আপনার গাছের গোড়ায় নেট পট রয়েছে মনে হলো,যদি থাকে তবে সেটাকি বাড় করে দেননা?আমার একটি জবা গাছের গোড়ায় নেট পট ছিল,আমি সবমাটি ঝড়িয়ে সাবধানে রি পট করেছি,কিন্তু এখোনো নতুন পাতা বাড় হয়নি।পনেরো দিন হয়ে গেলো।কি ভাবে তাকে বাঁচাব যদি সাহায্য করেন বড্ড উপকার হয়।
Dada amar red colour er deshi joba fuler gach ache jar boyos 1 year, lomba hoche 6 fot ,ekhono gache ful hocche kintu eto lomba hobar jonno gach take ami soja rakhtei parchi na tahole ki gach ta chete debo,seta bhalo hobe janale bhalo hoe, bhalo thakben sustho thakben apnar video gulo khub upokare laghe👍👍👍
ভাই আমার একটু ভুলের জন্য আমার জবা গাছ ঝিমিয়ে ও বলে পড়েছে ও সব পাতা ঝরে পড়েছে কীভাবে গাছটি ঠিক হবে প্লিজ একটু আমাকে সাহায্য করুন আমি আপনার কাছে অনুরোধ করছি
2mas er gach 10 inch a...?? Onk boro pot to 6 inch er pot a lagao.. cutting thke jodi gach ta grow kora hy thle antoto 1yr wait krte hobe.. valo kore soil mix ta toiri kore report kore dao ...nhle r o deri hobe ....
বোগেনভেলিয়া শীতে এবং গরমে ভালো ফুল দেয়। আর বিশেষ কিছু ভ্যারাইটি আছে যারা সারা বছর ফুল দেয়। আপনার গাছটি খুবই ছোটো, এটা নিয়ে চিন্তার কিছু নেই। সামনের শীতে নিশ্চয়ই ফুল পেয়ে যাবেন।
বেশ ভালো লাগলো। অনেক কিছু জানতে পারলাম। আমার হলুদ জবা গাছ রিপট করেছি অনেক দিন হয়ে গেল। তারপর থেকে আর একটাও ফুল ফোটে নি। অথচ কত কুঁড়ি আসছে। সব হলুদ হয়ে ঝরে যাচ্ছে।
ভাই আপনার পরামর্শ মতো আমি আমার দুটি পুনে জবা ঐ ভাবে মাটির টবে বসিয়েছি কিন্তু পরদিন থেকে গাছের পাতা ঝরে পড়েছে এখন গাছটি ঢলে পরেছে সব পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে আমি কি করব বুঝতে পারছিনা দয়াকরে আমায় একটু সাহায্য করুন
আপনার ভিডিও দেখে বুঝলাম যে আমি already কিছু ভুল করেছি নতুন চারা repotting এর সময় । যে কারনে আমার নতুন জবা গাছের পাতা গুলো সব হলুদ হয়ে যাচ্ছে । এখন কি করলে গাছটি কে বাঁচাতে পারবো যদি বলেন তাহলে উপকৃত হব।
খুব ই তথ্য পূর্ণ ভিডিও, অনেক উপকৃত হলাম। বতর্মানে আমি একমাস আগে কিনে আনা এডেনিয়াম গাছ নিয়ে সমস্যায় আছি,কিনে আনার পর প্যাকেট সমেত গাছটা ফাঁকা জায়গায় রেখে দিয়ে ছিলাম । গাছটা গত সপ্তাহে লাগানোর তিন দিন পর দেখছি গোড়ার দিকে নরম হয়ে গেছে । কিন্তু কাণ্ড টা সবুজ ও শিকড়ের দিকটা সাদা হয় আছে।এখন করণীয় কি ? যদি পরামর্শ দেন উপকৃত হব।
ভাই🙏❤️ তোমার দেখানো পথ ধরে আমার ছোট ছোট জবা গুলো - প্রাণবন্ত কিশোর কিশোরী হয়ে উঠেছে। বেশ ফুল ও ফুটছে। যখন লাল বা কমলা জবা ফুটে ওঠে -- মনে হয় লাল ফিতে বেঁধে দুই বিনুনি ঝুলিয়ে তারা ইসকুলে যাচ্ছে।বুড়ি আমি আনন্দে আত্মহারা হয়ে উঠি। কিন্তু জবা নিয়ে নিজের মনের ভিতর এক অদ্ভুত প্রশ্ন দেখা দিয়েছে।বহু জন কে জিজ্ঞাসা করেছি-- কেউ উত্তর দিতে পারছে না।এড়িয়ে যাচ্ছে। আমার প্রশ্ন -- ডরমেন্সি নিয়ে।দেশী জবা শীত কালে ডরমেন্সি তে যায়।জানি। এদিকে পুনে, ব্যাঙ্গালোর জবা ও বসন্ত থেকে বর্ষা ভালো ই ফুল ফোটায়। তবে পুনে, ব্যাঙ্গালোর, ট্রপিক্যাল ভ্যারাইটির জবার ডরমেন্সি কখন?? কোথাও এর উল্লেখ নেই।আবার অস্ট্রেলিয়ান জবার শীতকালে ই নাকি ফুল ফোটাবার সময়।তবে অস্ট্রেলিয়ান জবার ডরমেন্সি কি আমাদের বসন্ত থেকে কে শীতের আগে পর্যন্ত??? আমি হয়তো খুব বোকার মতো, অজ্ঞের মতো প্রশ্ন করলাম।কিন্তু এই প্রসঙ্গটি আমাকে ভাবাচ্ছে।আর বিভিন্ন গাছ বিশারদ এবং নার্সারি যখন আমার প্রশ্ন টি এড়িয়ে যাচ্ছে-তখন মনে হোলো -- তুমি বিনে আমাকে এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না। তাই আবার তোমার শরণাপন্ন হলাম ভাই। আমি তোমার বুড়ি দিদি এবং কুতুহলী ছাত্রী ভাই ❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏উত্তরের অপেক্ষায় রইলাম 🙏
Dada ajkal je kono joba gach kine ene ei vabe mati dhulei dekha jai net pot ache ami kete ebong na kete du vsbei dekhechi gach mara jai apni aktu bolun netpot kata uchit ki na?
ভিডিওটি ভালো করে লক্ষ্য করে দেখুন জবা গাছের গোড়ায় নেটপট রয়েছে। কিছুটা মাটি জলে ধুয়ে ওই ভাবেই রিপট করে দিয়েছি। আপনিও তাই করুন। আর কোন সমস্যা হবে না। নেটপট নিয়ে বিস্তারিত পরে ভিডিও করব।
দাদা আমি ফুলের গাছ লাগাই না, তবুও আপনার ভিডিও বলে কথা। তাই পুরো ভিডিও দেখলাম। একটা প্রশ্ন না করে পারলামনা। আমার কমলা গাছে মাছি পোকার জন্য ফেরোমন টপ ও ইউলোইসটিকার দুইটাই ঝুলিয়েছি প্রশ্ন হলো আগের মতো কি অন্যানন পোকার জন্য স্প্রে করে যেতে হবে? দয়া করে জানাবেন ধন্যবাদ।
সমস্ত পোকামাকড় এই ধরনের ট্র্যাপে ধরা দেয় না। তার জন্য কিছু কীটনাশ ও প্রয়োগ করতে হয়। ফেরোমেন ট্রাপ এবং ইয়োলো স্টিকি ট্র্যাপ নিয়ে আমার চ্যানেলে সেপারেট দুটি ভিডিও রয়েছে। ভিডিও গুলি একবার দেখে নিন।
গোটা গাছ যদি ঢোলে পরে তাহলে বুঝতে হবে শিকড় পচে গেছে সেই অবস্থায় গাছ তুলে ফেলা ছাড়া কোন উপায় নেই। আর যদি পার্টিকুলার কোন একটি ডাল ঝুলে পড়ে তাহলে সেই ডালের ভেতরে পোকা বাসা বেঁধেছে। তখন ডালটি কেটে ফেলতে হবে। সাইপার মেথ্রিন গ্রুপের কীটনাশক ব্যবহার করতে হবে।
দাদা আপনার দেখানো পদ্ধতি সম্পূর্ণভাবে হুবহু একই রকম করে বসিয়ে এ পর্যন্ত আমার 4টি গাছ মারা গেলো। কারণ এখনও জানি না কেন গাছগুলো মারা গেল। আর আপনার দেখানো পদ্ধতি অনুসরণ করে জবার বীজ থেকে 6টি গাছ করেছি। গাছের বয়স 5মাস হল এবং 2ফুট মত বড় হয়েছে। গাছের স্বাস্থ্যও ভালো এবং ডগা কেটে কেটে বেশ ঝাকড়া করা গেছে। আমার প্রশ্ন হোল ফুল ফুটবে কি নাগাদ - দয়া করে জানাবেন, আমার আর তর সইছে না। ধন্যবাদ দাদা, ভালো থাকবেন।
Jokhn dwitiyo bar o gach mara gelo, tokhn porer dubar same process follow kora uchit hye ni. Weather temperature, media, transplant shock onek gulo parameter responsible. Local kauke jigges korun, jar bagan korar ovigotta ache.
কোথাও তো একটা কিছু ভুল হয়েছে। না হলে তো এমন হওয়ার কথা নয়। আমি তো এই ভাব নতুন গাছগুলো বসাই। আজ পর্যন্ত একটি মরে নি। 'নার্সারির মতন সিক্রেট জবা ফুল' এই নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে সেখানে যেসব খাবারের কথা বলেছি সেই সব খাবার আপনার গাছে দিন।
Sottyi khub kaje lagbe. Ami kalkei ebhabe ekta gach repot korechhi. Nirdesh ta agar ager vidio te peaya chilam. Aro koto upadesh pai , ami sob vidio gulo dekhi. Apni bhalo thakben sir sawparibare.
আমার মেহেদী গাছটি এটেল মাটিতে বসানো গাছটি কিনেছে শুধু এক মাস হয়েছে কাজটি রিপোর্ট করার সময় পানের বালটিতে দিয়ে মাটি ছাড়ানোর প্রয়োজন আছে কি প্লিজ কমেন্টের উত্তর দেবেন
আপনি কি ফুলের চারা online a বিক্রি করেন। অনেক গুলো চারাগাছ কাগজে ভোলানো আছে দেখা গেলো, তাই জিজ্ঞেস করলাম । উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আমি আপনার থেকে online a চারা কিনতে ইচ্ছুক ।
Very nice video
very useful video thanks
আমি নতুন দেখছি আপনার ভিডিও,খুব সুন্দর ভাবে সব তথ্য দিয়েছেন,ধন্যবাদ
🙏🏼
Good tips
Koto kichu janar ache. Thanks
খুব ভালো লাগলো আপনার ভিডিও।আমি জারবেরা, গোলাপ, ম্যানডেভিলা ইত্যাদি অনেক গাছ বাঁচাতে পারিনি।পাতা ও ডাল কালো পোড়া পোড়া হয়ে মরে গেছে।
এটাতো হওয়ার কথা নয়। এবার গাছ আনলে এই ভিডিও দেখে পরিচর্যা করবেন।
@@rajgardens ধন্যবাদ আপনাকে।🙏❤
Onek dhonnyobad totthyo muloke video deyar jonnyo .
Kuv upokari information dilen dada dhanyabad
আগে যদি দেখতাম অনেক গাছ বাঁচাতে পারতাম অসংখ্য ধন্যবাদ
Khub bhalo laglo dada
খুবই ভালো ভিডিও দাদা। অনেক ধণ্যবাদ....
আপনার গাছের গোড়ায় নেট পট রয়েছে মনে হলো,যদি থাকে তবে সেটাকি বাড় করে দেননা?আমার একটি জবা গাছের গোড়ায় নেট পট ছিল,আমি সবমাটি ঝড়িয়ে সাবধানে রি পট করেছি,কিন্তু এখোনো নতুন পাতা বাড় হয়নি।পনেরো দিন হয়ে গেলো।কি ভাবে তাকে বাঁচাব যদি সাহায্য করেন বড্ড উপকার হয়।
সুন্দর ভিডিও ধন্যবাদ
ধন্যবাদ
খুব ভালো লাগল । দারুণ কতগুলো টিপস পেলাম। ধন্যবাদ ।
Dada, l request to you for vedio for bugan vellia bonsai
I will try my best.
Thanks
আপনার ভিডিওটা দারুন উপকার করবে আমার মতো নতুন বাগানীদের।
একটা প্রশ্ন আছে আপনার কাছে,
জবা ফুলের চারা কিনে পটিং করার সময় কি জলে দিয়ে সব মাটি ছাড়িয়ে নেবো?
অর্ধেক ছাড়িয়ে নিতে পারেন।
Nicely explained
apnar chader akta overview video korben
Very useful video thanks dada.
Dada vedio ta darun..winter pituniya, chondromallika eisob gulo mati dhuye nebo to?
' সহজে করুন শীতের ফুল' এই নিয়ে আমার ইউটিউব চ্যানেলের ভিডিও রয়েছে সেটি একবার দেখে নিতে পারেন।
Dada maximum kotokhon jole bhijiye rakhbo ? Thank u
Fast coment ami korlam
খুব শিক্ষনীয় 🙏🙏
Many many thanks dada. I have gathered very much new idea from your video. You should good luck
অনেক কিছু জানতে পারলুম, ধন্যবাদ
Dada amar red colour er deshi joba fuler gach ache jar boyos 1 year, lomba hoche 6 fot ,ekhono gache ful hocche kintu eto lomba hobar jonno gach take ami soja rakhtei parchi na tahole ki gach ta chete debo,seta bhalo hobe janale bhalo hoe, bhalo thakben sustho thakben apnar video gulo khub upokare laghe👍👍👍
হ্যাঁ কেটে ফেলুন। তাতে বেশি ডাল বেরোবে এবং সংখ্যায় অনেক ফুল ও পাবেন।
ভাই নেটপটে তে সব গাছ থাকে সে ক্ষেত্রেও কি এই পদ্ধতি ব্যবহার করা যাবে?
আপাতত এই পদ্ধতি অবলম্বন করুন। নেটপট নিয়ে পরে ভিডিও করার ইচ্ছা আছে সঙ্গে থাকুন।
ফাংগাস প্রতিরোধক ট্রাইকোডারমা ভিরিডি একটি ছোট চারার জন্য একটি আট ইঞ্চি টবে কতটা ব্যবহার করব। দয়াকরে জানাবেন।
হাফ চা চামচ।
Urea.sob.gacher patai spray kora jabe
Urea 1lit jole 1chamoch diye spray kora jabe
করা যাবে। হাফ চা চামচ নেবেন।
4" grow bag e chondromollika grow hocchena kno??
গাছটিকে তুলে ছোট মাটির টবে বসান।
খুব ভালো লাগলো🙏👌
নার্সারি থেকে কেনা জবা গাছ এইভাবে টবে বসানোর পর কিছু পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে। এটা কি স্বাভাবিক?
স্বাভাবিক নয়। ভিডিওতে যেভাবে বলেছি সেভাবে করে দেখুন।
ভাই আমার একটু ভুলের জন্য আমার জবা গাছ ঝিমিয়ে ও বলে পড়েছে ও সব পাতা ঝরে পড়েছে কীভাবে গাছটি ঠিক হবে প্লিজ একটু আমাকে সাহায্য করুন আমি আপনার কাছে অনুরোধ করছি
Foler gach ay vabe kora jabe?
না, 'আর বলবে না দেশি-বিদেশি ফলের গাছ' এই নিয়ে আমার চ্যানেল একটি ভিডিও রয়েছে সেটি দেখে নিন একবার।
Sir,
Namaskar niben . asa kori valo achhen. Apnar ajker ei tathyapurna uposthapona Sab baganir bishesh vabe kaje lagbe . Bishesh kore amar moto Natun baganider janya khuboi Gurutwapurna ekti VDO. R ekta katha Apnar kachhe janar chhilo seta holo amar pasher ekti Rice Mill theke KRISHOKRA Dhaner tush pora Kalo "CHHAI" niye Jomite byabohar kore. Amrau ki Chhad Bagane eti byabohar korte Parbo? r pariman Koto habe, janale khuboi upokrito habo. Bhalo thakben.
ওটা ব্যবহার করা যাবে না। কাঠের ছাই যদি হয় সেটা ব্যবহার করতে পারেন।
@@rajgardens Danyabad SIR. Ei Gurutwapurna tathya prodan karar janya. Bhalo thakben.
Dada tob e half kichen waste r half mati diye ki choto bel ful joba ful gach lagano jabe? Nki kichen waste decompost howar por lagate hbe?
অবশ্যই কিচেন কম্পোস্ট ডিকম্পোস্ট হয়ে যাওয়ার পরেই গাছ লাগাবেন। না হলে শিকড়ে ফাঙ্গাস লেগে গাছ মরে যাবে।
Dada dragon fruit gacher bij thaka ami chara toyre korache sate ka ki toba bosale foll pabo
অনেক সময় লাগবে।
Bougainvillea plant ( 2 months old) a flower hochhe na, ke korle flower hobe? ( ten inch matir tabe plant kora ache)
2mas er gach 10 inch a...?? Onk boro pot to 6 inch er pot a lagao.. cutting thke jodi gach ta grow kora hy thle antoto 1yr wait krte hobe.. valo kore soil mix ta toiri kore report kore dao ...nhle r o deri hobe ....
বোগেনভেলিয়া শীতে এবং গরমে ভালো ফুল দেয়। আর বিশেষ কিছু ভ্যারাইটি আছে যারা সারা বছর ফুল দেয়। আপনার গাছটি খুবই ছোটো, এটা নিয়ে চিন্তার কিছু নেই। সামনের শীতে নিশ্চয়ই ফুল পেয়ে যাবেন।
বেশ ভালো লাগলো। অনেক কিছু জানতে পারলাম। আমার হলুদ জবা গাছ রিপট করেছি অনেক দিন হয়ে গেল। তারপর থেকে আর একটাও ফুল ফোটে নি। অথচ কত কুঁড়ি আসছে। সব হলুদ হয়ে ঝরে যাচ্ছে।
রাজ গার্ডেন্স facebook পেজে গাছটির একটি ছবি তুলে পাঠান।
ভাই আপনার পরামর্শ মতো আমি আমার দুটি পুনে জবা ঐ ভাবে মাটির টবে বসিয়েছি কিন্তু পরদিন থেকে গাছের পাতা ঝরে পড়েছে এখন গাছটি ঢলে পরেছে সব পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে আমি কি করব বুঝতে পারছিনা দয়াকরে আমায় একটু সাহায্য করুন
আপনার ভিডিও দেখে বুঝলাম যে আমি already কিছু ভুল করেছি নতুন চারা repotting এর সময় । যে কারনে আমার নতুন জবা গাছের পাতা গুলো সব হলুদ হয়ে যাচ্ছে । এখন কি করলে গাছটি কে বাঁচাতে পারবো যদি বলেন তাহলে উপকৃত হব।
গাছগুলিকে সাবধানে তুলে ভেজা বালিতে বসিয়ে রাখুন। ওখানে ভালো মতন শিকড় তৈরি হয়ে গেলে তারপর রিপট করবেন।
কয়দিন পর পর গাছের গোড়ার মাটি খুঁচিয়ে দেয়া ভালো।
যখন দেখবেন উপরের মাটি হার্ডনেস হয়ে গেছে তখন আলগা করে দেবেন।
আমি এই ভাবে দুটো গোলাপ আর বোগেনভেলিয়া গাছ লাগিয়ে ছিলাম। তিন টে গাছ ই পাতা হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে। কি করব বুঝতে পারছি না কি করব যদি একটু বলেন।
জবা গাছের ক্ষেত্রে গোড়ার নেট পট কি কাটা প্রয়োজন?
না কেটেই বসিয়ে দিন।
ধন্যবাদ ❤️
খুব ই তথ্য পূর্ণ ভিডিও, অনেক উপকৃত হলাম। বতর্মানে আমি একমাস আগে কিনে আনা এডেনিয়াম গাছ নিয়ে সমস্যায় আছি,কিনে আনার পর প্যাকেট সমেত গাছটা ফাঁকা জায়গায় রেখে দিয়ে ছিলাম । গাছটা গত সপ্তাহে লাগানোর তিন দিন পর দেখছি গোড়ার দিকে নরম হয়ে গেছে । কিন্তু কাণ্ড টা সবুজ ও শিকড়ের দিকটা সাদা হয় আছে।এখন করণীয় কি ? যদি পরামর্শ দেন উপকৃত হব।
আমার ফেসবুক পেজে একটি ছবি তুলে পাঠান।
আমি একটা বুগেনভেলিয় গাছ লাগিয়েছিলাম। ২-৩ র মধ্যে গাছ টার পাতা সব ঝড়ে গেছে। H2o2 ব্যাবহার করেও কোনো ফল পাইনি। আর কি করলে গাছ টাকে বাঁচানো যাবে।
গাছটিকে তুলে ভেজা বালিতে বসিয়ে রাখুন।
Dada 1 mash age ami 1ta golap gachh atel mati soho pot korechhi,gachhta kono pata nei 1ta pata hoyechhe,ekhon ki korbo,abar tule pot korbo ,help
এই বর্ষায় এখন গাছ তুলে মাটি ধুয়ে বসালে গাছে রুট রট হতে পারে। তার চেয়ে বরং মাসখানেক পরে এই কাজটা করবেন।
@@rajgardens thanks
আপনি ফেসবুক এর প্রশ্ন গুলোর উত্তর দেন। এক মাস আগে প্রশ্ন করেছি। গাছ মৃত্যুর দিকে। plz plz plz
কোনভাবে হয়তো মিস করে গেছি। আর একবার ছবি দিয়ে সমস্যা জানিয়ে পাঠান।
@@rajgardens আমি তো আরো ১মাস আগে পাঠিয়েছি। নতুন করে পাঠানোর দরকার নেই।যেগুলোর উত্তর দেন নি। সেগুলো দিলেই হবে।
মাটির ph মাপার মিটার কোথায় পাবো?মুরশিদাবাদ থেকে বলছি।
ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেখানে দেখতে পারেন.
ভাই🙏❤️
তোমার দেখানো পথ ধরে আমার ছোট ছোট জবা গুলো - প্রাণবন্ত কিশোর কিশোরী হয়ে উঠেছে। বেশ ফুল ও ফুটছে।
যখন লাল বা কমলা জবা ফুটে ওঠে -- মনে হয় লাল ফিতে বেঁধে দুই বিনুনি ঝুলিয়ে তারা ইসকুলে যাচ্ছে।বুড়ি আমি আনন্দে আত্মহারা হয়ে উঠি।
কিন্তু জবা নিয়ে নিজের মনের ভিতর এক অদ্ভুত প্রশ্ন দেখা দিয়েছে।বহু জন কে জিজ্ঞাসা করেছি-- কেউ উত্তর দিতে পারছে না।এড়িয়ে যাচ্ছে।
আমার প্রশ্ন -- ডরমেন্সি নিয়ে।দেশী জবা শীত কালে ডরমেন্সি তে যায়।জানি।
এদিকে পুনে, ব্যাঙ্গালোর জবা ও বসন্ত থেকে বর্ষা ভালো ই ফুল ফোটায়।
তবে পুনে, ব্যাঙ্গালোর, ট্রপিক্যাল ভ্যারাইটির জবার ডরমেন্সি কখন?? কোথাও এর উল্লেখ নেই।আবার অস্ট্রেলিয়ান জবার শীতকালে ই নাকি ফুল ফোটাবার সময়।তবে অস্ট্রেলিয়ান জবার ডরমেন্সি কি আমাদের বসন্ত থেকে কে শীতের আগে পর্যন্ত???
আমি হয়তো খুব বোকার মতো, অজ্ঞের মতো প্রশ্ন করলাম।কিন্তু এই প্রসঙ্গটি আমাকে ভাবাচ্ছে।আর বিভিন্ন গাছ বিশারদ এবং নার্সারি যখন আমার প্রশ্ন টি এড়িয়ে যাচ্ছে-তখন মনে হোলো -- তুমি বিনে আমাকে এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না।
তাই আবার তোমার শরণাপন্ন হলাম ভাই।
আমি তোমার বুড়ি দিদি এবং কুতুহলী ছাত্রী ভাই ❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏উত্তরের অপেক্ষায় রইলাম 🙏
প্রায় সমস্ত ধরনের জবা গাছে শীতকালে ডরমেন্সি হয়। বিশেষ করে ডিসেম্বর এবং জানুয়ারি এই দুই মাসে গাছের বার বৃদ্ধি তেমন থাকে না। পাতা ফুল খুবই ছোট হয়।
@@rajgardens অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা 🙏🙏🙏❤️❤️
দাদা থোকা টগর নিয়ে কোনো video করলে খুব উপকৃত হই
Dada ajkal je kono joba gach kine ene ei vabe mati dhulei dekha jai net pot ache ami kete ebong na kete du vsbei dekhechi gach mara jai apni aktu bolun netpot kata uchit ki na?
ভিডিওটি ভালো করে লক্ষ্য করে দেখুন জবা গাছের গোড়ায় নেটপট রয়েছে। কিছুটা মাটি জলে ধুয়ে ওই ভাবেই রিপট করে দিয়েছি। আপনিও তাই করুন। আর কোন সমস্যা হবে না। নেটপট নিয়ে বিস্তারিত পরে ভিডিও করব।
@@rajgardens ha netpot niye akta video korun please🙏
Kactaser mati kemon how uchit?
আমার পরিমাণ বালি, মাটি এবং জৈব সার নিয়ে তৈরি করতে পারেন।
দাদা আমি ফুলের গাছ লাগাই না, তবুও আপনার ভিডিও বলে কথা। তাই পুরো ভিডিও দেখলাম। একটা প্রশ্ন না করে পারলামনা। আমার কমলা গাছে মাছি পোকার জন্য ফেরোমন টপ ও ইউলোইসটিকার দুইটাই ঝুলিয়েছি প্রশ্ন হলো আগের মতো কি অন্যানন পোকার জন্য স্প্রে করে যেতে হবে? দয়া করে জানাবেন ধন্যবাদ।
সমস্ত পোকামাকড় এই ধরনের ট্র্যাপে ধরা দেয় না। তার জন্য কিছু কীটনাশ ও প্রয়োগ করতে হয়। ফেরোমেন ট্রাপ এবং ইয়োলো স্টিকি ট্র্যাপ নিয়ে আমার চ্যানেলে সেপারেট দুটি ভিডিও রয়েছে। ভিডিও গুলি একবার দেখে নিন।
অশেষ ধন্যবাদ দাদা।
দাদা আমার বেগুন গাছের পাতা ঢলে পরে গেল দাদা একটু উপায় বলেন দাদা
গোটা গাছ যদি ঢোলে পরে তাহলে বুঝতে হবে শিকড় পচে গেছে সেই অবস্থায় গাছ তুলে ফেলা ছাড়া কোন উপায় নেই। আর যদি পার্টিকুলার কোন একটি ডাল ঝুলে পড়ে তাহলে সেই ডালের ভেতরে পোকা বাসা বেঁধেছে। তখন ডালটি কেটে ফেলতে হবে। সাইপার মেথ্রিন গ্রুপের কীটনাশক ব্যবহার করতে হবে।
যদি গাছে নেটপট থাকে তখন কী করব
নেট পট থাকলে কি করবো সেটা জানালে ভালো হয়
ওই অবস্থায় গাছটিকে রিপট করে দিন.
দাদা আপনার গার্ডেন টা কোথায়?
আমার বাড়ির ছাদে।
দাদা আপনার দেখানো পদ্ধতি সম্পূর্ণভাবে হুবহু একই রকম করে বসিয়ে এ পর্যন্ত আমার 4টি গাছ মারা গেলো। কারণ এখনও জানি না কেন গাছগুলো মারা গেল। আর আপনার দেখানো পদ্ধতি অনুসরণ করে জবার বীজ থেকে 6টি গাছ করেছি। গাছের বয়স 5মাস হল এবং 2ফুট মত বড় হয়েছে। গাছের স্বাস্থ্যও ভালো এবং ডগা কেটে কেটে বেশ ঝাকড়া করা গেছে। আমার প্রশ্ন হোল ফুল ফুটবে কি নাগাদ - দয়া করে জানাবেন, আমার আর তর সইছে না। ধন্যবাদ দাদা, ভালো থাকবেন।
Jokhn dwitiyo bar o gach mara gelo, tokhn porer dubar same process follow kora uchit hye ni. Weather temperature, media, transplant shock onek gulo parameter responsible. Local kauke jigges korun, jar bagan korar ovigotta ache.
কোথাও তো একটা কিছু ভুল হয়েছে। না হলে তো এমন হওয়ার কথা নয়। আমি তো এই ভাব নতুন গাছগুলো বসাই। আজ পর্যন্ত একটি মরে নি। 'নার্সারির মতন সিক্রেট জবা ফুল' এই নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে সেখানে যেসব খাবারের কথা বলেছি সেই সব খাবার আপনার গাছে দিন।
Sottyi khub kaje lagbe. Ami kalkei ebhabe ekta gach repot korechhi. Nirdesh ta agar ager vidio te peaya chilam. Aro koto upadesh pai , ami sob vidio gulo dekhi. Apni bhalo thakben sir sawparibare.
মাটি ছাড়ালে গাছ মরে যাবে না তো?
ভিডিওতে যেভাবে বলেছি সেই ভাবেই করবেন।
এই ভিডিও টা দেখার পর এখন ভাবছি, আমিতো 2 দিন আগেই ভুল প্রসেস এ একটি জবা গাছ টবে বসিয়েছি। তাহলে এখন কী উপায়? প্লিজ কিছু উপায় বলুন।
গাছটিকে তুলে নতুন করে রিপট করতে পারেন ভিডিওতে যেভাবে দেখিয়েছি।
ট্রাইকোডার্মা বেগুন গাছে স্পে করবো না কি গাছের গোড়ার মাটিতে মিশিয়ে দেব
দুভাবেই প্রয়োগ করা যাবে।
আমি একটি ডবল মানবিকতা এই ভাবে রিসর্ট করতে পারি
এখন রিপরট করা যাবে না। সামনেই ফুলের সিজিন।
ফল গাছের শিকর পচে গাছ মারা যাচছে কি করলে গাছটি বাচবে
রাজ গার্ডেন্স ফেসবুক পেজে ছবি তুলে পাঠান।
আমার মেহেদী গাছটি এটেল মাটিতে বসানো গাছটি কিনেছে শুধু এক মাস হয়েছে কাজটি রিপোর্ট করার সময় পানের বালটিতে দিয়ে মাটি ছাড়ানোর প্রয়োজন আছে কি প্লিজ কমেন্টের উত্তর দেবেন
যদি এঁটেল মাটি থাকে তাহলে ছাড়িয়ে দিতে হবে না হলে দরকার নেই।
আপনি কি ফুলের চারা online a বিক্রি করেন। অনেক গুলো চারাগাছ কাগজে ভোলানো আছে দেখা গেলো, তাই জিজ্ঞেস করলাম । উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আমি আপনার থেকে online a চারা কিনতে ইচ্ছুক ।
না, আমি অনলাইনে চারা বিক্রি করি না। যেগুলো ছবিতে দেখে ছিলেন সেগুলো দোকান থেকে কেনা চারা।
ফুলের চারা ভিন্ন মে সব decorative plant হয়, যেমন ক্রোটন, এসবের ক্ষেত্রেও কি এই পদ্ধতি কার্যকর, অর্থাৎ এঁটেল মাটি ধুয়ে নিলে ভাল হয়
হ্যাঁ
একটি ভালো মানের অণুখাদ্য,seaweed, আর Granules নিয়ে একটা ভিডিও আনবেন please 🥺❤️
Ja bollen sobei to mile gelo. More gelo sob gach
নিশ্চয়ই কোথাও একটা ভুল হয়েছে, না হলে তো এমন হওয়ার কথা নয়।
Dada dragon fruit gacher bij thaka ami chara toyre korache sate ka ki toba bosale foll pabo
ডাল কাটিং এর পরিবর্তে এটা থেকে করলে বেশ কিছু সময় লেগে যাবে।