CRB Hill Chattogram | কল্পনার থেকেও বেশি সুন্দর CRB Hill চট্টগ্রাম | Chattogram vromon guide

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নগর ও বাণিজ্যিক রাজধানী
    শহরটি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পার্বত্য চট্টগ্রাম ও বঙ্গোপসাগরের মধ্যবর্তী কর্ণফুলী নদীর তীরে চট্টগ্রাম জেলায় অবস্থিত। বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত হলেও পাহাড়, সমুদ্র এবং উপত্যকায় ঘেরা চট্টগ্রাম শহর প্রাকৃতিক সৌন্দর্যের জন্যে প্রাচ্যের রাণী হিসেবে বিখ্যাত। আজ আমার ঘুরে দেখবো চট্রগ্রাম শহরের সবথেকে সুন্দর তমো স্থান CRB hill পাশাপাশি টুকটাক কিছু গাইড লাইন। শুরু করা যাক চট্রগ্রাম শহরের সুন্দর একটা গল্প
    আমার আজকের ভ্রমণ শুরু চট্রগ্রাম শহরের জিইসি মোর থেকে পায়ে চলানো একটি রিকশায় চরে আমি রওনা করেছি CRB হিলের উদ্দেশ্যে
    আপনারা যদি Crb hill যেতে চান সে ক্ষেত্র চট্রগ্রাম শরের একেখান মোড় বা অলংকার মোড় বা জি.সি মোড় আসেতে হবে সেখান থেকে সিএনজিচালিত বেবি টেক্সিতে টাইগারপাস মোড় যেতে হবে ভাড়া ৮০-১০০ টাকা নিতে পারে। টাইগারপাস মোড় থেকে হাঁটলে পাঁচ মিনিটের পথ CRB হিল্ল।
    CRB hill আসার পর মনে হবে প্রকৃতিক সৌন্দর্যে ঘেরা এযেন কল্পনার থেকে বেশি সুন্দর একটা স্থান। cRb হিল এলাকায় বন্দরনগরী চট্টগ্রাম শহরের অতি প্রাচীনতম স্থাপনার নাম সি.আর.বি (CRB) এর পূর্ণ রূপ হচ্ছে সেন্ট্রাল রেলওয়ে ভবন। কালজয়ী ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে সিআরবি ভবন চট্টগ্রাম ঠিক তেমনি নাগরিক জীবনের কোলাহল থেকে কিছুটা স্বস্তি, আরাম আর মানসিক প্রশান্তির খোঁজে সময় পেলে মানুষ জমায়েত হয় এই সিআরবি শান্ত নিরিবিলি পরিবেশে।এখানকার পুরো এলাকায় দৃষ্টিনন্দন আঁকা-বাঁকা, সর্পিল রাস্তা উঁচু নিচু সবুজ পাহাড় টিলা, বন-বনানী ছায়া সুনিবিড় এই বিরাট এলাকাটি অঘোষিত ভ্রমনের জায়গা হিসেবে যুগ যুগ ধরে চট্টগ্রামের মানুষদের দিয়ে আসছে বিনোদনের আস্বাদন।
    CRB ঘুরতে ঘুরতে নজরে আসল ১৮৯৯ সালের তৈরি বাষ্পীয় রেল ইঞ্জিনের মডেল।
    সারা বছর যাওয়ার উপযুক্ত সময়। কিন্তু বিকালের টাইমের মানুষের ভিড় বেশি থাকে এবং পরিবেশটা খুব ভাল লাগবে । বিশেষ করে সরকারি বন্ধের দিনগুলিতে মানুষের আনাগোনা বেশি থাকে।
    সন্ধ্যার পরে যাওয়া নিরাপদ নয়। গ্রুপ থাকলে তেমন অসুবিধা হবে না। পুরো এলাকাটি একটু নিরিবিলি আর নিস্তব্দ থাকায় কিছু অসৎ সুযোগ সন্ধানে থাকে।
    #chattogram #vromon_guide #চট্টগ্রাম #vlog
    Music Credits:
    Music from #Uppbeat (free for Creators!):
    uppbeat.io/t/v...
    License code: TLPGDPNLAIBNJOTF
    Royalty Free Music from Tunetank.com
    Track: Samurai Serenades by PineAppleMusic
    tunetank.com/t...
    Music from #Uppbeat (free for Creators!):
    uppbeat.io/t/y...
    License code: 0UMAN6L0PFGLT2IN

ความคิดเห็น • 1

  • @MMShaon
    @MMShaon 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤