Shell Advance Long Ride 10W40 Full Synthetic এই ইঞ্জিন অয়েল, আমি দুই বছর ধরে আমার জিক্সার SF Fi ABS V2 বাইকে ইউজ করি। অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি থাকে এবং ইঞ্জিন ওভারহিটিং ও হয় না। গিয়ার শিফটিং করে অনেক মজা পাওয়া যায়, অনেক স্মুথ গিয়ার শিফটিং করা যায়। এই ইঞ্জিন অয়েল ৪০০০ কিলো পর পর আমি ড্রেইন দেই। যাদের ইঞ্জিন ওভারহিটিং ইস্যু আছে, ইঞ্জিনের সাউন্ড কম পছন্দ করেন অথবা দুরের যাত্রা করেন তাদের জন্য এই ইঞ্জিন অয়েল সেরা।
@@NajidaRihan ki bolen Vai sotti naki ? Amar Vai saluto 125 bike amio shell long ride 10w40 use Kori but 1500 kilo chalanor por pick up vhar hoye Jai then change Kore feli Ami Vai basa theke office jawa ASA Kori up down 50 kilo Ami ki taile aita use korte pari ...
@MdSaifulIslamHridoy-ey1uh স্যালুটো গাড়িতে ন্যূনতম ৫০০০ কিলোমিটার পরে পরিবর্তন করবেন। আর ইঞ্জিন অয়েলের চরিত্রই হচ্ছে এমন যেটা প্রতি হাজার কিলোমিটার পরপর ধীরে ধীরে যত এর বিস্কোসিটি কমবে তত ইনঞ্জিনের সাউন্ড কিছুটা পরিবর্তন চলে আসবে। এবং নতুন ইঞ্জিনিয়ার যে মুহূর্তে লাগাবেন সেই সময় থেকে ৫০০০ পর্যন্ত চালানো পর্যন্ত ইঞ্জিনের সাউন্ডের যে পরিবর্তনটা এটা আহামরি বেশি নয়। এটা আপনার একটা মনের রোগ পিকআপ ভাড়া হয়ে যায় অমুক-তমুখ। মূলত ভিস্কো সিটি কমলে বাইকের সাউন্ডে কিছুটা চেঞ্জ চলে আসে এবং রেডি পিকআপেও কিছুটা পরিবর্তন আসে। আবার ৫০০০ চালানোর পরে যখন আপনি নতুন আরও একটা ইঞ্জিন অয়েল করবেন তখন দেখবেন আবার সেই আগের মতো সাবেকে সাবেক সাউন্ড। দুই টাকার ছাগলের জন্য ৫ টাকা বিনিয়োগ করার লোকের এই দেশে অভাব নাই আর আপনিও সেই পাবলিকের ভিতরেই একজন যারা ২ টাকার ছাগলের জন্য ৪ টাকার দড়ি কিনেন। আগে আপনার বাইকের সাথে থাকা ইউজার ম্যানুয়াল বইটা ভালো করে পড়ে দেখুন সেখানে বিস্তারিত তথ্য লেখা রয়েছে কোন দিন কবে কিভাবে এবং কত কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন
আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন..? আমি রেগুলার আপনার ভিডিও গুলি দেখি খুব ভালো লাগে, আমার বাইকটা হচ্ছে ইয়ামাহা এফ জেড এসবি ভি থ্রি, সেম আপনারটার মত, ৪০০০ কিলোমিটার চলেছে এখন কোন ইঞ্জিন অয়েল টা ভালো হবে, এবং কত কিলো চালানো যাবে বলে দিতেন তাহলে অনেক উপকৃত হতাম অগ্রিম ধন্যবাদ....।
FZ V2 FZ V3 বাইক টা আনেক ভালো শুধু একটাই সমস্যা মনে হয় গেয়ার ইনডিকেটর নেই। আলাদা করে গিয়ার ইনডিকেটর লাগানো জায় কি না। এই সম্পর্কে একটা ভিডিও চাই। আপনার ভিডিও গুলো আনেক ভালো লাগে ।বাস্তবিক বিষয় গুলু তলে ধরেন সব ভিডিও তে। এই টাই খুভ ভালো লাগে ।আপনার পাশে আছি। এগিয়ে জান।
Vai ami hero hunk 2020 nicchi 2nd hand 12000 kilo cholse kon grade use korbo? ar koto kilo por change korbo..pls suggest korun...keo bolche 20w 30 use korte...abar andaje use korle engine er khoti hobe kina Ar synthetic naki minarel use korbo
আপনার কথা গুলো মোন ছুয়ে যায়❤আমি bajaj platina h gear 110 bike user আমি কোন মবিল আর কতো গ্রেড এবং কতো কিলো চালাতে পারবো,, বলেন প্লিজ,, অনেক আগে থেকে আপনার ভিডিও দেখি,,ধন্যবাদ,, ভালোবাসা নেবেন বগুড়া থেকে❤❤❤❤
আপনার বাজাজ গাড়িতে ইঞ্জিন অয়েল গ্রেট কোনটা সেটা আমার ঠিক জানা নাই তবে মেক্সিমাম প্লাটিনা গাড়িতে টুয়েন্টি ডাব্লিও ফিফটি গ্রেট এর ইঞ্জিন অয়েল পড়ে থাকে। তবে আপনি একটু ম্যানুয়াল বই পড়ে দেখলেই বিষয়টি বুঝতে পারবেন অথবা আপনার কাছে যদি ম্যানুয়াল বই না থাকে সে ক্ষেত্রে যে কোন শোরুম থেকে একটা ম্যানুয়াল বই সংগ্রহ করে নিয়ে আসবেন ফ্রিতে। আর ওই ম্যানুয়াল বইটি লেখা রয়েছে কত কিলোমিটার চালাবেন তবে বাংলাদেশের ইতিহাসে তিন হাজার কিলোমিটারের নিচে এখনো পর্যন্ত ইঞ্জিন অয়েল পরিবর্তনের কথা কোন বাইক কোম্পানির ম্যানুয়ালে দেখিনি। তবে আপনারগুলো যেহেতু একেবারেই কম্পিউটার বাইক আপনি চোখ বন্ধ করে ৪০০০ চালাবেন। শুধু আপনাকে এটা নির্বাচন করতে হবে আপনি যেই ইঞ্জিন অয়েল ভরবেন সেটি অরিজিনাল কিনা
ভাই কে ভাইব্রেশন ইঞ্জিন অয়েল এর কারনে হয় না। ভাইকে ভাইব্রেশন হওয়ার পিছনে টায়ার প্রেসার টায়ারের ক্ষয় হওয়ার কন্ডিশন পিছনের ব্যাক চ্যাসিস বুশের অবস্থা এবং সামনের সাসপেনশনের উপর মূলত বাইকের মূল ভাইব্রেশনগুলো নিয়ন্ত্রিত হয়ে থাকে। আবার আপনার ইঞ্জিনের ক্রাংশেপে যদি কোথাও কোনো টাল থাকে সেই ক্ষেত্রেও ইঞ্জিন থেকে ভাইব্রেশন চলে আসে যেটা হাই স্পিডে ভাইব্রেশন অনুভূত হয় না কিন্তু লো স্পিডে অনুভূত হয়
আমি এটি ব্যবহার করে দেখেছি একেবারে এখন আমার গাড়ি ৩৫০০ কিলো চলছে ঠিক শূন্য থেকে 35০০ কিলোমিটার গাড়ির সাউন্ড একই রকম রয়েছে। যদি আপনার ইঞ্জিন অয়েল অরিজিনাল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আমি অতি সাধারণ একজন ব্যবহারকারী হিসেবে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করেছি। কোনভাবে কোন কমার্শিয়াল চিন্তাভাবনার আমার এই ভিডিওর পিছনে ছিল না। তবে আপনারা চাইলে ইয়ামাহা লোভ অথবা মত অথবা লিকিউ মলি এর যেকোনো এক ব্র্যান্ডের টাই ব্যবহার করতে পারেন কিন্তু কথা হচ্ছে একটাই আপনাকে অরিজিনাল ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে এবং সঠিক গ্রেট মেনটেন করে ব্যবহার করতে হবে। ভিডিওটি ভালো লাগলে ভাই অবশ্যই শেয়ার করে আরো বাইকারদের উপকৃত করবেন।
প্রতিটি ইঞ্জিন অয়েল দিয়ে আপনি কত কিলোমিটার চালাবেন তা আপনার বাইকের সাথে দেওয়া ইউজার ম্যানুয়াল বইতে লেখা রয়েছে। তবে আমার জানা মতে জিক্সারের প্রতি চার হাজার কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করা লাগে। আপনি অন্তত তিন হাজার কিলোমিটার পড়ে পরিবর্তন করবেন নূন্যতম
ভাই আমার গাড়ির টুটাল চলছে ৪৫০০ কিলো মিনারেল বেবহার করেছি এখন আমি shell advance ultra full sentic ভরলাম আমি ভাই অরজিনাল মবিল ভরলাম কিন্তু কেমন জানি লাগে বুজতাছি না এখন কি motul 7100 full sentic এ চলে জাব না shell advance ultra full sentic এ থাকব??
চোখ বন্ধ করেই আপনি যে কোন ইঞ্জিন অয়েল যেকোনো সময় ব্যবহার করতে পারেন। আপনাকে শুধু চোখ খোলা রেখে এটা নিশ্চিত হতে হবে আপনি যেই অয়েল ক্রয় করতেছেন সেটা অথেন্টিক বা অরিজিনাল কিনা
এয়ারকুল গাড়িগুলো ৫০ বা ১০০ কিলোমিটার পার হয়ে যাওয়ার পরে ইঞ্জিন অতিরিক্ত হিট যখনই হবে তখন যে কোন এয়ারকুল ইঞ্জিনই এইরকম ফের ফের সাউন্ড করবে। এবং আপনি যত দামি ইঞ্জিন অয়েল ভরেন না কেন এয়ারকুল সকল ইঞ্জিনের চরিত্রই হচ্ছে এটা। আবার যখন আপনি আপনার গাড়িকে আধা ঘন্টা রেস্ট দিবেন তখন দেখবেন গাড়ি আবার সুন্দর সাউন্ড করতেছে। যে মুহূর্তে আপনার ওভারহিট হয়েছে সাউন্ড যাদের করে সেই মুহূর্তে আরেকটা জিনিস খেয়াল করবেন আপনার ইঞ্জিনের পাওয়ার প্রচুর পরিমাণে লস হচ্ছে। এই সবকিছুর জন্য কখনো ইঞ্জিন অয়েল দ্য দায়ী নয়। এটার একমাত্র কারণ হচ্ছে এটা এয়ারকুল ইঞ্জিন ওভারেট হলে এটাকে একটু ঠান্ডা করতে হয় বা ঠান্ডা করতে দিতে হয়। তবে এই যার যার সাউন্ড টা আর থাকবে না যদি এয়ারকুল ইঞ্জিনে আপনি ওয়েলকুলার লাগিয়ে থাকেন। আবার দেড়শ সিসির ভিতরে বা হায়ার সিসির সকল গাড়িতে কিন্তু রেডিটোর সিস্টেম ওয়ালকুলার রয়েছে সেগুলোতে বাতাসের অতটা প্রয়োজন নাই। সেগুলো রেডিয়েটরের কুলেন্টের মাধ্যমে ইঞ্জিন ঠান্ডা করে রাখা করে থাকে। তাই সেই সকল গাড়িতে একটানা নন স্টপ ৩০০-500+ কিলো চালালেও কখনো সাউন্ড চেঞ্জ হবে না। মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন।
মতুল অনেক ভালো একটা ব্র্যান্ড এবং যদি ফ্রান্সের মতুল ব্যবহার করা যায় তাহলে আরো ভালো হয় কিন্তু সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশের মার্কেটে যতগুলো নতুন পাওয়া যায় তার ৬০ শতাংশ মতুল হয় দুই নাম্বার এবং ইন্ডিয়ান
শেল ব্র্যান্ডের টোয়েন্টি ডব্লিউ ৪০ বা ৫০ গ্রেড এর ইঞ্জিন অয়েল রয়েছে সেগুলো মিনারেল এবং সেগুলোর কোয়ালিটি যথেষ্ট ভালো। আপনি সেল কোম্পানির ওয়েবসাইটে চেক করুন
ভাই আমার fz v2 ৯৫০০ কিলো চলছে আর আমার সিটির ভিতরে চালানো হয়, এখন কি shell এর কোনটা ভরবো??? প্লিজ বলুন, আর বাইক কেনার সময় সার্ভিস বই দিছে তাতে কোনো ইঞ্জিন অয়েল চেঞ্জ করার ব্যাপারে কিছু বলে নাই
আপনি যেকোন ইয়ামাহা শোরুমের যে বলবেন আপনার বাইকের ইউজার ম্যানুয়াল বই লাগবে তারা আপনাকে একটি বড় ভারী বই দিয়ে দিবে। সেখানে ইঞ্জিন অয়েল সম্বন্ধে বিস্তারিত তথ্য লেখা রয়েছে। আপনি ছেলের আল্ট্রা অথবা লং রাইট অথবা ফুয়েলসে এই তিনটার যেকোনো একটাই দিতে পারেন শুধুমাত্র গ্রেড ঠিক রাখতে হবে আপনাকে যেটা হচ্ছে 10 w 40
@armanemon_ae কোম্পানির ম্যানুয়াল অনুযায়ী আপনি যেকোনো ব্র্যান্ডের ১০ ডাব্লিউ ৪০ গ্রেডের ইঞ্জিন অয়েল দিয়ে তিন হাজার কিলোমিটার নিশ্চিন্তে চালাতে পারবেন। তবে শেল এডভান্স এবং সেল এডভান্স লং রাইড এই দুটো ইঞ্জিন অয়েল যেটাই ব্যবহার করেন না কেন আপনি নিশ্চিন্তে চার হাজার চালাতে পারেন। তবে ৪ হাজার যদি আপনি না চালাতে চান ন্যূনতম 3000 তো চালাবেনই। আমার নিজেরও fzs ভার্সন থ্রি গাড়ি চালাই। বাসন্তী থ্রি এবং ভার্সন টু দুটো একই ইঞ্জিন সুতরাং আপনিও ৪০০০ চালাতে পারেন। ৪ হাজার না চাললে চার হাজার না চালালেও তিন হাজার অন্তত চোখ বন্ধ করে চালাবে নি
ভাই সত্যি কথা বলতে আমি নিজেও মতল নিয়ে মাঝেমধ্যে দ্বিধা দ্বন্দ্বের ভিতরে থাকি। কারণ মটুলের কোন সবচেয়ে বেশি হয়ে থাকে তবে অরিজিনাল মতল হলে অবশ্যই পারফরম্যান্স সুপার হয়ে থাকে। আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারতেছি না কোথা থেকে আপনি অরিজিনাল মতন কিনবেন 😪। আপনি যদি মনে করেন ভিডিওটা আরো অনেক বাইকারের উপকারে আসবে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন
টিভিএস কোম্পানি তাদের প্রত্যেকটা বাইকে টেন্ড ডব্লিউ 30 গ্রেডের ইঞ্জিন অয়েল রিকমেন্ড করে থাকে। তবে আপনি থাকেন টেন ডব্লিউ 30 অথবা 10w40 দুটোই ব্যবহার করতে পারেন। আপনি শুধু নিশ্চিত করবেন আপনি যেই ইঞ্জিন অয়েল ভরবেন সেটি অরিজিনাল অথবা অথেন্টিক কিনা
@MadaraUchiha-i9q আপনার সকল প্রশ্নের উত্তর রয়েছে আপনার বাইকের সাথে থাকা ইউজার ম্যানুয়াল বই আশা করি সেই বইটি ভালো করে পড়ে দেখবেন এবং সেখানে যা বলেছে সেটা মেন্টেন করে চললে সাশ্রয়ীভাবে বাইক রাইড করতে পারবেন। আর মনে রাখবেন শরম সবসময় আপনার পকেট কাটার জন্য বসে থাকে
আপনি মিনারেল সিমে সিনথেটিক ফুল সিন্থেটিক সবকিছু দিয়েই নির্দিষ্ট ওই কিলোমিটারে চালাতে পারবেন যত কিলোমিটার আপনার বাইকের ম্যানুয়াল বইতে লেখা রয়েছে। তবে যেহেতু আপনার বাইক হচ্ছে প্রিমিয়াম বাইক আপনার এ ভাইকে ফুল সিন্থেটিক ইঞ্জিন অয়েল ব্যাবহার করাটাই উত্তম
আপনার বাইকের অরিজিনাল যেটা সেই সাউন্ড পাবেন সেল ব্যবহার করলে। তবে এটাও সত্য অরিজিনাল ব্র্যান্ডের যেকোন ইঞ্জিন অয়েল গ্রেট ঠিক রেখে ব্যবহার করতে পারলে সবগুলোতে ইঞ্জিনের সাউন্ড প্রায়একই হয়ে থাকে।
এ বিষয়ে সুস্পষ্ট তথ্য পেতে আপনার বাইকের সাথে থাকা ইউজার ম্যানুয়াল বইয়ের ভিতরে ইঞ্জিন অয়েল সেকশনটি ভালো করে পড়ুন আশা করি সেখানেই আপনার সকল প্রশ্নের উত্তর রয়েছে
@@RVBD dada kindly bolle valo hoto konta besi valo??? Amr frndra 220 te motul 7100 series use kre full synthetic, 5hjar chalay ami castrol semi synthetic use kri 2,2500 chalai...tai kindly bolle valo hto shell beter nki castrol???
@@RVBD আচ্ছা ঠিক আছে আমি গুগল করে দেখলাম shell advance বিভিন্ন লোকাল জায়গার বা লোকাল এরিয়ার কিছু দোকানগুলোতে তাদের প্রোডাক্ট সাপ্লাই দেয় সেই সব দোকান থেকে কি ইঞ্জিন অয়েল নেওয়া উচিত হবে? দোকানগুলো মূলত ঢাকার বাহিরের জেলা উপজেলার ভিতরে পড়ে।
একেবারে চোখ বন্ধ করে চার হাজার কিলোমিটার চালাবেন। তবে 3000 অতিক্রম হওয়ার পরে মাঝেমধ্যে ডিপি স্টিক খুলে চেক করবেন ইঞ্জিনের অয়েল লেভেল ঠিক আছে কিনা। আমার জানামতে স্প্লেন্ডার গাড়িতে ইঞ্জিন অয়েল পরিবর্তনের সঠিক সময় হচ্ছে 5 থেকে 6 হাজার কিলোমিটার। এক্ষেত্রে কোম্পানি বলেছে তিন হাজারের পর থেকে প্রতি সপ্তাহে বা মাসে একবার বা দুইবার আপনার বাইকের ডিপিসটিক খুলে চেক করতে হবে ইঞ্জিন অয়েলের লেভেল কমে যায় কিনা। যদি ইঞ্জিন অয়েলের লেভেল কমে যায় তাহলে যতটুকু কমেছে ঠিক সেম গ্রেডের ততটুকু ওয়েল আপনাকে রিফিল করে দিতে হবে। এভাবে রিফিল করে আপনি ৬ হাজার কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন যেটি কোম্পানির ম্যানুয়াল বুকে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। আর বাংলাদেশে যেহেতু ছোট রিফিল বোতল পাওয়া যায় না সে ক্ষেত্রে আপনি ৪ হাজার চালিয়ে ফেলে দিলেই হবে। এখন আপনি যদি ৫০০ বা ১০০০ কিলোমিটারে পরিবর্তন করতে চান সেটা একান্তই আপনার ব্যক্তিগত খুশি বা অভিরুচি। মনে রাখবেন ৪হাজার চালালেও ইঞ্জিনের যা হবে এক হাজার চালালেও ইঞ্জিনের তাই হবে। আপনার বাইকের ইউজার ম্যানুয়াল বই অথবা ট্যাংক এর উপরে স্পষ্টভাবে লেখা রয়েছে কত কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আরো বাইকার উপকৃত হয় যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলব যে পাশেই থাকবেন
এই কোম্পানির সঠিক গ্রেডমেন্ট করে আপনি ইঞ্জিন অয়েল ভরবেন। ডিসকভার গাড়ির জন্য সাধারণত 20 w 50 ব্যবহার করা হয়ে থাকে সেক্ষেত্রে সেল ফ্রেন্ডের টুয়েন্টি ডাব্লিউ ফিফটি গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারেন
অবশ্যই আপনার ইচ্ছামত আপনি মিনারেল স্যামস্যাং সিনথেটিক এবং সিনথেটিক যেকোনো একটা ভোরে নিলেই হবে। এক্ষেত্রে শুধুমাত্র আপনাকে আপনার বাইকের ম্যানুয়াল অনুযায়ী যে ইন আপনার ইঞ্জিনের জন্য যে গ্রেট বলা হয়েছে সেই গ্রেট মেনটেইন করতে হবে এবং অবশ্যই আপনাকে অথেনটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে মানে অরিজিনাল ইঞ্জিন অয়েল। এবং আপনার ম্যানুয়াল বইতে এটাও লেখা আছে আপনি কত কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন এবং আপনি মিনারেল সিথেটিক ভুল সিন্থেটিক যেটাই ব্যবহার করেন না কেন সবগুলো দিয়ে ওই সেইম নির্দিষ্ট কিলোমিটার চালাতে পারবেন। আরো বিস্তারিত তথ্য জানার জন্য আপনার বাইকের সাথে থাকা ইউজার ম্যানুয়াল বইটি ভালো করে পড়ে তারপর আমাকে কমেন্ট করবেন
আমি ব্যক্তিগতভাবে ইঞ্জিন অয়েল বিক্রয়ের সাথে জড়িত নয় এবং যেই দোকান থেকে ভিডিও করেছি এটি আমার একটা বন্ধুর দোকান। মূল বিষয় হচ্ছে আপনি যেখান থেকে ক্রয় করেন না কেন সব সময় অথেন্টিক বা অরিজিনাল ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন।
এটা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল। এবং এই অয়েলের বোতলের সাথে একটি চাবির রিং ফ্রি পেয়েছিলাম। আমি সরাসরি ছেলের এপ্স ডাউনলোড করে তাদের ওয়েবসাইট থেকে অর্ডার করেছিলাম ডেলিভারি ৪ সহকারে ৯৫০ টাকা পড়েছিল। আপনি আপনার স্থানীয় দোকান থেকেও ৯০০ থেকে ১০০০ টাকার ভিতরেই এই ইঞ্জিন অয়েলটি পাবেন যেটি ফুল সিনথেটিক। মনে রাখবেন আপনি যে কোম্পানির ইঞ্জিন অয়েল ব্যবহার করেন না কেন সেই অয়েল অথেন্টিক বা অরিজিনাল কিনা সেটা আগে নিশ্চিত হয়ে নিবেন। আর সের কোম্পানির ইঞ্জিন অয়েল কিনতে গেলে অবশ্যই ছেলের অথোরাইজ ডিস্ট্রিবিউটর এর সাথে যোগাযোগ করবেন অথবা ডিলারের সাথে যোগাযোগ করবেন অথবা ছেলের যেই ওয়েবসাইট রয়েছে সেল বিডি সেই ওয়েবসাইট থেকে অর্ডার করবেন rkpl.com.bd/shell-advance-long-ride/
ভাই আমার জিক্সার মনোটন ১১হাজার রানিং। এতোদিন মতুলের মিনারেল ১০w ৪০ ব্যবহার করছি। এখন লিকুমলি সিনথেটিক ১০w৪০ ব্যবহার করবো নাকি শেল এডভান্স এর লং রাইড সিনথেটিক ১০w৪০ ব্যবহার করবো? আর ভাই আমি যে অন্য ব্র্যান্ডে শিফ্ট হইতেছি তাই flemingo injector ব্যবহার করতেই হবে? নাকি না করলেও চলবে?
অন্য ব্রান্ডের শিফট হলেও কখনোই অন্য কোন কিছু ভরা লাগে না। তারপরও মনের ভিতর যদি খুসখুস করে সেই ক্ষেত্রে ফ্লেমিঙ্গ ব্রান্ডের ৭৫০ মিলির একটা মটর ফ্লাশ পাওয়া যায় অথবা হিপো ব্র্যান্ডের একটা মটর প্লাস রয়েছে সেটা ব্যবহার করতে পারেন। পণ্য যেটাই কিনেন না কেন ব্যবহারের আগে গায়ে নির্দেশনা করে সেরকম ভাবে ব্যবহার করবেন
10w30 গ্রেডের যেকোনো ইঞ্জিন অয়েল আপনি আপনার টিভিএস গাড়ির জন্য ব্যবহার করতে পারেন। আপনি মোতুল সেল লিকু মলি হিরো ইত্যাদি বিভিন্ন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারেন এবং আপনি চাইলে এগুলোর ভিতরে ফুল সিন্থেটিক স্যামসাং সিনথেটিক অথবা মিনারেল যেকোন একটাও ব্যবহার করতে পারেন। যাই ব্যবহার করেন না কেন আপনাকে পরিবর্তন করতে হবে ঠিক কোম্পানি আপনার ম্যানুয়াল বইতে যত কিলোমিটার লিখে দিয়েছে তত কিলোমিটার পরেই। আপনি গ্রেট ঠিক রেখে যেকোনো অরিজিনাল ব্র্যান্ড এর ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারেন। shell/motul/mobil এই তিনটা ব্যান্ডের ভিতরে যেকোন একটা চয়েজ করে নিতে পারেন। তবে অন্য ব্রান্ডগুলো ভালো শুধু আপনাকে এটা নিশ্চিত হতে হবে আপনি যেই দোকান থেকে ওয়েল কিনতে চান সেই ওয়েল গুলো অরিজিনাল কিনা। ভিডিওটি ভালো লাগলে অন্যান্য বাইকারের স্বার্থে অবশ্যই শেয়ার করে দিবেন এবং যদি সম্ভব হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে আমাকে সাপোর্ট করবেন
এটা আপনার না বুঝলেও হবে যারা বাইক প্রস্তুত করেছে তারা বুঝেই তাদের ম্যানুয়াল বইতে লিখে দিয়েছে আপনি সঠিক গ্রেট মেন্টেন করে যে কোন ব্র্যান্ডের অথেন্টিক ইঞ্জিন অয়েল বললেই হবে এবং সেটা মিনারেল সেমি সিনথেটিক ভুল চিনতে ঠিক যেটাই হোক না কেন সবকটা দিয়ে একই কিলোমিটার চালানো যাবে
ভাই আমি এর আগে মটুল ফুল সিন্থেটিক ব্যবহার করছি,, তিন হাজার কিলোমিটার চালানোর পরেও ইঞ্জিন অয়েল লাল কালার ছিল,, কিন্তু সে লেভান্স লং রাইড ২৬০০ কিলোমিটার ইউজ করছি বর্তমান, এখনো রানিং,, তবে কালার টা দেখলাম ঘোলা ঘোলা হয়ে গেছে,, যদি ব্যাপারটা একটু বলতেন,,, জিক্সার বাইকে
ভাই ইঞ্জিনের কালার পরিবর্তন হওয়াটা একেবারেই স্বাভাবিক বিষয়। যেমন আমার গাড়িতে এইমাত্র মবিল ড্রেন দিয়ে যদি আমি নতুন ইঞ্জিন অয়েল রিফিল করি দেখা যাচ্ছে ৫০০ কিলোমিটার যাওয়ার পরেই রংটা কালো হয়ে যায়। তবে আঙ্গুলের মাথায় নেওয়ার পরে যদি রং দেখতে পান তাহলে মনে করতে হবে ইঞ্জিন অয়েলের কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে। এক্ষেত্রে একটা কথা জেনে রাখবেন ইঞ্জিন অয়েল রংয়ের উপর বিবেচনা করে ভালো মন্দ বোঝা যায় না এটা বোঝা যায় শুধুমাত্র এর পিচ্ছিলতার কতটুকু আছে সেটা অনুমান করে।
@asrafulislamrana9998 ভাই লিকুইড আইটেম কুরিয়ারে আমি পাঠাতে পারবো না আমার কাছে অরিজিনাল আছে কিন্তু ধরেন আপনাকে একটা প্রোডাক্ট পাঠালাম এর অর্ধেক পথ যেয়ে যদি কোন কারণে বোতল ফুটা হয়ে যায় তাহলে একেবারে চালান শেষ। আপনি সরাসরি সেল বিডি এপ্স ডাউনলোড করুন। সেখান থেকে কোম্পানির নাম্বার নিয়ে তাদের সাথে যোগাযোগ করুন অথবা অনলাইনে তাদের ওয়েবসাইট বা এপ্স থেকে অর্ডার করুন
আসলে কোনটা ভারতীয় কোনটা ভারতীয় না এভাবে আমি কখনোই ইঞ্জিন অয়েল নিয়ে এনালাইসিস করি নাই। আপনি এ বিষয়ে google এ সার্চ করেন আশা করি আপনি নিজেই বুঝতে পারবেন। এবং আপনার যেটা ভালো লাগবে সেটাই আপনি ব্যবহার করবেন শুধুমাত্র আপনাকে গ্রেট ঠিক রাখতে হবে
Shell Advance Long Ride 10W40 Full Synthetic এই ইঞ্জিন অয়েল, আমি দুই বছর ধরে আমার জিক্সার SF Fi ABS V2 বাইকে ইউজ করি। অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি থাকে এবং ইঞ্জিন ওভারহিটিং ও হয় না। গিয়ার শিফটিং করে অনেক মজা পাওয়া যায়, অনেক স্মুথ গিয়ার শিফটিং করা যায়। এই ইঞ্জিন অয়েল ৪০০০ কিলো পর পর আমি ড্রেইন দেই। যাদের ইঞ্জিন ওভারহিটিং ইস্যু আছে, ইঞ্জিনের সাউন্ড কম পছন্দ করেন অথবা দুরের যাত্রা করেন তাদের জন্য এই ইঞ্জিন অয়েল সেরা।
একেবারে খাটি কথা। আমি নিজেই ৪০০০ কিলোমিটার পর পর পরিবর্তন করি।
Vai pulsar TD abs a use kora jabe.
Pulsar e 20 w 50
@biplabkumar2271 20w50
@@NajidaRihan ki bolen Vai sotti naki ?
Amar Vai saluto 125 bike amio shell long ride 10w40 use Kori but 1500 kilo chalanor por pick up vhar hoye Jai then change Kore feli
Ami Vai basa theke office jawa ASA Kori up down 50 kilo
Ami ki taile aita use korte pari ...
@MdSaifulIslamHridoy-ey1uh স্যালুটো গাড়িতে ন্যূনতম ৫০০০ কিলোমিটার পরে পরিবর্তন করবেন।
আর ইঞ্জিন অয়েলের চরিত্রই হচ্ছে এমন যেটা প্রতি হাজার কিলোমিটার পরপর ধীরে ধীরে যত এর বিস্কোসিটি কমবে তত ইনঞ্জিনের সাউন্ড কিছুটা পরিবর্তন চলে আসবে।
এবং নতুন ইঞ্জিনিয়ার যে মুহূর্তে লাগাবেন সেই সময় থেকে ৫০০০ পর্যন্ত চালানো পর্যন্ত ইঞ্জিনের সাউন্ডের যে পরিবর্তনটা এটা আহামরি বেশি নয়। এটা আপনার একটা মনের রোগ পিকআপ ভাড়া হয়ে যায় অমুক-তমুখ।
মূলত ভিস্কো সিটি কমলে বাইকের সাউন্ডে কিছুটা চেঞ্জ চলে আসে এবং রেডি পিকআপেও কিছুটা পরিবর্তন আসে।
আবার ৫০০০ চালানোর পরে যখন আপনি নতুন আরও একটা ইঞ্জিন অয়েল করবেন তখন দেখবেন আবার সেই আগের মতো সাবেকে সাবেক সাউন্ড।
দুই টাকার ছাগলের জন্য ৫ টাকা বিনিয়োগ করার লোকের এই দেশে অভাব নাই আর আপনিও সেই পাবলিকের ভিতরেই একজন যারা ২ টাকার ছাগলের জন্য ৪ টাকার দড়ি কিনেন।
আগে আপনার বাইকের সাথে থাকা ইউজার ম্যানুয়াল বইটা ভালো করে পড়ে দেখুন সেখানে বিস্তারিত তথ্য লেখা রয়েছে কোন দিন কবে কিভাবে এবং কত কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন
পাকিস্তানি হোন্ডা সিডি ৮০ বাইকের জন্য কোন ইঞ্জিন অয়েল ভালো হবে
অনুগ্রহ করে জানালে উপকৃত হবো ❤❤❤
ধন্যবাদ
20w50
আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন..? আমি রেগুলার আপনার ভিডিও গুলি দেখি খুব ভালো লাগে, আমার বাইকটা হচ্ছে ইয়ামাহা এফ জেড এসবি ভি থ্রি, সেম আপনারটার মত, ৪০০০ কিলোমিটার চলেছে এখন কোন ইঞ্জিন অয়েল টা ভালো হবে, এবং কত কিলো চালানো যাবে বলে দিতেন তাহলে অনেক উপকৃত হতাম অগ্রিম ধন্যবাদ....।
10w40 grade
Shell/motul/mobil/revnol ভরতে পারেন
FZ V2 FZ V3 বাইক টা আনেক ভালো শুধু একটাই সমস্যা মনে হয় গেয়ার ইনডিকেটর নেই। আলাদা করে গিয়ার ইনডিকেটর লাগানো জায় কি না। এই সম্পর্কে একটা ভিডিও চাই। আপনার ভিডিও গুলো আনেক ভালো লাগে ।বাস্তবিক বিষয় গুলু তলে ধরেন সব ভিডিও তে। এই টাই খুভ ভালো লাগে ।আপনার পাশে আছি। এগিয়ে জান।
দাদা ধন্যবাদ। চেস্টা করবো এ বিশয়ে একটা ভিডিও বানাতে
ধন্যবাদ
Gear indicator শো করা এটা ফাজলামি ছাড়া কিছুই না।
Vai ami hero hunk 2020 nicchi 2nd hand 12000 kilo cholse kon grade use korbo? ar koto kilo por change korbo..pls suggest korun...keo bolche
20w 30 use korte...abar andaje use korle engine er khoti hobe kina
Ar synthetic naki minarel use korbo
৩০০০ কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন
Shell advance daam
Shell long ride 950 টাকার আসে পাসে
@MdSabbir-xw1zy shell ultra long ride fully sinthetic 10w40 authorized showroom mrp 950. Shell website 930 tk
Dealer rate kichuTa kom... Hoyto delar apnake lav kom rekhe diyeche
আপনার কথা গুলো মোন ছুয়ে যায়❤আমি bajaj platina h gear 110 bike user আমি কোন মবিল আর কতো গ্রেড এবং কতো কিলো চালাতে পারবো,, বলেন প্লিজ,, অনেক আগে থেকে আপনার ভিডিও দেখি,,ধন্যবাদ,, ভালোবাসা নেবেন বগুড়া থেকে❤❤❤❤
আপনার বাজাজ গাড়িতে ইঞ্জিন অয়েল গ্রেট কোনটা সেটা আমার ঠিক জানা নাই তবে মেক্সিমাম প্লাটিনা গাড়িতে টুয়েন্টি ডাব্লিও ফিফটি গ্রেট এর ইঞ্জিন অয়েল পড়ে থাকে।
তবে আপনি একটু ম্যানুয়াল বই পড়ে দেখলেই বিষয়টি বুঝতে পারবেন অথবা আপনার কাছে যদি ম্যানুয়াল বই না থাকে সে ক্ষেত্রে যে কোন শোরুম থেকে একটা ম্যানুয়াল বই সংগ্রহ করে নিয়ে আসবেন ফ্রিতে।
আর ওই ম্যানুয়াল বইটি লেখা রয়েছে কত কিলোমিটার চালাবেন তবে বাংলাদেশের ইতিহাসে তিন হাজার কিলোমিটারের নিচে এখনো পর্যন্ত ইঞ্জিন অয়েল পরিবর্তনের কথা কোন বাইক কোম্পানির ম্যানুয়ালে দেখিনি। তবে আপনারগুলো যেহেতু একেবারেই কম্পিউটার বাইক আপনি চোখ বন্ধ করে ৪০০০ চালাবেন।
শুধু আপনাকে এটা নির্বাচন করতে হবে আপনি যেই ইঞ্জিন অয়েল ভরবেন সেটি অরিজিনাল কিনা
@@RVBDবই এ লেখা আছে ১০w৩০
@@RVBD কোন মবিল ভালো হবে ,,,
ভাই আমার গাড়ির ১২০০-১৫০০ কিমি চালানোর পর মবিল কমতে থাকে , এখন আমি কি করব
Ami fzs v3 bs6 a shall advance long ride 10w40 use korci 500 kilometers ride korci still using performance valoi kintu vibration ta aktu basi hoy😅
ভাই কে ভাইব্রেশন ইঞ্জিন অয়েল এর কারনে হয় না।
ভাইকে ভাইব্রেশন হওয়ার পিছনে টায়ার প্রেসার টায়ারের ক্ষয় হওয়ার কন্ডিশন পিছনের ব্যাক চ্যাসিস বুশের অবস্থা এবং সামনের সাসপেনশনের উপর মূলত বাইকের মূল ভাইব্রেশনগুলো নিয়ন্ত্রিত হয়ে থাকে।
আবার আপনার ইঞ্জিনের ক্রাংশেপে যদি কোথাও কোনো টাল থাকে সেই ক্ষেত্রেও ইঞ্জিন থেকে ভাইব্রেশন চলে আসে যেটা হাই স্পিডে ভাইব্রেশন অনুভূত হয় না কিন্তু লো স্পিডে অনুভূত হয়
আমি Shell ব্যবহার করেছি 3.800 kml অনেক ভালো ফিডব্যাক পেয়েছি, আপনারা ব্যবহার করতে পারেন।
মুল্যবান তথ্য জানিয়ে দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করবেন❤️❤️
20w50 ki asa shell ar
@@nadimhasan2478 . হ্যাঁ ভাইয়া আছে কিন্তু সিনথেটিক নাই
apni kon bike a shell ta use korechen??
honda h100s ar jorno kon engine oil vlo hobe?
ভাই মনোটনের জন্য সেল এ্যাডভ্যানস ব্যবহার করতে পারবো,আর কত কিলোমিটার চালাবো,এবং দাম কত।
পারবেন
Bhai gixxar monotone e shell advance 10w 40 fully synthetic use korbo naki motul 10w 40 fully synthetic use korbo ??
Bike cholse 9800 kilo !
Dutoi
আমি ব্যবহার করে ভালো ফল পাচ্ছি
মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ
Vai Shell Advance fuel save (10w -30) r Motul 7100 2 tar modde konta beshi valo hobe??
দুটোই ভালো আপনি যে কোন একটাই হতে পারেন আমি ব্যক্তিগতভাবে সেল ব্যবহার করি
Subscribe and share my video.
Thanks
Gixxer new 3000 km chola bike
Synthetic mobil use kra jabe naki mineral use krte hbe
Kindly janaien vaiya
আপনি যে কোন সময় ই যে কোন গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যাবহার করতে পারেন।
Vai..ami Suzuki gixxer sf fi abs bike use kore motul..mobil use kore...but engine onek heat hoy... Konta use korle valo hobe
Shell advance ultr full synthetic
Shell long ride full synthetic use koren
4000 km পর পর ড্রেন করবেন
ভাই আমি motul 7100 full sentic
Vs shell advance ultra full sentic
কোন মবিল ভালো হবে
আমার গাড়ি Suzuki gixxer fi abs
??
Shell best
@@RVBDভাই shell ultra টা ভরলাম পথম
কিন্তু সাউন্ড একটু কেমন জানি
না ২ টা ভরলে ঠিক হয়ে জাবে
@humaionkabir798 কিছুদিনের ভিতরে সবই ঠিক হয়ে যাবে।
সাউন্ডের যে পরিবর্তন লক্ষ্য করতেছেন সেটা একান্তই আপনার মনের বিষয়।
নিশ্চিন্তে চালাতে থাকেন
আমি এইবার শেল ভরছি ২-৩০০ কিলো চালিয়েছি এখন পর্যন্ত ইয়ামালুভ থেকে ভালো চলছে জদিও আমি ইয়ামালুভ মিনারেল ব্যবহার করছি এখন শেল সিন্থেটিক ভরেছি
আমি এটি ব্যবহার করে দেখেছি একেবারে এখন আমার গাড়ি ৩৫০০ কিলো চলছে ঠিক শূন্য থেকে 35০০ কিলোমিটার গাড়ির সাউন্ড একই রকম রয়েছে।
যদি আপনার ইঞ্জিন অয়েল অরিজিনাল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।
আমি অতি সাধারণ একজন ব্যবহারকারী হিসেবে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করেছি।
কোনভাবে কোন কমার্শিয়াল চিন্তাভাবনার আমার এই ভিডিওর পিছনে ছিল না।
তবে আপনারা চাইলে ইয়ামাহা লোভ অথবা মত অথবা লিকিউ মলি এর যেকোনো এক ব্র্যান্ডের টাই ব্যবহার করতে পারেন কিন্তু কথা হচ্ছে একটাই আপনাকে অরিজিনাল ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে এবং সঠিক গ্রেট মেনটেন করে ব্যবহার করতে হবে।
ভিডিওটি ভালো লাগলে ভাই অবশ্যই শেয়ার করে আরো বাইকারদের উপকৃত করবেন।
Assalamu alaikum bhai.
Fzs v1..model 2010
Kon engine oil use korle valo performance pabo?
Thanks.
20w40
Vaiya salam amr fz 16 ami she'll advance long ride use korta chai kto grade use krbwo r kto klm por change krbwo?
20w40 ইউজ করবেন
Assalamulaikum bhai...Aamar Gari hocche Suzuki Access 125fi...aami shall er long ride or ultra synthetic use korte parbo???amar gari 2060km cholece
ভাই আপনার ম্যানুয়াল বইতে যেই গ্রেডের কথা বলা হয়েছে সেই গ্রেট ঠিক রেখে আপনি মিনারেল সিথেটিক যেকোনো একটা দিলেই হবে।
আশা করি বুঝতে পেরেছেন।
Shell এর উপর ইন্জন ওয়েল হয় না,আমি নিজেও ব্যবহার করি গাড়ির গতি সাউন্ড সব কিছু মিলেও জটিল বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি
মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ
মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ
Rtr 2v jonno sell kon enzin oill valo hoba
10w30
tvs metro plus er jonmo 10w30 kon engine oil use korbo. motul 10w30 use kori but orginal kina doubt theke jai.
shell fuel save 10w30 use koren
আমি মিনারেলটা ইউজ করি মুতুল এর। শেল এর টার মিনারেল টার নাম কি? দাম কত?
@mdamzadhosen770
rkpl.com.bd/shop-new/shell-advance-fuel-save/
@@RVBD এটাতো ফুল সিন্থেটিক। মিনারেল এ থাকতে চাচ্ছি। tvs metro plus এর জন্য 10w30 এর মিনারেলটা নিলে কেমন হয়। আমি টুকটাক চালাই বাইক বেশি চালায় না।
@mdamzadhosen770 নিতে পারেন
Yahamaha saluto kon engin oil use korbo
১০/৪০ ২০/৪০
অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে আমাকে সাপোর্ট করবেন এবং ভিডিওটি পছন্দ হলে অবশ্যই শেয়ার করে দিবেন
Bajaj Discover 125 a kon engine oil dibo vai? ❤️
২০ ডাব্লিউ ৫০
@RVBD tnx ❤️
Hero splendor 100 ar jonno ki engine oil use korbo?
10w30
পালসার সিঙ্গেল ডিস্কের জন্য কোন গ্রেডের মোবিল ইউজ করব
20w50 othoba 20w40
Shell এর উপর ইন্জন অয়েল হয়না আমি নিজেও ব্যবহার করতেছি এরকম সুন্দর সাওন্ড এবং গতি কোনটাতে আমি পাইনি বাস্তব অভিঙ্গতা থেকে বলছি
মুল্যবান মতামতের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া
10w 30 er jaigai 10w 40 use korle kono somoyssa hobe?
কোন সমস্যা নাই
motul ১৯০০-২০০০ চালিয়ে চেঞ্জ করি।
ভাবছি সেল ইউজড করে দেখবো।
আপনি একবার টেস্টমূলক সেল ইউজ করে দেখতে পারেন আশা করি অনেক অনেক সন্তুষ্ট হবেন তবে অবশ্যই গ্রেড মিলিয়ে ব্যবহার করবেন।
অনুগ্রহ করে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন তাতে অনেক বাইকার উপকৃত হবে
এসপি 125 নতুন ভার্সনটি কোন মবিল ব্যবহার করা উচিত একটু বিস্তারিত বললে ভাল হতো ভাই হোন্ডা ব্যান্ডের মবিল 10 W 30
১০ ডব্লু ৩০ গ্রেডের যেকোনো ভালো মানের বা ভালো ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারেন
vi gixxer a shell ad long ride 2300 runnning,,,,r koto use korty parbo ?? ami bike onk kom chalai.1 year a just 10 k running
pleeeeee
প্রতিটি ইঞ্জিন অয়েল দিয়ে আপনি কত কিলোমিটার চালাবেন তা আপনার বাইকের সাথে দেওয়া ইউজার ম্যানুয়াল বইতে লেখা রয়েছে।
তবে আমার জানা মতে জিক্সারের প্রতি চার হাজার কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করা লাগে।
আপনি অন্তত তিন হাজার কিলোমিটার পড়ে পরিবর্তন করবেন নূন্যতম
Motul 300v naki shell advance Ultra konta valo hobe?
Dutoi best
ভাই আমার গাড়ির টুটাল চলছে ৪৫০০ কিলো
মিনারেল বেবহার করেছি
এখন আমি shell advance ultra full sentic ভরলাম
আমি ভাই অরজিনাল মবিল ভরলাম
কিন্তু কেমন জানি লাগে
বুজতাছি না
এখন কি motul 7100 full sentic এ চলে জাব না
shell advance ultra full sentic এ থাকব??
চোখ বন্ধ করেই আপনি যে কোন ইঞ্জিন অয়েল যেকোনো সময় ব্যবহার করতে পারেন।
আপনাকে শুধু চোখ খোলা রেখে এটা নিশ্চিত হতে হবে আপনি যেই অয়েল ক্রয় করতেছেন সেটা অথেন্টিক বা অরিজিনাল কিনা
Vai amar honda cb shine sp 125cc 10w 30 kon mobil ta use korbo..please amake janaben..
Sheel, motul, pro honda যে কোন একটা ব্র্যান্ড লাগালেই হবে শুধু আপনাকে গ্রেট ঠিক রাখতে হবে
ভাইয়া 4v বাইকে কোন মোবিল টা ভালো হবে যদি বলতেন 🙂
10w30
লং রাইড একটাই সমস্যা একটানা ৫০ ১০০ কিলোমিটার চালাইলে পরে সাউন্ড অন্যরকম হয়ে যায়।ফের ফের ফের ফের করে
এয়ারকুল গাড়িগুলো ৫০ বা ১০০ কিলোমিটার পার হয়ে যাওয়ার পরে ইঞ্জিন অতিরিক্ত হিট যখনই হবে তখন যে কোন এয়ারকুল ইঞ্জিনই এইরকম ফের ফের সাউন্ড করবে।
এবং আপনি যত দামি ইঞ্জিন অয়েল ভরেন না কেন এয়ারকুল সকল ইঞ্জিনের চরিত্রই হচ্ছে এটা।
আবার যখন আপনি আপনার গাড়িকে আধা ঘন্টা রেস্ট দিবেন তখন দেখবেন গাড়ি আবার সুন্দর সাউন্ড করতেছে।
যে মুহূর্তে আপনার ওভারহিট হয়েছে সাউন্ড যাদের করে সেই মুহূর্তে আরেকটা জিনিস খেয়াল করবেন আপনার ইঞ্জিনের পাওয়ার প্রচুর পরিমাণে লস হচ্ছে।
এই সবকিছুর জন্য কখনো ইঞ্জিন অয়েল দ্য দায়ী নয়।
এটার একমাত্র কারণ হচ্ছে এটা এয়ারকুল ইঞ্জিন ওভারেট হলে এটাকে একটু ঠান্ডা করতে হয় বা ঠান্ডা করতে দিতে হয়।
তবে এই যার যার সাউন্ড টা আর থাকবে না যদি এয়ারকুল ইঞ্জিনে আপনি ওয়েলকুলার লাগিয়ে থাকেন।
আবার দেড়শ সিসির ভিতরে বা হায়ার সিসির সকল গাড়িতে কিন্তু রেডিটোর সিস্টেম ওয়ালকুলার রয়েছে সেগুলোতে বাতাসের অতটা প্রয়োজন নাই। সেগুলো রেডিয়েটরের কুলেন্টের মাধ্যমে ইঞ্জিন ঠান্ডা করে রাখা করে থাকে। তাই সেই সকল গাড়িতে একটানা নন স্টপ ৩০০-500+ কিলো চালালেও কখনো সাউন্ড চেঞ্জ হবে না।
মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন।
ভাই মিনারেল অয়েল ইঞ্জিনে কি সিন্থেটিক অয়েল ব্যবহার করা যাবে?
অবস্যই যাবে
মতুল বেস্ট
মতুল অনেক ভালো একটা ব্র্যান্ড এবং যদি ফ্রান্সের মতুল ব্যবহার করা যায় তাহলে আরো ভালো হয় কিন্তু সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশের মার্কেটে যতগুলো নতুন পাওয়া যায় তার ৬০ শতাংশ মতুল হয় দুই নাম্বার এবং ইন্ডিয়ান
ইন্ডিয়ান ব্যবহার করে ভালোই ফিডব্যাক পেয়েছি খারাপ না
ফ্রান্সের টা পাই নাই
@arafathasan680 thanks
Long ride valo hobe naki ultra valo hobe shell advance engine oil er?
আল্ট্রা টা আমি ব্যবহার করি নাই তাই সেটার বিষয়ে আমি পর্যাপ্ত তথ্য দিয়ে সহায়তা করতে পারছি না
r15 v3 indian a shell advance long ride use korta parbo?
obssoi
শেল লং রাইড 10W-30 পাওয়া যায়?
Website. E ভিজিট করে দেখুন
Pulsar 150cc r engine oil konta better? Ami normal drive kori
20w50/ 20w40
@@RVBD 20/40
Hero spender i3s b4 biker jonno knta vlo hobe
10w30 any authentic brand
@@RVBD bro ami t hero ingine oil bori
মতুল হয়???
@mdmajharulislamkhan4580 মতুল অনেক ভালো যদি অরিজিনালটা পেয়ে থাকেন
20w40 hoy aita? Ba 20w40 er bodole aita use kora thek hoby?
শেল ব্র্যান্ডের টোয়েন্টি ডব্লিউ ৪০ বা ৫০ গ্রেড এর ইঞ্জিন অয়েল রয়েছে সেগুলো মিনারেল এবং সেগুলোর কোয়ালিটি যথেষ্ট ভালো।
আপনি সেল কোম্পানির ওয়েবসাইটে চেক করুন
দাম কত
Monoton e ki shell use kora jabe?
অবস্যই
@RVBD prize koto vaiya? R koto km chalano jabe?
@@RVBDভাই সেল সিনথেটিক ব্যবহার করা যাবে,monotone
ভাই আমার fz v2 ৯৫০০ কিলো চলছে আর আমার সিটির ভিতরে চালানো হয়, এখন কি shell এর কোনটা ভরবো??? প্লিজ বলুন,
আর বাইক কেনার সময় সার্ভিস বই দিছে তাতে কোনো ইঞ্জিন অয়েল চেঞ্জ করার ব্যাপারে কিছু বলে নাই
আপনি যেকোন ইয়ামাহা শোরুমের যে বলবেন আপনার বাইকের ইউজার ম্যানুয়াল বই লাগবে তারা আপনাকে একটি বড় ভারী বই দিয়ে দিবে। সেখানে ইঞ্জিন অয়েল সম্বন্ধে বিস্তারিত তথ্য লেখা রয়েছে।
আপনি ছেলের আল্ট্রা অথবা লং রাইট অথবা ফুয়েলসে এই তিনটার যেকোনো একটাই দিতে পারেন শুধুমাত্র গ্রেড ঠিক রাখতে হবে আপনাকে যেটা হচ্ছে 10 w 40
@@RVBD vai FZs V2 te shell advance 10w40 long ride koto km porjonto ride korte parbo? FZs V2 er manual to apni janen.
@armanemon_ae কোম্পানির ম্যানুয়াল অনুযায়ী আপনি যেকোনো ব্র্যান্ডের ১০ ডাব্লিউ ৪০ গ্রেডের ইঞ্জিন অয়েল দিয়ে তিন হাজার কিলোমিটার নিশ্চিন্তে চালাতে পারবেন।
তবে শেল এডভান্স এবং সেল এডভান্স লং রাইড এই দুটো ইঞ্জিন অয়েল যেটাই ব্যবহার করেন না কেন আপনি নিশ্চিন্তে চার হাজার চালাতে পারেন।
তবে ৪ হাজার যদি আপনি না চালাতে চান ন্যূনতম 3000 তো চালাবেনই।
আমার নিজেরও fzs ভার্সন থ্রি গাড়ি চালাই।
বাসন্তী থ্রি এবং ভার্সন টু দুটো একই ইঞ্জিন সুতরাং আপনিও ৪০০০ চালাতে পারেন। ৪ হাজার না চাললে চার হাজার না চালালেও তিন হাজার অন্তত চোখ বন্ধ করে চালাবে নি
ধন্যবাদ... শেল অনেকদিন থেকেই ব্যবহার করি...মতুল একবারও ব্যবহার করিনি শুধু দুই নাম্বার এর ভয়ে...অরিজিনাল মতুল কোথায় থেকে নিতে পারবো জানাবেন
ভাই সত্যি কথা বলতে আমি নিজেও মতল নিয়ে মাঝেমধ্যে দ্বিধা দ্বন্দ্বের ভিতরে থাকি।
কারণ মটুলের কোন সবচেয়ে বেশি হয়ে থাকে তবে অরিজিনাল মতল হলে অবশ্যই পারফরম্যান্স সুপার হয়ে থাকে।
আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারতেছি না কোথা থেকে আপনি অরিজিনাল মতন কিনবেন 😪।
আপনি যদি মনে করেন ভিডিওটা আরো অনেক বাইকারের উপকারে আসবে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন
ভাই এপাচি আর টি আর ২ভি ABS ১৫০০ কিলো চলেছে,এখন কোন অয়েল টা ইউজ করব?
10w30
@RVBD kon modeler oil use korbo? Minerel naki synthetic r motul valo hbe naki tru4
ভাই hero passion pro 100 cc বাইকে কি এই ইন্জিন ওয়েল ব্যাবহার করা যাবে?
10w30 any brand use korte paren
R15 V3 Indo তে কোনটা বেশি ভালো হবে
Full synthetic 10w40
pulsar twim dose abs long ride use kora jabe
Zabe.
For carburator 20w50
For fi 10w40
আমি জিক্সার এফ এই এ মুটুল 10w 40 ইউসড করি,, আমার ১২০০০ চলছে বাইক কখনো চেঞ্জ করিনি ইঞ্জিন অইল,,, এখন এটা চেঞ্জ করলে ফ্লাশ করতে হবে ইঞ্জিন?
ইঞ্জিন ফ্ল্যাশ ৭৫০ এমেল এর হিপ্রো ব্রান্ডের পাওয়া যায়। সেরকম একটা ব্যাবহার করলেই হবে
@@MdRipon-dq2tu ভাই সিরিয়াসলি??? ১২০০০ হাজার চালায় ফেলসেন কিন্তু ওয়েল চেন্জ করেননি!!! গাড়ির অবস্থা কি?
@@dr.sajjadkhan3056 কমেন্ট ভালো করে পরেন ভাই,,,
ফোর বি বাইকের জন্য কি সেল অ্যাডভান্স ভালো হবে আর কত গ্রেডটা ব্যবহার করতে হবে
টিভিএস কোম্পানি তাদের প্রত্যেকটা বাইকে টেন্ড ডব্লিউ 30 গ্রেডের ইঞ্জিন অয়েল রিকমেন্ড করে থাকে।
তবে আপনি থাকেন টেন ডব্লিউ 30 অথবা 10w40 দুটোই ব্যবহার করতে পারেন।
আপনি শুধু নিশ্চিত করবেন আপনি যেই ইঞ্জিন অয়েল ভরবেন সেটি অরিজিনাল অথবা অথেন্টিক কিনা
@@RVBD shell advance টা কি ভালো হবে
@ShohagKhan-x8q Yes
আসসালামু আলাইকুম ভাই আপনার ভিডিও গুলো অনেক ভালো লাগে সেল এডভান্স অরজিনাল কোথায় পাবো একটু ঠিকানাটা দেবেন প্লিজ ঢাকার ভিতরে
ঢাকার ভিতরে সেল কেনার জন্য আপনি সরাসরি সেল এর অ্যাপস ব্যবহার করতে পারেন
play.google.com/store/apps/details?id=com.shell.consumer.shell_consumer
অনেক অনেক ধন্যবাদ
সেল বিডিতে অরজিনাল পাওয়া যাবে ভাই
@SharifulIslam-vv4xu অবস্যই।
visit rkpl.com.bd/
Shell advance 10W-40 minarel ta pawa jay vai?
Visit www.rkpl.com.bd
Bhi yamalube mineral 10w40 dea kto km chalano jbee?
৩০০০ কিলোমিটার
@@RVBD bhai company thake to recommended 1200 km, ar service centre ora to ble max 1500 chalano jabe?
@MadaraUchiha-i9q আপনার সকল প্রশ্নের উত্তর রয়েছে আপনার বাইকের সাথে থাকা ইউজার ম্যানুয়াল বই আশা করি সেই বইটি ভালো করে পড়ে দেখবেন এবং সেখানে যা বলেছে সেটা মেন্টেন করে চললে সাশ্রয়ীভাবে বাইক রাইড করতে পারবেন।
আর মনে রাখবেন শরম সবসময় আপনার পকেট কাটার জন্য বসে থাকে
@@RVBD ধন্যবাদ ভাই ফুল সিনথেটিক দিয়ে কত চালানো যাবে?
আপনি মিনারেল সিমে সিনথেটিক ফুল সিন্থেটিক সবকিছু দিয়েই নির্দিষ্ট ওই কিলোমিটারে চালাতে পারবেন যত কিলোমিটার আপনার বাইকের ম্যানুয়াল বইতে লেখা রয়েছে।
তবে যেহেতু আপনার বাইক হচ্ছে প্রিমিয়াম বাইক আপনার এ ভাইকে ফুল সিন্থেটিক ইঞ্জিন অয়েল ব্যাবহার করাটাই উত্তম
Vai Gsxr 150 c bike a kon ta use korle valo hobe
দয়া করে আপনার বাইকের সাথে দেওয়া ইউজার ম্যানুয়াল বইটা ভালো করে পড়ে দেখুন সেখানে বিস্তারিত তথ্য লেখা রয়েছে
Shell ইউজ করলে ইঞ্জিন এর সাউন্ড চেঞ্জ হয় কিনা মতামত জানাবেন প্লিজ।
ধন্নবাদ💙।
আপনার বাইকের অরিজিনাল যেটা সেই সাউন্ড পাবেন সেল ব্যবহার করলে।
তবে এটাও সত্য অরিজিনাল ব্র্যান্ডের যেকোন ইঞ্জিন অয়েল গ্রেট ঠিক রেখে ব্যবহার করতে পারলে সবগুলোতে ইঞ্জিনের সাউন্ড প্রায়একই হয়ে থাকে।
ভাই হুন্ডা এসপি ১২৫ এ কোন টা ব্যাবহার করবো
এ বিষয়ে সুস্পষ্ট তথ্য পেতে আপনার বাইকের সাথে থাকা ইউজার ম্যানুয়াল বইয়ের ভিতরে ইঞ্জিন অয়েল সেকশনটি ভালো করে পড়ুন আশা করি সেখানেই আপনার সকল প্রশ্নের উত্তর রয়েছে
Vaiya Etar Price?
অনুগ্রহ করে সেল কোম্পানির ওয়েব সাইটে মূল্য চেক করুন।
www.rkpl.com.bd
আমার ইয়ামাহা ভার্সন FZs 3 ,,৩০০০০ হাজার কিলো রানিং । এখন আমি মিনারেল, সেমিসিন্থেটিক, নাকি ফুল সিন্থেটিক বেবহার করবো।
আপনার যেটা ইচ্ছা সেটাই করতে পারেন শুধু ইঞ্জিন অয়েলের গ্রেড ঠিক রাখতে হবে।
Dada shell advance 20w50 vs castrol power1 cruise 20w50 konta valo? Pulsar220 jonne??? Kindly rply
দুটাই ভালো।
আপনার যেটা ভাল্লাগে সেটাই ব্যাবহার করবেন
@@RVBD dada kindly bolle valo hoto konta besi valo??? Amr frndra 220 te motul 7100 series use kre full synthetic, 5hjar chalay ami castrol semi synthetic use kri 2,2500 chalai...tai kindly bolle valo hto shell beter nki castrol???
ইঞ্জিনের স্মুতনেস কি থাকে প্রথমের মত
গাড়ি প্রথমে যেমন টান দেয় অমন টান তিন হাজার পর্যন্ত দিবে?
জি অবস্যই সেইম টান এবং সাউন্ড পাবেন।
@@RVBD আচ্ছা ঠিক আছে
আমি গুগল করে দেখলাম shell advance বিভিন্ন লোকাল জায়গার বা লোকাল এরিয়ার কিছু দোকানগুলোতে তাদের প্রোডাক্ট সাপ্লাই দেয় সেই সব দোকান থেকে কি ইঞ্জিন অয়েল নেওয়া উচিত হবে? দোকানগুলো মূলত ঢাকার বাহিরের জেলা উপজেলার ভিতরে পড়ে।
ভাই ডিসকাভার ১২৫ সিসি এটাতে কি মবিল ব্যবহার করবো
20w50 grade এর অরিজিনাল যেকোনো ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারেন
HERO HANK ki mobile babohar korbo.
10w30
Yamaha Fz16 v1 68000 km cholse. Koto grade er kon oil use korbo? Please help me
20w40
@@RVBD vai motul 20w40 use korsi kintu engine over heat hoy. Ami ki full synthetic use korte parbo?
@@TheJoysmith463Fully synthetic use koran or 20w50 use koran.
@@nah1nop Thank you
MT-15 v2 konta koto km chalabo?
সব কটা দিয়েই তিন হাজার কিলোমিটার
Yamaha version3 deluxe dita parbo
অবস্যই
livo 110এ 10w50 মিনারেল ভরলে খতি হবে ভাই।।
কোন ক্ষতি হবেনা। তবে সাউন্ড একটু পরিবর্তন হতে পারে। হিট কম বেশী হতে পারে কিছু ক্ষ্বত্রে। এটা খুবি সাভাবিক একটা প্রসেস
@@RVBD ধন্যবাদ ভাই,যেটা use করছি এটাতে আমার বাইক চালিয়ে অনেক ভাল ফিল হয়,sound ভালো থাকে ও বাইকটা অনেক smooth মনে হয়।
@Vagabond1147 চালাতে থাকেন
ভাই আমার স্প্লেন্ডার প্লাস মোটরসাইকেল, মতুল টেকনো সেনসিটিভ 20=40 ভরেছি ভাই কত কিলো পর্যন্ত চালাতে পারি
একেবারে চোখ বন্ধ করে চার হাজার কিলোমিটার চালাবেন।
তবে 3000 অতিক্রম হওয়ার পরে মাঝেমধ্যে ডিপি স্টিক খুলে চেক করবেন ইঞ্জিনের অয়েল লেভেল ঠিক আছে কিনা।
আমার জানামতে স্প্লেন্ডার গাড়িতে ইঞ্জিন অয়েল পরিবর্তনের সঠিক সময় হচ্ছে 5 থেকে 6 হাজার কিলোমিটার।
এক্ষেত্রে কোম্পানি বলেছে তিন হাজারের পর থেকে প্রতি সপ্তাহে বা মাসে একবার বা দুইবার আপনার বাইকের ডিপিসটিক খুলে চেক করতে হবে ইঞ্জিন অয়েলের লেভেল কমে যায় কিনা।
যদি ইঞ্জিন অয়েলের লেভেল কমে যায় তাহলে যতটুকু কমেছে ঠিক সেম গ্রেডের ততটুকু ওয়েল আপনাকে রিফিল করে দিতে হবে।
এভাবে রিফিল করে আপনি ৬ হাজার কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন যেটি কোম্পানির ম্যানুয়াল বুকে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
আর বাংলাদেশে যেহেতু ছোট রিফিল বোতল পাওয়া যায় না সে ক্ষেত্রে আপনি ৪ হাজার চালিয়ে ফেলে দিলেই হবে।
এখন আপনি যদি ৫০০ বা ১০০০ কিলোমিটারে পরিবর্তন করতে চান সেটা একান্তই আপনার ব্যক্তিগত খুশি বা অভিরুচি।
মনে রাখবেন ৪হাজার চালালেও ইঞ্জিনের যা হবে এক হাজার চালালেও ইঞ্জিনের তাই হবে।
আপনার বাইকের ইউজার ম্যানুয়াল বই অথবা ট্যাংক এর উপরে স্পষ্টভাবে লেখা রয়েছে কত কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আরো বাইকার উপকৃত হয় যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলব যে পাশেই থাকবেন
Shell er 10w30 full synthetic hoy?!
rkpl.com.bd/
ভাই হোন্ডা লিভো তে কি ভরতে পারবো-আমার কাছে গাইড বুক নাই
motul,shell,prohond ব্রান্ডের ১০w৩০
ভাই আপনার দোকান কোথায়
আমার দোকান নাই।
এটা আমার বন্ধুর দোকান
MT 15 te eta bebohar korle kemon hobe?
খুবি ভালো হবে
@@RVBD 🤍
Price koto vi shell advance long ride?
rkpl.com.bd/shell-advance-long-ride/
ভাই আমার ডিসকভার নিউ মডেল এই মবিল ইউজ করা যাবে কি
এই কোম্পানির সঠিক গ্রেডমেন্ট করে আপনি ইঞ্জিন অয়েল ভরবেন।
ডিসকভার গাড়ির জন্য সাধারণত 20 w 50 ব্যবহার করা হয়ে থাকে সেক্ষেত্রে সেল ফ্রেন্ডের টুয়েন্টি ডাব্লিউ ফিফটি গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারেন
২০ ডাব্লু ৫০ গ্রেডের মুভিল আছে
ভাই আমি এটা কি হাংক 50000 কিলো হয়েছে আমার বাইকে ব্যবহার করতে পারবো
যে অবশ্যই ব্যবহার করতে পারবেন
৩০০০ কিলো রানিং,আমি কি সিনথেটিক ব্যাবহার করতে পারবো?
অবশ্যই আপনার ইচ্ছামত আপনি মিনারেল স্যামস্যাং সিনথেটিক এবং সিনথেটিক যেকোনো একটা ভোরে নিলেই হবে।
এক্ষেত্রে শুধুমাত্র আপনাকে আপনার বাইকের ম্যানুয়াল অনুযায়ী যে ইন আপনার ইঞ্জিনের জন্য যে গ্রেট বলা হয়েছে সেই গ্রেট মেনটেইন করতে হবে এবং অবশ্যই আপনাকে অথেনটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে মানে অরিজিনাল ইঞ্জিন অয়েল।
এবং আপনার ম্যানুয়াল বইতে এটাও লেখা আছে আপনি কত কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন এবং আপনি মিনারেল সিথেটিক ভুল সিন্থেটিক যেটাই ব্যবহার করেন না কেন সবগুলো দিয়ে ওই সেইম নির্দিষ্ট কিলোমিটার চালাতে পারবেন।
আরো বিস্তারিত তথ্য জানার জন্য আপনার বাইকের সাথে থাকা ইউজার ম্যানুয়াল বইটি ভালো করে পড়ে তারপর আমাকে কমেন্ট করবেন
ভাই আপনার সপ এর ঠিকানা কোথায়?
আমি ব্যক্তিগতভাবে ইঞ্জিন অয়েল বিক্রয়ের সাথে জড়িত নয় এবং যেই দোকান থেকে ভিডিও করেছি এটি আমার একটা বন্ধুর দোকান।
মূল বিষয় হচ্ছে আপনি যেখান থেকে ক্রয় করেন না কেন সব সময় অথেন্টিক বা অরিজিনাল ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন।
shell Advance Long Ride এটার দাম কত
এটা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল।
এবং এই অয়েলের বোতলের সাথে একটি চাবির রিং ফ্রি পেয়েছিলাম।
আমি সরাসরি ছেলের এপ্স ডাউনলোড করে তাদের ওয়েবসাইট থেকে অর্ডার করেছিলাম ডেলিভারি ৪ সহকারে ৯৫০ টাকা পড়েছিল।
আপনি আপনার স্থানীয় দোকান থেকেও ৯০০ থেকে ১০০০ টাকার ভিতরেই এই ইঞ্জিন অয়েলটি পাবেন যেটি ফুল সিনথেটিক।
মনে রাখবেন আপনি যে কোম্পানির ইঞ্জিন অয়েল ব্যবহার করেন না কেন সেই অয়েল অথেন্টিক বা অরিজিনাল কিনা সেটা আগে নিশ্চিত হয়ে নিবেন।
আর সের কোম্পানির ইঞ্জিন অয়েল কিনতে গেলে অবশ্যই ছেলের অথোরাইজ ডিস্ট্রিবিউটর এর সাথে যোগাযোগ করবেন অথবা ডিলারের সাথে যোগাযোগ করবেন অথবা ছেলের যেই ওয়েবসাইট রয়েছে সেল বিডি সেই ওয়েবসাইট থেকে অর্ডার করবেন
rkpl.com.bd/shell-advance-long-ride/
ভাই আমার জিক্সার মনোটন ১১হাজার রানিং। এতোদিন মতুলের মিনারেল ১০w ৪০ ব্যবহার করছি।
এখন লিকুমলি সিনথেটিক ১০w৪০ ব্যবহার করবো নাকি শেল এডভান্স এর লং রাইড সিনথেটিক ১০w৪০ ব্যবহার করবো?
আর ভাই আমি যে অন্য ব্র্যান্ডে শিফ্ট হইতেছি তাই flemingo injector ব্যবহার করতেই হবে? নাকি না করলেও চলবে?
শেল এবং লিকো মলি দুটোই ভালো এবং ইন্টারন্যাশনাল ব্রান্ড।
আপনার যেটা ইচ্ছা সেটাই ব্যবহার করতে পারেন শুধুমাত্র গ্রেট ঠিক রেখে ব্যবহার করতে হবে
অন্য ব্রান্ডের শিফট হলেও কখনোই অন্য কোন কিছু ভরা লাগে না।
তারপরও মনের ভিতর যদি খুসখুস করে সেই ক্ষেত্রে ফ্লেমিঙ্গ ব্রান্ডের ৭৫০ মিলির একটা মটর ফ্লাশ পাওয়া যায় অথবা হিপো ব্র্যান্ডের একটা মটর প্লাস রয়েছে সেটা ব্যবহার করতে পারেন।
পণ্য যেটাই কিনেন না কেন ব্যবহারের আগে গায়ে নির্দেশনা করে সেরকম ভাবে ব্যবহার করবেন
@@RVBD thank you vai
Shell a ki 20w50 asa
সব গ্রেড ই আছে
ভাই ফোর বি গাড়ির জন্য কোন মোবাইলটা বেস্ট হবে
10w30 গ্রেডের যেকোনো ইঞ্জিন অয়েল আপনি আপনার টিভিএস গাড়ির জন্য ব্যবহার করতে পারেন।
আপনি মোতুল সেল লিকু মলি হিরো ইত্যাদি বিভিন্ন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারেন এবং আপনি চাইলে এগুলোর ভিতরে ফুল সিন্থেটিক স্যামসাং সিনথেটিক অথবা মিনারেল যেকোন একটাও ব্যবহার করতে পারেন।
যাই ব্যবহার করেন না কেন আপনাকে পরিবর্তন করতে হবে ঠিক কোম্পানি আপনার ম্যানুয়াল বইতে যত কিলোমিটার লিখে দিয়েছে তত কিলোমিটার পরেই।
আপনি গ্রেট ঠিক রেখে যেকোনো অরিজিনাল ব্র্যান্ড এর ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারেন।
shell/motul/mobil এই তিনটা ব্যান্ডের ভিতরে যেকোন একটা চয়েজ করে নিতে পারেন। তবে অন্য ব্রান্ডগুলো ভালো শুধু আপনাকে এটা নিশ্চিত হতে হবে আপনি যেই দোকান থেকে ওয়েল কিনতে চান সেই ওয়েল গুলো অরিজিনাল কিনা।
ভিডিওটি ভালো লাগলে অন্যান্য বাইকারের স্বার্থে অবশ্যই শেয়ার করে দিবেন এবং যদি সম্ভব হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে আমাকে সাপোর্ট করবেন
মিনারেল দিয়ে ২৫০০ কেমন চালায়। বুঝলাম নাহ। 🙄🙄🙄🙄
এটা আপনার না বুঝলেও হবে যারা বাইক প্রস্তুত করেছে তারা বুঝেই তাদের ম্যানুয়াল বইতে লিখে দিয়েছে আপনি সঠিক গ্রেট মেন্টেন করে যে কোন ব্র্যান্ডের অথেন্টিক ইঞ্জিন অয়েল বললেই হবে এবং সেটা মিনারেল সেমি সিনথেটিক ভুল চিনতে ঠিক যেটাই হোক না কেন সবকটা দিয়ে একই কিলোমিটার চালানো যাবে
Yamaha fazer v1 er jonno konta valo
20w40
@ brand?
@ahmedefti193 any brand
Suzuki Gixxer carb dic baike a Shell ADVANCE ei oil ta use kora jabe...?
20w40 use korben..
10w40 ও ব্যবহার করতে পারেন
N160 konta
N160 10w40
Gixxer monotone কোনটা নিবো? দাম কতো?
10w40
ভাই আমি এর আগে মটুল ফুল সিন্থেটিক ব্যবহার করছি,, তিন হাজার কিলোমিটার চালানোর পরেও ইঞ্জিন অয়েল লাল কালার ছিল,, কিন্তু সে লেভান্স লং রাইড ২৬০০ কিলোমিটার ইউজ করছি বর্তমান, এখনো রানিং,, তবে কালার টা দেখলাম ঘোলা ঘোলা হয়ে গেছে,, যদি ব্যাপারটা একটু বলতেন,,, জিক্সার বাইকে
ভাই ইঞ্জিনের কালার পরিবর্তন হওয়াটা একেবারেই স্বাভাবিক বিষয়।
যেমন আমার গাড়িতে এইমাত্র মবিল ড্রেন দিয়ে যদি আমি নতুন ইঞ্জিন অয়েল রিফিল করি দেখা যাচ্ছে ৫০০ কিলোমিটার যাওয়ার পরেই রংটা কালো হয়ে যায়।
তবে আঙ্গুলের মাথায় নেওয়ার পরে যদি রং দেখতে পান তাহলে মনে করতে হবে ইঞ্জিন অয়েলের কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে।
এক্ষেত্রে একটা কথা জেনে রাখবেন ইঞ্জিন অয়েল রংয়ের উপর বিবেচনা করে ভালো মন্দ বোঝা যায় না এটা বোঝা যায় শুধুমাত্র এর পিচ্ছিলতার কতটুকু আছে সেটা অনুমান করে।
আপনার ফোন নংদেন ঠিকানা কোথায়
Whatsapp 01539339303
Suzuki gixxer fi disc 2023 model
১০ হাজার কিমি রানিং।
প্রথমবার শেল এডভান্স লং রাইড দিতে চাচ্ছি।
কত কিমি চালাতে পারব।
4000 Km
10w40 কি আমি টিভিএস এন্টর্কে ব্যবহার করতে পারবো?
আপনার বাইকের ম্যানুয়াল বুকে যে গ্রেডের কথা উল্লেখ করেছে সেই গ্রেড ভরলে সবচেয়ে বেটার হবে
Price koto?
R original bujhbo ki vabe?
অনুগ্রহ করে আপনার নিকৃষ্ট শোরুম অথবা আপনি যে কোম্পানি নিতে চাচ্ছেন সেই কোম্পানির ওয়েবসাইট থেকে অর্ডার করুন
@@RVBD আমাদের এখানে shell এর কোন ডিলার পয়েন্ট নেই মনে হয়।
পালছার বাইকে এটা ব্যবহার করা যাবে?
@asrafulislamrana9998 20w50 গ্রেডের যেকোনো কোম্পানির ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারবেন pulsar কার্বোরেটর সিস্টেমের সকল বাইকে
@@RVBD আপনি কি shell এর অরিজিনাল প্রোডাক্ট দিতে পারবেন?
@asrafulislamrana9998 ভাই লিকুইড আইটেম কুরিয়ারে আমি পাঠাতে পারবো না আমার কাছে অরিজিনাল আছে কিন্তু ধরেন আপনাকে একটা প্রোডাক্ট পাঠালাম এর অর্ধেক পথ যেয়ে যদি কোন কারণে বোতল ফুটা হয়ে যায় তাহলে একেবারে চালান শেষ।
আপনি সরাসরি সেল বিডি এপ্স ডাউনলোড করুন।
সেখান থেকে কোম্পানির নাম্বার নিয়ে তাদের সাথে যোগাযোগ করুন অথবা অনলাইনে তাদের ওয়েবসাইট বা এপ্স থেকে অর্ডার করুন
ভারতীয় পণ্য ছাড়া ভালো মানের 10W- 30 কোন মবিল আছে?
আসলে কোনটা ভারতীয় কোনটা ভারতীয় না এভাবে আমি কখনোই ইঞ্জিন অয়েল নিয়ে এনালাইসিস করি নাই।
আপনি এ বিষয়ে google এ সার্চ করেন আশা করি আপনি নিজেই বুঝতে পারবেন।
এবং আপনার যেটা ভালো লাগবে সেটাই আপনি ব্যবহার করবেন শুধুমাত্র আপনাকে গ্রেট ঠিক রাখতে হবে