টবের গাছে থোকা থোকা টমেটো ফলাতে কখন কোন খাবার দেবেন | SECRET Food for Tomato | RAJ Gardens | 4K

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 165

  • @irinbablu4685
    @irinbablu4685 2 ปีที่แล้ว +3

    বাংলাদেশ থেকে দেখছি।

  • @bushraaziz4292
    @bushraaziz4292 ปีที่แล้ว

    Apni Ki Sharadin garden E shomoy Katan? Wonderful apnar knowledge gardening niye!

  • @studiomukta8800
    @studiomukta8800 11 หลายเดือนก่อน

    জয়গুরু, দাদা গাছ রোপনের বিষয় অনেক কিছু জানতে পারলাম 🙏🌱

  • @radianskitchen1000
    @radianskitchen1000 ปีที่แล้ว +1

    অনেক সুন্দর

  • @anupkrbanerjee8155
    @anupkrbanerjee8155 2 ปีที่แล้ว +2

    Dada apnar dekhe ami ebar cherry tomato lagiyechi prochur tomato hoyeche. Thank you for your advice 🤝🤝

  • @salmakhanom3878
    @salmakhanom3878 17 ชั่วโมงที่ผ่านมา

    দাদা, কেমন আছেন?আমি বাংলাদেশ থেকে আপনার ভিডিও নিয়মিত দেখি। আপনার দেখানো মত আমি আমার টমেটো গাছ ৭/৮ ইঞ্চি হওয়ার পর মূল মাথা গুলো কেটে দিয়েছি। বেশ কয়েকদিন হয়ে গেছে ডাল পালা বের হতে দেখছি না। তবে দু একটা গাছে ছোট আকারে দেখা যাচ্ছে।কি করলে ডাল তাড়াতাড়ি বের হবে। খুব চিন্তিত আছি। ছাদের বাগান । প্লিজ দাদা কিছু বলেন?

  • @susmitasengupta7212
    @susmitasengupta7212 2 ปีที่แล้ว +1

    Dada khub bhalo laglo,bhalo thakben.🙏

  • @khushidabanu1939
    @khushidabanu1939 ปีที่แล้ว

    দাদা অসংখ্য ধন্যবাদ

  • @sutupasarkar6382
    @sutupasarkar6382 2 ปีที่แล้ว +1

    অনেক অনেক ধন্যবাদ।

  • @Fruitsgarden2021
    @Fruitsgarden2021 2 ปีที่แล้ว

    সত্যি অসাধারন ভিডিও

  • @Runasrooftopgarden
    @Runasrooftopgarden 2 ปีที่แล้ว

    Darun tips thanks again

  • @malanchasen1525
    @malanchasen1525 2 ปีที่แล้ว

    Apner garden ta kothai.
    Joba phool alochona khub upokrito holam.
    Giye dekte Pele anandito hotam.

  • @Piegamer9697
    @Piegamer9697 2 ปีที่แล้ว +7

    আমার গোলাপ গাছের ফুলের পাপড়ি আনতে না আনতে তারাতারি ঝরে যায়। একটু জানাবেন প্লিজ।

  • @khatul9934
    @khatul9934 2 ปีที่แล้ว +4

    স‍্যার আপনার ভিডিও সবসময়ই ভালো হয়। মরিচ গাছ নিয়ে আরেকটি বিস্তারিত ভিডিও বানালে উপকৃত হব।

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว +2

      কি সমস্যা হচ্ছে কমেন্ট বক্সে জানাতে পারেন।

    • @khatul9934
      @khatul9934 2 ปีที่แล้ว +1

      মরিচ গাছে অধিক ফল আনার জন্য কী কী করা প্রয়োজন ?

  • @liakatali2019
    @liakatali2019 ปีที่แล้ว

    দাদা নমস্কার, বাংলাদেশ থেকে আপনার অসাধারণ ভিডিও দেখছি। কোন জাতের টমেটোর চারা কিনবো? জানাবেন প্লিজ।

    • @rajgardens
      @rajgardens  ปีที่แล้ว

      বিভিন্ন ধরনের এখন হাইব্রিড টমেটোর বীজ পাওয়া যায়। স্থানীয় সার ওষুধ বীজের দোকানে কিংবা নার্সারিতে খোঁজ করুন।

  • @shahinakther5955
    @shahinakther5955 2 ปีที่แล้ว

    দারুন

  • @rifatahmedriyan
    @rifatahmedriyan 11 หลายเดือนก่อน

    অনেক ধন্যবাদ ❤

  • @anniruddhasingharoy4479
    @anniruddhasingharoy4479 2 ปีที่แล้ว

    Dudanto. Khub bhalo ami sikche

  • @beautynaskar9537
    @beautynaskar9537 8 หลายเดือนก่อน

    Amar tomato gacher pata gulo din din gutiye kmn hoye jacche, thik bujte parchr na, ki korbo aktu bolben??

  • @supriyaganguly1973
    @supriyaganguly1973 10 หลายเดือนก่อน

    জানুয়ারি মাসে কি আম গাছ repot করা যাবে, একটু জানাবেন ।

    • @rajgardens
      @rajgardens  10 หลายเดือนก่อน

      নতুন গাছ হলে বসাতে পারেন। তবে পুরনো গাছ এখন রিপর্টিং করবেন না। ফেব্রুয়ারিতে করতে পারেন।

  • @uttamkumarsaha7666
    @uttamkumarsaha7666 9 หลายเดือนก่อน

    Dada tomato gache flowers aseche kintu fruits aschena. Ki korbo janale upakrita hobo

  • @pgrocks10
    @pgrocks10 9 หลายเดือนก่อน

    Dada gachhe leaf minor attack korle ki medicine debo? Roj pata chhire fele dichhi tao next din abar du tinte patate leaf minor dekha jachhe.

    • @rajgardens
      @rajgardens  9 หลายเดือนก่อน

      প্রফেক্স সুপার ব্যবহার করুন 2ml প্রতি লিটার জলে মিশিয়ে।

  • @simaghosh2165
    @simaghosh2165 2 ปีที่แล้ว +7

    খুব সুন্দর। ধন্যবাদ আপনাকে।

  • @swatimukherjee2544
    @swatimukherjee2544 ปีที่แล้ว

    ধন্যবাদ

  • @debasisbiswas4913
    @debasisbiswas4913 2 ปีที่แล้ว

    Dada namaskar
    Khub sundor hoyeche
    Tomato anek dhoreche
    Aapni jij kotha theke kenen?
    Tomato 🍅 r ful er bota halud hoye jhore jachhe karan ki ?
    Remedy ki ache
    Dhonyobad

  • @sampadey7951
    @sampadey7951 2 ปีที่แล้ว +2

    আপনার থেকে সেরা ভিডিও আমি জীবনে দেখিনি

  • @Farming_Advice
    @Farming_Advice 2 ปีที่แล้ว

    Bristi te damaged potato gache ki spray korle bhalo hobe? Pl.bolben

  • @hashimitra9595
    @hashimitra9595 ปีที่แล้ว

    দাদা ভাই কোন সময় টমাটো গাছ লাগাতে হয় একটু দয়াকরে জানাবেন প্লিজ

  • @susmitasengupta7212
    @susmitasengupta7212 2 ปีที่แล้ว

    Thank you so much Dada,ekta katha jiggessh korchi cocopeeth er bodole kather gurp ki use kora jay?

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว +1

      হ্যাঁ। ব্যবহারের আগে অবশ্যই ভালো করে শুকিয়ে নেবেন এবং মাটিতে মেশানোর সময় ফাংগিসাইড দেবেন।

    • @susmitasengupta7212
      @susmitasengupta7212 2 ปีที่แล้ว

      @@rajgardens Thik ache Dada, asakhya dhanyabad.Bhalo thakben🙏

    • @susmitasengupta7212
      @susmitasengupta7212 2 ปีที่แล้ว

      Thik ache,,thank you so much

  • @barnalidas6899
    @barnalidas6899 2 ปีที่แล้ว

    Dada fol thaka abosthai ei chemical Saar gulo ki use kora jabe?

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      হ্যাঁ। গাছে প্রয়োগ করার 10 -12 দিন পরে ফল তোলা যাবে।

  • @rekhahaldar2421
    @rekhahaldar2421 2 ปีที่แล้ว

    Amar Chad bagane 3 ta aam gache choto mukul eseche .8 mas aghe kinechi , gacher cheharao valo , kichu din dore dekchi gacher dagha r patar dar die kalo hochhe .
    Ki korbo, er samadan bole dile khub upokar hoe
    Valo thakben , namoskar.

  • @sultanmahamudtapan6790
    @sultanmahamudtapan6790 2 ปีที่แล้ว

    Thai pata gaser video te comment koresi please reply deben

  • @subrataroy9057
    @subrataroy9057 2 ปีที่แล้ว +1

    স্যার, kaka, pesticide dose কত 1 litre জলে।

  • @imonhasan7531
    @imonhasan7531 2 ปีที่แล้ว

    Nice

  • @nillgarden1257
    @nillgarden1257 2 ปีที่แล้ว

    Nice video

    • @semamollik7319
      @semamollik7319 2 ปีที่แล้ว

      দাদা টমেটো চারা লাগানো বিশদিন হলো। কয়েকটি গাছে ফুল আসছে।আপনার ভিডিও দেখে আমি উপরি ভাগ কেটে দিয়েছি।দাদা গাছ বাড়বে তো।

  • @sibomsomadder210
    @sibomsomadder210 2 ปีที่แล้ว

    শীত কালে চাষের জন্যে কোন সময় চারা তৈরি করতে হবে

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      নভেম্বরের শুরুতে।

  • @Mr-du3ng
    @Mr-du3ng 2 ปีที่แล้ว +1

    ফুল থাকা অবস্থায় কি কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করা যাবে?

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว +1

      ফুল ফোটা অবস্থায় কোন কীটনাশক স্প্রে করবেন না।

  • @allaboutmusic7173
    @allaboutmusic7173 ปีที่แล้ว

    গাছ কখন বসাবো কোন মাসে

    • @rajgardens
      @rajgardens  ปีที่แล้ว

      এখন থেকেই বসানো শুরু করে দিন।

  • @wbonlineclass5630
    @wbonlineclass5630 2 ปีที่แล้ว +1

    Dada amar dragon fruit gach ta saru hoye gache ki korbo please bolun

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      গোড়ায় খাওয়ার দিন। ড্রাগন গাছের পরিচর্যা নিয়ে আমার চ্যানেলে দুটো ভিডিও রয়েছে সেগুলো একবার দেখে নিতে পারেন।

  • @mabudhossain2413
    @mabudhossain2413 2 ปีที่แล้ว +1

    Sir

  • @abdulbari6396
    @abdulbari6396 ปีที่แล้ว

    টমেটো ও বেগুন গাছে গুর দেয়া যাবে কিনা।

  • @arghadeepmandal6780
    @arghadeepmandal6780 ปีที่แล้ว +1

    Hanuman er haat theke bachan ki kore?

  • @sebikamanna8186
    @sebikamanna8186 ปีที่แล้ว

    all season tomator bij kothay paoa jabe?

  • @sampadey7951
    @sampadey7951 2 ปีที่แล้ว +2

    দাদা আপনাকে abp ananda তে দেখা যায়না কেন

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว +1

      এবিপি আনন্দে দেখা না গেলেও রাজ গার্ডেন্সে দেখা যায়।😃

    • @sampadey7951
      @sampadey7951 2 ปีที่แล้ว

      তাই আমাদের এত আনন্দ ওর সাথে আপনার ভিডিও দেখি

  • @ismailadnan2459
    @ismailadnan2459 ปีที่แล้ว

    জিপসাপ কি ভাবে কত টুকু ব্যবহার করবো যদি জানাতেন ,আরেক টা বিষয় ট্টাইকোডার্মা ব্যবহার করলে কি ফাংগিসাইড এর কাজ করবে জানাবেন আশা করি

    • @rajgardens
      @rajgardens  ปีที่แล้ว +1

      টবের মাটিতে এক চামচ করে প্রয়োগ করতে পারেন। ট্রাইকোডার্মা নিজেই তো একটি ফাঙ্গিসাইড। ফাঙ্গাসের আক্রমণের হাত থেকে গাছকে রক্ষা করবে।

    • @ismailadnan2459
      @ismailadnan2459 ปีที่แล้ว

      @@rajgardens আপনাকে অনেক অনেক ধন্যবাদ

  • @MdJahed-ke1gf
    @MdJahed-ke1gf 2 ปีที่แล้ว +1

    আলোভেরা গাছের ভিডিও দিন.…..

    • @shahinakther5955
      @shahinakther5955 2 ปีที่แล้ว

      হ্যাঁ, অ্যালোভেরা গাছের ভিডিও দিন। আমারও খুব দরকার।

  • @jayantabarman8225
    @jayantabarman8225 ปีที่แล้ว

    Dada kon jat valo dada

  • @mahabubhossain4767
    @mahabubhossain4767 ปีที่แล้ว +1

    দাদা আমি বাংলা দেশ থেকে নিয়মিত আপনার ভিডিও দেখি, খুব ভাল লাগে এবং কিছু কিছু শিখেছি, দাদা আমি একটি ভুল করেছি, যেমন গত সপ্তাহে আমি আমার টবের, বেগুন এবং টমাটো গাছে ফুল আসতে দেখে সকল গাছে অর্থাৎ যে গাছে ফুল আসেনি সেই গাছেও, মিরাকুলান স্প্রে করেছি, এখন আমার গাছ আর বাড়ছেনা, এখন কি করলে আমার গাছ বাড়বে দয়াকরে একটু জানালে উপকৃত হবো।

    • @rajgardens
      @rajgardens  ปีที่แล้ว +1

      ঠিকই আছে, কোন ভুল হয়নি। দশ বারো দিন অন্তর আরো দুবার গাছে স্প্রে করে দেবেন। গতকাল একটি তরল সার নিয়ে ভিডিও পোস্ট করেছি সেই তরল সার তৈরি করে গাছে দিতে পারেন।

    • @mahabubhossain4767
      @mahabubhossain4767 ปีที่แล้ว +1

      ধন্যবাদ দাদা, খুবই চিন্তায় ছিলাম আপনার উপদেশ শুনে নিশ্চিন্ত হলাম, আপনার জন্য সবসময় দোয়াও শুভকামনা রইল।

  • @tusharroy800
    @tusharroy800 2 ปีที่แล้ว

    12 mas er theke fol paouya jbe?

  • @sandipbose3656
    @sandipbose3656 2 ปีที่แล้ว

    Dada sudhu tober bolle hobe na,bagan e onek tomato gach lagiechi,plz setatr jonnyo kichu bolun

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      টবের গাছের জন্য যে যে পরিচর্যার করার কথা বলেছি ঠিক একই পরিচর্যা বাগানে অথবা মাঠে গাছের ক্ষেত্রে করতে হবে। শুধু স্যারের পরিমাণটা একটু কম বেশি করে নেবেন।

  • @tapasroy4394
    @tapasroy4394 2 ปีที่แล้ว

    Dada apnar bagan dekhte jabo.

  • @iqbalkarim1233
    @iqbalkarim1233 ปีที่แล้ว

    ভাইয়া, আমার টমেটো গাছের ফল বড় হচ্ছে না, আপনার পরামর্শ চাই।

    • @rajgardens
      @rajgardens  ปีที่แล้ว

      এই ভিডিওতে যেভাবে পরিচর্যার কথা বলেছি সেভাবে করুন।

  • @marufteeham6912
    @marufteeham6912 2 ปีที่แล้ว

    kohola longane ping pong longaner jor kolom korar poddhoti o time janale upokkrito hobo...

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      আমার চ্যানেলে আম গাছের জোড় কলম নিয়ে একটি ভিডিও রয়েছে সেখানে যেভাবে দেখিয়েছি এর ক্ষেত্রেও ঠিক একই ভাবেই হবে । ভিডিওটি একবার দেখে নেবেন।

  • @rafezasultana1926
    @rafezasultana1926 ปีที่แล้ว

    সরিশা খল পচা জল ১২" তবে কত খানি দিব

    • @rajgardens
      @rajgardens  ปีที่แล้ว

      মাটিটা পুরোটা ভিজিয়ে দেবেন।

  • @shohanulislamshohan9715
    @shohanulislamshohan9715 2 ปีที่แล้ว +1

    দাদা আপনার বাড়ি কোথায় 🤔🤔🤔🤔

  • @amrinsultana1565
    @amrinsultana1565 2 ปีที่แล้ว +1

    বোরন ,জিংক, এস.ও.পি, এপসম সল্ট সব একসাথে মিশিয়ে স্প্রে করবো ?

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      হ্যাঁ

    • @ShofiaKashfi
      @ShofiaKashfi 2 หลายเดือนก่อน

      নাইট্রোজেন সমৃদ্ধ তরল সার এটা কি? যেহেতু আমি নতুন বাগানি তাই একটু ডিটেইলস জানতে চাচ্ছি

  • @sampadey7951
    @sampadey7951 2 ปีที่แล้ว

    দাদা বলছি একটা জবা গাছের drainage hole দিয়ে শেকড় বেরিয়েছে কি করবো

  • @hrisikeshroy4092
    @hrisikeshroy4092 2 ปีที่แล้ว

    Dada ami Sweden er balcony te tobe chichinga, r zinge gach lagiechi lam, Meye kori hoye fol fute na, khali Chele fol fute. Ki korba.
    Lawo gache 2to boro lawo hoye chilo.

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      প্রথমদিকে বেশির ভাগই পুরুষ ফুল আসে, তার পর স্ত্রী ফুল ধরতে শুরু করে। তবে কীভাবে লাউ গাছ করবেন তা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে। সেটি দেখলে এ বিষয়ে সাহায্য পেতে পারেন।

  • @abdurrahim7232
    @abdurrahim7232 10 หลายเดือนก่อน

    Abdur Rahim sk

    • @abdurrahim7232
      @abdurrahim7232 10 หลายเดือนก่อน

      দাদা গোবর শার ও ভারমি কম্পোজ একসাতে দেওয়া যাবে কি?

    • @rajgardens
      @rajgardens  10 หลายเดือนก่อน

      👍

  • @sharabantahora6159
    @sharabantahora6159 ปีที่แล้ว

    Compost kivabe guru kora jae?

    • @rajgardens
      @rajgardens  ปีที่แล้ว

      কম্পোস্ট বিনে মধ্যে থাকা অবস্থায় ভালোভাবে ডি কম্পোস্ট হয়ে যায়। পরে আর গুঁড়ো করতে লাগেনা ।আর যেটুকু অবশিষ্ট থাকে সেগুলো একটু রোদে দিয়ে শুকিয়ে গুড়ো করে নিলেই হবে।

  • @himangshughoshal4900
    @himangshughoshal4900 2 ปีที่แล้ว

    টবে লাউগাছ লাগিয়েছি প্রচুর ফল আসছে কিন্তু কয়েকদিন পর পোচে যাচ্ছে একটা ও দাড়াচ্ছে না কি করতে হবে ?

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      লাউ গাছের এইরকম সমস্যা নিয়ে আমার চ্যানেলের ভিডিও রয়েছে ভিডিওটি একবার দেখে নিয়ে সেই ভাবে পরিচর্যা করুন।

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      লাউ গাছের এইরকম সমস্যা নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, ভিডিওটি একবার দেখে নিন

  • @abdurrahim7232
    @abdurrahim7232 10 หลายเดือนก่อน

    ভারমি কম্পোজ ও গোবর শার দুটোই একসাতে দিয়ে মাটি তৈরী করা যাবে।

  • @surjokantosaha6415
    @surjokantosaha6415 2 ปีที่แล้ว

    দাদা আমি বাংলাদেশ থেকে বলছি 🇧🇩 গাছে কি প্রতিদিন চাল ও ডাল ধোয়া জল দেওয়া যাবে 🤔 একটু বললে ভালো হতো ❤️🙏❤️

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      প্রতিদিন না দিয়ে সপ্তাহের দু-তিনদিন দিতে পারেন।

  • @hashimitra9595
    @hashimitra9595 2 ปีที่แล้ว

    কোন সময় টমাটো গাছ লাগাতে হয় একটু জানাবেন?

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      টমাটো গাছ সারাবছরই করা যায় । সামনে গরম আসছে। সেই অনুযায়ী আপনাকে গরমের বীজ অথবা চারা সংগ্রহ করতে হবে।

  • @rinkusaha9331
    @rinkusaha9331 2 ปีที่แล้ว

    গরমে টমেটো গাছ লাগাতে চাই,কোন মাসে লাগাবো?বাজারের কেনা টমেটো থেকে চারা তৈরি করলে হবে pls help

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว +1

      বাজারে কেনা টমেটো থেকে ভালো হবে না। ভাল জাতের বীজ অথবা চারা সংগ্রহ করে লাগাতে পারেন।

    • @rinkusaha9331
      @rinkusaha9331 2 ปีที่แล้ว

      @@rajgardens Thank you so much

  • @allaboutmusic7173
    @allaboutmusic7173 ปีที่แล้ว

    পিঞ্চ ব্যাপারটা একটু ডিটেলস এ দেখান pls

    • @rajgardens
      @rajgardens  ปีที่แล้ว

      th-cam.com/video/VV527QJM2hk/w-d-xo.htmlsi=6TShyh1MS5wU1PIY

  • @hemantaghosh6179
    @hemantaghosh6179 2 ปีที่แล้ว

    Sir leaf colour dekha ki kno vbe adenium er ful er colour bojhe jai??? R Ami 2to 8-10inch size er Adenium kine anachi, gaach gulo soru, gaach er tank gulo ping-pong ball er size er, eigulo February ty soil palty, koto inch size er tob e bosaty hba??? Thanking You

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      অ্যাডেনিয়াম প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়। সব ক্ষেত্রে পাতা দেখে চেনা সম্ভব হয় না। তাই কেনার সময় ভালো করে জেনে নিতে হবে

  • @subornatipu7156
    @subornatipu7156 2 ปีที่แล้ว

    আমলকি গাছের একটা ভিডিও করেন

  • @samzidaeti7958
    @samzidaeti7958 2 ปีที่แล้ว

    আমার ও অনেক টমেটো হয়েছে

  • @tajimahmed3392
    @tajimahmed3392 ปีที่แล้ว

    টমেটো পাতা কুকড়ে যায় এর প্রতিরোধ এর জন্য এবামেকটিন ১.৮ ভার্টিমেক & ক্লোরপাইরিফস ডাসবান মিশিয়ে স্পে করি তথাপি কুকড়ে গাছ নষ্ট হয়ে যায়। মাটিতে চুনের পানি / জিপসাম, বোরন & ম্যাগনেশিয়াম সাফলেট দেয়া আছে, কি করা যেতে পারে?

    • @rajgardens
      @rajgardens  ปีที่แล้ว

      সব রকম ভাবেই তো চেষ্টা করলেন তারপরেও সমস্যা যখন হচ্ছে একে তুলে ফেলে দেওয়া ছাড়া কোন উপায় নেই। এটি লিফকার্ল ভাইরাসে আক্রান্ত। আর ঠিক করা যাবে না

  • @snehasishsadhak1445
    @snehasishsadhak1445 2 ปีที่แล้ว

    *দাদা আমার বাড়িতে রজনীগন্ধা ফুলের গাছ অনেক বড়ো হয়ে গেছে কিন্তু ফুল আসছে না, কি করা যায় যদি জানান খুব উপকার হবে।*

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      রজনীগন্ধার সেই ভাবে শীতের সময় ফুল হয় না। গরম এবং বর্ষায় ভালো ফুল হয়।

    • @snehasishsadhak1445
      @snehasishsadhak1445 2 ปีที่แล้ว

      Thank you

  • @mz19747
    @mz19747 10 หลายเดือนก่อน +1

    😂😊😊 এখানে আপনি অনেক সার, এজেন্ট, কীটনাশক, দ্রাবক, উপাদান ইত্যাদি উল্লেখ করেছেন যা সংগ্রহ করা কঠিন এবং ব্যয়বহুলও। এছাড়াও, বেশিরভাগ লোকেরা কখনও বিভিন্ন সম্পূরকের প্রযুক্তিগত নাম শুনেননি। আমার ক্ষেত্রে, প্রতি বছর, আমি আমার ছাদের বাগানে বিশাল টমেটো 🍅 চাষ করি, শুধুমাত্র রান্নাঘরে থাকা বিভিন্ন শাকসবজি, ফলের খোসা ব্যবহার করি। এগুলি একটি পাত্রে ফেলে দেওয়া হয় এবং পচে যাওয়ার পরে আমি টমেটো গাছের পাত্রে রাখি। আমি কখনই কোন সার, কীটনাশক, হরমোন এমনকি কোন চুন, হাড়ের গুঁড়া, জিংক ইত্যাদি ব্যবহার করি না। কিন্তু আমার বাগানের উৎপাদন আশ্চর্যজনক।😂

    • @rajgardens
      @rajgardens  10 หลายเดือนก่อน

      জৈব এবং অজৈব দুই রকম ভাবে আমার চ্যানেলে একাধিক ভিডিও রয়েছে। যার যেটা মনে হবে সে সেভাবেই গ্রহণ করবে।

  • @poojapaul911
    @poojapaul911 2 ปีที่แล้ว

    আমার টমেটো গাছে পাতা নৌকার মতো হয়ে যাচ্ছে কি করে ঠিক করব বললে উপকৃত হবো দাদা। 🙏

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      ভিডিওতে যেভাবে পরিচর্যার কথা বলেছি সেই ভাবে করুন।

  • @rd-nature-love7503
    @rd-nature-love7503 2 ปีที่แล้ว

    Sir ami akta tametto gach lagiye chi, with out soil media te, Cocopeat Varmicompost media te,,,, but Amar gacher grow khub slow, r gacher Daler pata shab hold hoye pure jachhe, r kukre jachhe, Bazar the K tametto kine Tar Dana the K gach ta karaKi Kara gele Thik Kara jabe, Pls help me

  • @trendypart3628
    @trendypart3628 2 ปีที่แล้ว

    দাদা তুমি সেরা

  • @ifteykharulalambokul1868
    @ifteykharulalambokul1868 2 ปีที่แล้ว

    দাদা আমি বাংলাদেশ থেকে বলছি আপনার ভিডিও দেখি কিন্তু আমার একটা প্রশ্ন হলো জামরুল গাছের বয়স ২মাস হলো কিন্তু গাছে পাতা আসছেনা কেন দাদা একটু যদি বলতেন আমার উপকার হতো, আর দাদা নতুন গাছ লাগানোর ১০দিন পরে কি npk তরল সার দিতে পারব দাদা একটু যদি বলতেন

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      th-cam.com/video/MEdvUTb0Dp4/w-d-xo.html

    • @ifteykharulalambokul1868
      @ifteykharulalambokul1868 2 ปีที่แล้ว

      দাদা আপনি কি বলছেন আমি বুঝিনি একটু বুঝিয়ে বলবেন দাদা

  • @arianzone2022
    @arianzone2022 2 ปีที่แล้ว +1

    ড্রাগন গাছের নতুন ভিডিও চাই

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว +1

      ড্রাগন গাছের পরিচর্যা নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে সেগুলো একবার দেখে নিন। এই সময় একবার মিশ্র সার প্রয়োগ করে দিন।

  • @shohanulislamshohan9715
    @shohanulislamshohan9715 2 ปีที่แล้ว

    Dada apnar bari kotai bolben please

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      কলকাতা, ভারত

  • @sikhabanerjee260
    @sikhabanerjee260 2 ปีที่แล้ว

    ভালো বীজ আপনার কাছে পাবো? না পেলে কোথায় পাবো বলবেন plz

  • @krishnadhar8892
    @krishnadhar8892 2 ปีที่แล้ว

    নমস্কার দাদা ।আমার টমেটো গাছ প্রায় দুই ফুটের মতো লম্বা ।গাছে ফুল চলে এসেছে । আমি নতুন বাগান করছি দাদা তাই জানতাম না যে গাছে পিনচিং করতে হয়। এমতাবস্থায় কি টমেটো গাছে পিনচিং করা যাবে ।কিভাবে করব একটু guide করবেন । গাছের মাথা গুলিতে পিনচিং করব না গাছটি কেটে ছোট করে দেব ।

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      এক ফুট রেখে বাকিটা কেটে ফেলুন আবার নতুন করে ডালপালা বেরোলে প্রচুর ফুল আসবে।

    • @krishnadhar8892
      @krishnadhar8892 2 ปีที่แล้ว

      ধন্যবাদ দাদা

  • @nargisjahan7948
    @nargisjahan7948 2 ปีที่แล้ว +1

    TV

  • @plantsworld4649
    @plantsworld4649 2 ปีที่แล้ว +2

    দাদা Bone Dust নেই, এখন আনাও সম্ভব না। এক্ষেত্রে কি ডিমের খোসা দেওয়া যেতে পারে? আর Vegetative Growth -এর জন্য পেঁয়াজ খোসা, রসুন খোসা ও কলার খোসার জল দেওয়া যেতে পারে?

  • @malaikanath6814
    @malaikanath6814 2 ปีที่แล้ว

    প্রথমবার পিঞ্চিং করার পরই ফুল এসেছে এখন কি করব

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      এই সিজনে গাছ লাগাতে একটু দেরি হয়ে গেছে। তাই ছোট গাছে ফুল এসে গেছে। নেক্স টাইম নভেম্বর-ডিসেম্বরে মধ্যে গাছ লাগানোর চেষ্টা করবেন।

  • @sampadey7951
    @sampadey7951 2 ปีที่แล้ว

    দাদা আমার গাছের ক্যাপসিকাম ঠিক করে বাড়ছেনা কালো হয়েযাচ্ছে

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      ক্যাপসিকাম এর পরিচর্যা নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে দেখে নিন একবার।

    • @sampadey7951
      @sampadey7951 2 ปีที่แล้ว

      @@rajgardens ধন্যবাদ

    • @adhikmahato4552
      @adhikmahato4552 ปีที่แล้ว

      ​@@rajgardens pepsicum

  • @nowrinkhan3370
    @nowrinkhan3370 ปีที่แล้ว

    Bangladesh e kaka kitnasok pawya jayna

    • @rajgardens
      @rajgardens  ปีที่แล้ว

      অন্য কীটনাশক ব্যবহার করুন।

  • @tajimahmed3392
    @tajimahmed3392 2 ปีที่แล้ว

    টমেটো গাছের শিকড়ে গিট বা নেমাটোড নিয়ে কিছু জানালেন না

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      মাটি শোধন চারা কিংবা বীজ শোধন করে চারা লাগালে সেই গাছের শিকড়ে গিট কিংবা নিমাটোড দেখা যায় না।

  • @anamikablogging1690
    @anamikablogging1690 2 ปีที่แล้ว

    এখন গরমের গাছে কি যত্ন কি করব

  • @fatematujzohra7840
    @fatematujzohra7840 2 ปีที่แล้ว

    দাদা আমার টমেটো গাছের ফুল ঝরে যাচ্ছে

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      টমেটো নিয়ে আমার চ্যানেলে একাধিক ভিডিও আছে। সেগুলি দেখে পরিচর্যা করুন, আর ফুল ঝরবে না।

  • @mithiladhakabd8948
    @mithiladhakabd8948 2 ปีที่แล้ว

    দাদা আমার মিষ্টি কুমড়া গাছে 3টা কুমড়া আছে। হঠাৎ আজকে একটা বড় কুমড়া হাত দিয়ে ধরে দেখতে যেয়ে দেখলাম কুমড়া পচে গলে গলে পড়ছে😭😭 এটা কেন হলো??

  • @saifurshuvo240
    @saifurshuvo240 2 ปีที่แล้ว

    দাদা আমি আপনার একজন সাব্সক্রাইবার এবং নিয়মিত ভিউয়ার । আমি আপনার দেওয়া নির্দেশনা অনুযায়ী টবে দুটি আতা গাছ লাগিয়েছি ।কিন্তু গাছের কোন গ্রোথ লক্ষ্য করছি না । আর গুলো শুকিয়ে যাচ্ছে । এখন আমি কি পদক্ষেপ নিতে পারি । এ ব্যপারে আরনার পরামর্শ কামনা করছি । ।

    • @rajgardens
      @rajgardens  2 ปีที่แล้ว

      শীতের সময় আতা গাছের পাতাগুলো খারাপ হতে শুরু করে। সেটা কোনো সমস্যা নয়। তবে আপনি যে সমস্যার কথা বলছেন তাতে মনে হয় গাছের গোড়ায় অতিরিক্ত জল হয়ে যাচ্ছে। সেই কারণেই এটা হচ্ছে। খুব ভালো ভাবে জল না শুকিলে একেবারেই জল দেবেন না। শুকনো পাতা গুলো কেটে দিয়ে বাড়িতে থাকা যেকোনো ফাংগিসাইড একবার গাছে স্প্রে করে দিন এবং কিছুটা গোড়ায় দিন।

  • @shaguftazabeen683
    @shaguftazabeen683 ปีที่แล้ว

    হাড় কেমন দিতে হয়? কাঁচা না কি রান্না করা হাড় দিলে ও হবে?

    • @rajgardens
      @rajgardens  ปีที่แล้ว +1

      গাছ কি আমার, আপনার মতো না কি? হাড় চিবিয়ে খাবে! গোটা হাড় দিলে হবে না, হাড়গুঁড়ো কিনে দিতে হবে।

    • @doyelmajumder9247
      @doyelmajumder9247 ปีที่แล้ว

      @@rajgardens 😄😄

  • @sampadey7951
    @sampadey7951 2 ปีที่แล้ว

    কাকা কীটনাশক এর দাম কতো দাদা

  • @shahanaranu2609
    @shahanaranu2609 10 หลายเดือนก่อน

    আপনি রাসায়নিক নির্ভর।

  • @rafezasultana1926
    @rafezasultana1926 11 หลายเดือนก่อน

    আমার গাছে অনেক ফুল আসছে এখন কি কি দিব আমি পি জি আর দিয়েছে এখন কি জিনক বরন এপ্সম সালত স্প্রে করবো

  • @shahanaparvin8232
    @shahanaparvin8232 ปีที่แล้ว

    দারুণ