Vai april maser 1 tarikhe amar o amar friend er date disilo aske 19 tarikh,aidike amar appointment date silo 18 march oidike 12 din ar aidike 19din mot 31din hoyese. Akhono prossesing dekhasse,ki kora jay aktu bolun vai😢
আসসালামুয়ালাইকুম ভাই আমার বাসার ঠিকানা সিটি কর্পোরেশন এর নাম্বার এ কিন্তু ইউলিটি বিল হয় দাগ নাম্বার এ। এখন কি করব একটু জানাবেন প্লিজ আমার কালকে পেপার জমা দিতে হবে
হ্যাঁ এখানে যেভাবে বলেছি সেভাবে সব ডকুমেন্ট সাজাতে হবে। যেহেতু আগেরবার ভিসা করে ভারতে যান নি, সে ক্ষেত্রে এই ভিডিওটি দেখুন: th-cam.com/video/rXRXuEhJJF0/w-d-xo.htmlsi=W89F54mWRXPv7cNi
ভারতীয় ভিসা ফরমে ডকুমেন্টগুলো আমি এই ভিডিওতে যে ভাবে বলেছি সেভাবে দিতে হয়। হয়তো আপনার ভিসা ফর্মে কোন ভুল ছিল। আর ডকুমেন্ট কি সব আসল ছিল? ভারতীয় ভিসা ফর্মে সামান্য ভুল থাকলেও ভিসা বাদ হয়ে যায়। মাঝে কয়েকজনের ভিসা ফর্ম দেখেছিলাম, ভিসা ফর্মে ভুল ছিল। যারা দোকান থেকে করেছিল। অনেক দোকানদার আছে যারা ভিসা ফর্মে ভুল করে।
আমি পাসপোর্ট সংশোধন করেছি এখন আমার আগের পাসপোর্ট ভিসা ছিলো আসা যাওয়া অনেক হয়েছে এখন পাসপোর্ট নাম সংশোধন করেছি এখন নতুন ভিসার জন্য আমি কি করতে পারি আর কি কি কাগজ লাগবে,, ভিসা কি দিবে সংশোধন পাসপোর্ট?।।
bhaiyaa amr bank account nei..ami amr abur bank statment deikiley to hobe..er sathe r kono kagoj potro add korte hobe?na just bank statment ta diley hobe abur ta ami tourist visay jabo cousin der sathe abu jabe nah
Vaiya amr boyos 18 hoy nai kisu month baki ace ami sob kisu dice but nid card nah thakay brith cartificated dice ammu Abbu karo kono passport di nai visa ki pabo naki
আব্বু বা আব্বুর আইডি কার্ড দেয়া লাগেনা। তবে আপনার সাথে যদি কেউ আপনার গার্ডিয়ান ইন্ডিয়ান ভিসা করতে দেয়, তাহলে তার ভিসা ফর্ম এর প্রথম পেজের ফটোকপি আপনার ভিসার ডকুমেন্টের শেষে লাগিয়ে দিলেই হত। যেহেতু আপনি ১৮ বছরের কাছাকাছি, ভিসা পেতে পারেন।
আমার আগের পাসপোর্ট এ নাম এর শব্দ ভুল ছিল (OMAR)। আগের পাসপোর্ট বাংলা জন্মনিবন্ধন অনুযায়ী করে একটু ভুল ছিল কিন্তু পুরোনো পাসপোর্ট মেয়াদ শেষ হওয়ার পরে নতুন পাসপোর্ট NID কার্ড অনুযায়ী সঠিক ভাবে করেছি (AMOR)। এখন ভিসা আবেদন এর সময় আমি আগের পাসপোর্ট এর ভুল নাম টা previous Other Name এর জায়গায় লিখে দেইনি এখন এই কারনে কি ভিসা পাবো না? এখন কি করনিও?
আপনাকে নতুন করে ভারতে ভিসা ফরম পূরণ করতে হবে। এই ফর্ম জমা দিলে ভিসা পাবেন না। কারণ আগের পাসপোর্ট এর নাম উল্লেখ করতে হবে। পাসপোর্টে কোন কিছু সংশোধন করলে, বিশেষ করে নিজের নাম, বাবা মার নাম, জন্ম তারিখ পরিবর্তন করলে এই ভিডিও অনুযায়ী ডকুমেন্ট দিতে হবে: th-cam.com/video/k5YEY5Z31lE/w-d-xo.html
@@MehediRaihan আমার MRP ছিল, যেটার মেয়াদ ২০২৫ পর্যন্ত আছে, আমি নতুনভাবে e-passport করিয়েছি, এখন ভিসার ফর্মে কি MRP এর তথ্য দিতে হবে? ফর্মে একটি option ছিল, "Any other Passport/Identity Certificate held (if yes ,please fill in the following)" এটাতে কি MRP এর তথ্য দিব?
@@rafid21 আপনি যেহেতু ই পাসপোর্ট করেছেন আপনার আগের পাসপোর্ট আর ভ্যালিড নেই। আর যদি আগের পাসপোর্টে ভারতের ভিসা থাকে এবং তার মেয়াদ থাকে, তাহলে উল্লেখ করবেন।
ভাই আমার ব্যাংক একাউন্ট ২ মাস হইছে ডুয়েল কারন্সি একাউন্ট ব্যলেন্স ২লাখ টাকা আছে পাসপোর্ট এ ২০০ ডলার এন্ডস করে আর এই ব্যাংক স্টেটমেন্ট দিলে ভিসা পাবো? প্লিজ জানাবেন,ধন্যবাদ ❤️
ভাই আমার একটা প্রশ্ন যদি উত্তর দিতেন আমার পাসপোর্ট দুইটা এর আগে দুইবার ভিসা লাগানোর চেষ্টা করেছি ভিসা হয়নি একটা পাসপোর্টে ভুল আছে বয়স নাম আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাধ্যমে এফিডেভিট করেছি সাথে লটারি ও করা আছে আমার প্রশ্ন এই কাগজ অরজিনাল কপি আমি কি পাসপোর্ট এর পিছনে পিন মেরে দিতে পারব উত্তর দিলে ভালো হতো ১১ .৩.২০২৪ আমার জমা দেওয়ার ডেট
আপনার উত্তর দিয়েছি অন্য কমেন্টে। আবারো বলছি আপনার ভিসা ফর্মে বা ডকুমেন্টস এ কোন ভুল ছিল। ভালো করে ভিসা ফর্ম পূরণ করুন ও সঠিক ডকুমেন্ট জমা দিন। আমার চ্যানেলে ভিডিও আছে কি ডকুমেন্ট জমা দিতে হয় ও ভিসা ফর্ম পূরণ করতে হয়।
Na, valo kore nirvul vabe visa form puron korun. indian visa form er pdf download kore 2 bar porben A to Z je kono vul ache ki na, 1 ta banan e o vul thaka jabe na. Tarpor payment korun. Tar por ai video onujayi documents joma din. Kivabe indian tourist visa form fill up korben tar video: th-cam.com/video/OT9qmnVpnHs/w-d-xo.html
ভিসা ফরমের সাথে ভ্যাকসিন সার্টিফিকেট জমা দেওয়া লাগেনা। তবে যদি আপনি ভারত জান, সে ক্ষেত্রে সাথে রাখতে পারেন। যদিও বর্ডারে চায় না এখন। তারপরও সাথে রাখা ভালো।
ভাই আমি না জানার কারনে ব্যাংক স্টেটমেন্ট অরিজিনাল কপি না দিয়ে, ফটোকপি দিয়া দিছি, এতে কি ভিসা রিজেক্ট হতে পারে ? তবে স্টেটমেন্ট এর তথ্য যা দেওয়া আছে সব কিছুই সঠিক আছে, আপনার মতে কি মনে হয় ব্যংক স্টেটমেন্ট ফটোকপি দেওয়ার কারনে কোন সমস্যা হতে পারে ?
ভাইয়া আমি ভিসার আবেদন করেছি। কিন্তু আমার বাবার নামে এক বছরের পুরনো বিদ্যুৎ বিলের কাগজ রয়েছে। পুরনো বিদ্যুৎ বিলের কাগজ জমা দিলে কি হবে? নাকি প্রতিবেশী কারু সম্প্রতি বিদ্যুৎ বিলের কাগজ জমা দিয়ে দিব?
৬ ছয় মাসের বেশি হলে হবে না। নাম বিষয় না, ভারতের ভিসা ফার্মে বর্তমান ঠিকানা যেটা দিয়েছেন, সে অনুযায়ী বিলের ঠিকানা থাকতে হবে বা প্রিপেইড কার্ড থাকলে কি করতে হবে আমারে ভিডিওতে দেখানো রয়েছে। আপনি আমার ভিডিওটি দেখেন তাহলে আরও বুঝে যাবেন।
ভাই দয়াকরে একটু জানাবেন যে, আমি টুরিস্ট ভিসার আবেদন করছি এবং পেমেন্টটাও করছি, কিন্তু আমার মেডিকেল ভিসার আবেদন করা দরকার, এখন কি আগের আবেদনটি বাতিল করার কোনো উপায় আছে, দয়াকরে জানাবেন।
ভাই আমার প্রথম ভিসা এপ্লিকেশন ডলার এন্ডোসমেন্ট ভিসা কার্ড ফোটো কপি দিয়েছিলাম এখন আবার আমি ভিসা এপ্লিকেশন করতে চাচ্ছি এখন আবার ভিসা কার্ড ফোটো কপি দিতে হবে কি আর ব্যাংক স্টেমেন্ট দেয়া প্রয়োজন হবে কি????
@@MehediRaihan ব্যাংক থেকে ডলার অ্যান্ড্রুস করেছি তারা আমাকে একটি ইন্টারন্যাশনাল ভিসা কার্ড দিয়েছে এখন কি সেটার ফটো কপি দিতে হবে এর সাথে ব্যাংক স্টেমেন্ট দিতে হবে
@@sahapayel-js3rr হ্যাঁ কার্ডের ফটোকপি দিতে হবে আর পাসপোর্টে যে ডলার অ্যান্ডোর্সমেন্ট করেছে সেটার ফটোকপি। কার্ডের পিছনে যে তিন অক্ষরের কোড রয়েছে সেটা ঢেকে করে দিবেন।
License to presa proman na. Apni kono company te job korle ba karo maddhome kaj korle NOC kore niben. Ubar e chalale, ubar er profile er screenshot dile hobe.
@@Mubarokkarim-n7t NOC হল আপনি যে কোম্পানিতে বা যার আন্ডারে কাজ করছেন, সেই কোম্পানি বা প্রতিষ্ঠানের নামের প্যাডে আপনার নাম, পাসপোর্ট নাম্বার দিয়ে লিখে দেবে তারা যে আপনি তাদের এখানে কাজ করেন, আপনি একজন ড্রাইভার। আপনার ভারত যাওয়ায় তারা আপনাকে অনুমতি দেবে। আপনি ভিসা পেলে তারা আপনাকে ছুটি দেবে। এভাবে লিখে কোম্পানির মালিকের বা বা কর্মকর্তার সাইন ও সিল দিতে হবে। ইংলিশে লিখবেন।
না ভাই পুরাতন পাসপোর্ট এর ফটোকপি লাগেনা। আমি তো ভিডিওতে সব দেখিয়ে দিয়েছি যে যে ডকুমেন্ট গুলো লাগবে। এই ডকুমেন্টগুলো হলেই হয়ে যাবে আমি যেগুলো দেখিয়েছি এবং ওই সিরিয়াল অনুযায়ী দিতে হবে। পাসপোর্ট হারানো গেলে বা নাম পরিবর্তন করলে, সে বিষয়ে আলোচনা করেছি, যে কি ডকুমেন্ট দেয়া লাগবে।
আমার মার এনআইডি কার্ড এ luiiza আর আমার সব স্কুল কলেজ এনআইডি কার্ড এ luiza এখন যদি আমি পাসপোর্ট করি আমার মার luiza নাম এ তাইলে কি কোন প্রবলেম হবে। ভিসা পেতে গেলে কি কোন সমস্যায় জড়িত হব।
@@MehediRaihan মার আইডি কার্ডে বাংলা ইংলিশ দুইটাই দেওয়া আছে এজন্য আমি একটু কনফিউজড যে আমি যদি আমার সার্টিফিকেট অনুযায়ী নাম দেই আমার মার আইডি কার্ডের ফটোকপি সাবমিট যদি করা লাগে তখন মিল থাকবে না
@@prantomondol368 আপনি আপনার মায়ের জাতীয় পরিচয় পত্র কোথায় সাবমিট করতে চান? ইন্ডিয়ান ভিসায় সাবমিট করা লাগেনা। আর আপনাকে আপনার সব তথ্য পাসপোর্ট অনুযায়ী দিতে হবে। পাসপোর্ট এর সাথে আপনার ন্যাশনাল আইডি কার্ডের মিল থাকলেই হবে। আর যদি কোন কারণে পরিবর্তন করতে চান, তাহলে আপনার সবকিছুতে পরিবর্তন করতে হবে, অথবা আপনার মায়ের আইডি কার্ডে পরিবর্তন করতে হবে।
Vaia prepaid card bolte ki jeta dia taka tuli sei ta???....amader nesco company ....kitu shekhane mitter number cara ra kono information nai....plz rply diben vaia.....amra vara barite thaki......
ভাইয়া প্রবাসী হলে কি দিবে সেটা তো বললেন না, আর আমি একজন প্রবাসী আমি কি একবছরের ভিসা করতে পারবো? প্লিজ জানাবেন, আমার আগের ও একবার ইন্ডিয়ান ভিসা করা আছে, আগের পাসপোর্টে। প্লিজ জানাবেন
আসসালামু আলাইকুম ভাই ,একটি তথ্য জানতে চাচ্ছি ,আমার সহধর্মিণীর পুরাতন পাসপোর্টের বয়স সংশোধন করে নতুন পাসপোর্ট করেছি এনআইডি অনুযায়ী ,এই খেএে পুরাতন ও নতুন পাসপোর্ট বয়স ৫ বছরের ব্যাবধান এখন ভিসা করতে কি করনিও? সঠিক পরামর্শ দিলে উপকৃত হবো।
ভারতীয় ভিসা ফর্ম রঙিন প্রিন্ট করবেন, ব্যাংক স্টেটমেন্ট দিলে অরজিনাল দেবেন। প্রিপেড মিটার হলে কার্ডের রঙিন প্রিন্ট দিতে পারেন। বাকি সব ফটোকপি দিলেও হবে। আমার ভিডিও দেখলে বিস্তারিত বুঝে যাবেন।
আমি কুমিল্লা থাকি কুমিল্লাতে পড়াশোনা করি আমি ঢাকা ভিসা অফিসে কাগজ জমা দিতে চাই সেক্ষেত্রে বিদ্যুৎবিল বর্তমান ঠিকানা ঢাকা দিয়ে ভিসার জন্য কাগজ জমা দিলে কি ভিসা হবার সম্ভাবনা আছে? কারন আমার স্টুডেন্ট আইডি কার্ড কুমিল্লার একটি ন্যাশনাল ইউনিভার্সিটির..আর আমি একদম নতুন পাসপোর্ট করেছি প্লিয রিপ্লে করবেন যদি জানা থাকে
amr diploma complete apatoto kicu korsi na ami bsc te apply korbo europe a tai embassy face krte hbe aijnno ami double entry visa nite chassilam...amr okane study ses dekei arki student card meyad o ses but apni to bollen prottoyon potro nite ami jdi prottoyon potro ney taile to okane thakbe ami okane student chilam to ete ki problem hbe kina jehetu akon ar pori na tai????ai bisoy ta niye tension a asi tai arki tai details bollam arki...asha kori answer pabo...thanks in advance@@MehediRaihan
@@mdhimel1993 তাহলে আপনাকে Unemployed দিয়ে আবেদন করতে হবে। অথবা আপনার ক্লোজ কারো কোন অফিস থাকলে, যদি সেখান থেকে NOC নিতে পারেন,তাহলে ভারতের ভিসা ফার্মে service দিতে পারেন।
ভাইয়া আমি ব্যাংকে ডালার পাইনি কিন্তু ব্যাংক থেকে ১২০ ইউরে এনন্ডোস করে দিছে। ব্যাংক থেকে বলছে কোনো সমস্যা হবে না। ভিসা হবে। কিন্তু আমি চিন্তা করচি হবে কী না যদি আপনি একটু বলতেন আমাকে
Apnar indian visa hote pare. Kintu indian high commission er niyome endorsement $150 dollar ba tar beshi hote hobe. Apnar 120 euro te $130 dollar er moto hoy. Ai tay jodi tara problem na kore, tahole onno documents o visa form sothik vabe puron korle, asa kori visa hoye jabe.
প্রথমে আমার বর্তমান পাসপোর্টের ডিটেইলস দিয়েছি। এর নিচে যে any other পাসপোর্ট এর ইনফরমেশন চাচ্ছে, সেখানে আমার আগের পাসপোর্ট এর ডিটেইলস দিতে হবে কি ( সেটা মেয়াদোত্তীর্ণ ) ?? নাকি এই ঘরটা তারা পূরণ করবে যাদের দ্বৈত নাগরিকত্ব আছে, অর্থাৎ একাধিক দেশের পাসপোর্ট আছে তারা? আপনার দুইটা পাসপোর্ট থাকা সত্ত্বেও আপনি নিচের ঘরটা ফিলাপ করেননি, তাই আমার কাছে মনে হচ্ছে করা লাগবেনা কাইন্ডলি রেসপন্স করবেন 🥹
@@bilaibari.meow.04 আপনার পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণ, এখানে মূলত দ্বৈত নাগরিকত্ব থাকলে সেই পাসপোর্ট এর ডিটেইল দিতে হয়, বা আপনার পূর্বের পাসপোর্ট এর মেয়াদ থাকলে।
আমার ২টা পাসপোর্ট ভারতের ভিসা আছে কিন্তু ssc hsc নাম অনুযায়ী নতুন ই পাসপোর্ট নাম সংশোধন করেছি md বদলে Mohammad দিয়েছি এবং মাতার নাম বেগম দিয়েছি নতুন ই পাসপোর্ট দিয়ে আবেদন করেছি কিন্তু ভিসা দিলো না কেন দিলো না? আর কিভাবে সংশোধন করে আবেদন করবো কি কি কাগজ লাগবে আবেদন কিভাবে পূরন করবো??একটু সাহায্য করেন,,
Ai video onujayi documents joma diben. Jehetu passport sonsodhon korechen, ai video dekhle bujhe jaben je extra ki dite hobe: th-cam.com/video/k5YEY5Z31lE/w-d-xo.html
আমার এমআরপি পাসপোর্ট এ ইন্ডিয়ান ভ্যালিড ভিসা আছে, পাসপোর্ট এর মেয়াদ আছে ৯ মাস। কিন্তু এর মাঝে আবার ই পাসপোর্ট করিয়েছি। এই মুহূর্তে ইন্ডিয়া ট্রাভেল করার জন্য করণীয় কি? ইমিগ্রেশন এ কোন পাসপোর্ট শো করবো? উল্লেখ্য যে এমআরপি পাসপোর্ট ইন্ট্যাক্ট আছে, ছিদ্র করেনি।
@@MehediRaihan ধন্যবাদ। দুইটি পাসপোর্ট ই সাথে নিবো। এছাড়া আর কিছু করণীয় আছে কিনা। অনেকে বলেন পাসপোর্ট অফিস থেকে নাকি একটা সিল দিতে হয়। এরকম কোন ব্যাপার আছে কিনা।
Ha jete parben. Je doctor dekhabe, se aka immigration face korbe. Tahole r apnar sathe jhemela korbe na. Orthath je jar moto immigration ses kore, abar eksathe sob kichu korben.
আচ্ছা ভাইয়া আমি একটা বিষয় বুঝলাম না ব্যাংক স্টেটমেন্ট এর ক্ষেএে কি নিজের ব্যাংক একাউন্ট এ ২০ হাজার টাকা থাকতে হবে না কি ২০ হাজার টাকা লেনদেন এর স্টেটমেন্ট থাকলেই হবে। - মনে করেন ২ মাস আগে আমার একাউন্ট এ ৩০ হাজার টাকা এখন আমি টাকা তুলে ফেলেছি ৪ হাজার টাকার মতো আছে এই স্টেটমেন্ট দিলে হবে কি না কি ২০ হাজার টাকা থাকতে হবে একাউন্ট এ
আসসালামু আলাইকুম ভাইয়া। আমার একটা প্রশ্ন, আমি ভারতের ভিসা আবেদন করার সময় সম্ভাব্য ঘুরতে যাওয়ার জন্য কলকাতা ও দিল্লি দিয়েছি এবং আমার ভিসাও হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমার প্রশ্ন হলো আমি কি এই ভিসাতে কাশ্মীর বা ভারতে আরো অন্যান্য প্রদেশ ঘুরতে পারবো? একটু জানাবেন প্লিজ
হ্যাঁ, আপনি যে কোন জায়গায়ই যেতে পারবেন। কাশ্মীর ট্যুর এর গাইড লাইন পেতে আমার কাশ্মীর নিয়ে এই ভিডিও দেখলে উপক্রিত হবেন, ইনশা আল্লাহ - youtu.be/7nYV52য়াড়-ম ভিসা তে যে পোর্ট গুলো উল্লেখ করা আছে সেগুলো দিয়েই শুধু ইন্ডিয়া প্রবেশ বা বাহির হতে পারবেন। বাই এয়ারে যে কোন জায়গায় যেতে পারবেন বা বাংলাদেশ আসতে পারবেন।
আমি কাড এ ২০০ ডলার ইনডোস করতে চাই+ নগদ ১০০ ডলার ইনডোস করে ,ক্যাশ ডলার নিয়ে যেতে চাই। একসাথে দুইটা কি করা যাবে?? আর করা গেলেও বডার এ কি কোনো সমস্যা করবে?
ভারতীয় ভিসা সেন্টারে ভিসা ফর্ম জমা দেয়ার পর, টাকা তুলতে পারবেন। আগে তোলা ঠিক না, কারণ মাঝে মাঝে অনেকের কাছে মোবাইল ফোনে ব্যাংকের বর্তমান ব্যালেন্স এর এসএমএস দেখতে চাইতে পারে।
আপনার যদি নিজের বাড়ি থাকে বা জমি থাকে, সে বাড়ির দলিলের ফটোকপি বা জমির পর্চা ফটোকপি দিলেও হবে। আর কিছু না থাকলে আদার্স আফসো সিলেক্ট করে, কারো উপর ডিপেন্ডেবল দিয়ে দেবেন।
টুরিস্ট ভিসার জন্য আমার নিজের নামে কোন ব্যাংক একাউন্ট খোলা নেই সেক্ষেত্রে আমার বাবা বা মায়ের ব্যাংক একাউন্ট জমা দেওয়া যাবে কীনা! কারণ আমার ভোটার আইডি কার্ড এর সাথে বাবা মায়ের ভোটার আইডি কার্ড এর মিল নেই জানাবেন প্লিজ
আসসালামু ওয়ালাইকুম। আমার ইতিমধ্যে মেডিকেল ভিসার মেয়াদ আছে। আমি কি মেয়াদ থাকাকালীন অন্য একজন অপরিচিত ব্যাক্তির মেডিকেল এটেন্ডেন্ট হিসেবে যেতে পারবো? যদি যেতে পারি তাহলে তার আবেদন জমা দেওয়ার সময় আমার পাসপোর্ট জমা দেওয়া লাগবে নাকি আগের ভিসা দিয়ে যেতে পারবো? বা অন্য কোন নিয়ম আছে কি না! বিষয়টি কারও জানা থাকলে জানানোর অনুরোধ রইলো।
সালাম আপনার আছে মেডিকেল ভিসা। অন্য আরেকজন তো ভারতের মেডিকেল ভিসা করবে। সে ক্ষেত্রে আপনার পাসপোর্ট এর কপি দেয়া লাগবে না। দিলে উল্টো ঝামেলায় পড়বেন। কারণ আপনি তার অ্যাটেনডেন্ট না। তবে আপনার ভিসার মেয়াদ থাকলে, সেও যদি মেডিকেল ভিসা পায়। আপনি তার সাথে যেতে পারবেন। বর্ডারে মেডিকেল ভিসায় যেভাবে গিয়েছেন, এখনো সেভাবে যাবেন। ভারতে আপনি তার সাথে থাকতে পারবেন।
@@BplusEplusMplusGKplusICT সমস্যা হবে না। তবে আপনি আগে যে দেখেছিলেন, যেখানে মেডিসিন লেখা ছিল, ওই ফাইলটি সাথে নিয়ে যাবেন। কোন কারনে যদি ফেরার পথে, ইমিগ্রেশনে কিছু বলে, সেক্ষেত্রে আপনি ওই ওষুধের কাগজ দেখাতে পারেন। বলবেন যে ওষুধের বিষয়ে এসেছিলেন।
আমি ঢাকায় ভিসা ফর্ম জমা দিবো। আমার স্ত্রী ও দুই সন্তান যাদের বয়স পাঁচ বছর ও নয় বছর। আমার স্ত্রীর ফিঙ্গার প্রিন্ট নট রিকোয়ার্ড লেখা আছে। আমি কি সবার পাসপোর্ট জমা দিতে পারব। নাকি সবাইকে লাগবে।
হ্যাঁ পেয়েছি। আর এটাই ইন্ডিয়ান হাইকমিশনার নিয়ম। এই নিয়ম অনুযায়ী ডকুমেন্টগুলো দিতে হবে। ইন্ডিয়ান হাই কমিশন ভিসার জন্য একগাদা কাগজ চায় না। তারা যা বলে দিয়েছে তাই চায়, সঠিক ভাবে। আশা করি বুঝতে পেরেছেন।
@@jeesanhaidersiam443 আপনি কি উপরের লেখাটা পড়েন নি ভালো করে। আর আমি ভিডিওতে ও বলেছি যে এটা ভারতীয় হাই কমিশনের নিয়ম অনুযায়ী, এই ডকুমেন্ট গুলোই দেয়া লাগবে টুরিস্ট ভিসার জন্য। এক্সট্রা আর কিছু লাগবে না।
মানে হলো ইন্ডিয়ান ভিসা ফর্মে পেশার ক্ষেত্রে আপনি কারো উপর নির্ভরশীল দিলেন, সেটা বোঝায়। যেমন আপনি স্টুডেন্ট হলে বাবা বা মায়ের উপর নির্ভরশীল দিতে পারেন।
না, ভিডিওতে আমি যে ডকুমেন্ট গুলো দেখিয়েছি, সেগুলি হচ্ছে ভারতীয় হাই কমিশন অনুযায়ী ভারতের ভিসার জন্য ডকুমেন্ট। আর যে সিরিয়ালে দেখেছি সেভাবেই জমা দিতে হবে।
@@nowrinjahan5609 আপনি যদি ৫ মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে চান, তাহলে এ মাসের মধ্যে কিছুটা লেনদেন থাকতে হবে। ধরুন ২৫০০০ - ৩০০০০ হাজার টাকার মত লেনদেন হয়েছে ওই ৫ মাসে। এমন টাইপের হলে আপনি এখন ২০ হাজার টাকা রেখে, ব্যাংক স্টেটমেন্ট দিতে পারেন।
1. Application
2. Nid
3. Bill
4. Statement
5. Tradlicense
6. Passport copy
1. Application copy
2. Nid
3. Biddut bill
4. Bank statement
5. Porchaa/card
6. Passport
7. Visa
জ্বি আমার পাসপোর্ট জন্মনিবন্ধন দিয়ে করা হয়েছে, আপনি কি আমাকে নিখুঁতভাবে ভিসা আবেদন করতে সহায়তা করতে পারবেন....?
Vai thanks
Welcome
ধন্যবাদ ভাই
Welcome
আমার জন্মনিবন্ধন দিয়ে পাসপোর্ট বানানো সেক্ষেত্রে nid ছাড়া কি ভিসা দিবে?
@@rabinmirza3232 জাতীয় পরিচয় পত্র না থাকলে, জন্ম নিবন্ধন এর ফটোকপি দিবেন
ভাই আমার বাসা কুমিল্লা আমি ঢাকার কোন ইউটিলিটি বিল না দিয়ে কুমিল্লার বিল দিয়ে যমুনা আইভেক কি জমা দিতে পারো ?? জমা নিলে ভিসা দিবে কিনা ?
না, পারবেন না।
Thanks for sharing... 😊 আপনাকে একটি এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিলাম 😊
You are welcome
@@MehediRaihan ☺️
Ami hse diyesi 2021 e akhon ami jodi occupation student dei tahole ki hsc certificate show korle hobe? @MehediRaihan
ভারতীয় ভিসার জন্য পেশা স্টুডেন্ট দিলে, স্টুডেন্ট আইডি কার্ড অথবা প্রত্যয়ন পত্র এই দুইটার যে কোন একটা দিতে হয়। সার্টিফিকেট গ্রহণযোগ্য নয়।
Vissa application য়ে place of birth town এর জায়গায়
NARAYANGANJ এর বানান NARAYANGNAJলিখে ফেলেছি এতে কি কোন সমস্যা হবে?
হ্যাঁ, সমস্যা হবে
ভাই এপ্লিকেশনের ছবিটাতে কালারফুল ড্রেস না হলে সমস্যা হবে?
সাদা কালার না হলেই হবে।
Thanks
Welcome
ধন্যবাদ ভাইয়া আমার খুব উপকার হলো
You are welcome
Vai april maser 1 tarikhe amar o amar friend er date disilo aske 19 tarikh,aidike amar appointment date silo 18 march oidike 12 din ar aidike 19din mot 31din hoyese. Akhono prossesing dekhasse,ki kora jay aktu bolun vai😢
Ai video ti dekhle bujhte parben je visa howar somvabona kemon: th-cam.com/video/iveg3pyv3LM/w-d-xo.html
ভাইয়া, সব গুলোর রঙিন ফটোকপি দিলে কি হবে?
সাদাকালো বা রঙিন যে রকম ইচ্ছা দিতে পারেন
আসসালামুয়ালাইকুম
ভাই আমার বাসার ঠিকানা সিটি কর্পোরেশন এর নাম্বার এ কিন্তু ইউলিটি বিল হয় দাগ নাম্বার এ। এখন কি করব একটু জানাবেন প্লিজ আমার কালকে পেপার জমা দিতে হবে
মূল ঠিকানা ঠিক রাখবেন, তাহলে কোন সমস্যা হবে না, ইনশা আল্লাহ।
আমার ভিসা ছিলো কিন্তু যাওয়া হয় নি। ভিসার কপি কি দিব? নিঊ ভিসার জন্য?
হ্যাঁ এখানে যেভাবে বলেছি সেভাবে সব ডকুমেন্ট সাজাতে হবে। যেহেতু আগেরবার ভিসা করে ভারতে যান নি, সে ক্ষেত্রে এই ভিডিওটি দেখুন: th-cam.com/video/rXRXuEhJJF0/w-d-xo.htmlsi=W89F54mWRXPv7cNi
অনলাইন ভিসার আবেদন কি A4 সাইজে পেপারে করবো নাকি Legal size paper করবো
A4 size
Vaiya please reply korben🙏
Ami apnar video onujayi shob diyechi kintu Amar visa ta reject hoyeche kintu keno hoyeche bujhtesi na🙂
ভারতীয় ভিসা ফরমে ডকুমেন্টগুলো আমি এই ভিডিওতে যে ভাবে বলেছি সেভাবে দিতে হয়। হয়তো আপনার ভিসা ফর্মে কোন ভুল ছিল। আর ডকুমেন্ট কি সব আসল ছিল? ভারতীয় ভিসা ফর্মে সামান্য ভুল থাকলেও ভিসা বাদ হয়ে যায়। মাঝে কয়েকজনের ভিসা ফর্ম দেখেছিলাম, ভিসা ফর্মে ভুল ছিল। যারা দোকান থেকে করেছিল। অনেক দোকানদার আছে যারা ভিসা ফর্মে ভুল করে।
ভাই ব্যাংক স্টেটমেন্ট যে বিষয় টা আমার একটা ডিপি এস একাউন্ট আছে এটা থেকে আমাকে কি ব্যাংক স্টেটমেন্ট দিবে??
না ভাই, ডিপিএস না। ব্যাংক একাউন্ট লাগবে
আমি পাসপোর্ট সংশোধন করেছি এখন আমার আগের পাসপোর্ট ভিসা ছিলো আসা যাওয়া অনেক হয়েছে
এখন পাসপোর্ট নাম সংশোধন করেছি এখন নতুন ভিসার জন্য আমি কি করতে পারি আর কি কি কাগজ লাগবে,,
ভিসা কি দিবে সংশোধন পাসপোর্ট?।।
Apnar onno comment e uttor diyechi.
Bank stetment ki nijer account lagbe naki onner hole hobe?
নিজের ব্যাংক স্টেটমেন্ট বা আপনি ভিসা ভারতীয় ফর্মে কারো উপর নির্ভরশীল দিলে তারটা ব্যবহার করতে পারবেন।
লস্ট পাসপোর্টের ক্ষেত্রে ডকুমেন্ট কি প্রথমে দিবো না-কি শেষের দিকে দিবো? রেসপন্স দিলে ভালো হবে ধন্যবাদ।
অন্যান্য ডকুমেন্ট দিয়ে তার পরে।
Amr student card e passport er namer sathe ekta word vul ache, eta ki problem hobe @MehediRaihan
হ্যাঁ সমস্যা হবে। পাসপোর্ট অনুযায়ী নামের মিল থাকতে হবে।
COVID 19 vaccine er certificate lagbe na ?
Lage na.
ভাই utility vil এই মাস বা আগের মাসের টা দিলে হবে নাকি
ভিডিওতে তো আমি সবকিছু বলে দিয়েছি। হয়তো আপনি ভিডিও টি দেখেন নি। হ্যাঁ দেয়া যাবে।
bhaiyaa amr bank account nei..ami amr abur bank statment deikiley to hobe..er sathe r kono kagoj potro add korte hobe?na just bank statment ta diley hobe abur ta
ami tourist visay jabo cousin der sathe abu jabe nah
আমার এই ভিডিওটা আগে ভালো করে দেখেন, ভিডিওতে আমি সব বলেছি। এরপর না বুঝলে প্রশ্ন করুন। আপনি ১৮ বছর হলে যেতে পারবেন।
Vaiya amr boyos 18 hoy nai kisu month baki ace ami sob kisu dice but nid card nah thakay brith cartificated dice ammu Abbu karo kono passport di nai visa ki pabo naki
আব্বু বা আব্বুর আইডি কার্ড দেয়া লাগেনা। তবে আপনার সাথে যদি কেউ আপনার গার্ডিয়ান ইন্ডিয়ান ভিসা করতে দেয়, তাহলে তার ভিসা ফর্ম এর প্রথম পেজের ফটোকপি আপনার ভিসার ডকুমেন্টের শেষে লাগিয়ে দিলেই হত। যেহেতু আপনি ১৮ বছরের কাছাকাছি, ভিসা পেতে পারেন।
Dhonobad vaiya duya korben
@@joygaming9842 আল্লাহ ভরসা
আমি ফার্মার প্রফেশন দিতে চাচ্ছি, সে ক্ষেত্রে কি সিলেক্ট করতে হবে।
1. present occupation কি দিব?
2. Employer Name/ business কি লিখবো?
ইন্ডিয়ান ভিসা ফর্ম এ Self employed or Others যেকোনো একটা দিয়ে rank : Land owner
employer / business: Farmer
আমার আগের পাসপোর্ট এ নাম এর শব্দ ভুল ছিল (OMAR)। আগের পাসপোর্ট বাংলা জন্মনিবন্ধন অনুযায়ী করে একটু ভুল ছিল কিন্তু পুরোনো পাসপোর্ট মেয়াদ শেষ হওয়ার পরে নতুন পাসপোর্ট NID কার্ড অনুযায়ী সঠিক ভাবে করেছি (AMOR)। এখন ভিসা আবেদন এর সময় আমি আগের পাসপোর্ট এর ভুল নাম টা previous Other Name এর জায়গায় লিখে দেইনি এখন এই কারনে কি ভিসা পাবো না? এখন কি করনিও?
আপনাকে নতুন করে ভারতে ভিসা ফরম পূরণ করতে হবে। এই ফর্ম জমা দিলে ভিসা পাবেন না। কারণ আগের পাসপোর্ট এর নাম উল্লেখ করতে হবে। পাসপোর্টে কোন কিছু সংশোধন করলে, বিশেষ করে নিজের নাম, বাবা মার নাম, জন্ম তারিখ পরিবর্তন করলে এই ভিডিও অনুযায়ী ডকুমেন্ট দিতে হবে: th-cam.com/video/k5YEY5Z31lE/w-d-xo.html
Biller main copy dite hobe?
বিলের ফটোকপি দিবেন।
address er validity hishabe city corporation er tax bill dile ki hobe?? ar eita 6 month er cheye ektu beshi purono
ভারতীয় ভিসার ওয়েবসাইটে বিদ্যুৎ, পানি, গ্যাস ও টেলিফোন বিলের কথা উল্লেখ করা আছে।
@@MehediRaihan
আমার MRP ছিল, যেটার মেয়াদ ২০২৫ পর্যন্ত আছে, আমি নতুনভাবে e-passport করিয়েছি, এখন ভিসার ফর্মে কি MRP এর তথ্য দিতে হবে?
ফর্মে একটি option ছিল,
"Any other Passport/Identity Certificate held (if yes ,please fill in the following)"
এটাতে কি MRP এর তথ্য দিব?
@@rafid21 আপনি যেহেতু ই পাসপোর্ট করেছেন আপনার আগের পাসপোর্ট আর ভ্যালিড নেই। আর যদি আগের পাসপোর্টে ভারতের ভিসা থাকে এবং তার মেয়াদ থাকে, তাহলে উল্লেখ করবেন।
ভাই আমার ব্যাংক একাউন্ট ২ মাস হইছে ডুয়েল কারন্সি একাউন্ট ব্যলেন্স ২লাখ টাকা আছে পাসপোর্ট এ ২০০ ডলার এন্ডস করে আর এই ব্যাংক স্টেটমেন্ট দিলে ভিসা পাবো? প্লিজ জানাবেন,ধন্যবাদ ❤️
যেকোনো একটা দিলেই হবে।
ভাই আমার একটা প্রশ্ন যদি উত্তর দিতেন আমার পাসপোর্ট দুইটা এর আগে দুইবার ভিসা লাগানোর চেষ্টা করেছি ভিসা হয়নি একটা পাসপোর্টে ভুল আছে বয়স নাম আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাধ্যমে এফিডেভিট করেছি সাথে লটারি ও করা আছে আমার প্রশ্ন এই কাগজ অরজিনাল কপি আমি কি পাসপোর্ট এর পিছনে পিন মেরে দিতে পারব উত্তর দিলে ভালো হতো ১১ .৩.২০২৪ আমার জমা দেওয়ার ডেট
আপনার উত্তর দিয়েছি অন্য কমেন্টে। আবারো বলছি আপনার ভিসা ফর্মে বা ডকুমেন্টস এ কোন ভুল ছিল। ভালো করে ভিসা ফর্ম পূরণ করুন ও সঠিক ডকুমেন্ট জমা দিন। আমার চ্যানেলে ভিডিও আছে কি ডকুমেন্ট জমা দিতে হয় ও ভিসা ফর্ম পূরণ করতে হয়।
Tourist visa korte ki appointment dite hoy
এপয়েন্টমেন্ট দিতে হয় না, ভিসা ফর্ম জমা দেয়ার জন্য সময় এবং তারিখ নির্ধারণ করতে হয় সেটাকেই অ্যাপয়েন্টমেন্ট বলে ইন্ডিয়ান ভিসার ক্ষেত্রে।
Nid te amr mother name passport e rotna
And nid te rotna begum visa te ki problem hobe ?
আশা করা যায় সমস্যা হবেনা, কারণ রত্না মিল আছে।
Vaiya ami Age ekbar visa pey jai ni, pore jokhon apply korsi, reject korse. Ekhon abar apply korle extra kono documents dite hobe?
Na, valo kore nirvul vabe visa form puron korun. indian visa form er pdf download kore 2 bar porben A to Z je kono vul ache ki na, 1 ta banan e o vul thaka jabe na. Tarpor payment korun. Tar por ai video onujayi documents joma din. Kivabe indian tourist visa form fill up korben tar video: th-cam.com/video/OT9qmnVpnHs/w-d-xo.html
দাদা ভ্যাকসিন সার্টিফিকেট লাগবে কী আমি নতুন যাবো দয়া করে জানাবেন
ভিসা ফরমের সাথে ভ্যাকসিন সার্টিফিকেট জমা দেওয়া লাগেনা।
তবে যদি আপনি ভারত জান, সে ক্ষেত্রে সাথে রাখতে পারেন। যদিও বর্ডারে চায় না এখন। তারপরও সাথে রাখা ভালো।
ভাই আমি না জানার কারনে ব্যাংক স্টেটমেন্ট অরিজিনাল কপি না দিয়ে, ফটোকপি দিয়া দিছি, এতে কি ভিসা রিজেক্ট হতে পারে ? তবে স্টেটমেন্ট এর তথ্য যা দেওয়া আছে সব কিছুই সঠিক আছে, আপনার মতে কি মনে হয় ব্যংক স্টেটমেন্ট ফটোকপি দেওয়ার কারনে কোন সমস্যা হতে পারে ?
সব তথ্য সঠিক থাকলে সমস্যা হবে না, ইনশা আল্লাহ
ভাইয়া আমি ভিসার আবেদন করেছি। কিন্তু আমার বাবার নামে এক বছরের পুরনো বিদ্যুৎ বিলের কাগজ রয়েছে। পুরনো বিদ্যুৎ বিলের কাগজ জমা দিলে কি হবে? নাকি প্রতিবেশী কারু সম্প্রতি বিদ্যুৎ বিলের কাগজ জমা দিয়ে দিব?
৬ ছয় মাসের বেশি হলে হবে না। নাম বিষয় না, ভারতের ভিসা ফার্মে বর্তমান ঠিকানা যেটা দিয়েছেন, সে অনুযায়ী বিলের ঠিকানা থাকতে হবে বা প্রিপেইড কার্ড থাকলে কি করতে হবে আমারে ভিডিওতে দেখানো রয়েছে। আপনি আমার ভিডিওটি দেখেন তাহলে আরও বুঝে যাবেন।
@@MehediRaihan একই ঠিকানার অন্য কারু বিদ্যুৎ বিলের কাগজ দিলে হবে কি?
@@Iammostafizur Ha hobe.
এগুলোর সাথে কি জন্ম নিবন্ধন টা দেওয়া যাবে? রোহিঙ্গা কি না এটা নাকি যাচাই করে
@@LETSGOWITHIFTEKHAR 18 বছরের কম হলে তার জন্য জন্ম নিবন্ধন।
আসসা স্যার, আবেদনকারী কি অন্যের ব্যাংক স্টেটমেন্ট দিতে পারবে?
ভিসা আবেদনকারী কারো উপর নির্ভরশীল দিলে, তার ব্যাংক স্টেটমেন্ট দিতে পারবে।
ভাই দয়াকরে একটু জানাবেন যে, আমি টুরিস্ট ভিসার আবেদন করছি এবং পেমেন্টটাও করছি, কিন্তু আমার মেডিকেল ভিসার আবেদন করা দরকার, এখন কি আগের আবেদনটি বাতিল করার কোনো উপায় আছে, দয়াকরে জানাবেন।
আপনি নতুন করে ইন্ডিয়ান মেডিকেল ভিসা ফরম পূরণ করুন। তারপর পেমেন্ট করে অ্যাপয়েন্টমেন্ট নিন। তাহলে আগেরটি বাতিল হয়ে যাবে।
ভাই আমার প্রথম ভিসা এপ্লিকেশন ডলার এন্ডোসমেন্ট ভিসা কার্ড ফোটো কপি দিয়েছিলাম এখন আবার আমি ভিসা এপ্লিকেশন করতে চাচ্ছি এখন আবার ভিসা কার্ড ফোটো কপি দিতে হবে কি আর ব্যাংক স্টেমেন্ট দেয়া প্রয়োজন হবে কি????
আপনার ডলার এনডোর্সমেন্ট এর মেয়াদ থাকলে ওই টাই জমা দিতে পারবেন। ব্যাংক স্টেটমেন্ট বা ডলার এনডোর্সমেন্ট যে কোনো একটা দিলেই হয়।
@@MehediRaihan ব্যাংক থেকে ডলার অ্যান্ড্রুস করেছি তারা আমাকে একটি ইন্টারন্যাশনাল ভিসা কার্ড দিয়েছে এখন কি সেটার ফটো কপি দিতে হবে এর সাথে ব্যাংক স্টেমেন্ট দিতে হবে
@@sahapayel-js3rr হ্যাঁ কার্ডের ফটোকপি দিতে হবে আর পাসপোর্টে যে ডলার অ্যান্ডোর্সমেন্ট করেছে সেটার ফটোকপি। কার্ডের পিছনে যে তিন অক্ষরের কোড রয়েছে সেটা ঢেকে করে দিবেন।
@@MehediRaihanকার্ডের ৩ ডিজিট ফটোকপি করে ফেলেছি এখন কি করা যায় 😢
@@sahapayel-js3rr কার্ডের পিছনের তিন ডিজিট, টেপ দিয়ে ঢেকে, আবার ফটোকপি করেন।
আমার ব্যাবসায়িক ট্রেড লাইসেন্স বাংলায় লেখা।।এতে কি কোন সমস্যা হবে?
কোন সমস্যা হবে না, ওই ট্রেড লাইসেন্সের ফটোকপি দেবেন ভিসা করার সময়।
@@MehediRaihan ধন্যবাদ
@@samialrabbi4830 Welcome
ভাই আমাদের প্রবাসী দের জন্য কি কোন ডকুমেন্টস লাগে একটু বলবেন
আপনি যে কাজ করেন তার প্রমান।
Vaiya.. PROFESIONAL driver hole ki driving licence joma dile hobe..?
License to presa proman na. Apni kono company te job korle ba karo maddhome kaj korle NOC kore niben. Ubar e chalale, ubar er profile er screenshot dile hobe.
@@MehediRaihan vaiya NOC ki..?
@@Mubarokkarim-n7t NOC হল আপনি যে কোম্পানিতে বা যার আন্ডারে কাজ করছেন, সেই কোম্পানি বা প্রতিষ্ঠানের নামের প্যাডে আপনার নাম, পাসপোর্ট নাম্বার দিয়ে লিখে দেবে তারা যে আপনি তাদের এখানে কাজ করেন, আপনি একজন ড্রাইভার। আপনার ভারত যাওয়ায় তারা আপনাকে অনুমতি দেবে। আপনি ভিসা পেলে তারা আপনাকে ছুটি দেবে। এভাবে লিখে কোম্পানির মালিকের বা বা কর্মকর্তার সাইন ও সিল দিতে হবে। ইংলিশে লিখবেন।
ভাইয়া আমি আগে ভিসার আবেদন করছিলাম ভিসা পাইছি আমি ইন্ডিয়া যায়নি এখন কি আমার ভিসা পাইতে সমস্যা হবে
Indian visa pete ai sokol document joma diben, sathe ai video onujayi 1 ta document diben: th-cam.com/video/rXRXuEhJJF0/w-d-xo.html
Thanks for sharing brother
You are welcome
ভাইয়া আমার এজেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট ছিলো স্টেটমেন্ট নিয়েছি ব্রাঞ্চ থেকে কিন্তু আমার পেপার জমা নেয় নি 🥲
অনেকে তো এজেন্ট ব্যাক দিয়ে ভিসা পায়। আপনার কি এজেন্ট ব্যাংকের কারণে নেয় নি? তবে বেশি ভালো হচ্ছে সাধারণ ব্যাংক স্টেটমেন্ট।
ভাইয়া পুরাতন পাসপোর্ট এর কি ফটোকপি দিতে হয়? প্লিজ জানাবেন।
না ভাই পুরাতন পাসপোর্ট এর ফটোকপি লাগেনা। আমি তো ভিডিওতে সব দেখিয়ে দিয়েছি যে যে ডকুমেন্ট গুলো লাগবে। এই ডকুমেন্টগুলো হলেই হয়ে যাবে আমি যেগুলো দেখিয়েছি এবং ওই সিরিয়াল অনুযায়ী দিতে হবে। পাসপোর্ট হারানো গেলে বা নাম পরিবর্তন করলে, সে বিষয়ে আলোচনা করেছি, যে কি ডকুমেন্ট দেয়া লাগবে।
@@MehediRaihan অনেক ধন্যবাদ
@@humayratahsin2885 You are welcome
পাসপোর্টে আমার পেশা ফিশারম্যান দেওয়া এক্ষেত্রে ভিসা করার সময় আমার পেশা কি দিলে ভালো হবে, ফিশারম্যান দিলে তো কোন ডকুমেন্ট দিতে পারবো না
Passport er motoi dite hobe amon na, apni onno pesha dite parben.
ভাই আমি দুইবার দিয়েছি দুইবার রিজেক্ট হয়ে গেছে এখন আমি কি করবো প্লিজ একটু জানাবেন
Apnar visa form puron e ba documents e kono vul chilo, tai visa hoy ni. Sob sothik tottho diye sob document valo kore joma din.
আমার মার এনআইডি কার্ড এ luiiza আর আমার সব স্কুল কলেজ এনআইডি কার্ড এ luiza এখন যদি আমি পাসপোর্ট করি আমার মার luiza নাম এ তাইলে কি কোন প্রবলেম হবে। ভিসা পেতে গেলে কি কোন সমস্যায় জড়িত হব।
আপনি আপনার আইডি কার্ড এবং সার্টিফিকেট অনুযায়ী নাম পাসপোর্টে দিবেন। আপনার আইডি কার্ডে মায়ের নাম বাংলা দেয়া। তাই কোন সমস্যা হবে না।
@@MehediRaihan মার আইডি কার্ডে বাংলা ইংলিশ দুইটাই দেওয়া আছে এজন্য আমি একটু কনফিউজড যে আমি যদি আমার সার্টিফিকেট অনুযায়ী নাম দেই আমার মার আইডি কার্ডের ফটোকপি সাবমিট যদি করা লাগে তখন মিল থাকবে না
@@prantomondol368 আপনি আপনার মায়ের জাতীয় পরিচয় পত্র কোথায় সাবমিট করতে চান? ইন্ডিয়ান ভিসায় সাবমিট করা লাগেনা। আর আপনাকে আপনার সব তথ্য পাসপোর্ট অনুযায়ী দিতে হবে। পাসপোর্ট এর সাথে আপনার ন্যাশনাল আইডি কার্ডের মিল থাকলেই হবে।
আর যদি কোন কারণে পরিবর্তন করতে চান, তাহলে আপনার সবকিছুতে পরিবর্তন করতে হবে, অথবা আপনার মায়ের আইডি কার্ডে পরিবর্তন করতে হবে।
@@MehediRaihan আপনাকে অসংখ্য ধন্যবাদ ❤️❤️
@@prantomondol368 You are welcome
Bhai ami amar trade license ta renew chara ki visar jonne joma dte parbo?
ট্রেড লাইসেন্স রিনিউ করেই দেয়া ভালো। মেয়াদ না থাকলে প্রবলেম হতে পারে।
@@MehediRaihan Thank u bro😊
@@muminahmed1987 Welcome
ভিসা আবেদনের ফির যে কাগজ সেটা কত নাম্বারে হবে?
@@LETSGOWITHIFTEKHAR পেমেন্ট স্লিপ দিতে হয় না। ওইটা আপনি সাথে নিয়ে যাবেন, ভিসা সেটারে ঢোকার সময় যদি দেখতে চায় যে আপনার টাইম কখন, সে সময় দেখাবেন।
ভাই ভিসা কি সাথে সাথে দিয়ে দেয় নাকি passport দিয়ে আসতে হবে?
না ভাই, ইন্ডিয়ান ভিসা সাথে সাথে দেয় না। আপনি এই ডকুমেন্ট গুলো সহ পাসপোর্ট জমা দিয়ে আসবেন।
Vaia prepaid card bolte ki jeta dia taka tuli sei ta???....amader nesco company ....kitu shekhane mitter number cara ra kono information nai....plz rply diben vaia.....amra vara barite thaki......
Prepaid meter card niye bistarito video: th-cam.com/video/739ShYYYVbA/w-d-xo.html
ভাইয়া প্রবাসী হলে কি দিবে সেটা তো বললেন না,
আর আমি একজন প্রবাসী আমি কি একবছরের ভিসা করতে পারবো?
প্লিজ জানাবেন,
আমার আগের ও একবার ইন্ডিয়ান ভিসা করা আছে, আগের পাসপোর্টে।
প্লিজ জানাবেন
Apni apnar peshar proman joma diben. Bortomane 3 - 6 masher visa dey. Tobe indian visa abedoner somoy 1 bochorer onno abedon korben.
ভাই আগের সব ভিসার ডিটেইল লাগে নাকি লাষ্ট ভিসার?
সর্বশেষ ভিসার। ভিডিও তে তো আমি বলেছি।
আসসালামু আলাইকুম ভাই ,একটি তথ্য জানতে চাচ্ছি ,আমার সহধর্মিণীর পুরাতন পাসপোর্টের বয়স সংশোধন করে নতুন পাসপোর্ট করেছি এনআইডি অনুযায়ী ,এই খেএে পুরাতন ও নতুন পাসপোর্ট বয়স ৫ বছরের ব্যাবধান এখন ভিসা করতে কি করনিও? সঠিক পরামর্শ দিলে উপকৃত হবো।
যেহেতু পাসপোর্টে সংশোধন করেছেন, তাহলে আমার এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন: th-cam.com/video/k5YEY5Z31lE/w-d-xo.html
@@MehediRaihan এভিডেভিড এর নমুনা পিক দেন
@@MatiurRahman-ho4nr অন্য কমেন্টে উত্তর দিয়েছি।
Vai amr age 18 er beshi ache but nid nai sei khetre ki birth certificate diye hobe?
হ্যাঁ হবে।
সবগুলো ফটো কপি কি রঙিন প্রিন্ট করলে ভালো হবে??
ভারতীয় ভিসা ফর্ম রঙিন প্রিন্ট করবেন, ব্যাংক স্টেটমেন্ট দিলে অরজিনাল দেবেন। প্রিপেড মিটার হলে কার্ডের রঙিন প্রিন্ট দিতে পারেন। বাকি সব ফটোকপি দিলেও হবে। আমার ভিডিও দেখলে বিস্তারিত বুঝে যাবেন।
আমি কুমিল্লা থাকি কুমিল্লাতে পড়াশোনা করি
আমি ঢাকা ভিসা অফিসে কাগজ জমা দিতে চাই সেক্ষেত্রে বিদ্যুৎবিল বর্তমান ঠিকানা ঢাকা দিয়ে ভিসার জন্য কাগজ জমা দিলে কি ভিসা হবার সম্ভাবনা আছে?
কারন আমার স্টুডেন্ট আইডি কার্ড কুমিল্লার একটি ন্যাশনাল ইউনিভার্সিটির..আর আমি একদম নতুন পাসপোর্ট করেছি
প্লিয রিপ্লে করবেন যদি জানা থাকে
বর্তমান ঠিকানা ঢাকার সাথে সে অনুযায়ী বিলের কাগজ দিলে, ঢাকায় ভিসা জমা নেয়। কিন্তু অনেক সময় পেশা প্রমান পত্রের ক্ষেত্রে ঝামেলা ও করে ঢাকার বাইরে হলে।
student id meyad ses hoye gele sei khetre ki krbo?
আপনি যেখানে পড়ালেখা করেন, সেই প্রতিষ্ঠান থেকে একটি প্রত্যয়নপত্র সংগ্রহ করুন যে আপনি সেখানে ছাত্র আছেন। আইডি কার্ডের বদলে প্রত্যয়ন পত্র দিলেও হবে।
amr diploma complete apatoto kicu korsi na ami bsc te apply korbo europe a tai embassy face krte hbe aijnno ami double entry visa nite chassilam...amr okane study ses dekei arki student card meyad o ses but apni to bollen prottoyon potro nite ami jdi prottoyon potro ney taile to okane thakbe ami okane student chilam to ete ki problem hbe kina jehetu akon ar pori na tai????ai bisoy ta niye tension a asi tai arki tai details bollam arki...asha kori answer pabo...thanks in advance@@MehediRaihan
@@mdhimel1993 তাহলে আপনাকে Unemployed দিয়ে আবেদন করতে হবে। অথবা আপনার ক্লোজ কারো কোন অফিস থাকলে, যদি সেখান থেকে NOC নিতে পারেন,তাহলে ভারতের ভিসা ফার্মে service দিতে পারেন।
amr akta friend er tiles er shop ase airokom kono dokan theke jodi akta noc banai ney taile hbe nki boro soro office theke nite hbe@@MehediRaihan
@@mdhimel1993 Ha hobe, apni sekhane kaj koren amon kore baniye nin tader original pad e.
ভাইয়া আমি ব্যাংকে ডালার পাইনি কিন্তু ব্যাংক থেকে ১২০ ইউরে এনন্ডোস করে দিছে। ব্যাংক থেকে বলছে কোনো সমস্যা হবে না। ভিসা হবে। কিন্তু আমি চিন্তা করচি হবে কী না যদি আপনি একটু বলতেন আমাকে
Apnar indian visa hote pare. Kintu indian high commission er niyome endorsement $150 dollar ba tar beshi hote hobe. Apnar 120 euro te $130 dollar er moto hoy. Ai tay jodi tara problem na kore, tahole onno documents o visa form sothik vabe puron korle, asa kori visa hoye jabe.
আচ্ছা ভাই। এন ও সি টা বাংলায় দিলে কি সমস্যা হবে কি??
ইংলিশে দেয়া ভালো। বাংলায় দিলে আশা করি তারা গ্রহণ করবে। তবে পারলে ইংলিশে দিন।
প্রথমে আমার বর্তমান পাসপোর্টের ডিটেইলস দিয়েছি।
এর নিচে যে any other পাসপোর্ট এর ইনফরমেশন চাচ্ছে, সেখানে আমার আগের পাসপোর্ট এর ডিটেইলস দিতে হবে কি ( সেটা মেয়াদোত্তীর্ণ ) ??
নাকি এই ঘরটা তারা পূরণ করবে যাদের দ্বৈত নাগরিকত্ব আছে, অর্থাৎ একাধিক দেশের পাসপোর্ট আছে তারা? আপনার দুইটা পাসপোর্ট থাকা সত্ত্বেও আপনি নিচের ঘরটা ফিলাপ করেননি, তাই আমার কাছে মনে হচ্ছে করা লাগবেনা
কাইন্ডলি রেসপন্স করবেন 🥹
@@bilaibari.meow.04 আপনার পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণ, এখানে মূলত দ্বৈত নাগরিকত্ব থাকলে সেই পাসপোর্ট এর ডিটেইল দিতে হয়, বা আপনার পূর্বের পাসপোর্ট এর মেয়াদ থাকলে।
e-statement dewa jabe?
হ্যাঁ, ভিসা হয়। তবে ফিজিক্যাল দেয়া ভালো।
আমার ২টা পাসপোর্ট ভারতের ভিসা আছে কিন্তু ssc hsc নাম অনুযায়ী নতুন ই পাসপোর্ট নাম সংশোধন করেছি md বদলে Mohammad দিয়েছি এবং মাতার নাম বেগম দিয়েছি নতুন ই পাসপোর্ট দিয়ে আবেদন করেছি কিন্তু ভিসা দিলো না কেন দিলো না?
আর কিভাবে সংশোধন করে আবেদন করবো কি কি কাগজ লাগবে
আবেদন কিভাবে পূরন করবো??একটু সাহায্য করেন,,
Ai video onujayi documents joma diben. Jehetu passport sonsodhon korechen, ai video dekhle bujhe jaben je extra ki dite hobe: th-cam.com/video/k5YEY5Z31lE/w-d-xo.html
@@MehediRaihan ধন্যবাদ ভাই কিন্তু এভিডেভিড এর ফরমেট আছে?
@@munnisumon4069 জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের ওইখানে গেলে আপনি পেয়ে যাবেন।
আমার এমআরপি পাসপোর্ট এ ইন্ডিয়ান ভ্যালিড ভিসা আছে, পাসপোর্ট এর মেয়াদ আছে ৯ মাস। কিন্তু এর মাঝে আবার ই পাসপোর্ট করিয়েছি। এই মুহূর্তে ইন্ডিয়া ট্রাভেল করার জন্য করণীয় কি? ইমিগ্রেশন এ কোন পাসপোর্ট শো করবো? উল্লেখ্য যে এমআরপি পাসপোর্ট ইন্ট্যাক্ট আছে, ছিদ্র করেনি।
2 tai niye jaben.
@@MehediRaihan ধন্যবাদ। দুইটি পাসপোর্ট ই সাথে নিবো। এছাড়া আর কিছু করণীয় আছে কিনা। অনেকে বলেন পাসপোর্ট অফিস থেকে নাকি একটা সিল দিতে হয়। এরকম কোন ব্যাপার আছে কিনা।
@@THEEXPLORER86 আমার জানামতে ওরকম কোন নিয়ম নেই।
প্রবাসী হলে ডকুমেন্টস কি দিবো?
Apni bideshe je kaj koren, tader theke je chuti peyechen sei kagoj, mane NOC.
বিদেশ থেকে গেলে কি কি দিতে হবে
একটু বিস্তারিত বলুন
Finger dewar koto din por visa pawa jabe
6 - 25 diner vetor hoye jay sadharonoto
টুরিস্ট ভিসা থাকলে কি রোগীর সাথে চেন্নাই যাওয়া যাবে? রোগীর মেডিকেল ভিসা আছে। আর রিটার্ন টিকিট কি থাকা লাগবেই এয়ার এর?
Aktu kindly janaben bhai ar thanks apnar video dekhe apply kore visa paisi❤️
Ha jete parben. Je doctor dekhabe, se aka immigration face korbe. Tahole r apnar sathe jhemela korbe na. Orthath je jar moto immigration ses kore, abar eksathe sob kichu korben.
ভাই আমি ভিসা করতে চাই একটু হেল্প করেন
@@sakibhasan-j5x ki jante chan?
আচ্ছা ভাইয়া আমি একটা বিষয় বুঝলাম না ব্যাংক স্টেটমেন্ট এর ক্ষেএে কি নিজের ব্যাংক একাউন্ট এ ২০ হাজার টাকা থাকতে হবে না কি ২০ হাজার টাকা লেনদেন এর স্টেটমেন্ট থাকলেই হবে।
- মনে করেন ২ মাস আগে আমার একাউন্ট এ ৩০ হাজার টাকা এখন আমি টাকা তুলে ফেলেছি ৪ হাজার টাকার মতো আছে এই স্টেটমেন্ট দিলে হবে কি না কি ২০ হাজার টাকা থাকতে হবে একাউন্ট এ
আপনার ব্যাংক একাউন্টে লেনদেন থাকতে হবে। সাথে আপনার বর্তমান ব্যালেন্স ২০ হাজার টাকা বা তার বেশি থাকতে হবে।
আসসালামু আলাইকুম ভাইয়া। আমার একটা প্রশ্ন, আমি ভারতের ভিসা আবেদন করার সময় সম্ভাব্য ঘুরতে যাওয়ার জন্য কলকাতা ও দিল্লি দিয়েছি এবং আমার ভিসাও হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমার প্রশ্ন হলো আমি কি এই ভিসাতে কাশ্মীর বা ভারতে আরো অন্যান্য প্রদেশ ঘুরতে পারবো? একটু জানাবেন প্লিজ
হ্যাঁ, আপনি যে কোন জায়গায়ই যেতে পারবেন। কাশ্মীর ট্যুর এর গাইড লাইন পেতে আমার কাশ্মীর নিয়ে এই ভিডিও দেখলে উপক্রিত হবেন, ইনশা আল্লাহ - youtu.be/7nYV52য়াড়-ম
ভিসা তে যে পোর্ট গুলো উল্লেখ করা আছে সেগুলো দিয়েই শুধু ইন্ডিয়া প্রবেশ বা বাহির হতে পারবেন। বাই এয়ারে যে কোন জায়গায় যেতে পারবেন বা বাংলাদেশ আসতে পারবেন।
@@MehediRaihan thank you bhaiya for the information
@@ctgpola You are welcome
আমার বয়স ১৮ বছর ৬ মাস আমি কি অভিভাবক ছাড়া ইন্ডিয়ান ভিসা পাবো? দয়া করে একটু জানাবেন প্লিজ😢
হ্যাঁ পারবেন। ১৮ বছর বা তার বেশি হলে বাবা মা ছাড়াই ভারতে যাওয়া যায়।
Ji Thanks Vai ❤
@@shihaburrahman2189 Welcome
Vhaiyya unmarried meyeder ki visa dey na plz answer me plz
হ্যাঁ, ভিসা দেয়।
hmmm
Jader age 20 tader ki eka visa dey na
@@mydream-qc3ff ১৮ বছরের বেশি হলেই একা যেতে দেয়।
Ok thankyou
আমার বয়স ১৮+ কিন্তু আমার নিজের কোন Bank statement নেই তাহলে সেক্ষেত্রে অন্যের Bank statement দিলে ভিসা পাবো কীনা!?
আপনি আপনার বাবা-মার ব্যাংকের স্টেটমেন্ট ব্যবহার করতে পারবেন, অথবা পাসপোর্টে ডলার এন্ডরসমেন্ট করতে পারেন।
আমি কাড এ ২০০ ডলার ইনডোস করতে চাই+ নগদ ১০০ ডলার ইনডোস করে ,ক্যাশ ডলার নিয়ে যেতে চাই।
একসাথে দুইটা কি করা যাবে?? আর করা গেলেও বডার এ কি কোনো সমস্যা করবে?
হ্যাঁ করা যায়। ব্যাংকের সাথে এভাবে কথা বলতে হবে। আপনি কার্ডে ২০০০ ডলার অ্যান্ডোর্সমেন্ট করবেন, সাথে ১০০ ক্যাশ ডলার অ্যান্ডোর্সমেন্ট করে নিলেন।
ভিসা যতদিন হবেনা ততদিন কি ২০০০০ টাকা ব্যাংক এ থাকতেই হবে , নাকি স্টেটমেন্ট নেয়ার পর উঠায় নিতে পারবো ?
ভারতীয় ভিসা সেন্টারে ভিসা ফর্ম জমা দেয়ার পর, টাকা তুলতে পারবেন। আগে তোলা ঠিক না, কারণ মাঝে মাঝে অনেকের কাছে মোবাইল ফোনে ব্যাংকের বর্তমান ব্যালেন্স এর এসএমএস দেখতে চাইতে পারে।
ভাই যদি কোনো ধরনের পেশা গত ডকুমেন্ট না থাকে কারণ আমি বিদেশ ফেরত
আপনার যদি নিজের বাড়ি থাকে বা জমি থাকে, সে বাড়ির দলিলের ফটোকপি বা জমির পর্চা ফটোকপি দিলেও হবে। আর কিছু না থাকলে আদার্স আফসো সিলেক্ট করে, কারো উপর ডিপেন্ডেবল দিয়ে দেবেন।
টুরিস্ট ভিসার জন্য আমার নিজের নামে কোন ব্যাংক একাউন্ট খোলা নেই সেক্ষেত্রে আমার বাবা বা মায়ের ব্যাংক একাউন্ট জমা দেওয়া যাবে কীনা! কারণ আমার ভোটার আইডি কার্ড এর সাথে বাবা মায়ের ভোটার আইডি কার্ড এর মিল নেই জানাবেন প্লিজ
পাসপোর্ট এর সাথে মিল আছে?
@@MehediRaihan আমার ভোটার আইডি কার্ড এর সাথে পাসপোর্ট মিল আছে কিন্তু বাবা মা মিল নেই।
@@bissalmitro3860 আপনার পাসপোর্ট এর সাথে মিল থাকতে হবে।
আসসালামু ওয়ালাইকুম।
আমার ইতিমধ্যে মেডিকেল ভিসার মেয়াদ আছে। আমি কি মেয়াদ থাকাকালীন অন্য একজন অপরিচিত ব্যাক্তির মেডিকেল এটেন্ডেন্ট হিসেবে যেতে পারবো? যদি যেতে পারি তাহলে তার আবেদন জমা দেওয়ার সময় আমার পাসপোর্ট জমা দেওয়া লাগবে নাকি আগের ভিসা দিয়ে যেতে পারবো? বা অন্য কোন নিয়ম আছে কি না!
বিষয়টি কারও জানা থাকলে জানানোর অনুরোধ রইলো।
সালাম
আপনার আছে মেডিকেল ভিসা। অন্য আরেকজন তো ভারতের মেডিকেল ভিসা করবে। সে ক্ষেত্রে আপনার পাসপোর্ট এর কপি দেয়া লাগবে না। দিলে উল্টো ঝামেলায় পড়বেন। কারণ আপনি তার অ্যাটেনডেন্ট না। তবে আপনার ভিসার মেয়াদ থাকলে, সেও যদি মেডিকেল ভিসা পায়। আপনি তার সাথে যেতে পারবেন। বর্ডারে মেডিকেল ভিসায় যেভাবে গিয়েছেন, এখনো সেভাবে যাবেন। ভারতে আপনি তার সাথে থাকতে পারবেন।
অনেক ধন্যবাদ ভাইয়া❤❤❤
ভাইয়া, আমি তো মেডিকেল ভিসায় যাবো এবং গিয়ে যদি ডাক্তার না দেখিয়ে আসি, তাহলে কি কোন অসুবিধা হবে? দয়া করে এটিও জানাবেন ভাইয়া
@@BplusEplusMplusGKplusICT You are welcome
@@BplusEplusMplusGKplusICT সমস্যা হবে না। তবে আপনি আগে যে দেখেছিলেন, যেখানে মেডিসিন লেখা ছিল, ওই ফাইলটি সাথে নিয়ে যাবেন। কোন কারনে যদি ফেরার পথে, ইমিগ্রেশনে কিছু বলে, সেক্ষেত্রে আপনি ওই ওষুধের কাগজ দেখাতে পারেন। বলবেন যে ওষুধের বিষয়ে এসেছিলেন।
আমি ঢাকায় ভিসা ফর্ম জমা দিবো। আমার স্ত্রী ও দুই সন্তান যাদের বয়স পাঁচ বছর ও নয় বছর। আমার স্ত্রীর ফিঙ্গার প্রিন্ট নট রিকোয়ার্ড লেখা আছে। আমি কি সবার পাসপোর্ট জমা দিতে পারব। নাকি সবাইকে লাগবে।
হ্যাঁ পারবেন। তবে বাচ্চাদের ফিঙ্গারপ্রিন্ট দেয়া লাগলে তাদের নিতে হবে।
কত বছর বয়স হলে ফিঙ্গারপ্রিন্ট লাগে
@@md.reajulkarim-reaj1828 সাধারণত ১২ বছরের নিচে ফিঙ্গারপ্রিন্ট লাগেনা। তারপরও নিয়ম তো চেঞ্জ হয়ে যায়। তাই জবা দেওয়ার দিন সাথে যাওয়াই ভালো।
❤❤❤❤
Apni eta joma diye visa paisen naki seta bolen
হ্যাঁ পেয়েছি। আর এটাই ইন্ডিয়ান হাইকমিশনার নিয়ম। এই নিয়ম অনুযায়ী ডকুমেন্টগুলো দিতে হবে। ইন্ডিয়ান হাই কমিশন ভিসার জন্য একগাদা কাগজ চায় না। তারা যা বলে দিয়েছে তাই চায়, সঠিক ভাবে। আশা করি বুঝতে পেরেছেন।
@@MehediRaihan hotel booking deya lage na ?
@@jeesanhaidersiam443 আপনি কি উপরের লেখাটা পড়েন নি ভালো করে। আর আমি ভিডিওতে ও বলেছি যে এটা ভারতীয় হাই কমিশনের নিয়ম অনুযায়ী, এই ডকুমেন্ট গুলোই দেয়া লাগবে টুরিস্ট ভিসার জন্য। এক্সট্রা আর কিছু লাগবে না।
Vai corona certificate lage?
Akhon lage na.
Vai running passport er sathe puran sob passport joma dewa ki compulsory???
ভাই আপনি ভিডিওটা দেখলে তো পুরো বুঝে যেতেন। হ্যাঁ, দিতে হবে।
অন্যের উপড় ডিপেন্ডেবল’ বলতে ভাইয়া বুঝিনাই
মানে হলো ইন্ডিয়ান ভিসা ফর্মে পেশার ক্ষেত্রে আপনি কারো উপর নির্ভরশীল দিলেন, সেটা বোঝায়। যেমন আপনি স্টুডেন্ট হলে বাবা বা মায়ের উপর নির্ভরশীল দিতে পারেন।
ভাই নাগরিক সনদ লাগবে না??
না, ভিডিওতে আমি যে ডকুমেন্ট গুলো দেখিয়েছি, সেগুলি হচ্ছে ভারতীয় হাই কমিশন অনুযায়ী ভারতের ভিসার জন্য ডকুমেন্ট। আর যে সিরিয়ালে দেখেছি সেভাবেই জমা দিতে হবে।
প্রবাসীরা কি কি ডকুমেন্টস দিবে?
@@alaminmolla90 বাংলাদেশ থেকে ভিসা করলে একই ডকুমেন্ট, পেশা প্রমানের ক্ষেত্রে আপনি যা করেন তার প্রমাণপত্র।
৪ বার জমা দিছি ভাই ভিসা লাগিনি 😥😢
আপনার ভিসা ফর্ম পূরনে বা ডকুমেন্টসে ভুল ছিল, সামান্য ভুল থাকলেও ইন্ডিয়ান ভিসা বাতিল হয়ে যায়।
Visa dilo to visa papers
বুঝিনি
আমি বেকার , আব্বুর উপর ডিপেন্ড তাহলে কি ডিটেইলস দিবো , সে প্রবাসী ,
Ai bisoye ami nischit noi je probashi hole ki dite hobe. Apni ivac support e call diye jante paren: 09612 333 666
ভাইয়া আমার ব্যাংক একাউন্ট আছে কিনটু লেনদেন কম হয় এখন কি 20হাজার + টাকা রেখে সেটার স্টেটমেন্ট দিলে হবে কি নাকি এনডোর্স করে নিলে সেটা ভালো হবে ?
@@nowrinjahan5609 আপনি যদি ৫ মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে চান, তাহলে এ মাসের মধ্যে কিছুটা লেনদেন থাকতে হবে। ধরুন ২৫০০০ - ৩০০০০ হাজার টাকার মত লেনদেন হয়েছে ওই ৫ মাসে। এমন টাইপের হলে আপনি এখন ২০ হাজার টাকা রেখে, ব্যাংক স্টেটমেন্ট দিতে পারেন।
old video upload?😆
No, its a new one.
গৃহিনী হলে কোনো ডকুমেন্টস লাগে না, আমি আমার একাউন্টএর ২০০০০ টাকার স্টেটমেন্ট দেখিয়েছি শুধু।
হ্যাঁ, গৃহিণীর ক্ষেত্রে পেশার প্রমাণপত্র বাধ্যতামূলক নয়। তবে ডকুমেন্ট থাকলে দেয়া ভালো। আপনার মতামতের জন্য ধন্যবাদ।
ভিসা কি হইসে আপনার?
আপনার what's app নামবারটা দিবেন ভাই
message din: facebook.com/fkmr07