জলসা সালানা কাদিয়ান ২০২৩। ষষ্ঠ বক্তব্য।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • জলসা সালানা কাদিয়ান ২০২৩। ষষ্ঠ বক্তব্য।
    আহমদী শহীদদের কুরবানীর অতুলনীয় দৃষ্টান্ত।
    বক্তা: মৌলানা হামিদুল হাসান সাহেব, মুরব্বী সিলসিলা হায়দ্রাবাদ।
    #jalsaqadian #jalsa2023 #islam #ahmadiyya #india #bangladesh

ความคิดเห็น • 2

  • @arij_rider_46
    @arij_rider_46 9 หลายเดือนก่อน +1

    Mashallah ❤❤

  • @lutfarrahman4724
    @lutfarrahman4724 8 หลายเดือนก่อน

    আহমদীয়া মুসলিম জামা'তের ধর্ম-বিশ্বাসঃ
    আহমদীয়া মুসলিম জামা'তের পবিত্র প্রতিষ্ঠাতা হযরত মির্যা গোলাম আহমদ কাদিয়ানী প্রতিশ্রুত মসীহ্ ও ইমাম মাহদী (আ.) তাঁর "আইয়ামুস সুলেহ্" পুস্তকে বলেছেন: "আমরা ঈমান রাখি যে, খোদা তা'লা ব্যতীত কোন মা'বুদ নাই এবং সৈয়্যদনা হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ্'র রাসুল এবং খাতামুল আম্বিয়া। আমরা ঈমান রাখি যে, ফেরেশতা, হাশর, জান্নাত এবং জাহান্নাম সত্য এবং আমরা আরো ঈমান রাখি যে, কুরআন শরীফে আল্লাহ্ তা'লা যা বলেছেন এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে যা বর্ণিত হয়েছে উল্লিখিত বর্ণনানুসারে তা সবই সত্য। আমরা এ-ও ঈমান রাখি, যে ব্যক্তি এই ইসলামী শরীয়ত হতে বিন্দুমাত্র বিচ্যুত হয় অথবা যে বিষয়গুলো অবশ্য করণীয় বলে নির্ধারিত তা পরিত্যাগ করে এবং অবৈধ বস্তুকে বৈধকরণের ভিত্তি স্থাপন করে, সে ব্যক্তি বে-ঈমান এবং ইসলাম বিরোধী। আমি আমার জামা'তকে উপদেশ দিচ্ছি যে, তারা যেন বিশুদ্ধ অন্তরে পবিত্র কলেমা 'লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ্' এর উপর ঈমান রাখে এবং এ ঈমান নিয়ে মৃত্যুবরণ করে। কুরআন শরীফ হতে যাদের সত্যতা প্রমাণিত, এমন সকল নবী (আলাইহিমুস সালাম) এবং কিতাবের উপর ঈমান আনবে। নামায, রোযা, হজ্জ ও যাকাত এবং এতদ্ব্যতীত খোদা তা'লা এবং তাঁর রসূল কর্তৃক নির্ধারিত কর্তব্যসমূহকে প্রকৃতপক্ষে অবশ্য-করণীয়
    মনে করে, যাবতীয় নিষিদ্ধ বিষয়সমূহকে নিষিদ্ধ মনে করে সঠিকভাবে ইসলাম ধর্ম পালন করবে। মোটকথা, যে সমস্ত বিষয়ের উপর আকিদা ও আমল হিসেবে পূর্ববর্তী বুযূর্গানের 'ইজমা' অর্থাৎ সর্ববাদী-সম্মত মতে ইসলাম নাম দেয়া হয়েছে, সে সব সর্বতোভাবে মান্য করা অবশ্য কর্তব্য। যে ব্যক্তি উপরোক্ত ধর্মমতের বিরুদ্ধে কোন দোষ আমাদের প্রতি আরোপ করে, সে তাকওয়া বা খোদা ভীতি এবং সততা বিসর্জন দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটনা করে। কেয়ামতের দিন তার বিরুদ্ধে আমাদের অভিযোগ থাকবে যে, কবে সে আমাদের বুক চিরে দেখেছিল, আমাদের এ অঙ্গীকার সত্ত্বেও অন্তরে আমরা এ সবের বিরোধী ছিলাম?" "আলা ইন্না লা'নাতাল্লাহে আলাল কাযেবীনা ওয়াল মুফতারীনা" অর্থাৎ সাবধান! নিশ্চয়ই মিথ্যাবাদী ও মিথ্যারোপকারীদের ওপর আল্লাহ্'র অভিসম্পাত।