ভাই আমার ৫০, শতক জমিতে সবরি / চাপা/সাগর কলার চারা রূমপন করেছি। কোন দওয়া হয়নি কারন পুকুরের কাদা মাটি দিয়ে জমি ভরাট কড়েছি । এখন কি কোন সার দিতে হবে কি? জমি অনেক উরবর।
1 biga te total khoroch koto hobe 1st harvest porjonto ? First year a Kirokom profit hobe ? Ami sunechi tissue culture a 2 bochor a same gach theke 3 bar harvest kora jabe is it true ? If its true then 2nd year a khoroch and total 3 ta harvest a Income kirokom asha kora jay Jodi bazar valo hoy ?
3 বার হারভেস্ট করা যায়, কথা সত্য। আর কলার লাভ দাম পাওয়ার উপর অনেক খানি নির্ভরশীল। 3 বার হারভেস্ট এ অন্তত দুই বার ভালো লাভ পাওয়া যায়। প্রথম বার খরচ 20/22 হাজার বেশি বিঘায় কারণ চারার দাম আছে আর সার বেশি লাগে। প্রথম বছর মোটামুটি দাম পেলেও বিঘায় 50/55 হাজার লাভ পাওয়া সম্ভব। আর ভালো দাম পেলে 80/85 হাজার।
ভাই সাগর জাতীয় কলার দাম সত্যিই কম। তবে সঠিক সময়ে প্রোডাকশন আনতে পারলে কিছু টাকা হয়। আর 24 মাসে 3 বার পাওয়া যায় সঠিক পরিচর্যা করলে। আর টিস্যু কালচার সব জাতের হতে পারে, এটা নতুন চারা না,শুধু চারা উৎপাদন পদ্ধতি মাত্র।
ধন্যবাদ আপনাকে
আপনাকেও ধন্যবাদ
বাগানের বতমান অবস্থা নিয়ে একটা ভিডিও তৈরীর অনুরোধ করছি। ধন্যবাদ।
ইচ্ছা আছে, কিন্তু ব্যাস্ততায় হয়ে উঠে না।
ভাই আমার ৫০, শতক জমিতে সবরি / চাপা/সাগর কলার চারা রূমপন করেছি। কোন দওয়া হয়নি কারন পুকুরের কাদা মাটি দিয়ে জমি ভরাট কড়েছি । এখন কি কোন সার দিতে হবে কি? জমি অনেক উরবর।
th-cam.com/video/ePlOPwz4AoU/w-d-xo.html
এই ভিডিও টা দেখুন। Subscribe করে চ্যানেল এর সাথে থাকুন।
G9 kola r kabli kola ki ek....?.reply chai vaia
না ভাই
পাতার রঙ এমন লাল হলেই কি জি৯ কলা হয়?
আমি বাসার ছাদ এ লাগিয়েছি লাল,পাতা ঠিক এমন দেখে ভেবেছি লাল কলার জাত এনেছি
একটু বলবেন
পাতার ভিতরে ছোট অবস্থায় লালচে থাকে আবার থাকেও না
G 9 কলা কি পাকলে রং হয়?
জ্বি হয়
কাঠা লি কলার টিসু কালচার চারা পাওয়া যাবে।
জ্বি না ভাই, আমি চারা সেল করি না।
@@SaRaAgroFisheries ভাই যারা চারা সেল করে তাদের কারোর নম্বর দিলে আমার উপকার হতো।
এই কলার বর্তমান আপডেট দিলে ভালো হইত.....
জী দিবো ইনশাল্লাহ
আনাজি কলার চারা পাওয়া যাবে?
জী না ভাই
চারার দাম কত করে ভাই?
সবখানেই 60 টাকা প্রতি পিস
টিসু কালচার এর। কলা গাছে ফল আসতে কত সময় নেই?..
৯ থেকে ১০ মাসে হারভেস্ট করা যাবে।
1 biga te total khoroch koto hobe 1st harvest porjonto ? First year a Kirokom profit hobe ? Ami sunechi tissue culture a 2 bochor a same gach theke 3 bar harvest kora jabe is it true ? If its true then 2nd year a khoroch and total 3 ta harvest a Income kirokom asha kora jay Jodi bazar valo hoy ?
3 বার হারভেস্ট করা যায়, কথা সত্য। আর কলার লাভ দাম পাওয়ার উপর অনেক খানি নির্ভরশীল। 3 বার হারভেস্ট এ অন্তত দুই বার ভালো লাভ পাওয়া যায়। প্রথম বার খরচ 20/22 হাজার বেশি বিঘায় কারণ চারার দাম আছে আর সার বেশি লাগে।
প্রথম বছর মোটামুটি দাম পেলেও বিঘায় 50/55 হাজার লাভ পাওয়া সম্ভব। আর ভালো দাম পেলে 80/85 হাজার।
ভাই g9 কলার চারা কিনবো যোগাযোগ করব কিভাবে বলতেন
ভাই আমি ছাড়া বিক্রয় করি না। অনেকেই চারা বিক্রয় করে। FB তে search দেন। নাশিক প্লান্ট অ্যান্ড পট চারা বিক্রয় করে।
আমি এখন জি নাইন কলার চারা লাগাতে চাই। কিন্তু জমি প্রস্তুত করিনি। তাহলে আমি এখন কি করব? মাটি প্রস্তুত করার জন্য কি অপেক্ষা করব? যদি করি তাহলে কতদিন?
সার গোবর দিয়ে জমির গর্ত রেডি করে অন্তত 15 দিন ফেলে রাখুন।
ড.এম আনোয়ার হোসেন স্যারের সাথে কন্টাক্ট করবো কিভাবে..??
কমেন্ট সেকশন এ নাম্বার পাবেন ভাই
জি ৯ কলা সেল করতে চাই
আপনাদের এলাকায় দাম কেমন?
চারা দাম কত করে পিচ
G9 টা 60 টাকা করে
আমি দুই টা কলা গাছ লাগিয়েছে দুই মাছ আপনার সাত দিনের টা আর আমার দুই মাসের টি সেমই সাইজ।এখন কি করলে ভালো হবে।
500 গ্রাম সরিষার খইল পচিয়ে গোড়ায় দেন, কিছুদিন পর 50 গ্রাম DAP দেন।
আমার ৪একর জমির জন্য ৪৮০০শ টিস্যু কালচার তারা লাগবে কত দাম।
নাসিক প্লান্ট অ্যান্ড পট লিখে FB তে search দেন। তারা চারা সেল করছে।
ভাই চারা কই পাই
Comment এ দেখেন স্যার এর নম্বর দেয়া আছে। যোগাযোগ করলেই পাবেন। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারা।
Subscribe করে চ্যানেল এর সাথে থাকুন। ধন্যবাদ।
পরামর্শের জন্য ফোন নাম্বার টা প্রয়োজন।
কিছু জানার থাকলে এখানে জিজ্ঞেস করবেন ইনশাআল্লাহ উত্তর পাবেন।
হাই
জ্বি
টিসুকালচার আর বইলেন না এই গুল হল নেপালি জাতের কলা বাজারে একেবারে দাম পাওয়া যায় না, পারলে দেশী কলার টিসুকালচার করে দেখান মানুষ উপকার পাবে,
ভাই সাগর জাতীয় কলার দাম সত্যিই কম। তবে সঠিক সময়ে প্রোডাকশন আনতে পারলে কিছু টাকা হয়। আর 24 মাসে 3 বার পাওয়া যায় সঠিক পরিচর্যা করলে।
আর টিস্যু কালচার সব জাতের হতে পারে, এটা নতুন চারা না,শুধু চারা উৎপাদন পদ্ধতি মাত্র।
আপনার ফোন নম্বর টা দেয়া যাবে।
আপনার প্রশ্ন এখানেই করতে পারেন
@@SaRaAgroFisheries আমি কোন জায়গা থেকে ভালো কলা চারা সংগ্রহ করতে পারি ।