সৌমাল্যদা, ফিরে এলাম আমি আবারো তোমার "কেদারকান্থা ট্রেকে"র ৫ম বা সর্বশেষ ব্লগে, তোমাকে প্রথমেই জানাই আমার নমস্কার🙏 সৌমাল্যদা, আমি প্রায় প্রত্যেক ভ্রমণের ভিডিওই কানে 'ইয়ারফোন' লাগিয়ে দেখি বা শুনি, তো....'কেদারকান্থা সাম্মিট' থেকে 'সূর্যোদয়ে'র যা ভিউটা দেখলাম, আর যা ব্যাকগ্রাউণ্ড মিউজিকটা শুনলাম, মোটামুটি পুরো ভিডিওতেই, তাতে করে আমার মনে হচ্ছিল যেন, আমি এক অন্য জগতে চলে গিয়েছি। সত্যিই! দেবভূমি উত্তরাখণ্ডে দেবাদিদেবের পৌরাণিক ব্যাখ্যা শ্রবণ করতে করতে, পর্বতের খাঁজগুলির বিভিন্ন নাম শ্রবণ করতে করতে, ওপর থেকে বরফের মাঝে কিছুটা পথ 'স্লাইডিং'- এর মাধ্যমে নামতে নামতে, সর্বোপরি, ঘনঘটা মেঘের দ্বারা 'স্নো ফলে'র মজা নিতে নিতে, আমিও কোথায় যেন হারিয়ে যাচ্ছিলাম, সৌমাল্যদা।। মানে, 'কেদারকান্থা ট্রেক'টিতে সত্যিই এক অভূতপূর্ব, রোমহর্ষক, অনবদ্য অভিজ্ঞতা অর্জন করলাম, আর এটা সম্ভব হয়েছে, 'ওয়ান অ্যান্ড ওনলি' "লেট'স গো উইথ সৌমাল্য"র ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে।। আর 'কেদারকান্থা' জয়ের মাধ্যমে, এক রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জনের পর, সবারই উল্লাসে ফেটে পড়াটাই স্বাভাবিক, যেটা ভিডিওর শেষে দেখলাম। তো যাইহোক সৌমাল্যদা, এখনকার মতো বিদায় নিচ্ছি, অপেক্ষায় রইলাম পরবর্তী নতুন কোন ভ্রমণমূলক ভিডিওর জন্য, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা জানিয়ে আমি আমার লেখা শেষ করছি এবং জানাচ্ছি, একরাশ শুভেচ্ছা ও ভালোবাসা🌹🌷🌿🌻❤👍👌💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
@@LetsGowithsoumalya সৌমাল্যদা, আরেকটা কথা লিখতে ভুলে গিয়েছিলাম, কথাটা হচ্ছে যে, তুমি যখন হাঁড়হিম করা বরফের মধ্যে দিয়ে ওপর থেকে নীচের দিকে 'স্লাইড' করে নামছিলে, তখন তোমার হাতের 'স্টিক'টি অনেকটা দূরে ছিটকে গিয়েছিলো, এই দৃশ্যটা দেখে আমার কিন্তু দারুণ হাসি পেয়েছিল😃😃 যাইহোক, তোমার ভালোবাসা ভরা রিপ্লাই পেয়ে, আমিও ভীষণ খুশি হই ও আনন্দে মনটা ভরে যায়......
Ekta Kedarkantha trek er full details niye video korun..kothai koto taka legeche and baki every details.. Ei bochor anek a jabe karon no pandemic... Kindly parle ektu joldi videota kore din.. khub helpful hobe.
@@LetsGowithsoumalya তোমার ভিডিও দেখার পর কেদারকন্ঠ ট্রেক ই প্ল্যান করছি, এই ইয়ার যাবো ভাবছি, আমি মোটামুটি রেঞ্জর মধ্যেই কিনতে চাই, কথা থেকে কিনলে ভালো হবে, জ্যাকেট, জুতো, রুকসাক এই তিনটে main gears snow ট্রেক জন্য মোটামুটি দামের মধ্যে কোথা থেকে ভালো পাবো দাদা,মোটামোটি একটা বাজেট বলে দিলেও সুবিধে হতো, একদম beginner আমি যদি একটু এই বিষয়ে একটু সাজেস্ট করো,অনেক ভালো হতো 😊❤️🙏
আছে বোধয় .... কিন্তু মাথায় রাখবেন যত ওপরে যাবেন অক্সিজেনের মাত্রা কমতে থাকে। আর সূরা পান করলে ডিহাইড্রেশন হয়...যা আরও ক্ষতিকর । তাই আমাদের গাইডরা স্পষ্টই না করে বলে দিয়েছিল....
অপূর্ব সুন্দর দৃশ্য, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর place এর বাংলা ব্লগ করার জন্য, বাড়ি তে বসে আমরা দেখতে পাচ্ছি, সত্যি ধন্যবাদ 🙏
অনেক ধন্যবাদ
@@LetsGowithsoumalya আপনাকে ধন্যবাদ জানাই, এত সুন্দর ভিডিও বানানোর জন্য, 🙏
@@artsstudents8119 আপনার মতো মানুষের ভালোবাসা পাশে থাকলে, letsgo পরিবার একদিন অনেক বড়ো হবেই.......
কাজকে উৎসাহ দেওয়ার জন্যে অনেক ধন্যবাদ.
Fantastic view. Wonderful.
Onek darun video
পুরো series টা দেখলাম।
এক কথায় wonderful.
তবে আর একটু detailing হলে আরও ভালো লাগতো। বিশেষ করে ফেরার সময়।
যাইহোক অনবদ্য এবং অসাধারণ।
অপূর্ব দৃশ্য ।
ধন্যবাদ
Superb🎉🎉🎉🎉🎉
Excellent exploring, words fail to express my gratitude, go ahead, thanks.👍👍👍👍🇮🇳🇮🇳🇮🇳
Sir অনেক ধন্যবাদ।
দারুন ভিডিও বন্ধু, এগিয়ে যাও সাথে আছি👌
অনেক ধন্যবাদ
Tupi ta sundor 😍
Kinbo ami kothay pabo
DARUN CHOTTU DA 👍👍
Now feeling like we missed the adventure
😍😍😍 amazing view.
Thanks brother
সৌমাল্যদা, ফিরে এলাম আমি আবারো তোমার "কেদারকান্থা ট্রেকে"র ৫ম বা সর্বশেষ ব্লগে, তোমাকে প্রথমেই জানাই আমার নমস্কার🙏 সৌমাল্যদা, আমি প্রায় প্রত্যেক ভ্রমণের ভিডিওই কানে 'ইয়ারফোন' লাগিয়ে দেখি বা শুনি, তো....'কেদারকান্থা সাম্মিট' থেকে 'সূর্যোদয়ে'র যা ভিউটা দেখলাম, আর যা ব্যাকগ্রাউণ্ড মিউজিকটা শুনলাম, মোটামুটি পুরো ভিডিওতেই, তাতে করে আমার মনে হচ্ছিল যেন, আমি এক অন্য জগতে চলে গিয়েছি। সত্যিই! দেবভূমি উত্তরাখণ্ডে দেবাদিদেবের পৌরাণিক ব্যাখ্যা শ্রবণ করতে করতে, পর্বতের খাঁজগুলির বিভিন্ন নাম শ্রবণ করতে করতে, ওপর থেকে বরফের মাঝে কিছুটা পথ 'স্লাইডিং'- এর মাধ্যমে নামতে নামতে, সর্বোপরি, ঘনঘটা মেঘের দ্বারা 'স্নো ফলে'র মজা নিতে নিতে, আমিও কোথায় যেন হারিয়ে যাচ্ছিলাম, সৌমাল্যদা।। মানে, 'কেদারকান্থা ট্রেক'টিতে সত্যিই এক অভূতপূর্ব, রোমহর্ষক, অনবদ্য অভিজ্ঞতা অর্জন করলাম, আর এটা সম্ভব হয়েছে, 'ওয়ান অ্যান্ড ওনলি' "লেট'স গো উইথ সৌমাল্য"র ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে।। আর 'কেদারকান্থা' জয়ের মাধ্যমে, এক রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জনের পর, সবারই উল্লাসে ফেটে পড়াটাই স্বাভাবিক, যেটা ভিডিওর শেষে দেখলাম। তো যাইহোক সৌমাল্যদা, এখনকার মতো বিদায় নিচ্ছি, অপেক্ষায় রইলাম পরবর্তী নতুন কোন ভ্রমণমূলক ভিডিওর জন্য, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা জানিয়ে আমি আমার লেখা শেষ করছি এবং জানাচ্ছি, একরাশ শুভেচ্ছা ও ভালোবাসা🌹🌷🌿🌻❤👍👌💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
তোমার প্রত্যেকটালেখাই আমাকে প্রত্যেকবারই আবেগঘন করে দেয়,খুবই ভালো লাগে। একবার নয় ,কয়েকবারই পড়ি। আবার ভিডিও বানানোর রসদ পাই। পাশে থেকো দাদা। নতুনকরে তোমাকে ধন্যবাদ কি জানাই বলো...অনেক ভালো থেকো সুস্থ থেকো।
@@LetsGowithsoumalya সৌমাল্যদা, আরেকটা কথা লিখতে ভুলে গিয়েছিলাম, কথাটা হচ্ছে যে, তুমি যখন হাঁড়হিম করা বরফের মধ্যে দিয়ে ওপর থেকে নীচের দিকে 'স্লাইড' করে নামছিলে, তখন তোমার হাতের 'স্টিক'টি অনেকটা দূরে ছিটকে গিয়েছিলো, এই দৃশ্যটা দেখে আমার কিন্তু দারুণ হাসি পেয়েছিল😃😃 যাইহোক, তোমার ভালোবাসা ভরা রিপ্লাই পেয়ে, আমিও ভীষণ খুশি হই ও আনন্দে মনটা ভরে যায়......
Ekta Kedarkantha trek er full details niye video korun..kothai koto taka legeche and baki every details..
Ei bochor anek a jabe karon no pandemic... Kindly parle ektu joldi videota kore din.. khub helpful hobe.
এই উইকেই kedarkanthar টুর গাইড ভিডিওটি দেবো
dec 2nd week ki snow deka jee?
March kmn lagbe?
Trekking equipment ki ki lagbe,,, specialy shoe kemon কিনবো না rent যেটা পাওয়া যাবে সেটা তেই হবে,,,প্লজ reply
Haigh আঙ্কেল হলেই হবে, সাথে ট্রেকিং পোল রাখতে হবে,বাকী সব পার্সোনাল জিনিস নিলেই হবে
Network pawa jay phone korar ekhan theke..??
নায়ের বরাবর..তবে sankri te paben খুবই কষ্ট করে
Dada eta kon somay e giyechile, r kon company er madyme guide niyechile, ektu detials bolle vlo hoto
আমরা গিয়েছিলাম 23-28ডিসেম্বর 2022
সব নিয়ে ডিটেলসে একটা গাইড ভিডিও আসছে খুবই তাড়াতাড়ি.......
Dada total khorcha koto porlo,
গাইড ভিডিও আসছে খুবই তাড়াতাড়ি
Tmi eta kon mase gachile?
ডিসেম্বরের লাস্টে
I am flabbergasted
আরে এটার মনে কি??😢 গাল মন্দ দিলেনা তো আবার😊😊
@@LetsGowithsoumalya আশ্চর্যান্বিত
Treaking geras buy korte chai budget, ektu detils bole help korun
Trekking gear ভালো মানের কিনতে চাইলে Decathlon থেকে কিনতে পারেন.... যদি মোটামুটি রেঞ্জের কিনতে চান তাহলে অফলাইন থেকে কিনতে পারেন,
Kedarkantha ট্রেকিংয়ের বেস্পয়েন্ট sankri তে সব প্রয়োজনীয় জিনিস বিক্রি ও রেন্টে পাওয়া যাচ্ছে।
@@LetsGowithsoumalya তোমার ভিডিও দেখার পর কেদারকন্ঠ ট্রেক ই প্ল্যান করছি, এই ইয়ার যাবো ভাবছি, আমি মোটামুটি রেঞ্জর মধ্যেই কিনতে চাই, কথা থেকে কিনলে ভালো হবে, জ্যাকেট, জুতো, রুকসাক এই তিনটে main gears snow ট্রেক জন্য মোটামুটি দামের মধ্যে কোথা থেকে ভালো পাবো দাদা,মোটামোটি একটা বাজেট বলে দিলেও সুবিধে হতো, একদম beginner আমি যদি একটু এই বিষয়ে একটু সাজেস্ট করো,অনেক ভালো হতো 😊❤️🙏
@@RDtravelvlog1 একবার আপনি আমাকে ইনস্টাগ্রাম এ মসেজ করুন ...ফোন আপনার সাথে ডিটিলসে বলেদিছি
@@LetsGowithsoumalya Instagram link video description ache dada, na hole dao id link ta
আপনি কোন মাসে গেছিলেন??
ডিসেম্বর শেষ সপ্তাহে
দাদা একটা পার্সোনাল question 😅😅 এতো বরফ এ জমে যাবো তো,sankri te kono wine shop ache ?😅😅don't mind দাদা
আছে বোধয় .... কিন্তু মাথায় রাখবেন যত ওপরে যাবেন অক্সিজেনের মাত্রা কমতে থাকে। আর সূরা পান করলে ডিহাইড্রেশন হয়...যা আরও ক্ষতিকর । তাই আমাদের গাইডরা স্পষ্টই না করে বলে দিয়েছিল....
Electricity baeboshtha to nei tahole apni vlogging continue ki kore korte parlen..? I mean apni ki kore go pro or phone chrg krlen?
Powerbank