আমি এই বছর প্রায় ৭০০ বস্তা আদা চাষ করেছি। অতি বৃষ্টি এবং পোকার আক্রমণে ১০০ এর অধিক বস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।ঠিকানা : চরমান্দারী, ফরিদগঞ্জ, চাঁদপুর। ধন্যবাদ।
বস্তায় যতরে ছিদ্র বা ফুটা করেন না কেনো বস্তারে প্রচুর পানি ও রস ধইরা রাখে , তাই বস্তরে আদা পইচা যাইতেছে এটা একদম সত্য কথা কইতেছি । আমারে অনেক বস্তা আদা পইচা নষ্ট হইয়া যাইছে । পরের বছর আর বস্তায় আদা লাগাবু না , একটু উঁচু জায়গায় মাটিতে আদা লাগাবু ভাবতেছি , হালকা ছায়া যুক্ত,ও বৃষ্টি কম পড়ে সেখানে লাগালে ভালো হবে । DAP, ইউরিয়া, দেওয়া যাবে না । শুধু হাড় গুঁড়ো মিশাইয়া লাগাই দিবেন ।
আপনি গোবর সার বাদ দিয়ে। সবজির ঝলকা দিয়ে স্যার বানান এবং তা ব্যবহার করুন। বৃষ্টি হলে আশা করে পচবে না। মাটি দুই ভাগ বালি এক ভাগ দিবেন। প্রতি বস্তাতে।
কেন এমন অবস্থা হলো জানাবেন
এই টা কোন জেলায় চাষ করে ছেন, এবং কত বসতা আধা লাগাইছেন, আর এরকম সমস্যা হয়তো বেশি বৃষ্টি হওয়ার কারণে, বাকি আল্লাহ মাবুদ ভালো জানেন
আমি এই বছর প্রায় ৭০০ বস্তা আদা চাষ করেছি। অতি বৃষ্টি এবং পোকার আক্রমণে ১০০ এর অধিক বস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।ঠিকানা : চরমান্দারী, ফরিদগঞ্জ, চাঁদপুর। ধন্যবাদ।
@@mkagrochandpur চায়না জাতের আদার ভিডিও দেইখেন।
বস্তায় যতরে ছিদ্র বা ফুটা করেন না কেনো বস্তারে প্রচুর পানি ও রস ধইরা রাখে , তাই বস্তরে আদা পইচা যাইতেছে এটা একদম সত্য কথা কইতেছি । আমারে অনেক বস্তা আদা পইচা নষ্ট হইয়া যাইছে । পরের বছর আর বস্তায় আদা লাগাবু না , একটু উঁচু জায়গায় মাটিতে আদা লাগাবু ভাবতেছি , হালকা ছায়া যুক্ত,ও বৃষ্টি কম পড়ে সেখানে লাগালে ভালো হবে । DAP, ইউরিয়া, দেওয়া যাবে না । শুধু হাড় গুঁড়ো মিশাইয়া লাগাই দিবেন ।