পরিবারের একজনের যক্ষা হলে কি অন্যদেরও হতে পারে? Q/A Session: Is tuberculosis contagious?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • পরিবারের একজনের যক্ষা হলে কি অন্যদেরও হতে পারে? Q/A Session: Is tuberculosis contagious? Can tuberculosis spread to other members of the family if one member is affected by it?
    আলোচনা করেছেনঃ
    ডাঃ জালাল মোহসীন উদ্দীন,
    মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ।
    জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা।
    এবং প্রেসক্রিপশন পয়েন্ট, বনানী শাখা, ঢাকা।
    / hcbangla
    Health Care Bangladesh
    Health Care Bangla
    HealthCareBangladesh
    Speaker:
    Dr. Jalal Mohsin Uddin
    Medicine and Chest Specialist.
    National Institute of Diseases of the Chest and Hospital, Mohakhali, Dhaka.
    Prescription Point, Bonani, Dhaka, Bangladesh.
    For Appointment: +88 01756-000065

ความคิดเห็น • 257

  • @mdferdousahmedabid8191
    @mdferdousahmedabid8191 2 ปีที่แล้ว +27

    সুবহানাল্লাহ 💖💖💖
    সূর্যের আলো, আল্লাহর কতো বড়ো নিয়ামত 👌👌👌 আলহামদুলিল্লাহ 💖

    • @babliswain4583
      @babliswain4583 2 ปีที่แล้ว

      Dakter babu jodi wifer jakha hoy hasband ki tar pase sute parbe

    • @rudraadhikary8799
      @rudraadhikary8799 ปีที่แล้ว

      Tablet enquery

  • @sanjoychowdhury3612
    @sanjoychowdhury3612 9 หลายเดือนก่อน +2

    খুব ভালো আলোচনা অসাধারণ মনটা হালকা হলো আগে ছিলাম অজ্ঞ এখন হলাম বিজ্ঞ

  • @nusratesa1751
    @nusratesa1751 ปีที่แล้ว +5

    ধন্যবাদ স্যার আপনাকে এতো সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য

  • @rahmaniastor8154
    @rahmaniastor8154 4 ปีที่แล้ว +2

    আমি জালাল মহসিন অধীনে treatment নিচ্ছি।।। আল্লাহ স্যারের অছিলায় আমাকে মাফ করে দাও রোগমুক্ত করে দাও। স্যারের পরামর্শ আমার কাছে অনেক ভাল লাগছে। আল্লাহ স্যারকে কামিয়াব করুক। আমি মহসিন। খিলক্ষেত ঢাকা থেকে। আমি abdominal tv তে ভুগতেছি।

  • @talereal1404
    @talereal1404 ปีที่แล้ว +2

    ধন্যবাদ আপনার গঠন মুলক আলোচনার জন্য,না জানা অনেক কিছু শিখে নিলাম

  • @user-mk8pb5ij4l
    @user-mk8pb5ij4l ปีที่แล้ว +2

    স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

  • @nahianaminfikha3885
    @nahianaminfikha3885 2 ปีที่แล้ว +4

    আপনারা আছেন বলেই আমরা অনেক কিছু সঠিক জানতে পারি

  • @sanzidapinkki1374
    @sanzidapinkki1374 3 ปีที่แล้ว +3

    I wish you long life
    Because
    I learned many complex issues through you

  • @shahinealmamun1085
    @shahinealmamun1085 3 ปีที่แล้ว +3

    স্যার রিপ্লাই দিবেন জরুরি ভিত্তিতে।
    মেরুদণ্ডের যক্ষ্মা রোগীর নিঃশ্বাস কারো মুখে ঢুকে গেলে কি তার যক্ষ্মা হওয়ার সম্ভাবনা থাকে ?

  • @amir-js2nr
    @amir-js2nr ปีที่แล้ว +1

    অনেক ধন্যবাদ আপনাকে

  • @akashkatha9
    @akashkatha9 3 ปีที่แล้ว +2

    স্যার অনেক ভালো লাগছে আপনার কথা গুলো...ধন্যবাদ

  • @marufaibrahim2794
    @marufaibrahim2794 ปีที่แล้ว +1

    Dhonnobad sir

  • @vlogs5982
    @vlogs5982 ปีที่แล้ว

    2022 এর september এ আমার TB ধরা পরে ,তারপর যখন আশেপাশের লোকজন আমার থেকে দূরত্ব করে নেয়ে ঠিক তখন আমি নিচেকে busy রাখতে vedio বানানো start করি।আমার মেয়ের তখন 10 মাস বয়েস।চেষ্টা করে চলেছি কি করে আরো ভালো vedio বানাবো।আর শেখার চেষ্টা করি।please পাশে থাকেন সবাই

  • @anirbanbag8967
    @anirbanbag8967 ปีที่แล้ว +3

    স্যার , আমার গত দুমাস আগে টানা 10-12 দিন জ্বর ও কাসি ছিল তারপর ডাক্তারের পর ডাক্তার পরীক্ষা করে চেষ্ট থেকে জল বের করে 500 র মত , তার পর থেকে আর জ্বর নেই , কিন্তু আমি জানতে পারি যে আমাকে টিবির ওষুধ দেওয়া হয়েছে , প্রায় 50 দিন দেওয়া হয়েছে R - cinex600 , combotul 1000 , ও liveril আর pyzina 1000 ওষুধ গুলি চলছে , আমার ওজন , Ift টেস্ট সব ঠিক আছে , প্রবলেম আছে চিৎ হয়ে শুলে বুকে যেনো চাপ আর দাড়িয়ে মাথা নীচু করে কাসি হয়,আমার কি টিবি হয়েছে, কি করণীয়

  • @sumaiyaridoy2227
    @sumaiyaridoy2227 3 ปีที่แล้ว +5

    টিবি রোগীর সাথে কি এক সাতে থাকা যাবে

  • @mdmannaf4381
    @mdmannaf4381 ปีที่แล้ว +1

    Thanks Sir

  • @KrishnaBarik-gu3wm
    @KrishnaBarik-gu3wm 6 หลายเดือนก่อน

    ধন্যবাদ

  • @user-rx4lw6yb2r
    @user-rx4lw6yb2r 5 หลายเดือนก่อน +1

    Amar shami tb rog e akranto ami ki concive korte parbo? Babayr ki tb hobe?

  • @Palestine2024A
    @Palestine2024A ปีที่แล้ว +2

    স্যার, আস্ সালামু আলাইকুম।
    কাশির সাথে পাতলা কফ আসে ও সাথে সাথেই মাথা ঘুড়িয়ে উঠে। ঐই ধরণের সিমটম কি যক্ষার লক্ষণ?

  • @farukmedicalhall1983
    @farukmedicalhall1983 6 ปีที่แล้ว

    Thanks dr.

  • @mdsadpakhi3966
    @mdsadpakhi3966 หลายเดือนก่อน +1

    যক্ষা রোগীর বিছানা খাবারের সরঞ্জাম আলাদা রাখতে হয় এটা কতটা সত্যি উত্তর টা দিলে উপকৃত হবো

  • @mrinaldas67
    @mrinaldas67 11 หลายเดือนก่อน +1

    Thank you so much sir

    • @HCB
      @HCB  11 หลายเดือนก่อน +1

      Most welcome

    • @FunnyOrbitingSatellite-nc9zf
      @FunnyOrbitingSatellite-nc9zf 7 หลายเดือนก่อน

      কার কাছে জালাল মহাসিন স্যারের নাম্বার থাকলে দেন

  • @akmedia-lc1vm
    @akmedia-lc1vm 4 ปีที่แล้ว +1

    tanx doctors

  • @s.hislamicmedia06bd51
    @s.hislamicmedia06bd51 4 ปีที่แล้ว +5

    যক্ষার ঔষধ খেলে সাধারণত কী কী শারীরিক অসুবিধা হয় এবং এর সমাধান কী? দয়া করে জানালে উপকৃত হব।

  • @yakubnan113
    @yakubnan113 3 ปีที่แล้ว +29

    স্যার স্ত্রীর যক্ষা হলে স্বামীর করণীয় কি? স্বামী কি তার স্ত্রীর সাথে একান্ত ভাবে মিলিত হতে পারবে কি?

    • @walkwithsaju6143
      @walkwithsaju6143 2 ปีที่แล้ว +2

      এই প্রশ্নের উওর কি? আমিও জানতে চায়

    • @md.dalourhossain2908
      @md.dalourhossain2908 2 ปีที่แล้ว +1

      জানার বিষয়

    • @fatamaislame1198
      @fatamaislame1198 2 ปีที่แล้ว +2

      @@walkwithsaju6143 আসসালামু আলাইকুম ভাইয়া আপনি কি যানতে পেয়েছেন,, আমার ও জানা খুব প্রয়োজন

    • @rubaiyajannat2898
      @rubaiyajannat2898 2 ปีที่แล้ว +1

      স্বামী/ স্ত্রী যেকোনো একজনের যদি ফুসফুস অন্তর্ভুক্ত যক্ষ্মা (কফে জীবাণু পাওয়া গেলে) ওষুধ চলাকালীন সময়ে প্রথম মাস টা পরস্পর মিলিত হওয়া থেকে বিরত থাকা টা জরুরী। পরবর্তী মাসে যদি কাশি/ কফ উঠার পরিমাণ কমতে থাকে তাহলে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি মেনে মিলিত হতে পারবেন। স্ত্রীর যক্ষ্মা হলে এ ক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবশ্যই স্বামী গ্রহণ করবেন। স্ত্রী কোনো জন্ম নিয়ন্ত্রণ বড়ি খেলে তা থেকে বিরত থাকতে বলবেন কারণ যক্ষ্মার ওষুধ তখন ফলপ্রসূ হয়না। মূলত যক্ষ্মার ছয় মাস রুগীর মুখীয় সপর্শ থেকে বিরত থাকতে পারলে খুব ভালো। ফুসফুস বহির্ভূত যক্ষ্মা হলে স্বামী- স্ত্রী মিলিত হতে তেমন কোনো বাধা নেই তবে অবশ্যই ছয় মাস / ওষুধ চলাকালীন সময় জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি মেনে চলতে হবে।

    • @zaheerabass9177
      @zaheerabass9177 ปีที่แล้ว +2

      Ami o jante Chai, amr husband er o TV hoiche, akn amra ki milito hote parbho?

  • @mosfekurrahman6136
    @mosfekurrahman6136 2 ปีที่แล้ว +1

    স্যার, গত জুলাই মাসের 18 তারিখে আমার স্ত্রীর ব্রেস্টে ব্যথা হওয়া এবং ফুলে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়। আমি দেরি না করে রংপুরে একজন ব্রেস্ট এর ডাক্তার দেখাই এবং পরীক্ষা নীরিক্ষার পর অপারেশন করতে হয়। বাইওপ্সির রিপোর্ট আসলে ডাক্তার বলেন ব্রেস্টে যক্ষার জিবানু পাওয়া গেছে । আমি সাভারে একটি ছোট চাকুরী করি এবং বক্ষব্যাধি হাসপাতাল থেকে চিকিৎসা নিতে চাই । কিন্তু আমার স্ত্রী মহিলা বিশেষজ্ঞ ছাড়া দেখাতে ও চিকিৎসা নিতে অনিচ্ছা পোষন করছে । সেক্ষেত্রে একজন মহিলা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আমার স্ত্রীর চিকিৎসা করানো দরকার । দয়া করে আমাকে একজন মহিলা বিশেষজ্ঞ ডাক্তার এর সাথে যোগাযোগ করার কিংবা তার লোকেশন বলে দিতে পারলে অনেক বেশি উপকৃত হতাম। দয়া করে এই উপকার করলে আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকব।

  • @abulquasem8595
    @abulquasem8595 4 ปีที่แล้ว +2

    স্যার আমার মা ৬ মাস পরে ২ বার আক্রান্ত।কফে জীবানু, বয়স ৬৫, ওজন ৪০ কেজি সরকারি ওষুধ ৩টি করে সাথে এন্টবাঃ ১ ১/২ টি করে ৩ দিন খাওয়ানোর পরে কিছুটা এ্যবনরমাল আচরন করছে কি করবো।মা মিনি স্টকের নিউরো রুগি তবে সাভাবিক। একটু পরামর্শ দিলে উপকার হতো।

  • @shadathossain356
    @shadathossain356 2 หลายเดือนก่อน

  • @shaylaparvin2920
    @shaylaparvin2920 3 ปีที่แล้ว +3

    স্যার, NTM TB সম্পকে দয়াকরে জানালে খুবই উপকৃত হব ।

  • @rationalbelieverbangla2910
    @rationalbelieverbangla2910 5 ปีที่แล้ว +4

    স্যার পেটের যক্ষার উপর একটা ভিডিও করেন প্লিজ

    • @mdrashad3678
      @mdrashad3678 4 ปีที่แล้ว

      ভাই আপনার কি পেটে টিবি হয়েছে আমার হয়েছে তাই বলছি

    • @rationalbelieverbangla2910
      @rationalbelieverbangla2910 4 ปีที่แล้ว

      @@mdrashad3678 জানি না। সেটা বুঝার জন্যই ভিডিও তৈরী করতে বলেছি

    • @mdrashad3678
      @mdrashad3678 4 ปีที่แล้ว

      ভাই আপনার কি কি সমস্যা লাগে আমকে বলেন আমার পেটের আতির মধ্যে টিভি হয়েছে কেউ বলে টিভি হয়েছে আর কেউ বলে টিভি হয়নাই কার কথা শুনব আমার পেটে অনেক ব্যেথা আজ পাঁচ বছর ধরে

    • @rationalbelieverbangla2910
      @rationalbelieverbangla2910 4 ปีที่แล้ว

      @@mdrashad3678 ঢাকায় গিয়ে টেস্ট করান

  • @amithasan4977
    @amithasan4977 4 ปีที่แล้ว +3

    Sir amr fusfuser jokkha hoisili. Osud khawar por vlo hoise.akhon amr sorir onk sukhiwe jachhe. Ami ki korbo

  • @mdriponmahmud1668
    @mdriponmahmud1668 3 ปีที่แล้ว

    অনেক দরকারি কথা জানালাম

  • @monjumia5333
    @monjumia5333 ปีที่แล้ว +1

    স্যার আমার দুই আগে কাশি ছিল আবার কপের সাথে রক্ত গিয়ে ছিল তার পড়ে আমি মহাকালি টিভি হাসপাতালে চিকিসা কয়াই ডক্টর আমাকে পরিখা নিরিক্ষার করে মনটিন ঔষধ দেয় ছয়মাস কাওয়া পরে ভালো হয় তার পড়ে ঔষধ কাওয়া চেরে দিলে আবার হয় আবারও পিজি হাসপাতালে চিকিসা কয়াই পরিকা নিরিক্ষার করা পরে এনটি বারুটিক দের তার পরে ভালো হয় কিছু দিন না কেলে আবার হয় এখন করনীয় কি স্যার দয়া করে জানা বেন আমি এখন সেীদিতে আছি

  • @dulondas478
    @dulondas478 2 ปีที่แล้ว +2

    যক্ষা বা টিভী রোগ হলে কী স্ত্রীর সাথে সহবাস বা মিলন করা যায় কী জানবেন প্লিজ???

  • @jannat2377
    @jannat2377 2 ปีที่แล้ว +2

    আমার টিবি হয়েছে আর আমি আমার স্ত্রীর সাথে চুম্বন ছাড়া সহবাস করেছি এখন আমার স্ত্রীর বাচ্চা হবে,বাচ্চার কি কোনো খতি হবে? প্লিজ একটু বলবেন

    • @fatamaislame1198
      @fatamaislame1198 2 ปีที่แล้ว

      আসসালামু আলাইকুম আচ্ছা ভাইয়া আপনি কি এর উত্তর পেয়েছেন,, যদি পান দয়া করে আমাকে যানাবেন শুনা টা আমার ও খুব প্রয়োজন প্লিজ

  • @hasanmahmud8169
    @hasanmahmud8169 3 ปีที่แล้ว +2

    গলায় টিবি হলে কিভাবে ভালো হবে plz বলুন

  • @rinkanaskar3812
    @rinkanaskar3812 5 ปีที่แล้ว +2

    Amr fusfus er baire j chador moto ache okhne tb hoyeche tahole ki ata jibanu chorate pare? Plz help me

    • @dr.rajnathjana8559
      @dr.rajnathjana8559 4 ปีที่แล้ว

      না, ওটাকে বলা হয় প্লুরাল ইফউশন, ওখান থেকে কোনোভাবেই অন্য কাউকে টিবি ছড়াতে পারবেন না.....

  • @naimenannn2530
    @naimenannn2530 5 ปีที่แล้ว

    Thank u sir

  • @user-gg4fs1sd4r
    @user-gg4fs1sd4r 8 หลายเดือนก่อน

    রাইট

  • @sagorbp3705
    @sagorbp3705 3 ปีที่แล้ว +1

    আমার বাবা ফুসফুসে যক্ষায় আক্রান্ত হয়ে প্রথমে ছয় মাস এবং না কমায় পরে আবার তিন মাস অসুধ খেয়েছেন।দুই বছর ভালো থাকার পর এখন আবার কফের সাথে ব্লাড আসছে।এখন কি করনীয় দয়া করে যানাবেন।

  • @sabinaakter4098
    @sabinaakter4098 4 ปีที่แล้ว

    tnx sir

  • @rajubarua5421
    @rajubarua5421 ปีที่แล้ว +2

    স্যার আমার ২০১২-১৩ সালে টিবি হয়েছিল আমি সর্ম্পুন ঔষধ খেয়ে সুস্থ হয়েছিলাম। কিন্তু গত কিছুদিন আগে দেশের বাইরে কাজ কারার জন্য মেডিকেল টেস্ট দিলে। সেখানে আনফিট আশে বুকের এক্সরে কি সমস্যা আছে বলা হয়। রিপোটে উল্লেখ করা হয় OLD-PT(RUZ)। এখন আমার করণীয় কি?

    • @muhammadlikhonkhondokar9198
      @muhammadlikhonkhondokar9198 11 หลายเดือนก่อน

      X- ray, MT, Gene xpart , এই তিনটা টেস্ট করবেন, বক্ষ্রব্যাধি বিশেষজ্ঞ কোন ডাঃ দেখিয়ে।

    • @mohammadjewelsheikh3142
      @mohammadjewelsheikh3142 7 หลายเดือนก่อน

      vai up nar number ta deoya jabe naki

  • @user-ux2fw8jm2e
    @user-ux2fw8jm2e 20 วันที่ผ่านมา

    Sir Amar ek vaginar hoyece j
    Kintu Brean e tar sate ki amader anchoring shavabik hobe???

  • @stevenclarkhardy88
    @stevenclarkhardy88 4 ปีที่แล้ว +1

    amr pet theke pani ber kore porikkha korlo tokhn amr jokkha ase . . . jokkha pet theke ashche . . . pet theke jokkha ashle ki jokkha hobena ? tahole ami wife shathe thakte parbo ?

  • @NurjamanIslam-nb6cu
    @NurjamanIslam-nb6cu 2 หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, কি ভাবে বলবো

  • @RabiulAwalTinku
    @RabiulAwalTinku 11 หลายเดือนก่อน +1

    স্যার শারীরিক সম্পর্ক করলে যক্ষা ছড়ায় কি

  • @user-pz8ul3ll3v
    @user-pz8ul3ll3v หลายเดือนก่อน

    স্যার আমার স্বামীরা টিভি রোগ হইছে আমি জানতাম না বিয়ের পর শুনছি সে আমার সাথে ৪৭ দিন সহবাস করছে পরে বিদেশ গেছে তারপর জানছি সে যাওয়ার পর আর পরে শুনছি সে এখন সুস্থ পরে ২ বছর পর সে কালকে বলে আমার কাশি দিলে রক্ত পড়ে সে এখন ও বিদেশ আর তার শরীরে জ্বর থাকে স্যার এ সমস্যা আমার স্বামীর আর সে নাকি ৩ মাস পুরা টিভির ঔষধ খায় ণাই আবার বিদেশ গেছে আর মালাইশিয়ার ইয়ার পোর্টে আনফিট হইচে আর তারা বলছে বুকে স্পট বাংলাদেশ ডাক্তার বলছে সে সুস্থ স্যার এখন আমায় বলেন এর সমাধান কি আর কি করলে সে সুস্থ হবে আমি অনেক টেনশনে আছি আর আমি যে তার সাথে ৪৭ দিন ছিলাম আমার কি সমস্যা হবে আর আমার বাবু হয় নাই বাবু পেটে আসলে কি ওর ও সমস্যা হবে আর আমার স্বামী নেশা করে এতে কি আরও সমস্যা হবে স্যার সে বাড়ি আসলে ও আগেই চিকিৎসা করাবে না কিন্তু আপনার ভিডিও যা শুনলাম আমি তার কাছে থেকে কিভাবে দূরে থাকবো বা কতদিনই দাকবো আর অনেক প্রায় অনেক দিন পর সে কাছে আসলে আমার তাইলে এ সমস্যা কি আমার হবে দয়া করে উত্তর দিবেন🙏🙏🙏

  • @rakhaldutta9601
    @rakhaldutta9601 4 หลายเดือนก่อน

    সার পেটের যক্ষা টা কি বুঝায় একটু বলবেন এবং আমার করুনা কাল থেকে কাসি হইয়াছে ৪ বৎসর যাবৎ অনেক ঔষদ খাইয়াছি বর্তমান ও আছে ২০১৭ সনে যক্ষা হয়েছিল ৬ মাস ঔষদ সেবনের পর ভালই ছিলাম গেষ্টিকের জন্য কাসি উঠে ১ মাস ২ মাস বাদে বাদে কাসির সাথে কিছু রক্ত যায় তখন ৬টা বা ৮টা টেবলেট খাইয়া থাকি যদিও খাসি থাকে রক্ত বাহির হয় না কিন্তু ১ ২ মাস পরে বাহির হয় জর নাই বয়স ৭৬ বৎসর ওজন ৫৩ থেকে ৫০ এর মাঝে থাকে গোষ্টিকের সমস্যা 22 বৎসর বয়স থেকে এখন গেসট্রিক আছে আসলে এইটা কি যক্ষ্মা রোগ ছোট থেকে কোন নেশা নাই রিপলাইতে জানাইবেন উপকৃত হইব বাচিয়া থাকার আশা নিয়া জালাইলাম নমস্কার জানাইবেন

  • @ahmedhakim7979
    @ahmedhakim7979 3 ปีที่แล้ว +1

    আমার যক্ষা হয়েছিল এখন প্রায় প্রায় জ্বর আসে কিন্তু 6 মাস পরপর আমি কারফিউ পরীক্ষা করি পরীক্ষায় রিপোর্ট ভালো আছে এখন আমার এ করণীয় কি আমি একজন এম ডি আর এর

  • @badalsutradhar9107
    @badalsutradhar9107 2 ปีที่แล้ว +1

    আমার ফিস্টুলা হয়,অপারেশান হয় কিন্ত ডায়াগনসিসে টিইউবার ক্লোসিস, মলদ্বারে,এখন ঔষধ খাচ্ছি, ডাক্তার বলছে ছয়মাস লাগবে,

  • @XM812
    @XM812 5 หลายเดือนก่อน

    আমার tuberculin 20mm positive কিন্তু কফ এ কিছু পাই নাই তাহলে কি হবে দয়া করে বলবেন

  • @mukulhossainverysuit2322
    @mukulhossainverysuit2322 5 ปีที่แล้ว +1

    আমার আট নয় দিন যাবত জর ও কাশি জরের টেবলেট ও এন্টি বায়োটিক খেয়েছি কিছু কিছু সময় আমার আবার ও জর আসে কাশি তেমন আসেনা আমার কি যক্ষা হয়েছে কি আমি এখন কি করবো জানাবেন ভাই আপনাকে ধন্যবাদ

  • @mejbaulmunna1562
    @mejbaulmunna1562 2 ปีที่แล้ว

    স্যার আপনার কথা গুলো অনেক ভালো লাগলো।আমার মায়ের গলাতে লসিকা গ্রন্থি ফুলে ওঠেছে এই যক্ষা থেকে জীবাণু ছড়াবে কি না একটু জানতে চাই???

  • @jabamandal7445
    @jabamandal7445 หลายเดือนก่อน

    স্যার আমার ভোকাল কর্ড এ টিবি রোগ হয়েছে এটা কি ছোঁয়াচে উত্তর দেবেন প্লিজ

  • @mdarfat1468
    @mdarfat1468 2 ปีที่แล้ว

    ভালো হয়েছে এটা কিভাবে বুঝব এই রোগটা

  • @skshepon123
    @skshepon123 4 หลายเดือนก่อน

    sir amr mayer boyos 40 bosor tar jokkha osudh khacce ek mas dhore kinto ekhon tar rokto sort hoye gece ekhon ki take rokto diya jabe

  • @mr.villagetv1m76
    @mr.villagetv1m76 10 หลายเดือนก่อน

    Sir amer onek din hle kasi, besi besi thanda lage,thanda lagly jor hy, kasi hy,jor thanda vlo holew. kasi sohojy vlo hynah, koroniyo ki jde bolten.....

  • @vlogs5982
    @vlogs5982 ปีที่แล้ว

    Sir আমার মার lungs tb হয়ে সেখান থাকে আমারও tb হয়ে।এখন আমাদের 2 জনেরই 5 মাস হতে চলল।কিন্তু মার যে শরীর তা ভেঙে পড়েছিল সেটা এখনো ঠিক হয়নি।6 মাস complete হলে কোন কোন test করে পুরো কনফারম হতে পারবো যে 100 % tb চলে গেছে?

  • @masudrana-jn5lg
    @masudrana-jn5lg ปีที่แล้ว

    স্যার আমার fnac করার পর granulumotus inflammation, cylogical tubercolus ধরা পরে। যা হয় নাকে,নাক ফুলে গেছে, হাড় শক্ত।প্রশ্ন হল যক্ষার ঔষধ খেলে সারবে না কী?

  • @sabilasekder7875
    @sabilasekder7875 2 ปีที่แล้ว +8

    যক্ষা রোগীদের কি বাচ্চা নিতে পারবে

  • @shojib2115
    @shojib2115 6 ปีที่แล้ว +1

    আমার আজকে ২০/২৫ দিন দরে কাশি, শ্বাস কস্ট হয়।সব মেডিসিন নেয়া হয়েছে এখন কি করবো ভাল লাগতেচেনা কি করবো। জালাল মহসিন স্যার

  • @md.tufailmia6137
    @md.tufailmia6137 3 ปีที่แล้ว

    স‍্যার ফুসফুসে পানি জমা হওয়ার কারণে যক্ষ্মা হয়েছে তবে কফ পরিক্ষার মাধ্যমে জানতে পারি যে, কফে যক্ষ্মা রোগের জীবাণু পাওয়া যায়নি। যদিও আমি ঔষধ শুরু করেছি 17 দিন আগে। স‍্যার আমার বাড়ির বড়োদের কিংবা বাচ্চাদের যক্ষ্মা হওয়ার সম্মাবনা কতটুকু ?

  • @md.sayfulislam372
    @md.sayfulislam372 ปีที่แล้ว +4

    স্যার আমার ৮-৯ বছর আগে যক্ষা হয়েছিল,, কিছুদিন আগে আমি x-rey করাছি, তাতে বুকে একটা দাগ দেখা যায়,, এক্ষেত্রে আমার কি করোনীয়?

    • @marjahanriya8422
      @marjahanriya8422 ปีที่แล้ว

      আপনি কিভাবে এ রোগ থেকে মুক্তি পেয়েছেন?

  • @user-ln9lt9ky7h
    @user-ln9lt9ky7h 7 หลายเดือนก่อน

    স্যার আমার চাচির ব্রেনে যক্ষা। ২ মাস ধরে চিকিৎসা চলছে। এখন মুখ দিয়ে বারবার কফ বা থুথু আসে। এখন কি করণীয়?

  • @asrabaliassam3480
    @asrabaliassam3480 2 ปีที่แล้ว +1

    ভাইয়া আমার একটা প্রশ্ন। আমি যে যৌন দিক দিয়ে সুস্থ আছি কেমনে বুঝবো। আমি নতুন বিয়ে করবো কিভাবে বুঝব যে আমি সুস্থ আছি। প্লিজ উত্তরটা দিবেন।

  • @farukahammed7964
    @farukahammed7964 ปีที่แล้ว +1

    স্যার আমার মেয়ের বয়স ৩ বছর। সে যক্ষায় আক্রান্ত। সে ১৮ মাস যক্ষার ওষুধ সেবন করে ভালো হয়ে যায়। এখন আবার ২ মাস যাবৎ কাশি। কাশির ওষুধ খেয়ে ভালো হচ্ছে না। এখন আমি কি করব?

  • @nahianaminfikha3885
    @nahianaminfikha3885 2 ปีที่แล้ว

    thnk

  • @trishikpalit7232
    @trishikpalit7232 2 ปีที่แล้ว

    প্রনাম ।কাশি টা কিরে একটু কমবে জানালে উপকৃত হব।

  • @kawasr912
    @kawasr912 ปีที่แล้ว

    আমি আপনার কাছে জানতে চাই, টিবির ঔষধ চলা অবস্তায় সপ্ন দূষ হলে কী কোনো খতি হবে,, আমার ওনের সপ্ন দুষ হয়,, এর পতিকার কী.???!

  • @arjenasultanasumi7916
    @arjenasultanasumi7916 3 หลายเดือนก่อน

    Jokkha rogi shathe ki akoi beshanate thaka jabe

    • @HCB
      @HCB  3 หลายเดือนก่อน

      না

  • @user-iq6zg2bw7g
    @user-iq6zg2bw7g หลายเดือนก่อน

    আমার ফুসফুসে একবার হয়েছিল যক্ষা আবার হতেপাার?

  • @raselahmmed7476
    @raselahmmed7476 4 ปีที่แล้ว

    আপনি বোলবেন যে ফুস ফুসে জোক্ষা হোলে রুগির কাপোর অন্নোকারো কাপোরের সাথে রাখলে কি সোমোসসা আছে আর পানির গ্লাস থাল কি আলাধা রাক্তেহয় plz......বোলেন্না

  • @SamiulIslam-vp6qw
    @SamiulIslam-vp6qw 4 หลายเดือนก่อน

    টিবির রোগ হলে কি মিলন করা যায়

  • @MdSaifulislam-zw7ke
    @MdSaifulislam-zw7ke 8 หลายเดือนก่อน

    স্যার আমর গ্লান্ড টিবি হইছে ৬ মাস ধরে ওসুধ খাই কিন্তু কমে না,, এখন আমি কি করবো স্যার দয়া করে একটু বলবেন

  • @md.moklesurrahman7487
    @md.moklesurrahman7487 ปีที่แล้ว +1

    Sir, amar husband er prothrom bar tb dhora porle 6 month medicine Khay . Then 2nd time tb hole 60 ti injection dey. Now after 7 years abar tb hoyse. Akhon amra ki korbo?

  • @MOHONSARKER-mr3ez
    @MOHONSARKER-mr3ez ปีที่แล้ว

    স্যার আপনাকে অনেক ধন্যবাদ,,,,স্যার আমার একটা প্রশ্ন আছে- আমার বিগত প্রায় চার বছর আগে ডান পায়ে হিপ জয়েন্ট এ বোন টিবি হয়েছিল তা আমি প্রায় দীর্ঘ ১৮ মাস ফুল কোর্সে ঔষদ খেয়ে আল্লাহর অসেষ রহমতে ভালো হয়েছি,,,, অসুস্থ থাকা অবস্থায় আমার স্ত্রীর সাথে সহবাস (খুব কম) করেছি প্রটেকশন নিয়েই,,,কিন্তু আমার প্রশ্ন হলো,,, ভবিসৎতে আমার আগত সন্তানদের টিবি হওয়ার আশংকা আছে কিনা,,আপনার কাছে জানতে চাই,,,? আর আমার প্রশ্নের উত্তর কিভাবে পাবো ?

    • @HCB
      @HCB  ปีที่แล้ว

      সম্ভাবনা নাই

  • @user-sm4sb4ic9f
    @user-sm4sb4ic9f 4 ปีที่แล้ว +1

    স্যার,, স্বামীর এজমা হলে স্ত্রীর এজমা বা কাশি হওয়ার সম্ভাবনা আছে কি?

  • @user-ni3pn6wb5d
    @user-ni3pn6wb5d 9 หลายเดือนก่อน

    আসসালামুয়ালাইকুম আশা করি স্যার ভালো আছে,,,
    স্যার আমার আজ থেকে ১বছর আগে,,কিন্তু এখন আমার দাতের মারি থেকে ব্লাড বের হয় + বোকের ডাক পাশে সিনার পাশ একদম ঝালা পোড়াও করে,,,এটা সলিউশন টা যদি একটু বলতেন

  • @user-do2zr5ik3q
    @user-do2zr5ik3q 9 หลายเดือนก่อน

    স্যার আমার অনেক বসর জাবদ কাশি হয় সরির শুকিয়ে গেছে ওনেক এটার জন্য জদি কিছু বলতেন

  • @sumonali5165
    @sumonali5165 ปีที่แล้ว

    চেকাপ করায় টিবি ধরা পরছে চিকিৎসা চলছে কিন্তু মাঝে মাঝে দম আটকে আছে তাতে কি সমস্যা হবে গায়ে রক্ত কম আছে স্যার একটু বলবেন দয়া করে

  • @suitymess5319
    @suitymess5319 2 ปีที่แล้ว +1

    স্যার আমি পেইন্টেড কি আমার যক্ষা হয়েছে, ডাক্তার আমাকে ওষুধ দেন না,বরে বাচ্চা নষ্ট হয়ে যাবে,আমি এখন কি করবো প্লিজ

  • @myprincess404
    @myprincess404 2 ปีที่แล้ว

    Amr ma r pittotholir oparation hoyeche leporoscopyr maddhome bt unar 1month er beshi hoye geche bt selai sukay nai n dola dola hoye ache eta ki jonno

  • @mdmobin1709
    @mdmobin1709 4 ปีที่แล้ว

    আমার মায়ের যক্ষা হয়েছে। ৯মাস ওষুধ খাবার পরেয় ভাল হইনি। এর মধ্যে তিন বার টেস্ট করানো হয়েছে। কিন্তু এখন যে ওষুধ গুলো খেতে হবে।তা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বলছে বাইরে থেকে কিনে নিতে।কিন্তু যক্ষা রোগীদের চিকিৎসার সব খরচ তো সরকার দেই।কিন্তু কোন ধরনের খরচ আামাদের দেয়া হইনি। এখন রোগটা ভালো হয় তায় হই।কি করা যায় বলবেন কি?

  • @md.zahidulhasanlimon4640
    @md.zahidulhasanlimon4640 2 ปีที่แล้ว +1

    টিবি রোগ কি ছোয়াছে?

  • @rriyadh169
    @rriyadh169 ปีที่แล้ว

    আমার কাশি নেই কিন্তু সকালের কফের সাথে অল্প রক্ত যায়। এক মাস পর দুটি এক্স রে ও কফের AFB নরমাল এসেছে। এখন কি করণীয়।

  • @tejgaondhaka3313
    @tejgaondhaka3313 ปีที่แล้ว

    Sir amar babyr age 10 month brain tv hoicilo 1 year osud khuyici akon susto ase but dr kono test kore ni .kivabe bujbo tv vlo hoise

  • @ONNOROKOM8910
    @ONNOROKOM8910 3 หลายเดือนก่อน

    বনটিবি হওয়ার পরে ৯ মাসের ওষুধ দিয়েছে ৮ মাস খেয়েছেন এখন আবার দেখা দিয়েছে। কি করনিয়?

  • @user-fr2cv8op5y
    @user-fr2cv8op5y หลายเดือนก่อน

    আমার কফে জিবানু পাওয়া যায়নি কফে কি টি ভি চারাবে

  • @abuhanifmiah1701
    @abuhanifmiah1701 4 ปีที่แล้ว +1

    ব্রেইন টিউমার থাকলে কি যক্ষা রোগের ওষুধ খাওয়ানো যাবে স্যার?

  • @shahafulislam1061
    @shahafulislam1061 5 ปีที่แล้ว

    আমার মেরুদন্ডের হাড়ে টিবি হয়েছে ঔষধ শুরু করার পরে বুকের ফুসফুসে পানি ধরা পরেছে। তার পরে পানি শুখে গিয়েছে। স্যার আমার মেরুদন্ডেরর এল-৩ ডিক্সটি ছোট হয়ে গিয়েছে এই হাড় কি আগের মত হবে।

  • @jayedali1015
    @jayedali1015 4 ปีที่แล้ว

    Master vison Kore nistej hoye Jaya lingo. Kivabe thik Se ager moto hoi er kono chikitsa bolun.

  • @user-zg1db9tw8h
    @user-zg1db9tw8h 7 หลายเดือนก่อน +1

    মায়ের যক্ষা হলে বাচ্চা দুধ খেতে পারবে কি না

  • @ghaithrawan3030
    @ghaithrawan3030 6 ปีที่แล้ว

    Thanks u dr

  • @josnamoni373
    @josnamoni373 3 ปีที่แล้ว

    Assa Amer ak friend ar jokhha hoice or mukh thak Jadin blad porse ter 7 din pore jante pare or jokhha oy medicine 12 din thak khaitece tahole or ki akhono jibanu ase

  • @dulalmondal6071
    @dulalmondal6071 3 ปีที่แล้ว +1

    স্যার আমার একবার ফুসফুসে যক্ষা হয়েছিল । ব্রাক থেকে চিকিৎসা করে সুস্থ হয়ে ছিলাম কিন্তু এখন আবারও আগের মত কাশি হচ্ছে । স্যার আমি কি আবারও যক্ষায় আক্রান্ত হতে পারি ।

  • @mdmobarok7418
    @mdmobarok7418 3 ปีที่แล้ว

    সার আমার ফুসফুসে টিবি হয়ে ছিল ঔষধ ছয় মাস কেয়েছি এমটি টেস্ট করেছি নরমাল আসছে আবার esr রিপুট 35 আসছে বয়স 20 আর আমার পিঠে ও গাড়ে বেতা করে শরির শুখিয়ে যাচ্চে কি করব বলবেন

    • @fazlulamin5826
      @fazlulamin5826 2 ปีที่แล้ว

      আপনার নামবার টা দেন

  • @hafejtofail5368
    @hafejtofail5368 4 หลายเดือนก่อน

    যক্ষা কি ভালো হয়..?

  • @islamicbdmedia6691
    @islamicbdmedia6691 4 ปีที่แล้ว

    ঔষধ খাওয়ার পর তিন মাস পর্যনত ভালো ছিল, এবং মুখ দিয়ে ব্লাড যাওয়া ও বন্ধ হয়েছিল, আমরা ব্রাকের চিকিৎসা করছি, এখন ঔষধ খাওয়া অবস্থায় গত তিনদিন ধরে মুখ দিয়ে আবারও ব্লাড যাচ্ছে, স্যার, প্লিজ বলবেন এখন আমরা কি করতে পারি,,,

  • @fariasaamoni6084
    @fariasaamoni6084 2 ปีที่แล้ว +1

    যক্ষ্মার ওষুধ খাবার পর তারপরে কি অন্য ওষুধ খেতে পারব

  • @oporajitaami9035
    @oporajitaami9035 4 ปีที่แล้ว +3

    আমি গর্ভবতী ২ মাস। আমার টিবি হয়েছে, চিকিৎসা সুরু করবো এখন বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে কি ?

    • @dr.rajnathjana8559
      @dr.rajnathjana8559 4 ปีที่แล้ว

      একদমই না

    • @evercharm9864
      @evercharm9864 6 หลายเดือนก่อน

      আপনার কি বেবি হয়েছিল? যক্ষার জন্য কোনো প্রব্লেম হয়েছিল?