ময়মনসিংহের হাট বাজারে বিক্রি বেড়েছে মাছ ধরার যন্ত্রের। Birjoddha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • বৈশাখ জ্যৈষ্ঠে ধান কাটার পর থেকে নদী-নালা, খাল-বিলে পানি বাড়তে থাকে। নতুন পানিতে প্রচুর দেশীয় প্রজাতির মাছের ছুটোছুটি শুরু হয়। এ সময় মৎস্য শিকারীরা মাছ ধরার যন্ত্র দিয়ে মাছ শিকার করে থাকেন। বর্ষার এই মৌসুমে হাট বাজারে চাহিদা বেড়ে যায় বাইনা, বাইড়, পল ও অন্যান্য যন্ত্রের। দোকানিরাও এসব জিনিস প্রচুর বিক্রি করার ফলে বেশ মুনাফা পেয়ে থাকেন। ময়মনসিংহের ভালুকা উপজেলার বাটাজোর হাটে বাঁশ ও সূতা দিয়ে তৈরি এসব হস্তশিল্পের জিনিসপত্রের চাহিদা ও বাজার দর সম্পর্কে বিক্রেতা ও মৎস্য শিকারীদের কাছ থেকে নানা অভিজ্ঞতার কথা জানার চেষ্টা করেছি। তারা জানিয়েছেন বর্ষা মৌসুমে এসব যন্ত্রের চাহিদা থাকে অনেক। বিক্রিও হয় ভাল। তবে বাঁশ ও সূতা এবং শ্রমিক মজুরী বৃদ্ধি পাওয়ায় দামও কিছুটা বেড়েছে।

ความคิดเห็น • 2

  • @motalebkhan2621
    @motalebkhan2621 12 วันที่ผ่านมา

    আমার লাগবে

  • @user-ox9tb2dp8g
    @user-ox9tb2dp8g 16 วันที่ผ่านมา

    যারা এগুলো বিক্রি করে তাদের ফোন নম্বর দিয়ে দিবেন