বড় ভিডিও র আশা রোজ করতাম আজ পেয়ে খুব খুশি 🥰🥳, আর্ বাংলার এই প্রচেষ্টা প্রতিভা এই ভাবেই দেশের বাইরেও পৌছে যাক🥰🥳
বিদেশের মাটিতে দেশীয় ফুচকা! শুধু ফুচকা নয়,বাঙালীদের অতি প্রিয় স্ন্যাক্স গুলিও অনবদ্য৷ খুব ভালো লাগলো৷ তোমাদের সবাইকে অগ্রিম শারদ শুভেচ্ছা জানাই৷
আমি নদীয়া থেকে দেখছি , খুব খুব ভালো লাগছে যে বিদেশের মাটিতে আমাদের দেশের আমাদের জেলার এই দাদারা গিয়ে দোকান খুলেছেন । অনেক শুভকামনা রইলো দাদাদের জন্য ❤
Oky
উফ্ দেখেও খুব ভালো লাগছে বিদেশের মাটিতে আমাদের দেশের খাবার সেটাও আবার নিজের শহর কলকাতার খাবার❤
আমি কলকাতার নই,তবে বাংলাদেশী বাঙালী..দিদির কথা গুলো মন ছুয়ে যায়। মানুষ এতটা down to earth কিভাবে হতে পারে! দিদি আর তার পরিবারের প্রতি অনেক ভালবাসা আর দোয়া ❤
আমিও বাংলাদেশ থেকে 🇧🇩
@@isratyousufela 🥰
অপূর্ব সুন্দর লাগছে তোমাদের কথোপকথন। আমার ছেলে থাকে সান ফ্রান্সিসকো তে। ওকে জানালাম তোমাদের রেষ্টুরেন্ট এর কথা। শেয়ার নিলাম।
এরাই হচ্ছে সত্যিকারের বাংলার বাঘ👏👏। তোমাদের সবার জন্যই রইলো অফুরান ভালোবাসা এবং শুভেচ্ছা।❤❤❤❤
মহুয়া তোমার ফুচকা মুখে দিয়ে যে তৃপ্তির প্রকাশ দেখলাম তা এক কথায় অনবদ্য। আমরা বাঙালিরাই পারি খাবার কে এতো সুন্দর করে ভালোবাসতে। আর নদীয়া বাসী হিসেবে আজ তো খুব ভালো লাগলো। তাহেরপুর আমার লোকেশন থেকে খুব দূরে নয়। তুমি সত্যিই অন্যদের থেকে আলাদা। তোমার আকর্ষণীয় বাচনভঙ্গি মুগ্ধ করে তোলে।
রেস্টুরেন্ট দেখে মনেই হলো না ওটা সুদূর আমেরিকা । যেন আমেরিকার মাঝে একটা ছোট্ট ভারত। কী অপূর্ব অনুভূতি
দিদিভাই দারুন। তোমাদের চারজনের একসঙ্গে কথাবলা,অল্প আর দাদাকে জামাইবাবু বলা সবকিছু মিলেমিশে দারুন।❤️ আর আমরা গবি'ত আমরা কলকাতা র বাঙ্গালী।❤️❤️❤️
আমি তাহেরপুর থেকে দেখছি।
দাদাদের দেখে মনটা ভরে গেল। বিদেশের মাটিতে আমাদের তাহেরপুর এর দাদারা এত ভালো কাজ করছে তোমার মুখ থেকে এত প্রশংসা শুনে খুব ভালো লাগলো ❤
❤ akdom
মহুয়া, প্রানের ছোঁয়া পেলাম।একটা আস্তো কলকাতা যেন উঠে এসেছে।তাহের পুর দুরে নয়।অনেক শুভেচ্ছা আগামী দিনের জন্য
এই দক্ষ, সাহসী, বাঙ্গালীদের পাশে থাকার জন্য ধন্যবাদ
আমেরিকার মাটিতে এমন বাঙালিয়ানা এমন আড্ডা এমন লোভনীয় খাবার,তোমারদের চোখে মুখে রসনা তৃপ্তির আনন্দ মনকে খুব শান্তি দিলো😊
বাঙালী পরিশ্রমী ভাইদের সত্যিই স্যালুট জানাই।ভালো থেকো আরো এগিয়ে চলো ❤❤
I'm also from Nadia , feeling proud to see their devotion and hard work . Hope one day Americans will also praise our bengali food and admire its taste .
কোথায় থাকেন
Mon ta bhore gelo, chokhta halka bhijeo gelo.
Me from Nadia
Bhai nodia er lokeder moto accent mone hocche na.. Bangladeshi lan ache..
বাঙালির রেস্টুরেন্ট তাও আবার আমেরিকার বুকে ! এত ভালো লাগলো যে ভাষায় প্রকাশ করতে পারছি না। অনেক শুভেচ্ছা রইলো।
বিদেশের মাটিতে আমার দেশ এর খাবার 😍 দেখে তো চোখে জল এসে গেল, দাদার lআজ আনন্দে বাঁধ ভেঙেছে ♥️♥️এই ভাবেই সফলতা পাক বাঙালি , ওরা আরো দূর এগোক🎉
আমেরিকার মাটিতে বাঙালি রেষ্টুরেন্ট এবং বাঙালি কথোপকথন ও বাঙালি খাবার খুবই ভালো লাগলো ❤
অনেক দিন পর দেখলাম তুমার এই মিষ্টি রসোগুলার মত হাসি টা, বাড়ি থেকে অনেক দূরে আবার নিজের দেশের মানুষ পেয়ে কী আনন্দ, ভালো থেকো 😊
এত ফুচকা খাই, তবুও আজকে মহুয়াদিকে ফুচকা খেতে দেখে জিভে জল চলে এলো। 😂😂
দেখে মনটা ভরে গেল, আমাদের নদীয়ার তাহের পুরের তিন দাদা বিদেশের মাটিতে বাঙালি খাবার দোকান দিয়েছে ভাবতেই গা শিউরে উঠছে , অনেক শুভ কামনা রইল , ধন্যবাদ প্রবাশে ঘর কন্না র মাসিমনিকে, ওনার জন্য জানতে পারলাম এই খবরটি ❤❤
বিদেশের মাটিতে দেশের মানুষের সান্নিধ্য পাওয়া কতোটা খুশী করে তোমার মুখে চোখে খুব সুন্দর করে ফুটে উঠেছে❤
আর তিন দাদাদের সাফল্য কামনা করি 🙏
কলকাতার অন্যতম আকর্ষণ হল "street food"❤
যেটা সবাই পছন্দ করে।বাপি,তপন, পার্থ কে অনেক অভিনন্দন যে সমস্ত বাঙালিদেরবিদেশে কলকাতার স্বাদ গ্ৰহন করানোর জন্য 👍🏻 খুব ভালো লাগলো ❤
❤❤❤❤❤
সব মিলিয়ে বাঙালিদের মেলা,আনন্দ, পরিশ্রম
মহুয়া দি না থাকলে কেউ হয়তো জানতেও পারতো না,,
দিদি তুমি সেরা❤️❤️,
এই রেষ্টুরেনটে বিক্রি,জনপ্রিয়তা কতগুণ বেড়ে গেলো আশা করি সবাই বুঝে গেছে
অসাধারণ ভিডিও যাকে বলে,,তারউপর বাঙালিয়ানা❤️❤️❤️❤️
এতোটাই আনন্দ হলো যে চোখে জল এসে গেল।বলার মতো ভাষা নেই।দেশের মানুষ দেশের খাবার ।আবার বাঙালী আবার কলকাতার।উঃ।সবাই কে অনেক ধন্যবাদ।❤
কত অপেক্ষা এই খাবারের জন্য.....সত্যি আপনাদের খাবার খাওয়ার পর এই তৃপ্তি দেখে আমাদের নিজেদেরই খুবই ভালো লাগছে ❤
আজ দিদিভাই আর দাদাভাইয়ের মুখ গুলো ছিল দেখার মতো
কোলকাতার খাবার পেয়ে কি খুশি❤❤
Fyytr
সত্যিই সেরা পাওনা এটা ❤❤❤❤ শুধু আমেরিকা নয় পৃথিবীর সব দেশে আমাদের বাঙালি খাবার ছড়িয়ে যাক ❤❤❤❤❤😊😊😊😊😊😊😊 আমিও নদীয়া থেকেই বেথুয়াডহরী আমার শহর ❤❤❤❤❤❤😊😊😊😊😊😊
বাংগালী হিসেবে আমরাও গর্বিত।।
right
ওটা বাংগালী না বাঙ্গালী 😅
@@labonidhara6338 ওটা বাঙ্গালী না বাঙালি 🤣🤣
হিন্দি তে ওটা বাঙ্গালী হয় আমি ভাবলাম উনি হিন্দিতে বোঝাতে চেয়েছেন 😌😌
Tora jai bol vai amadar oto taka nai oto valo valo khabar khaar 😂🤣🍝
বিদেশের বুকে দেশের ফুচকা just wow❤
বাঙালির EMOTION হচ্ছে ফুচকা ❤❤❤
আজকের ব্লগ দেখে এমন কেউ নেই যে তার জিভে জল আসেনি 😋দেশীয় খাবার তার সঙ্গে দেশের মানুষের সঙ্গে গল্প সব মিলিয়ে সগ্ সুখ, আর এত বড় ব্লগ পাবো কখনো ভাবতে পারিনি 😲😍🥰
খুব ভালো লাগলো। বিদেশের মাটিতে বাঙালীদের এই সাফল্য দেখে। অনেক শুভকামনা সবার জন্য। ভালো থেকো সবাই।
অসাধারণ একটি কথা শুনলাম মহুয়া দি তোমার কাছ থেকে
" দান এমন ভাবে করো যাতে এক হাত অন্য হাতকে জানতে না দেয়।"
অসাধারণ কথা।
Ata sanatani riti
এত subscribers থাকা সত্বেও দিদিভাইয়ের মনে এতটুকুও অহংকার খুঁজে পেলামনা ❤❤ অনেক ভালো থাকো দিদিভাই❤
সত্যি দারুন লাগলো। কলকাতার বিরিয়ানি জাস্ট কোনো কথা হবেনা। দাদারা এতো পরিশ্রম করে আজ এই জায়গায় পৌঁছেছে, অনেক অভিনন্দন রইল।আর দিদি তোমার জন্য অনেক ভালবাসা।❤❤❤❤❤
প্রথমত, আজকে দিদি তোমাকে সম্পূর্ণ অন্য রূপে দেখলাম।As a proper food vlogger ☺️ দ্বিতীয়ত, বিদেশে বসে কারো সঙ্গে বাংলায় কথা বলার মজাই আলাদা। সত্যিই কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল, এটা কলকাতা। Feelings of another level ♥️♥️
আজকের ব্লগটা এখনো পর্যন্ত বেস্ট। বিদেশে বাঙ্গালী r জয়যাত্রা দেখলে মনটা ভালো হয়ে যায়। এখন বাংলায় যা চলছে তা না বলাই ভালো। সবাই ভাল থাকবেন
বিদেশের মাটিতে দেশী লোকজন, দেখে বড়ো ভালো লাগলো! আর বাংলায় কথা বলা, কানে যেনো মধু ঢেলে দিলো! সবাইকে ❤❤❤❤❤❤❤
গর্বে ও খুশিতে মনটা ভরে গেল...ভাল লাগার রেশ রয়ে গেল ভ্লগটা শেষ হওয়ার পরেও...পুজোর সময় আবার ভাই দের বানানো লোভনীয় খাবারের video দেখার অপেক্ষায় রইলাম..সবাই কে অগ্রিম শারদ শুভেচ্ছা
বাপি তপন পার্থ তিন জনকে অনেক অনেক আর্শীবাদ ভালোবাসা শুভেচ্ছা মহুয়া তুমি যখন দ্বিতীয়বার যাবে ওদেরকে জানিও মহুয়ার বাঙালির খাবার না পাওয়ায় আক্ষেপটা খানিকটা হলেও কমবে খুব ভালো লাগলো আজকে মেহুর হাতে ক্যামেরা এটাও একটা ভালো লাগা ভালো থেকো মহুয়া সবাইকে নিয়ে আনন্দে থাকো সুস্থ থাকো আমার তরফ থেকে অনেক আর্শীবাদ আর ভালো বাসা
উফফফফ দিদি .... তোমাদের দেখে সত্যিই মনে হচ্ছে অনেক দিন পর দেশের খাবার দাবার বিদেশের মাটিতে পেয়ে ভীষন খুশি আজ ।। ❤️❤️
দাদা আজ ভীষন তৃপ্তি করে খাচ্ছে সব গুলো ।।
আর ফুচকা টা মুখে দিয়েই তোমার expression দেখে আমার ই লোভ লেগে গেলো 😁😁😁
অসাধারণ একটা ব্লগ দেখলাম। আমার সব বাঙালি শ্রোতা বন্ধুদের সাথে শেয়ার করলাম। আসা করি তারা সবাই এমন অমূল্য সুযোগ ছাড়বেনা
খুব খুব খুব ভালো লাগলো আজকের ব্লগটা 🤩😇💖। সত্যিই বিদেশের মাটিতে নিজের দেশ ভারতের আবার কলকাতার খাবারের দোকান দেখে মনটা খুশিতে ভরে উঠলো। মহুয়াদি তুমি সত্যিই মাটির মানুষ🙏🏼😇💖। তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো 💖💖💖💖👨👩👧👦।
দেখে মনেই হচ্ছে না যে এটা আমেরিকা। বাঙালি হিসেবে গর্ব হচ্ছে। এতো খানি বাঙালিয়ানা তোমরা বজায় রেখেছ ।প্রতিটি খাবারই খুব লোভনীয়। এইভাবে বাঙালির জয় জয়কার চারিদিকে ছড়িয়ে পড়ুক ।অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা সবার জন্য। 🥰🥰🥰🥰🥰
তোমাদের খাওয়া দেখে নিজের মনেই একটা তৃপ্তি পেলাম।কত দূরে মা বাবা,শ্বশুরবাড়ির লোকজন বন্ধু বান্ধব সব ছেড়ে আছো ,পুজোয় পাড়ায় ঘোরা খাওয়া সবই ত্যাগ করতে হয়েছে।তাই এরকম পরিবেশে তোমাদের দেখে আমাদেরও কত ভাল লাগল।যদিও বেশ খানিকটা দূরে তাও মাঝে মাঝে যেও আর নদীয়ার ভাইরা ও ব্যবসায় খুব উন্নতি করুক। সবাই কে নিয়ে ভাল থেকো খুব।
খুব ভালো লাগলো আজকের এপিসোড।ওনাদের কঠোর পরিশ্রম আর ভালোবাসা র জোরে আজ বন্ধুরা মিলে এই প্রয়াস সফল হয়েছে।❤❤
খুব ভালো লেগেছে আজকের ভিডিও টা আমি নিজে কলকাতা বাসী ❤❤❤ এনাদের দেখে খুব ই র্গবিত হচ্ছি❤❤❤❤
27 টা মিনিট এতটুকুও boring লাগেনি,মানে সত্যি আপ্লুত....কি ভাবে যে, কি ভাষায় শুভেচ্ছা জানাবো বুঝতে পারছি না...... ❤️❤️
সত্যি আজকের ভিডিওটা চোখে একটু হলেও জল আনার মতো ভিডিও। আমাদের দেশের ছেলেরা সেখানে গিয়ে এত সুন্দর কাজ করছে ভাবা যায় না। সত্যিই খুব আনন্দ হচ্ছে ওদের সফলতা দেখে। প্রার্থনা করি ওরা যেন সফলতার আরো শীর্ষে পৌছায়। আর দিদি তোমাদের দেশের প্রতি এত ভালোবাসা, এত টান সত্যিই খুব ভালো লাগে আমাদের। দেশের কথা বা ওখানকার কিছু দেখলে বা শুনলে তোমার চোখে মুখে আলাদা একটা ভালো লাগার অনুভূতি লেখা যায়।
আমার বাড়ি নদীয়ার বীরনগর তাহেরপুরের আর রীরনগর পাশাপাশি দুটি জায়গা ,,,, সত্যিই খুব ভালো লাগলো এই তিন দাদাকে দেখে ,,,😊 আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা দাদা দের ❤ আমাদের বাঙালি খাবার কে বিদেশের মাটিতে তুলে ধরার জন্য ,,,, এতদিন দেখেছি বাঙালিরা বিদেশে গিয়ে তাদের সব রেস্টুরেন্টে কাজ করে তাদের সব খাবার তৈরি করে ,,,, এই তিন দাদা নিজেদের রেস্টুরেন্টে তৈরি করে বাঙালি খাবার কে তুলে ধরছে দেখে ভালো লাগলো ।😊
মহুয়া তোমার ব্লগ দেখতে তো খুব ভাল লাগে😊।তবে আজকের ব্লগ এক্কেবারে অন্যরকম ভাল লাগায় ভরা।পশ্চিমবঙ্গের নদীয়ার তাহেরপুরের ভাইদের কাজের প্রতি নিষ্ঠা, কঠোর পরিশ্রম যেভাবে তুলে ধরলে...মন ভরে গেল❤।আর নিজে নদীয়ার মেয়ে হ ওয়ার সুবাদে ভাইদের সাফল্য দেখে খুব ই আনন্দ পেলাম🎉🎉😊👌👌👍👍।ভাইদের উদ্দেশ্যে বলি...তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা র ইল👍👍👍👍👍👍।
বাইরের দেশে বাঙালি রেস্টুরেন্টে বাংলা কথা বলে,আর কলকাতায় বাঙালি রেস্টুরেন্টে ইংলিশ এ কথা বলে 😂😂
মানে, একটু ফুটানি টা বেশি ইন্ডিয়াতে, তাইনা? 😁😁
@@MOHAMMEDYOUSUFOFFICIAL সেই আর কি 😁
Thik bolechen 😅
Faka kolsir awaj besi
@@pallabidey7559 ঠিক
যতো দেখি ততো অবাক হয়ে যাই। কি সুন্দর শিক্ষা!!
"স্যার আপনি কি একতু খানি এইদিকে যেতে পারবেন?"
অনেক ভালোবাসা দিদি তোমার আর তোমার পরিবারের জন্য ❤❤
দিদি তোমার ভিডিও আমি অনেক দিন যাবৎ দেখে চলেছি । ভালোলাগার অনুভূতি এতটাই বেশি যে কোনো কমেন্টের মাধ্যমে তা প্রকাশ করে উঠতে পারিনি । আজ নদীয়ার দাদাদের এত সুন্দর প্রচেষ্টা আর সঙ্গে পুরো পরিবারের সাথে তোমার তাঁদের সাথে এই অমলিন স্নেহপূর্ণ মেলবন্ধন দেখে ভীষণভাবে আপ্লুত হলাম। আমি নদীয়ার ধুবুলিয়ার মেয়ে । তাহেরপুরের দুটো স্টেশন পরে লালগোলার দিকে যেতে । তুমি আমার অনেক অনেক ভালোবাসা আর প্রণাম নিও দিদি । আর খুব ভালো থেকো ।❤
বাঙালিরা পারেনা এমন কিছুই নেই, বাঙ্গালী সব পারে ❤❤❤
বিদেশের মাটিতে বাঙালীদের মুখে বাঙালী খাবার খাওয়ানোর কথা চিন্তা করার জন্য এই ভাইদের সেলুট জানাই...শুভকামনা রইলো ভাই তোমাদের জন্য❤❤।
সত্যি বিদেশে কলকাতার খাবার দেখে মন ভরে গেল ।তোমাদের খুশী দেখে চোখে জল এসে যাচ্ছে ।
আমি আলিপুরদুয়ার থেকে উৎপল দত্ত বলছি, আপনার দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করছি, আপনার ভিডিও দেখে USA কে কাছের মনে হয় 🎉❤🎉
দিনের শুরুতে দিদির ভিডিও সঙ্গে দিদির একগাল হাসিমুখ দেখলে মনটা ভালো হয়ে যায়। আমেরিকার বুকে একটুকরো কলকাতাকে পেলে বাঙালি নিজের মাটির স্পর্শ অনুভব করে তার উপরে সঙ্গে যদি কলকাতার ফুচকা স্বাদ জুটে যায় তাহলে আর পায় কে।আমিও নদীয়া রানাঘাটের ছেলে।তাহেরপুর আমার বাড়ির খুব কাছেই।❤😊
খুব ভালো উদ্যোগ বিদেশে বাঙালীর জয় জয়কার। ভীষণ ভীষণ ভালো লাগছে। আপনাদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানাই যেন আরো বড় হয় আপনাদের এই প্রতিষ্ঠান। আপনারা সবাই ভালো থাকবেন।
আমি আমার বাড়ি নদিয়া থেকে অনেক দূরে, এখন বাংলার বাইরে থাকি, তবু এই ভাইদের দেখে এত গর্ব অনুভব করলাম ,তার প্রকাশ করতে পারব না, ভাইদের জন্য অনেক অনেকঅনেক শুভেচ্ছা, আর তোমার জন্য অনেক ভালবাসা ❤।
Didi ekmatro apni eto sundor vlog toiri koren. Proti ta vlog darun sundor hoy. Khub down to earth manush apni. Bacha gulo o khub bhalo upbringing pache. Really hats off
আপনার অনেক দিনের ইচ্ছে ছিল বিদেশের মাটিতে কলকাতার বিরিয়ানি পাওয়ার আজ তা পূরণ হলো সাথে এগরোল, চাউমিন, ফুচকা আর ফিসফ্রাইটা উপরি পাওনা .... খুব ভালো থাকবেন ❤ from Kanchrapara.
আমার বাড়ি নদিয়া তাহেরপুরে দিদি ।। আর এই দাদা দের বাড়ি ও তাহেরপুরে দেখে খুব খুব খুশী হলাম । বলে বোঝাতে পারবোনা কতটা ভালোলাগছে।।💘💘💘
সহজ, সরল দেশীয় খাবার খেতে যাওয়ার ব্লগ দেখে কিন্ত চোখের কোণ চিকচিক করে উঠল।
দিদি ভাই আমার প্রণাম নেবেন আমি তোমার একজন ভক্ত আমি প্রতিনিয়ত তোমার ব্লক দেখি ভালোলাগে ফলো করি খুব ভালো লাগে বিদেশ বাড়ি থেকে বাঙালির ঐতিহ্য মনে রেখেছো ধন্যবাদ
ভাইদের উদ্যোগ দারুণ দারুণ দারুণ লাগল 👍👍👍👍👍ফুচকা দেখে আমার জিভে জল ❤️❤️❤️❤️❤️❤️
এত ভালো লাগলো ভিডিওটা দেখে মনটা খুশি হয়ে গেল .... বিদেশে কি সুন্দর বাঙালি খাবার পাওয়া যাচ্ছে ❤❤ আমরা বাঙালি সব জায়গায় আছি❤❤ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ❤❤
আমরা বাঙালি রা সব জায়গায় সেরা 😁❤️
মন ভরে গেলো ভিডিও টা দেখে
Akdom.👍
Sudhu nijer rajjo chara
Khub valo laglo videota amrao nadiate taher purer pasei thaki
খুব ভাল লাগে যখন নিজের দেশের মানুষেরা প্রবাসে গিয়ে নিজের পায়ে দাঁড়ান 🎉❤eto struggle kore
Khub valo laglo dekhe deser lokke okhane blog tao khub sundor hoe6e Valo thako sobai
Ami personally biriyani pochondo korina but NOTHING can beat the authentic taste of Bengal's biriyani ❤️
ভীষণ ভালো লাগলো লাগলো ভিডিওটা ।আমি নদীয়া থেকে দেখছি। সবার জন্য অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ।
আমি নদীয়া থেকে ❤️
তাহেরপুর আমর বাড়ি থেকে 5 কিলোমিটার। কেমন যেন নিজের ঘরের মানুষ মনে হলো❤️❤️
Ami o krishnagar theke
আমিও নাদিয়া জেলা থেকে
নবদ্বীপ থেকে আমি।
আমি চাকদাহ থাকি
আমি ফুলিয়া হোস্টেল মোর থেকে
কি যে ভালো লাগল,নদীয়া জিন্দাবাদ, সাথে মহুয়া কেও অনেক ভালবাসা।
সত্যিই just অসাধারণ ❤️❤️❤️ mini kolkata উঠে এসেছে ❤️❤️❤️❤️❤️
আমি নদীয়ার মেয়ে।আপনার ব্লগের নিয়মিত দর্শক।আজ নদীয়া এর ছেলেরা যে বিদেশের মাটিতে এত সুন্দর বাঙালির খাবার কে তুলে ধরেছে।সত্যি সুন্দর। ফুচকা veg chop sob khabar আপনি এত্ত মন দিয়ে খেলেন।দেখে মনে হলো জানো আপনি প্রাণ ফিরে পেলেন।যতই বলুন নিজের দেশের খাবার তাও আবার কলকাতার খাবার আপনার বাড়ির দরজায় আহা সত্যি আজ আমি মন খুলে কমেন্ট করলাম। ভালো থাকবেন দিদি।আর o সুন্দর সুন্দর ব্লগ উপহার দেবেন এটাই আসা রাখি।কৃষ্ণনগরের কাছেই বাড়ি আমার।নিজের district এর লোক ।তাহেরপুর এর দাদা দের জানাই এগিয়ে যাও।বিদেশের মাটিতে ও বাঙ্গালী খাবার এর আর ও নামডাক হোক এটাই pray kori❤❤❤
দিদি আজকের ব্লগটা দুর্দান্ত লাগলো,সত্যি ওয়েস্ট বেঙ্গল থেকে দাদারা গিয়ে পরিশ্রম করে সবাইকে আনন্দ ও খাবার উপহার দিচ্ছেন .।এটা।বিদেশের মাটিতে , ওদের জন্য অভিনন্দন রইলো,তোমরা সবাই ভালো ও সুস্থ থেকো
Vlog টা যত দেখছিলাম তত গায়ে কাঁটা দিচ্ছিলো খুব সুন্দর
মহুয়া কে দেখে মনে হচ্ছে কতদিন অনাহারে ছিল, আহারে কী কষ্ট 😂😂
আমরাও পৌঁছে গিয়েছি☺️
আমার থেকে বেশি কেউ বুঝবে না।আমি মুম্বাইতে থাকি আর কলকাতায় যেতেও পারিনা।এখানে বাংলার কিছুই পাওয়া যায়না।খুব মিস করি এই খাবার গুলো।😭😭😭😭
Germany te thaki...kichu pai na Bengali khabar......jeteo pari na India te per year...aka thaki... khub miss Kori kolkatar khabar..
@@arnabmukherjee9880
এইবার পুজোতে কলকাতা ঘুরে মন ভরে রসনাতৃপ্তি করে যান।
Khub sundor laglo .bapi ,tapanrpartha r jonnyo roilo onek valobasa r suvechha 🎉🎉🎉🎉
এবারে পুজোতে কলকাতা আসতে পারো নি, কিন্তু একটুকরো কলকাতা তোমার কাছে পৌঁছে গেছে । পুজোর সময় ঠাকুর দেখতে বেরিয়ে এগরোল, ফুচকা, চাউমিন, বিরিয়ানি......এগুলোতে খাদ্যরসিক বাঙালির যে আবেগ সেটা অন্য আর কিছু থেকেও পাওয়া যায় না
Ami Nadia theke achi. Khub valo lagche dekhe 😊❤
খুব খুব ভালো লাগলো অসাধারণ নিজেদের দেশের মানুষের রেষ্টুরেন্ট তার মজাটাই আলাদা খুব সুন্দর হয়েছে অসাধারণ ❤❤❤❤❤
গর্বিত দিদি তোমার আর এক অনবদ্য কাজ নিয়ে।বাঙালি সব জায়গায় নিজেদের অভিনব এক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ও সফল হচ্ছে।একটা আলাদাই motivation এর ভিডিও। "বাঙালির লড়াই" বা বিদেশে বাঙালির জয় জয়কার।
অজানা এক জীবনের গল্প তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি।❤❤
মন ছুঁয়ে গেলো ভিডিওটা দেখে। চোখের কোনায় জল আসার মতোই এক অনবদ্য ভিডিও।খুব ভালো থাকবেন দিদি।❤❤
নদীয়া শ্রীচৈতন্য জায়গা তাই আমরা সবাই কে নিয়ে থাকতে ভাল বাসি আমি কৃষ্ণনগরে।। ভাল থেকো দিদি এইভাবে তুলে ধরো আমাদের ভারতবর্ষ কে।। ভারত আমার ভারতবর্ষ .......
আজকের ভ্লগ দেখে খুব ভাল লাগলো বাঙালি আমেরিকায় গিয়ে বিজনেস করছে দেখে খুব ভাল লাগলো সমস্ত বাঙালির তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ❤️
আজ প্রায় আধ ঘণ্টার video দিলে খুব ভালো লাগলো দেখে আর ভালো লাগলো কলকাতার খাবার বিদেশে দারুন ❤❤❤
Beautiful Didi vai .. Bangali ra sob para ..😊😊
Didi tumi reply dio please..
মহুয়াদি হলেন বাংলার প্রাণের দিদি ❤️❤️❤️❤️❤️❤️♾️
Ekdom thik kotha
সত্যি খুব ভালো লাগছে। তোমার ফুচকা খাওয়া দেখে আমার চোখে জল চলে আসছিল।।কত যে আনন্দ সেটা ভাষায় ব্যক্ত করা যাবে না। ওনাদের জীবনে আরও সফলতা আসুক এটাই প্রার্থণা করি 🙏🏼❤
Khub Valo Laglo Video Ta Dakhe Ami O Nadia Thake
Ufff I can feel dada... Sotti kolkata biryani the best nothing can beat that...❤
ভীষন ভালো লাগলো দিদি আজকের ব্লগ টা, বিদেশের মাটিতে আমার দেশের ভাইদের এই নতুন উদ্যোগ দেখে মনটা ভরে গেল। আপনাদের সকলকে ভীষন ভাবে অভিনন্দন জানাই।
তোমার ফুচকা খাওয়া দেখে আমার এখানে মুখে জল এসে গেল,ওখানে বাঙালী রেস্টুরেন্ট সত্যিই ভাবা যায় না।খুব ভাল লাগল মহুয়া।ভাল থেকো পরিবার নিয়ে।❤❤❤🍲🥘🍟🍳🫕
দিদি, আপনার এই ভ্লগটা খুব জনপ্রিয় হয়েছে। ফেসবুক খুললেই সবাই বিশেষত আমাদের নদীয়ার মানুষ খুব শেয়ার করছে। শুভ কামনা এই ভাইদের জন্য। ধন্যবাদ আপনাকে, ওদের তুলে ধরার জন্য। আপনার উপস্থাপনা সবসময় খুব ভালো।
খুব ভালো লাগছে এইজন্যে যে, সুদুর আমেরিকায় মাত্র কয়েকজন বাঙালি ছেলেমিলে বাঙালির প্রিয় খাবারকে ছড়িয়ে দিতে পেরেছে! খুব সুন্দর লাগলো মা'গো তুমিও এটাকে খুব সুন্দর করে পরিবেশন করেছো আমাদের কাছে! খুব ভালো থেকো তোমরা..❤
Khub bhalo laglo❤
আপনি যখন বললেন ফিস ফ্রাই টা মুখে দিয়ে মনে হচ্ছিলো চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, i feel you so hard!!! ❤❤❤❤❤❤❤❤