@evolvetoeternity5691 চটিতো সরকারি চাকুরেরাই বেশী চাটে, কারণ সরকারই তাদের বেতন দেয়। আর কিসের যোগ্যতা আছে সরকারি চাকুরেদের সরকারি স্কুল আর দপ্তরের কর্মসংস্কৃতি তার প্রমান। যারা টাকা দিয়ে চাকরি পায় আর যারা প্রস্তুতি নিয়ে পাস করে পায় দুজনেই অযোগ্য। দীর্ঘদিন অপরিসীম ধৈর্য ধরে নীরস মুখস্ত করে করে, যেখানে জ্ঞানের আনন্দ এতটুকুও নাই। সেটাই হল চাকরির প্রস্তুতি। তারপর নির্লজ্জের মত লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা দিয়ে বাসে ট্রেনে মারামারি করে পরীক্ষা দিতে গিয়ে অবশেষে একটা চাকরি ছিনিয়ে নিয়ে এসে নিজেকে যোগ্য বলে দাবী করে। এই এত ধৈর্য, এত কষ্ট সহ্য করার শক্তি এরা কোথায় পায়?? এই যোগ্যতার উৎস হল সরকারি বেতন আর ক্ষমতার প্রতি।তীব্র লোভ আর অন্যথায় খেটে খাওয়ার প্রচণ্ড ভয়। এই লোভ আর ভয় যার যত তীব্র ৯৫% তারাই অবশেষে চাকরি পায়। অধিকাংশ সুযোগ্য ও আত্মসম্মানবোধসম্পন্নরা এমন নির্লজ্জভাবে চাকরির পেছনে যায় না। আবার অন্যদিকে কিছু চালাক মানুষ যারা লোভী এবং ভীতু তারা রিস্ক নিয়ে কষ্টার্জিত টাকা ঘুষ দিয়ে দেয়। এরাই সরকারি চাকুরে। এরা চাকরি করতে আসে ফ্রীতে বেতন নেওয়ার জন্য। তবে ৫% চাকুরে অবশ্যই আছেন যাঁরা সুযোগ্য, সমাজের প্রণম্য দৃষ্টান্ত স্থাপন করেন।
যারা যোগ্য তাদের কেন সরকারি সুবিধা দেওয়া হবে? যোগ্যরা তো নিজের চেষ্টায় উপার্জন করতে পারবে। বরং অযোগ্যদের সরকারি চাকরি দেওয়া হোক। আর বেতন কম করে দেওয়া হোক। সেই যখন ভালো শিক্ষা পেতে গেলে বেসরকারি স্কুলে টাকা দিয়ে পড়াতে হয়,, এই যোগ্যদের বেসরকারী স্কুলে পড়াতে নেওয় হোক।
সহমত। সকল যোগ্য শিক্ষক সুবিচার পাক।
সকল যোগ্য শিক্ষক সুবিচার পাক।
অন্যায় করলাম না, অথচ শাস্তি দিয়ে দিল।
যোগ্যতা থাকলে সরকার না চাকরি দিলেও চিন্তা নাই।
আছে।অযোগ্য মূর্খ হলে আপনার মত চটি জুতো চেটে,নেতাদের পা টিপে জীবনযাপন করা যায়।যোগ্যতা থাকলে যায় না।
@evolvetoeternity5691
চটিতো সরকারি চাকুরেরাই বেশী চাটে, কারণ সরকারই তাদের বেতন দেয়।
আর কিসের যোগ্যতা আছে সরকারি চাকুরেদের সরকারি স্কুল আর দপ্তরের কর্মসংস্কৃতি তার প্রমান।
যারা টাকা দিয়ে চাকরি পায় আর যারা প্রস্তুতি নিয়ে পাস করে পায় দুজনেই অযোগ্য।
দীর্ঘদিন অপরিসীম ধৈর্য ধরে নীরস মুখস্ত করে করে, যেখানে জ্ঞানের আনন্দ এতটুকুও নাই। সেটাই হল চাকরির প্রস্তুতি। তারপর নির্লজ্জের মত লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা দিয়ে বাসে ট্রেনে মারামারি করে পরীক্ষা দিতে গিয়ে অবশেষে একটা চাকরি ছিনিয়ে নিয়ে এসে নিজেকে যোগ্য বলে দাবী করে।
এই এত ধৈর্য, এত কষ্ট সহ্য করার শক্তি এরা কোথায় পায়?? এই যোগ্যতার উৎস হল সরকারি বেতন আর ক্ষমতার প্রতি।তীব্র লোভ আর অন্যথায় খেটে খাওয়ার প্রচণ্ড ভয়।
এই লোভ আর ভয় যার যত তীব্র ৯৫% তারাই অবশেষে চাকরি পায়। অধিকাংশ সুযোগ্য ও আত্মসম্মানবোধসম্পন্নরা এমন নির্লজ্জভাবে চাকরির পেছনে যায় না।
আবার অন্যদিকে কিছু চালাক মানুষ যারা লোভী এবং ভীতু তারা রিস্ক নিয়ে কষ্টার্জিত টাকা ঘুষ দিয়ে দেয়। এরাই সরকারি চাকুরে।
এরা চাকরি করতে আসে ফ্রীতে বেতন নেওয়ার জন্য।
তবে ৫% চাকুরে অবশ্যই আছেন যাঁরা সুযোগ্য, সমাজের প্রণম্য দৃষ্টান্ত স্থাপন করেন।
যারা যোগ্য তাদের কেন সরকারি সুবিধা দেওয়া হবে? যোগ্যরা তো নিজের চেষ্টায় উপার্জন করতে পারবে। বরং অযোগ্যদের সরকারি চাকরি দেওয়া হোক। আর বেতন কম করে দেওয়া হোক। সেই যখন ভালো শিক্ষা পেতে গেলে বেসরকারি স্কুলে টাকা দিয়ে পড়াতে হয়,, এই যোগ্যদের বেসরকারী স্কুলে পড়াতে নেওয় হোক।
কেহেনা ক্যা চাহতে হো 🤔