বিকাশ দাদা,আমি আপনার একজন ভক্ত ফলোআর,এই সমস্যা সমাধানের কি পথ আছে সেটা বাহির করতে হবে সবাই মিলে এভাবে মারামারি কথা কাটাকাটি করে কোন সমাধানে আসা যাবে না সবার সব কথা মাথায় নেওয়া যাবে না, একটা করা সত্য আমি আপনি আমরা সবাই বাংলাদেশী আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা এমনই দেশ হিসেবে পিছিয়ে আছি কিভাবে ভাল কিছু করে কোন সমস্যা ছাড়া দেশকে ভাল কিছুর দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে পথ বাহির করেন আমরা সবাই পাহাড়ে সমতলে শান্তি চাই, আমি নিজে ও পাহাড়ে ছিলাম ১২বছর পাহাড়ি মানুষ ও পাহাড় কে অনেক ভালবাসি, শান্তি, শান্তি, শান্তি, দাদা আদাব,
সেটেলার কারা? নিজ দেশে কিভাবে বাঙালিরা সেটেলার হয়? যারা যারা এক দেশ থেকে। আরেক দেশে এসে সেটেল হয় তাকেই সেটেলার বলে। পাহাড়ি উপজাতিরা হলো আসল সেটেলার। কারণ তাদের পুর্ব পুরুষরা ২৫০/৩০০ বছর আগে। ত্রিপুরা, কম্বোডিয়া, বার্মা, মঙ্গোলি, ভারত, থেকে এসে আশ্রয় নিয়েছিলো বাংলাদেশে। তাই উপজাতিরা হলো আসল সেটেলার। কোনো বাঙালি যদি ঢাকা থেকে চট্রগ্রাম এসে বসবাস করে।তাকে কিভাবে সেটেলার বলে। তাহলে কি ঢাকা। বাংলাদেশের বাহিরে? কিন্তু বাংলাদেশে কিছু দা*লাল মিডিয়া বাঙালিদের কে সেটেলার বানিয়ে দিচ্ছে। আদিবাসী হমাল আমরা বাঙালিরা। উড়ে এসে জুরে বসে নিজেদের কে আদিবাসী দাবী করছে উপজাতিরা। মু*র্খ উপজাতিরা স্যাটেলার কাকে বলে তাও জানে না। স্যাটেলার হলো উপজাতিরা। বাঙালিরা নিজ দেশে স্যাটেলার হলো কিভাবে? ২৫০/৩০০ বছর আগে উপজাতিরা এসেছিলো বাংলাদেশে। মিয়ানমার ভারত, কম্বোডিয়া, মঙ্গোলিয়া বার্মা, ত্রিপুরা, থেকে। রোহিঙ্গাদের মতো,, সে সময় বাঙালিরা এই উপজাতিদের পাহাড়ে আশ্রয় দিয়েছিলো করুনা করে। এখন উপজাতিরা চায় বাংলাদেশ আলাদা করে। নতুন দেশ তৈরী করতে। কিন্তু উপজাতিদের আসা কোনো দিনও পুরণ হবে না। আদিবাসী হলাম আমরা বাঙালিরা। অন্য দেশ থেকে আশ্রয় নেওয়া উপজাতিরা। আদিবাসী হয় কিভাবে?
সায়েমকে বলছি, পার্বত্য অঞ্চল সহ আমরা যারা সমতল ভূমিতে এই দেশের নাগরিক হিসেবে এই বাংলাদেশের ভূখণ্ডের ভিতর বসবাস করি, আমরা সবাই বাংলাদেশী। এসবি কাশ কে বলছি এই দেশের নাগরিক হিসাবে এই দেশের ভূখণ্ডের যেকোনো স্থানে জমি ক্রয় বিক্রয় এবং বসবাস করার অধিকার সংরক্ষণ করি। তুমিও সমতলে এসে জমি ক্রয় বাড়িঘর করতে পারো । আমরা সবাই বাংলাদেশী হিসেবে ভাই ভাই। সায়েম কে বলছি অযথা আমাদের মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকি। আমাদের এ দেশকে শান্তিময় করতে সকলকে একসাথে কাজ করতে হবে। এস বিকাশ কে ধন্যবাদ জাতি এবং জাতীয়তাবাদকে ব্যাখ্যা করার জন্য।
সায়েম বুঝে না জাতি কি, জাত কি, বাঙালিত্ব, বাঙালি কি, বাংলাদেশি জাতীয়তা বোধ কি। উনার জ্ঞান একদম লিমিটেশনের মধ্যে। ইতিহাস না জেনে, না বুঝে শুধু ইনকামের ধান্ধা মাথায় নিয়ে ভিডিও বানায়।
আপনার জাতীয়তা যদি বাংলাদেশী হয়,তাহলে সাধীন দেশে কিভাবে আপনারা আলাদা দেশ গঠন /সায়ত্তশাসনের কথা বলেন। এই সাধীন দেশে আদিবাসী বলতে কিছু নেই আছে কিছু জাতি গোষ্ঠী।নিজেকে ।সাধীন দেশের নাগরিক মনে করলে দেশ দ্রোহির মত কথা বলা ঠিক নয়।আর নিজেকে বেশি পন্ডিত মনে করা ও ভালো নয়।আপনারা নিজেদের বাংলাদেশী মনে করেন ঠিক কিন্তু আবার দেশকে বিভক্ত ও করতে চান,তাহলে আপনারা কোন ধরনের বাংলাদেশী?এখানে শান্তি যদি চান তাহলে সকলস্তরে সমতা প্রতিষ্ঠা মাধ্যমে হবে আমি মনে করি,এর বিপরীতে শান্তি প্রতিষ্ঠিত হবে বলে আমার মনে হয় না। আর আপনারা সত্যি যদি শান্তি চান তাহলে সকল জাতি গোষ্ঠী (যেকোনো ধর্মের হোক) একএিত হয়ে আলোচনার মাধ্যমে হতে পারে। আর না চাইলে যদি যুদ্ধ ও হয় তা কখনও হবেনা। আর এ জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে ও আআন্তরিক হতে হবে।। ধন্যবাদ
এডজেক্টলি আমরাও সেটাই বলছি, আমার পরিচয় বাংলাদেশি। কিন্তু আমি চাকমা আমার ভাষা চাকমা ভাষা আমার নিজের ভাষা আছে আমার নিজস্য পোষাক আছে আমার সংস্কৃতি আছে আমার নিজের খাদ্যাভ্যাস আছে। আপনি মাছে ভাতে বঙালি বলতে সাচ্ছন্দ্য বোধ করেন , আমরা এই পাহড়ে খড়া মৌসুমে ভাতই পাইনা আবার নিজেদের মাছে ভাতে পাহাড়ি কিভাবে বলবো। আমরা পাহাড়ে যা পাই তাই খাই । আপনি পহাড়ে যা পাবেন তাই খেতে পারবেন? আসেন আমাদের সথে ব্যাঙ শামুক শুকর খান আমরা আপনাদের আদিবাসী বাঙালী আক্ষায়িত করবো।
@@toothless9582এখানে খাওয়া খাওয়ির কথা কে বলছে😅? পার্বত্য চট্টগ্রামের উপজাতিরা যে বলছে বাঙালিরা সেটেলার তাদেরকে এখান থেকে সরাতে হবে, এই কথার তীব্র নিন্দা জানাই। আপনি পার্বত্য চট্টগ্রামের বাসিন্দা আপনি খুলনায় এসে জমি কিনে বসবাস করুন। কেউ আপনাকে সেটেলার বলবে না,কেউ আপনাকে সেখান থেকে চলে যেতেও বলবে না। তাহলে আপনাদের মিলেমিশে থাকতে অসুবিধাটা কোথায়?আমরা বাঙালি ভাই ভাই।আমার দেশের সর্বত্র সব স্থানে মিলেমিশে থাকবো এটাই চাই।
@@toothless9582 আপনার কথায় সহমত, আপনারা যে বলেন কথায় কথায় সেনাবাহিনী থাকবে না এটা কি বাংলাদেশ না নাকি?? আপনার পাহাড়িরা অস্ত্র রাখবেন বিভিন্ন গুপ করবেন চাদাবাজি করবেন এসব কেন।
পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসীদের প্রকোপ কমাতে সেনাবাহিনী সেখানে অবস্থান করে কোন উপজাতিকে মারার জন্য সেনাবাহিনী সেখানে যায়নি। সেনাবাহিনী যদি কোন সন্ত্রাসীকে গুলি করে তাহলে সেটা উপজাতিকে মারা হয়ে যায়।কিন্তু সন্ত্রাসীরা যখন সেনাবাহিনীকে হত্যা করে তখন তো আপনারা কিছু বলেন না।
আদিবাসী কি উপজাতি মিয়া বাংগালিদের জন্য ভাবো। নাকি উপজাতি মেয়ে বিয়ে করছো তাদের পক্ষে এতো দরধ দেখতে তো মৌলবির মতো লাগে বাস্তবে মুসলিম বাংগালিদের পক্ষে না
১৯৪৭ সালের পূর্বে পার্বত্য চট্টগ্রামে একজন বাঙালিও ছিল না। পাহাড়িরা জাতি হিসেবে চাকমা, মারমা, ত্রিপুরাসহ তেরটি সম্প্রদায়। নাগরিক হিসেবে বাংলাদেশী, আর নৃগোষ্ঠী হিসেবে আদিবাসী। অনেক বাঙালি ভাই বোঝেন না, জাতিসংঘের সংজ্ঞা অনুসারে নৃগোষ্ঠী বা উপজাতীয়রা আদিবাসী। অপপ্রচারের শিকার অতি বাঙালিরা এখন অযথা আদিবাসী ফোবিয়ায় ভুগছেন। বিশ্বের যতসব দেশ আদিবাসী স্বীকৃতি দিয়েছে, তাদের একটি দেশের আদিবাসীরা কি সেই দেশ থেকে বিচ্ছিন্ন হয়েছে? বাঙালিদেরকে আদিবাসী বিষয়ে বনের বাঘে না খেয়ে মনের বাঘে খায়। এটা অপপ্রচার, অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত উস্কানির কারণে। জাতীয়তায় আমি চাকমা, নাগরিক হিসেবে বাংলাদেশী, নৃ-তাত্ত্বিকভাবে আদিবাসী, এটাই আমার পরিচয়। জাতীয়তা দিয়ে কোন দেশবাসীর পরিচয় হয় না, নাগরিকত্ব নিয়েই পরিচয় হয় সারা বিশ্বে।
@@Ksvlogs899 সত্য তো এটাই তোমরা বিগত কয়েক শো বছর আগে কম্বোডিয়া মঙ্গোলিয়া মায়ানমার এিপুরা এসব থেকে বাংলাদেশে পাহাড়ে এসেছো ইতিহাস খুজে দেখো বুজবে৷ আপনাদের নাকি আবার জুমল্যান্ড করবেন স্বপ্ন দেখতে থাকেন
@@Dashjati তোরা বিভিন্ন দেশ থেকে এসে পাহাড়ি জায়গায় থাকতি কারন তোদের নিরাপত্তার জন্য আর আমরা বাঙালিরা তোদের মতো তো আর অন্য দেশ থেকে আসি নাই যে জঙ্গলে থাকবো ইতিহাস পরে দেখ পসগল
মনে হয় যুদ্ধ লাগীয়ে দেওয়ার জন্য সায়েম বাজে বিভ্রান্তি ছড়াছে এবং উশকানি মুলক ইউটুবে ভিডিও ছড়াছে,আমার মনে হয় আপনার প্রাতিষ্ঠানিক নৈইতিকতার শিক্ষার অভাব আছে।
আদিবাসী হলেন সেই সম্প্রদায়ের মানুষ যারা সাধারণত একটি দেশের বা অঞ্চলের মূল বাসিন্দা। তারা তাদের নিজস্ব সংস্কৃতি, ভাষা, এবং ঐতিহ্য বজায় রেখে থাকে। বাংলাদেশের উদাহরণ হিসেবে, সাঁওতাল, মুণ্ডা, এবং কুচি আদিবাসী গোষ্ঠী উল্লেখযোগ্য। আদিবাসীরা সাধারণত তাদের জমি, সংস্কৃতি, এবং অধিকারের জন্য সংগ্রাম করে থাকেন। এরা হলো আদিবাসী তোমরা না। Chat GPT থেকে
আদিবাসী এবং উপজাতি কারা আপনি বললে ভালো হতো,,,,,,আপনি পুরো ঘটনাটি যদি প্রকাশ করতেন,, তাহলে ভালো হবে। মোটরসাইকেল ঘটনা,,,, থেকে পুরোটায় সময় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন,, এটাই আশাবাদী
অবৈধভাবে বসতি স্থাপন মানে?আমি বাংলাদেশি।আমার অধিকার আছে বাংলাদেশর যেকোনো জায়গায় সরকার অনুমোদনে জমি ক্রয় করার এবং বসতি স্থাপনের।মাত্র ২০০-২৫০ বছর ধরে আসা অনুপ্রবেশকারি উপজাতিদের কাছে থেকে কি আমার জানতে হবে?আমি বৈধ নাকি অবৈধ।
আপনার এই কথা তো বলতে লজ্জা থাকা উচিত যে, তিন পার্বত্য জেলাতে উড়ে এসে এখন নিজের জায়গা বলতেছেন, আপনার বাপ দাদা কিন্তু টাকা দিয়ে জায়গা ক্রয় করে নাই, ভূমিহীন আশ্রয়হীন ছিলেন বিধায় আপনাদেরকে তিন পার্বত্য জেলায় সেটেল করা হয়েছে। অন্যের জায়গা কেড়ে নিয়ে নিজেরা বসতি স্থাপন করেছেন। সেটেলার
আপনি পাহাড়ের সম্মান খুজছেন ; অবশ্যয় আপনার সাথে আছি। পাহাড়ের শান্তি খুজছেন ; তাও আছি। পাহাড়ের জন্য অধিকার খুজেন ; তাও আপনার সাথে আছি। পাহাড়, সমতল,বাঙালি, আদিবাসী সব আর সবাই সমান তাও মানি সেটা লাউড এ্যান্ড ক্লিয়ারলি মানি। কিন্তু আপনি দেশ থেকে আলাদা হয়ে আলাদাভাবে দেশ গড়বেন বা দেশ বানাবেন পাহাড় থেকে সেনা হটাইতে বলবেন সেটা কিন্তু মানতে পারছি না, বা সেটাতে আপনার পাশে থাকতে পারছি না। দেশটা বাঙালির | দেশটা ক্ষুদ্র নৃগোষ্ঠী | দেশটা পাহাড়ির |দেশটা সমতলের । দেশটা আমার | দেশটা আপনার | দেশটা সকলের |বাঙালি এবং আদিবাসী নামে বিভাজন তৈরি করবেন সেটা আমরা মেনে নিতে পারি না আদিবাসী নয় বাংলাদেশী হওয়ার চেষ্টা করেন। তাছাড়া আমরা তো এটা এভাবে দেখি কোন পাহাড়ি যখন বাংলা বলে বাংলাদেশী বলে পরিচয় দেয় আমরা অনেক গর্ববোধ করি ভালো লাগে কিন্তু এখন যা করতেছেন বাঙালি এবং পাহাড়ের মধ্যে দুশমনি তৈরি করতেছেন।
আমরা তো কখনো আলাদা দেশ বানাতে চাইনি কিন্তু আপনারাই আমাদের জোর করে বলতেছেন পাহাড়িরা জুম্মল্যান্ড নামক আলাদা দেশ গড়তে চায় 😅 আর আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলিনি। বলেছি সেনাশাসনের বিরুদ্ধে।
@@sachingfru666সেনা শাসন না হয় উঠানো যাবে কিন্তু সেনা ক্যাম্প কি সমস্যা করলো?আর এত অসুবিধা যদি হয় ওখানে থাকতে তাহলে ঐ জায়গা বিক্রি করে অন্য জেলায় থাকেন, চট্টগ্রামের প্রতি অনেক দেশের লোভ আছে সেন্টমার্টিনের জন্য তাই ওখানে সেনাবাহিনীর দরকার আছে।
Ke bolese apnake Amara desh alada korte sai,,kono pahari ki bolesilo ,,r sena bahini Kota je bollen apni pahari hoten Tahole bujten,,,sadin deshe Judi Santi na dei sena bahini ,,ottasar hote hoi sena bahinir kase,,ta Teke ki lap,,na takar Balo,
উচিত জবাব দিয়েছেন দাদা, একটা সহজ সরল কথা এই পর্যন্ত নিম্ন থেকে উচ্চ পর্যায়ের বড় বড় নেতারা, সাধরন একটি কথা, আমি উপজাতি নই, আমি আদিবাসী, আমি একজন বাংলাদেশী। চাকমা, মারমা, ত্রিপুরা, বম, অনন্য খুদ্রনিগুষ্টি সবাই আদিবাসী, কারন তারা অন্য কোনো দেশ থেকে আসেনি, তারা আমাদের আদিবাসী আদিকাল থেকে তাদের বসবাস এই পাহারে। ধন্যবাদ দাদা আপনি সঠিক কথা বলার জন্য। একটা কথা না বলে পারলাম না, চট্টগ্রামের ভাষায় একটা কথা বলে, ( যে নবুঝে মনে মনে তারে বুঝাইত পরে হনে..?)
দাদা আমার বাড়ি রাজশাহী,,, আমি বতমানে ঢাকা DIU Unversity পড়াশোনা করছি,,,আমি আপনার ভিডিও ১ বছর যাবত দেখছি,,,,,আমার মতে আপনি এগুলো বিষয় একটু এরিয়ে চলেন,,,,আমরা সবায় শান্তি চাই,,,পাহাড়ি বাঙালি সবায় ভালো থাকুক,,,পৃথিবীতে মানুষ যতদিন আছে ঝামেনা থাকবেই,,, এটাই নিয়তি,,,,উপজাতি, আদিবাসী, সেটেলার এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে,,,,এগুলো এক কথায় সমাধান হয়ে গেলে তো হতোই,, কিন্তু এখানে আপনাদের দোষ আছে বাঙালি দোষ আছে,,,,,আমরা যদি, আপনাদের দাবি অনুযায়ী, সেনা সরানো ও আদিবাসী উপাধি পান,,তা হলে সমাধান হয়ে জাবে,,,, সত্যি হলো হবে না,,,কেননা আপনি হয়তো ভালো কিন্তু পাহাড়ে হাজার হাজার লোক আছে,, তারা তখন চাঁদাবাজি, খুন,ধশন, ছিনতাই বেড়ে যাবে,,,দিনের বেলা অস্ত্র নিয়ে বাজারে ঘুরাঘুরি করবে,, চাদা না দিলে কচুকাটা করবে,,মেয়েদের তুলে নিয়ে জাবে,,,,,তখন আপনি নিজেও অস্ত্র ভয়ে কিছুই করতে পারবেন না,,,,,সেনারা আছে নিরাপত্তার কারনে,,,,,,,আপনি কি মনে হয়,,কাল যদি সেনা সব উঠে নেওয়া হয়,,,বাংলাদেশের সমতল ভূমির লোকেরা ঘুরতে যেতে পারবে,, সত্যি হলো পারবে না,,,পুরো পাহাড় জিমনি হয়ে জাবে,,,,,,,,,,আপনার মনিপুর, ত্রিপুরা থেকে অনেক ভালো আছেন কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে,,, এটা নিয়ে কাজ করতে হবে,,,,আর ভারত তো আছে সুয়োগ নিতে,,,,,আমি আপনাদের দবির বিরুদ্ধে নই,,কিন্তু বতমানে বাঙালিদের মনে হয় সেনা সরালে আপনি নয় কিন্তু অনেকে আছে আপনাদের জাতির মধ্যে যারা বাংলাদেশ থেকে আলাদা হতে চাই,,,এই যে বাঙালিদের মধ্যে অবিশ্বাস,,,, এর জন্য দায়ি তো আপনাদের নিতে হবে,,,
আপনাদের সমতলে চুরি, ডাকাতি, খুন, ধর্ষন বেশি হয় তাহলে আপনাদের এলাকায় কি এক কিলোমিটার পরপর সেনা ক্যাম্প আছে, আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে না সেনা শাসনের বিরুদ্ধে।
আপনার কথা শুনে ভালো লাগলো, কিন্তু দাদা সমতলে যারা আছে তারা অধিকার চাইলে পেয়ে যায় আর পাহাড়ের মানুষ কি চাই সেটা তো বুঝার দরকার একটা জাতিকে এভাবে স্বাধীনতা থেকে বন্ধি করে আতকে রাখা হয়েছে সেনাবাহিনীরা পাহাড়ে কতটুকু অসভ্য মতো ব্যবহার করতেছে কেউ তো বুঝতে চাই না তারা উঠেপড়ে লেগে কিভাবে পাহাড়িদের কে ধংস করার যায়, এটা পাহাড়ে মানুষ তো বলে নাই একেবারে পাবত্য অনচল থেকে সেনা হঠাও পাহাড়িরা বলতেছে সেনা সাশন উঠাও আমার মনে হয় কথাগুলো বুঝতে পারছেন
@@MdAzad-mw2rm মত প্রকাশ করার জন্য ধন্নবাদ। আমিও তাই বলছি আরো কিছু বারালে ভালো হত ভাই। যাতে মাইনাস এ মাইনাস এ প্লাস হয়ে যাই। অভ্র বেবহার করছি তাই হাল্কা সমসসা হচ্ছে, দয়া করে ভুল বুঝবেন না।
The government of Bangladesh should take immediate action to address the mistreatment of indigenous people by settlers. ✊ #takeActionBangladeshGovt. #wewantjustice
আদিবাসী হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য সাধারণত কয়েকটি বৈশিষ্ট্য বিবেচনা করা হয়, যেগুলো চাকমা সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান: 1. প্রাচীন বাসিন্দা হওয়া: আদিবাসীরা সাধারণত একটি নির্দিষ্ট ভূখণ্ডে দীর্ঘকাল ধরে বসবাস করে আসছে। চাকমারা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে প্রাচীনকাল থেকে বসবাস করছে, যা তাদের প্রাচীন বাসিন্দা হিসেবে প্রতিষ্ঠিত করে। 2. স্বতন্ত্র ভাষা ও সংস্কৃতি: আদিবাসী গোষ্ঠীগুলোর নিজস্ব ভাষা, সংস্কৃতি, ধর্ম, এবং সামাজিক রীতিনীতি থাকে। চাকমা সম্প্রদায়ের নিজস্ব চাকমা ভাষা, বৌদ্ধ ধর্ম, এবং স্বতন্ত্র সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে, যা তাদের মূলধারার বাংলাদেশি সমাজ থেকে পৃথক করে। 3. ভূমির সাথে সম্পর্ক: আদিবাসীদের জীবনযাত্রা এবং সংস্কৃতি সাধারণত তাদের বসবাসের ভূমির সাথে গভীরভাবে সম্পর্কিত। চাকমাদের জীবিকা, ধর্মীয় বিশ্বাস, এবং সামাজিক রীতিনীতি তাদের নিজস্ব ভূমির সাথে যুক্ত, বিশেষ করে পার্বত্য অঞ্চলের ভূমির সাথে। 4. সামাজিক সংগঠন ও রীতিনীতি: আদিবাসীদের সাধারণত স্বতন্ত্র সামাজিক সংগঠন ও নিয়ম থাকে। চাকমা সমাজের নিজস্ব প্রথাগত নেতৃত্ব ব্যবস্থা এবং সামাজিক নিয়ম রয়েছে। 5. ঐতিহ্যগত জ্ঞান ও জীবনধারা: আদিবাসী গোষ্ঠীগুলো সাধারণত প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করে থাকে এবং তাদের নিজস্ব ঐতিহ্যগত জ্ঞান রয়েছে। চাকমাদের জীবনে কৃষি, প্রকৃতি, এবং ঐতিহ্যগত পদ্ধতিগুলোর বড় ভূমিকা রয়েছে। এই বৈশিষ্ট্যগুলোর সবই চাকমা সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান, তাই তারা আদিবাসী হওয়ার সকল মানদণ্ড পূরণ করে।
বিকাশদা আমি একজন মুসলিম বাংগালী। আমি আপনার ভিডিও গুলো দেখি প্রবাস থেকে। পাহাড় আমরা সবাই পছন্দ করি। আপনার কথা গুলো সুন্দর কিন্তু জাতি হিসেবে আপনারা আলাদা আমরা ও আলাদা তাই বলে আপনারা রাজ্য ভাগ করবেন এটা মেনে নিতে পারলাম না দাদা আমরা চাই বাংলাদেশে সকল জাতি, সকল ধর্ম, সকল বর্ন নির্বিশেষে আমরা সবাই এক হয়ে কাধে কাঁধ মিলিয়ে বসবাস করতে। এখানে কেউ কাউকে উস্কানি মূলক কথা বলে সমস্যা সৃষ্টি করা মোটেও ভালো না। আমরা বাংগালীরা পাহাড়িদের অনেক ভালোবাসি সম্মান করি। আপনি ও বললেন আমরা বাংগালীরা অবৈধ ভাবে বসবাস করছি। এটা আপনার ভুল ধারনা কারন ১৮শ দিকে ইংরেজরা শাসন করেছে তারপর পূর্ব পাকিস্তান তারপর ৭১ এ যুদ্ধ করে বাংলাদেশ সাধীনতা লাভ করে। তাখন ও পাহারি ছিলো খুব কম এবং তখন বাংগালী ও ছিলো শুধু শাসনটা অন্য কেউ করত। তার মানে এই না আদিবাসীরা বৈধ আর বাংগালীরা অবৈধ। আপনারা পাহাড়িরা কয়েকটা জনগোষ্ঠী বাংলাদেশে বসবাস করতে করতে আসতে আসতে এখন অনেক আদিবাসী এখানে বসবাস করছে। আমরা আপনাদের কখনো ও আলাদা করে দেখি না। আমরা আপনাদের ভাই, বোন, সমাজ, পাড়া, মহল্লা, বাংলাদেশি হিসাবে পাশে থাকি এবং থাকবো। এখন যদি পাহাড়ি এলাকা অন্য কোনো দেশ দখন করতে চায় আপনার কি মনে হয় আমরা বসে থাকবো? কখনোই না আমরা এই দেশ, মাটি, দেশের মানুষ, এবং প্রতিটি বালি কনার জন্য যুদ্ধ করতে প্রস্তুত। বললে আরো অনেক কথাই বলা যায়। সর্বশেষ এটাই বলবো আমরা একে অপরের দোষ বা ঝগড়া বা উস্কানি মূলক কথাবার্তা না বলে আসুন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশের এই খারাপ সময়ে পাশে দাড়িয়ে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাই। আমরা সুন্দর একটা দেশ গড়ে তুলি। আশা করি আমার কথা বুঝতে পারছেন ভাই। তবুও যদি আমার কথায় কোনো কষ্ট বা ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেক ভালো বাসি আপনাকে আপনার সব গুলো ব্লগ দেখি আমার পারসোনালি ভালো লাগে। আশা করি সামনে আরো ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিবেন। ভালো থাকুন সুস্থ থাকুন। ধন্যবাদ 🙂
আপনার কথা যুক্তিক ও অসাধারণ❤️👍। সেই কন্টেন্ট ক্রিয়েটর কে সবসময় যুক্তিক এবং বুদ্ধিমান ভাবছিলাম কিন্তু দেখি সে তো দালাল, মনে করি তার সব ভিডিও রহস্য করে বানানো।
আমাদের জুন্ম জাতির জন্য আপনি এক বীর সৈনিক। আমরা আপনার পক্ষে আছি সব জুন্ম জাতিরা, আপনি আমাদের অন্যায়ের প্রতিবাদ চালিয়ে যান। আপনাকে আমাদের জুন্ম জাতির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
ভাই,,,,, তোমরা নিজেদের চাকমা, বাংলাদেশি কিংবা চিং চুং চাং ইত্যাদি ভাবতে পারেন তাতে আমাদের সমস্যা নাই,,,,,,,,,, কিন্তু যখন বলেন আপনারা আদিবাসী, তখন আমরা নিজেরাই নিজেদের প্রশ্ন করি যে,,, বাঙ্গালিরা কি ভিনদেশী?????
১৯৪১-সেটেলার বাঙালি ৫.০% আদিবাসী ৯৫% ১৯৫১ সেটেলার বাঙালি -৯.১% আদিবাসী-৯০.৯% ১৯৬১ সেটেলার বাঙালি -১৭.৭% আদিবাসী-৮২.৩% ১৯৭৪ সেটেলার বাঙালি -১৯.০% আদিবাসী ৮১.০% ১৯৮১ সেটেলার বাঙালি ২৭.৫% আদিবাসী৭২.৫% ১৯৯১সেটেলার বাঙালি ৪৮.৪% আদিবাসী-৬৫% উৎস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
বিভিন্ন গরীব কোরাপ্ট দেশ গুলোকে , আমেরিকার সাহায্যের ইতিহাস, যা সত্যিই স্বরণীয় বিগত বছর গুলোর রেফারেন্স বিবেচনায় দেখা গেছে যাকেই আমেরিকা হেল্প করেছে সেই দেশই এক সময় নিঃশেষ হয়ে গেছে।
আপনাকে একটা প্রশ্ন করি, আপনাদের ইতিহাস দেখেন কোথায় থেকে এসেছেন মায়ানমার এিপুরা মঙ্গোলিয়া আমাদের দেশে এসেছেন ১০০-২০০ হয়তো। অন্য দেশ থেকে আসলেন তাদের কি আধিবাসী বলা যায়???
@@swekhaimarmaবাংলাদেশ সৃষ্টি না হোক।বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর বাংলাদেশের ভূখণ্ডেই তো আপনারা বসবাস করছেন। বাংলাদেশের আদিবাসী বাঙালিরা। এখন আপনারা অন্য দেশ থেকে এসে,যেখানে বসবাস করছেন সেই ভূখণ্ডকে নিজেদের ভূখণ্ড বলে যদি দাবি করেন।এটাতো বাঙালিরা মানবে না ভাই। জাতিগত বিভেদ তৈরি না করে, উস্কানিমূলক কথাবার্তা না বলে, আসুন আমরা সবাই মিলেমিশে একত্রে বসবাস করি এটাই সবার জন্য মঙ্গল জনক।
দেওয়ান কুমার অশোক (১৯৯১) এর ‘চাকমা জাতির ইতিহাস বিচার, ২য় খন্ড’ লেখাটিতে চাকমা জাতির পার্বত্য এলাকায় গোড়াপত্তন দিয়ে কথা বলেন। তিনি বলেন “ষোড়শ শতকের গোড়ার দিকে পার্বত্য চট্টগ্রামে চাকমাদের উপস্থিতি প্রত্যক্ষ সাক্ষ্য পাওয়া যায়।
দাদা আমরা সবাই বাংলাদেশী এটাই ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশ। এখন যদি নিজেদের আলাদা ভাবে পরিচয় দিতে চান তাহলে ২৫০ বছর আগে এই ভূখণ্ডে এসে আদাবাসী দাবি করতে পারেন না। তাহলে আদিবাসী র সজ্ঞা জেনে নিন আগে। আর বাঙালি ইং এদেশের একমাত্র আদিবাসি।
চাকমা জনগণের ইতিহাস Bangladesh-এ অনেক প্রাচীন। তারা মূলত ভারতের আসাম ও মিজোরাম অঞ্চলের অধিবাসী ছিল। ১৮৬০-এর দশকে ব্রিটিশ শাসনের সময় তারা বাংলাদেশে (বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে) বসতি স্থাপন করে। চাকমারা তাদের সংস্কৃতি, ভাষা এবং ঐতিহ্য নিয়ে এই অঞ্চলে বসবাস করছে। ১৯৪৭ সালের দেশভাগের পর তাদের অবস্থান আরও বিস্তৃত হয়। এটাও cat gpt থেকে নেওয়া তোমরা এদেশের আদিবাসী না তোমরা স্যাটেলার অন্য জায়গা থেকে আসছো
আপনি সাইম ভাইয়ের প্রতিটা কথার উত্তর দিয়েছেন ভালো। সাইম ভাইয়ের এই ভিডিওর শেষের কথা টা উল্লেখ করেননায়। আপনি তো অন্যের ভূল ধরে ভিডিও টা বানাইলেন। কিন্তু ভিডিওর শেষে আপনি তার শেষের কথা টা এড়িয়ে গেলেন।
আমি আপনার সাথে একমত, তবে ভাই আপনাকে বুঝতে হবে সমতলের চাইতে পাহাড়ে বসবাসের জন্য কিছু চ্যালেঞ্জ রয়েছে,, রাস্তাঘাট, স্কুল, অফিস-আদালত সবকিছুতেই,, তারপরও সরকার চ্যালেঞ্জ নিয়েই কাজ করে যাচ্ছে, আমি চাইনা পাহাড়ি এবং বাঙালির মধ্যে কোন বিভেদ থাকুক, আমি সেনা শাসনের বিপক্ষে সমতলে পুলিশের কার্যক্রম আইন-শৃঙ্খলার অবস্থা বিবেচনা করে সরকার সেনা শাসন দিতে বাধ্য হয়েছে, তেমনি করে পাহাড়ে কিছু বিচ্ছিন্নতাবাদী অস্ত্রধারী কিছু সন্ত্রাসী সংগঠন রয়েছে, তারা পাহাড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং বাংলাদেশের সীমানা অখণ্ড রাখা ও বিশৃঙ্খলা দমনে পাহাড়ে পাহাড়ি এবং বাঙালি শান্তি বজায় রাখার লক্ষ্যেই সরকার সেনাবাহিনী মোতায়েন করেছে,, আপনি বিশৃঙ্খলা, বিচ্ছিন্নতাবাদী, অস্ত্রধারী জঙ্গি সংগঠন মুক্ত পাহাড় দেন, তাহলে বাংলাদেশের সীমানা রক্ষায় বিজেপি থাকবে আপনাদের কথিত পাহাড়ের সেনা শাসন থাকবে না,, আপনারা কি আমাদের বিশৃঙ্খলা মুক্ত এরকম পাহাড় উপহার দিতে পারবেন,??
মালোশিয়ার সাবেক প্রধান মন্তী মহাথীর মোঃ বেশ কয়েক বছর গততে বিমানে চড়ে পার্বত্য অঙ্চলে চক্কর দিয়ে তার পুর্ব পুরুষদের জন্ম ভুমি বা বাসস্হান পর্যাবেক্ষন করেছিলেন। এ বিষয়ে মন্তব্য চাই।
হাজার বছরের শেষ্ঠ বাঙালি আমরা, পাহাড়ে পর্যটক নিরাপদ নয় কেন? আর আপনারা সারা বাংলাদেশের যেখানে মন চায় সেখানে যেতে পারেন , আর আমরা পাহাড়ে গেলে হাজারো স্মসায় পরতে হয়
দাদা,, ১৭ কোটি মানুষের মাঝে সকলে সঠিক বলবে, তা নয়। অনেকেই ভুল-ভাল বলবেন। বৈচিত্রময় সংষ্কৃতি, বর্ণ, ভূমিরুপ আমাদের অহংকার... বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে আসুন সকলে মিলে কাজ করি।
বিকাশ দাদা,আমি আপনার একজন ভক্ত ফলোআর,এই সমস্যা সমাধানের কি পথ আছে সেটা বাহির করতে হবে সবাই মিলে এভাবে মারামারি কথা কাটাকাটি করে কোন সমাধানে আসা যাবে না সবার সব কথা মাথায় নেওয়া যাবে না, একটা করা সত্য আমি আপনি আমরা সবাই বাংলাদেশী আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা এমনই দেশ হিসেবে পিছিয়ে আছি কিভাবে ভাল কিছু করে কোন সমস্যা ছাড়া দেশকে ভাল কিছুর দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে পথ বাহির করেন আমরা সবাই পাহাড়ে সমতলে শান্তি চাই, আমি নিজে ও পাহাড়ে ছিলাম ১২বছর পাহাড়ি মানুষ ও পাহাড় কে অনেক ভালবাসি, শান্তি, শান্তি, শান্তি, দাদা আদাব,
th-cam.com/video/YHh-Gzn3YqA/w-d-xo.htmlsi=h5QOZEY5eWaBJi6y
ঠিক
সেটেলার কারা?
নিজ দেশে কিভাবে বাঙালিরা সেটেলার হয়?
যারা যারা এক দেশ থেকে। আরেক দেশে এসে সেটেল হয় তাকেই সেটেলার বলে। পাহাড়ি উপজাতিরা হলো আসল সেটেলার। কারণ তাদের পুর্ব পুরুষরা ২৫০/৩০০ বছর আগে। ত্রিপুরা, কম্বোডিয়া, বার্মা, মঙ্গোলি, ভারত, থেকে এসে আশ্রয় নিয়েছিলো বাংলাদেশে। তাই উপজাতিরা হলো আসল সেটেলার।
কোনো বাঙালি যদি ঢাকা থেকে চট্রগ্রাম এসে বসবাস করে।তাকে কিভাবে সেটেলার বলে।
তাহলে কি ঢাকা। বাংলাদেশের বাহিরে?
কিন্তু বাংলাদেশে কিছু দা*লাল মিডিয়া বাঙালিদের কে সেটেলার বানিয়ে দিচ্ছে।
আদিবাসী হমাল আমরা বাঙালিরা। উড়ে এসে জুরে বসে নিজেদের কে আদিবাসী দাবী করছে উপজাতিরা। মু*র্খ উপজাতিরা স্যাটেলার কাকে বলে তাও জানে না। স্যাটেলার হলো উপজাতিরা। বাঙালিরা নিজ দেশে স্যাটেলার হলো কিভাবে? ২৫০/৩০০ বছর আগে উপজাতিরা এসেছিলো বাংলাদেশে। মিয়ানমার ভারত, কম্বোডিয়া, মঙ্গোলিয়া বার্মা, ত্রিপুরা, থেকে। রোহিঙ্গাদের মতো,, সে সময় বাঙালিরা এই উপজাতিদের পাহাড়ে আশ্রয় দিয়েছিলো করুনা করে। এখন উপজাতিরা চায় বাংলাদেশ আলাদা করে।
নতুন দেশ তৈরী করতে। কিন্তু উপজাতিদের আসা কোনো দিনও পুরণ হবে না। আদিবাসী হলাম আমরা বাঙালিরা। অন্য দেশ থেকে আশ্রয় নেওয়া উপজাতিরা। আদিবাসী হয় কিভাবে?
That is the spirit bro. Salute to you
Ami unsabdiitd korse
সায়েমকে বলছি, পার্বত্য অঞ্চল সহ আমরা যারা সমতল ভূমিতে এই দেশের নাগরিক হিসেবে এই বাংলাদেশের ভূখণ্ডের ভিতর বসবাস করি, আমরা সবাই বাংলাদেশী। এসবি কাশ কে বলছি এই দেশের নাগরিক হিসাবে এই দেশের ভূখণ্ডের যেকোনো স্থানে জমি ক্রয় বিক্রয় এবং বসবাস করার অধিকার সংরক্ষণ করি। তুমিও সমতলে এসে জমি ক্রয় বাড়িঘর করতে পারো । আমরা সবাই বাংলাদেশী হিসেবে ভাই ভাই। সায়েম কে বলছি অযথা আমাদের মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকি। আমাদের এ দেশকে শান্তিময় করতে সকলকে একসাথে কাজ করতে হবে। এস বিকাশ কে ধন্যবাদ জাতি এবং জাতীয়তাবাদকে ব্যাখ্যা করার জন্য।
th-cam.com/video/YHh-Gzn3YqA/w-d-xo.htmlsi=h5QOZEY5eWaBJi6y
ধন্যবাদ সবার দৃষ্টিভঙ্গী আপনার মত হয় এ প্রত্যাশ সবাই যেন সত্যকে ধারন করে।
Apnar darona bhul amra jomi kroy bikroy er bipokke noi..eita sobar e odhikar..amra oybodo settlement er biruddheee..dhonnobad
সায়েম বুঝে না জাতি কি, জাত কি, বাঙালিত্ব, বাঙালি কি, বাংলাদেশি জাতীয়তা বোধ কি। উনার জ্ঞান একদম লিমিটেশনের মধ্যে। ইতিহাস না জেনে, না বুঝে শুধু ইনকামের ধান্ধা মাথায় নিয়ে ভিডিও বানায়।
আপনার জাতীয়তা যদি বাংলাদেশী হয়,তাহলে সাধীন দেশে কিভাবে আপনারা আলাদা দেশ গঠন /সায়ত্তশাসনের কথা বলেন। এই সাধীন দেশে আদিবাসী বলতে কিছু নেই আছে কিছু জাতি গোষ্ঠী।নিজেকে ।সাধীন দেশের নাগরিক মনে করলে দেশ দ্রোহির মত কথা বলা ঠিক নয়।আর নিজেকে বেশি পন্ডিত মনে করা ও ভালো নয়।আপনারা নিজেদের বাংলাদেশী মনে করেন ঠিক কিন্তু আবার দেশকে বিভক্ত ও করতে চান,তাহলে আপনারা কোন ধরনের বাংলাদেশী?এখানে শান্তি যদি চান তাহলে সকলস্তরে সমতা প্রতিষ্ঠা মাধ্যমে হবে আমি মনে করি,এর বিপরীতে শান্তি প্রতিষ্ঠিত হবে বলে আমার মনে হয় না। আর আপনারা সত্যি যদি শান্তি চান তাহলে সকল জাতি গোষ্ঠী (যেকোনো ধর্মের হোক) একএিত হয়ে আলোচনার মাধ্যমে হতে পারে। আর না চাইলে যদি যুদ্ধ ও হয় তা কখনও হবেনা। আর এ জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে ও আআন্তরিক হতে হবে।। ধন্যবাদ
পাহাড়ি - বাংগালী আমরা সবাই 🇧🇩 বাংলাদেশী।
Amra kokon bollam amra bideshi,,amra Bangladeshi asi takbo,,kintu amra Bangali na,,amra adivashi pahari,amra sudu sadin babe baste sai,,apni Janen na pahari Der ke ki Bebei ottasar nipiron er modde baste hoi,,
সত্যের জয় মিথ্যার ক্ষয়। ধন্যবাদ বিকাশকে
(5s5°) এইটা নিয়ে চিন্তা কর এটা কি হতে পারে, বোকার দল
সকলের প্রতি একটাই অনুরোধ সব জায়গায় সত্য-মিথ্যা যাচাই করে মন্তব্য করবেন।
অসংখ্য ধন্যবাদ দাদা প্রতিবাদ করার জন্য এভাবে প্রতিবাদ করতে হবে 🙏এগিয়ে যাও।মালাইশিয়া থেকে বলছি মারমা🥰🙏
😂😂😂😂😂
যাদের জ্ঞান কম তাঁদের কথার মানও কম, অজ্ঞানী রয় অজ্ঞানী পাশে, জ্ঞানী থাকে জ্ঞানীর পাশে, জগতে এতাই চির সত্য।
th-cam.com/video/YHh-Gzn3YqA/w-d-xo.htmlsi=h5QOZEY5eWaBJi6y
আপনি চাকমা হোন কিং বা বাংগালী হোন আপনার পরিচয় বাংলাদেশী,
আমরা ভাই ভাই..
এডজেক্টলি আমরাও সেটাই বলছি, আমার পরিচয় বাংলাদেশি। কিন্তু আমি চাকমা আমার ভাষা চাকমা ভাষা আমার নিজের ভাষা আছে আমার নিজস্য পোষাক আছে আমার সংস্কৃতি আছে আমার নিজের খাদ্যাভ্যাস আছে। আপনি মাছে ভাতে বঙালি বলতে সাচ্ছন্দ্য বোধ করেন , আমরা এই পাহড়ে খড়া মৌসুমে ভাতই পাইনা আবার নিজেদের মাছে ভাতে পাহাড়ি কিভাবে বলবো। আমরা পাহাড়ে যা পাই তাই খাই । আপনি পহাড়ে যা পাবেন তাই খেতে পারবেন? আসেন আমাদের সথে ব্যাঙ শামুক শুকর খান আমরা আপনাদের
আদিবাসী বাঙালী আক্ষায়িত করবো।
asol kotha holo somotol manush ra beshi bujhe toh 🤣🤣🤣🤣
@@toothless9582এখানে খাওয়া খাওয়ির কথা কে বলছে😅? পার্বত্য চট্টগ্রামের উপজাতিরা যে বলছে বাঙালিরা সেটেলার তাদেরকে এখান থেকে সরাতে হবে, এই কথার তীব্র নিন্দা জানাই। আপনি পার্বত্য চট্টগ্রামের বাসিন্দা আপনি খুলনায় এসে জমি কিনে বসবাস করুন। কেউ আপনাকে সেটেলার বলবে না,কেউ আপনাকে সেখান থেকে চলে যেতেও বলবে না। তাহলে আপনাদের মিলেমিশে থাকতে অসুবিধাটা কোথায়?আমরা বাঙালি ভাই ভাই।আমার দেশের সর্বত্র সব স্থানে মিলেমিশে থাকবো এটাই চাই।
একমাত্র আদি ধর্মগ্রন্থ হচ্ছে হিন্দু ধর্ম @@toothless9582
@@toothless9582 আপনার কথায় সহমত, আপনারা যে বলেন কথায় কথায় সেনাবাহিনী থাকবে না এটা কি বাংলাদেশ না নাকি??
আপনার পাহাড়িরা অস্ত্র রাখবেন বিভিন্ন গুপ করবেন চাদাবাজি করবেন এসব কেন।
সত্যি কথা বলেছেন দাদা, আর সেনাবাহিনী যে সেটেলার সাথে এক হয়ে গুলি করে আধীবাসি মেরে ফেলেছে তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
মদ কি পাহাড়ি টা খাইচেন নাকি??
পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসীদের প্রকোপ কমাতে সেনাবাহিনী সেখানে অবস্থান করে কোন উপজাতিকে মারার জন্য সেনাবাহিনী সেখানে যায়নি। সেনাবাহিনী যদি কোন সন্ত্রাসীকে গুলি করে তাহলে সেটা উপজাতিকে মারা হয়ে যায়।কিন্তু সন্ত্রাসীরা যখন সেনাবাহিনীকে হত্যা করে তখন তো আপনারা কিছু বলেন না।
@@MdmahmudhasanBabuGola gola alig😅😅
আপনি আদিবাসী কাদের বলেছেন। ,,, আপনি কি সেটেলার
আদিবাসী কি উপজাতি মিয়া বাংগালিদের জন্য ভাবো। নাকি উপজাতি মেয়ে বিয়ে করছো তাদের পক্ষে এতো দরধ দেখতে তো মৌলবির মতো লাগে বাস্তবে মুসলিম বাংগালিদের পক্ষে না
মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেলে যা হয় আর কি । ওকে পাবনায় মানসিক হাসপাতালে ভর্তি করানো উচিত,,,, দাদা আপনি এভাবে এগিয়ে যান,, ❤❤❤❤❤❤
😂😂😂😂 সহমত ভাই❤❤❤❤
th-cam.com/video/YHh-Gzn3YqA/w-d-xo.htmlsi=h5QOZEY5eWaBJi6y
আপনি তো ত্রিপুরা থেকে বক বক করতাছেন
@@Shakib-Sarkar তোমাদের মত মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে বকবক করি না
একদম ঠিক
উচিত জবাব✊
তোরাও বাংলাদেশের রোহিঙ্গা মতন উইড়া উইড়া আইসোস
বিকাশ দা অনেক অনেক ধন্যবাদ যৌক্তিক আন্দোলন নিয়ে কথা বলবার জন্য। 🥰🥰🥰🥰🥰
১৯৪৭ সালের পূর্বে পার্বত্য চট্টগ্রামে একজন বাঙালিও ছিল না। পাহাড়িরা জাতি হিসেবে চাকমা, মারমা, ত্রিপুরাসহ তেরটি সম্প্রদায়। নাগরিক হিসেবে বাংলাদেশী, আর নৃগোষ্ঠী হিসেবে আদিবাসী। অনেক বাঙালি ভাই বোঝেন না, জাতিসংঘের সংজ্ঞা অনুসারে নৃগোষ্ঠী বা উপজাতীয়রা আদিবাসী। অপপ্রচারের শিকার অতি বাঙালিরা এখন অযথা আদিবাসী ফোবিয়ায় ভুগছেন। বিশ্বের যতসব দেশ আদিবাসী স্বীকৃতি দিয়েছে, তাদের একটি দেশের আদিবাসীরা কি সেই দেশ থেকে বিচ্ছিন্ন হয়েছে? বাঙালিদেরকে আদিবাসী বিষয়ে বনের বাঘে না খেয়ে মনের বাঘে খায়। এটা অপপ্রচার, অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত উস্কানির কারণে। জাতীয়তায় আমি চাকমা, নাগরিক হিসেবে বাংলাদেশী, নৃ-তাত্ত্বিকভাবে আদিবাসী, এটাই আমার পরিচয়। জাতীয়তা দিয়ে কোন দেশবাসীর পরিচয় হয় না, নাগরিকত্ব নিয়েই পরিচয় হয় সারা বিশ্বে।
এসব মিথ্যা কথা বলে কোনো লাভ নাই,ভালো হয়ে যাও মাসুদ
চালিয়ে যান দাদা আমরা সবাই আছি।
Apnara maximum 300 bosor age seven sister,myanmar theke eshe khali pahar e bosobash soro korsen.300 bosor e kew adibashi hoy na.bangalira jodi settler hoy,tahole apnarao settler.kaoke opoma kore kotha bolben na.
th-cam.com/video/YHh-Gzn3YqA/w-d-xo.htmlsi=h5QOZEY5eWaBJi6y
@@imtiazakand3174 mona hoi alig😂😂
💩💩🤧
বিকাশ দা সত্য কথা তুলে ধরার জন্য ধন্যবাদ
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@@Ksvlogs899 সত্য তো এটাই তোমরা বিগত কয়েক শো বছর আগে কম্বোডিয়া মঙ্গোলিয়া মায়ানমার এিপুরা এসব থেকে বাংলাদেশে পাহাড়ে এসেছো ইতিহাস খুজে দেখো বুজবে৷ আপনাদের নাকি আবার জুমল্যান্ড করবেন স্বপ্ন দেখতে থাকেন
@@jahangiralam593 Mona hoi tui alig😂😂
@@Dashjati তোরা বিভিন্ন দেশ থেকে এসে পাহাড়ি জায়গায় থাকতি কারন তোদের নিরাপত্তার জন্য আর আমরা বাঙালিরা তোদের মতো তো আর অন্য দেশ থেকে আসি নাই যে জঙ্গলে থাকবো ইতিহাস পরে দেখ পসগল
মনে হয় যুদ্ধ লাগীয়ে দেওয়ার জন্য সায়েম বাজে বিভ্রান্তি ছড়াছে এবং উশকানি মুলক ইউটুবে ভিডিও ছড়াছে,আমার মনে হয় আপনার প্রাতিষ্ঠানিক নৈইতিকতার শিক্ষার অভাব আছে।
বিকাশ সব সময় সঠিক কথা আর সঠিক তথ্য প্রমান হিসাবে দেন
আমি একজন বাঙালি আপনার কথাগুলো খুবই ভালো লাগছে যুক্তিসম্মত 😊😊
বিকাশ বাংলাদেশের অন্য ইউটিউবারের মত না বিকাশ ভাই সব সময় ন্যায় ও সত্যের পথে চলেন। ❤❤❤🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
কোন কোন মূর্খকে বোঝানো যায়, আর কোন কোন মূর্খ, মূর্খোয় থেকে যায়।
সত্যি কথা বলছেন দাদা।❤🎉🎉
এক দেশের মধ্যে এক দেশীদের খুঁচা খুঁচি ভালো না আমরা সবাই বাংলাদেশী কেউ জাতি হিসাব করবেন না।
বাঙালিকে বাঙালি না বলে কী ইন্ডিয়ান পাকিস্তানি বলবে নাকি।
ঠিক বলছেন ভাই আপনি
হিন্দুদের বিরুধীতা কিন্তু বেশি বাড়লে চট্টগ্রাম নিতে বেশি সময় লাগবে না ফেনি কেটে দিলে চট্টগ্রামের আদিবাসীদের অধিকার আদায়ে স্বাধীন চট্টগ্রাম দেশ হবে,
😮
আমরা বাঙালী এবং বাংলাদেশি জাতি।। উপজাতিরা বাংলাদেশী। এটা ভালো কথা বলছেন।।।
কিসের আদিবাসী আপনার পরিচয় আপনি বাংলাদেশের নাগরিক এবং আপনার বাসা মাতৃভাষা মায়ের ভাষা এটাই আপনার পরিচয়
সব পাগলের কথা শুনতে নাই দাদা, Don’t mind
ধন্যবাদ ভাই তোমাকে এভাবে সত্য কথাটা তুলে ধরার জন্য
হুম মানছি আপনারা পাহাড়ে আমাদের আগে এসেছেন কিন্তু বাঙালিরা চট্টগ্রামের চারপাশে ছড়িয়ে ছিটিয়েছিল
আপনার প্রতিটি কথা সাথে আমি একমত.আপনাদের পাশে আছি ❤❤❤
উচিত শিক্ষা দিয়েছেন দাদা ওরা মাথা মোটা একটা বুজে বাম/ দাম বুজে না আর বুঝলেও মান তে নারাজ তারা।
th-cam.com/video/YHh-Gzn3YqA/w-d-xo.htmlsi=h5QOZEY5eWaBJi6y
We Want Peace, No Violence.
সত্যের অবশ্যই জয় হবে, মিথ্যার পরাজয় সুনিশ্চিত। এগিয়ে যান ভাই, কাউকে পরোয়া করবেন না। তাদের সঠিক জ্ঞান দান করেন। ধন্যবাদ।
সঠিক জবাব এগিয়ে যান পাশে আছি।✊✊
আদিবাসী হলেন সেই সম্প্রদায়ের মানুষ যারা সাধারণত একটি দেশের বা অঞ্চলের মূল বাসিন্দা। তারা তাদের নিজস্ব সংস্কৃতি, ভাষা, এবং ঐতিহ্য বজায় রেখে থাকে। বাংলাদেশের উদাহরণ হিসেবে, সাঁওতাল, মুণ্ডা, এবং কুচি আদিবাসী গোষ্ঠী উল্লেখযোগ্য। আদিবাসীরা সাধারণত তাদের জমি, সংস্কৃতি, এবং অধিকারের জন্য সংগ্রাম করে থাকেন।
এরা হলো আদিবাসী তোমরা না। Chat GPT থেকে
প্রথম কমেন্ট দা❤
বাংলাদেশের এই মেধাবী জাতি যেন আরো ইউনুসের মতন কৃতি সন্তানের 🟡🔵🔴জন্ম দেয় যেটা ভবিষ্যতে এই জাতিকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে দেয়
সঠিক তথ্য দেওয়ার ও প্রমান হিসেবে কথা বলার জন্য অনেক ধন্য হলাম এগিয়ে যাও
গুজব ছড়িয়ে হিংসা ছড়ানো বড় অপরাধ... সকালে ভাই রাতে বলে খাই.. এদের স্বভাব এইটা
আমরা সবাই বাংলাদেশী ❤আমরা সবাই আপনজন ভাই ভাই তবে কেন পাহাড়ে আগুন জলবে 😢, তবে কেন পার্বত্য চট্রগ্রামে অশান্তি হবে😢।
আপনি ঠিক বলেছে। এগিয়ে যান পাশে আছি
th-cam.com/video/YHh-Gzn3YqA/w-d-xo.htmlsi=h5QOZEY5eWaBJi6y
ওয়াও অসাধারণ এখন বলছেন নিজেই এক্সিডেন্ট করছে মামুন হায়রে মানুষ
Always support dada💗💗
আদিবাসী এবং উপজাতি কারা আপনি বললে ভালো হতো,,,,,,আপনি পুরো ঘটনাটি যদি প্রকাশ করতেন,, তাহলে ভালো হবে। মোটরসাইকেল ঘটনা,,,, থেকে পুরোটায় সময় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন,, এটাই আশাবাদী
আশীর্বাদ করি বিকাশ দাদা বৌদ্ধধর্ম সংঘ আপনাকে আশীর্বাদ করে এভাবে সত্য প্রকাশ করেন সকলের জন্য ভালো হবে
অবৈধভাবে বসতি স্থাপন মানে?আমি বাংলাদেশি।আমার অধিকার আছে বাংলাদেশর যেকোনো জায়গায় সরকার অনুমোদনে জমি ক্রয় করার এবং বসতি স্থাপনের।মাত্র ২০০-২৫০ বছর ধরে আসা অনুপ্রবেশকারি উপজাতিদের কাছে থেকে কি আমার জানতে হবে?আমি বৈধ নাকি অবৈধ।
আপনার এই কথা তো বলতে লজ্জা থাকা উচিত যে, তিন পার্বত্য জেলাতে উড়ে এসে এখন নিজের জায়গা বলতেছেন, আপনার বাপ দাদা কিন্তু টাকা দিয়ে জায়গা ক্রয় করে নাই, ভূমিহীন আশ্রয়হীন ছিলেন বিধায় আপনাদেরকে তিন পার্বত্য জেলায় সেটেল করা হয়েছে। অন্যের জায়গা কেড়ে নিয়ে নিজেরা বসতি স্থাপন করেছেন। সেটেলার
আমরা সবাই বাংলাদেশী।পার্বত্য চট্টগ্রামে জেলা বসবাস করে তারা সবাই বাংলাদেশী ❤❤❤🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
সত্য কখনোই ধামাচাপা দেওয়া যায়না,সত্য সবসময়ই - সবার উপরে এবং সত্যেরই জয় হয়!
সঠিক জবাব, সঠিক যুক্তি❤️❤️❤️❤️ধন্যবাদ দা
আপনি পাহাড়ের সম্মান খুজছেন ; অবশ্যয় আপনার সাথে আছি।
পাহাড়ের শান্তি খুজছেন ; তাও আছি।
পাহাড়ের জন্য অধিকার খুজেন ; তাও আপনার সাথে আছি।
পাহাড়, সমতল,বাঙালি, আদিবাসী সব আর সবাই সমান তাও মানি সেটা লাউড এ্যান্ড ক্লিয়ারলি মানি।
কিন্তু আপনি দেশ থেকে আলাদা হয়ে আলাদাভাবে দেশ গড়বেন বা দেশ বানাবেন পাহাড় থেকে সেনা হটাইতে বলবেন সেটা কিন্তু মানতে পারছি না, বা সেটাতে আপনার পাশে থাকতে পারছি না।
দেশটা বাঙালির | দেশটা ক্ষুদ্র নৃগোষ্ঠী | দেশটা পাহাড়ির |দেশটা সমতলের ।
দেশটা আমার | দেশটা আপনার | দেশটা সকলের |বাঙালি এবং আদিবাসী নামে বিভাজন তৈরি করবেন সেটা আমরা মেনে নিতে পারি না আদিবাসী নয় বাংলাদেশী হওয়ার চেষ্টা করেন। তাছাড়া আমরা তো এটা এভাবে দেখি কোন পাহাড়ি যখন বাংলা বলে বাংলাদেশী বলে পরিচয় দেয় আমরা অনেক গর্ববোধ করি ভালো লাগে কিন্তু এখন যা করতেছেন বাঙালি এবং পাহাড়ের মধ্যে দুশমনি তৈরি করতেছেন।
আমরা তো কখনো আলাদা দেশ বানাতে চাইনি কিন্তু আপনারাই আমাদের জোর করে বলতেছেন পাহাড়িরা জুম্মল্যান্ড নামক আলাদা দেশ গড়তে চায় 😅
আর আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলিনি। বলেছি সেনাশাসনের বিরুদ্ধে।
@@sachingfru666সেনা শাসন না হয় উঠানো যাবে কিন্তু সেনা ক্যাম্প কি সমস্যা করলো?আর এত অসুবিধা যদি হয় ওখানে থাকতে তাহলে ঐ জায়গা বিক্রি করে অন্য জেলায় থাকেন, চট্টগ্রামের প্রতি অনেক দেশের লোভ আছে সেন্টমার্টিনের জন্য তাই ওখানে সেনাবাহিনীর দরকার আছে।
Bangladesh army jekono jagay je kono proujone camp Korte pare ata ki janen
Ke bolese apnake Amara desh alada korte sai,,kono pahari ki bolesilo ,,r sena bahini Kota je bollen apni pahari hoten Tahole bujten,,,sadin deshe Judi Santi na dei sena bahini ,,ottasar hote hoi sena bahinir kase,,ta Teke ki lap,,na takar Balo,
আপনি চাইলেই দেশের যেকোনো জমি ক্রয় করতে পারবেন, তাহলে আমি কেন পাহাড়ে জমি ক্রয় করতে পারবনা??? এখানে কেন নিয়ম থাকবে?????
চালিয়ে যাও ভাই, আমরা ও মিজোরাম (ভারত) থেকে পূর্ণ সমর্থন দিচ্ছি।
সমর্থন দিয়ে লাভ নাই আমরা সবাই বাংলাদেশী।
নডির পুত গরম ডিম দিবো তৈরি থাক
ধন্যবাদ ভাই
বিকাশ দা আমরা ত্রিপুরা থেকে বলছি আমি নিজে এবং আমরা সবাই আমার সাথে আছি আপনি যে সত্য কথা বলেছেন❤❤❤
দারুন বলেছেন বিকাশ বাবু। আপনার প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি।
উচিত জবাব দিয়েছেন দাদা, একটা সহজ সরল কথা এই পর্যন্ত নিম্ন থেকে উচ্চ পর্যায়ের বড় বড় নেতারা, সাধরন একটি কথা, আমি উপজাতি নই, আমি আদিবাসী, আমি একজন বাংলাদেশী। চাকমা, মারমা, ত্রিপুরা, বম, অনন্য খুদ্রনিগুষ্টি সবাই আদিবাসী, কারন তারা অন্য কোনো দেশ থেকে আসেনি, তারা আমাদের আদিবাসী আদিকাল থেকে তাদের বসবাস এই পাহারে। ধন্যবাদ দাদা আপনি সঠিক কথা বলার জন্য। একটা কথা না বলে পারলাম না, চট্টগ্রামের ভাষায় একটা কথা বলে, ( যে নবুঝে মনে মনে তারে বুঝাইত পরে হনে..?)
th-cam.com/video/YHh-Gzn3YqA/w-d-xo.htmlsi=h5QOZEY5eWaBJi6y
শূয়োর বাঁচা বাগালি
ওরা যারা এসব কথা বলছে ..... ওদের জন্ম পরিচয়টা সঠিক ভাবে জানে কিনা সেটা ওদের মার কাছ থেকে ভাল ভাবে জেনে আসার প্রয়োজন আছে বলে আমি মনে করি!!
দাদা আমার বাড়ি রাজশাহী,,, আমি বতমানে ঢাকা DIU Unversity পড়াশোনা করছি,,,আমি আপনার ভিডিও ১ বছর যাবত দেখছি,,,,,আমার মতে আপনি এগুলো বিষয় একটু এরিয়ে চলেন,,,,আমরা সবায় শান্তি চাই,,,পাহাড়ি বাঙালি সবায় ভালো থাকুক,,,পৃথিবীতে মানুষ যতদিন আছে ঝামেনা থাকবেই,,, এটাই নিয়তি,,,,উপজাতি, আদিবাসী, সেটেলার এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে,,,,এগুলো এক কথায় সমাধান হয়ে গেলে তো হতোই,, কিন্তু এখানে আপনাদের দোষ আছে বাঙালি দোষ আছে,,,,,আমরা যদি, আপনাদের দাবি অনুযায়ী, সেনা সরানো ও আদিবাসী উপাধি পান,,তা হলে সমাধান হয়ে জাবে,,,, সত্যি হলো হবে না,,,কেননা আপনি হয়তো ভালো কিন্তু পাহাড়ে হাজার হাজার লোক আছে,, তারা তখন চাঁদাবাজি, খুন,ধশন, ছিনতাই বেড়ে যাবে,,,দিনের বেলা অস্ত্র নিয়ে বাজারে ঘুরাঘুরি করবে,, চাদা না দিলে কচুকাটা করবে,,মেয়েদের তুলে নিয়ে জাবে,,,,,তখন আপনি নিজেও অস্ত্র ভয়ে কিছুই করতে পারবেন না,,,,,সেনারা আছে নিরাপত্তার কারনে,,,,,,,আপনি কি মনে হয়,,কাল যদি সেনা সব উঠে নেওয়া হয়,,,বাংলাদেশের সমতল ভূমির লোকেরা ঘুরতে যেতে পারবে,, সত্যি হলো পারবে না,,,পুরো পাহাড় জিমনি হয়ে জাবে,,,,,,,,,,আপনার মনিপুর, ত্রিপুরা থেকে অনেক ভালো আছেন কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে,,, এটা নিয়ে কাজ করতে হবে,,,,আর ভারত তো আছে সুয়োগ নিতে,,,,,আমি আপনাদের দবির বিরুদ্ধে নই,,কিন্তু বতমানে বাঙালিদের মনে হয় সেনা সরালে আপনি নয় কিন্তু অনেকে আছে আপনাদের জাতির মধ্যে যারা বাংলাদেশ থেকে আলাদা হতে চাই,,,এই যে বাঙালিদের মধ্যে অবিশ্বাস,,,, এর জন্য দায়ি তো আপনাদের নিতে হবে,,,
আপনাদের সমতলে চুরি, ডাকাতি, খুন, ধর্ষন বেশি হয় তাহলে আপনাদের এলাকায় কি এক কিলোমিটার পরপর সেনা ক্যাম্প আছে, আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে না সেনা শাসনের বিরুদ্ধে।
আপনার কথা শুনে ভালো লাগলো, কিন্তু দাদা সমতলে যারা আছে তারা অধিকার চাইলে পেয়ে যায় আর পাহাড়ের মানুষ কি চাই সেটা তো বুঝার দরকার একটা জাতিকে এভাবে স্বাধীনতা থেকে বন্ধি করে আতকে রাখা হয়েছে সেনাবাহিনীরা পাহাড়ে কতটুকু অসভ্য মতো ব্যবহার করতেছে কেউ তো বুঝতে চাই না তারা উঠেপড়ে লেগে কিভাবে পাহাড়িদের কে ধংস করার যায়, এটা পাহাড়ে মানুষ তো বলে নাই একেবারে পাবত্য অনচল থেকে সেনা হঠাও পাহাড়িরা বলতেছে সেনা সাশন উঠাও আমার মনে হয় কথাগুলো বুঝতে পারছেন
Pahare aaro beshi kore Nirjaton r onnay barano hok 1 dofa👍agiye jao bd
আমার মনের কথা বলেছেন
@@MdAzad-mw2rm মত প্রকাশ করার জন্য ধন্নবাদ। আমিও তাই বলছি আরো কিছু বারালে ভালো হত ভাই। যাতে মাইনাস এ মাইনাস এ প্লাস হয়ে যাই। অভ্র বেবহার করছি তাই হাল্কা সমসসা হচ্ছে, দয়া করে ভুল বুঝবেন না।
Bikash daa thank you
সত্যি কথা তুলে ধরার জন্যে।
আশা করি আমাদের বাগালি ভাই বোন রাও কিছুটা হলে বুজতে পারবেন।
একজন বিকাশ থাকলে যথেষ্ট। জয় হোক দাদার
সত্যি, দা তোমার বক্তব্য তুলনা করা যায়না । অসাধারণ। স্যালুট ।।।
The government of Bangladesh should take immediate action to address the mistreatment of indigenous people by settlers. ✊ #takeActionBangladeshGovt. #wewantjustice
আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা বাংলাদেশী কিন্তু বাংঙ্গালী নই আমরা এদেশের আদিবাসী
উচিত জবাব। আরো ভিডিও চাই
আদিবাসী হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য সাধারণত কয়েকটি বৈশিষ্ট্য বিবেচনা করা হয়, যেগুলো চাকমা সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান:
1. প্রাচীন বাসিন্দা হওয়া: আদিবাসীরা সাধারণত একটি নির্দিষ্ট ভূখণ্ডে দীর্ঘকাল ধরে বসবাস করে আসছে। চাকমারা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে প্রাচীনকাল থেকে বসবাস করছে, যা তাদের প্রাচীন বাসিন্দা হিসেবে প্রতিষ্ঠিত করে।
2. স্বতন্ত্র ভাষা ও সংস্কৃতি: আদিবাসী গোষ্ঠীগুলোর নিজস্ব ভাষা, সংস্কৃতি, ধর্ম, এবং সামাজিক রীতিনীতি থাকে। চাকমা সম্প্রদায়ের নিজস্ব চাকমা ভাষা, বৌদ্ধ ধর্ম, এবং স্বতন্ত্র সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে, যা তাদের মূলধারার বাংলাদেশি সমাজ থেকে পৃথক করে।
3. ভূমির সাথে সম্পর্ক: আদিবাসীদের জীবনযাত্রা এবং সংস্কৃতি সাধারণত তাদের বসবাসের ভূমির সাথে গভীরভাবে সম্পর্কিত। চাকমাদের জীবিকা, ধর্মীয় বিশ্বাস, এবং সামাজিক রীতিনীতি তাদের নিজস্ব ভূমির সাথে যুক্ত, বিশেষ করে পার্বত্য অঞ্চলের ভূমির সাথে।
4. সামাজিক সংগঠন ও রীতিনীতি: আদিবাসীদের সাধারণত স্বতন্ত্র সামাজিক সংগঠন ও নিয়ম থাকে। চাকমা সমাজের নিজস্ব প্রথাগত নেতৃত্ব ব্যবস্থা এবং সামাজিক নিয়ম রয়েছে।
5. ঐতিহ্যগত জ্ঞান ও জীবনধারা: আদিবাসী গোষ্ঠীগুলো সাধারণত প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করে থাকে এবং তাদের নিজস্ব ঐতিহ্যগত জ্ঞান রয়েছে। চাকমাদের জীবনে কৃষি, প্রকৃতি, এবং ঐতিহ্যগত পদ্ধতিগুলোর বড় ভূমিকা রয়েছে।
এই বৈশিষ্ট্যগুলোর সবই চাকমা সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান, তাই তারা আদিবাসী হওয়ার সকল মানদণ্ড পূরণ করে।
অনেক সুন্দরভাবে তুলে ধরলেন। ধন্যবাদ
বিকাশদা আমি একজন মুসলিম বাংগালী। আমি আপনার ভিডিও গুলো দেখি প্রবাস থেকে। পাহাড় আমরা সবাই পছন্দ করি। আপনার কথা গুলো সুন্দর কিন্তু জাতি হিসেবে আপনারা আলাদা আমরা ও আলাদা তাই বলে আপনারা রাজ্য ভাগ করবেন এটা মেনে নিতে পারলাম না দাদা আমরা চাই বাংলাদেশে সকল জাতি, সকল ধর্ম, সকল বর্ন নির্বিশেষে আমরা সবাই এক হয়ে কাধে কাঁধ মিলিয়ে বসবাস করতে। এখানে কেউ কাউকে উস্কানি মূলক কথা বলে সমস্যা সৃষ্টি করা মোটেও ভালো না। আমরা বাংগালীরা পাহাড়িদের অনেক ভালোবাসি সম্মান করি। আপনি ও বললেন আমরা বাংগালীরা অবৈধ ভাবে বসবাস করছি। এটা আপনার ভুল ধারনা কারন ১৮শ দিকে ইংরেজরা শাসন করেছে তারপর পূর্ব পাকিস্তান তারপর ৭১ এ যুদ্ধ করে বাংলাদেশ সাধীনতা লাভ করে। তাখন ও পাহারি ছিলো খুব কম এবং তখন বাংগালী ও ছিলো শুধু শাসনটা অন্য কেউ করত। তার মানে এই না আদিবাসীরা বৈধ আর বাংগালীরা অবৈধ। আপনারা পাহাড়িরা কয়েকটা জনগোষ্ঠী বাংলাদেশে বসবাস করতে করতে আসতে আসতে এখন অনেক আদিবাসী এখানে বসবাস করছে। আমরা আপনাদের কখনো ও আলাদা করে দেখি না। আমরা আপনাদের ভাই, বোন, সমাজ, পাড়া, মহল্লা, বাংলাদেশি হিসাবে পাশে থাকি এবং থাকবো। এখন যদি পাহাড়ি এলাকা অন্য কোনো দেশ দখন করতে চায় আপনার কি মনে হয় আমরা বসে থাকবো? কখনোই না আমরা এই দেশ, মাটি, দেশের মানুষ, এবং প্রতিটি বালি কনার জন্য যুদ্ধ করতে প্রস্তুত। বললে আরো অনেক কথাই বলা যায়। সর্বশেষ এটাই বলবো আমরা একে অপরের দোষ বা ঝগড়া বা উস্কানি মূলক কথাবার্তা না বলে আসুন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশের এই খারাপ সময়ে পাশে দাড়িয়ে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাই। আমরা সুন্দর একটা দেশ গড়ে তুলি। আশা করি আমার কথা বুঝতে পারছেন ভাই। তবুও যদি আমার কথায় কোনো কষ্ট বা ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেক ভালো বাসি আপনাকে আপনার সব গুলো ব্লগ দেখি আমার পারসোনালি ভালো লাগে। আশা করি সামনে আরো ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিবেন। ভালো থাকুন সুস্থ থাকুন।
ধন্যবাদ 🙂
Salute to you bro
ভাইয়া আমরা কোন দেশ ভাগ করতে চাইছিনা আমরা চাই আমাদের সংবিধানের সিকৃতি নিয়ে থাকতে চায়।
আদিবাসী কাদের বলা হয় তারা জানে না
Apni janen??
@@soikatgaming999আদি থেকে যারা বাস করে এসেছে। পাহাড়ে তারাই আগে এসে বসবাস করা শুরু করে।
আপনার কথা যুক্তিক ও অসাধারণ❤️👍। সেই কন্টেন্ট ক্রিয়েটর কে সবসময় যুক্তিক এবং বুদ্ধিমান ভাবছিলাম কিন্তু দেখি সে তো দালাল, মনে করি তার সব ভিডিও রহস্য করে বানানো।
Siyam ak sapa bas TH-cam......take Dhaka University history niye porte bolo
আমি মঙ্গল চাকমা বান্দরবান জেলা থেকে আপনার ভিডিও দেখে অনেক প্রেরনা পাই
যুক্তি কথা ❤ আমরা বাংগালী নই আমরা আদিবাসী 💪
আমাদের জুন্ম জাতির জন্য আপনি এক বীর সৈনিক। আমরা আপনার পক্ষে আছি সব জুন্ম জাতিরা, আপনি আমাদের অন্যায়ের প্রতিবাদ চালিয়ে যান। আপনাকে আমাদের জুন্ম জাতির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
ভাই,,,,, তোমরা নিজেদের চাকমা, বাংলাদেশি কিংবা চিং চুং চাং ইত্যাদি ভাবতে পারেন তাতে আমাদের সমস্যা নাই,,,,,,,,,, কিন্তু যখন বলেন আপনারা আদিবাসী, তখন আমরা নিজেরাই নিজেদের প্রশ্ন করি যে,,, বাঙ্গালিরা কি ভিনদেশী?????
১৯৪১-সেটেলার বাঙালি ৫.০%
আদিবাসী ৯৫%
১৯৫১ সেটেলার বাঙালি -৯.১% আদিবাসী-৯০.৯%
১৯৬১ সেটেলার বাঙালি -১৭.৭% আদিবাসী-৮২.৩%
১৯৭৪ সেটেলার বাঙালি -১৯.০%
আদিবাসী ৮১.০%
১৯৮১ সেটেলার বাঙালি ২৭.৫% আদিবাসী৭২.৫%
১৯৯১সেটেলার বাঙালি ৪৮.৪% আদিবাসী-৬৫%
উৎস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
Bangladesh e bangalira settler hobe keno?bd te bangalira adibashi.pahar e apnara maximum 300 bosor age ashsen seven sister,myanmmar, laos,cambodia theke.tarpor khali pathar dokhol korsen.300 bosor age ashle kew adibasi hoy na.bangalira settler hole apnarao settler.sobai khali pahar dokhol korse.kew 300 bosor age, kew 40 bosor age.
History parai karo beta...Tum log Pakistan se ho.. Bengali Muslim agey Pakistan ka Chakor hai... Chittagong hills Tribals ka hai
@@imtiazakand3174Kala Muslim Kaha se aaya South East asia mein 😂
আপনারা কোন যুক্তিতে আধিবাসী বলেন????
@@joyeldvrma3793- They are from Myanmar
এই মুর্খদের জন্য কি ভাষা আন্দোলন হয়েছিল 😢😢
বিকাশ দাদা আপনাকে সত্য তুলে ধরার জন্য ❤❤❤❤❤❤❤❤
এই দেশ টা ধ্বংস হবে একমাত্র শিক্ষিত লোকদের কারনে,কারণ তারা সত্য কথা কম বলে
বিভিন্ন গরীব কোরাপ্ট দেশ গুলোকে , আমেরিকার সাহায্যের ইতিহাস, যা সত্যিই স্বরণীয়
বিগত বছর গুলোর রেফারেন্স বিবেচনায় দেখা গেছে যাকেই আমেরিকা হেল্প করেছে সেই দেশই এক সময় নিঃশেষ হয়ে গেছে।
✊✊✊✊✊✊✊✊✊👍👍👍👍👍👍
সত্যকে জাতি ধর্ম, বর্ন নির্বিশেষে সবার কাছে তুলে ধরেন।
আপনাকে একটা প্রশ্ন করি, আপনাদের ইতিহাস দেখেন কোথায় থেকে এসেছেন মায়ানমার এিপুরা মঙ্গোলিয়া আমাদের দেশে এসেছেন ১০০-২০০ হয়তো। অন্য দেশ থেকে আসলেন তাদের কি আধিবাসী বলা যায়???
Gala chele 100/200year aage bangaladeshui tu chilo na
onara jeshob elakay boshobash kore sheshob elakay onarai prothom ashe ebong bangali ra kokhonoi oishob elakay thakto na shudhumatro britishder bhag korar karone onara Bangladesher shathe ontorbhukto hoy
তখন কি বাংলাদেশ সৃষ্টি হয়েছিল???
th-cam.com/video/YHh-Gzn3YqA/w-d-xo.htmlsi=h5QOZEY5eWaBJi6y
@@swekhaimarmaবাংলাদেশ সৃষ্টি না হোক।বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর বাংলাদেশের ভূখণ্ডেই তো আপনারা বসবাস করছেন। বাংলাদেশের আদিবাসী বাঙালিরা। এখন আপনারা অন্য দেশ থেকে এসে,যেখানে বসবাস করছেন সেই ভূখণ্ডকে নিজেদের ভূখণ্ড বলে যদি দাবি করেন।এটাতো বাঙালিরা মানবে না ভাই। জাতিগত বিভেদ তৈরি না করে, উস্কানিমূলক কথাবার্তা না বলে, আসুন আমরা সবাই মিলেমিশে একত্রে বসবাস করি এটাই সবার জন্য মঙ্গল জনক।
দেওয়ান কুমার অশোক (১৯৯১) এর ‘চাকমা জাতির ইতিহাস বিচার, ২য় খন্ড’ লেখাটিতে চাকমা জাতির পার্বত্য এলাকায় গোড়াপত্তন দিয়ে কথা বলেন। তিনি বলেন “ষোড়শ শতকের গোড়ার দিকে পার্বত্য চট্টগ্রামে চাকমাদের উপস্থিতি প্রত্যক্ষ সাক্ষ্য পাওয়া যায়।
Tik Kota
আপনারা এসেছেন ৩-৪ চত বছর আগে। আর আমরা বাঙালিরা এখানে আছি হাজার হাজার বছর ধরে।তাহলে দাদা কারা আদিম মানুষ অর্থাৎ আদিবাসী 😆😆
তুমি হিন্দু না মুসলমান বুঝলাম না।নামের আগেরটা মুসলিম আর নামের পরেরটা সরকার? হিন্দুদের নাম ? তোমার বাপ দাদা কি হিন্দু? একটু বলবেন প্লিজ!
Apnara silen na Vai,,Hindu Ra silo,puro barot borso silo age,,apnara Uganda Teke asesen,r hintu Bangali Der Teke Bangla sikesen r ki
Apnara silen na to Vai,,Hindu Bangali Ra silo,,apnara to Uganda Teke asesen,,apnara bap dada Ra neggro silo,,
Full support from Tripura 🇮🇳❤️
দাদা আমরা সবাই বাংলাদেশী এটাই ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশ। এখন যদি নিজেদের আলাদা ভাবে পরিচয় দিতে চান তাহলে ২৫০ বছর আগে এই ভূখণ্ডে এসে আদাবাসী দাবি করতে পারেন না। তাহলে আদিবাসী র সজ্ঞা জেনে নিন আগে। আর বাঙালি ইং এদেশের একমাত্র আদিবাসি।
😂😂😂😂😂😂
চাকমা জনগণের ইতিহাস Bangladesh-এ অনেক প্রাচীন। তারা মূলত ভারতের আসাম ও মিজোরাম অঞ্চলের অধিবাসী ছিল। ১৮৬০-এর দশকে ব্রিটিশ শাসনের সময় তারা বাংলাদেশে (বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে) বসতি স্থাপন করে। চাকমারা তাদের সংস্কৃতি, ভাষা এবং ঐতিহ্য নিয়ে এই অঞ্চলে বসবাস করছে। ১৯৪৭ সালের দেশভাগের পর তাদের অবস্থান আরও বিস্তৃত হয়।
এটাও cat gpt থেকে নেওয়া তোমরা এদেশের আদিবাসী না তোমরা স্যাটেলার অন্য জায়গা থেকে আসছো
সত্যকে সাথে নিয়ে এভাবেই লড়াই করতে হবে।
বিকাশ দাদা চালিয়ে যান. আপনাকে স্যালুট। ❤
আপনি সাইম ভাইয়ের প্রতিটা কথার উত্তর দিয়েছেন ভালো। সাইম ভাইয়ের এই ভিডিওর শেষের কথা টা উল্লেখ করেননায়। আপনি তো অন্যের ভূল ধরে ভিডিও টা বানাইলেন। কিন্তু ভিডিওর শেষে আপনি তার শেষের কথা টা এড়িয়ে গেলেন।
আমি আপনার সাথে একমত, তবে ভাই আপনাকে বুঝতে হবে সমতলের চাইতে পাহাড়ে বসবাসের জন্য কিছু চ্যালেঞ্জ রয়েছে,, রাস্তাঘাট, স্কুল, অফিস-আদালত সবকিছুতেই,, তারপরও সরকার চ্যালেঞ্জ নিয়েই কাজ করে যাচ্ছে, আমি চাইনা পাহাড়ি এবং বাঙালির মধ্যে কোন বিভেদ থাকুক, আমি সেনা শাসনের বিপক্ষে সমতলে পুলিশের কার্যক্রম আইন-শৃঙ্খলার অবস্থা বিবেচনা করে সরকার সেনা শাসন দিতে বাধ্য হয়েছে, তেমনি করে পাহাড়ে কিছু বিচ্ছিন্নতাবাদী অস্ত্রধারী কিছু সন্ত্রাসী সংগঠন রয়েছে, তারা পাহাড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং বাংলাদেশের সীমানা অখণ্ড রাখা ও বিশৃঙ্খলা দমনে পাহাড়ে পাহাড়ি এবং বাঙালি শান্তি বজায় রাখার লক্ষ্যেই সরকার সেনাবাহিনী মোতায়েন করেছে,, আপনি বিশৃঙ্খলা, বিচ্ছিন্নতাবাদী, অস্ত্রধারী জঙ্গি সংগঠন মুক্ত পাহাড় দেন, তাহলে বাংলাদেশের সীমানা রক্ষায় বিজেপি থাকবে আপনাদের কথিত পাহাড়ের সেনা শাসন থাকবে না,, আপনারা কি আমাদের বিশৃঙ্খলা মুক্ত এরকম পাহাড় উপহার দিতে
পারবেন,??
বিকাশ দা সত্য কথা তুলে ধরার জন্য ধন্যবাদ ❤
আর যা-ই হোক আপনার ব্যবহারে আমি মুগ্ধ ❤
Thank you Mr.Bikash 100% Right
অসংখ্য ধন্যবাদ বিকাশ দা,, সঠিক জায়গায় সঠিক জবাব দিয়েছেন
মালোশিয়ার সাবেক প্রধান মন্তী মহাথীর মোঃ বেশ কয়েক বছর গততে বিমানে চড়ে পার্বত্য অঙ্চলে চক্কর দিয়ে তার পুর্ব পুরুষদের জন্ম ভুমি বা বাসস্হান পর্যাবেক্ষন করেছিলেন। এ বিষয়ে মন্তব্য চাই।
Tik age saliye jao
হাজার বছরের শেষ্ঠ বাঙালি আমরা, পাহাড়ে পর্যটক নিরাপদ নয় কেন? আর আপনারা সারা বাংলাদেশের যেখানে মন চায় সেখানে যেতে পারেন , আর আমরা পাহাড়ে গেলে হাজারো স্মসায় পরতে হয়
আমরা আদিবাভি আমরা বাংগালি না কেলাহবে দেকবা
আদিবাসী বাঙ্গালী বলতে কিছু নেই , আমরা সবাই বাংলাদেশি।
এই বাংলাদেশ এমনি হয়নাই কতো জিবন গেচ্ছে জানেন, দেশের জন্ন কয়টা উপোজাতি জিবন দিচ্ছে, বাংলাদেশে থাকতে হলে বাংগালি হতে হবে।।।
দাদা,, ১৭ কোটি মানুষের মাঝে সকলে সঠিক বলবে, তা নয়। অনেকেই ভুল-ভাল বলবেন।
বৈচিত্রময় সংষ্কৃতি, বর্ণ, ভূমিরুপ আমাদের অহংকার... বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে আসুন সকলে মিলে কাজ করি।
বাংলাদেশের সব সনাতনী আদিবাসীদের পাশে আছে ❤❤❤