ডাবল পাতিল রাইস কুকার কেমন দাম? | How Much Does The Rice Cooker Cost? | Khan Saab

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • #khansaab #খানসাব #রাইসকুকার #RiceCooker
    হঠাৎ দেখলেন বাসায় গ্যাস নেই! চুলা জ্বালানোর মতো নেই উপকরণ'ও! একটা কেরোসিনের চুলাও নেই! তখন খাবেন কী? রান্নার ব্যবস্থা কী? সবাই তো আর বাহিরের খাবার খেতে অভ্যস্ত না! তো, আপনাদের খাবারের দুশ্চিন্তা দূর করবে মুহূর্তে ই এই রাইস কুকার। শুধু বাসায় বিদ্যুৎ থাকলেই হলো! রান্না হয়ে যাবে আরো সহজ।
    উল্লেখ্য; ডাবল পাতিল রাইসকুকার। একটি স্টিল ও একটি এলুমিনিয়ামের হাঁড়ি রয়েছে। ক্যাবলের সঙ্গে একটি মেজারমেন্ট কাপ সহ এসব পাতিলে ব্যবহারোপযোগী একটি প্লাস্টিকের চামচ। এছাড়াও কিছু সেদ্ধ করার জন্য রয়েছে আলাদা একটি নেট পাতিল। এটা একদম উপরে বসিয়ে সেদ্ধ করা যাবে কোনকিছু।
    সামান্য কিংবা কিছুটা ধারণা দেওয়ার জন্যই ইউটিউবের এই প্লাটফর্মে আসা। এই ভিডিও থেকে আপনি নূন্যতম উপকৃত হলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক, ম্যাসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।
    আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এগিয়ে যেতে চাই।

ความคิดเห็น • 4

  • @ayriensultana8055
    @ayriensultana8055 4 หลายเดือนก่อน +1

    আপনার ভিডিও গুলো অনেক ভালো লাগে

    • @khansaab4419
      @khansaab4419  4 หลายเดือนก่อน

      ধন্যবাদ আপনাকে।

  • @fensiakternisi6542
    @fensiakternisi6542 3 หลายเดือนก่อน +1

    অনলাইনে অডার করা যাবে,আপনার দোকান টা কোথায় যদি বলতেন

    • @khansaab4419
      @khansaab4419  3 หลายเดือนก่อน

      হ্যাঁ যাবে। ঢাকার মোহাম্মদপুর।