আফিয়া সিদ্দিকী তার এই বক্তব্যে শুধু একবার ছাড়া অন্য অনেকবার Prophet Muhammad এর সাথে (স) বলেননি, কিন্তু আমি সাবটাইটেল করার সময় সব জায়গায় (স) লিখে দিয়েছি।
আমার প্রাণের নবী হযরত মুহাম্মদ (স:)বলেন, যদি গাছের একটা পাতার মধ্যেও ভালো কথা লেখা থাকে, তোমরা তা গ্রহণ করো, তাই আমাদের উচিত জ্ঞানী মেয়েদের সাপোর্ট করা, তাদের মতামত কে মূল্যায়ন করা
হিজাব পড়ে মুখ খোলা রেখে পুরুষ অডিয়েন্সের সামনে আমাদের সকলের প্রিয় আফিয়া সিদ্দিকী নারী অধিকারের পক্ষে কথা বলতে পারেন কিনা সেটা আমার এই কন্টেন্টের ফোকাস নয়। বিভিন্ন ইসলামিক বক্তব্যের অনুষ্ঠানের বক্তারা যেমন তাকে রেফারেন্স হিসেবে প্লেস করেন, আমি তাও করছি না। আমি এই কন্টেন্ট আপলোডের কারণ হল - আফিয়া সিদ্দিকী সম্পর্কে আমরা যা যা শুনি সেই কথাগুলো ঠিক কিনা তা যেন আমরা ভেবে দেখি। আশা করি বাংলা সাবটাইটেলসহ ১৯৯১ সালের এই ভিডিও দেখার পর বিভিন্ন ইসলামিক বক্তাদের মুখে আফিয়া সিদ্দিকীর কথা শুনে শুনে আমরা যারা এতদিন তাকে ভালোবাসতাম, এখন আবার তারা তাকে - ফেমিনিস্ট, আমেরিকার দালাল, মডারেট মুসলিম বা ফিতনা সৃষ্টিকারী বলতে শুরু করব না। কারণ সেরকম কাউকেতো আর আমেরিকা এতদিন জেলে ভরে রাখার কথা না। আবার সেরকম কাউকে আমরাও না জেনে এত ভালোবাসার কথা না। আমরাতো জানিই যে, আমাদের ইসলামিক বক্তাদের মতে যেটা “সঠিক ইসলাম”, সেটা পালন করে বলেই আফিয়া সিদ্দিকী আজ যুক্তরাষ্ট্রের কারাগারে অন্যায় সাজা ভোগ করছে। আফিয়া সিদ্দিকী তার এই বক্তব্যে শুধু একবার ছাড়া অন্য অনেকবার Prophet Muhammad এর সাথে (স) বলেননি, কিন্তু আমি সাবটাইটেল করার সময় সব জায়গায় (স) লিখে দিয়েছি।
সুরা আহযাব আয়াত ৩২ যদি তোমরা আল্লাহকে ভয় কর, তবে পুরুষদের সাথে কথাপোকথনে কোমল ও মিষ্টি রসালো কন্ঠে কথা বলো না,যাতে পুরুষদের দূর্বলচিও তারা প্রলুব্ধ হয়, স্বাভাবিক ও কর্কশ ভাষায় কথা বলবে। এই আয়াত ধারা বুঝা যায় পুরুষদের সাথে মিষ্টি ভাষায় কথা বলা হারাম। আয়াত ৩৩ এবং তোমরা স্বগৃহে অবস্থান করবে, প্রথম মূর্খ যুগের মত নিজেদের প্রদর্শন করে বেড়িও না
জানিনা কত বছর আগে আপনি এই কমেন্টই করেছেন কিন্তু আপনি যার জন্য এই কমেন্টটি লিখেছেন আপনি আছি সিদ্দিকী তিনি কি এখনো বেঁচে আছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে জানা গেছে তিনি আর নেই তাকে ক্যান্সারের বীজ ফোটানো হয়েছে শশুর নিচে তিনি মারা গেছেন😢😢😢😢
প্রথম যখন আফিয়া সিদ্দিকির ব্যাপারে শুনেছিলাম সেইদইন অনেক কষ্ট পেয়েছিলাম, এমনকি কান্নাও করেছিলাম, ইসলামকে এতটাই ভালোবেসে যে নিজের জিবনকেও দিতে হয়েছে, তার বোনের কাছের লেখা চিঠি আমাদের অনেক কিছুই শিক্ষা দিয়ে গেছে।
@@rajrubel911 কিন্তু ৫৭ টা মুসলিম রাষ্ট্রের কেউই পারলো তাঁকে এই বিশ বছরে মুক্ত করতে। অথচ খলিফা মুহতাসিম একজন মুসলিম নারীর ইজ্জত বাঁচানোর জন্য একটা বাহিনী নিয়ে গেছিলেন ক্রুসেডার দের বিরুদ্ধে। এখন মুহতাসিম নেই, এইজন্য আফিয়া সিদ্দিকার জন্য বাহিনী নিয়ে যাওয়ার ও কেউ নেই।
আফিয়া সিদ্দিকী যেদিন দুনিয়া ছেড়ে আল্লাহর ডাকে চলে গেলেন তার মৃত্যুর সংবাদটি শুনে খুব কষ্ট পেয়েছিলাম।দোয়াকরি আল্লাহ্ আফিয়া আপুর জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাকে শহীদি মৃত্যু ও জান্নাতের উচুঁ মাকাম দান করুন।আমীন ইয়া রব।
অভিনন্দন ও দোওয়া তোমাকে।তুমি পাশে দাঁড়িয়েছো আমাদের স্বরণকালের ইতিহাসের সেরা মজলুম একজন মহান দা'য়ী ইলাল্লাহ্, বিজ্ঞানী,দার্শনিক, হাফেজা মা ও বোনের পক্ষে। আল্লাহ্তায়ালা ডঃ আফিয়ার সম্মানজনক মুক্তি ও সূস্থতা এবং নিরাপত্তা ত্বরান্বিত করুন এবং তোমার সাধনাকে সহজ করুন আমীন।
প্রিয় বোন বাংলা এক্সপ্লেইন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আফিয়া সিদ্দিকীর মত ব্যক্তি পাইনি ঠিকই কিন্তু আমরা ফাতিয়া আয়াতের মত একটি বোন পেয়েছি যা আমাদের ইসলামের দিকে অনেকটা এগিয়ে নিতে সক্ষম হবে ইনশাল্লাহ ❤❤❤l বোন আপনার জন্য আমার অনেক ভয় হয় আল্লাহ তায়ালা যেন আপনাকে হেফাজত করেন,,,আমিন,,,❤❤❤
আপু আমি বাংলাদেশ থেকে দেখছি আপনি যে রকম সবসময় সত্য তুলে ধরেন আমরা আপনাকে নিয়ে গর্ববোধ করি আপনি ফিলিস্তিনি দের বেপারে যে ভাবে বিশ্বের কাছে তুলে ধরছেন আমাদের বাংলাদেশ সম্পর্কে তুলে ধরেন আল্লাহ যেনো আপনাকে হায়াত বাড়িয়ে দেয় আমিন
সুরা আহযাব আয়াত ৩২ যদি তোমরা আল্লাহকে ভয় কর, তবে পুরুষদের সাথে কথাপোকথনে কোমল ও মিষ্টি রসালো কন্ঠে কথা বলো না,যাতে পুরুষদের দূর্বলচিও তারা প্রলুব্ধ হয়, স্বাভাবিক ও কর্কশ ভাষায় কথা বলবে। এই আয়াত ধারা বুঝা যায় পুরুষদের সাথে মিষ্টি ভাষায় কথা বলা হারাম। আয়াত ৩৩ এবং তোমরা স্বগৃহে অবস্থান করবে, প্রথম মূর্খ যুগের মত নিজেদের প্রদর্শন করে বেড়িও না
সুরা আহযাব আয়াত ৩২ যদি তোমরা আল্লাহকে ভয় কর, তবে পুরুষদের সাথে কথাপোকথনে কোমল ও মিষ্টি রসালো কন্ঠে কথা বলো না,যাতে পুরুষদের দূর্বলচিও তারা প্রলুব্ধ হয়, স্বাভাবিক ও কর্কশ ভাষায় কথা বলবে। এই আয়াত ধারা বুঝা যায় পুরুষদের সাথে মিষ্টি ভাষায় কথা বলা হারাম। আয়াত ৩৩ এবং তোমরা স্বগৃহে অবস্থান করবে, প্রথম মূর্খ যুগের মত নিজেদের প্রদর্শন করে বেড়িও না
#FaatihaAayat বোন ফাতিহা আয়াত তোমার মত এমন বোন যেন প্রতিটি মুসলমানের ঘরে ঘরে জন্ম নেয় যে দিনকে ভালোবেসে ইসলামকে ভালবেসে ইসলামের প্রতি আনুগত্য হয়ে গোটা সমাজ ব্যবস্থাকে সঠিক পথে নিয়ে আসার যে প্রচেষ্টা তোমার এটা যেন অব্যাহত থাকে ইনশাআল্লাহ ইসলামের বিজয় অর্জন হবেই।
এমন একজন বোনের জন্য ভালোবাসা আসে একেবারে হৃদয়ের গভীর থেকে শুধু আল্লাহ্র জন্য এ জন্য যে নারীদের ইসলাম ও ইসলামের বাইরে সুন্দর করে উপস্থাপন করার জন্য বর্তমান সময়ে.
অনেক কষ্ট পেয়েছিলাম যেদিন বোনটি সম্পর্কে জানতে পেরেছিলাম আজও মিস করছি। আপনি যদি বেঁচে থাকেন আল্লাহ আপনাকে অনেক ধৈর্য্য অনেক সবর দান করুন। আর যদি আপনি শাহাদাত বরণ করেন আল্লাহ যেন আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন ♥️♥️♥️♥️
তাঁর অত্যন্ত বিপদজনক কষ্টকর জীবন কেটেছে তাঁর স্বামীর মুনাফেকির জন্য। শ্রদ্ধেয় আফিয়া সত্যিকারের একজন জ্ঞানী মানুষ ছিলেন,।মহান আল্লাহ যেন তাঁর রাস্তায় পথচলাদের রহমত করেন এবং মুসলমানদের একতাবদ্ধ হওয়ার জন্য সুবুদ্ধি দেন,যেন ইবলিশ ও ইবলিশের দোসরদের হারিয়ে দিতে পারি।আমীন
প্রিয় বোনের ব্যাপারে জেনে অনেক কষ্ট পেলাম আমি লজ্জিত মুসলমান হয়েও আমরা কেউ কিছুই করতে পারলাম না ধিক্কার জানাই সকাল মুসলমানকে! আল্লাহ এর বিচার করবে ইনশাল্লাহ!! আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক আমিন
Allah tests the believes more....i think her whole life was a test from Allah amazing iman she had❤ may her heart get the peace may Allah give her jannatul ferdous amin
💁🏻♂️আমরা কিভাবে দায়িত্বশীল নারী হব? আমাদের সেই শিক্ষা নিতে হবে 🎉🎉 তবেই আমরা অধিকার সচেতন হব এবং অন্যনের অধিকার নিশ্চিত করতে উৎসাহিত হবো। 🌹💃🏹🗡️🦄😍💪🌹😇☝️🤲💁🏻♂️
বোন ফাতিহা তুমি অবশ্যই ভালো কাজ করছ দ্বীন প্রচার করছো। কিন্তু দ্বীন জানলেও যেকোন বিষয়ে ফতোয়া দিতে গেলে অবশ্যই বিশেষজ্ঞ অালিম অর্থাৎ মুফতী র প্রয়োজন। কারণ যে যে বিষয়ে বিঞ্জ তার কাছ থেকেই তো গ্রহণ করা উচিত। সুতরাং তুৃমি তোমার কাজ চালিয়ে যাও দ্বীন প্রচার করো।
সুরা আহযাব আয়াত ৩২ যদি তোমরা আল্লাহকে ভয় কর, তবে পুরুষদের সাথে কথাপোকথনে কোমল ও মিষ্টি রসালো কন্ঠে কথা বলো না,যাতে পুরুষদের দূর্বলচিও তারা প্রলুব্ধ হয়, স্বাভাবিক ও কর্কশ ভাষায় কথা বলবে। এই আয়াত ধারা বুঝা যায় পুরুষদের সাথে মিষ্টি ভাষায় কথা বলা হারাম। আয়াত ৩৩ এবং তোমরা স্বগৃহে অবস্থান করবে, প্রথম মূর্খ যুগের মত নিজেদের প্রদর্শন করে বেড়িও না
Mas allah bon 👍 valo akta Video post korecn kintu oner khaini sunle kanna ase amer ai bon ta sathe America army joggono kaj korse ja pokas korar moto 😭🙏 amra ter jonno kicu korte parlam na. Apni o soth pothe thaken! allahr diner pothe cholen ar pothe cholte giye jodi moron hoy tai vece nen Alhamdulillah bole? Canada theke fozly rabby 👍 Always ami apner video dekhi ❤️👍
আপুর কথার সাথে আমার কল্পনার মনের মনের কথা মিলে গেছে আমার বিয়ে হয়েছে ২০ বছর মানসিকভাবে কোনদিন ভালো ছিলাম না সন্তানদেরকে দিনের প্রতি দিতে চেয়েছিলাম দিতে পারলাম না স্বামী ও রাজি না শশুর শাশুড়ি ও না। নিজের কোনো ইচ্ছে আনি নেই নিজের ইচ্ছার কোন মূল্যই নেই। শুধু দাসীর মত সংসারে পড়ে আছি মানসিক শান্তিতে কোনদিনই পেলাম না। কোন পরিচয় নাই। একটা ফ্যামিলি থেকে মনে করে বিয়ে দিয়ে দিলে তাদের দায়িত্বেই শেষ সে কেমন আছে জানতে চায় না সংসার না করতে চাইলেও জোর করে মা দূর করে পাঠাবে সমাজ কি বলবে এই নিয়ে চিন্তা করে একবারও ভাবে না তার মনেরই ভিতর দিয়ে কিঋর যাচ্ছে সেটা কেউ বুঝেনা সমাজের মুখে থু।
She is Dr Aafia siddiqui. She has been suffering in prison for more than 21 years, more then 2 decades and having intense inhuman treatment since 2003. No one even talk about her, May Allah protect her and give her freedom aamiin She is PhD neuroscientist and mother of 3 children. I don't know much about her but i know she is revolutionarist and that is her sin. She is one of the intelligent person on earth that born in years, she was top scoring student in Houston MIT university. She was the real image of a muslim women and that is why she is in US prison. Unfortunately no one is raising voice for her at international level. I was not even born at that time in 2003 i start knowing her in 2024 and studied alot about her It hurts me alot when i thinks about her. Can you imagine 21 years in prison? Her all youth She was 31 at that time in 2003. If you want to do something for her atleast pray for her daily and let people know who is aafia siddiqui may be this awareness will help her
Assalamualikum fatiha ayat thanks for that you make me know about Dr. Afia siddique. I didn't know about her. But do you know where is she now?? Is she alive??
এখানে উনি কোথায় নারী জাগরণের কথা বলেছেন? এখানে মুসলিম নারীদের সম্পর্কে বলেছেন।নারী আর মুসলিম নারী অবশ্যই পার্থক্য আছে। উনি মুসলিম নারীবাদীদের মতো কথা বলেননি নারী-দের পুরুষের মতো হতে হবে। জানিনা আপনাদের উদ্দেশ্য কি (আল্লাহ ভালো জানেন)
ফাতিহা আয়াত হাজার বার জন্ম নিলেও আফিয়ার মত হতে পারবে না। এই বক্তব্য শুনেই সেটা বুঝতে পারলাম। দুই জনের মানহাজ ও চিন্তা চেতনার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। একজন আযিল্লাতিন আলাল মু'মিনিনা ওয়া আইজ্জাতিন আলাল কাফিরিন মূলনীতিতে বিশ্বাসী অন্যজন মডারেট ইসলামে। তারপরেও আলহামদুলিল্লাহ। আমরাই বা কতটুকু জানি ইসলাম সম্পরকে।
সুরা আহযাব আয়াত ৩২ যদি তোমরা আল্লাহকে ভয় কর, তবে পুরুষদের সাথে কথাপোকথনে কোমল ও মিষ্টি রসালো কন্ঠে কথা বলো না,যাতে পুরুষদের দূর্বলচিও তারা প্রলুব্ধ হয়, স্বাভাবিক ও কর্কশ ভাষায় কথা বলবে। এই আয়াত ধারা বুঝা যায় পুরুষদের সাথে মিষ্টি ভাষায় কথা বলা হারাম। আয়াত ৩৩ এবং তোমরা স্বগৃহে অবস্থান করবে, প্রথম মূর্খ যুগের মত নিজেদের প্রদর্শন করে বেড়িও না
আফিয়া সিদ্দিকী তার এই বক্তব্যে শুধু একবার ছাড়া অন্য অনেকবার Prophet Muhammad এর সাথে (স) বলেননি, কিন্তু আমি সাবটাইটেল করার সময় সব জায়গায় (স) লিখে দিয়েছি।
ইনশাল্লাহ
তোমার মাধ্যোই ইসলাম জাগিয়ে তুলবে,
ফিলিসতিন বিষয় কথা বলো ফাতিয়া,,
tmr shathey mill ase apu oner ami oner sompork jani
Thank You আপু
আমার প্রাণের নবী হযরত মুহাম্মদ (স:)বলেন, যদি গাছের একটা পাতার মধ্যেও ভালো কথা লেখা থাকে, তোমরা তা গ্রহণ করো, তাই আমাদের উচিত জ্ঞানী মেয়েদের সাপোর্ট করা, তাদের মতামত কে মূল্যায়ন করা
আপনি কি বোঝাতে চেয়েছেন আফিয়া সিদ্দিকা ভুল আর আপনি ঠিক ।তাহলে তার উপর এত নির্যাতন কেন ।।।যেটা অন্য দের জন্য ও দেখি না ।।
হিজাব পড়ে মুখ খোলা রেখে পুরুষ অডিয়েন্সের সামনে আমাদের সকলের প্রিয় আফিয়া সিদ্দিকী নারী অধিকারের পক্ষে কথা বলতে পারেন কিনা সেটা আমার এই কন্টেন্টের ফোকাস নয়। বিভিন্ন ইসলামিক বক্তব্যের অনুষ্ঠানের বক্তারা যেমন তাকে রেফারেন্স হিসেবে প্লেস করেন, আমি তাও করছি না।
আমি এই কন্টেন্ট আপলোডের কারণ হল - আফিয়া সিদ্দিকী সম্পর্কে আমরা যা যা শুনি সেই কথাগুলো ঠিক কিনা তা যেন আমরা ভেবে দেখি।
আশা করি বাংলা সাবটাইটেলসহ ১৯৯১ সালের এই ভিডিও দেখার পর বিভিন্ন ইসলামিক বক্তাদের মুখে আফিয়া সিদ্দিকীর কথা শুনে শুনে আমরা যারা এতদিন তাকে ভালোবাসতাম, এখন আবার তারা তাকে - ফেমিনিস্ট, আমেরিকার দালাল, মডারেট মুসলিম বা ফিতনা সৃষ্টিকারী বলতে শুরু করব না।
কারণ সেরকম কাউকেতো আর আমেরিকা এতদিন জেলে ভরে রাখার কথা না। আবার সেরকম কাউকে আমরাও না জেনে এত ভালোবাসার কথা না। আমরাতো জানিই যে, আমাদের ইসলামিক বক্তাদের মতে যেটা “সঠিক ইসলাম”, সেটা পালন করে বলেই আফিয়া সিদ্দিকী আজ যুক্তরাষ্ট্রের কারাগারে অন্যায় সাজা ভোগ করছে।
আফিয়া সিদ্দিকী তার এই বক্তব্যে শুধু একবার ছাড়া অন্য অনেকবার Prophet Muhammad এর সাথে (স) বলেননি, কিন্তু আমি সাবটাইটেল করার সময় সব জায়গায় (স) লিখে দিয়েছি।
সুরা আহযাব আয়াত ৩২ যদি তোমরা আল্লাহকে ভয় কর, তবে পুরুষদের সাথে কথাপোকথনে কোমল ও মিষ্টি রসালো কন্ঠে কথা বলো না,যাতে পুরুষদের দূর্বলচিও তারা প্রলুব্ধ হয়, স্বাভাবিক ও কর্কশ ভাষায় কথা বলবে। এই আয়াত ধারা বুঝা যায় পুরুষদের সাথে মিষ্টি ভাষায় কথা বলা হারাম। আয়াত ৩৩ এবং তোমরা স্বগৃহে অবস্থান করবে, প্রথম মূর্খ যুগের মত নিজেদের প্রদর্শন করে বেড়িও না
তুমি নাকি ইসলাম সম্পর্কে ভালো জানো,,, এই হচ্ছে তোমার ইসলামিক জ্ঞান..??? 😆😆😆
আমি যতদূর জানি উনার বিষয় ছিল নিউরোসাইন্স!!
Fatiha ayat তোমাকে নিয়ে ভয় হয়,তোমার অবস্থা যেন আফিয়া সিদ্দিকির মতো না করে তারা দোয়া করি আল্লাহর কাছে,
May Allah save you always
আমিন।
আফিয়া সিদ্দিকীকে আল্লাহপাক দুনিয়া ও আখেরাতে সম্মানিত করুক।
আমিন
Ameen
আমিন
আমিন
লেকচারটিতে বাংলা সাবটাইটেল যুক্ত করায় সম্পুর্ন কথা গুলো সঠিক ভাবে বুঝতে পেরেছি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ
মা শা আল্লাহ
মুগ্ধ হয়ে এতোক্ষণ শুনছিলাম, কতো জ্ঞানগর্ব কথা!! আল্লাহ পাক বোনটিকে সসম্মানে হেফাজত করুক, আমিন
Hefajot korbo mane
Uni kaferder ottacar e mara gese onk agei
Agula too Janina
Amra jani just Kon movie ber holo
Kon searis ber holo
জানিনা কত বছর আগে আপনি এই কমেন্টই করেছেন কিন্তু আপনি যার জন্য এই কমেন্টটি লিখেছেন আপনি আছি সিদ্দিকী তিনি কি এখনো বেঁচে আছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে জানা গেছে তিনি আর নেই তাকে ক্যান্সারের বীজ ফোটানো হয়েছে শশুর নিচে তিনি মারা গেছেন😢😢😢😢
💁🏻♂️☝️😇💪👸😍আমরা নারীরাই দুনিয়ায় সকল নবজাতকের প্রথম শিক্ষক, সো আমাদের সচেতন হতে হবে দায়িত্বশীল হতে হবে 👸
Hmm ঠিক গাছের গুনে ফল
আফিয়া সিদ্দিকী ekta jongi.
@@mohammadKhalisdar hmm jongi kake bole janis
@@mujiburrahmansk6340মুসলিম নামধারী বিধর্মী আপনি
@@mohammadKhalisdartui jongi
প্রথম যখন আফিয়া সিদ্দিকির ব্যাপারে শুনেছিলাম সেইদইন অনেক কষ্ট পেয়েছিলাম, এমনকি কান্নাও করেছিলাম, ইসলামকে এতটাই ভালোবেসে যে নিজের জিবনকেও দিতে হয়েছে, তার বোনের কাছের লেখা চিঠি আমাদের অনেক কিছুই শিক্ষা দিয়ে গেছে।
তখন আমিও কান্না করেছিলাম কিন্তু এখন উপলব্ধি করলাম যে, ওনার মত গুণবতী মহিলার এভাবে সবার সামনে নিজেকে উপস্থাপন করা ঠিক হয় নি!
@@rajrubel911 কিন্তু ৫৭ টা মুসলিম রাষ্ট্রের কেউই পারলো তাঁকে এই বিশ বছরে মুক্ত করতে।
অথচ খলিফা মুহতাসিম একজন মুসলিম নারীর ইজ্জত বাঁচানোর জন্য একটা বাহিনী নিয়ে গেছিলেন ক্রুসেডার দের বিরুদ্ধে। এখন মুহতাসিম নেই, এইজন্য আফিয়া সিদ্দিকার জন্য বাহিনী নিয়ে যাওয়ার ও কেউ নেই।
আরেক হা মাস।
আফিয়া সিদ্দিকী ekta jongi. atifa o jongi naki?
@@উম্মেহানীহামাস মুক্তিযোদ্ধা যারা জালিমদের নিজ মাতৃভূমি থেকে তাড়ানোর জন্য জীবন দিয়ে চলেছে।
ধন্যবাদ প্রিয় বোন ফাতিহা আয়াতকে বাংলা সাবটাইটেল যুক্ত করে দেখানোর জন্য লেকচারটি ভালো করে বুঝতে পারলাম। ❤❤❤❤❤
আফিয়া সিদ্দিকী ekta jongi. atifa o jongi naki?
আফিয়া সিদ্দিকী যেদিন দুনিয়া ছেড়ে আল্লাহর ডাকে চলে গেলেন তার মৃত্যুর সংবাদটি শুনে খুব কষ্ট পেয়েছিলাম।দোয়াকরি আল্লাহ্ আফিয়া আপুর জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাকে শহীদি মৃত্যু ও জান্নাতের উচুঁ মাকাম দান করুন।আমীন ইয়া রব।
আমিন ৷
শুনলাম এখনো কারাগারে আটক আছে।
মারা যাননি।
Right
আমিন
আমিন😢
বোন আমার।।।।। তোমার মধো তার মতো আদর্শ আছে।।। তাই তোমাকে নিয়ে আমার ভয় হয়।।। আল্লাহ তোমাকে সাহায্য করুক অনেক দোয়া রইল।।।
মাশা আল্লাহ জাযাকাল্লাহ খায়ের বোন আল্লাহ তায়ালা আপনাকে কবুল করুন এবং সুস্থ রাখুন হায়াতে তাইয়েবা দান করুন এবং সাহায্য করুন
অভিনন্দন ও দোওয়া তোমাকে।তুমি পাশে দাঁড়িয়েছো আমাদের স্বরণকালের ইতিহাসের সেরা মজলুম একজন মহান দা'য়ী ইলাল্লাহ্, বিজ্ঞানী,দার্শনিক, হাফেজা মা ও বোনের পক্ষে। আল্লাহ্তায়ালা ডঃ আফিয়ার সম্মানজনক মুক্তি ও সূস্থতা এবং নিরাপত্তা ত্বরান্বিত করুন এবং
তোমার সাধনাকে সহজ করুন আমীন।
চুম্মা আমিন
আলু কা এডু।॥
atifa o jongi naki? jongi america char. pakistan ja.
প্রিয় বোন বাংলা এক্সপ্লেইন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আমরা আফিয়া সিদ্দিকীর মত ব্যক্তি পাইনি ঠিকই কিন্তু আমরা ফাতিয়া আয়াতের মত একটি বোন পেয়েছি যা আমাদের ইসলামের দিকে অনেকটা এগিয়ে নিতে সক্ষম হবে ইনশাল্লাহ ❤❤❤l
বোন আপনার জন্য আমার অনেক
ভয় হয় আল্লাহ তায়ালা যেন আপনাকে হেফাজত করেন,,,আমিন,,,❤❤❤
আপু আমি বাংলাদেশ থেকে দেখছি আপনি যে রকম সবসময় সত্য তুলে ধরেন আমরা আপনাকে নিয়ে গর্ববোধ করি আপনি ফিলিস্তিনি দের বেপারে যে ভাবে বিশ্বের কাছে তুলে ধরছেন আমাদের বাংলাদেশ সম্পর্কে তুলে ধরেন আল্লাহ যেনো আপনাকে হায়াত বাড়িয়ে দেয় আমিন
সুরা আহযাব আয়াত ৩২ যদি তোমরা আল্লাহকে ভয় কর, তবে পুরুষদের সাথে কথাপোকথনে কোমল ও মিষ্টি রসালো কন্ঠে কথা বলো না,যাতে পুরুষদের দূর্বলচিও তারা প্রলুব্ধ হয়, স্বাভাবিক ও কর্কশ ভাষায় কথা বলবে। এই আয়াত ধারা বুঝা যায় পুরুষদের সাথে মিষ্টি ভাষায় কথা বলা হারাম। আয়াত ৩৩ এবং তোমরা স্বগৃহে অবস্থান করবে, প্রথম মূর্খ যুগের মত নিজেদের প্রদর্শন করে বেড়িও না
সুরা আহযাব আয়াত ৩২ যদি তোমরা আল্লাহকে ভয় কর, তবে পুরুষদের সাথে কথাপোকথনে কোমল ও মিষ্টি রসালো কন্ঠে কথা বলো না,যাতে পুরুষদের দূর্বলচিও তারা প্রলুব্ধ হয়, স্বাভাবিক ও কর্কশ ভাষায় কথা বলবে। এই আয়াত ধারা বুঝা যায় পুরুষদের সাথে মিষ্টি ভাষায় কথা বলা হারাম। আয়াত ৩৩ এবং তোমরা স্বগৃহে অবস্থান করবে, প্রথম মূর্খ যুগের মত নিজেদের প্রদর্শন করে বেড়িও না
ভাই সে তো ৮৬ বছরের কারাদন্ডে অ্যামেরিকার জেল বন্ধি আছে...
বোন আফিয়া সিদ্দিকী দোয়া অবিরাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নাম উচ্চারণ করার সময় তার প্রতি দরুদ পাঠ করতে হয়। ধন্যবাদ।
ধন্যবাদ ফাতিমা তোমাকে বর্তমান সময়ে এরকম একটা ভিড়িও বাংলা সহ আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
তোমার মাঝে বোন আফিয়ার প্রতিচ্ছবি দেখছি,, পারবে কি তার মতো ধৈর্যশীলা আর মহীয়সী আয়াত হতে,,, দোয়া করি আল্লাহ কবুল করুক
আল্লাহ তাকে উত্তম স্থান পুরস্কৃত করুক। আমিন
আমিন
#FaatihaAayat বোন ফাতিহা আয়াত তোমার মত এমন বোন যেন প্রতিটি মুসলমানের ঘরে ঘরে জন্ম নেয় যে দিনকে ভালোবেসে ইসলামকে ভালবেসে ইসলামের প্রতি আনুগত্য হয়ে গোটা সমাজ ব্যবস্থাকে সঠিক পথে নিয়ে আসার যে প্রচেষ্টা তোমার এটা যেন অব্যাহত থাকে ইনশাআল্লাহ ইসলামের বিজয় অর্জন হবেই।
হে আল্লাহ আফিয়া সিদ্দিকী কে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।
তিনি এখনো জীবিত
আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা তাকে কবরের শান্তি তে রেখ। জান্নাতে প্রবেশ করিয়ে দিন।
জীবিত
মাশাআল্লাহ। আমাদের ছিল এক সোনালি অতীত।❤❤❤
I read a book about her and shocked how much suffered! May allah bless her & save from the devil eyes
Name of that book?
আমরা কতোজন তাকে চিনি আজ কতোজন তাকে মনে রাখছে এই সাহসি নারি কে।
মাশাল্লাহ তাবারাকল্লাহ অনেক অনেক ধন্যবাদ ভাল থাকুন যেখানে থাকুন আল্লাহ হেফাজত করুন আমিন
এমন একজন বোনের জন্য ভালোবাসা আসে একেবারে হৃদয়ের গভীর থেকে শুধু আল্লাহ্র জন্য এ জন্য যে নারীদের ইসলাম ও ইসলামের বাইরে সুন্দর করে উপস্থাপন করার জন্য বর্তমান সময়ে.
অনেকদিন ধরে খুঁজছিলাম এই বক্তব্য, ধন্যবাদ ফাতিহা
অনেক কষ্ট পেয়েছিলাম যেদিন বোনটি সম্পর্কে জানতে পেরেছিলাম আজও মিস করছি। আপনি যদি বেঁচে থাকেন আল্লাহ আপনাকে অনেক ধৈর্য্য অনেক সবর দান করুন। আর যদি আপনি শাহাদাত বরণ করেন আল্লাহ যেন আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন ♥️♥️♥️♥️
আমিন
আমিন
তোমরা কি জানো বর্তমান তার কি অবস্থা,যার ঈমান যত মজবুত তার উপর আল্লাহ তায়ালা ততবেশি বিপদ দেন,মাকবুল বানানোর জন্য ❤❤❤
তিনি শহীদ হয়েছেন আল্লাহর জন্য।
তাঁর অত্যন্ত বিপদজনক কষ্টকর জীবন কেটেছে তাঁর স্বামীর মুনাফেকির জন্য। শ্রদ্ধেয় আফিয়া সত্যিকারের একজন জ্ঞানী মানুষ ছিলেন,।মহান আল্লাহ যেন তাঁর রাস্তায় পথচলাদের রহমত করেন এবং মুসলমানদের একতাবদ্ধ হওয়ার জন্য সুবুদ্ধি দেন,যেন ইবলিশ ও ইবলিশের দোসরদের হারিয়ে দিতে পারি।আমীন
আফিয়া সিদ্দিকী ekta jongi. atifa o jongi naki?
@@mohammadKhalisdarToder kopale Dukkho ase koiya dilam
MAY ALLAH FORGIVE MY SISTER AFIA SIDQ. SHE WAS GENIOUS AND PROUD FOR US.
আফিয়া সিদ্দিকির ইতিহাস পড়ে অনেক দূঃখ পেয়েছি। আল্লাহ যেন আমেরিকান জালিমের কারাগার থেকে বোনটিকে মুক্তি দেন আমিন।
আল্লাহ পাক উনাকে দুনিয়া ও আখেরাতে উত্তম প্রতিদান দান করুন। আমীন
দীর্ঘদিন যাবত এ বক্তব্যের অনুবাদ চাচ্ছিলাম, আজ পেলাম।
বোন আফিয়া ছিদ্দিকী কেঅনত অবিলম্বে মুক্তি দিতে হবে
আফিয়া সিদ্দিকী আমাদের বোন ❤🎉
আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আল্লাহ হেফাজত করুন আমিন।
মাশা-আল্লাহ অতি উওম কথা গুলি উপস্থাপন করেছে
Amr Kase afiya siddiki Ekta vlobasar nam.... FaatihaAyat o tar moto din er Kaz korar Allah toufik Dan koruk
আল্লাহ পাক আমাদের মাজলুম বোনকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।
Masaallah... Many Information seen this video...
হে আল্লাহ তোমার এই বান্দাকে নেক হায়াত দান কর।
আল্লাহ আফিয়া সিদ্দিকী কে সুস্থতার সাথে জালিমের কারাগার থেকে মুক্ত করে দিন।
আমীন ইয়া কারীম
অনেক বেশি ভালোবাসি আফিয়া সিদ্দিকী কে❤❤
বাংলা অনুবাদ দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আগে পুরাপুরি বুঝি নাই
তুমি খুবই সাহসী, ফাতিহা 🤍। বিধর্মী দেশে থেকেও তোমার যে মনোভাব তা আমরা সো কল্ড মুসলিম দেশে থেকেও কথা বলতে ভয় পাই 🙂
আপনার জন্য অনেক দোয়া ও ভালবাসা।
প্রিয় বোনের ব্যাপারে জেনে অনেক কষ্ট পেলাম আমি লজ্জিত মুসলমান হয়েও আমরা কেউ কিছুই করতে পারলাম না ধিক্কার জানাই সকাল মুসলমানকে! আল্লাহ এর বিচার করবে ইনশাল্লাহ!! আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক আমিন
আফিয়া এবং ফাতিহা দুইজনই আমাদের অহংকার ❤❤❤❤
Thank you Aafia siddiqui hajar salam my dear sister
Allah tests the believes more....i think her whole life was a test from Allah amazing iman she had❤ may her heart get the peace may Allah give her jannatul ferdous amin
Such a amazing women❤May Allah bless him🤲
Im glad and happy that you know her story and plight and now spreading her story...
Masall Think u Bagnladesh e d
বাংলা সাবটাইটেল এর জন্য আলহামদুলিল্লাহ
আল্লাহ তাকে মুক্তির ব্যবস্থা করুন। আমিন
রহমানের কাছে দোয়া করি জেন আফিয়া সিদ্দিকী কে আল্লাহ জান্নাতুল ফেরদৌসের ওচ্চ মর্যাদা দান করুন আমিন
💁🏻♂️আমরা কিভাবে দায়িত্বশীল নারী হব? আমাদের সেই শিক্ষা নিতে হবে 🎉🎉 তবেই আমরা অধিকার সচেতন হব এবং অন্যনের অধিকার নিশ্চিত করতে উৎসাহিত হবো। 🌹💃🏹🗡️🦄😍💪🌹😇☝️🤲💁🏻♂️
বারবার দুরুদ পড়া আবশ্যক নয়। মুহাম্মদ সাঃ এর আলোচনা করার সময় একবার দুরুদ পড়লেই হয়। বারবার পড়লেও আলহামদুলিল্লাহ!
তবে একবারও না পড়লে তখন গুনাহ হয়!
সুবহানাল্লাহ
আমি আশা করি আপনিও আল্লাহর রাব্বুল আলামিনের তৌফিকে নির্ভয়ে আদিয়া সিদ্দিকীর মত কাজ করা যাবেন ইনশাল্লাহ
মাশা আল্লাহ
ইসলামি লেকচারার
বোন ফাতিহা তুমি অবশ্যই ভালো কাজ করছ দ্বীন প্রচার করছো। কিন্তু দ্বীন জানলেও যেকোন বিষয়ে ফতোয়া দিতে গেলে অবশ্যই বিশেষজ্ঞ অালিম অর্থাৎ মুফতী র প্রয়োজন। কারণ যে যে বিষয়ে বিঞ্জ তার কাছ থেকেই তো গ্রহণ করা উচিত। সুতরাং তুৃমি তোমার কাজ চালিয়ে যাও দ্বীন প্রচার করো।
আল্লাহ তোমাকে হেফাজত করুক
আল্লাহ্ এই বোনকে জান্নাতের মেহমান করে নেন
আমার মনে হয় নারী জাগরণ শব্দটা ইউজ করা ঠিক নয়। এটা নারীবাদীরা ইউজ করে 💁🏻♂️🎉 দায়িত্ববান নারী বা নারীর দায়িত্ব বলা উচিত ☝️🤲💪😍💃🏹🗡️🦄🌹💁🏻♂️
তাঁকে জেলে রাখার কারণ সহ বিস্তারিত জানতে ইচ্ছুক।
সুরা আহযাব আয়াত ৩২ যদি তোমরা আল্লাহকে ভয় কর, তবে পুরুষদের সাথে কথাপোকথনে কোমল ও মিষ্টি রসালো কন্ঠে কথা বলো না,যাতে পুরুষদের দূর্বলচিও তারা প্রলুব্ধ হয়, স্বাভাবিক ও কর্কশ ভাষায় কথা বলবে। এই আয়াত ধারা বুঝা যায় পুরুষদের সাথে মিষ্টি ভাষায় কথা বলা হারাম। আয়াত ৩৩ এবং তোমরা স্বগৃহে অবস্থান করবে, প্রথম মূর্খ যুগের মত নিজেদের প্রদর্শন করে বেড়িও না
Amio jante cai
MashaAllah.ya Allah help her Ameen😢
কুরআনই যথেষ্ট সকল মানুষের জন্য । আর অন্য কিছু প্রয়োজন নেই অতি সুন্দর জীবনের জন্য ।
কুরআন যার উপরে নাজিল হয়েছে তার অনুকরণ ও প্রয়োজন। তা ছাড়া সম্ভব নয়
@@likhonmostofa9568 , জীবিত নেই তা-কি ভাবে অনুসরন করবেন ?
atifa o jongi naki? jongi america char.
valuable speech ❤ i learned a lot from this video
আল্লাহ আমার বোনটাকে জান্নাতের উচ্চ স্নানে দান করুন!
মহান আল্লাহ উনাকে নিজ থেকে রহম করুক।
Mas allah bon 👍 valo akta Video post korecn kintu oner khaini sunle kanna ase amer ai bon ta sathe America army joggono kaj korse ja pokas korar moto 😭🙏 amra ter jonno kicu korte parlam na. Apni o soth pothe thaken! allahr diner pothe cholen ar pothe cholte giye jodi moron hoy tai vece nen Alhamdulillah bole?
Canada theke fozly rabby 👍
Always ami apner video dekhi ❤️👍
বর্তমানে এই প্রিয় দ্বীনি বোনের কি অবস্থা? কোথায় কেমন আছেন তিনি?
মাশাআল্লাহ,,,, অনেক ধন্যবাদ
she is our idol ❤
Alhamdulillah. Thanks a lot ma.
Wa alaikumussalam wa rahmatullahi wa barakatuh
Muhammed PBUM .Peace be upon him. Really sad Afiya .Anyway May Allah forgive you & give you best rewards
আপুর কথার সাথে আমার কল্পনার মনের মনের কথা মিলে গেছে আমার বিয়ে হয়েছে ২০ বছর মানসিকভাবে কোনদিন ভালো ছিলাম না সন্তানদেরকে দিনের প্রতি দিতে চেয়েছিলাম দিতে পারলাম না স্বামী ও রাজি না শশুর শাশুড়ি ও না। নিজের কোনো ইচ্ছে আনি নেই নিজের ইচ্ছার কোন মূল্যই নেই। শুধু দাসীর মত সংসারে পড়ে আছি মানসিক শান্তিতে কোনদিনই পেলাম না। কোন পরিচয় নাই। একটা ফ্যামিলি থেকে মনে করে বিয়ে দিয়ে দিলে তাদের দায়িত্বেই শেষ সে কেমন আছে জানতে চায় না সংসার না করতে চাইলেও জোর করে মা দূর করে পাঠাবে সমাজ কি বলবে এই নিয়ে চিন্তা করে একবারও ভাবে না তার মনেরই ভিতর দিয়ে কিঋর যাচ্ছে সেটা কেউ বুঝেনা সমাজের মুখে থু।
Masha Allah
Thank you ......
হে আল্লাহ আপনি আপুটাকে হেফাজত করুন
তাঁকে তো মেরে ফেলা হয়েছে
Jajakallah
আমরা হেরে গেছি বোন আপনার কাছে 😢😢😢😢
Assalamu alaikum rahmatullahi wa barakatuh
She is Dr Aafia siddiqui.
She has been suffering in prison for more than 21 years, more then 2 decades and having intense inhuman treatment since 2003.
No one even talk about her,
May Allah protect her and give her freedom aamiin
She is PhD neuroscientist and mother of 3 children.
I don't know much about her but i know she is revolutionarist and that is her sin.
She is one of the intelligent person on earth that born in years, she was top scoring student in Houston MIT university.
She was the real image of a muslim women and that is why she is in US prison.
Unfortunately no one is raising voice for her at international level.
I was not even born at that time in 2003 i start knowing her in 2024 and studied alot about her
It hurts me alot when i thinks about her.
Can you imagine 21 years in prison?
Her all youth
She was 31 at that time in 2003.
If you want to do something for her atleast pray for her daily and let people know who is aafia siddiqui may be this awareness will help her
প্রিয় বোন 💛
Assalamualikum fatiha ayat thanks for that you make me know about Dr. Afia siddique. I didn't know about her. But do you know where is she now?? Is she alive??
আল্লাহ
ধন্যবাদ
জালেম সামপ্রদায়িক দের কাছে এক আতংকের নাম ছিলো আর আফিফা সিদ্দিকা আর আমাদের কাছে থাকবে বীর হিসেবে 🥀😔
আমার এই কলিজার বোনটা অনেক বড় নিয়ামত ছিল 😭
এখানে উনি কোথায় নারী জাগরণের কথা বলেছেন? এখানে মুসলিম নারীদের সম্পর্কে বলেছেন।নারী আর মুসলিম নারী অবশ্যই পার্থক্য আছে।
উনি মুসলিম নারীবাদীদের মতো কথা বলেননি নারী-দের পুরুষের মতো হতে হবে। জানিনা আপনাদের উদ্দেশ্য কি (আল্লাহ ভালো জানেন)
আল্লাহ তাকে মুক্ত করে দিন, আমিন।
মাশাল্লাহ
Jazakallah
ফাতিহা আয়াত হাজার বার জন্ম নিলেও আফিয়ার মত হতে পারবে না। এই বক্তব্য শুনেই সেটা বুঝতে পারলাম। দুই জনের মানহাজ ও চিন্তা চেতনার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। একজন আযিল্লাতিন আলাল মু'মিনিনা ওয়া আইজ্জাতিন আলাল কাফিরিন মূলনীতিতে বিশ্বাসী অন্যজন মডারেট ইসলামে। তারপরেও আলহামদুলিল্লাহ। আমরাই বা কতটুকু জানি ইসলাম সম্পরকে।
সামনে ও পেছনে নিন্দাকারিদের জন্য দূর্ভোগ।
এটাই বলতে চাচ্ছিলাম ভাই। যোযন যোযন পার্থক্য।
তার বক্তব্যে তার মানহায ও আদর্শের দিকও খেয়াল করেছেন।
মাশা-আল্লাহ
সুরা আহযাব আয়াত ৩২ যদি তোমরা আল্লাহকে ভয় কর, তবে পুরুষদের সাথে কথাপোকথনে কোমল ও মিষ্টি রসালো কন্ঠে কথা বলো না,যাতে পুরুষদের দূর্বলচিও তারা প্রলুব্ধ হয়, স্বাভাবিক ও কর্কশ ভাষায় কথা বলবে। এই আয়াত ধারা বুঝা যায় পুরুষদের সাথে মিষ্টি ভাষায় কথা বলা হারাম। আয়াত ৩৩ এবং তোমরা স্বগৃহে অবস্থান করবে, প্রথম মূর্খ যুগের মত নিজেদের প্রদর্শন করে বেড়িও না
আমিন
May Allah swt bless her with jannatul firdaus.