সনাতনী গোপীনাথ দাস ব্রহ্মচারীর শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রকে আক্রমণ (১ম পর্ব)। প্রবি।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 219

  • @krishnapadamajumder1956
    @krishnapadamajumder1956 12 วันที่ผ่านมา

    Joy guru dada khub sundor lagche 🙏🙏🙏🙏🙏

  • @narendranathmahato2250
    @narendranathmahato2250 19 วันที่ผ่านมา

    জয় গুরু 🙏🏻
    অসাধারণ আলোচনা।

    • @prakash52252
      @prakash52252  17 วันที่ผ่านมา

      অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানাই। কমেন্ট ক'রে পাশে থাকার জন্য খুব ভালো লাগলো। আসুন হাতে হাত রেখে আরো অনেক মানুষের কাছে ঠাকুরের কথা ছড়িয়ে দিই। এইভাবে পাশে থাকবেন। জয়গুরু।

  • @muktipadadas7363
    @muktipadadas7363 19 วันที่ผ่านมา +1

    যার দর্শন যেমন তিনি সব কিছুতেই তাই দেখতে পান। গোপীনাথ ব্রহ্ম চারী শুধু নেতিবাচক দিক ই দেখতে পান ভালো দেখতে পান না।

    • @prakash52252
      @prakash52252  17 วันที่ผ่านมา

      এসব অহংকারী অজ্ঞানী মূর্খ কপট ভন্ড মানুষদের জন্যই আজ হিন্দুদের শোচনীয় অবস্থা। তবুও হিন্দুদের জ্ঞানের চোখ খোলে না। এরাই হিন্দুদের কাছে হিন্দু ধর্ম মতের ধারক বাহক। এরাই স্বঘোষিত সনাতন ধর্মের অভিভাবক।

  • @TIPLUDAS-du7fk
    @TIPLUDAS-du7fk 2 หลายเดือนก่อน +14

    অনুকূল ঠাকুর আমার দেবতা নন, তিনি আমার কাছে একজন মহাপুরুষ। তাহলে আপনি কিভাবে বললেন তিনি সমস্ত সনাতনী সম্প্রদায়ের আরাধ্য দেবতা? আমি জানতে চাই , উত্তর দিবেন। ধন্যবাদ 🙏

    • @sunildas-xy4ip
      @sunildas-xy4ip 2 หลายเดือนก่อน

      ভগবান পুরুষোত্তম রাম লঙ্কা বিজয়ের পরেও জন্মভূমি অযোধ্যায় ফিরে আসেন। তাহলে কথিত ভগবান অনুকূল চন্দ্র কেন জন্মভূমি বাংলাদেশ ছেড়ে ভারতে এলেন এবং ফিরে কোনো দিন যেতে পারেনি? কার ভয়ে? ভগবান বা মহাপুরুষ হলে কিসের ভয়?

    • @prakash52252
      @prakash52252  2 หลายเดือนก่อน +3

      কে কার কাছে কি সেটা তার ব্যক্তিগত জ্ঞানের গভীরতার ওপর নির্ভর করে। আপনার কাছে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র দেবতা না হ'তে পারেন তা' আমিও বলছি তিনি দেবতা নন। শুধু দেবতা বললে তাঁকে ছোটো করা হয়; তিনি সর্বশক্তিমান, সর্বদর্শী, সর্বজ্ঞ এক ও অদ্বিতীয় ঈশ্বর। আচ্ছা শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র আপনার দেবতা নন মেনে নিলাম, তা দেবতা অর্থ কি? আর শ্রীশ্রীঠাকুর মহাপুরুষই বা কেন? মহাপুরুষ অর্থ কি?
      আর, আপনি জানতে চেয়েছেন, আমি কিভাবে বললাম শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সমস্ত সনাতনী সম্প্রদায়ের আরাধ্য দেবতা? আপনি দেখিয়ে দেবেন আমার ভিডিওর কোন লাইনে আছে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সমস্ত সনাতনী সম্প্রদায়ের আরাধ্য দেবতা? অবশ্য আপনি ঠিকই বলেছেন তিনি সমস্ত সনাতনী সম্প্রদায়ের আরাধ্য দেবতা। সনাতনী শুধু নির্দিষ্ট গোষ্ঠী অর্থে ব্যবহৃত হয় তাহ'লেও তিনি আরাধ্য দেবতা আর যদি ব্যাপক অর্থে সনাতনী ব্যবহৃত হয় তাহ'লে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র এই বিশ্বের ৮০০কোটি মানুষের শুধু নয়, বিশ্বের সমস্ত সৃষ্টি ও ব্রহ্মান্ডের পর ব্রহ্মান্ড সমস্ত ব্রহ্মান্ডের সৃষ্টিকর্তা।

    • @prodipkumarray6155
      @prodipkumarray6155 2 หลายเดือนก่อน +3

      বদ্ধ পাগল অনকূল যে নিজেকে বাঁচাতে পারেন না তিনি নাকি ঈশ্বর? হাহা😀😀😀😀😀😀😀😀

    • @RaniteRay-p9b
      @RaniteRay-p9b 2 หลายเดือนก่อน

      Right 👍

    • @কৃষ্ণকথা-ঞ২স
      @কৃষ্ণকথা-ঞ২স 2 หลายเดือนก่อน

      আরে ভাই এরা হচ্ছে পেঙ্গুইনের শির্ষ এরাতো বলবেই

  • @swapankantidas2714
    @swapankantidas2714 18 วันที่ผ่านมา

    জয়গুরু

  • @uzzalkumar9949
    @uzzalkumar9949 2 หลายเดือนก่อน +10

    গোপীনাথ দাস বাবাজী ঠিকেই বলেছেন।।।।

    • @ashishbiswas00
      @ashishbiswas00 2 หลายเดือนก่อน

      উনি কোন দেশের বাবা আপনার?যে শাস্ত্র মানে না সে আবার কিসের গুরুমহারাজ,, মনগড়া গায়ের জোড়ে কথা বললেই কি সাধু হয় না কি???

    • @prakash52252
      @prakash52252  2 หลายเดือนก่อน

      যার যার বুঝ তার তার মতন।

    • @FirstYouThenMeআগেআপনিতারপরআমি
      @FirstYouThenMeআগেআপনিতারপরআমি 2 หลายเดือนก่อน

      ​@@prakash52252গোপী নাথ ভুল কিছু বলেনি। বাংলাদেশে হিন্দু নিধন চলছে। তোমরা চুপ কেন??? তোমারা মাঠে নেমে প্রতিবাদ করছো না কেন জিহাদীদের বিরুদ্ধে??? তোমরা তো জিহাদীদের দালালী করছো।

  • @ashokesikdar146
    @ashokesikdar146 19 วันที่ผ่านมา

    জয় গুরু

  • @BasudebAdhikary-hz2pb
    @BasudebAdhikary-hz2pb 2 หลายเดือนก่อน +9

    কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিনে শেষ হয়ে ছিল কিন্তু এই ধর্মের ঠিকাদারদের জন্য আমাদের ধর্মের বাকযুদ্ধ আজ পর্যন্ত থামেনি কালের গতিতে ছুটে চলেছে কে কাকে ছোট করবে বর্তমানে দেখছি । সত্যি এটাই কি আমাদের সনাতন ধর্মের শিক্ষা। এই জন্যই স্বামী বিবেকানন্দ ঠিকই বলেছেন গীতা পাঠ করবার থেকে মাঠে গিয়ে ফুটবল খেলা অনেক ভালো। চালিয়ে যান সাথে আছি । জয় গুরু দাদা ভালো থাকবেন।

    • @FirstYouThenMeআগেআপনিতারপরআমি
      @FirstYouThenMeআগেআপনিতারপরআমি 2 หลายเดือนก่อน

      অনুকূল হচ্ছে মোহাম্মদ এর আরেক রুপ।মোহাম্মদ ইহুদী খ্রিস্টান ও হিন্দুদের ধ্বংস করার জন্য এসেছে এটা কুরান হাদিসে উল্লেখ আছে। আর এই অনুকূলের ভক্ত রা মোহাম্মদ এর ভক্ত। এরা জিহাদের হয়ে হিন্দুদের বিভ্রান্ত করে যাচ্ছে। জিহাদীরা হিন্দু হ/ত্যা করছে আর অনুকূলীরা অনুকূল কে মোহাম্মদ বানাইয়া পূজা করছে। এই অনুকূলীরা সনাতন ধর্মের শত্রু এদের প্রতিহত করতে হবে

    • @prakash52252
      @prakash52252  2 หลายเดือนก่อน +1

      এই বিবেকানন্দকেই ইস্কন প্রতিষ্ঠাতা প্রভুপাদ ও তাঁর শিষ্য অমোঘ লীলা দাস অপমান করেছিলেন তখন সনাতনীরা ইস্কনের বিরুদ্ধে কোনও প্রতিবাদ করেনি। অথচ এই সনাতনীরাই শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রকে পদে পদে অপমান ক'রে যাচ্ছে। আপনি ভালোবাসা নেবেন।

  • @swapankantidas2714
    @swapankantidas2714 18 วันที่ผ่านมา +1

    নিন্দুকের কাজ নিন্দা করা, নিন্দুক নিন্দুক ই

    • @prakash52252
      @prakash52252  17 วันที่ผ่านมา +1

      অথচ এরাই সনাতন ধর্ম ও সনাতনীদের নাকি মুখ!!!!!!!!!!!! স্বঘোষিত সনাতনী গাঁয়ে মানে আপনি মোড়ল।

  • @RebaDey-u8z
    @RebaDey-u8z 2 หลายเดือนก่อน +7

    খুব সুন্দর জয়গুরু দাদা আলোচনা। আপনার।

    • @prakash52252
      @prakash52252  2 หลายเดือนก่อน

      জয়গুরু। আমার ভালোবাসা জানবেন। অনেক ধন্যবাদ। পরমপিতা আপনার মঙ্গল করুন।

  • @santwanamaitra-kp8id
    @santwanamaitra-kp8id 2 หลายเดือนก่อน +4

    জয় গুরু,,,দাদা Excellent আলোচনা

    • @prakash52252
      @prakash52252  2 หลายเดือนก่อน +2

      জয়গুরু। মন্তব্য করার জন্য ও ভালো লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইলো।

  • @ranjon8416
    @ranjon8416 2 หลายเดือนก่อน +2

    আমি একটি কথা সহভাগিতা করতে চাই। একজন লোক যে বিশ্বাস নিয়ে জীবনে শান্তি খুঁজে পায়, সেটিই তার কাছে শ্রেষ্ট ধর্ম। ধর্ম হচ্ছে বিশ্বাস, যা সে জীবনভর ধারণ করে।

  • @congratulations-p2u
    @congratulations-p2u 2 หลายเดือนก่อน +3

    আমি অতি ক্ষুদ্র পাপী।আপনার কাছে আমি সামান্য ধুলোকনার চাইতেও ক্ষুদ্র।তবে আপনার কাছে আমার প্রশ্ন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি হলেন সৃষ্টিকর্তা।তার সাথে অনুকূল ঠাকুরের কিভাবে তুলনা করেন?তবে আমি এটুকুই বুঝি তিনি হলেন একজন মহা মানব,মহাপুরুষ মাত্র।ভগবান নন।জয়গুরু🙏🙏

    • @sujanpaul2754
      @sujanpaul2754 2 หลายเดือนก่อน +1

      সৃষ্টিকর্তা এক ও অদ্বিতীয় । যুগ গুরু সঙ্গ করিলে বুঝা যায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কে। জয়গুরু

  • @KunalDas-s9x
    @KunalDas-s9x 2 หลายเดือนก่อน +5

    অনুকূল ঠাকুর যখন ছিলেন তখন চালের দাম ছিল কয়েক পয়সা কেজি।আর এখন এক কেজি চালের দাম গড়ে ষাট টাকা।ঠাকুরের দেওয়া নাম এখনও ওটাই আছে। তাহলে জিনিস পত্রের দাম, পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়া, আচার আচরণ,সব কিছুই পরিবর্তন হয়েছে আরো পরিবর্তন হবে। তাতে কি প্রমাণ হয়না যে ধর্মের চুলকানিও এক জায়গায় বসে থাকে না। আন্দামান দ্বীপপুঞ্জে একটা নিষিদ্ধ এলাকা আছে যারা গোটা বিশ্বের কোন মানুষের সাথে যোগাযোগ নেই। সেই মানুষগুলোকে জ্ঞান দিতে কোনো ঠাকুর যায়নি কেন?করণ তারা জানতো ওখানে গেলে ভগবানগিরি পুকটি দিয়া বের করে দিবে।

  • @sujanpaul2754
    @sujanpaul2754 2 หลายเดือนก่อน +4

    আচার আচরণে ও বাক্যে যিনি সুন্দর তাকে ধার্মিক মনে করি। এর ব্যত্যয় যেখানে সেখানে ধর্ম থাকতে পারে না। ধর্ম মানে মৈত্রী সকল অস্তিত্ব কে ধরে রাখা। তাই কথায় বলে, সাধু সাবধান। সাধু হ,ও,সাধু সেজ না। এই সুন্দর প্রতিবাদ জন্য জয়গুরু।

    • @prakash52252
      @prakash52252  2 หลายเดือนก่อน

      জয়গুরু। আপনার ভালো লেগেছে জেনে আপনাকে অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই।

    • @patitpabanballav6296
      @patitpabanballav6296 2 หลายเดือนก่อน

      Taka ki tumi dao.

  • @bholanathpandey4851
    @bholanathpandey4851 2 หลายเดือนก่อน +4

    Khub sundor Explanation res। Dada। Joyguru

    • @prakash52252
      @prakash52252  2 หลายเดือนก่อน

      জয়গুরু। ভালো লাগার জন্য অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই।

  • @pradipkumarsikder3641
    @pradipkumarsikder3641 2 หลายเดือนก่อน +11

    অনুকূল প্রতিকূল বাদ দিন।একতা গড়ে তুলুন।ধন্যবাদ।

    • @prakash52252
      @prakash52252  2 หลายเดือนก่อน +1

      বাদ দিতে দিতে জীবন থেকে সবই বাদ দিয়েছেন। তা একতা গড়ে তুলবেন কিসের ভিত্তিতে? একতার দানা বাঁধাবেন কি উপায়ে সেটা বলবেন? একতা গড়ে তুলুন বললেই একতা গড়ে ওঠে দাদা? গড়ে তোলার ফর্মুলাটা কি? যে কোনও জিনিস দানা বাঁধাতে গেলে একটা মাধ্যম চাই। এটা জানেন তো? নাকি জানেন না? যদি জানেন তাহ'লে বলুন সেই মাধ্যমটা কি বা কে? আর যদি না জানেন তাহ'লে আপনার বলাটা কিন্তু হ'লো তাত্ত্বিক আমেজে ডুবে থেকে বকোয়াস। আমার আন্তরিক ভালোবাসা নেবেন দাদা।

    • @sudhirmallick4624
      @sudhirmallick4624 2 หลายเดือนก่อน

      একতাবদ্ধ হওয়ার জন্য আজই আপনি জাতিভেদ, বর্ণভেদ, উঁচু নীচু ভেদাভেদ, ঘৃনা বিদ্বেষ বিষবৎ পরিত্যাগ করুন এবং এসবের কুফল যে সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে তা সকলকে বোঝান। না হলে … ঠাকুর অনুকুল বা প্রতিকুল কোন কুল ই আপনাকে, আপনার সমাজ সংস্কৃতিকে বাঁচাতে পারবেনা। তখন শুধু অকুলেই ভাসবেন ।

    • @FirstYouThenMeআগেআপনিতারপরআমি
      @FirstYouThenMeআগেআপনিতারপরআমি 2 หลายเดือนก่อน

      ​​@@prakash52252শ্রী অনুকূল ঠাকুর একজন সনাতন ধর্মালম্বী একজন ধর্ম গুরু। তাকে আপনারা মোহাম্মদ বানাইয়া, যীশু বানাইয়া, রাম বানাইয়া কৃষ্ণ বানাইয়া হিন্দুদের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করে হিন্দুদের মধ্যে বিভাজন সৃষ্টি করে জিহাদীদের সুবিধা করে দিচ্ছেন সুকৌশলে। এটা করছেন কেন???

    • @t-5081
      @t-5081 16 วันที่ผ่านมา

      Ek ebong adwitiyo onkar er upasana....karon onkarei ekmatro upasya jetake sab sanatonira sweekar kore....baishnab,shakto,shaiba,ramayet,ganapatya sabarei milon onkarer madhyomei howa sambhab ​@@prakash52252

  • @SantoshBiswas-jz3cs
    @SantoshBiswas-jz3cs 2 หลายเดือนก่อน +3

    আমরা হিন্দু জাতি হিংসা বাদ দিয়ে সবাই এক সাথে কাজ করি ।

    • @prakash52252
      @prakash52252  2 หลายเดือนก่อน

      সেটা কে বোঝাবে স্বঘোষিত সনাতনী মুখপাত্রদের?

  • @swapankantidas2714
    @swapankantidas2714 18 วันที่ผ่านมา

    গোপীনাথ নাথ দাস অতি সাধারণ মানুষ

    • @prakash52252
      @prakash52252  17 วันที่ผ่านมา +1

      কিন্তু কথা বলে অসাধারণ অসভ্য জংলীর মত।

  • @rubelmuzumdarrubelmuzumdar
    @rubelmuzumdarrubelmuzumdar หลายเดือนก่อน

    গুরু নিন্দা মহাপাপ

    • @prakash52252
      @prakash52252  17 วันที่ผ่านมา

      কে শোনে আর কে-ই বা বোঝে। কথায় আছে, চোরা না শোনে ধর্মের কাহানী।

  • @birajbanik5978
    @birajbanik5978 2 หลายเดือนก่อน +3

    খুব সুন্দর আলোচনা।
    জয়গুরু।

    • @prakash52252
      @prakash52252  2 หลายเดือนก่อน

      ভালো লাগার জন্য অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই। জয়গুরু।

  • @gunorajdas2561
    @gunorajdas2561 2 หลายเดือนก่อน +4

    কোন শাস্ত্রে লেখক আছ
    অনুকুল ভগবান্ আপনি দেখবেন

    • @prakash52252
      @prakash52252  2 หลายเดือนก่อน +4

      আগে বলুন ভগবান কথার মানে কি? কোনও শাস্ত্রের ক্ষমতা নেই ভগবানকে স্বীকৃতি দেয়। শাস্ত্র থেকে ভগবান বা ঈশ্বরের উৎপত্তি নয়। ভগবান বা ঈশ্বর থেকে শাস্ত্র জন্ম নেয়। শাস্ত্রে ভুল থাকতে পারে কারণ তা মনুষ্য দ্বারা লিখিত। কিন্তু ইশ্বর বা ভগবানে কোনও ভুল নেই।

  • @tirthamallick4058
    @tirthamallick4058 2 หลายเดือนก่อน +1

    জন্মের শত সহস্র ভালোবাসা আপনাকে দাদা❤

    • @prakash52252
      @prakash52252  2 หลายเดือนก่อน

      আপনিও আমার আন্তরিক ভালোবাসা গ্রহণ করুন । পরমপিতার চরণে আপনার সর্ব্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি।

  • @Labrafun
    @Labrafun 18 วันที่ผ่านมา

    Shudhu ami na aro samaje onek manush ache jara jante chay je , Istravridhi r taka joma hoy she taka diye ki kaj kara hoy ? Istravridi karle samasta bipod aapod par hoye jaay kivabe? Practically profe kivabe karben ?
    Asha kari ans.. ta pab

    • @prakash52252
      @prakash52252  17 วันที่ผ่านมา +1

      এক তো মুখ দেখাবার ও নাম তুলে ধরার অওকাত নেই। মুখ লুকিয়ে ও নাম ভাঁড়িয়ে চোরের মত প্রশ্ন করেন অপমান করার জন্য। এই ধরণের চোরের মত কাউকে অপমান করার শিক্ষা কোথা থেকে পান? আমি কি আপনাকে কোনও অপমান, অশ্রদ্ধা করেছি? শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র কি আপনার কোনও ক্ষতি করেছেন নাকি আপনাকে অপমান করেছেন, কটু কথা বলেছেন? তাহ'লে এই শিক্ষা কোথা থেকে পেলেন? জানতে হ'লে কাছে আসতে হয়। পাড়ে দাঁড়িয়ে হাত পা ছুঁড়ে সাঁতার শেখা যায় না। জলে নামতে হয়।
      আর, আপনার মত মূর্খ, অহংকারী সবজান্তা মূল্যহীন বালখিল্য লোকেদের কৈফিয়ত দেওয়ার জন্য বিশ্বজুড়ে হিন্দু, মুসলমান, খ্রীষ্টান, বৌদ্ধ, জৈন, শিখ ইত্যাদি বিভিন্ন সম্প্রদায় ও ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও আমেরিকা ইত্যাদি বিভিন্ন দেশের ১০কোটি মানুষ ইষ্টভৃতি করে না। আপনার বালখিল্য সাহস ও ঔদ্ধত্ব দেখে করুণা হয়।
      আর, আমার রক্ত জল করা পরিশ্রমের রোজগারের টাকা আমি কি করবো আর না-করবো, মাল খাবো, নাকি বেশ্যাবাড়ি গিয়ে উড়িয়ে দেবো নাকি শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র প্রবর্তিত ইষ্টভৃতি করবো সেটা আমি বুঝবো। আপনাকে কৈফিয়ত দেবো? আপনি কে হরিদাস পাল জিজ্ঞেস করবার? কোন অধিকারে আপনি জিজ্ঞেস করেন? আমি আপনাকে জিজ্ঞেস করেছি আপনার রোজগারের টাকা বা আপনার পিতার রোজগারের টাকা আপনি কি করেন? নিজেকে নিজের এক্তিয়ারে রাখুন। অযথা অন্যের ব্যাপারে নাক গলাবেন না, ও নিজেকে সস্তা করবেন না। ভালো থাকুন।

    • @Labrafun
      @Labrafun 17 วันที่ผ่านมา

      @prakash52252 পিছনে লুকিয়ে প্রশ্ন করার জন্য ক্ষমা প্রার্থী।
      যে কমেন্ট box পড়তে আসবে , যাদের মনে প্রশ্ন কিন্তু কিভাবে লিখবে বুজে না , ফলে এই পারের ও না ওই পারের ও না হয়ে থেকে যায়।
      কিন্তু আপনি আপনার ক্রুদে নিজের ভাষা ভুলে গিয়েছেন না ত? আপনি পুকুরে নেমেছেন, বুজেন বুজতে চেষ্টা করেন ভালো কথা । এইরকম miss word ব্যবহার করে আমাকে বুজতে হবে?

    • @Labrafun
      @Labrafun 17 วันที่ผ่านมา

      @prakash52252 আমি ভেবেছিলাম সুন্দর সুন্দর শব্দ দিয়ে বুঝাবেন, আচার্য দেব বলেছেন যত পরিশ মানুষ ধর, আপনি কিভাবে ধরবেন 🤔 , মুখের ভাষা ঠিক করতে পারছেন না ইস্ট্রাবৃদি করে আপনি কি করবেন 🤷 , ,

    • @Labrafun
      @Labrafun 17 วันที่ผ่านมา

      @@prakash52252 আমি উত্তর পেলাম না

  • @TapanDasgupta-s5w
    @TapanDasgupta-s5w 2 หลายเดือนก่อน +1

    দাদা জয় গুরু, আপনাকে, এই সব কথা তুলে ধরার জন্য, জয় গুরু ভালো থাকবেন,

    • @prakash52252
      @prakash52252  2 หลายเดือนก่อน

      আপনিও ভালো থাকুন, খুব ভালো থাকুন এই আমার প্রার্থনা আমার দয়ালের কাছে। আপনার ভালো লাগার জন্য আমার ভালোবাসা ও ধন্যবাদ জানাই আপনাকে। জয়গুরু।

  • @pranobkumar1111
    @pranobkumar1111 2 หลายเดือนก่อน

    Joyguru joyguru dada

    • @prakash52252
      @prakash52252  2 หลายเดือนก่อน

      জয়গুরু।

  • @SefaliNath
    @SefaliNath 2 หลายเดือนก่อน +1

    Joy. Guru dada khub sundor aluchana🎉🎉 aponi tik bujia dilen Takurer matadarsha❤❤🎉Thanks dada

    • @prakash52252
      @prakash52252  2 หลายเดือนก่อน

      জয়গুরু। আপনার ভালোলাগার জন্য আপনাকে অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই।

  • @sujanpaul2754
    @sujanpaul2754 2 หลายเดือนก่อน +3

    গোপিনাথ দাসব্রহ্মচারীর এমন বক্তব্য সমাজে বিষিয়ে তুলবে আমার ধারণা। জয়গুরু।

    • @prakash52252
      @prakash52252  2 หลายเดือนก่อน +1

      সমাজকে বিষিয়ে তোলার জন্য ঈশ্বর অবিশ্বাসীর থেকে সমস্ত সম্প্রদায়ের তথাকথিত ঈশ্বর বিশ্বাসীরাই মূলত দায়ী। জয়গুরু।

  • @BhabatoshMitra-r9q
    @BhabatoshMitra-r9q 2 หลายเดือนก่อน

    Every where you grow, does not matter, Lord Sri Krishna is Param Porusuttam Bhagavan, Sri Anukul Thakur is a great devotee of Lord Sri Krishna

    • @prakash52252
      @prakash52252  2 หลายเดือนก่อน

      How do you understand Lord Krishna Param purushottam? How do you understand SriSri Thakur Anukulchandra is his great devotee?

  • @ShilaDatta-ie5rg
    @ShilaDatta-ie5rg 2 หลายเดือนก่อน +2

    জয় গুরু।

    • @prakash52252
      @prakash52252  2 หลายเดือนก่อน

      জয়গুরু।

  • @Kirtan57325
    @Kirtan57325 2 หลายเดือนก่อน +2

    Kuboy Sundar hoyeche

    • @prakash52252
      @prakash52252  2 หลายเดือนก่อน +1

      অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই আপনার ভালো লাগার জন্য।

  • @BhagirathBaroi
    @BhagirathBaroi 2 หลายเดือนก่อน

    বুদ্ধদেব, রামকৃষ্ণ, যীশু, কৃষ্ণ, এরা মহাপুরুষ, অনুকুল একজন মানুষমাত্র।

    • @PranabDatta-t7h
      @PranabDatta-t7h 2 หลายเดือนก่อน

      আর আপনি একজন কিছুই জানেন না

    • @sriguruTv-td9ip
      @sriguruTv-td9ip หลายเดือนก่อน

      ​@@PranabDatta-t7hআর আপনি সব জানতা

    • @prakash52252
      @prakash52252  17 วันที่ผ่านมา

      আর, এই সামান্য একজন মানুষটাই আপনি থাকতে থাকতেই ভারত সহ বাংলাদেশ, নেপাল, মায়ানমার, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার প্রায় অনেকটাই গ্রাস ক'রে ফেলেছে, যা আপনার সন্দেহ অবিশ্বাস আর ঘৃণার চোখে ধরা পড়েনি। আর, গোটা পৃথিবিটাকে গ্রাস ক'রে ফেলবে একদিন এই সামান্য মানুষটাই, সেদিন আপনি থাকবেন না।

  • @BiplobDas-r5p
    @BiplobDas-r5p 2 หลายเดือนก่อน +2

    joy guru

    • @prakash52252
      @prakash52252  2 หลายเดือนก่อน

      জয়গুরু।

  • @amarkrishnaroy1367
    @amarkrishnaroy1367 2 หลายเดือนก่อน +3

    এতো বিতর্ক হচ্ছে l কেন যে ঠাকুর ইস্ট ভৃতি বানালো l অনেকে একে তোলা বাজি মনে করছেন l

    • @prakash52252
      @prakash52252  2 หลายเดือนก่อน +1

      বিতর্ক কেন হয়? জলের নীচে Sediment কখন ভেসে ওঠে। যখন নাড়া পড়ে। আন্দোলিত হয়। যখন ঝড় ওঠে তখন খুঁটি শক্ত ক'রে ধরে থাকতে হয় নইলে ঝড়ে উড়িয়ে নিয়ে যায়। ইষ্টভৃতির অন্তর্নিহিত মর্মার্থ ক'জন বুঝেছে? সৎসঙ্গীরাই যখন ইষ্টভৃতির গভীর মর্মার্থ বোঝেনি তখন সাধারণ অসাধারণ অদীক্ষিতরা কি ক'রে বুঝবে? তাদের কাছে তোলাবাজিই মনে হবে। তবে ইষ্টভৃতি থেকে যে বা যারা আমাকে সরিয়ে রাখে তারা আমার কাছে শয়তান। যদি এটা বুঝি তাহ'লে শয়তানের হাত থেকে রক্ষা পাবো, শেষের সেদিন ভয়ংকর হবে না।

    • @amarkrishnaroy1367
      @amarkrishnaroy1367 2 หลายเดือนก่อน

      @prakash52252 আমি কিন্তু হরি কুল, গুরু কুল, কৃষ্ণ কুল ইত্যাদি কোন কূলে সরাসরি যুক্ত নই l সনাতন ধর্মে ইস্ট ভৃতি ছিল কিন্তু অন্য ভাবে l যেমন মুষ্টি চাল পয়সা ইত্যাদি জমিয়ে রাখা হোত এবং সময় বুঝে সাধু ভিখারি দরিদ্র লোকদের দেয়া হোত l ভক্ত যেখানে ইচ্ছা ওই গুলো খরচ করতে পারতো l কিন্তু ঠাকুরের ইস্ট ভৃতির টাকা গুরু গৃহে পাঠাতে হয় l মনে হয় দেও ঘরেই ভগবান বাধা আছে l ভগবানের নামে সঞ্চিত অর্থ নিজ হাতে দান করলে যত টুকু আত্ম তৃপ্তি হয় হেড কোয়ার্টারে পাঠালে সেটা হয় না l শিষ্য গুরু গৃহে গেলে তখন সাধ্য মত দান করবে এটা স্বাভাবিক l কিন্তু এই প্রথায় বল প্রয়োগ করা হচ্ছে এই রকম মনে হয় l প্রকৃত সনাতন ধর্ম পালন করতে টাকা পয়সার দরকার হয়না l

    • @Gippnbcghcxxvb
      @Gippnbcghcxxvb 2 หลายเดือนก่อน

      টাকা মূখ্য

  • @pranobkumar1111
    @pranobkumar1111 2 หลายเดือนก่อน

    Oni. Guunath

  • @bablubarman6499
    @bablubarman6499 2 หลายเดือนก่อน +1

    তাহলে শ্রীশ্রী ১০৮ এর মানে কি?দয়া করে জানাবেন ।জয়গুরু

    • @prakash52252
      @prakash52252  2 หลายเดือนก่อน

      প্রথমে তো মুখটা দেখান কে আপনি দেখি, তারপর আলোচনা শুরু করা যাবে। ভালো থাকবেন।

  • @brajendrakrbiswas8282
    @brajendrakrbiswas8282 2 หลายเดือนก่อน +1

    খুব ভালো উপযুক্ত আলোচনা করছেন আপনাকে জয়গুরু ও প্রনাম জানাই, অমরা গুরু ভাইরা আর চুপ করে থাকবো না, আমাদের নবরূপী ভগবান কে উল্টো পাল্টা কথা বলা ওগুলো কখনও মেনে নিতে পারবো না । আর যারা ঠাকুর কে নিয়ে উল্টো পাল্টা কথা বলছেন তাদের কে আগে বলি ঠাকুর এর বই গুলো আগে পড়ুন তাহলে বুঝতে পারবেন কে ছিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। জয়গুরু

    • @prakash52252
      @prakash52252  2 หลายเดือนก่อน +1

      আমার বুক ভরা ভালোবাসা ও ধন্যবাদ জানাই আপনাকে। খুব সুন্দর কথা বলেছেন "ঠাকুর এর বই গুলো আগে পড়ুন তাহলে বুঝতে পারবেন কে ছিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র"। পরমপিতার চরণে আপনার সর্ব্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। জয়গুরু।

    • @brajendrakrbiswas8282
      @brajendrakrbiswas8282 2 หลายเดือนก่อน

      @prakash52252 জয়গুরু 🙏

    • @PranabDatta-t7h
      @PranabDatta-t7h 2 หลายเดือนก่อน

      একদম ঠিক দাদা জয়গুরু 🙏🙏🙏

  • @swapanray8194
    @swapanray8194 2 หลายเดือนก่อน

    Joy guru

    • @prakash52252
      @prakash52252  2 หลายเดือนก่อน

      জয়গুরু।

  • @pranab-music-vlogs-channel
    @pranab-music-vlogs-channel 2 หลายเดือนก่อน +1

    Osadharon

    • @prakash52252
      @prakash52252  2 หลายเดือนก่อน

      ভালোলাগার জন্য অনেক ভালোবাসা ও ধন্যবাদ।

  • @BhabatoshMitra-r9q
    @BhabatoshMitra-r9q 2 หลายเดือนก่อน

    Anukul Thakur, Hajrat are never param Porusuttam Bhagavan, they are just great personalities, that’s all

    • @prakash52252
      @prakash52252  2 หลายเดือนก่อน

      How do you understand that SriSri Thakur Anukulchandra and SriSriHajrat Mohoammad are not Param Purushuttom Bhagavan and how do you know that they are just great personalities? You justified by saying that's all. After that discussion is futile. Thank you. Take love.

  • @pradipdebnath.8975
    @pradipdebnath.8975 2 หลายเดือนก่อน

    মানুষ কি ভগবান হতে পাৱে?ধৰ্ম কি অনেক হতে পাৱে?এসব ধৰ্ম ধৰ্ম কৱে কি দেশ বাচবে?দিন দিন সনাতন ধৰ্ম লুপ্ত হতে চলছে তা না কৱে লড়াই কৱাৱ শিক্ষা দিন।

    • @prakash52252
      @prakash52252  2 หลายเดือนก่อน

      তাহ'লে ভগবান কে? কোথায় থাকেন তিনি? একবার বলছেন ধর্ম অনেক হয় না। একবার বলছেন ধর্ম দিয়ে কি দেশ বাঁচবে?আবার বলছেন সনাতন ধর্ম লুপ্ত হ'তে চলেছে। আমার শিক্ষা হ'লো আগে ঠিক করুন কোন কথাটা বলবেন?

  • @tamalsarama5877
    @tamalsarama5877 2 หลายเดือนก่อน +1

    সনাতনী বা সনাতন ধর্ম বলতে কি ব্যখা বা আমরা বুঝতে বা জানতে পারি এব্্ অন্যকে বুঝাতে পারি তা বিস্তারিত আলোচনা করার জন্য বিনম্র অনুরোধ রাখছি।

    • @tamalsarama5877
      @tamalsarama5877 2 หลายเดือนก่อน

      গোপীনাথ বমচারীর উদ্দেশ্য আমার জিজ্ঞাসা ও বিনম্র আবেদন ।

    • @prakash52252
      @prakash52252  2 หลายเดือนก่อน

      অনুরোধটা কার উদ্দেশ্যে রেখেছেন বুঝতে পারলাম না। গোপীনাথ দাস ব্রহ্মচারীর উদ্দেশ্যেও আপনি রেখেছেন দেখলাম।

  • @milanKar-c1q
    @milanKar-c1q 2 หลายเดือนก่อน

    এতই যখন গ্রেটেস্ট বাংলাদেশ থেকে বিহারে আসলেন কেন। উনি এক জায়গাতেই গ্রেটেস্ট প্রথম নেটওয়ার্কিং ব্যবসা চালু করেছেন।

    • @prakash52252
      @prakash52252  2 หลายเดือนก่อน +2

      ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাকে যেন আপনার চারপাশের ঘরে বাইরে লোকের জন্য বা কারও জন্য কোনও কারণেই নিজের বাড়ি ঘর, নিজের জন্মভূমি, নিজের ছোটোবেলার খেলাঘর ছেড়ে কোথাও না যেতে হয়। দেশত্যাগের, মাতৃভূমি ত্যাগের, ঘর ত্যাগের মত দুঃখজনক যন্ত্রণাদায়ক পরিস্থিতির শিকার হ'তে না হয়।
      আর প্রার্থনা করি আপনিও একটা নেটোয়ার্কিং ব্যবসা শুরু করুন যাতে আপনার শ্রীবৃদ্ধি হয়। আমার আন্তরিক ভালোবাসা নেবেন।

  • @sushantadas1196
    @sushantadas1196 2 หลายเดือนก่อน +1

    জয় নিতাই জয় গৌর

    • @prakash52252
      @prakash52252  2 หลายเดือนก่อน +1

      জয় নিতাই। জয় গৌর।

  • @Saradinddey1M
    @Saradinddey1M 2 หลายเดือนก่อน

    Gopinath ji app kyia boltha hai

  • @bimaldatta5945
    @bimaldatta5945 2 หลายเดือนก่อน

    ভাইয়ে ভাইয়ে আমরা কত আনন্দে ছিলাম কিন্তু সবজান্তা বৌ এরা এসে সব এলোমেলো করে আমাদের ভাইদের বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবেদিগভ্রস্ত করে এক বাবার একাধিক সন্তানদের বিভক্ত করে নিয়ে নিজের কর্তৃত্ব ফলাতে নিজের সন্তানদের নিয়ে আলাদা সংসার পেতে অন্যান্যদের দূরে সরিয়ে নিজে তার সন্তান সন্ততি নিয়ে বেশ আছে।স্বার্থে ঘা লাগলে জায়েদের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়।ভাইদের অনুতাপের,গ্লানির সীমা থাকে না।এটাকি বিদগ্ধ পণ্ডিত ব্যক্তিগণ বোঝেন না? পরস্পর কাদা ছোড়াছুড়ি করে একটি জাতিকে হীনবল,দুর্বল কাপুরুষ জাতিতে পরিণত করতে। এরাই যথেষ্ট বাইরের শত্রুর দরকার নাই।আপনারা এর অন্যের দোষ ধরতে থাকুন আর হাজারটা গোষ্ঠীতে বিভক্ত হয়ে কাঁকড়ার চরিত্রে অভিনয় করে চলুন। বউ দের মতো এক সংসারে থাকার যেমন প্রয়োজন নেই।যখন এক ভাইয়ের উপর আঘাত আসবে তখন অপর ভাইয়ের বৌদের মতো এক গোষ্ঠী অপর গোষ্ঠীকে সাহায্য করবে তো নাকি আড়ালে মজা কুড়াবে আর এক এক করে ভাইয়েরা নিপাত হবে।নিপাত হলে বৌদের অবস্থা কী হবে ভেবেছেন কি? কেউ ভুল বললে ,বলতেই পারেন। যান না তার কাছে ।ভুলটা ধরিয়ে দিন আর নিজে ভুল ধারণা পোষণ করলে তাকে ত্যাগ করে সকলকে একতাবদ্ধ রাখুন।

  • @BhabatoshMitra-r9q
    @BhabatoshMitra-r9q 2 หลายเดือนก่อน

    You are symbol of Kali, that’s why you want to make Anukul Thakur as Bhagavan

    • @prakash52252
      @prakash52252  2 หลายเดือนก่อน

      I am not clear what you said. Please clear first than you clear what is the meaning of Bhagaban?

  • @narsinghpanda9808
    @narsinghpanda9808 20 วันที่ผ่านมา +1

    Sanatani Gopinath Das Brahmachari Ek jan Ninduk Se Bhagwat Charcha kare na
    Taar Video Dekhechhi..... coment Kare Upojukto Jawab Diyechhi Sei Bhanda Sadhu ke
    🙏 Jay Guru 🙏

    • @prakash52252
      @prakash52252  17 วันที่ผ่านมา

      আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রতিবাদ করার জন্য এবং কমেন্ট করার জন্য। আপনি খুব খুব ভালো থাকুরন পরম দয়ালের কাছে প্রার্থনা জানাই। তবে ঐ যে উনার নামের আগে সনাতনী ব'লে সম্বোধন করলেন সেটাও সনাতন ও সনাতনী নামের অপমান। তবে এদের শেষের সেদিন ভয়ংকর। জয়গুরু।

  • @apurbachatterjee7015
    @apurbachatterjee7015 หลายเดือนก่อน

    Gopinath bromhochari thik bolechen,sonaton dhormo rokhay kono obodan nai

  • @mukuldebnath2234
    @mukuldebnath2234 2 หลายเดือนก่อน +1

    সনাতনি হয়ে সনাতনি কে সমালোচনা করা ঠিক নয়.

    • @prakash52252
      @prakash52252  2 หลายเดือนก่อน

      কে কা'কে সমালোচনা করেছে বা করছে সেটা ঠিক বুঝলাম না।

  • @pradyumnanayak9844
    @pradyumnanayak9844 2 หลายเดือนก่อน

    Anybody who insults the guru must not be addressed as Dada. He must be dealt with a slipper 🥿 like Nagmahasay of Sri Ramakrishna fame did. Once Nagmahasay went to his father in law house. One very influential and rich man started talking against Sri Ramakrishna. Nagmahasay requested him politely not to do so. But the rich man did not budge a bit. So Nagmahasay snatched a slipper of that rich man and started beating him with his full force. The rich man threatened him with dire consequences. But Nagmahasay didn't give him a damn. Ultimately, the same man came and admitted his mistake to Nagmahasay. When Swami Vivekanand came to know about this incident he praised Nagmahasay and said that Nagmahasay was a lion of a man. We must treat this type of idiots in the same fashion. Nothing more nothing less.
    You may say that I am highly reactionary. But this is the only way.
    May Lord bless you forever with health, prosperity, happiness and long life.
    Jai guru dada 🙏🌺🌺🌺🌺.

  • @purnapravamukerjee5439
    @purnapravamukerjee5439 2 หลายเดือนก่อน

    আপনি সুন্দর ভাবে কথা গুলো বুঝিয়ে বলেছেন | মানুষ এই বিষয়ে নিশ্চয় ভাববে | এই জন্যই তো আজকে দেশের অবস্থা হয়েছে |

    • @prakash52252
      @prakash52252  2 หลายเดือนก่อน

      আপনাদের মত শ্রোতা, পাঠক আছে বলেই এখনও সোশ্যাল মিডিয়া তার গৌরব হারায়নি। আপনি খুব খুব ভালো থাকুন দয়ালের চরণে এই আমার প্রার্থনা। আমার অনেক ভালোবাসা ও ধন্যবাদ রইলো আপনার প্রতি।

  • @ambareesdhali2719
    @ambareesdhali2719 2 หลายเดือนก่อน

    প্রতিদিন কোন কোন গুরু বা তার শিষ্য চাঁদা তোলেন বলবেন কি? এই চাঁদা মার্কা গোঁসাই কেন ? প্রকৃত গোঁসাই প্রতিদিন চাঁদা নেন না। । মানুষকে ভালোবাসাই ধর্ম।জয় রাধে

    • @prakash52252
      @prakash52252  2 หลายเดือนก่อน +2

      এরকম সারা বিশ্বের হিন্দু, মুসলমান, খ্রীষ্টান, বৌদ্ধ, শিখ, জৈন, মতুয়া ইত্যাদি আরও নানা সম্প্রদায়ের ১০কোটি নারীপুরুষ প্রতিদিন চাঁদা দেন স্বেচ্ছায় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রকে। এর মধ্যে হয়তো আপনার বাড়ির লোক কিংবা আত্মীয়স্বজনও আছেন। তাদের বোঝান এই কথাগুলি এখানে লিখে অকারণ সময় নষ্ট না ক'রে। দেখুন আপনি তাদের ভালোবেসে জয় ক'রে এই ভুল পথ থেকে সরাতে পারেন কিনা।

    • @sujanpaul2754
      @sujanpaul2754 2 หลายเดือนก่อน

      ​@@prakash52252জয়গুরু দাদা এমন সহজ সমাধান দেওয়ার জন্য।

  • @bidyutkumardhar6522
    @bidyutkumardhar6522 2 หลายเดือนก่อน +1

    Sree Sree Thakur has come again!!!Son of Pujanio Kajal Da!

    • @prakash52252
      @prakash52252  2 หลายเดือนก่อน

      If it is true then no one can stop the truth. Can darkness cover the sun? Can the fire be suppressed with ashes? You wait, the truth will emerge one day. But I don't know if you will see. But how old is Kajalda's son? And when he will come out of the shell? SriSriThakur Ramakrishna came but did not leave with full knowledge. So he had to come again so soon in the favorable form of Sri Sri Thakur to give him full knowledge. Then why does Sri Sri Thakur come early and with what reason? There is a reason behind his coming. And remember, when Sri Sri Thakur Anukulchandra came in the form of SriSriMahaprabhu, He said, I will come again, I will come twice. And in support of what Sri Sri Thakur Ramakrishna said, I will go and come. But Sri Sri Thakur AnukulChandra never said anything like that. HE said, Those who do not get the Purushottam directly, then through the Acharya-parampara get his bhava (thought) --something. When that bhava (thought) becomes dirty or dim, it becomes evanescent, full of distortions, to bring people alive with the touch of God. Then HE became human again. But so far that feeling has not become dirty or faded, it has not faded away, it has not become distorted. We have seen and see that Sri Sri Thakur is still alive today through the Acharya tradition. Sri Sri Thakur through Sri Sri Acharyadev continues to enliven all people and continues to give his life to enliven all. Param pujyapada Sri Sri Barda and Param pujyapada Sri Sridada were shining examples of this. And, in the present Acharyadev Sri Sri Babaidada we see the living presence of Sri Sri Thakur. His walk, talk, smile, face, body language, everything has a glimpse of Sri Sri Thakur.
      He who has not seen him, mingled with him, talked to him cannot understand him. Nothing can be understood from a distance. I can invite you to come to him, to be with him and to talk to him, but nothing more. As the saying goes, Samajdar ke liye Ishara Kafi hota hanaye . Hints are enough for the wise man.

  • @HaranathGoswami
    @HaranathGoswami 2 หลายเดือนก่อน

    বেশি কথা বলে সব নস্ট করে দিলেন। মোদ্য
    কথা বললেই এত সময় নস্ট হোত না।

    • @prakash52252
      @prakash52252  2 หลายเดือนก่อน

      আপনার অতি মূল্যবান সময় নষ্ট করার জন্য দুঃখিত। আগামীতে এসব ফালতু কথা শুনে আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না। আমার ভালোবাসা নেবেন।

  • @swapansarkar1120
    @swapansarkar1120 2 หลายเดือนก่อน

    Amra jakhan nijeke akjan dharmik bekti bole thaki takhan amader chalan bolon sahte sathe amader charitrik dorshan fute uthe amader saririk paricharcha abong amader pushakparishad theka. Amra Iskoner voktoder pushaker paribortan dekte pai na. Kintu amader satsanger thatur barir nest genaration thik sherokom deka jaini keno? Unader bohurupi charitrik bhab voktagon dektepan. Kokhanu cinemar hirormotu kokhanu mullader moto? Sabdan agami dine bhoktader ocharda asheni jenu

  • @krishnapadabiswas77
    @krishnapadabiswas77 2 หลายเดือนก่อน +2

    যে ঠাকুর মানুষে মানুষ বিভেদ করে l জাত পাত মেনে চলেন সে আবার ঠাকুর কিশের l যে দুই তিন তে বিয়ে করে সে কিশের ঠাকুর l

    • @H49-j5c
      @H49-j5c 2 หลายเดือนก่อน

      হুজুর হলে ত,,,,মেনে নিতেন।
      ঠাকুর হলেই সমস্যা,,,, 😄

    • @prakash52252
      @prakash52252  2 หลายเดือนก่อน +1

      আপনার সংসারে ভাইয়ে ভাইয়ে, স্বামীস্ত্রীতে, ভাইবোনে, পিতামাতায়, মাতাপিতা সন্তানে বিভেদ হয়নি তো? আপনার পরিবারে আপনি কর্তা। আপনার পরিবারে জাত পাত নিয়ে কথা বলার ঠাকুর কে? জাত পাত একদম মানবেন না। বাড়িতে যদি কোনও জাতের কুকুর অর্থাৎ অ্যালশেসিয়ানের মত কোনও কুকুর থাকে তাহ'লে রাস্তার লেড়ি কুকুরের সাথে বাড়ির অ্যালসেশিয়ানের বিট করাবার জন্য ছেড়ে দেবেন। আর, পারলে আপনিও দু'টো তিনটে বিয়ে করুন না কে বাধা দিচ্ছে? কেউ বাধা দেবে না। এখনও সময় আছে আইন জারী হবার আগেই করে ফেলুন।

  • @DulalRoy-i8w
    @DulalRoy-i8w 2 หลายเดือนก่อน

    দোষ ধরার জন্যে চলে আসলেন।। আপনি বয়কট।। সব সময় সব কিছু চলে না গুরু

    • @prakash52252
      @prakash52252  2 หลายเดือนก่อน

      এখন কিন্তু আর ন্যায় বিচারের প্রতীক চোখ বন্ধ ক'রে নয়, চোখ খোলা প্রতীক। গোপীনাথ বাবাজীর কোনও দোষ চোখে পড়লো না আপনার? আমাকে আপনি বয়কট করতে পারেন। এটা আপনার স্বাধীন চিন্তা, স্বাধীন ভাবনা। এটা আপনার ব্যক্তিগত একক সিদ্ধান্ত, সমষ্টিগত নয় কিন্তু। কি চলবে আর চলবে না সেটা আপনি ঠিক করবেন? নাকি সময় ঠিক ক'রে দেবে? আমি প্রার্থনা করি, আপনার সবসময় সবকিছু যেন ঠিকমতো চলে।

  • @KamaleshMazumder-y8l
    @KamaleshMazumder-y8l 2 หลายเดือนก่อน +1

    You don't know. What is sanatan?

    • @prakash52252
      @prakash52252  2 หลายเดือนก่อน

      Yes, you are right. please let me know what is sanatan? Please teach me.

  • @rabisankarchoudhury4531
    @rabisankarchoudhury4531 2 หลายเดือนก่อน

    Jib toraite provu,nando suto hori,vhuvan te dilen dekka Guru rup dhori.

    • @prakash52252
      @prakash52252  2 หลายเดือนก่อน +1

      তাঁর দুঃখ তাঁকে আমরা চিনতে পারলাম না। চিনতে পারলেও গ্রহণ করলাম না। গ্রহণ করলেও তাঁর কথামতো চললাম না, তাঁর বলা পালন করলাম না।

  • @shyamalmitra198
    @shyamalmitra198 2 หลายเดือนก่อน

    সব ঠিক আছে তো জয় রাধে রাধে কেনো বলেন?

  • @swapansarkar1120
    @swapansarkar1120 2 หลายเดือนก่อน

    Gupi nath Das ja bolechen sanatan jatitake bachanue katha bolechen Sri Sri Thakur tai bolechilen . Kintu aj sanatanir bipad kale amader satsang theke ai bepare ki padakhep niyechen bolte parben ki? Aj sara Bharat borshe amon akti pratisthan dakhan jeta theke manab sampad toiri hochee?parbenki.Na parbenna.tai ajsri,Sri,thakurer next generation takar ahangkar korte dhida bud korenni.aj kuti kuti bhoktader kach theke jeistavitir argha Deogharei pathanur hoche shei taka diye sare ahtaru kuti takar gari croi korebhokta der tachilla korte kuntha bud koreni .amanki srisri Thakur niz hate toiri kora tapubanBidhyaloy protistha kora Bidhalaye Abin babuke ballya shikha tuku denni keno? Tahole ki shekhane parom purush Sri,Sri Thakur ke abaghya kora holona.

    • @prakash52252
      @prakash52252  2 หลายเดือนก่อน

      আপনার কমেন্ট পড়লাম। আপনার প্রশ্নগুলোর উত্তর যথাযথভাবে দিতে গেলে অনেক বড় উত্তর হ'য়ে যাবে। পাঠকের ধৈর্য হারিয়ে যেতে পারে। হয়তো অনেকে পড়বে না, পড়েও না বড় লেখার জন্য। আমি একটু সময় চেয়ে নিলাম। একটু অপেক্ষা করুন, গোপীনাথ ব্রহ্মচারীর পর্ব শেষ হ'লে আপনার প্রশ্নের উত্তর আমি ভিডিওর মধ্যে দিয়ে দেব যাতে আপনার মত এরকম আরো যাদের মনে প্রশ্ন আছে সবাই উত্তর পেয়ে বিভ্রান্তি থেকে মুক্ত হওয়ার সুযোগ পেতে পারে। আমার ভালোবাসা নেবেন। কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। জয়গুরু।

  • @hkhkhkhk923
    @hkhkhkhk923 2 หลายเดือนก่อน

    আমি শুনেছি ভগবান যখন বামন অবতার রুপে এসেছিলেন অশুর গুরু শুক্রাচার্য বামন অবতার কে দান করতে বলি মহারাজ কে বাধা দিয়ে ছিলেন। বলি মহারাজ বাধা না মেনে তিন পা জমি দিয়েছেন। তখন শুক্রাচার্য ছদ্মবেশে ভগবান বামন কে চিনতে পেরে। অভিশাপ দিয়েছেন কলির যুগে অনুকুল ঠাকুর হয়ে কৃষ্ণভক্ত মানুষ কে বিপথগামী করবেন। এখন তাই হচ্ছে।

    • @DevnarayanGarai
      @DevnarayanGarai 2 หลายเดือนก่อน +1

      বিপদ গ্রামী কে সঠিক পথে পরিচালিত করছে
      জয়গুরু

  • @sunilmirdha9759
    @sunilmirdha9759 2 หลายเดือนก่อน

    বাংলাদেশ থেকে পালালেন কেন?

    • @prakash52252
      @prakash52252  2 หลายเดือนก่อน

      আপনার ভয়ে।

  • @Sumonsm-bw6tg
    @Sumonsm-bw6tg 2 หลายเดือนก่อน

    অনুকূল ঠাকুর কি ভগবাণ

    • @prakash52252
      @prakash52252  2 หลายเดือนก่อน

      তাঁর দীক্ষিত ভক্তদের কাছে অবশ্যই ভগবান।

    • @JharnaDas-bv3os
      @JharnaDas-bv3os 2 หลายเดือนก่อน

      হ্যাঁ

    • @Muktovabna-ji6jh
      @Muktovabna-ji6jh 2 หลายเดือนก่อน

      অনূকুল ঠাকুরের মা ভগবান শ্রী বিষ্ণুর কৃপায়। শ্রী কৃষ্ণের আরাধনায় অনূকুলকে পেয়েছিল । আমরা সেই পরমব্রমমা শ্রী শ্রী কৃষ্ণ ভগবান কে ভুলি। ।

    • @prakash52252
      @prakash52252  2 หลายเดือนก่อน

      @@Muktovabna-ji6jh "অনূকুলকে পেয়েছিল" নয় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রকে পেয়েছিলেন। সম্বোধনে শ্রদ্ধা সম্মান না থাকাটাই কলিযুগের অন্যতম পরিচয়। ভগবান শ্রীবিষ্ণু ব'লে যদি কেউ থেকে থাকেন, যদি কোনও অস্তিত্ব থেকে এই দুনিয়ায় মনুষ্য জগতে মনুষ্য রূপে তবে তিনি হ'লেন স্বয়ং শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র। নতুবা সবটাই ইউটোপিয়া।

  • @Indiancriket639
    @Indiancriket639 13 วันที่ผ่านมา

    Wrongful

  • @rofiqSagor
    @rofiqSagor 2 หลายเดือนก่อน

    Paltu

  • @samendraadhikary9531
    @samendraadhikary9531 2 หลายเดือนก่อน +1

    গোপিনাথ বর্তমানে হিন্দু আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন।সৎসঙ্গের স্ট‍্যাণ্ড এ ব‍্যাপারে কি?

    • @anirbanhalder7398
      @anirbanhalder7398 2 หลายเดือนก่อน

      বাংলাদেশ মোট হিন্দুদের মধ্যে বিরাট সংখ্যক সৎসঙ্গী ।আপনি এদের কোন ভুমিকা দেখতে পাবেন না।
      কারণ এদের থিওরিতে অজাচিতভাবে মুসলিম তোসন লক্ষ্য করা যায়।

    • @prakash52252
      @prakash52252  2 หลายเดือนก่อน +3

      সৎসঙ্গের স্ট্যান্ড শুরু থেকে যা ছিল আজও তাই আছে আগামী কোটি কোটি বছরেও তাই থাকবে, যতদিন সৃষ্টি থাকবে। সৎসঙ্গও একটা আন্দোলন। সৎসঙ্গ আন্দোলন হঠাৎ ভুঁইফোঁড়ের মতো গজিয়ে ওঠা pseudo movement না। আর pseudo movement- এর মতো হাউই বাজি হ'য়ে আলো ছড়িয়ে উপরে উঠে অন্ধকারে মিলিয়ে যায় না।

    • @BibekanandaShil-i6c
      @BibekanandaShil-i6c 2 หลายเดือนก่อน

      গোপীনাথ ব্রহ্মচারী একজন বেয়াদব। এই বেয়াদব বাংলাদেশি সনাতনীদের বিপদে পরিচালিত করছে। তিনি ভাগবত জীবনে করেছেন বলে আমার মনে হয় না। আমি ওপেন চ্যালেঞ্জ করছি স্বাস্থ্য নিয়ে আমাদের সঙ্গে বসুক। লম্পট তো বাদ দিয়ে সঠিক পথে চলুক। নইলে ওনার ভবিষ্যৎ খুব অন্ধকার। ইতিমধ্যে প্রকৃতির শাসন শুরু হয়ে গেছে। রাস্তাঘাটে কুত্তার মতো মার খাচ্ছে। এই বেয়াদব শুধু মানুষকে আক্রমণের কথা বলে। এটা কি ধর্ম। কোন শিক্ষিত সমাজ তাকে ছাগল ছাড়া কিছু বলবে না।

  • @rumonshilrumonshil9030
    @rumonshilrumonshil9030 2 หลายเดือนก่อน +1

    অনিকুল ঠাকুর কিসের গুরু অনিকুল ঠাকুরের হিন্দুদের আত্ম পড়ে না

    • @prakash52252
      @prakash52252  2 หลายเดือนก่อน

      'অনিকূল' নয় অনুকূল। নামটা তো আগে ঠিকমতো জানুন বা লিখুন। তারপর না হয় তাঁর বিরোধিতা করবেন। আর, আপনাকে কি কেউ জোর করেছে অনুকূল ঠাকুরকে গুরু ব'লে মানতে? মানবেন না, ব্যস্ হ'য়ে গেল। শুধু শুধু বিদ্ধেষ কেন? আপনার প্রোফাইকে দেখছি শ্রীকৃষ্ণের ছবি। তা' শ্রীশ্রীকৃষ্ণ কি এই বিদ্ধেষ পুষে রাখার শিক্ষা দিয়ে গিয়েছিলেন? আর, আপনার এই "অনিকুল ঠাকুরের হিন্দুদের আত্ম পড়ে না" লাইনের মানে বুঝলাম না।

  • @jotishroy4163
    @jotishroy4163 2 หลายเดือนก่อน +1

    Stop your jokes

  • @SailendraDas-n8h
    @SailendraDas-n8h 2 หลายเดือนก่อน

    Joyguru

    • @prakash52252
      @prakash52252  2 หลายเดือนก่อน

      জয়গুরু।

  • @BhabatoshMitra-r9q
    @BhabatoshMitra-r9q 2 หลายเดือนก่อน

    You are symbol of Kali, that’s why you want to make Anukul Thakur as Bhagavan